🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

৬০. কালানল ভক্ষণ লীলা 🌷 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📖 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/07/blog-post_4.html

✧═══════════•❁❀❁•═══════════✧
              ꧁ ৬০. কালানল ভক্ষণ লীলা 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
গৌরচন্দ্রিকা
*শ্রীবাসের অঙ্গনে গোরা ভক্তগণ লয়ে।*
*মহানন্দে বাহু তুলে সংকীর্তন করয়ে।।*
*আচম্বিতে চারিদিকে অন্ধকার দেখে।*
*উচ্চৈঃস্বরে ভক্তগণ শ্রীহরিরে ডাকে।।*
*চতুর্দিকে ভক্তগণ বলেন হরি হরি*
*রক্ষা করহ মোদের গোলোকবিহারী।।*
*অতি বিসময় মূরতী গোরা করিয়া ধারণ।*
*লোচন কহে সকলেরে করিলা রক্ষণ।।*
*যেজন করয়ে মোর গোরার ভজন।*
*অচিরে পাই সে রাধাগোবিন্দের চরণ।।*

 *ব্রজ লীলা কালানল ভক্ষণ* *কেন বনে দাবানল লেগেছিল? সেই বিষয় বস্তু সামান্য লিপিবদ্ধ করব।*
*গো-বৎসগণদের বনের তৃণ ক্ষেত্র দেখে সমস্ত গো-বৎসগণদের ছেড়ে দিয়ে কৃষ্ণ বলরাম বললেন,চল আমরা খেলা করি।*কৃষ্ণের একটি দল,বলরামের একটি দল,কথা হল যে দল খেলায় হারবে,* *সেই দলের কেউ জয়ী দলের কেউকে ভান্ডীরকবটতল পর্যন্ত কাঁধে করে নিয়ে যাবে,পুন যে জায়গা হতে শুরু করেছিল, নিয়ে আসতে হবে,এই সর্ত।* *অপরদিকে কংস কৃষ্ণকে বিনষ্ট করবার জন‍্য প্রলম্বাসুর কে পাঠাল,প্রলম্বাসুর ইচ্ছারূপধারী ছিল,যেকোন সময় যে কারোর রূপ ধারণ করতে পারত।* *গোপবালকরূপ ধারণ করে কৃষ্ণের দলে প্রবেশ করল,এবং খেলায় কৃষ্ণের হার হল,এবার কাঁধে করে নিয়ে যাবার পালা।* *অসুর যে রূপ ধরেছিল তার কাঁধে বলরাম চাপলেন,* *প্রলম্বাসুর বলদেবের দুইচরণ বক্ষে চেপে এমনভাবে ধরল যে বলরাম মনে করলে ইচ্ছে মত কাঁধ হতে নামতে পারবেন না।* *এবারে প্রলম্ব বলরামকে কাঁধে নিয়ে দ্রুতগতিতে ছুটতে লাগল,বলরামের মনে সন্দেহ হল,কে এই রাখাল?আমাকে নিয়ে এতজোড়ে ছুটছে,না,* *নিশ্চয় কোন গন্ডগোল আছে।* *তখন বলরাম নিজ দেহকে সুমেরুপর্বত সম ভার করলেন,তখন বহন করতে সক্ষম হল না,তখন অসুর নিজ মূর্তিতে প্রকট হল,সেই ভীষণ প্রকান্ড আকৃতি,* *প্রজ্বলিত আগুনের মত উগ্রতেজ চোখ,অগ্নিবর্ণ চেহারা, এইরকম চেহারা দেখে বলরাম চিৎকার করে উঠলে কৃষ্ণ শুনতে পেয়ে দাদাকে ইঙ্গিত করলেন,আর বললেন,তুমি আর আমি অভিন্ন,উপযুক্ত শাস্তি দাও।* *দেবরাজ ইন্দ্রের বজ্রাঘাতে যেমন পর্বতশৃঙ্গ চূর্ণবিচূর্ণ হয়ে যায়,সেইরকম বলরামের মুষ্ট‍্যাঘাতে প্রলম্বাসুরের মাথা চূর্ণবিচূর্ণ হয়ে গেল।* *এই খবর কংস পেয়ে আরো অন‍্যান‍্য অসুরকে পাঠিয়ে বনে আগুন লাগিয়ে সকলকে দগ্ধ করে মারতে চাইল।*
*🌼কালানল ভক্ষণের প্রথম পদ🌼*
*কাল জ‍্যৈষ্ঠ মাস,মলয় বাতাস,*
        *বিহরয়ে সমীরণ।*
*পবন হিল্লোলে,বেগে অগ্নি খেলে,*
        *শিখা পরশে গগন।।*
*বর্ণ দেখি কালো,নামে কালানল,*
        *সাক্ষাৎ কাল সমান।*
*দেখি শিশুগণ,করেন রোদন,*
       *এইবারে গেল পরাণ।।*
*ডাকে উচ্চৈঃস্বরে,প্রাণ গদাধরে,*
      *কোথা গেলিরে কানাই।*
*দারুণ আগুনে,পুড়ি সর্বজনে,*
      *এস প্রাণদাতা ভাই।।*
*তুই রক্ষয়িতা,তুই প্রাণদাতা,*
      *তুই সঙ্কট মোচন।*
*তোরহি কারণ,আসি গোচারণ,*
      *নির্ভয়েতে সর্বজন।।*
*মোদের পরাণ,গেল সব প্রাণ,*
      *বিলম্ব নাহিক আর।*
*শীঘ্র এস ভাই,বাঁচাও কানাই,*
     *অগ্নি হতে কর পার।।*
*শিশু বৎসগণে,যমুনা পুলিনে,*
     *বেড়িল কাল অগিনি।*
*তর নাহি সহে,কৃষ্ণ দাস কহে,*
     *তুই রক্ষাকর্তা জানি।।*

*🌻🌻প্রলম্বাসুর বিনাশের পর কৃষ্ণ,বলরাম সুবলাদি গোপসখাদের নিয়ে পরমানন্দে আগের মত বাল‍্যলীলারসে মত্ত হলেন।* *খেলা রসে এমন বিভোর হয়ে গেছেন যে বাহ‍্যজ্ঞান নাই।* *সকলে বাল‍্যখেলায় আত্মহারা,সেই সময়ে তাঁদের গো,বৃষ,বৎস প্রভৃতি পালনীয় পশুগণ কাছের তৃণপূর্ণ জায়গা ছেড়ে তৃণভক্ষণ করতে করতে ক্রমশ নতুন তৃণ লোভে বন হতে বনান্তরে অগ্রসর হতে হতে দূর গভীর বনে চলে গেছে।* *গ্রীষ্মকালীন বনবহ্নির তাপে দগ্ধপ্রায় হয়ে উচ্চৈঃস্বরে চিৎকার করতে লাগল।* *সেই চিৎকার শুনে কৃষ্ণ ও গোপবালকগণ যেখানে গো-বৎসগণ তৃণ খাচ্ছিল,সেখানে নাই, কোথায় গেল?কোথায় যেতে পারে ভাবতে লাগলেন।* *নিজেরা নিজেদের মধ‍্যে বলাবলি করতে লাগলেন,আমরা বহুদিন যাবৎ গোচারণে আসি এইরকম কোনদিন হয়নি।* *তখন কৃষ্ণ-বলরাম চিন্তান্বিত হয়ে গোবৎসগণকে খুঁজবার জন‍্য বনে বনে খুঁজতে লাগলেন।* *কৃষ্ণ গাভীগণের নাম ধরে ডাকতে লাগলেন,গোগণ কৃষ্ণকন্ঠধ্বনি শুনে পরমানন্দে বিভোর হল,এবং হাম্বারবে উত্তর দিল।* *দূর হতে কৃষ্ণকে দেখে উর্ধগ্রীবায় ধাবিত হতে চেষ্টা করিল; কিন্তু ঘন ও সুদীর্ঘ শরবৃক্ষ গভীর বনের মধ্যে এমনভাবে আটকে গেল,* *যে পথহারা হয়ে পড়ল।*

*🌻সংসারকানন ঢুকে জীবগণ যদি কোনও ভাগ‍্যবলে ও অকপট সাধনানুষ্ঠানের ফলে প্রতি পদে পদে কৃষ্ণের ডাক শুনতে পাই,তথাপি যেমন স্ত্রী-পুত্র-পরিজনাদির মায়া সম্বন্ধ বন্ধন ছেড়ে চলে যেতে পারে না; অথচ অন্ততের ব‍্যাকুলতায় সর্বদা মন ছুটাছুটি করে ও "হে কৃষ্ণ!কৃপা করো" বলে নিরন্তর দৈন‍্য প্রকাশ করে।🌻

🌻* *গো বৎসগণেরও একই অবস্থা হল।* *শরবনের মধ্যে চরমভাবে আটকে গেছে।* *তারপর সেই শরবনে গোপবালকগণ প্রবেলশ করে এক এক করে সকল গোবৎসগণদের বাহির করে এনে মিলিত করলেন।*
*তারপর সকল সখাগণ বললেন ভাই কৃষ্ণ!আজ আমরা কোন অশুভ মুহূর্তে বন যাত্রা করেছিলাম,আজ আর খেলা বাদ দিয়ে গৃহের দিকে চল।* *আবার কোন নতুন বিপদ না উপস্থিত হয়।* *তখন সকলকে সঙ্গে নিয়ে গভীর বন হতে গৃহের দিকে বেড়োনোর প্রস্তুত হচ্ছেন,এমন সময়ে হঠাৎ বনের ভিতর প্রচন্ড বনবহ্নি জ্বলে উঠল।* *দেখতে দেখতে শত শত শিখা বিস্তার করে গোপবালক ও গোবৎসগণ চারিদিকে ছড়িয়ে পড়ল।* *গরমকালের মৃদুমন্দ বাতাসে আগুন বৃক্ষ লতা সবকে ভস্ম করতে লাগল।* *সকল সখাগণ ও গোবৎসগণ অত‍্যন্ত ভীত ও জীবন রক্ষা পাবার জন্য ব‍্যস্ত হয়ে উঠল।* *🌻

🌻মৃত‍্যু ভয় পীড়িত ব‍্যক্তিগণ যেমন সর্বভয় হারী হরির চরণে শরণাগত হয়🌻

🌻* *সেইরকম সকলে "রক্ষ" "রক্ষ"* *বলে আর্তনাদ করতে করতে শ্রীকৃষ্ণ ও বলরামের শরণাগত হল।*
 *🌻🌻দ্বিতীয় পদ ও ব‍্যাখ‍্যা🌻🌻*
 *কালানল হ'তে,রাখহ ত্বরিতে,*
          *কালিদহে গেল প্রাণ।*
*তাহে সর্বজনে,শিশু বৎসগণে,*
        *কৈলে তুমি পরিত্রাণ।।*
*তুমি বারে বারে,রাখহ সবারে,*
        *দারুণ অসুর হাতে।*
*রাখ এইবার, কর প্রতিকার,*
       *নহে মরি কালাগ্নিতে।।*
*কোথা হলধরে, ডাকি সকাতরে,*
      *এস এস কামপাল।*
*বৎসক মারিলে,ধেনুক বধিলে,*
      *সুখে ভুঞ্জাইলে তাল।।*
*প্রলম্ব অসুর,করিলে যে চূর,*
       *রাখিলে যতেক দায়।*
*এইবার রাখ, সঙ্গীগণে দেখ,*
      *নতুবা প্রাণ হারায়।।*
*হে রাম কানাই,তোমরা দুইভাই,*
     *আমাদের প্রাণদাতা।*
*সবে উর্ধমুখে, এ মত ডাকে,*
    *ভয়ে হয়ে অস্থিরতা।।*
*কানাই বলাই,অন্তরে দুইভাই,*
    *ছাওয়াল সঙ্কট দেখি।*
*ধেনু বৎসগণ,পুড়ে সর্বজন,*
     *মোচনেতে পদ্মআঁখি।।*
*পারকর্তা তুমি,পার করহ তুমি,*
     *পারের পারি তুমি।*
*কৃষ্ণ দাস বলে,তুমি না রক্ষিলে,*
      *রসাতলে যাবে ভূমি।।*

*🌻গোপবালকগণ সেই তীব্র দাবানলে দগ্ধপ্রায় হয়ে তাঁদের একমাত্র অবলম্বনীয় কৃষ্ণ ও বলরামকে বলতে লাগলেন,হে কৃষ্ণ!তুমি মহাবীর্য‍্যশালী,তোমার প্রভাবের কথা আমাদের অজানা নয়।* *কালিয়দমন দিনে যমুনার উপকূল ভূমিতে যে দাবানল প্রজ্বলিত হয়েছিল,তা তুমিই নিবারণ করেছিলে।* *আজ আমরা সেইরকম দাবানলে দগ্ধ হয়ে তোমার শরণাগত হলাম,তুমি আমাদের রক্ষা কর।* *তুমি আমাদের সামনে কত কত অসুর নিধন করেছ,তা আমরা সচোক্ষে দেখেছি।* *এই কিছুক্ষণ পূর্বেই দাদা বলরাম তুমি এক মুষ্ট‍্যাঘাতে সেই মহাবল পরাক্রান্ত অসুরকে বিনাশ করেছ,অতএব আমাদের দাবানল হতে রক্ষা করা তোমার পক্ষে কিছু মাত্র কষ্টসাধ‍্য কিংবা অসম্ভব নহে।* *🌻

*🌻যে সময়ে সকল সখাগণ শরবন মধ্যে সকল পশুকে একত্রিত করলেন,সে সময়ে যেসমস্ত প্রলম্বসহচর কংসানুচর অসুরগণ অত‍্যল্প সময়ের মধ্যে বলরামের হাতে প্রলম্বসুরের মৃত‍্যু দেখেছিল।* *তারা সুযোগ বুঝে কৃষ্ণের সাথে শত্রুতা করবার জন্য তাড়াতাড়ি শরবন ঘিরে ধরল,এমনভাবে আগুন জ্বালিয়ে দিল যে মুহুর্তের মধ্যে সমস্ত বন দাঁউদাঁউ করে জ্বলে উঠে 🌻*

*🌻দাবানলে দগ্ধপ্রায় গোপবালকগণ,এইভাবে কৃষ্ণ ও বলরামের শরণাপন্ন হয়ে পুনঃপুনঃ আত্মরক্ষার জন্য ব‍্যাকুলতা প্রকাশ করে বললেন,হে সখা কৃষ্ণ!তুমি মোদের রক্ষা কর।*

*🌻🌻গর্গাচার্য‍্য বলেছেন=যত্র তস্মিন মহাভাগে প্রীতিং কুর্বন্তি মানবাঃ।নারয়োহতিভবন্ত‍্যেতান্ বিষ্ণু-*
*পক্ষানিবাসুরাঃ।। অর্থ‍্যাৎ=* *নন্দনন্দন কৃষ্ণকে যারা ভালবাসবে,তাদেরকে কোন শত্রুই কখনও পরাভূত করতে পারবে না* *বিষ্ণুপক্ষাশ্রিত ব‍্যক্তিগণের নিকটে যেমন আসুর পরাক্রম ব‍্যর্থ হয়,সেইরকম নন্দপুত্রের আশ্রিত ব‍্যক্তিগণও সর্ব বিপদ হতে অনায়াসে মুক্তি লাভ করে।🌻🌻*

*সখাগণ বলছেন,হে কৃষ্ণ!আমরা তোমার আশ্রিত হয়েও কি দাবানলে দগ্ধ হয়ে প্রাণত‍্যাগ করব? তুমি বিনা আমাদের অন‍্য গতি নাই এবং আমরাও তোমাকে ভিন্ন আর কিছুই জানি না।* *সখাগণের এইরকম ব‍্যাকুলতা দেখে কৃষ্ণ আর স্থির থাকতে পারলেন না,তখনই দাবানল নির্বাপণের জন্য মন স্থির করলেন।********************************
*🌻🌻তৃতীয় পদ🌻🌻*
*দেখি কালানল,সাক্ষাতেতে কাল,*
       *অনন্ত রূপ ধরিল।*
*তবে নারায়ণ,করিয়া ভক্ষণ,*
      *কালানল নিবারিল।।*
*অনন্ত মূরতি,হয়ে যদুপতি,*
     *কালানল কৈল পান।*
*মহাগ্নি হইতে,বৎস যূথে যূথে,*
     *শিশু পাই পরিত্রাণ।।*
*লাফে লাফে ধায়,গৃহ পথে যায়,*
     *ছাড়িল সে কানন।*
*যত শিশুগণ, আনন্দিত মন,*
      *দুই ভাইয়ে করে নতি।*
*পুরাণ প্রমাণ,কৃষ্ণ দাস ভাণ,*
       *তোমা চরণে রহে মতি।।*

*🌻শ্রীকৃষ্ণ বললেন,এই সমস্ত গোপবালকগণ আমার আত্মা হতেও প্রিয়।* *হায়!এরা দাবানল দেখে অত‍্যন্ত ভীত হয়েছে,অতএব আমি এখনই দুষ্ট দাবানলকে উদরস্থ করব।সাক্ষাৎ কালান্তক যম হোক কিংবা প্রলয়কর্তা রুদ্রই হোক,আমার সখাগণদের কেহই অনিষ্ট করতে পারবে না।* *কৃষ্ণ মনে মনে বলছেন,আমি যদি তাদের সামনে দাবানল ভক্ষণ করি,আমাকে অন‍্য রকম ভাববে,এইকথা মনে করে তাদের বললেন,হে সখাগণ!তোমরা ভয় পেও না,আমি এখনই তোমাদের ভয় মুক্ত করব।* *তোরা সকলেই কিছুক্ষণের জন্য চোখ বন্ধ কর।* *কৃষ্ণের কথা শুনে পরস্পর বলাবলি করতে লাগলেন যে,পরমকৌতুকপ্রিয় কৃষ্ণ আমাদের কে চোখ বন্ধ করতে বলছে কেন?* *আরেকজন বললেন,কৃষ্ণ যখন বলেছে তাই কর।* *কালিয়দমনের দিন গভীর রাত্রে প্রচন্ড দাবানল শান্ত করেছিল।* *সকলে চোখ বুজল, তৎক্ষণাৎ তাঁর অচিন্ত‍্যমহাশক্তি প্রভাবে মহাজলধরতুল‍্য এক প্রকান্ড বিগ্রহের আবির্ভাব হল।* *কৃষ্ণ তখন সেই বিরাট বদন ব‍্যাদান(বিস্তার) করে অনায়াসে সেই সর্বভক্ষক হুতাশনকে ভক্ষণ করলেন।* *তারপর কৃষ্ণ সমহিমায় ফিরে সখাগণদের বললেন,তোদের আর কোন ভয় নাই, চোখ খুলে দেখলেন আগুনের বিন্দুমাত্র কোন চিহ্ন নাই।* *তারপর মনের আনন্দে সকলে গৃহে ফিরে এলেন।*
*এখানেই রহিল,*

*কালানল ভক্ষণ লীলা*
*দ্বারকায় শ্রীকৃষ্ণের অসুখ হয়েছে।* *এ রোগের চিকিৎসা কী,জিজ্ঞেস করলেন দেবর্ষি নারদ।* *শ্রীকৃষ্ণ বললেন, কোনো ভক্ত যদি তার পায়ের ধূলো আমার মাথায় দেয়, ভালো হতে পারি।* *যে দেবর্ষি নারদ এত বড় ভক্ত,সেও পিছু হটল।* *শ্রীকৃষ্ণের ষোল হাজার মহিষী,প্রত‍্যেকের কাছে গিয়ে হাত পাতল,তোমাদের চরণের ধূলি দাও,এই ধূলি মাথায় দিলে শ্রীকৃষ্ণের রোগ দূরীভূত হবে, সে কি কথা?স্বামীকে কী করে পায়ের ধূলো দিব?তাতে আমাদের পত্নীধর্ম নষ্ট হবে না?* *না,পারব না ধূলোদিতে।* *নারদ মুনি তখন ব্রজে গেলেন।* *নারদকে দেখে ব্রজাঙ্গনাগণ চঞ্চল হয়ে উঠলেন,বললেন,কী উদ্দেশ্য নিয়ে ব্রজে আগমন? দেবর্ষি বললেন,আমাদের কৃষ্ণের অসুখ?আমরা কি তার ভক্ত?আমাদের চরণ ধূলোতে কী কাজ হবে?তবুও বলছি,* *আমাদের চরণ ধূলিতে যদি কৃষ্ণ ভাল হয়,দিব আমাদের পায়ের ধূলো।* *যদি পাপ হয় হোক,অধর্ম হয় হোক, আমাদের পাপ,অধর্ম হবে হোক,আমাদের পাপে,আমাদের অধর্মেও যদি কৃষ্ণ সুখী হয়,আমরা সে পাপ,সে অধর্ম করব হাসিমুখে।* *জীবনে আর আমাদের ব্রতী কী?সেবা দ্বারা শ্রীকৃষ্ণকে সর্বতোভাবে সুখী করাই আমাদের ব্রত।*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧               
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html