পোস্টগুলি

সেপ্টেম্বর ১৩, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বসুদেব ও দেবকীর বিবাহ লীলা 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/deboki.html

ছবি
✧══════════•❁❀🙇❀❁•══════════✧ 🆕  বসুদেব ও দেবকীর বিবাহ লীলা  🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉  http://mrinmoynandy.blogspot.com/2024/09/deboki.html ✧══════════•❁❀🙇❀❁•══════════✧ লক্ষ লক্ষ দৈত্য ও দৈত্য সৈন্য-দ্বারা এই পৃথিবী অত্যন্ত ভারাক্রান্ত হইয়াছিল। দেবদেবীগণ ব্রহ্মার শরণাপন্ন হইয়া ছিলেন। ব্রহ্মা পৃথিবীর সেই করুণ বাক্য শুনিয়া দেবগণ সহ ক্ষীরসাগরের তীরে গমন করিলেন। সেখানে গিয়া দেবগণ শ্রীহরির উদ্দেশ্যে স্তব   করিতে লাগিলেন। ব্রহ্মা সমাধি-অবস্থায় আকাশবাণী শ্রবণ করিয়া দেবগণকে বলিলেন,—হে দেবগণ ! আমার নিকট হইতে তোমরা ভগবদ্বাক্য শ্রবণ কর এবং তদনুসারে সত্বর কার্য্যানুষ্ঠান করিতে থাক । পৃথিবীর এই দুঃখ ভগবান্ পূৰ্ব্ব হইতেই অবগত আছেন ; অতএব শ্রীহরি অবতীর্ণ হইয়া স্বীয় কালশক্তির দ্বারা পৃথিবীর ভারাপনোদন পূর্বক ভূতলে বিচরণ করবেন, ইতিমধ্যে তোমরা অংশক্রমে যদুবংশে জন্মগ্রহণ কর। সাক্ষাৎ পরমপুরুষ ভগবান্ বাসুদেব ভবনে জন্মগ্রহণ করিবেন ; তাঁহার প্রিয়কার্য্য করিবার নিমিত্ত সুরস্ত্রী গণও জন্মগ্রহণ...

পার্শ্ব একাদশী 🌙 সংগৃহীত 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/parsva.html

ছবি
✧══════════•❁❀🙇❀❁•══════════✧ 🆕  পার্শ্ব একাদশী 🌙 সংগৃহীত  🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉  http://mrinmoynandy.blogspot.com/2024/09/parsva.html ✧══════════•❁❀🙇❀❁•══════════✧ ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্রমাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির- শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে। যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এবং এই ব্রত পালনেই কি পূণ্য লাভ হয়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মাহা পুণ্যপ্রদা, সমস্ত পাপহারিনী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রীবামনদেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রীবিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। শায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন। তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তীনি একাদশী। যুধিষ্ঠির মহারজ বললেন হে জনার্দন আপনার এসকল কথা শুনেও আমার সন্দেহ পুর্ণরূপে দুর হয়নি। হে দেব আপনি কিভাবে শয়র করেন, কিভা...