🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

৭৩. দুর্জয়মান লীলা 🌷 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/07/pdf-httpsmrinmoynandy.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ৭৩. দুর্জয়মান লীলা 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
*🌼গৌরচন্দ্রিকা দুর্জয়মান🌼*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*বরণ কাঞ্চন দশবান।*
*অরুণ বসন পরিধান।।*
*অবনত মাথে গোরা রহে।*
*অরুণ নয়ানে ধারা বহে।।*
*ক্ষণে শির করতলে রাখি।*
*ক্ষণে ক্ষিতিতল নখে লিখি।।*
*কান্দিয়া আকুল গোরারায়।*
*সোনার অঙ্গ ধূলায় লোটায়।।*
*বাসুদেব ঘোষ গুণ গায়।*
*নিশিদিশি আন নাহি ভায়।।*
 *বরণ=বর্ণ বা রঙ,কাঞ্চন=স্বর্ণ, দশবান=সোনাকে বার বার পুড়িয়ে সোনার ভিতর হতে খাদ বা ময়লা বাহির করলে যেমন সোনার রঙ হয় সেই সোনাকে হেম বলা হয়।*
*শ্রীমন্মহাপ্রভুর গাত্রবর্ণ ছিল হেমবর্ণ।* *যেমন বলা হয় "হেম দন্ড বাহু তুলে"।* *অরুণ বসন পরিধান,* *অরুণ=রৌদ্র উঠিবার পূর্বাবস্থায় দৃশ্যমান লোহিতবর্ণ সূর্য‍্য।* *লালবর্ণের বসন মহাপ্রভুর পরিধানে ছিল।* *করুণাময় গৌরহরির ভাবের অন্ত ছিল না,ভাবের দ্বারা কখন কি করতেন, একমাত্র মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছাড়া অন‍্য কেহ জানতে পারতেন না।* *তিনি রাধা ভাবে ভাবিতা হয়ে "ক্ষণে শির করতলে রাখি",তিনি কখন যে কি করেন,এইক্ষণে তিনি হাতের উপর মাথা রেখে কি যেন ভাবছেন।* *আবার কখনও, যেমন পূর্বে দেখা গেছে মেয়েদের রাগ হলেই, দাঁড়িয়ে থেকে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মাটি খুঁড়তে থাকে।সেইরকম আজ মহাপ্রভু রাধা ভাবে ভাবিতা হয়ে,মনে নিশ্চয়ই কোন দুঃখ নিয়ে মাটিতে কিছু লিখছেন।* *আবারও ক্ষণে ক্ষণে কাঁদে কেঁদে আকুল হয়ে যাচ্ছেন।* *কখনও বা কাঁদতে কাঁদতে মহাপ্রভুর সোনার অঙ্গ ধূলায় গড়াগড়ি দিচ্ছেন।* *পদকর্তা বাসুদেব ঘোষ আমার মহাপ্রভুর গুণগান করছেন, দিন রাত্রি অন‍্যদিকে কোন মন নাই।*

*🌻রসকল্পবল্লী নামক গ্রন্থ হতে সহজ সরল বাংলা ভাষায় মানের লক্ষণ🌻*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""".
*মানের নায়িকাগণ হয় নানা গতি।*
*কোমল কর্কশ মৃদু হয় এই রীতি।।*
*রসের কলহ কিবা গাত্রের স্খলন।*
*অন‍্যের প্রশংসা কিবা অন‍্যের ভূষণ।।*
*পর্ব অসূয়া গ্লানি আর চিন্তাময়।*
*নির্হেতু মান প্রেমের স্বাভাবাতিশয়।।*
*এই মান দুই বিধ করিয়ে রচন।*
*সহেতু আর নির্হেতু দুই প্রয়োজন।।*
*🌻🌻সহেতু মান দুই প্রকার🌻
🌻*, *যথা=প্রেম প্রকাশ এবং অনুমিতি।* 
*অনুমিতি মান হয় ত্রিবিধ প্রকার।*
*ভোগ চিহ্ন,গাত্রস্খলন,স্বপ্নময় আর।।*

 *🌳দুর্জয়মান ব্রজলীলা প্রথম পদ🌳*
*🌺দুর্জয়মান=যে মানকে জয় করা দুষ্কর বা অসাধ‍্য সেই কঠিন ভাবকে দুর্জয়মান বলা হয়েছে 🌺*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*শ্রীমতী রাধারাণীর দুর্জয়মান কেন হল?শ্রীকৃষ্ণ প্রভাতে যখন কুঞ্জে এলেন তখন বক্রোক্তি ভাবে কৃষ্ণ সঙ্গে রাধা কথা বলেছিলেন,তাইনা?* *তবে কি এমন ঘটল যে,কথা বলা তো দূরে যাক,তাঁর বদন পানে আর দেখলেন না।* *গ্রন্থে পাই চন্দ্রাবলীর সখি পদ্মাদেবী এসে যখন বললেন, হে কপট কলাগুরু!গত রজনীতে আমার প্রিয়সখী চন্দ্রাবলীর চরণে আলতা পরাচ্ছিলে তার পূর্বে তাঁর চরণের নূপুরাদি খুলে তাঁর চরণে আলতা পরাচ্ছিলে,কিন্তু নূপুরাদি আভরণ খুঁজে পাওয়া যাচ্ছে না,তাহা কি তুমি জান?* *অর্থ‍্যাৎ বুঝাতে চাইলেন তুমি কি সঙ্গে করে নিয়ে এসেছ?* *এইকথা রাধারাণী শুনে নিজেকে ঠিক রাখতে না পেরে চরম মানে পৌঁছে ছিলেন,যে সামান্য গহনা কৃষ্ণ চুরি করবেন!* *রাধারাণী আর ধৈর্য‍্য রাখতে না পেরে গাঢ়মানে রত হয়েছিলেন।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*বিরহ অনলে জ্বলয়ে ধনি।*
*সখী মুখে শুনি এতহু বাণী।।*
*কানু আন রমণী সঙ্গ।*
*শুনি জরজর সকল অঙ্গ।।*
*কোকিলে ভ্রমরে দগ্ধে গাত।*
*তাহে শতগুণ এতহু বাত।।*
*কি করব আর নিকুঞ্জ মাঝ।*
*আপন ললাটে যে ছিল কাজ।।*
*ঐছন বিষাদে ভাবয়ে সবে।*
*এক সখি আসি কহল তবে।।*
*কানু আওত তোহারি পাশ।*
*শুনি কানুরাম ভেল উল্লাস।।*
********************************
*গাত=গাত্র বা দেহ, ঐছন=ঐরূপ, দগ্ধে=পুড়ে যায়।*
*🌳শ্রীকৃষ্ণ যে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলেন, এবং সেই নিশিতে চন্দ্রাবলীর সঙ্গে যে আচরণ হয়েছিল তাহা জানবার পর হতেই,রাধারাণীর সর্বাঙ্গ আগুনের মত জ্বলে যাচ্ছে।* *মনে মনে বলছেন যাঁর জন্য আমি সর্বস্ব ত‍্যাগ করলাম, আর সেই নাকি আমার সঙ্গে এইরকম করলেন!* *এইসব ভাবতে ভাবতেই এক সখী এসে বললেন,কানু তোর কাছে আসছেন।*
*সখী প্রতি রাধার উক্তি*
""""""""""""""""""""""""""""""""""""
*সখি!কালা মোরে দিল বড় দুখ।*
*গরল খাইব কিবা,অনলে পশিব,*
      *আর না হেরিব কাল মুখ।।*
*না যাব কালিন্দী জলে,দূর করি দে কোকিলে,*
     *দূর কর ও কাল ভ্রমরা।*
*এ কাল মাথার কেশ,না রাখিব কাল বেশ,*
    *কাল আভরণ নে গো তোরা।।*
*না ততোলিব কালফুল,কালতরুর না ছোব মূল,*
     *না চাহিব কাল মেঘপানে।*
*চুনেতে তমালতরু,চন্দনে লেপহ ভ্রু,*
     *দূর কর ময়ূর খঞ্জনে।।*
*সখি কহে কমলিনী,কাল তোর নয়নমণি,*
     *বল ধনি কেমনে ছারিবে।*
*নয়ন মুদিয়া রব,কারু পানে না চাহিব,*
     *এই ভাবে পরাণ যাইবে।।*
*যদি লো তোর কানাই ভাল,*
*তবে লো তোর কানাই ভাল,*
*কাঁহে এত করসি কলহ।*
*মনোহর ধরু হাতে,রাখহ গোকুল নাথে,*
     *কথা বল বদন তোলিব।*
*বিনোদিনী মানে হইলা বাম।*
*তা দেখে আকুল নাগর শ‍্যাম।।*
*পড়িল রাধার চরণ তলে।*
*ধরণী ভাসাইল নয়নের জলে।।*
*রাই রাখ রাই রাখ বলে বারবার।*
*আমি হলাম কেনা দাস যে তোমার।।*
*মুখেতে বলয় হা রাই হা রাই।*
*এই বৃন্দাবনে আমার আর কেহ নাই।।*
*এতেক বলিয়া ধরিল পায়।*
*নিজ কান্তপানে ধনি ফিরে না চায়।।*
*দেখিয়া রাধার দুর্জয়মান।*
*থির নাহি বান্ধে শেখর প্রাণ।।*
*বিনোদিনী মানে হইলা বাম।*
*তা দেখি আকুল নাগর শ‍্যাম।।*
*🌼শাস্ত্রে পাই,অন্তরেতে কৃষ্ণ মোর সদা সম্ভাষণ।বাইরে বিচ্ছেদ মাত্র লীলার কারণ।।(শ্রীরাধার উক্তি)*, *তত্ত্ব বিচারে শ্রীরাধা-শ্রীকৃষ্ণ অভিন্ন,লীলারসের বিচারে রাধা; কৃষ্ণ হতে ভিন্ন।* *একাত্মা হয়েও ""দেহং ভেদং গতৌ তো"",কেবল দেহ ভিন্ন হয়নি, অঘটন-* *ঘটন-পটিয়সী মা যোগমায়া পরপুরুষ-পরনারী করে দিয়েছেন।* *আবার তা বাদেও সবরকম পূর্বের সম্বন্ধশূন‍্য করেছেন।* *কোন সম্বন্ধশূন‍্য?রাধার শ্বশুড়ালয় হতে ও যশোমতীর পিতৃকুল হতে।উদ্দেশ‍্য কি? না,প্রেমের মহিমা প্রদর্শন।*
*সম্বন্ধানুগত প্রেম সোপাধিক (উপাধিযুক্ত)* *ভালবাসার হেতু যদি স্বামীত্ব হয়,তাহলে প্রীতি নিরুপাধিক (উপাধিবর্জিত)না হলে প্রেমের পূর্ণ মূর্তি ব‍্যক্ত (প্রকাশ) হয় না।* *সুতরাং রসের দৃষ্টিতে শ্রীরাধা,শ্রীকৃষ্ণ পৃথক বা ভিন্ন বস্তু।কেবলমাত্র লীলার জন্য।*
*লুঠয়ে রাধার চরণ তলে।*
*বয়ান ভাসয়ে নয়ান জলে।।*
*🌼যিনি অনন্তকোটি ব্রহ্মান্ডের অধিপতি,যাঁর ইচ্ছায় একটিও গাছের পাতা নড়ে না,অনন্তকোটি ব্রহ্মান্ডের যত জীব আছে,তাদের সকল কর্মের বিচার যাঁ নখদর্পণে,তিনি আজ প্রেমময়ী মহাভাব স্বরূপিনী রাধারাণীর শ্রীচরণতলে পড়ে নয়নজলে বদন ভেসে যাচ্ছে।* *কেন?ভগবান বলেছেন,"ভক্ত আমার পিতামাতা,ভক্ত আমার গুরু,ভক্ত আমার নাম রেখেছে বাঞ্জাকল্পতরু"।* *প্রকৃত ভক্তের মত ভক্ত হলে,ভক্তের সেবা পাবার আশায়, ভক্তবৎসল শ্রীকৃষ্ণ এইভাবেই ভক্তের চরণতলে পড়ে ভক্তকে বড় করে রাখেন।*
*রাখ রাই রাখ রাই বলে বারবার।*
*আমি হলাম কেনা যে দাস তোমার।।*
*🌼কত যোগীন্দ্র-মুনীন্দ্রগণ যাঁকে ধ‍্যানযোগে খুঁজে পান না,কত চতুরানন(ব্রহ্মা)কত পঞ্চানন(শিব)আরো কত দেবদেবীগণ যাঁর স্তুতি গান করেন,মসাকাল পর্যন্ত যাঁর ভয়ে ভীত হয়ে অবস্থান করেন,সেই সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আজ পরম ভক্তের চরণতলে পড়ে,*
*বলছেন হে রাইধনি আমায় সদাই তোমার চরণতলে রাখ,তোমার চরণতলেই আমার পরম সুখ।*
*তিনি ভক্তের জন্য কি না করেন।*
*🌻শ্রীমদ্ভাগবত গীতায় শ্রীভগবান তত্ত্ব উপদেশ দিয়েছেন,তখন তিনি অর্জুনকে বলেছিলেন, "কৌন্তেয়! প্রতিজানীহ ন মে ভক্তঃ প্রণশ‍্যতি",*
*#অর্জুন!তুমি সর্বসমক্ষে প্রতিজ্ঞা ঘোষণা করে দাও যে "কদাপি (কখন)* *আমার ভক্তের বিনাশ নাই"*। *এখানে ভগবান নিজে প্রতিজ্ঞা না করে যে অর্জুনকে প্রতিজ্ঞা করতে বললেন,তার উদ্দেশ্য এই যে,ভক্তচূড়ামণি অর্জুন যদি প্রতিজ্ঞা করেন,তাহলে ভগবান তা সর্বতোভাবে রক্ষা করবেন।* *কিন্তু নিজে প্রতিজ্ঞা করলে কোনও ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে তাঁর অন‍্যথা হওয়াও বিচিত্র নহে।*ভক্তাধীন ভগবান তাঁর ভক্তের জন্য সবই করতে পারেন।আত্মবিসর্জন করেও ভক্তরক্ষার প্রবৃত্তিই তাঁর ভক্তাধীনতা এবং ভক্তবাৎসল‍্যের স্বরূপ লক্ষণ।* *তাই বলেছিলেন রাই আমায় তোমার চরণতলে রেখ,সেখানেই আমার সুখ,আর আমি তোমার দাস হয়ে থাকব।*
*এত কথা বলবার পরেও রাধার সেই দুর্জয়মান ভঙ্গ হল না।কৃষ্ণের এইকথা শোনার পর পদকর্তা শেখরের আর প্রাণে ধৈর্য‍্য ধরল না, বহু মান করা দেখেছি এমন মান দেখি নাই।*
 *শুন শুন ভানুবালা বিনোদিনী রাই।*
*তুমি বিনা এ জগতে আর কেহ নাই।।*
*তুমি মোর সরবস নয়নের তারা।*
*তোমা বিনে দশদিক দেখি আন্ধিয়ারা।।*
*তুমি মোর জপ তপ তুমি মোর ধ‍্যান।*
*তুমি মোর তন্ত্র মন্ত্র তুমি হরিনাম।।*
*তোমার লাগিয়া বৃন্দাবন করিলাম*।
*গাইতে তোমার গুণ মুরলী শিখিলাম।।*
*তুয়া নাম ধরি আমি বাঁশরী বাজাই।*
*সকলি ভুলিয়া মোর কাছে আইসে রাই।।*
*চৌরাশি ক্রোশ এই বৃন্দাবন সীমা*।
*যত কিছু লীলা খেলা তোমার মহিমা।।*
*জানে সব ব্রজজন জানে ব্রজাঙ্গনা।*
*সবে জানে তব মন্ত্রে আমি উপাসনা।।*
*ইথে যদি প্রত‍্যয় না হয় মদন কর সাখি।*
*আদেশ করহ নাম তুয়া পদে লিখি।।*
*কোমল পদে কঠিন নাম লিখতে আঁচর যাই।*
*ভূমিতে লিখয়ে নাম পদ দেহ রাই।।*
*এত শুনি বিধুমুখী কোপ দিঠে চায়।*
*না যায় দুর্জয়মান জ্ঞানদাসে কয়।।*
 *শ্রীগোবিন্দ কতই না প্রার্থনা করলেন,* *কত অনুনয় বিনয় করলেন তবুও রাইধনির মান ভঙ্গ হল না, তখন বলতে লাগলেন,রাধে!অনন্তপক্ষে একটিবার মুখ তুলে চে য়ে দেখ,তোমার এই অবস্থা দেখে আমার নয়ন অস্থির হয়ে গেছে,যেন মনে হচ্ছে আমার হৃদপিণ্ড চরমভাবে নাচতে লেগেছে না জানি আমার কি হবে।* *রাধে! এইযে পীতবসন দেখছ,এই পীতবসন আমি তোমার জন‍্যই পরিধান করেছি,* *কারণ তোমার গাত্রবর্ণ আর পীতবসন একই বরণ।* *তোমার এই বর্ণ সদাসর্বদা আমি অঙ্গে ধারণ করে আছি।আমার প্রতি নিশ্বাসে আমি তোমায় স্মরণ করি।
* *হে রাইধনি!একটিবার মুখ তুলে দেখ?*
*লেহ লেহ লেহ রাই সাধের মুরলী*।
*পরশিতে চাহি তোমার চরণের ধূলি।।*
*তুয়া মুখ নিরখিতে আঁখি ভেল ভোর।*
*নয়ন-অঞ্জন তুয়া পর-চিত-চোর*।।
*রূপে গুণে যৌবন ভূবন আগলি।*
*বিহি নিরমিল তুয়া পিরীতি পুতলী।।*
*এত ধনে ধনী যেই সে কেনে কৃপণ।*
*জ্ঞানদাস কহে কেবা জানিবে মরম।।*
🌻শ্রীকৃষ্ণ কত কত অনুনয় বিনয় করলেন কোনভাবেই রাধারাণীর মান ভঙ্গ হল না তখন,বললেন রাধে!আমার জীবনের সর্বস্ব আমার সাধের মুরলী আমি তোমার শ্রীচরণে অর্পণ করলাম,দয়াকরে তুমি তোমার মান ভঙ্গ করে আমার দগ্ধজীবনকে সুশীতল কর।* *রাধে!একটিবার তোমার সেই শ্রীচরণকে স্পর্শ করতে দাও, তোমার চরণ স্পর্শ করে, তোমার চরণের ধূলি অঙ্গে মাখি।* *রাধে!আমার প্রতি কৃপা কর রাই!আমি আর থির থাকতে পারছি না।* *রাধে!তোমায় বিধি কত কিছু দিয়ে নির্মাণ করেছে,তোমার এত রূপ,গুণ ও অসাধারণ যৌবন, এবং তুমি পিরীতির ভান্ডার।পদকর্তা জ্ঞানদাস বলছেন,* *যেদিন এইধনের মর্ম যে জানবে,সেইদিন বুঝতে পারবে।*
*রাই অনাদর,হেরি রসিকবর,*
      *অভিমানে করল পয়ান।*
*নয়নক লোরে পথ,নখই না পার,*
     *পীতবাসে মুছই বয়ান।।*
   *হরি হরি নিজ অপরাধ নাহি জান।*
*সো হেন প্রেম গহি,কথি লাগি নিরসল,*
      *কাঁহে কয়ল মুঝে মান।।*
*মোরে উপেখি রাই,কৈছৈ জীয়ব,*
      *সো দুখ করি অনুমান।*
*রসবতী হৃদয়,বিরহ জ্বরে জারব,*
      *ইথে লাগি বিদরে পরাণ।।*
*রাই সম্বাদ,সুধারস সিঞ্চনে,*
      *তনু তিরপিত করু মোর।*
*গোবিন্দ দাস যব,যতনে মিলায়ব,*
      *তব যশ গাওব তোর।।*
""""""""""""""""""""""""""""""""""""""""""'"'""'"'"'''''
*তেরছ নয়নে ধনি হেরই বামে।*
*তাহা নাহি দেখল নাগর শ‍্যামে।।*
*চঙকি উঠিয়া তব চৌদিগে হেরি।*
*সখিগণ আড়ে নেহারত গোরি।।*
*যব নাহি দেখল নাগর কান।*
*দূরহি দূরে গেও রোখ সে মান।*
*তবহুঁ করু ধনি কত অনুবন্ধ।*
*হিয়াপর জাগল সো মুখচন্দ।।*
*সখিরে পুছয়ে তব কাঁহা মঝু নাহ।*
*কহইতে বাঢ়য়ে বারহক দাহ।।*
*গোবিন্দ দাস কহে কৈছন মান।*
*অবিচারে কাহে উপেখলি কান।।*
*🌻দুর্জয়মান এখানেই রইল🌻*      
 ✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html