🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩
মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
✧═══════════•❁❀❁•═══════════✧
২৫. কৃষ্ণনাম চিন্তামণি ধন সংরক্ষণ করতে হলে সাধুসঙ্গ বিশেষ প্রয়োজন❗ 📖 মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৫)💐💐মনো শিক্ষা 💐💐*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*ওরে মন! তুমি সে ডুবাও ভব-কূপে।*
*যতেক ইন্দ্রিয়গণ, তোর বশ অনুক্ষণ,*
*স্বতন্ত্র না হয় কোনরূপে।।*
*যে দেখাহ দেখে নেত্রে,কানে শুনে তোমা সাথে,*
*যেখানে চালাও চলে গা।*
*যেকথা যেরসে রত,জিহ্বা হয় তার মত,*
*তো বিনু নড়িতে নারি পা।।*
*সেই কর পরিশ্রম, কেন না ঘুচাও ভ্রম,*
*ভালমন্দ না চাহ ফিরিয়ে।*
*কিবা নিত্য কি অনিত্য,ভাবিয়া না বুঝ চিত্ত,*
*বিষ খাও অমৃত তেজিয়ে।।*
*সাক্ষাতে না দেখ কত,মরি যায় শত শত,*
*ধন জন ফেলায়ে হেথাই।*
*জন্ম ভরি যত ক্লেশ,সব অকারণ শেষ,*
*সঙ্গের সম্বল কোথা ভাই।।*
*' কৃষ্ণনাম ' চিন্তামণি,হও সে ধনের ধনী,*
*ভরি লহ বদন-কুঠরী।*
*খাও বিলাও নাহি ক্ষয়,যম জিন যাকু ভয়,*
*ডঙ্কা পড়ুক ত্রিভুবন ভরি।।*
*সাধু-সঙ্গে লওয়া দেওয়া,লাভে মূলে যাবে পাওয়া,*
*ঠক-সঙ্গে না করিহ মেলা।*
*যদি কর ফল পাবে,লাভে মূলে হারাইবে,*
*প্রেমানন্দ কহে তবে গেলা।।*
*🌻জিন=জয় কর। ডঙ্কা= জয়জয়কার। লাভে মূলে= সুদে আসলে।ঠক, বলতে বলা হয়েছে =সংসার-রূপ প্রতারক।🌻*
*🌻ওরে মন! তুমি দশ ইন্দ্রিয়কে তোমার অধীন করে নিয়ে বিষয়ভোগে আসক্ত হয়ে নিরন্তর(সবসময়) আমাকে ভবকূপে নিমজ্জিত করছো বা ডুবিয়ে রাখছ। তুমি যা দেখতে ইচ্ছা কর, নয়ন তাই দেখে ; তুমি যা শুনতে ভালবাসো, কর্ণ তাই শোনে।যেখানে যেতে ইচ্ছা কর,শরীর সেই দিকেই চলে ; যে কথা বলতে ভাল লাগে, জিহ্বা সর্বদা সেই কথায় বলে। মন! তোমার ইচ্ছা ব্যতিরেকে (ব্যতীত বা ছাড়া )কোন ইন্দ্রিয় স্বতন্ত্র কিছু করতে পারে না।এইভাবে তোমার আত্মসুখের লালসা চরিতার্থ করতে দিনরাত ইন্দ্রিয়গণকে পরিশ্রম করাচ্ছ। অথচ যাকে দর্শন করলে,যে কথা শ্রবণ করলে,যে জায়গায় গমন করলে,যে কথা সর্বদা বলতে থাকলে মানবজীবন সার্থক হয়, সেইদিকে ইন্দ্রিয়গণকে নিযুক্ত করছ না।এতে অমৃত ছেড়ে দিনরাত বিষপান করা হচ্ছে।তুমি নিজে দেখছ কত মানুষ ধন-জন সবকিছু ফেলে রেখে মৃত্যুর গহ্বরে প্রবেশ করছে।এইসব দেখেও তোমার দিব্যজ্ঞান বা চেতনাশক্তি উদয় হচ্ছে না।ওরে মন! তুমি কৃষ্ণনাম চিন্তামণির ধনে ধনী হও।এ ধন কোনদিন নষ্ট হবে না, এ ধন এখানেও থাকবে, মৃত্যুর পরেও সঙ্গে থাকবে।এই ধন যতই ভোগ কর, বা বিতরণ কর,ক্ষয় তো মোটেই হবেই না,বরং দিন দিন বাড়তে থাকবে। উপার্জিত কৃষ্ণনাম চিন্তামণি ধন সংরক্ষণ করতে হলে সাধুসঙ্গ বিশেষ প্রয়োজন।অসৎসঙ্গে পড়লে এই অমূল্য ধন আর থাকবে না।তাই বলি ওরে মন! অসৎ সঙ্গ সর্বদা ত্যাগ করবে।*
*🙌জয় নিতাই জয় গৌরচন্দ্র🙌*
*(২৬শে ফাল্গুন)*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রী প্রেমানন্দ দাস ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 1️⃣. মনোশিক্ষা 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(০১)💐💐মনোশিক্ষা💐💐*
*🌻মনকে নিয়ে কিছু কথা🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শাস্ত্রে একটি কথা আছে "মনঃ এব মনুষ্যানাং কারণ বন্ধ মোক্ষয়", অর্থ্যাৎ মানুষের মনই হল বিষয় বন্ধনে আবদ্ধ হবার এবং বিষয় মুক্ত হয়ে ভগবদ্ সান্নিধ্য লাভ করবার হেতু স্বরূপ।বিষয় ভোগ লিপ্সায়,দৈহিক সুখ উন্মাদনায়,মানব-মন যখন উন্মত্ত হয়ে ওঠে তখন সেই বিষয়-মদোন্মত্ত মনই মানবাত্মার বন্ধনের একমাত্র কারণ হয়ে দাঁড়ায়। আবার ঐ মন যখন ভগবদ্ প্রীতির জন্য ভগবদ্ সেবা সুখোল্লাসে ঘৃণার সাথে বিষয়াসক্তি ত্যাগ ক'রে ভগবদ্ সাধনায় একান্তভাবে ব্রতী হয়,তখন মানবাত্মা জড় বন্ধন হতে চির মুক্তি লাভ করে।*
*🌻জীবনের সমস্ত অশান্তির মূল কারণ হচ্ছে "মন", আবার পরাশান্তি লাভের একমাত্র কারণ হল ঐ মন। মানব জীবনের প্রধান কর্তব্য এবং সাধন হল চঞ্চল মনের অধীন না হয়ে মনকে নিজের অধীনে এনে শাস্ত্র নির্দেশিত পথে পরিচালনা করা।মনের ইচ্ছা পূরণ করাই বড় কথা নয়,আত্মায় যে পারমার্থিক প্রবৃত্তি রয়েছে,সেই প্রবৃত্তিকে সার্থক করাই বড় কথা।এর জন্য মনকে বিবেকের দ্বারা শাসন করে শাস্ত্রের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা বিশেষ প্রয়োজন। মহাজন বাণীতে আছে=*
*🍀রাজা করে রাজ্য বশ,*
*🍀যোদ্ধা করে রণ জই।*
*🍀আপকা মনকো যো বশ করে,*
*🍀সবসে বড়া ওই।।*
*(মহাজনের ভাষায় জই=জয়)*
*🌻কোন রাজা তার পরাক্রমের দ্বারা সমগ্র রাজ্যবাসীকে বশ করে, কোন যোদ্ধা অপরিসীম রণ কৌশলে ভয়ঙ্কর যুদ্ধকে জয় করে,মানুষ তাদের এই কৃতিত্বের কথা স্বীকার করলেও সব থেকে বড় কৃতিত্ব হল, অবাধ্য,চঞ্চল, ইন্দ্রিয় সুখ বাসনা উন্মুখ মনকে বশীভূত করে যে মানুষ নিজেকে ভগবদ্ সাধনায় নিয়োজিত করতে পারেন তাঁর।*
*🍀সাধারণ মানুষের মধ্যে একটি কথা প্রায় আলোচনা হতে দেখা যায়, তা হ'ল,মনকে বা আত্মাকে কষ্ট দিয়ে নাকি ধর্ম কর্ম হয় না।কিছু মানুষ এই কথার সমর্থনে অনুপ্রাণিত হয়ে অশাস্ত্রীয় ভাবে ভোগের মধ্যে ডুবে ভগবদ্ উপাসনার চেষ্টা করে চলেছে, তারা কখনোই বুঝতে পারে না যে,ঐ প্রবাদ বাক্যের পিছনে কোন শাস্ত্রীয় যুক্তি বা সিদ্ধান্ত নেই।মনের সুখ দুঃখের দিকে লক্ষ্য করলে এবং তাতে গুরুত্ব আরোপ করলে দেবদুর্লভ মানবজন্ম কখনোই সার্থক হবে না। সাধারণতঃ দেখা যায় শিশুরা প্রাথমিক অবস্থায় বিদ্যালয়ে যেতে চায় না কষ্টবোধ করে,শিশু মনের এই কষ্টের কথা ভেবে পিতা-মাতা যদি বিদ্যালয়ে না পাঠায় তাহলে পরিণামে সেই শিশু অজ্ঞানতার অন্ধকারে থেকেই যাবে।তেমনি মন কষ্ট পাবে এই ভেবে যদি মনকে আমরা শ্রীগুরুদেব কর্তৃক উপদিষ্ট পথে তথা ঋষিগণের শাস্ত্র নির্দেশিত পথে পরিচালিত করতে না পারি, তাহলে মানব জীবন কখনোই সার্থক হবে না। বিবেকবান মানুষ সেইজন্য সর্বক্ষণ নিজের মনকে শাসন করেন।শাস্ত্রের শিক্ষায় শিক্ষিত করে তোলেন।*
*🌺কোটি কোটি জন্ম ধরে বিষয় ভোগ করতে করতে মন বিষয় ভোগে চির অভ্যস্ত হয়ে গিয়েছে।আমরা না চাইলেও মন বিষয় ভোগের দিকেই বল্গাহীন অশ্বের মতন সর্বক্ষণ ধাবমান।এই অবস্থায় সেই মনকে শাসন করে সৎ পথে,ভগবদ্ প্রাপ্তির পথে চালনা করাই বড় সাধনা।*
*🙏জয় নিতাই জয় গৌরসুন্দর🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 2️⃣. মনোশিক্ষা 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(০২)💐💐মনোশিক্ষা💐💐*
*🌻মনকে নিয়ে কিছু কথা🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻ভগবদ্ প্রাপ্তির পথে চালনা করাই বড় সাধনা। এ বিষয়ে একটি সুন্দর দৃষ্টান্ত আছে ঃ----*
*🍀একজন অতীর চতুর ব্যক্তি বিনা ব্যয় বা বিনা পরিশ্রমে একটি ছাগল পালনের অভিসন্ধি করল।বাজার থেকে একটি শিশু ছাগল কিনে এনে চারদিকে ঘোষণা করে দিল যে,তার ছাগলকে ঘাস খাইয়ে যে লোক পেট ভরাতে পারবে সে ছাগল সহ এক হাজার টাকা পুরস্কার পাবে।এই ঘোষণা শুনে অনেকেই ছাগল ও তারসঙ্গে পুরস্কার পাবার লোভে ছাগলকে নিয়ে গিয়ে পেট ভরে ঘাস খাওয়াতে লাগল।ঘাস খাইয়ে পরিপূর্ণ ভাবে পেট ভরিয়ে মালিককে ছাগল ফেরত দিতে এলো,তখন সেই সুচতুর মালিক জিজ্ঞাসা করল,যথার্থ পেট ভরিয়ে এনেছো কিনা? এবার পুরস্কার লোভি মানুষটি বলল, হ্যাঁ বাবু! আমি ভাল করে ঘাস খাইয়ে পেট ভরিয়ে এনেছি ; আপনি আশাকরি ছাগলটি দেখে বুঝতে পারছেন ওর পেটে আর জায়গা নাই।এ কথা শুনে মালিক বলল,তোমার কথা শুনে আমার বিশ্বাস হচ্ছে না। ছাগলের পেট ভরেছে কি না তা আমি নিজে পরীক্ষা করব।সে বলল, হ্যাঁ বাবু, আপনি নিশ্চিন্তে পরীক্ষা করতে পারেন।ছাগলের মালিক তখন একমুঠো কচিঘাস নিয়ে ছাগলের মুখে ধরা মাত্রই ছাগলটি ঘাস খেতে লাগল।তাই দেখে মালিক চিৎকার করে বলে উঠল,প্রবঞ্চক,মিথ্যাবাদী! তুমি আমার ছাগলকে মোটেও খেতে দাওনি, পেট ভরা তো দূরের কথা।পেট যদি ভরতি হত তাহলে কখনোই ছাগল এমন করে ঘাস খেত না। তুমি কিছুই পাবে না।ফিরে যাও।সারাদিন কষ্টে করে পুরস্কারের আশায় ছাগলকে খাইয়ে পরিণাম যখন এই হল, তখন নিজেই নিজের মনকে গালমন্দ করতে করতে ফিরে গেল।গাভী হোক আর ছাগলই হোক এবং মহিষ হোক,তাদের এটা স্বাভাবিক স্বভাব যতই পেট ভরুক কচি ঘাস পেলে খাবেই তারা,এই কথাটা ধুরন্দর মালিককে সে কিছুতেই বোঝাতে পারল না।ছাগল মালিকের এই চালাকির কৌশলে অতি অল্পদিনের মধ্যেই ছাগলটি হৃষ্টপুষ্ট হয়ে উঠল।*
*🌻ছাগল মালিক একদিন বড় বিপদে পড়ে গেল।জগতে চালাকের উপরেও চালাক থাকে।তেমনি এক চালাক চাষী ছাগল মালিককে এসে বলল,আমি আপনার ছাগলকে আজ নিশ্চয় পেট ভরিয়ে আনতে পারব।এই বলে সে ছাগলটি নিয়ে গিয়ে তার বাড়ীর পরিস্কার উঠানের মধ্যে বেঁধে রেখে দিল।ঘাস খাওয়ানো তো দূরের কথা ছাগলকে জল পর্য্যন্ত পান করতে দিল না।সারাদিন এইভাবে প্রখর রৌদ্রের মধ্যে অনাহারে পিপাসায় ছটফট করতে লাগল।এইবার যখন ছাগলটিকে ফিরিয়ে দেবার সময় হল তখন সেই চাষী একমুঠো কচিঘাস ও একটি ছোট লাঠি নিয়ে ছাগলের কাছে এলো।এক হাতে ঘাস, ও এক হাতে লাঠি।ছাগলের মুখের সামনে ঘাসের মুঠো ধরতেই ক্ষুধার্ত ছাগল যেই খেতে নিয়েছে,অমনি ষেই ছোট লাঠি দিয়ে ছাগলের মুখের উপরে এলোপাথারি আঘাত করতে লাগল।আঘাতে ব্যথা পেয়ে ছাগল ঘাস খাওয়া হতে বিরত হল।লাঠির আঘাত বন্ধ করলে ক্ষুধার তাড়নায় আবার সেই ঘাস খেতে উদ্যত হল।এবারও তার মুখের উপরে লাঠির আঘাত পড়তে লাগল।কয়েকবার লাঠির আঘাত পেতে পেতে ছাগলের আতঙ্ক হয়ে গেল যে, ঘাস খেতে দিলেই যন্ত্রণাদায়ক লাঠির ঠ্যাঙানি খেতে হবে তাই ক্ষুধা পিপাসায় দুর্বিষহ যন্ত্রণা সহ্য করেও ঘাস খাওয়ার আশা একেবারে ত্যাগ করল।চাষী তখন ছাগলকে নিয়ে তার মালিকের কাছে উপস্থিত হল।ছাগল মালিক ছাগলকে দেখেই বুঝতে পারল, ছাগলের মোটেও ভরেনি।তখন সে চাষীকে বলল,তুমি আমার ছাগলকে মনে হয় আজ কিছুই খেতে দাওনি।ছাগলকে দেখে স্বাভাবিকভাবেই তা বোঝা যাচ্ছে।চাষী বলল,বাবু! আপনি নিজেই পরীক্ষা করে দেখুন ছাগলের পেট ভরেছে কি না?ছাগল মালিক পূর্বের মত একমুঠো কচিঘাস নিয়ে ছাগলের মুখের সামনে ধরতেই ঘাস খাওয়াতো দূরের কথা সে মুখকে অন্য দিকে ফিরিয়ে নিল।ছাগল মালিক এতে চমকিয়ে উঠল।তখন বারবার চেষ্টা করতে লাগল ছাগলটি যাতে ঘাস খাই। কিন্তু ছাগল ঘাস খাবে কি করে, প্রথমত লাঠির আঘাতে তার মুখে দাঁতে ব্যথা হয়েছে।দ্বিতীয়ত মনে আতঙ্ক জন্মে গিয়েছে যে ঘাস খেলেই লাঠির আঘাত খেতে হবে।কারণ ছাগল দেখছে কাছেই সেই চাষী দাঁড়িয়ে আছে আর তার হাতে সেই লাঠিটিও আছে।তাই আঘাতের ভয়ে ঘাস খাওয়া থেকে একেবারে বিরত থাকল।এইবার চাষীটি বলল,বাবু! আপনার ছাগল যখন মোটেও ঘাস খাচ্ছে না,তখন নিশ্চিতভাবে এর পেট ভরেছে।আর আপনার শর্তও ছিল ছাগলের পেট ভরলে সে আর কখনোও ঘাস খাবে না ; এইবার আপনি নিজেই পরীক্ষা করে তা বুঝতে পারলেন।অতএব আপনার ঘোষণা অনুযায়ী প্রতিশ্রুতি পালন করুন।এই প্রতিশ্রুতি পালন না করলে আমার সঙ্গে অনেক উৎক্ষিপ্ত গ্রামবাসী এসেছে,তারা প্রতিবাদ মুখর হয়ে সম্মিলিতভাবে আপনাকে দন্ড দিবে।নিরুপায় সেই ছাগল মালিক সেই চাষীর হাতে পূর্ব প্রতিশ্রুত অনুসারে ছাগল ও টাকা দিতে বাধ্য হল।*
*🙏জয় নিতাই জয় গৌরসুন্দর🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 3️⃣. মনোশিক্ষা 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৩)💐💐মনোশিক্ষা💐💐*
*🙏মনকে নিয়ে কিছু কথা🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻উল্লিখিত দৃষ্টান্তের মধ্যে একটি গূঢ় সিদ্ধান্ত লুকিয়ে আছে। তা হচ্ছে ঐ ছাগল হল,প্রত্যেকটি মানুষের মন, চালাক ছাগল মালিক হল,বিষয় ভোগবাসনা।আর ছাগলের পেট ভরানো চাষীটি হল, বিবেক।বিষয় ভোগবাসনারূপ ছাগল মালিক ঘোষণা করে রেখেছে মনরূপ ছাগলের ক্ষুধা নিবৃত্তি করতে পারলে পুরস্কৃত হবেন। কিন্তু তা কখনোই সম্ভব হচ্ছে না,কারণ মাবনদেহে যে পেট আছে তা সহজেই পূর্ণ করা যায় কিন্তু মনের পেটকে অর্থ্যাৎ মনের ক্ষুধাকে কখনোই পূর্ণ করা যায় না।জন্ম জন্ম ধরে বিষয় ভোগ করলেও মন বিষয় ভোগে পরিতৃপ্ত হয় না।বিষয় ভোগের পিপাসা ক্রমবর্ধমান রূপে বাড়তেই থাকে।এ বিষয়ে শাস্ত্রে একটি উল্লেখ আছে=*
*ন জাতু কামান্ কাম উপভোগেন সাম্মতি।*
*কৃষ্ণ বত্মৈব হবিষা এবাভি বর্ধতে।।*
*🍀অর্থ্যাৎ নিরন্তর (সবসময়) কাম উপভোগের দ্বারা কাম ভোগবাসনার বিরতি ঘটে না।যেমন আগুনে ঘি ঢালতে থাকলে আগুন কখনোই নিভে না, বরং আরো বাড়তে থাকে। সুতরাং মনরূপ ছাগলকে অশেষ বিশেষে যতই বিষয় ভোগ করানো যাক ধা কেন সে বিষয় ত্যাগ করতে পারবে না।এমত অবস্থায় মনরূপ ছাগলকে গুরুবাক্য এবং শাস্ত্রবাণীরূপ দন্ডের অর্থ্যাৎ লাঠির দ্বারা অনবরত শাসন করতে থাকলে,তখন সে বিষয় ভোগের পরিণাম যে প্রকৃত সুখ নয় অশেষ দুঃখ লাভ এই তত্ত্ব যথার্থভাবে উপলব্ধি করবে এবং শাস্ত্র বির্গহিতভাবে বিষয় ভোগের স্পৃহা ( ইচ্ছা) নিরস্ত হবে।*
*🌻কি করে বিষয় লোভী মনকে শিক্ষা দিতে হবে তা অতি সহজ সরল ভাবে সাধারণ মানুষকে পরম পূজ্যপাদ শ্রীমৎ প্রেমানন্দ দাস মহোদয় তাঁর "মনোশিক্ষা"র মাধ্যমে দেখিয়ে দিয়েছেন।এই মনোশিক্ষার কথা,বিষয়বস্তু সাধারণ কবিদের মত কবিত্ব প্রতিভা ভূমি হতে জন্ম হয়নি।দৈন্য-বিগলিত হৃদয়ের ভক্তি হতে প্রকাশিত হয়েছে।যে কোন মানুষ নিয়মিত ভাবে মনোশিক্ষার পদগুলি সামান্য মনোযোগের সঙ্গে পড়লেই চঞ্চল মন আত্ম-অনাত্ম,কর্তব্য-অকর্তব্য ইত্যাদি বিষয়ে যথার্থ জ্ঞান লাভ করতে পারবে।*
*🌼আনুগত্য বজায় রাখাই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মতানুসারে ভগবদ্ সাধনার মূল কথা।এই পথে বিন্দুমাত্র স্বাতন্ত্রের স্থান নেই।শ্রীভগবানের কাছে প্রার্থনা করব তা পরম পূজ্যপাদ শ্রীনরোত্তমদাস ঠাকুর মশায় তাঁর প্রার্থনা নামক গ্রন্থে দেখিয়ে দিয়েছেন।সেই প্রার্থনাগুলি শ্রদ্ধান্তঃকরণে পাঠ বা কীর্তন করতে থাকলে ভগবদ্ সাধকের অভিলষিত প্রার্থনার কথা ওর মধ্য দিয়েই শ্রীভগবদ্ চরণে বিজ্ঞাপিত হয়।তত্ত্বজ্ঞানহীন মনে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে প্রার্থনা করলে তা ভগবানের কাছে পৌছবে না।শ্রীঠাকুর মহাশয়ের প্রার্থনার অনুগত হয়ে ভগবদ্ সমীপে প্রার্থনা জানাতে হবে।*
*🌺আবার মনকে শিক্ষা দিতে গেলে বা বুঝাতে গেলে পরমভাগবত শ্রীপ্রেমানন্দ দাসজী যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবেই অনুগত হয়ে মনোশিক্ষার পদগুলি প্রতিদিন পাঠ বা কীর্তন করতে থাকলে সিদ্ধান্ত জ্জানহীন মন আত্ম-অনাত্ম জ্ঞানবোধে সুশিক্ষিত হয়ে উঠবে।*
*🙏জয় নিতাই জয় গৌর🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 4️⃣. মনোশিক্ষা 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৪)💐💐মনোশিক্ষা💐💐*
*🌻বন্দনা ও ভাবার্থ🌻*
""""""""""""""""""""""""""""""""""""""'"''""""""
প্রেম প্রদানই কি গৌর অবতারের শ্রেষ্ঠত্ব ❓❓❓
*জয় জয় গৌরচন্দ্র বেদ অগোচর*
*নিত্যানন্দ চন্দ্র জয় করুণাসাগর*।।
*অদ্বৈত আচার্য্য জয় ভক্তের জীবন।*
*কৃপাদৃষ্টে চাহ প্রভু আমি অভাজন।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*এ মন! গৌরাঙ্গ বিনে নাহি আর।*
*হেন অবতার , হবে কি হ'য়েছে,*
*হেন প্রেম-পরচার।।*
*দুরমতি অতি, পতিত পাষন্ডী,*
*প্রাণে না মারিল কারে।*
*হরিনাম দিয়ে , হৃদয় শোধাল,*
*যাচি গিয়া ঘরে ঘরে।।*
*ভব-বিরিঞ্চির , বাঞ্চিত যে প্রেম,*
*জগতে ফেলিল ঢালি।*
*কাঙ্গালে পাইয়ে , খাইল নাচিয়ে,*
*বাজাইয়ে করতালি।।*
*হাসিয়ে কাঁদিয়ে , প্রেমে গড়াগড়ি,*
*পুলকে ব্যাপিল অঙ্গ।*
*চন্ডালে ব্রাহ্মণে,করে কোলাকুলি,*
*কবে বা ছিল এ রঙ্গ।।*
*ডাকিয়ে হাঁকিয়ে, খোল-করতালে,*
*গাইয়ে ধাইয়ে ফেরে।*
*দেখিয়া শমন, তরাস পাইয়ে,*
*কপাট হানিল দ্বারে।।*
*এ তিন ভুবন, আনন্দে ভরিল,*
*উঠিল মঙ্গল সোর।*
*কহে প্রেমানন্দ , এমন গৌরাঙ্গে,*
*রতি না জন্মিল মোর।।*
*🌻কায়-মন-বাক্যে ভগবদ্ শরণাগতিই হল ভগবদ্ প্রাপ্তির প্রথম এবং শেষ কথা।শরীর ও বাক্যে লোক দেখানো শরণাগতি দেখাতে পারা যায়, কিন্তু কপটতা শূন্য মনে যথার্থ ভগবদ্ শরণাগতির দৈন্যময় অভিব্যক্তি বড় কঠিন, তাই প্রেমানন্দ দাস মনকে ভগবানের আশ্রয়ে থাকতে বলছেন।*
*🌼যুগে যুগে কালে শরণাগত প্রতিপালক শ্রীভগবান বিভিন্ন বিগ্রহ ও স্বরূপে অবতীর্ণ হন।তার মধ্যে বর্তমান কলিযুগে শ্রীগৌরাঙ্গ বিগ্রহে ভগবানের সর্বাতিশায়ী বাঁধন হারা করুণার অভিব্যক্তি হয়েছে।সেইজন্য মনকে এই গৌরাঙ্গ অবতার বিগ্রহে আশ্রয় নেবার কথা বলা হচ্ছে।ত্রিলোক দুর্লভ প্রেম বিতরণই এই অবতারের চরম বৈশিষ্ট্য।*
*🌻দুরমতি=আহার,নিদ্রা-ভয়-মিথুনের জন্য যাঁদের চিত্ত মন সদা আসক্ত।*
*🌻পতিত=পাপ আসক্ত ব্যক্তি।*
*🌻পাষন্ডী=নাস্তিক, বিরিঞ্চি=ব্রহ্মা।* *ভব=মহাদেব, তরাস=ভয়,মঙ্গল-সোর=জয়ধ্বনি, রতি=অনুরাগ।*
==== ===== ===== =====
*এ মন! শচীর নন্দন বিনে।*
*"প্রেম" বলি নাম, অতি অদভুত,*
*শ্রুত হৈত কার কানে।।*
*শ্রীকৃষ্ণ-নামের, সগুণ-মহিমা,*
*কেবা জানাইত আর।*
*বৃন্দাবিপিনের, মহা-মধুরিমা,*
*প্রবেশ হইত কার।।*
*কেবা জানাইত, রাধার মাধুর্য্য,*
*রস যশ চমৎকার।*
*তার অনুভব , সাত্ত্বিক-বিকার,*
*গোচর ছিল বা কার।।*
*ব্রজ যে বিলাস, রাস মহারাস,*
*প্রেম পরকীয়া-তত্ত্ব।*
*গোপীর মহিমা , ব্যভিচারি-সীমা,*
*কার গতি ছিল এত।।*
*ধন্য কলি ধন্য, নিতাই চৈতন্য,*
*পরম করুণা করি।*
*বিধি-অগোচর, যে প্রেম-বিকার,*
*প্রকাশে জগত ভরি।।*
*উত্তম অধম, কিছু না বাছিল,*
*যাচিয়ে দিলেক কোল।*
*কহে প্রেমানন্দ, এমন গৌরাঙ্গ,*
*অন্তরে ধরিয়া দোল।।*
*🌻হে মন!তুমি যদি বল প্রেম প্রদানই কি গৌর অবতারের শ্রেষ্ঠত্ব? না তা নয় ; প্রেম প্রদানকে উদ্দেশ্য করে আরো অতি নিগূঢ় বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে।শাস্ত্রে তা মহাজনগণ জানিয়ে দিয়েছেন।*
*🙏চৈতন্যচন্দ্রামৃতে আছে=*
*প্রেমানামাদ্ভুতার্থঃ শ্রবণ পথ গতঃ কস্য,*
*নাম্নোমহিম্নাং কো রেত্তা কস্য বৃন্দাবন বিপিন মহামাধুরীষ প্রবেশঃ।*
*কো বা জানাতি রাধাং পরমরসচমৎকারমাধুর্য্যসীমা,*
*মেকশ্চৈতন্য চন্দ্রঃ পরম করুণয়া সর্বমাবিশ্চকার।।*
*🌻অর্থ্যাৎ প্রেম যে পুরুষার্থ শিরোমণি তা কারো শ্রবণ পথগত হয়েছিল না,অতি রহস্যময় ভগবন্ নামের তত্ত্ব কেউই জানতেন না।বৃন্দাবন লীলা মাধুরীতে প্রবেশের অধিকার কারো ছিল না।রহস্যময়ী মহাভাব স্বরূপিনী শ্রীরাধার মহিমা কারো বিদিত ছিল না, পরমকারুণিক শ্রীচৈতন্য চন্দ্র অবতীর্ণ হয়ে যুগপৎ এই সবই আবিষ্কার করলেন। শ্রীগৌরহরির এই অতিগূঢ় বৈশিষ্ট্যময়ী করুণা বিতরণ তথা প্রেম বিতরণ যোগ্যতার অপেক্ষা না করে যার তার প্রতি অকাতরে বর্ষিত হল।মন!তুমি এহেন গৌর বিগ্রহকে হৃদয়ে সর্বদা ধারণ কর।*
*🌻ব্যভিচারি=ভক্তি রসের স্থায়ীভাবকে পুষ্ট করে যে ভাব তাই ব্যভিচারি ভাব।বিধিঅগোচর=ব্রহ্মার অগম্য,বৃন্দাবিপিনের=বৃন্দাবনের, গোচর=জানা, ব্যভিচারি-সীমা=চূড়ান্ত পরকীয়া, গতি =জানা।*
*🙏জয় নিতাই জয় গৌরহরি🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
5️⃣. মনকে ধীরে ধীরে ভগবদ সেবায় নিয়োজিত করা🌻 মনোশিক্ষা 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৫)💐💐মনোশিক্ষা💐💐*
*🌻মনকে ধীরে ধীরে ভগবদ সেবায় নিয়োজিত করা🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*ওরে মন!শুন শুন তু অতি বর্বর।*
*শত-সন্ধি-জরজর,পেয়ে এই কলেবর,*
*কিবা গর্ব করিছ অন্তর।।*
*ত্রয়াত্মিকা ব্যাধি যত,বেড়িয়া আছয়ে কত,*
*কি জানি কখন কেবা নাশে।*
*এ আমি আমার বলি,নিজ-প্রভু পাসরিলি,*
*শমন-কিঙ্কর দেখি হাসে।।*
*যে দেহ আপন-জ্ঞানে,যত্ন করি রাত্রিদিনে,*
*বসন ভূষণ কত বেশ।*
*পরমাত্মা ভগবান,যবে হবে অন্তর্ধ্যান,*
*ভস্ম কীট কৃমি অবশেষ।।*
*নিদ্রাতে পড়িলে মন,কোথা ঘর দ্বার ধন,*
*স্ত্রী পুত্র বান্ধব থাকে কথি।*
*ইহাতে না লাগে ধন্দ,তবু কার্য্য কর মন্দ,*
*না চিন্তিলে আপনার গতি।।*
*নিতি নিতি জীয় মর,ইথে না বিচার কর,*
*এমতি যাইবে একবার।*
*কহে দীন প্রেমানন্দ,ভজ কৃষ্ণ-পদ দ্বন্দ্ব,*
*মায়াপাশ ঘুচিবে গলার।।*
*ব্যাখ্যা আছে*
*🌻মনোশিক্ষা ব্যাখ্যা🌻*
*🌺মহাবদান্য-অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেম বিতরণ মহিমার কথা জানালেও "মন" যখন সেই অসীম করুণাঘন বিগ্রহ শ্রীশ্রীগৌরসুন্দরের প্রতি আকৃষ্ট হচ্ছে না এবং অনিত্য দেহের অস্তিত্বকে প্রাধান্য দিচ্ছে,তখন মনকে ধিক্কার দিয়ে প্রেমানন্দ দাস বলছেন=মন!তুই বর্বর! অর্থ্যাৎ অতি মুর্খ এবং নীচ আশ্রয়। তা না হলে খন্ড খন্ড অস্থিময়, সর্বদা বায়ু,পিত্ত,কফ আদি ত্রিদোষ জনিত-ব্যাধিতে আক্রান্ত অস্থায়ী বিনাশশীল এই দেহকে নিয়ে এত অভিমান হত না।পরমাত্মারূপী ভগবান এ দেহ থেকে অন্তর্ধ্যান করলে এই সুঠাম সুন্দর দেহের পরিণাম হয় ভস্ম বা ছাই,কৃমিকীট এবং বিষ্ঠা। সুতরাং এই দেহের জন্য অভিমান করা কখনোই উচিত নয়। হে মন!অনিত্য দেহের প্রতি অচ্ছেদ্য (যা ছেদন করা যায় না )আসক্তির বন্ধনকে ছেদন করার একমাত্র উপায় শ্রীকৃষ্ণের যুগল চরণ ভজনা করা,তুমি তাই কর।*
*🌻ত্রয়াত্মিকা ব্যাধি=ত্রিতাপ-জ্বালা, আধ্যাত্মিক,আধিদৈবিক,আধি ভৌতিক। পাসরিলি=ভুলিলি, পরমাত্মা অন্তর্ধ্যান=যখন মৃত্যু হবে*।
*🙏জয় গৌর জয় নিতাই🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
6️⃣. ওরে মন, দেহের বড়াই কোরো না ☘ মনোশিক্ষা 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৬)💐💐মনোশিক্ষা💐💐*
*☘ওরে মন,দেহের বড়াই কোরো না☘*
"""""""""""""""""""""""""""""""""""""'"""""""""""""""""""
*ওরে মন!কিসে কর দেহের গুমান*।
*মৈলে দেহের যে অবস্থা,নহ কি তাহার জ্ঞাতা,*
*দেখিয়ে শুনিয়ে নহে জ্ঞান।।*
*ভূষণে ভূষিত যেই,পঁচিয়ে পড়িবে সেই,*
*পোড়া'য়ে করিবে নহে ছাই।*
*কুক্কুর শকুনি শিবা,বেড়িয়ে খাইবে কিবা,*
*কিম্বা কৃমি ইহা কি এড়াই।।*
*সত্যে লক্ষ-বর্ষ যারা,কেহ নাকি আছে তারা,*
*এবে কলি কি আয়ু তোমার।*
*চরাচর দেখ যত,সকলি হইবে হত,*
*ধন জন সম্পদ আর।।*
*'কৃষ্ণ হৈতে জন্ম তোর,মায়াতে ভুলিয়া ভোর,*
*চুরি দারী প্রবঞ্চ-বচনে।*
*আপন-উদ্ধার-পথে,তিলে দৃষ্টি নাহি তাতে,*
*নরকের হেতু রাত্রিদিনে।।*
*চারি যুগে ত্রিভুবনে,ভূত,ভবিষ্য বর্তমানে,*
*সত্য সত্য 'হরিনাম' সার।*
*স্মৃতি ছাড়ি হরিপদে,ডুবিলে সংসার-মদে,*
*এ সুখ লুটিবে যম-দ্বার।।*
*কহে প্রেমানন্দ দাস,দন্তে তৃণ গলে বাস,*
*'হরি হরি' কহ ওরে ভাই।*
*যদি হরি বলে বক্ত্রে,ফুকার করয়ে শাস্ত্রে,*
*ত্রিভুবনে তার সম নাই।।*
*🌻উপযুক্ত উপদেশেও মনের ঔদ্ধত্য(অবিনয়,অশিষ্টতা,অনম্রতা,ধৃষ্টতা,উগ্রতা) যখন গেল না,তখন মনকে ধিক্কার দিয়ে মহাজন বললেন, এই অনিত্য দেহ নিয়ে তোমার এত গুমান কেন অর্থ্যাৎ এত অহঙ্কার কেন? তোমার শরীরকে বস্ত্র অলঙ্কার ও প্রসাধনের দ্বারা যতই সুসজ্জিত কর না কেন এ দেহ একদিন প্রাণ শূন্য হবে,তখন আত্মীয়স্বজন দেহকে পুড়িয়ে দিবে।ভাগাড়ে বা শ্মশানে ফেলে রাখলে শিবা বা শিয়াল কুকুরে খাবে।এমন দেহকে নিয়ে অহঙ্কার করা মোটেও উচিৎ নয়।দেহে মৃত্যু আছে এ কথা সর্বদায় স্মরণ রাখতে হবে। শ্রীকৃষ্ণ হতে মন তোমার জন্ম।তা তুমি ভুলে গিয়েছ বলেই তোমার এই দুঃখ।অনিত্য সংসারে হরিনামই একমাত্র সত্য বস্তু।স্বর্গ-মর্ত্য-পাতাল- ত্রিভুবনে,সত্য-ত্রেতা-দ্বাপর-কলি চারযুগে,ভূত-ভবিষ্যৎ-বর্তমান তিনকালে হরিনাম সত্য।মন!তুমি এই হরিনামকে সর্বদা বদনে স্থান দাও।*
*🌻শিবা=শিয়াল,দারী=পরস্ত্রী গমন, এ.....দ্বার=যমের বাড়ীতে এর ফল পাবে।বক্ত্রে=মুখে।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
7️⃣. চেতনা 🌻 মনোশিক্ষা 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৭)💐💐মনোশিক্ষা💐💐*
*🌻🌻🌻চেতনা🌻🌻🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*এ মন!তুমি বা ভুলেছ কিসে।*
*তোমারে দেখিয়া, শমন-কিঙ্কর,*
*হাতে তালি দিয়া হাসে।।*
*রাত্রিদিনে কত, অসত পচালো*
*'শ্রীহরি' কহিতে নারো।*
*এমন দুর্লভ , জনম পাইয়ে,*
*কি সুখে এ ক্ষেপ হারো।।*
*ধন-জনে যত, আপনা বলছি,*
*কে তোর যাইবে সাথে।*
*গায়ের গুমানে, কিছু না গণিলি,*
*ঠেকালি শমন-হাতে।।*
*দেখিয়ে শুনিয়ে,বুঝিতে নারিলি,*
*অসারে জানিলি সার।*
*আপনার মাথা,আপনি ভাঙ্গিলি,*
*বল না এ দোষ কার।।*
*এখন তখন, কখন কি জানি,*
*হাসিতে খেলিতে পড়ি।*
*এ সুখ স্মরিবে, গলায় যখন,*
*চড়িবে চামের দড়ি।।*
*বদন ভরিয়া, 'হরি হরি' বল,*
*শমন তরিবে সুখে।*
*কহে প্রেমানন্দ, 'হরি' না ভজিলি,*
*কালি চূণ তোর মুখে।।*
*🌻শ্রীকৃষ্ণে ও হরিনামে মনের বিস্মৃতি দেখে মহাজন মনকে বললেন,হে মন! তোমার এই হরিনামে বিস্মৃতি ও অসার দেহ-দৈহিক ভোগ বিলাসের আসক্তি দেখে যমদূতগণ হাতে তালি দিয়ে হাসছে।যমালয়ের নরকযন্ত্রণা ভোগ করবার জন্য তোমাকে নিয়ে যেতে ঐ যমদূতগণ উল্লসিত হৃদয়ে অপেক্ষা করছে।অজস্র ও বাজে কথা বলতে তোমার অলসতা আসে না, অথচ "হরি" কেবল এই দুইটি বর্ণ উচ্চারণ করতে বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ কর না।হরিনামের মহিমা ভাল ভাবে জেনেও হরিনাম না করার জন্য তোমার নিজের মাথা তুমি নিজেই ভাঙতে উদ্যত হয়েছ ; তাই বলি কিছুই না পারো অন্তত সর্বদা "হরি হরি" বলতে অভ্যস্ত হও।*
*🌻গায়ের গুমান=দেহের গর্বে। পচালো=বলছো, পড়ি=মরি, চামের দড়ি=যমের বাঁধন।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
8️⃣. সুদুর্লভ মনুষ্যজন্ম পেয়ে কি করলাম ❓ মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৮)💐💐মনো শিক্ষা 💐💐*
*সুদুর্লভ মনুষ্যজন্ম পেয়ে কি করলাম?*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*এ মন! আর কি মানুষ হবে।*
*ভারত-ভূমেতে , জনম লভিয়ে,*
*কি কাজ করিলি কবে।।*
*প্রথম জননী , কোলেতে কৌতুক,*
*নাহি ছিল জ্ঞান আর।*
*শিশুর সহিতে , খেলালি বেড়ালি,*
*পৌগন্ড এমতি পার।।*
*প্রকৃতি অর্থ , অনর্থ হইল,*
*সে মদে হইলি ভোর।*
*বুঝিতে নারিয়ে,কামিনী-সাপিনী,*
*মাতিয়ে রাখিলি ক্রোড়।।*
*সুত সুতা লয়ে, মগন রহিলি,*
*ভুলিয়ে পূরব কথা।*
*মায়ের উদরে, কত না কহিলি,*
*যখন পাইলি ব্যথা।।*
*চতুর্থে আসিয়ে , জরায় ঘেরিল,*
*সামর্থ্য হইল হীন।*
*তবু তোর 'মোর', না ঘুচে বচন,*
*শমন গণিছে দিন।।*
*কুবুদ্ধি ছাড়িয়ে, 'হরি হরি' বল,*
*নিকটে শমন ভাই।*
*কহে প্রেমানন্দ , যে নাম লইলে,*
*শমন-গমন নাই।।*
*🌻পৌগন্ডে=৬ থেকে ১০ বৎসর বয়স, চতুর্থে=বার্ধক্যে।*
*🍀ভোগাসক্ত মন, মনুষ্য জনম পেয়েও মনুষ্যত্বের অমর্য্যাদা করছে দেখে এবং পুণ্যভূমি ভারতে জন্মগ্রহণের সৌভাগ্যকে গুরুত্ব দিচ্ছে না দেখে মহাজন "মনকে" বললেন, ওরে মন! সুদুর্লভ মানব জনম লাভ করেছ বলে বার বার এই জন্ম পাবে এমন ভেব না। আবার মানুষ জনম হলেও সমগ্র পৃথিবীর মধ্যে ভগবদ্ উপাসনার সর্বোত্তম পীঠস্থান তীর্থভূমি এই ভারতে বার বার জন্ম পাবে তারও নিশ্চয়তা নেই।বহু বহু জনমের পুঞ্জিভূত সুকৃতিরাশির ফলে ভারতের মাটিতে শ্রীহরি ভজনযোগ্য মানবদেহ পেয়েছ, এমন সৌভাগ্য পেয়েও শৈশবে মায়ের কোলে,পৌগন্ড বয়সে সহচরদের সঙ্গে খেলা ধূলায়,যৌবনে অর্থ উপার্জন ও স্বামী-স্ত্রী দৈহিক সম্ভোগ বিলাসে, পরবর্তী বয়সে পুত্র কন্যাদির প্রতি কর্তব্য সাধনে জীবনের অমূল্য সময় ব্যয় করলে।একবারও হরিভজন করলে না।অথচ মাতৃগর্ভে শ্রীভগবানকে প্রতিশ্রুতি দিয়েছিলে গর্ভযন্ত্রণা হতে মুক্ত হলে তুমি ঐকান্তিক ভাবে তাঁকে ভজনা করবে।বয়সের চতুর্থ অংশে (বার্ধক্যে) পৌঁছে ইচ্ছা থাকলেও মন তোমার দৈহিক সামর্থ একেবারে হারিয়ে গেল।এমত অবস্থায় এখনও যদি তুমি "হরি হরি" বলো,তাহলে যম যাতনা ভোগ হতে অনায়াসে নিষ্কৃতি পাবে।*
*🙌হরি হরি হরিবল, নিতাই গৌর হরিবল।🙌*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
9️⃣. তুমি একাই এসেছ, একাই যাবে 🙇 মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৯)💐💐মনোশিক্ষা💐💐*
*🌻মানবের চেতনার জন্য🌻*
মানব চেতনার নিমিত্তে 😭 তুমি একাই এসেছ, একাই যাবে
=======================
*ওরে মন! দেখি শুনি না বুঝ আপনা।*
*কেবা তুমি কোথা হৈতে,জন্মিয়াছ জীয় কাতে,*
*কেবা মারে কাহার ঘটনা।।*
*গর্ভে ঘোর যন্ত্রণাতে,কে রক্ষা করিল তাতে,*
*কে ক্ষীর রাখিল মার স্তনে।*
*অজ্ঞানে এমন জ্ঞান,স্তন ধরি দুগ্ধ-পান,*
*কোথা পেলি এসব সন্ধান।।*
*একা মাত্র এলি হেথা,স্ত্রী পুত্র বা ছিল কোথা,*
*এবে কিসে বলহ আপনা।*
*'আমি'বল যেই দেহ,হেথায় পড়িবে সেহ,*
*কেবা আর হইবে আপনা।।*
*কার হ'য়ে কার বল,নিজ-প্রভু কেন ভুল,*
*তিন লোকে বন্ধু মাত্র সেই।*
*কহে প্রেমানন্দ মন,ভজ 'কৃষ্ণ-শ্রীচরণ',*
*মায়া-বন্ধ ধাঁধা যাবে এই।।*
*🌻জীবনের প্রতি ক্ষেত্রে অন্তর্দৃষ্টি নিয়ে চেয়ে দেখলেই ভগবানের কৃপাশক্তির অস্তিত্ব অতি সহজেই প্রত্যক্ষ করা যায়।অনেক সময় আমরা অনুভব করে থাকি।তা সত্ত্বেও বিশ্বাস করতে চাই না।তাই মহাজন মনকে বলছেন,ওরে মন! তুমি জেনে শুনে না বোঝার ভাণ করে থাক। তুমি একবার ভেবে দেখ ভগবান কর্তৃক প্রেরিত হয়ে এই ধরাধামে এসেছ,তাঁর করুণাশক্তির প্রভাবে বেঁচে আছ, তোমার ইচ্ছে না থাকলেও তাঁর ইচ্ছাতেই তোমাকে যেতেই হবে।তুমি একাই এসেছ,একাই যাবে।আবার এত সাধের দেহখানাকে নিয়ে যেতে পারবে না,তাই শুধু আমার আমার করে মায়াতে আবদ্ধ না হয়ে শ্রীকৃষ্ণের চরণ ভজনা কর। কাতে=কার বলে,তিন লোকে=স্বগ,মর্ত্য ও পাতাল।*
*🙏জয় জয় শ্রীকৃষ্ণের জয়🙏*
*ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
🔟. তুমি একাই এসেছ, একাই যাবে 🙇 মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০)💐💐মনোশিক্ষা💐💐*
*🌻জীবের প্রতি চেতনা🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*ওরে মন! কি রসে হৈয়া রৈলি ভোর।*
*কি বলিয়া এলি সেথা,কি কাজ বা কর হেথা,*
*তিলেক চেতন নাহি তোর।।*
*পুত্র-দারা-সম্পদ,জীবন-যৌবন-মদ,*
*যে কর,সে সকলি অসার।*
*জলবিম্ব কতক্ষণ ,তেমতি জানিহ মন,*
*ত্রিভুবনে 'কৃষ্ণ' মাত্র সার।।*
*যে দিন যে গেল যায়,যা আছে সামালো তায়,*
*কাল-দূত দাঁড়াইয়া পথে।*
*ছাড়িয়া অন্যথা কাম,বল "রাধাকৃষ্ণ" নাম,*
*কভু দেখা না হবে তা-সাথে।।*
*আজ্ঞাকারী ব্রহ্মা হর,শমন কিঙ্কর যার,*
*সুর মুনি যে পদ ধেয়ায়।*
*হেন কৃষ্ণ-পদ ছাড়ি,গলে দিয়া মায়া-দড়ি,*
*দুঃখ দেহ কেন রে আমায়।।*
*প্রেমানন্দ কহে ভাই,'কৃষ্ণ' বিনা গতি নাই,*
*ভজ কৃষ্ণ-চরণারবিন্দে।*
*সংসার-সাগরে পড়ি,কেন কর কাড়ুবাড়ি,*
*কহ 'কৃষ্ণ' তরিবে আনন্দে।।*
*🌻হে মন! শ্রীকৃষ্ণ সেবানন্দ রস হতে নিজেকে বঞ্চিত করে ভোগ বিলাসের জড় রসে কেন মগ্ন হয়ে রইলি?যাঁদের সঙ্গ সুখে নিজেকে তৃপ্ত মনে করছো, সেই পুত্র-পরিজন-ধন-সম্পদ-দেহ-ইন্দ্রিয়াদি সবই অনিত্য,শ্রীকৃষ্ণ একমাত্র সার।অতীতে যা হবার হয়েছে,বর্তমানে যতটুকু সময় আছে কামনা বাসনা ছেড়ে "রাধাকৃষ্ণ" নাম সাধনার দ্বারা জীবন সার্থক কর।ভব-সমুদ্র অতিক্রম করবার একমাত্র তরণী হল"কৃষ্ণ নাম"।🌻ধেয়ায়=ধ্যান করে।🌻কাড়ুবাড়ি=হাঁকুপাকু।*
*🙏জয় শ্রীরাধা শ্যামসুন্দর🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
১১. হে মন! আদিকাল হতে যমদন্ড ভোগ করতে করতে এবার মানুষ হয়েছ 🙇 মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১)💐💐মনোশিক্ষা💐💐*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*এ মন! এখন কর কী কাম।*
*জান না কি বলি, শমন খাতায়,*
*লিখা'য়ে এসেছ নাম।।*
*দেখ না ভুলিয়া, কি কাজ করিছ,*
*দূতেরা জানায় সাঁটে।*
*তখনি এ সব, কাগজ ধরিয়া,*
*পলকে পলকে আঁটে।।*
*উলটি পালটি , নাড়িছে দেখিছে,*
*যখন ফুরাবে জমা।*
*অভ্রম করিয়া , বান্ধিয়া লইবে,*
*বুঝিয়া দে ভাই ক্ষমা।।*
*গলে দড়ি দিয়া, নরকে ডুবাবে,*
*যখন দেখিবে পাপ।*
*যদি না থাকয়ে, আদর গৌরবে,*
*সে তোরে বলিবে বাপ।।*
*হও না এখানে, রাজা কি দেওয়ান,*
*ধনী বা কুলীন মানী।*
*তা বলি সেখানে, আদর নহিবে,*
*আপনা সামালো জানি।।*
*বদন ভরিয়া , 'হরি হরি' বল,*
*কি ছার সুখেতে ভোর।*
*কহে প্রেমানন্দ , শমন তরিতে,*
*এ বড় দুর্লভ তোর।।*
*🌻জমা=পরমায়ু। অভ্রম করিয়া= নিশ্চয়ই। আপনা জানি= এটা বুঝে আগে সামাল কর।*
*🌻হে মন!অআদিকাল হতে যমদন্ড ভোগ করতে করতে এবার মানুষ হয়েছ। কিন্তু যমালয়ে তোমার নাম অন্তর্ভুক্ত করা আছে।তোমার দৈনন্দিন জীবনের সব কর্মের ফলাফল যমের দূতগণ গোপনে সে হিসাব যমের কাছে জমা দিচ্ছে। যথাবস্থিত দেহের কর্মফল শেষ হলে যদি তোমার কোন সৎকর্মের নিদর্শন না থাকে,তাহলে যমদূতগণ দেহান্তের সঙ্গে সঙ্গেই যমালয়ে তোমাকে নিয়ে গিয়ে দুর্বিষহ নরক যন্ত্রণা ভোগ করাবে। এই জন্মে তুমি যত বড়ই ধনী, মানী, কুলীন হও না কেন যমালয়ে তার বিন্দুমাত্র মর্য্যাদা পাবে না।নরক যন্ত্রণা হতে সহজে মুক্তি পাওয়ার উপায় একমাত্র হরিনাম আশ্রয়,মন!তাই তুমি সর্বক্ষণ হরিনাম কর।*
*🙏জয় নিতাই-গৌর হরিবোল🙏*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
১২. সাধারণ হাটে বাজারে যেমন ঠকবাজ, প্রতারক,পকেটমার প্রভৃতি থাকে তেমনি এই ভবের হাটেও আছে 🙇 মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২)💐💐মনো শিক্ষা💐💐*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*এ মন ! বদনে বলহ ' হরি হরি।*
*হেলায় জনম, বিফলে গোঙালি,*
*দেখ না কখন মরি।।*
*মদনে চঞ্চল, হইয়া বিকল,*
*সদাই কুপথে ধা'লি।*
*পূরব স্মরিয়া , বুঝ না তুমি কি,*
*ইহাই করিতে আ'লি।।*
*ব্যাপারে আসিয়া, মূল হারাইছ,*
*তল্লাস করি না চাও।*
*ঠকের সহিত, তোর যে মিতালি,*
*করে বা সে বোধ পাও।।*
*জান না নরকে, ফেলিয়া পচাবে,*
*অন্তক যাহার নাম।*
*এখন তখন, কখন আসিয়া,*
*গলায় বান্ধিবে দাম।।*
*ভারত-ভুবনে, মানুষ- জনম,*
*এমন কার বা হবে।*
*ইহাতে না হ'লো, তখন হবে কি,*
*শৃগাল কুক্কুর যবে।।*
*বলি 'হরি হরি', শমনে রাখহ,*
*তাহারে করহ রাজি।*
*কহে প্রেমানন্দ, ইহাতে যে ভুলে,*
*সে মেনে বড়ই পাজি।।*
*🌻সাংসারিক দায়িত্ব কর্তব্য যতই নিষ্ঠার সঙ্গে প্রতিপালন করা হোক না কেন, প্রচুর পরিমাণে ধন-বিত্ত-বৈভব বৃদ্ধি করা হোক না কেন,সমগ্র বিশ্বের শাসনভার গ্রহণ করা হোক না কেন,বহুপ্রকার সৎ ও প্রতিভার অধিকারী হোক না কেন, পরমেশ্বরের ভজন ব্যতিরেকে মানবজীবন কখনোই সার্থক হয় না।এই সিদ্ধান্ত পৃথিবীর সর্বপ্রকার ধর্ম মতে স্বীকৃত এবং সমাদৃত। তাই বলি মন! তুমি জীবনের অন্যান্য দায়িত্ব কর্তব্য প্রতিপালন কর বা না কর ; শ্রীহরি ভজনের দ্বারা তথা হরিনামাশ্রয়ের দ্বারা মানবজনম সফল কর।যৌবধ মদে উন্মত্ত হয়ে কু-পথে ধেয়ে যেও না।মাতৃগর্ভে অবস্থানকালে শ্রীহরি ভজনের যে প্রতিশ্রুতি দিয়ে এসেছ তা সর্বদায় স্মরণ কর! মন! তুমি ভবের হাটে ব্যবসা করতে এসেছ।ভগবদ্ ভক্তি প্রাপ্তির তীব্র লালসাই এই ব্যবসার একমাত্র মূলধন।এই মূলধনকে রক্ষা করতে না পারলে বেচাকেনায়লাভবান হওয়া যাবে না।যদি বল ভবের হাটে আমি কি কিনব এবং কি বিক্রি করব তা তো জানি না!কার কাছে বিক্রি করব, কার কাছে কিনব তাও তো জানি না!তার উত্তরে বলি এই ভবের হাটে সাধু-গুরু, বৈষ্ণব হলেন ক্রেতা বিক্রেতা।তাঁদের কাছে নিজের দেহ, মন, প্রাণকে বিক্রি করে দিতে হবে এবং বিনিময়ে কিনে নিতে হবে দুর্লভ মতি।তবে সে মতি গজমতিও নয়, ঝিনুক হতে পাওয়া মোতিও নয়, "কৃষ্ণ ভক্তিরস-ভাবিতা" মতি।শাস্ত্রে তার উল্লেখ আছে ----*
*কৃষ্ণ ভক্তিরস ভাবিতা মতিঃ ক্রীয়তাং যদি কুতোহপি লভ্যতে।*
**তত্র লৌল্যমপি মূল্যমেকলং জন্মকোটি সুকৃতৈর্ন লভ্যতে।।*
*🌻অর্থ্যাৎ=কোটি জন্মকৃত সুকৃতি দ্বারা যা পাওয়া যায় না,অথচ লোভরূপ একটি মূল্য দিয়ে যা পাওয়া যায়,এরূপ কৃষ্ণ ভক্তিরস ভাবিতা মতি যা হতে পাও,ক্রয় করে নাও।🌻*
*🌻সাধারণ হাটে বাজারে যেমন ঠকবাজ, প্রতারক,পকেটমার প্রভৃতি থাকে তেমনি এই ভবের হাটেও আছে।তারা হল কাম,ক্রোধ,লোভ,মোহ,মদ ও মাৎসর্য্য। মনের নিত্যসঙ্গী দশ ইন্দ্রিয়ের সঙ্গে ঠকবাজ এই রিপুগণ যোগসাজস করে মনকে সর্বশান্ত করে দেয় ও যমপুরীর পথ প্রশস্ত করে।তাই মন! তুমি এদের সঙ্গ হতে নিজেকে সাবধানে সরিয়ে রাখবে। মন! তুমি মনে রেখ পারমার্থিক ব্যবসার হাটবাজার একমাত্র এই ভারতবর্ষ। আর মানবদেহ অবলম্বনেই ভবের হাটে কেনাবেচা হয়ে থাকে, অন্য কোন দেহে হয় না। মন!তুমি সেই ভারতে মানবদেহ পেয়ে পরমার্থ ধনে ধনী হবার ব্যবসায় যত্নবান হও তাহলে শৃগাল কুকুরের দেহ প্রাপ্ত হয়ে কি তা করতে পারবে? তাই বলি মন!হরিনাম আশ্রয় করে যমরাজের অধিকার হতে নিজেকে মুক্ত কর।এতে যদি ভুল কর তাহলে সাধুগণ তোমাকে অতি দুষ্টাশয় বলে ঘোষণা করবে।*
*(মদনে=কামে, ব্যাপারে= লাভ করতে।মূল=পুঁজি,অন্তক=যম, দাম= দড়ি,পাজি=নচ্ছার,দুষ্ট,নীচ।*
*🙏জয় জয় নিতাই গৌর হরিবল🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
১৩. নিজকৃত কর্মফলানুসারে অনিত্য সুখ দুঃখ ও ত্রিতাপজ্বালা ভোগের সম্ভাবনা 🙇 মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩)💐💐মনো শিক্ষা💐💐*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*ওরে মন!শুন শুন তো বড়ি গোঙার।*
*ছাড়িয়া সতের সঙ্গ,অসৎ সঙ্গে সদা রঙ্গ,*
*পরিণাম না কর বিচার।।*
*কামাদির বশ হ'য়ে,সদি ফির মত্ত হয়ে,*
*জান তোমা অক্ষয় অমর।*
*দন্ডকর্তা আছে যেই,দন্ডে দন্ডে লিখে সেই,*
*তিলেকে ভাঙ্গিবে গর্ব তোর।।*
*খর-প্রায় বহ ভার,যেবা কন্যা পুত্র দার,*
*পাল' যারে আপনা জানিয়া।*
*যবে কাল বান্ধি লবে,এ দেহ পড়িয়া রবে,*
*দেখি মুখ রহিবে ফিরিয়া।।*
*করিয়া বাহির-বাটী,গৃহে দিবে ছড়া-ঝাটি,*
*স্নান করে পবিত্র লাগিয়া।*
*কহ দেখি কেবা ছিল,কাহার আদর কৈল,*
*এবে কেনে ফেলে পোড়াইয়া*।।
*কহে প্রেমানন্দ চিত,যদি চাহ নিজ-হিত,*
*'কৃষ্ণ কৃষ্ণ'কহ শ্বাস শ্বাস।*
*কৃষ্ণ জগতের কর্তা,কৃষ্ণ তিন-লোক ত্রাতা,*
*ভজি কৃষ্ণ কাট কর্ম ফাঁস।।*
*🌻দন্ডকর্তা=যমরাজ, খর-প্রায়= গাধার মত,দার=স্ত্রী,কাল=যম, শ্বাস শ্বাস=প্রতিনিয়ত, গোঙার=উদ্ধত,হঠকারী,অশিক্ষিত, কান্ডজ্ঞানহীন।ক্ষর=গর্দভ,গাধা। কর্মফাঁস=নিজকৃত কর্মফলানুসারে অনিত্য সুখ দুঃখ ও ত্রিতাপজ্বালা ভোগের সম্ভাবনা।*
*🌻ভাবার্থ,মন! তুমি বড়ই কান্ড-জ্ঞান হীন।তাই কামাদি রিপুর বশবর্তী হয়ে নিজেকে অক্ষয় অমর মনে করে সাধুজনার সঙ্গ না করে অসৎ সঙ্গে সর্বদা লিপ্ত থাকছো। তোমার এই স্বেচ্ছাচার অসৎসঙ্গের জন্য সমুচিত দন্ড অবশ্যই পেতে হবে। যে আত্মীয়-স্বজনকে অত্যন্ত আপনজন মনে করে যাঁদের জীবনের সমস্ত দায়িত্বভার গাধার মত নির্বিচারে বয়ে চলেছ, সেই আত্মীয়গণ তোমার দেহ প্রাণ শূন্য হলে তোমাকে আর মোটেও আদর করবে না,শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। মনে রেখ, তোমার সঙ্গে আর কেউ যাবে না।সে সময় নিদানবন্ধু হয়ে শ্রীকৃষ্ণই তোমার সঙ্গে থাকবেন।তিনিই হচ্ছেন আমাদের প্রকৃত অভিভাবক,প্রকৃত বন্ধু। তাই বলি মন!জগৎকর্তা শ্রীকৃষ্ণের নাম প্রতি শ্বাসে শ্বাসে বলতে থাকো,তাহলে কর্মফাঁস অনায়াসে ছিন্ন হবে।*
*🙌জয় জয় রাধাকৃষ্ণের জয়🙌*
✧═══════════•❁❀❁•═══════════✧
১৪. পরকালের কথা কি তুমি বিন্দুমাত্র ভাবছ না। মন ! 🙇 মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪)💐💐মনো শিক্ষা 💐💐*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*ওরে মন!কিছু বোধ নাহিক তোমার।*
*না চল সতের মত,নীচ-সঙ্গে সদা রত,*
*সংসার জানিছ কিবা সার।।*
*মত্ত হৈয়া ধনে জনে,পরকাল নাহি জ্ঞানে,*
*মিছা কাজে কেন কাট আই।*
*যবে আসি কাল-দূতে,বান্ধিবে গলায় হাতে,*
*তবে দিবে কাহার দোহাই।।*
*স্ত্রী-পুত্র বান্ধব যারা,দান্ডায়ে দেখিবে তারা,*
*দন্ডেক রাখিতে শক্তি নারে।*
*বস্ত্রাদি লইবে টানি,সঙ্গে মাত্র দিয়ে কানি,*
*জন্মাবধি পোষহ যাহারে।।*
*কেবা আছে তব মিতা,অসময়ে কেবা ত্রাতা,*
*কার লাগি ঝুর রাত্রিদিনে।*
*এমন বিপত্তি কালে,যাঁর নামে তরী হেলে,*
*হেন প্রভু নাহিক স্মরণে।।*
*ছাড় সব ধান্ধাবাজি,শমনে করহ রাজি,*
*' কৃষ্ণ কৃষ্ণ' কহ অবিশ্রাম।*
*প্রেমানন্দ কহে ভাই,কৃষ্ণ বিনা গতি নাই,*
*ভজ ' কৃষ্ণ' ত্যজ অন্য কাম।।*
*🌻আই=আয়ু।কানি=ন্যাকড়া। বিপত্তি=বিপদ। রাজি=খুশি। অবিশ্রাম=সবসময় বা নিয়ত। বোধ= উপলব্ধি,অনুভব,জ্ঞান,বুদ্ধি। ধান্ধাবাজী=স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে পর বঞ্চনা ও আত্ম বঞ্চনামূলক কর্ম।🌻*
*🌹ভাবার্থ হে মন!মানবজীবনের কর্তব্যাকর্তব্য সম্বন্ধে তোমার বিন্দুমাত্র জ্ঞান বুদ্ধি নেই।সাধু-শাস্ত্রের উপদেশের অপেক্ষা না করে আপাত সুখকর অসার সংসারকে চরম সার মনে করে ধন-জন-বিষয় ভোগে মত্ত রয়েছ।পরকালের কথা কি তুমি বিন্দুমাত্র ভাবছ না।মন!তুমি একটি সত্য কথা মনে রেখ।বিষয় ভোগের যন্ত্র এই মানবদেহ যখন আত্মা শূন্য হবে তখন তোমার অতি প্রিয় আত্মীয়স্বজন দাঁড়িয়ে দেখবে।অঙ্গের বহুমূল্য বস্ত্রালঙ্কার খুলে নিয়ে সামান্য একখানি বস্ত্র পরিয়ে শ্মশানে নিয়ে যাবে।সেই অন্তিম মুহূর্তে তোমার মিত্রগণ তোমার পরিত্রাতা হয়ে তোমাকে নিয়ে যাবে না।তাই বলি মন! আত্মসুখ বাসনাময় কর্ম প্রচেষ্টার স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে পর বঞ্চনা ও আত্ম বঞ্চনামূলক কর্ম ত্যাগ করে অগতির গতি শ্রীকৃষ্ণকে ভজ।*
*🙌নিতাই গৌর হরিবল, হরিবল হরিবোল🙌*
✧═══════════•❁❀❁•═══════════✧
১৫. মন❗ তুমি যে উদ্দেশ্যে এই পৃথিবীর বুকে এসেছো সেই উদ্দেশ্য সাধনের চেষ্টা না করে প্রতিনিয়ত (সবসময়) পাপ ভাগী হচ্ছো 🙇 মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৫)💐💐মনো শিক্ষা💐💐*
••••••••••••••••••••••••••••••••••••••
*এ মন! বুঝিয়া বুঝিতে নার।*
*সেখানে কি কথা, কহিয়া আইলি,*
*এখানে কি কাজ কর।।*
*কি সুখে ভুলিছ, পাছু না গণিছ,*
*শমন দেখ না পাছে।*
*যখন লইবে , কেহ না জানিবে,*
*শতেক থাকিলে কাছে।।*
*যত পরিজন, যতনে পালিছ,*
*মাথায় বহিয়া ভারা।*
*দিবস--রজনী, ভাবিতে গণিতে,*
*আপনি হইলি সারা।।*
*চুরি প্রবঞ্চনা , কত না করিছ,*
*যাদের সুখের লাগি।*
*যখন এ পাপে, নরকে ডুবাবে,*
*তখন কে তোর ভাগী।।*
*কোথা হৈতে আইসে,কোথা বা কে যায়,*
*দেখ না কে কার সাথী।*
*কিসে সে আপন, হইল কখন,*
*তোমার আমার তাথি।।*
*বদন ভরিয়া, 'হরি হরি ' বল,*
*এ তিন-লোকের বন্ধু।*
*কহে প্রেমানন্দ, নামের প্রভাবে,*
*তরিবে এ ভব-সিন্ধু।।*
*🌻নার=পার না।সেখানে=যমালয়ে। সারা=শেষ।তাথি= তাহলে।*
*🌻মন! তুমি যে উদ্দেশ্যে এই পৃথিবীর বুকে এসেছো সেই উদ্দেশ্য সাধনের চেষ্টা না করে প্রতিনিয়ত (সবসময়) পাপ ভাগী হচ্ছো।এই পাপকর্ম সম্বন্ধে তুমি কিছুই বুঝতে পারছ না। যদি মানবজীবনের উদ্দেশ্য বুঝতে না পার, তাহলে শ্রীমদ্ভাগবতগীতার এই বাণীকে স্মরণ কর=*
*অনিত্যমসুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম্।*
*🌻অর্থ্যাৎ অতএব যখন এই অনিত্য সুখহীন মর্ত্যলোকে মানবদেহ ধারণ করেছ,তখন অন্যান্য সকল কর্তব্য ত্যাগ করে আমাকেই ভজনা কর।🌻*
*🍀গীতার বাণী অনুসারে পরমপুরুষ শ্রীকৃষ্ণকেই ভজন করা ও সেবা করা মানবজীবনের মুখ্য উদ্দেশ্য। মন!তুমি সেই শ্রীকৃষ্ণসেবা না করে পাপ-পুণ্যের বিচারহীন হয়ে সৎ-অসৎ পথে অর্থ উপার্জনের দ্বারা স্বজন পরিজনের সেবা করে চলেছ।তারা কিন্তু তোমার পাপের ভাগী হবে না(যেমন রত্নাকর দস্যুকে এই কথাগুলি বলা হয়েছিল, পরে তিনি রামায়ণ রচনা করেছিলেন)। তারা কেউ তোমার সঙ্গে ছিল না এবং থাকবেও না। মন! তুমি ত্রিলোকের বন্ধু শ্রীহরির নাম সাধনায় ব্রতী হও। অনায়াসে ভবসিন্ধু অতিক্রম করবে।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
১৬. তোমার প্রকৃত যে আপনজন সেই ভক্তবৎসল শ্রীকৃষ্ণকে তুমি চিনতে পারছ না 🙇 মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৬)💐💐মনো শিক্ষা 💐💐*
========================
*এ মন! এ তোর কেমন রীত।*
*আপনা খাইলি, পিছু না চাহিলি,*
*কিছু না গণিলি হিত।।*
*সংসারে আইছ, উদর পূরিছ,*
*সুখেতে শুইছ খাটে।*
*দেখ না শমন, করিবে দমন,*
*চর বসায়েছে বাটে।।*
*সময় পাইবে, আসিয়া লইবে,*
*বান্ধিয়া চামের দড়ি।*
*কেহ না রাখিবে,দেখিয়া থাকিবে,*
*এ দেহ রহিবে পড়ি।।*
*এ ধন সম্পদ, করিছ যে মদ,*
*ইহ বা রহিবে কোথা।*
*কি ল'য়ে যাইবে, ইহা কে খাইবে,*
*এ সুখ দিবেক তথা।।*
*যে তোর আপনা, করিছ জপনা,*
*এ আর কারে না পাও।*
*ভাবিয়া দেখ না, কেমন বেদনা,*
*সে তোর যাহার খাও।।*
*ছাড়ি কুটিনাটি, হাতে ধর লাঠি,*
*' হরি হরি' বল মুখে।*
*কহে প্রেমানন্দ , এ বড় আনন্দ,*
*শমন তরিবে সুখে।।*
*🌻পিছু না চাহিলি=পরে কি হবে তা ভাবলি না। চর=যমেরদূত। বাটে= পথে। চামের=চামড়ার। জপনা= ভাবনা।🌻*
*🌻ভাবার্থ, মন! তোমার এ কেমন নিয়ম!যে কাজের জন্য মাবন আত্মার প্রকৃত হিত বা মঙ্গল হয়, তা তুমি মোটেও গণ্য করছ না।আহার, নিদ্রা, ভয়, মৈথুন এই পাশবিক কাজে নিজেকে নিয়োজিত করে নিশ্চিন্তে রয়েছ। এ দিকে শমন তার অনুচরগণকে পথে বসিয়ে রেখেছে দেহান্তে (মৃত্যু হলে) তোমাকে নরকে নিয়ে যাবার জন্য।কোথাও যেতে হলে সেখানে কেমন ঘরে থাকবে,খেতে পাবে কি পাবে না অথবা কি কি খাবে, এইসব চিন্তা ক'রে সেখানে পৌঁছাবার আগেই খাবারের বন্দোবস্ত করতে সচেষ্ট থাক,কি কি জিনিস পত্র সঙ্গে নেবে,কি পরিমাণ টাকা নেবে এইসব বিষয়েও তৎপর হও। কিন্তু যেদিন এই সংসার এবং দেহ ত্যাগ করে তোমাকে চলে যেতে হবে সেদিন সেখানে কোথায় থাকবে,কোন ঘরে থাকবে, কি খাবে,কি কি জিনিস সঙ্গে নেবে ইত্যাদি বিষয়ের কথা কি একবার চিন্তা করে দেখেছ? কোথাও যাওয়া না যাওয়া,থাকা না থাকা,খাওয়া না খাওয়া তোমার ইচ্ছাধীন ব্যাপার।কিন্তু মৃত্যুর পথ ধরে বড় সাধের বাড়ী-ঘর, আত্মীয়স্বজন পরিত্যাগ করে চিরদিনের মত ইচ্ছা না থাকলেও যেতে হবেই।এই বাস্তব সত্য মন! তোমার জন্য অপেক্ষা করছে। মনে রেখ এখানকার কোন বস্তুই সেখানে যাবে না।এখানকার কোন ঘনিষ্ঠ বন্ধুও তোমার সঙ্গী হতে পারবে না। তোমার প্রকৃত যে আপনজন সেই ভক্তবৎসল শ্রীকৃষ্ণকে তুমি চিনতে পারছ না।তাই তিনি বেদনাহত হৃদয়ে তোমার পরিপোষণ করে চলেছেন। এমত অবস্থায় কপট বুদ্ধি ত্যাগ করে গুরু, বৈষ্ণবের শ্রীচরণে শরণাগত হয়ে তাঁদের উপদেশ বাণীরূপ দন্ড(লাঠি) দৃঢ় বিশ্বাসে ধারণ করে হরিনাম কর।*
*🙏জয় শ্রীরাধা-শ্যামসুন্দরের জয়🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
১৭. মানবজীবনের একমাত্র লক্ষ্য পরম-পুরুষ শ্রীকৃষ্ণের সেবা অধিকার প্রাপ্তি 🙇 মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৭)💐💐মনো শিক্ষা 💐💐*
*******************************
*ওরে মন!ভাল সে ভরসা কৈনু তোর।*
*পূরব যতেক কথা,সব ঘুচাইলে হেথা,*
*কি সুখে হৈয়া রৈলি ভোর*
*কাম আদি শত্রুগণে,মিশাইয়া তার সনে,*
*সতত করহ টানাটানি।*
*আপনার নিজ-কাজ,তাহাতে পাড়িলে বাজ,*
*অসৎকে সৎ বলি জানি।।*
*অসৎ-চেষ্টা কুটিনাটি,করি কেন খাও মাটি,*
*কেবা তুমি আপনাকে চিন।*
*যার সুখে চুরি করা,সবে এড়াইবে তারা,*
*তুমি আমি কভু নহে ভিন।।*
*কৃষ্ণপ্রেম সুধানিধি,তাহে ডুব নিরবধি,*
*যার আগে মোক্ষাদিক ছার।*
*কহে প্রেমানন্দ দাস,পূরাহ মনের আশ,*
*পাগলাই না করিহ আর।।*
*🌻অসংযত মনের উপরে নির্ভর করলে মানবজীবনের একমাত্র লক্ষ্য পরম-পুরুষ শ্রীকৃষ্ণের সেবা অধিকার প্রাপ্তি, এই মহান উদ্দেশ্য কিছুতেই সফল হবে না।তাই মহাজন বললেন, হে মন! তোমার মত কামাদি রিপুগণের অধীন অসৎ-সঙ্গীর উপরে কখনোই ভরসা রাখতে পারি না।তুমি মায়ার দাস্যতাবশতঃ নিজের পরিচয় নিজে জানো না।অসৎ প্রবৃত্তি ত্যাগ করে শ্রীকৃষ্ণ প্রেমরূপ সুধাসমুদ্রে ডুবতে সচেষ্ট হও।*
*🍀পূরব••••••কথা=যমের বাড়ী যে ব'লে এসেছ এবার গিয়ে কৃষ্ণ ভজবো। মোক্ষাদিক=স্বর্গ মোক্ষ প্রভৃতি।*
✧═══════════•❁❀❁•═══════════✧
১৮. একবার ভেবে দেখ। তুমি দেবতার দুর্লভ মানব জন্ম পেয়েছ। তার উপর ভগবদ্ উপাসনার একমাত্র উপযুক্ত ক্ষেত্র এই ভারতবর্ষে জন্মেছ 📖 মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৮)💐💐মনো শিক্ষা 💐💐*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*ওরে মন! ধিক্ রে তোমায়।*
*পাইয়া মনুষ্য-জন্ম, না চিন্তিলে কৃষ্ণ-কর্ম,*
*বৃথা জন্ম গেল রে খেলায়।।*
*কতেক সুকৃতিফলে, মানুষ-উত্তম-কোলে,*
*তাহাতে ভারতবর্ষে জন্ম।*
*ধন্য কলিযুগ তাতে, শ্রীকৃষ্ণচৈতন্য যাতে,*
*প্রকাশিলা "নাম" মাত্র ধর্ম।।*
*পায়ে ধরি ছাড় ভ্রম, কিছু নাহি পরিশ্রম,*
*' কৃষ্ণ কৃষ্ণ 'কহ অবিরাম।*
*কহ লক্ষ-কথা আন, তাহে না আলিস-জ্ঞান,*
*কি ভার কি বোঝা "কৃষ্ণনাম"।।*
*এ যদি না শুন ভাই, তবে আর গতি নাই,*
*হেন জন্ম না হইবে আর।*
*কহে প্রেমানন্দ এবে, না ভজ শ্রীকৃষ্ণ তবে,*
*কোটি কল্পে নাহিক নিস্তার।।*
*🌻সুকৃতি=পুণ্য।ভ্রম= সংসার-রূপ মিথ্যায় সত্য-জ্ঞান।কোটি কল্পে= অনন্তকালেও। নিস্তার= পরিত্রাণ।*
*🌻হায় মন! কৃষ্ণ ভজন যোগ্য দুর্লভ মাবন জনম পেয়ে ক্ষণকালও শ্রীকৃষ্ণচিন্তা না করে তোমার জন্মকে প্রতি মুহূর্তে ব্যর্থ করছ।এরজন্য তোমাকে শতধিক! তোমার সৌভাগ্যগুলির কথা একবার ভেবে দেখ। তুমি দেবতার দুর্লভ মানব জন্ম পেয়েছ। তার উপর ভগবদ্ উপাসনার একমাত্র উপযুক্ত ক্ষেত্র এই ভারতবর্ষে জন্মেছ।তাতে আবযে কলিযুগে প্রেমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু যুগধর্ম নাম সংকীর্তন সহ নিজগুণে অবতার হয়েছেন। মন! তোমার পায়ে ধরে বলি এত প্রকার মহা-সৌভাগ্য পেয়ে ভ্রান্তিবশতঃ কৃষ্ণনাম থেকে বিরত থেক না।এইনাম করতে কোন পরিশ্রম হয় না,ভারী বোঝাও নয়।কেবল মুখের কথা হল এই কৃষ্ণনাম।যেমন তেমন করে বললেও অনায়াসে ভগবদ্ কৃপা পাওয়া যায়।এত জেনেশুনেও যদি তুমি কৃষ্ণ ভজন না কর ও কৃষ্ণনাম না কর তাহলে কোটি কল্পেও তোমার নিস্তার নাই।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
১৯. রবির নন্দন, আসিবে যখন, তারে কি উত্তর দিবা 📖 মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৯)💐💐মনো শিক্ষা 💐💐*
••••••••••••••••••••••••••••••••••••••••
*এ মন! তুমি সে অবোধ বড়।*
*দেখিয়া শুনিয়া, বুঝিতে নারিছ,*
*করিতে না পার দৃঢ়।।*
*কে সার অসার, না কর বিচার,*
*কে তুমি,কর কি কাজ।*
*পরের কারণে, শরীর খোয়ালি,*
*আপন-কাজেতে বাজ।।*
*এ ধন এ জন, আপনা ভাবিছ,*
*সে তোর বুদ্ধির ভুল।*
*এখন তখন , কখন কি হয়,*
*বুঝ না আপন-মূল।।*
*দেখ না জীবন, কেবল পবন,*
*যাইতে কি তার বাধা।*
*কিসের কারণে ,এতেক আরতি,*
*খাটিয়া মরিছ গাধা।।*
*দিবস-রজনী, তিলে না বিরাম,*
*গণিছ পড়িছ কিবা।*
*রবির নন্দন, আসিবে যখন,*
*তারে কি উত্তর দিবা।।*
*বদন ভরিয়া, ' হরি হরি' বল,*
*বসিয়া সাধুর সঙ্গ।*
*কহে প্রেমানন্দ , কি ভয় শমনে,*
*আপনি দিবে সে ভঙ্গ।।*
*🌻খুব সহজ ব্যাখ্যা লিখিলাম না*
*(আরতি=আসক্তি। রবিরনন্দন=যম)*
*🙌দুইটি বাহু তুলে হরি হরি হরিবল🙌*
✧═══════════•❁❀❁•═══════════✧
২০. তোমার এই দেহের অহঙ্কার চিরকাল থাকবে না 📖 মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(২০)🙌মনো শিক্ষা 🙌*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*এ মন! তোর কি করম কু।*
*অসতে ভুলিলি, আপনা মজিলি,*
*চিনিতে নারিলি সু।।*
*কু--যোনি যতেক, ভ্রমিয়া কতেক,*
*পাইয়াছ মানুষ-দেহ।*
*মুখের অলসে ,' হরি' না বলিলি,*
*বিফলে গোঙালি সেহ।।*
*দেহের গুমানে,পিছু না গণিলি,*
*আপনা জানিলি যা।*
*তিলেকে গরব , হইবে খরব,*
*কোথা বা রহিবে তা।।*
*জান না শমন, হাতেতে দমন,*
*রুষিয়া বসেছে সে।*
*আসিয়া যখন, করিবে বন্ধন,*
*তখন রাখিবে কে।।*
*করহ বিচার, আছে একবার,*
*মরণ এড়াবে কে।*
*'হরি' যে বলিল, আপনা সারিল,*
*শমন জিনিল সে।।*
*তোর পায়ে ধরি, বল "হরি হরি ",*
*সুস্থির করিয়া ধী।*
*কহে প্রেমানন্দে, অধর-আনন্দে,*
*যমকে ডর বা কি।।*
*🌻মন ! তুমি আত্মসুখের জন্য যে কর্ম করছ সবই কুকর্ম। প্রকৃত সুকর্ম কি তা এখনও চিনতে পারলে না।শ্রীকৃষ্ণ সেবা করাই সুকর্ম।আর এই সুকর্ম সাধনের একমাত্র সুযোগ্য দেহই হল মানব দেহ। অনেক কুৎসিত যোনি ভ্রমণ করে তুমি এই দেহ লাভ করেছ। কিন্তু অসৎ ভাবনায় পড়ে শ্রীকৃষ্ণ সেবা তো দূরের কথা, মুখে হরি শব্দ উচ্চারণ কর না। তোমার এই দেহের অহঙ্কার চিরকাল থাকবে না।একদিন মরণকাল উপস্থিত হবেই।কোন প্রকারেই তখন সেই মরণকে এড়াতে পারবে না।মৃত্যুর কবল হতে মুক্ত হবার সহজ উপায় "হরিনাম" আশ্রয়। মন! তোমার পায়ে ধরি তুমি সুস্থির হয়ে এই সুধামাখা হরিনাম কর।তাহলে স্বয়ং যমও তোমাকে ভয় পাবে।*
*🍀কু-যোনি=পশু-পক্ষী,কীট-পতঙ্গ, খরব=ধ্বংস,রুষিয়া=রাগিয়া, ধী=বুদ্ধি, ডর=ভয়করা।*
*🙌জয় জয় শ্রীনামসংকীর্তনের জয়🙌*
✧═══════════•❁❀❁•═══════════✧
২১. জেনে রেখ মন! তোমার এ হেন অহঙ্কার জগৎ সহ্য করলেও যমরাজ সহ্য করবেন না 📖 মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(২১)💐💐মনো শিক্ষা 💐💐*
•••••••••••••••••••🌻••••••••••••••••
*ওরে মন! রুচি নহে কেন কৃষ্ণ-নাম।*
*তবে জানি পূর্বজন্মে,আছে কত পাপ-কর্মে,*
*সে লাগি বিধাতা তোরে বাম।।*
*যদি অন্য কথা পাও,আঁটিয়া সাঁটিয়া কও,*
*"কৃষ্ণনাম" লইতে আলিস।*
*যদি শুন "কৃষ্ণকথা",বজ্র যেন পড়ে মাথা,*
*ঘুমে ঝুমে তল্লাশ বালিশ।।*
*যদি হয় অসৎ-কথা,ঘুমেতে চিয়াও তথা,*
*শুনিতে বাড়য়ে কত রতি।*
*নীচ-সঙ্গে সদা বাস,সাধুজন দেখি হাস,*
*কুলটা বন্দিয়া নিন্দ সতী।।*
*শ্রাদ্ধ-দেব-অধিকারী,ভাঙ্গিবে এ ভারিভুরি,*
*আসি দূত লইবে বান্ধিয়া।*
*কি গুমান কর দেহ,নচি গলি যাবে এহ,*
*ধন জন রহিবে পড়িয়া।।*
*যে সুখে হয়েছ মত্ত,বুঝি দেখ তার তত্ত্ব,*
*ইহা তোর রহিবে কোথায়।*
*আজি মর মর কালি,মরণ এ নহে গালি,*
*"কৃষ্ণ কৃষ্ণ"কহ দিন যায়।।*
*যে কৈলে সে কৈলে মন, এবে হও সচেতন,*
*ফিরে বৈস কে তোরে হারায়।*
*কহে প্রেমানন্দ সুখে,'রাধাকৃষ্ণ' বল মুখে,*
*শমন জিনিয়া উঠ নায়।।*
*🌻বাম=বিরূপ, শ্রাদ্ধ দেব-অধিকারী= যম।🌻*
*🌻শ্রীকৃষ্ণনাম সাধনার এত মহিমা শোনার পরেও শ্রীকৃষ্ণনামের প্রতি মনের রুচি জাগছে না জেগে মহাজন বলছেন, হে মন! নিশ্চয়ই তোমার পূর্বজন্মকৃত পাপ ও অপরাধের কারণে শ্রীনামের মাধুর্য্য আস্বাদন করতে পারছ না।শ্রীকৃষ্ণনামের ক্ষেত্রেই তোমার অলসতা, আর বিষয় কথায় তৎপরতা।অসৎ কথা শোনার জন্য গাঢ় ঘুম হতে অনায়াসে তুমি জেগে উঠ। আর শ্রীকৃষ্ণকথা শোনার ক্ষেত্রে তোমার মন সদাসর্বদা নিদ্রা বিবস দেহে বিছানার খোঁজ কর।অসৎ ব্যক্তির সঙ্গ করতে সদাই ব্যস্ত আর সাধুজন দেখলে তাচ্ছিল্যভরে হাসি তামাসা ও কটুক্তি কর। তুমি জেনে রেখ মন! তোমার এ হেন অহঙ্কার জগৎ সহ্য করলেও যমরাজ সহ্য করবেন না। তোমাকে বেঁধে নিয়ে গিয়ে নরক ভোগ করাবে।তাই বলি মন এখনও সময় আছে, সাবধান হও।যে কয়দিন পৃথিবীতে আছ কেবল সর্বদা রাধাকৃষ্ণ নাম কর।*
*🙏জয় জয় শ্রীরাধা-গোবিন্দের জয়🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
*২২. ওরে মন! তোমার চরিত্র দেখে আমি ধাঁধাঁয় পড়ে যাচ্ছি 📖 মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(২২)💐💐মনো শিক্ষা 💐💐*
◆ ◆ ◆ ◆ ◆
*ওরে মন! তোমার চরিত্রে লাগে ধন্দ।*
*তাই তোরে লাগে ভাল,যাতে নষ্ট পরকাল,*
*কি জানি কি কর্ম তোর মন্দ।।*
*কুসঙ্গে অসৎ-কথা,সর্বদা প্রবৃত্তি তথা,*
*সাধু-সঙ্গ কাঁটা হেন জ্ঞান।*
*যদি দৈবে কভু হয়,তবে যেন বিন্ধে গায়,*
*উষিপুষি করিয়া প্রস্থান।।*
*কৃষ্ণ-লীলা-গুণগান,যদি হয় কোন স্থান,*
*যদি বেড়ে পড় কোন দিনে।*
*থাকিতে কিঞ্চিৎ কাল,বাস' হৈল কি জঞ্জাল,*
*বিশ্রাম করিলে জীয় প্রাণে।।*
*প্রহর বা দন্ড পল,তাহাতে সর্বস্ব তল,*
*ভাবি এই উঠি যাও চ'লে।*
*যদি ব্যাধি ধরে ঘাড়ে,ছ'মাস বৎসর পাড়ে,*
*তবে সংসার কে রাখে সে কালে।।*
*সৃষ্টি করিয়াছে যেই,অবশ্য পালিবে সেই,*
*নহে কেন সংহার না করে।*
*দেখ যাঁর আজ্ঞা-বলে,মাটিতে ভাসায় জলে,*
*চন্দ্র সূর্য্য উদয় যাঁর ডরে।।*
*সেই প্রভু সর্বেশ্বর,ব্রহ্মা-আদি আজ্ঞাকর,*
*হেন কৃষ্ণ ভুল কেন ভাই।*
*প্রেমানন্দ কহে মন,"কৃষ্ণ" কহ অনুক্ষণ,*
*তবে কর্ম-বন্ধন এড়াই।।*
*🌻সর্বস্ব তল=সব যেন ধ্বংস হয়ে গেল। আজ্ঞাকর=দাস। অনুক্ষণ= সর্বদা।এড়াই= দূর করতে পারে। উষিপুষি=অস্থির ব্যস্ত।🌻*
*🌻ওরে মন! তোমার চরিত্র দেখে আমি ধাঁধাঁয় পড়ে যাচ্ছি।কারণ যে কর্মের দ্বারা নরকগামী হতে হয় সেই কর্মেই তোমার সর্বদা আসক্তি।অসৎ কথা অসৎ সঙ্গে তোমার সর্বদা ঐকান্তিক প্রবৃত্তি।সাধুসঙ্গকে কাঁটার মত এড়িয়ে চলো।দৈবক্রমে কোন সাধুসঙ্গের সুযোগ লাভ হয়, তাহলে যে কোন অজুহাতে তা তুমি পরিহার কর।শুধু তাই নয়, সর্ব সুমঙ্গল প্রদায়ী কৃষ্ণলীলা গুণগান যদি কোথাও হয় আর ঘটনা চক্রে যদি তুমি সেখানে গিয়ে উপস্থিত হও,তাহলে তোমার বারক্তির শেষ থাকে না।বসে বসে হরিকথা শোনাকে সময়ের অপচয় মনে কর।জরুরী কাজের ছলনা করে বা দেখিয়ে সেই জায়গা হতে চলে যাও। মন! তুমি একবার ভেবে দেখ, যখন কোন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দিনের পর দিন, মাসের পর মাস ব্যাধির যন্ত্রণায় কাতর হয়ে শয্যায় পড়ে থাকতে হয়,তখন এই সুদীর্ঘ সময়কে অপচয় মনে কর না কেন? মন! তোমার এসব ভ্রান্ত ধারণা ত্যাগ কর।যাঁর ইচ্ছাক্রমে অনন্ত কোটি ব্রহ্মান্ড পরিচালিত হচ্ছে, সেই অজ-ভব আজ্ঞাকারী সর্বেশ্বর প্রভু শ্রীকৃষ্ণকে আর ভুলে থেক না। সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলো।*
*🙌জয় নিতাই গৌর হরিবোল🙌*
✧═══════════•❁❀❁•═══════════✧
২৩. এ মন! তোমারে বলিব কত 🤔 শুনিয়া শুন না, জানিয়া জান না ☝️ না ছাড় আপন মত 📖 মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৩)💐💐মনো শিক্ষা 💐💐*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*এ মন! তোমারে বলিব কত।*
*শুনিয়া শুন না, জানিয়া জান না,*
*না ছাড় আপন মত।।*
*এ কাল গণিছ, পর না ভাবিছ,*
*আপনা-আপনি বড়।*
*পিছু যে মরণ, আছ বিস্মরণ,*
*দেখ না কখন পড়।।*
*জান কি অমর,এ বাড়ী এ ঘর,*
*এ মোর,এ মোর"কথা,*
*ক্ষণেকে সকল, হইবে বিকল,*
*তুমি বা থাকিবে কোথা।।*
*যে তনু আপন, তা নাকি কখন,*
*সংহতি করিয়া লবে।*
*তুমি বা কাহার, কেবা বা তোমার,*
*কে আর আপন হবে।।*
*এ ধন কামিনী, দিবস-যামিনী,*
*আমোদে গোঙালি সব।*
*বদন ভরিয়া , "হরি " না বলিলি,*
*দন্ডেক পলেক লব।।*
*ওরে দুরাচার , না কর বিচার,*
*তরিতে শমন চায়।*
*কহে প্রেমানন্দ, কৃষ্ণ পদ দ্বন্দ্ব,*
*সদা ভাব ডর কায়।।*
*🌻খুব সহজ তাই ব্যাখ্যা করলাম না।*
*🌻এ কাল=ইহকাল, পর=পরকাল, তনু= শরীর, সংহতি= সঙ্গে, লব =ক্ষণকাল।🌻*
*🙌জয় নিতাই গৌর হরিবল🙌*
✧═══════════•❁❀❁•═══════════✧
২৪. মন! তুমি ভাবছ সবাই মারা গেলেও তুমি দীর্ঘদিন বেঁচে থাকবে ❗ 📖 মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৪)💐💐মনো শিক্ষা 💐💐*
••••••••••••••••••••••••••••••••••••••••
*এ মন! তুমি সে ভাবিছ কিবা।*
*না জানি কতেক,তুমি এ সংসারে,*
*কতেক কাল বা জীবা।।*
*আপনা-আপনি , জানিছ চতুর,*
*গায়ের গরবে জোর।*
*এ কাল চাহিয়া ,সে কাল হারালি,*
*এ কোন চাতুরী তোর।।*
*ধন জন যত, আপনা জানিছ,*
*এখন বুঝিছ ভাল।*
*কটির কৌপীন ,ছাড়িয়া চলিবে,*
*যখন বান্ধিবে কাল।।*
*ভারত-ভূমেতে, মানুষ জনম,*
*দেখ না কতেক শ্রমে।*
*এমন জনমে, ' হরি ' না ভজিলি,*
*কুসঙ্গে হারালি ভ্রমে।।*
*শ্রীমদ্ভাগবত , শ্রবণের পথ,*
*না কৈলি সতের সঙ্গ।*
*অসতে মজিয়া, দিবস গোঙালি,*
*এ তোর কেমন ঢঙ্গ।।*
*যে কৈলি সে কৈলি,শুন রে পামর,*
*কি ছার সুখেতে রত।*
*কহে প্রেমানন্দ ,' হরি হরি ' বল,*
*আনন্দে ভাসিবি কত।।*
*🌻 মন! তুমি ভাবছ সবাই মারা গেলেও তুমি দীর্ঘদিন বেঁচে থাকবে।শাস্ত্রজ্ঞানহীন হয়েও নিজেকে অনেক বুদ্ধিমান ভাবছ।ক্ষণভঙ্গুর রোগাক্রান্ত পচা শরীরটাকে নিয়ে নিজেকে শক্তিমান ভাবছ।ধন-জন-বিত্ত-বৈভবকে নিজের যথা সর্বস্ব মনে করে নিশ্চিন্তে বসে আছ।ভারতভূমিতে জন্মগ্রহণ করেও হরিভজন না করে, সর্ব অমঙ্গল বিনাশক শ্রীমদ্ভাগবতকথা শ্রবণ না করে, অসৎসঙ্গে দিন অতিবাহিত করছ।এইভাবে তুমি এতদিন যা করলে করলে, এখন মন!আমার কথা শোন। তুমি মুখে সর্বদা হরি হরি হরিবল।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
২৫. কৃষ্ণনাম চিন্তামণি ধন সংরক্ষণ করতে হলে সাধুসঙ্গ বিশেষ প্রয়োজন❗ 📖 মনোশিক্ষা 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/mono-siksha.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৫)💐💐মনো শিক্ষা 💐💐*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*ওরে মন! তুমি সে ডুবাও ভব-কূপে।*
*যতেক ইন্দ্রিয়গণ, তোর বশ অনুক্ষণ,*
*স্বতন্ত্র না হয় কোনরূপে।।*
*যে দেখাহ দেখে নেত্রে,কানে শুনে তোমা সাথে,*
*যেখানে চালাও চলে গা।*
*যেকথা যেরসে রত,জিহ্বা হয় তার মত,*
*তো বিনু নড়িতে নারি পা।।*
*সেই কর পরিশ্রম, কেন না ঘুচাও ভ্রম,*
*ভালমন্দ না চাহ ফিরিয়ে।*
*কিবা নিত্য কি অনিত্য,ভাবিয়া না বুঝ চিত্ত,*
*বিষ খাও অমৃত তেজিয়ে।।*
*সাক্ষাতে না দেখ কত,মরি যায় শত শত,*
*ধন জন ফেলায়ে হেথাই।*
*জন্ম ভরি যত ক্লেশ,সব অকারণ শেষ,*
*সঙ্গের সম্বল কোথা ভাই।।*
*' কৃষ্ণনাম ' চিন্তামণি,হও সে ধনের ধনী,*
*ভরি লহ বদন-কুঠরী।*
*খাও বিলাও নাহি ক্ষয়,যম জিন যাকু ভয়,*
*ডঙ্কা পড়ুক ত্রিভুবন ভরি।।*
*সাধু-সঙ্গে লওয়া দেওয়া,লাভে মূলে যাবে পাওয়া,*
*ঠক-সঙ্গে না করিহ মেলা।*
*যদি কর ফল পাবে,লাভে মূলে হারাইবে,*
*প্রেমানন্দ কহে তবে গেলা।।*
*🌻জিন=জয় কর। ডঙ্কা= জয়জয়কার। লাভে মূলে= সুদে আসলে।ঠক, বলতে বলা হয়েছে =সংসার-রূপ প্রতারক।🌻*
*🌻ওরে মন! তুমি দশ ইন্দ্রিয়কে তোমার অধীন করে নিয়ে বিষয়ভোগে আসক্ত হয়ে নিরন্তর(সবসময়) আমাকে ভবকূপে নিমজ্জিত করছো বা ডুবিয়ে রাখছ। তুমি যা দেখতে ইচ্ছা কর, নয়ন তাই দেখে ; তুমি যা শুনতে ভালবাসো, কর্ণ তাই শোনে।যেখানে যেতে ইচ্ছা কর,শরীর সেই দিকেই চলে ; যে কথা বলতে ভাল লাগে, জিহ্বা সর্বদা সেই কথায় বলে। মন! তোমার ইচ্ছা ব্যতিরেকে (ব্যতীত বা ছাড়া )কোন ইন্দ্রিয় স্বতন্ত্র কিছু করতে পারে না।এইভাবে তোমার আত্মসুখের লালসা চরিতার্থ করতে দিনরাত ইন্দ্রিয়গণকে পরিশ্রম করাচ্ছ। অথচ যাকে দর্শন করলে,যে কথা শ্রবণ করলে,যে জায়গায় গমন করলে,যে কথা সর্বদা বলতে থাকলে মানবজীবন সার্থক হয়, সেইদিকে ইন্দ্রিয়গণকে নিযুক্ত করছ না।এতে অমৃত ছেড়ে দিনরাত বিষপান করা হচ্ছে।তুমি নিজে দেখছ কত মানুষ ধন-জন সবকিছু ফেলে রেখে মৃত্যুর গহ্বরে প্রবেশ করছে।এইসব দেখেও তোমার দিব্যজ্ঞান বা চেতনাশক্তি উদয় হচ্ছে না।ওরে মন! তুমি কৃষ্ণনাম চিন্তামণির ধনে ধনী হও।এ ধন কোনদিন নষ্ট হবে না, এ ধন এখানেও থাকবে, মৃত্যুর পরেও সঙ্গে থাকবে।এই ধন যতই ভোগ কর, বা বিতরণ কর,ক্ষয় তো মোটেই হবেই না,বরং দিন দিন বাড়তে থাকবে। উপার্জিত কৃষ্ণনাম চিন্তামণি ধন সংরক্ষণ করতে হলে সাধুসঙ্গ বিশেষ প্রয়োজন।অসৎসঙ্গে পড়লে এই অমূল্য ধন আর থাকবে না।তাই বলি ওরে মন! অসৎ সঙ্গ সর্বদা ত্যাগ করবে।*
*🙌জয় নিতাই জয় গৌরচন্দ্র🙌*
*(২৬শে ফাল্গুন)*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রী প্রেমানন্দ দাস ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-
শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 👇👇🙏👇👇 📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 দ্বিতীয় ভাগ ꧂ পদ - পদাবলী 🙏 গৌরচন্দ্রিকা 🙏 ব্যাখ্যা ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/03/krishna.html ✧═══════════•❁❀❁•═══════════✧ সুধী ভক্তবৃন্দ যে লীলা অধ্যায়নের করতে চান নিম্নে লিংকের উপর ক্লিক করুন 👇👇👇 ✧═══════════•❁❀❁•═════...
শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শিবরাত্রি ব্রতকথা ꧂ শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓ শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓ শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_54.html ✧═══════════•❁❀❁•═══════════✧ পুরাক...
ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ꧂ https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ *বিবেক বৈরাগ্য দিয়া দু'গলুই করিল।* *ধৈর্য্য তাহার উপর দাঁড়া করিল।।* *আসক্তির তক্তা আনি তাহাতে জুড়িল।* *লালসার পাতান লোহা তাহাতে গড়িল।।* *নববিধা ভক্তি দিয়া নয়টি গুড়া দিল।* *সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল।।* *মন রূপী পাল তাহে উড়াইয়া দিল। *সাধুসঙ্গ কাণি দড়ি চৌদিকে আঁটিল।।* নৌকা গঠন তত্ব দ্বারা।---------------- শ্রী গোবিন্দ আমার সখাদের সঙ্গে গো-চারণ করিতে করিতে সেই কথা মনে পড়েছে, কোন কথা,গোলোক বৃন্দাবনের কথা, ভাই সুবলকে ডেকে বললেন,ওরে ভাই সুবল সখা, আজ আমি যমুন...
🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html
✧ ══════════•❁❀🙇❀❁•══════════✧ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ✧ ══════════•❁❀🙇❀❁•══════════✧ 🔘👉🏠Home🏠 🔘👉📝সূচীপত্র📝 🔘👉📚PDF গ্রন্থ📚 🔘👉✉️WhatsApp Chanel✉️ 🔘👉Apps 🔘👉🌐Google Drive🌐 🔘👉 শ্রীশ্রীরাধাকান্ত মঠ🚩শ্রীশ্রীগৌর গম্ভীরা🐚শ্রীধাম পুরী🐚 🔘👉 🗓️ ব্রত তালিকা 🗓️ শ্রীগিরিগোবর্ধন 🙇 🔘👉 🗓️ ব্রত তালিকা 🗓️ শ্রীরাধাকুণ্ড 🙇 🔘👉🖼️ধর্মীয় চিত্রপট🖼️ 🔘 👉 📝শ্রী জয়দেব দাঁ📝 🔘👉📝শ্রী গোপীশরণ দাস📝 🔘👉📝শ্রী দীপ বাগুই📝 🔘👉 🎶শ্রীমতী কুঞ্জশ্রী দাশগুপ্ত🎶 🔘👉📝শ্রী মৃন্ময় নন্দী📝 ✧══════════•❁❀🙇❀❁•══════════✧ 👉 মতানুসারে 👉 https://drive.google.com/file/d/1lS0aV1XBKbzRfve110-R6hJEsX3JHoMQ/view?usp=drivesdk ✧══════════•❁❀🙇❀❁•══════════✧ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ✧ ══════════•❁❀🙇❀❁•══════════✧ ✧══════════•❁❀🙇❀❁•══════════✧ 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 *শচীসুতাষ্টকম্ ✍️ শ্রীশ্রী সার্বভৌম ভট্টাচার্য্য বিরচিতং 🙏 সংগৃহীত 🙏 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম ...
শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/home-page-pdf-httpsmrinmoynandy_25.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ...
মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ৪২. ব্রহ্মা এবং মহেশ্বর যাঁর আরাধনা করেন 🙇 মনোশিক্ষা🙏 দ্বিতীয় ভাগ🙏শ্রী প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *(৪২)🔥🔥মনো শিক্ষা 🔥🔥* •••••••••••••••••••••••••••••••••••••• *ওরে মন! বিচারিয়া দেখ না হৃদয়* *ধনে জনে যত আর্তি,বাড়ে বই নহে নিবৃত্তি,* *হরি-পদে হৈলে কি না হয়।।* *যা ভাবিলে হবে নাই,তাই ভেবে কাট আই,* *ভাবিলে যে পাও তা না কর।* *লক্ষকোটি যার ধন,সে কি পায় এক মণ,* *বুঝি কেনে ধৈরয না ধর।।* *খাওয়া পরা ভাল চাও,তাই কি ভাবিলে পাও,* *পূর্ব-জন্মার্জিত সেই পাবে।* *কার ধন চিরস্থায়ী,না গণ'আপন আই,* *কত কাল তুমি বা বাঁচিবে।।* *অজ ভব ভবে যাঁরে,কি মদে পাসর তাঁরে,* *"হরি" ভুলি জীয় কোন্ কাজে।* *"হরিনাম"যাতে নাই,সে বদনে পড়ুক ছাই,* *সে মুখ সে দেখায় কোন্ লাজে।।* *...
বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═════...
*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ *নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্* ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 🌐 http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠👇👇🙏👇👇📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ *নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।* *পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।* = = = = = = = = = = = = = = = = = *মুলানুবাদ=হে রসবিশেষভাবনা-চতুর রসিক ভক্তগণ!শুকমুনির মুখনির্গলিত দেব-কল্পতরুর শ্রীমদ্ভাগবত নামক পরমানন্দরসময় ফল সাধনকাল হতে মোক্ষক...
শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম্য ꧂ ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ https://Gopisharan.blogspot.com 🙏 সূচীপত্র ꧂ ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/home-page-pdf-httpsmrinmoynandy_25.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *শ্রীআমলকী একাদশী ব্রতের মাহ...
শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🙏 প্রথম ভাগ ꧂ ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *••••┉❀꧁👇 🏠Home Page🏠👇 ꧂❀┅••••* 👉 MrinmoyNandy.blogspot.com 👉 Boisnob.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/09/pdf_22.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html 👉...