🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

মহাভারতের অশ্বমেধপর্ব 🙏 কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাবার পর যুধিষ্ঠিরের মনে প্রশ্ন জাগল ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ, নিবাস-বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা-ইংরেজ বাজার, জেলা-মালদহ, পশ্চিমবঙ্গ-৭৩২১০১

✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ মহাভারতের অশ্বমেধপর্ব- কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাবার পর যুধিষ্ঠিরের মনে প্রশ্ন জাগল
 সকল কিছু লিখনী এবং  📚 *PDF গ্রন্থ* 📚 👉 https://MrinmoyNandy.blogspot.com
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌺মহাভারতের অশ্বমেধপর্ব আস্বাদন করি, বিশেষ কিছু 🌺*
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
*কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাবার পর যুধিষ্ঠিরের মনে প্রশ্ন জাগল, স্বজন বধ জনিত পাপের প্রায়শ্চিত্তের বিধান চাইলেন ব‍্যাসদেবের কাছে।* *বললেন,হে মুনি,আপনি বলুন,কী করলে এই মহাপাপ হতে মুক্তি পাব।* *কোন্ মন্ত্র জপ করব?কার ধ‍্যান করব*?
*কিসে জ্ঞাতি হত‍্যার পাপক্ষয় হবে আমাদের।ব‍্যাসদেব বললেন,অশ্বমেধ যজ্ঞ কর।* *এই বলে তিনি বিস্তারিত ভাবে অশ্বমেধ যজ্ঞের নিয়মকানুন ও তত্ত্ব যুধিষ্ঠিরকে বুঝিয়ে দিলেন।* *ঘোড়া কোথায় পাওয়া যাবে, কি ভাবে আনবে সব কথা বললেন।*
*ঘোড়া নিয়ে এসে সুন্দরভাবে সুসজ্জিত করে ছাড়া হল।*
*সেই ঘোড়া ভ্রমণ করতে করতে রত্নাবতীপুরে গেলে পরম বৈষ্ণব তাম্রধ্বজ ও তাঁর পুত্র শিখিধ্বজও বড়ই ধার্মিক ছিলেন অশ্বকে বন্ধন করে রাখলেন।* *সেই অশ্বকে নিতে অর্জুন এলেন, (অশ্বের গায়ে একটি পত্রে লিখা ছিল এই অশ্ব যে বন্ধন করবে তাকে আমাদের (পান্ডবগণের)* *সঙ্গে যুদ্ধ করতে হবে।)* *পত্র পড়ে তাম্রধ্বজ ও শিখিধ্বজের ক্রোধ হল এবং অশ্ব বেঁধে রেখে দিলেন।* *অর্জুনের সঙ্গে যুদ্ধ শুরু হল, প্রথমে বৃষকেতুকে পাঠালেন যুদ্ধ করতে,পরাজয় হল বৃষকেতু।* *বৃষকেতু কর্ণের পুত্র। তারপর এক এক করে পান্ডবদের বহু যোদ্ধা এলেন সকলেই পরাস্ত হলেন।* *তারপর সাত‍্যকি ও ভীম এলেন,*
*🍀মহাবীর তাম্রধ্বজ ভয় নাহি করে*।
*কাটিল ভীমের গদা দিব‍্য পাঁচ শরে।।*🍀
*এইভাবে সাত‍্যকি,ভীম পরাস্ত হলেন।* *এক এক করে যখন সকলেই পরাস্ত হচ্ছেন তখন অর্জুন গান্ডীব নিয়ে যুদ্ধ করতে এলেন।*
*বললেন,আমি ভীষ্ম,দ্রোণ,কর্ণ বড় বড় বীরদের পরাস্ত করেছি,তুমি কোন ছার।* *সবাই পরাস্ত হয়ে ঘরে ফিরে গিয়ে কৃষ্ণকে বললেন, কে এই তাম্রধ্বজ শিখিধ্বজ?কৃষ্ণ মৃদু মৃদু হাসছেন, আর মনে মনে বলছেন,বৈষ্ণবকে পরাস্ত করা মুখের কথা নয়।* *কৃষ্ণ বললেন, যেভাবে হোক তাদের ঘরে যেতে হবে তাহলে একটি উপায় বাহির হবে।*
*শ্রীকৃষ্ণ ও অর্জুন ব্রাহ্মণ বেশ ধারণ করলেন, এবং তাম্রধ্বজের গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন।* *যে কোন ভাবে জানতে পারলেন কৃষ্ণ ও অর্জুন আমার গৃহে আসছেন,মনে ভীষণ আনন্দ পেলেন,*
*🍀সার্থক তপস‍্যা মম সৈল এত দিনে।*
*দেখিব পরমানন্দে অর্জুন-মিলনে।।*🍀
*আমার পরম সৌভাগ্য; শিব,ব্রহ্মা ধ‍্যানে যাঁরে দেখিতে না পায়।হেন প্রভু আসিবেন আমার সভায়।।*
*বৃদ্ধ বিপ্ররূপ ধরিলেন ধারায়ণ।*
*রাজারে করিতে কৃপা করেন গমন।।*
*ব্রাহ্মণ দেখে অতি শ্রদ্ধার সহিত বসবার আসন দিলেন, এবং বললেন* *কি কারণে আমার গৃহে আগমন।* *ব্রাহ্মণ বললেন----*
*🍀শুনহ নৃপতি মম দুঃখের কাহিনী।*
*কহিতে বদনে মম নাহি সরে বাণী।।*🍀
*কৃষ্ণশর্মা নামে একজন দ্বিজ এই নগরে আছে,আমার পুত্রের বিবাহ লাগি সম্বন্ধ করলাম,বিয়ের দিন নিকটে এলো,বর এবং ইষ্টকুটুম্ব নিয়ে আসছিলাম,দৈবে এক সিংহ এসে আমার পথ অবরোধ করল,*
*এবং আমার পুত্রকে খেতে চাইল, আমি ভয়ে জোড়হাত করে বললাম আমার পুত্রকে না খেয়ে আমাকে খাও।* *আমার একটি মাত্র পুত্র,আমার পুত্রকে যদি খাও আমি পুত্রশোক সহবারে পারব না।* *সিংহ বলল,তোমার শরীর তপস‍্যায় শুদ্ধ হয়ে আছে, তোমার শরীর খেতে পারব না।* *সিংহ বলিল,আমি নবীন মাংস খেয়ে আনন্দ পাই।* *পুন বিপ্র সিংহের কাছে জোড়হাত করে বললাম,কি বস্তু পেলে আমার পুত্রকে ছেড়ে দিবে?* *তখন সিংহী বলল---*
*বিপ্র বলে সেই কথা কহিতে না পারি।*
*যে নিষ্টুর বাক‍্য মোরে কহিল কেশরী।।*
*শুন বিপ্র পুত্রে বাঞ্জহ যদি প্রাণ।*
*শিখিধ্বজের অঙ্গ সত্বর কাটি আন।।*
*নানা ভোগযুক্ত সেই রাজ-কলেবর।*
*খাইতে আমার বাঞ্জা আছয়ে বিস্তর।।*
*🌲যদি তাকে আনতে না পার তোমার পুত্রকে ছাড়ব না।আমি অনেক অঙ্গীকার করে আপনার কাছে এলাম,বলুন এখন কি করব।* *এই কথা শোনার পর এককথায় রাজী হয়ে গেলেন, যখন কথা দিলেন সকল পাত্র মিত্র হাহাকার করতে লাগলেন,*

*তাম্রধ্বজ বলে,পিতা শুন নিবেদন।*
*তুমি গেলে শূন‍্য হবে রাজ-সিংহাসন।।*
*🔥আমি যাই বিপ্রের সঙ্গে,আমাকে ভক্ষণ করুক।* *শিখিধ্বজ বললেন,দেখ তোমাকে নেবে কি না,খুব খুশী হয়ে তাম্রধ্বজ বিপ্রের কাছে গিয়ে বললেন,আমি নবীন,আমার মাংসে নিশ্চয়ই কেশরী তুষ্ট হবে, আমার পিতাকে নিয়ে গেলে,আমি কেমন করে সিংহাসন পরিচালনা করব,আমার সেই অভিজ্ঞতা নাই,তাই বলি আমাকে নিয়ে চলুন এবং আপনার পুত্রের বিবাহ দিয়ে সুখে থাকুন।* *তখন বিপ্র বললেন,*
*🍀কিন্তু সে সিংহের কথা কহি যে তোমারে।*
*নৃপতির অর্ধ অঙ্গ মাগিল আমারে।।*
*নৃপতির অর্ধ অঙ্গ যদি পাই ভিক্ষা*
*তবে সে আমার পুত্র পাইবেক রক্ষা।।*🍀
*বিপ্র বললেন,শুন রাজা শিখিধ্বজ,* *তোমার সমস্ত শরীর প্রয়োজন নেই,অর্ধ অঙ্গ আমার প্রয়োজন।* 
*রাজা বলে,অর্ধ অঙ্গ দিব আপনার।*
*ইহাতে তিলেক দুঃখ নাহিক আমার।।*
*যখন সংবাদ অন্তঃপুরে রাণী জানতে পারলেন,দুই চারটে দাসী সঙ্গে করে কুমুদ্বতী দ্বিজ কাছে এসে বললেন,রাজার আমি অর্ধাঙ্গনী,অর্থ‍্যাৎ রাজার অর্ধেক অঙ্গের পরিবর্তে আমার অর্ধ অঙ্গ নিন আমি প্রস্তুত,রাজনকে ছেড়ে দিন।* *রাণী কুমুদ্বতী বললেন,রাজন আপনি পুত্রকে নিয়ে ভিতরে যান,আমি বিপ্রের সঙ্গে সিংহের কাছে যাব।* *বিপ্ররূপী কৃষ্ণ বললেন,*
*🍀তবে কৃষ্ণ কহিলেন শুনহ রাজন।*
*নারী বাম অঙ্গে মোর নাহি প্রয়োজন।।*
*দক্ষিণাঙ্গ হেতু সিংহ কহিল আমারে।*
*যাচিঞা করিনু আমি তোমার গোচরে।।*🍀
*শুন রাজন আমি অন‍্য কারো দক্ষিণাঙ্গ চাই না, তোমার পুত্র ও রাণী দুইজনে করাত দিয়ে তোমায় চিরবে,* *তখন পরম বৈষ্ণব শিখিধ্বজ বললেন, বিলম্ব কেন, আমায় করাত দিয়ে দ্বিখন্ডিত কর?* *শিখিধ্বজ স্নানাদি করে একটি নতুন তুলসী মালা পড়ে পূর্বমুখ হয়ে বসলেন।* 
*🌲স্নান করি তাম্রধ্বজ জননীর সনে।*
*হাতেতে করাত নিল আনন্দিত মনে।।*🌲
*এবারে বিপ্রের আজ্ঞা নিয়ে জনকের মাথায় করাত চালাইলেন।* *এই কথা সারারাজ‍্যে প্রচার হয়ে গেলে সকলেই রাজার গৃহে এলেন, এবং সকলেই শিরে করাঘাত করতে লাগলেন।* *শিখিধ্বজ সকলকেই সান্ত্বনা দিয়ে বললেন তোমরা কেউ দুঃখ করবে না, বিপ্রের একমাত্র পুত্রের জন‍্য আমি এই কর্ম করতে রাজী হয়েছি।*
*রাণী মনে দুঃখ করবে না,রাজার কথা শুনে পুত্র ও রাণী হাতে করাত নিয়ে মস্তক চিরতে প্রস্তুত হলেন।*
*যখন মাথা চিরছিল,সেই সময় ডানচক্ষু হতে অশ্রু পড়ছিল,সেই অশ্রু দেখে বিপ্ররূপী কৃষ্ণ বললেন,*
*🍀আর অর্ধ অঙ্গে মম নাহি প্রয়োজন।*
*অশ্রদ্ধায় দান আমি না করি গ্রহণ।।*🍀
*দান পুরো শুদ্ধ মনে করতে হয়,মনে কষ্ট নিয়ে যদি কেউ দান করে সে দান আমি গ্রহণ করি না।*
*🍀কুমুদ্বতী বলে নৃপে যোড়হাত হয়ে।*
*না নিলেন দান দ্বিজ কিসের লাগিয়ে।।*
*শুনিয়া কহেন রাজা প্রিয়ার বচন*
*কাতর দেখিয়া দান না নিল ব্রাহ্মণ।।*
*এত বলি শিখিধ্বজ গিয়া ছিন্ন শিরে।*
*যোড়হাত হয়ে বলে কপট দ্বিজেরে।।*
*বাম নয়নেতে মম দেখি অশ্রুধার।*
*কাতর হইনু মনে হইল তোমার।।*
*তোমার সাক্ষাতে সত‍্য কথা কহি আমি।*
*করাতের ব‍্যথা নয়,শুন দ্বিজমণি।।*
*যে কারণে অশ্রুপাত বাম নয়নেতে।*
*তার কারণ আমি কহি যে তোমাতে।।*
*দক্ষিণাঙ্গ তুমি মম করিলে গ্রহণ।*
*অভিমানে বাম চক্ষু করয়ে ক্রন্দন।।*
*এই আপনার দোষ কহি যে তোমারে।*
*দক্ষিণাঙ্গ লয়ে তুমি যাহ ত সত্বরে।।*🍀
*এই কথা শুনে কৃষ্ণের দয়া হল,তখন কৃষ্ণ হেসে হেসে বললেন,শুন নরপতি,আমি তোমাকে পরীক্ষা করলাম এই কারণে,*
*তাম্রধ্বজ যুদ্ধে বড় সম্প্রীতি পাইয়া।*
*আইলাম পার্থ সঙ্গে কপট করিয়া।।*
*🌻তোমার সাহস দেখে সত‍্য সত‍্যই ধন‍্য হলাম,সারা পৃথিবী তোমার নাম মনে রাখবে।* *এইকথা বলে বিপ্ররূপ ত‍্যাগ করে তখনি শঙ্খ,চক্র, গদা ও পদ্ম চতুর্ভূজ বনমালা গলে পড়ে দর্শন দিলেন।*
*সঙ্গে সঙ্গে শিখিধ্বজ রাজা সুস্থ দেহ ফিরে পেলেন, এবং রাণী ও পুত্রকে নিয়ে বহু স্তব স্তুতি করলেন।*তা দেখি উঠিল পুরে জয় জয়কার।*
*প্রণমিল কৃষ্ণপদে রাজার কুমার।।*
*কৃষ্ণপদে প্রণমিল রাজার রমণী।*
*আশীর্বাদ সবাকারে দিল চক্রপাণি।।*
*🌻অতঃপর আর যুদ্ধ করবার প্রয়োজন হল না।*
*এত বলি দুই অশ্ব সেখানে আনিল।*
*কৃষ্ণের সম্মুখে অশ্ব অর্জুনেরে দিল।।*
*তারপর অর্জুনের হাত ধরে ক্ষমা চাইলেন শিখিধ্বজ, আরো বললেন আমার পুত্র তোমার সঙ্গে যুদ্ধ করে বহু দোষ করেছে ক্ষমা করে দিও।*
*তখন অর্জুন বললেন,রাজন আপনার পুত্র কোন অন‍্যায় করেনি,সে ক্ষত্রিয় ধর্ম রক্ষা করেছে।* *তখন কৃষ্ণ বললেন,শুন নৃপবর, যুধিষ্ঠিরের যজ্ঞে হস্তিনানগরে অবশ্যই যাবে সপরিবারে।*
*তখন শিখিধ্বজ বললেন,হে নাথ!আপনি আজ্ঞা করুন আমি অর্জুনের সঙ্গে অশ্ব নিয়ে যায়,*
*🍀অর্জুনের সঙ্গে রাজা চলিল আপনি।*
*সঙ্গেতে যতেক সৈন‍্য লেখা নাহি জানি।।*
*মূর্ছাগত সৈন‍্য যত আছিল সমরে।*
*কৃষ্ণ আজ্ঞা পেয়ে সবে উঠিল সত্বরে।।*
*মহাভারতের কথা সুধার সুসার।*
*শ্রবণে পঠনে তরে ভব পারাপার।।* 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
🌻অতি সংক্ষেপে লিখিলাম🌻*
✧═══════════•❁❀❁•═══════════✧ 
📚 PDF 📚  👉 
✧═══════════•❁❀❁•═══════════✧ 

 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা-ইংরেজ বাজার, জেলা-মালদহ, পশ্চিমবঙ্গ-৭৩২১০১।
লীলা কীর্তন এবং টিকা PDF গ্রন্থ 📚👉 https://drive.google.com/drive/folders/1j7S6jqXPssNeUbC2Fq9lPJbN2vFwfWn3
                         📱 +91 70011 38871
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম।
ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧                      *••••┉━❀꧁ রাধে রাধে ꧂❀━┅••••* 
                     শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
       *••••┉━❀꧁ জয় শ্রীশ্রীজগন্নাথ ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
    *••••┉━❀꧁জয় শ্রীশ্রীরাধাকান্ত꧂ ❀━┅••••*
             শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিবাসস্থলী
শ্রীগুরুদেব(আশ্রিত)-বৈষ্ণব কুলতিলক আচার্য্যপ্রবর মহান্ত মহারাজ শ্রীল ধ্যানচন্দ্র দাস গোস্বামী (শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলায় শ্রীগম্ভীরা মন্দিরে ঊনবিংশ পীঠাচার্য্য, শ্রীশ্রীরাধাকান্ত মঠ - শ্রীশ্রীগম্ভীরা, শ্রীধাম পুরী), মধবাচার্য্য(ব্রহ্ম) সম্প্রদায়,বক্রেশ্বর পরিবার(শ্রীতিলক সেবা- শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীচরণ), তুঙ্গবিদ্যা সখী,পশ্চিম দ্বার, লবঙ্গ মঞ্জুরী ( সনাতন গোস্বামী)।
*••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••*
শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম। নিবাস-গিরিরাজ ভবন, উত্তর নারায়নপুর, ভালীয়া, আরামবাগ, পশ্চিমবঙ্গ।
••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••
✧═══════════•❁❀❁•═══════════✧



MOHABHARAT 

শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html