🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

৯২. শ্রীকৃষ্ণের রূপ বর্ণন লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/07/pdf-httpsmrinmoynandy_83.html

✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ৯২. শ্রীকৃষ্ণের রূপ বর্ণন লীলা 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻শ্রীকৃষ্ণের রূপ বর্ণন,গৌরচন্দ্রিকা🌻* 
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*আর একদিন, গৌরাঙ্গ সুন্দর,*
     *নাহিতে দেখিলুঁ ঘাটে।*
*কোটি চাঁদ জিনি, বদন সুন্দর,*
    *দেখিয়া পরাণ ফাটে।।*
*অঙ্গ ঢল ঢল, কনক কষিল,*
    *অমল কমল-আঁখি।*
*নয়নের শর, ভাঙ ধনুবর,*
     *বিধয়ে কামধানুকী।।*
*কুটিল কুন্তল, তাহে বিন্দু জল,*
     *মেঘে মুকুতার দাম।*
*জলবিন্দু তল, হেম মোতি জনু,*
     *হেরিয়া মূরুছে কাম।।*
*মোছে সব অঙ্গ,নিঙ্গাড়ি কুন্তল,*
     *অরুণ বসন পরে।*
*বাসুঘোষ কয়,হেন মনে লয়,*
    *রহিতে নারিবে ঘরে।।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""


*🌹শ্রীকৃষ্ণের রূপের গৌরচন্দ্র*
   ***************************
*মধুকর রঞ্জিত, মালতী মন্ডিত,*
       *জিতঘন কুঞ্চিত কেশং।*
*তিলক বিনিন্দিত, শশধর রূপক,*
       *যুবতী মনোহর বেশং।।*
       *সখি কলয় গৌর মুদারং।*
*নিন্দিত হাটক, কান্তি কলেবর,*
         *গর্বিত মারক মারং।।*
*মধু মধুরস্মিত, লোভিত তনু ভৃত,*
        *অনুপম ভাব বিলাসং*
*নিজ নবরাগ, বিমোহিত মানস,*
       *বিকথিত গদ গদ ভাষং।।*
*পরমা কিঞ্চনো, কিঞ্চন নরগণ,*
        *করুণা বিতরণ শীলং।*
*ক্ষোভিত দুর্ম্মতি, রাধামোহন,*
        *নাম নিরুপম লীলং।।*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*রঞ্জিত=শোভিত, কুঞ্চিত কেশং= কোঁকড়ান চুল, কলয়=দর্শন কর, হাটক=সোনা, গর্বিত মারক মারং = মদনদেব দেখতে অতীব সুন্দর,সেই মদনকেও গৌররূপের কাছে যেন পরাজিত হয়েছে, মধুরস্মিত=মধুরহাসি, তনুভৃত= শরীরধারী জীব, নিজ নবরাগ= শ্রীবৃন্দাবনলীলার নতূন নতূন অনুরাগে মন মুগ্ধ,বিকথিত গদ গদ ভাষং=অস্পষ্ট কথা বলছেন। পরম অকিঞ্চন=অতি দীনহীন গরীব নরগণ যত আছে, কিঞ্চন=ধনি।*

✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ৯২. শ্রীকৃষ্ণের রূপ বর্ণন লীলা 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*একদিন ঘাটে , জলে গিয়াছিলাঙ,*
    *কি রূপ দেখিনু গোরা।*
*কনক কষিল , অঙ্গ নিরমিল,*
      *প্রেমরসে পহুঁ ভোরা।।*
*সুন্দর বদন , মদনমোহন,*
      *অপাঙ্গ ইঙ্গিত ছটা।*
*সুচারু কপালে, চন্দন তিলক,*
     *তারা সনে বিধু ঘটা।।*
*মধুর অধরে, ঈষৎ হাসিয়া,*
    *বলে আধ আধ বাণী।*
*হাসিতে খসয়ে , মণি মোতিবর,*
     *দেখিতে ভুলয়ে প্রাণী।।*
*বাসুঘোষ কহে, এমন নাগর,*
    *দেখি কে ধৈরজ ধরে।*
*ধন‍্য সে যুবতী,ও রূপ দেখিয়া,*
      *কেমনে আছয়ে ঘরে।।*
🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍
 *আর একদিন, গৌরাঙ্গ সুন্দর,*
     *যাইতে দেখিলুঁ বাটে।*
*কোটি চাঁদ জিনি,বদন সুছান্দ,*
    *দেখিয়া পরাণ ফাটে।।*
*কিবা সে অমল,কমল আয়ত,*
    *তেরছ নয়নে চায়।*
*বারেক দেখিয়া, কোন সে যুবতী,*
     *পরাণ ফিরিয়া চায়।।*
*আধ কুন্তল ,লোটন পিঠেতে,*
    *সোনার কুন্ডল কানে।*
*মুখ মনোহর, বুক পরিসর,*
    *কেনা কৈল নিরমাণে।।*
*সিংহের শাবক,জিনিয়া মাঝারি,*
     *উলটি কদলে তরু।*
*গোবিন্দ দাস, কহই বিষম,*
    *কামের কামান ভ্রু।।*
 *দেখ দেখ গোরা নটরায়।*
*বদন শরদ শশী, তাহে মন্দ মন্দ হাসি,*
    *কুলবতী হেরি মূরুছায়।।*
*চাঁচর চিকুর মাথে, চম্পক কলিকা তাতে,*
    *যুবতীর মন মধুকর।*
*শ্রুতি পদ্মযুগ মূলে,কনক কুন্ডল দোলে,*
    *পাকা বিম্ব জিনিয়া অধর।।*
*কম্বুকন্ঠে মৃদু বাণী,সুধার তরঙ্গ খানি,*
    *হরিরসে জগত ডুবায়।*
*করিবর কর জিনি,বাহুযুগ সুবলনী,*
    *অঙ্গদ বলয়া শোভে তায়।*
*বক্ষ হেম ধরাধর,নাভিপদ্ম সরোবর,*
    *মধ‍্য হেরি কেশরী পালায়।।*
*অরুণ বসন সাজে,চরণে নূপুর বাজে,*
     *বাসুঘোষ গোরা গুণ গায়।।*

*🌻এক গৌর অনুরাগিনী আরেক গৌর অনুরাগিনীকে বলছেন,আমি গঙ্গায় স্নানে যাচ্ছিলাম।* *পথে এক অপরূপ রূপের এক মূরতি দর্শন করে পথ মধ্যে মুগ্ধ ও আত্মহারা হয়ে গেলাম।*যে জায়গায় আমি সেই অপরূপ রূপের মূরতি দেখলাম,সেই জায়গায় আমি সমস্ত কিছু ভুলে সেই চলন্ত মূরতির দিকে চেয়ে রইলাম।*আর যে বাট(পথ)দিয়ে যাচ্ছিলেন সেই পথ উজ্জ্বল করে যেন নবীন হেম কল্পতরু সঞ্চরণ অর্থ‍্যাৎ ভ্রমণ করছেন।* *আর নীরদ নয়ন হতে ঘনঘন প্রেমনীর সিঞ্চন হওয়াতে শ্রীঅঙ্গ পুলক অর্থ‍্যাৎ কল্পতরু মুকুলিত হয়েছে, এবং সাত্ত্বিকাদি ভাব সমূহ বিকশিত হয়ে তা হতে ঘাম,মকরন্দের ন‍্যায় বিন্দু বিন্দু ঝরে পড়ছে।* *মকরন্দ=পুষ্পমধু।* *তাঁর চঞ্চল চরণকমল তলে মনভৃঙ্গ গুঞ্জরণ করতে করতে বিভোর হয়ে রয়েছে।* *সেই অঙ্গের পরিমলে লুব্ধ অলিগণ সব কিছু ভুলে যেন সদাসর্বদা চরণকমল জড়িয়ে আছে।* *সেই রূপের মানুষটিকে পেয়ে তারাও শ্রীচরণ সেবার জন্য ঐ চরণে প্রার্থনা জানাচ্ছে।* *আমার গৌরাঙ্গ সুন্দরের বদনখানি,না,না,সর্বাঙ্গ যেন হেমবর্ণ,* *স্থর্ণের কান্তি স্বভাবতই অতি উজ্জ্বল।* *যে স্বর্ণকে বারবার পোড়াইয়া দ্রবীভূত করলে মলাদি দগ্ধ হয়ে আরও উজ্জ্বল হয়,এই প্রকার বহুদগ্ধীকৃত সুবর্ণের কিম্বা জাম্বুনদ জাত স্বতঃ বিশুদ্ধ বিমল হেমের বর্ণ হতেও ঐ অপরূপ রূপের মানুষটির নয়নাভিরাম হেমকান্তি আরও সুন্দর,* *আরও সমুজ্জ্বল।* *তাঁর বিমল হেম বিনিন্দিত অনুপম তনুতে,নানাফুলের নির্মিত অপরূপ মাল‍্য কি অপূর্ব শোভা বিস্তার করেছে।* *তাঁর শ্রীঅঙ্গ কদম্বকেশর হতেও সুন্দর,সুস্পষ্ট এবং সর্বব‍্যাপী হয়ে শোভা পাচ্ছে।*আর তার মধ্যে মধ্যে সেই ঘর্মবিন্দু মুক্তোর ন‍্যায় শোভা বিস্তার করছে। *মদমত্ত মাতঙ্গের ন‍্যায় মন্থর গমনে ভাবাবেশে ঢুলে ঢুলে চলেছেন।* *তাহাতে বালারুণ(নবীন সূর্য‍্য বা বালার্ক)বিজয়ী অরুণ-বসন খানি যেন আনন্দোল্লাসে নেচে নেচে তনুরূপ লাবণ‍্য সাগরে,মাধুর্য‍্যের লহরী তুলে খেলা করছে।* *এই ভাব বা রূপ যদি কেউ দেখে,যেমন কোনও যুবতীর চিত্ত,চঞ্চল না হয়ে থাকতে পারে?* *আরও দেখলাম, তাঁর মস্তকের কেশের সৌন্দর্য, আহা!এইরকম কেশের বাহার পূর্বে কোনদিন দেখিনি।* *কুঞ্চিত কেশ, কাঁধের উপর পড়ে যেন অঙ্গের শোভাকে বহুগুণ বাড়িয়ে তুলেছে।*
*এই মনোহর রূপের মানুষটিকে যে কে নির্মাণ করেছেন, তিনি বোধহয় সেই ভূবন ভোলানো মানুষটির প্রতি চেয়ে দেখেন নাই,দেখিলে যে কি হত একমাত্র সেইজনই জানেন।* *তাঁর নয়ন দুইটি যেন কামের কামান, একবার যে সেই নয়নে নয়ন দিয়েছেন, তাঁরা ইহকাল পরকাল সেই রূপের মানুষটির চরণে নিজেকে সম্পূর্ণরূপে অর্পণ করে দিয়েছেন।* *""তুমি কি তাহাকে দর্শন করেছ""? আরেক গৌর অনুরাগিনী বলছেন,যাঁকে তুমি দর্শন করে রূপের মানুষটি বলছ,তিনি আর অন‍্য কেহ নহেন,তিনি ভক্তের মনচোরা আমার গৌরসুন্দর,করুণাময় পতিতপাবন গৌরহরি।* *তিনি আমাদের মনের কালিমা দূর করবার জন্য পাপ,অপরাধ,হিংসা,দ্বেষ প্রভৃতি সব হরণ করে আমাদের সুপথে চালিত করে,পর পারের পথ পরিস্কার করে উদ্ধার করবার জন্য এসেছেন। এমন অবতরী আর হয় না আর হবেও না।*
✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ৯২. শ্রীকৃষ্ণের রূপ বর্ণন লীলা 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 *🌻শ্রীকৃষ্ণের রূপ বর্ণন🌻*
""""""""""""""""""""""""""""""""""''"''''''''''''
*অষ্টসখী পরিবৃতা রাধারাণী সখীদের সঙ্গে বসে, যমুনায় জল আনতে গিয়ে যে বঁধূর রূপ দর্শন করেছেন তাহাই মনে মনে ভাবছেন।* *ঠিক এমন সময়ে ললিতা বিশাখা,রাধাকে বলছেন,রাধে!আমাদের আজ এক মনের বাসনা হয়েছে,পূরণ করবি?*
*রাধারাণী বঁধূর রূপ দেখে মনে মনে সেই রূপসাগরে ভেসে যাচ্ছেন,ললিতা যখন রাধাকে বললেন, যেন অপ্রস্তুত অবস্থায় কাউকে কিছু বললে যা হয়,ঠিক রাধাও তেমনি হল।* *পরক্ষণেই রাধা বললেন কি বললি?সখীগণ বুঝতে পারলেন,রাইধনি তাঁর বল্লভের চিন্তায় মগ্ন হয়েছিল।* *পুন বললেন,রাধে!তোর বঁধূর রূপের কথা বলনা আমরা শ্রবণ করি।* *ললিতা,বিশাখা,চম্পকলতা,তুঙ্গবিদ‍্যা,চিত্রা,রঙ্গদেবী,সুদেবী ও ইন্দুরেখা* *সকলে একসঙ্গে বললেন বলনা রাই?* *তখন রাইধনি বললেন,ওরে সখী! আমার বঁধূর রূপের কথা একমুখে কেমন করে বলব,আমার সেই সাধ‍্য নাই।*
*এই পৃথিবী যদি লেখার কাগজ হয়, সাত সমুদ্র যদি কলমের কালি হয়,পঞ্চানন যদি পঞ্চমুখে বর্ণনা করেন,আর গণপতি যদি চারহস্তে লিপিবব্ধ করেন, তবুও আমার বঁধূর রূপের এক কোণও বলা যাবে না।*
*ঐ রূপের এককোণ,ডুবায় ত্রিভূবন,*
      *সর্বপ্রাণী করে আকর্ষণ।*
*আমি কেমন করে বলব বল? যখন বলছিস তবে শোন হয়ত ভুল ভ্রান্তি হবে সংশোধন করে দিবি।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*ও মুখমন্ডল জিত,শারদ সুধাকর,*
      *তনুরুচি তরুণ তমাল।*
*চূড়ে ময়ূর, শিখন্ড মন্ডিত,*
        *মালতী মধুকর মাল।।*

*আমি "ও" মুখমন্ডল, বলতেই ললিতা বলে বসলেন,রাই!প্রথমেই তুই ভুল বললি,তুই বলত, কোথায় তোর বঁধূর মুখমন্ডল দেখেছিস?রাধারাণী বললেন যমুনায়, ললিতা বললেন যদি যমুনায় দর্শন করেছিলি তবে সো মুখমন্ডল হবে তাইনা?* *তখন রাধা বললেন,ওরে ললিতা তুই যা ভাবছিস তা নয়, তোকে আমার একটি গোপন কথা বলি,শোন ; প্রথম যেইদিন আমি আমার বঁধূর বদন দর্শন করলাম, তারপর হতে আমার আর আন দর্শন হয় না,চলতে ফিরতে,খাইতে শুইতে,শয়নে স্বপনে, অহদিবানিশি আমি আমার বঁধূকে সদাই আমার নয়নের সামনে দেখি, তাই বললাম "ও মুখমন্ডল"।* *পুন সখীদের বলছেন,আমার শ‍্যামনাগরের মুখখানি শরৎকালের পূর্ণচন্দ্রকেও জয় করেছেন।কেন জানিস?শরৎকালের পূর্ণচন্দ্র সকল অন্ধকার দূর করে বটে,কিন্তু তিনটি জায়গার অন্ধকার দূর করতে পারে না।* *তিনটি জায়গা কি কি জানিস?ললিতা বললেন তুই বল রাই,* *এক,গভীর বন, দুই ঘরের কোণ আর তিন হৃদয়ের ভিতর।* *একমাত্র আমার শ‍্যামচাঁদ এই তিন জায়গায় প্রবেশ করে অন্ধকার দূর করে, তাই বললাম,শরৎকালের পূর্ণচন্দ্রকেও শ‍্যামচাঁদ জয় করেছেন।* *যদি ভাল ভাবে লক্ষ্য করিস তাহলে বুঝতে পারবি, আমার বঁধূর প্রিয় তমাল বৃক্ষ,সেই তমালবৃক্ষে হাত দিলে বুঝা যায় তার অঙ্গে কেমন খসখসে ভাব রয়েছে,তাঁর প্রিয় তমালের চেয়েও আমার বঁধূর শরীরের কান্তি নবীন তমালের মত।যখন নতুন ভাবে বড় হয় তখন তার গায়ে খসখসে ভাব থাকে না।* *আর চূড়ায় ময়ূরের পাখা তাইনা?জানিস এই চূড়া কে?* *তবে শোন।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*চূড়া পূর্ব জন্মে কে ছিলেন*? *কি ভাবে শ্রীকৃষ্ণের মস্তকে স্থান পেলেন*।  *অতি সংক্ষেপে বর্ণন করব*।
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
** গোলোকে শ্রীকৃষ্ণ সকল সখীগণ সঙ্গে নানা বিলাসে মত্ত থাকেন, তা দেখিয়া চন্দ্রদেবের মনে বাসনা জাগিল যে, আমি যেন শ্রীকৃষ্ণ অঙ্গে অঙ্গ মিশাইয়া সদাই থাকব। এই চিন্তা করিয়া চন্দ্রদেব ক্ষীরোদ সাগর কুলে ভগবানকে তুষ্ট করবার জন্য তপস‍্যা করতে বসলেন। দেবমানে দ্বাদশ বৎসর বয়ে গেল, চন্দ্রদেবের এই তপস‍্যা দেখে ইন্দ্র মনে করলেন যে, আমার ইন্দ্রত্ব কেড়ে নেবে চিন্তা করিয়া ব্রহ্মার কাছে গেলেন। গিয়া সমস্ত কথা বললে, ব্রহ্মা বললেন, ইন্দ্র আপনি নারায়ণের গিয়ে বলুন, তিনি সকল ব‍্যবস্থা নেবেন। এবারে চন্দ্রের কাছে রমাপতি গেলেন, বললেন, 
✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ৯২. শ্রীকৃষ্ণের রূপ বর্ণন লীলা 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*তপস‍্যা হইল পূর্ণ কহে নারায়ণ*
*অতঃপর বর মাগি লহ সুজন*
*চন্দ্রেরে চাহিয়া তবে বলে বিশ্বময়*
*আর না তপস‍্যা কর কশ‍্যপ তনয়*
বৃন্দাবনে গিয়ে মথুরামন্ডলের কাম‍্যবনে 
তুমি জন্ম নেবে শিখী কুলে।
*স্ত্রী অংশ না হবে তুমি পুরুষ হইবে*
*শিখিপুচ্ছ উপরেতে বিরাজ করবে*
*চন্দ্রের আকার হবে সুনির্মল অতি*
*অধঃ উর্ধ বেষ্টিত যে অরুণ আকৃতি*
*সূর্য‍্য হতে উচ্চপদ দিলাম তোমাকে*
*সেই পুচ্ছ লয়ে আমি ধরিব মস্তকে*
*মস্তকে মোহন চূড়া তব নাম হবে*
 *ত্রিভূবন মোহিত হয়ে তোমারে দেখিবে*
*যোগীন্দ্র মুনীন্দ্র যে ফণীন্দ্র ইন্দ্রজিত*
*দেবাসুরে নাগ নরে হইবে মূর্ছিত*
*ব্রজমন্ডলেতে কৃষ্ণ-অবতার হব*
*তব পুচ্ছ চূড়া করি মস্তকে ধরিব*
*কৃষ্ণ অবতারে মাত্র করিব ধারণ*
*আর অন‍্য অবতারে করিব বর্জন*
*একাংশে উদয় চন্দ্র করিবে গগনে*
*এক অংশ শিখিপুচ্ছ হবে বৃন্দাবনে*
*শুনিয়া ত সুধাকর আনন্দ হইল*
*শিখিপুচ্ছ গ্রহকলা তখন জন্মিল*
*সেই পুচ্ছ লয়ে প্রভু মদনমোহন*
*মুকুট অগ্রেতে হরি করিল ধারণ*
         *জয়নিতাইগৌরহরিবল*

 *আর আমার বল্লভের গলার মালাটি যেন মালতীফুলে আর মধুকরে গাঁথা,অর্থ‍্যাৎ প্রতি ফুলে ফুলে মধুকর বসে আছে দেখে মনে হয় যেন মালতীফুলের মধু আহরণ করবার জন্য দলে দলে বসে আছে দেখে মনে হয় মধুকরের মালা।*
 *ধনি ধনি বনি নব নাগর কান।*
*রহই ত্রিভঙ্গ,ভূবন মন মোহন,*
       *মধুর মুরলী করু গান।।*
*টলমল অলকা, তিলক ঝলমল কই,*
. *ভাঙকি ধনুয়া ধুনান।*
*কুলবতী বরত,বিমোচন লোচন,*
      *বিষম কুসুম-শর বাণ।।*
*🌻ধনি ধনি=ধন‍্য ধন‍্য, বনি=আহা কি সুসজ্জিত হয়ে, নব নাগর কান= নতুন রূপে কানু। *রাধারাণী বলছেন,ওরে সখী!প্রত‍্যহ আমি আমার বল্লভক দর্শন করি,তবে আজকে ধন‍্য হলাম,ধন‍্য নাগরকে দর্শন করে,আহা-হা আজকে তাঁর রূপ দর্শন করলাম কিন্তু অন‍্যান‍্য দিনের তুলনায় একেবারেই আলাদা।* *কি নতুন সাজে সেজেছেন আমার প্রাণ বল্লভ।* *এমন ত্রিভঙ্গ হয়ে সেই ভুবন ভোলানো মুরলীর স্বর আমার দেহ মন প্রাণ সবই হরণ করে নিয়াছে রে।* *অলকা অর্থ‍্যাৎ চূর্ণ কুন্তল বা গাল ও কপালের উপরের কোঁকড়ানো চুলগুলি টলমল করছে, দেখে মনে হচ্ছে যেন কোঁকড়ানো চুলগুলি কেমন ইশারা করে ডাকছে।* *আর ভুরু দুইটি যেন ধনুকের মত বাঁকা,দুই চোখের পানে চাইলে মনে হয় কুলবতীর কুল রক্ষা হয় না।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*বাঁধূলী বন্ধু, অধরে মধু মাখল,*
      *মধুর মধুর মৃদু হাস।*
*যছু আমোদে, মদন মদ মন্থর,*
      *ভণতহি গোবিন্দ দাস।।*
*🌻বাঁধূলী=সৌন্দর্য‍্য দর্শকের চিত্ত আকর্ষণ করে বা বন্ধন করে বলিয়া এই নাম, রক্তবর্ণ পুষ্পবৃক্ষ বা রক্তবর্ণ পুষ্প, ইহা কবিগণ কর্তৃক সুন্দরীগণের অধরের সহিত উপমিত অর্থ‍্যাৎ তুলনা করা হয়, আবার বহু পুষ্পের মধ্যে থেকেও এই বাঁধূলী ফুল আগে নজরে পড়ে।* *তাই গোবিন্দের অধরটি ঠিক বাঁধূলী ফুলের ন‍্যায়।ওরে সখী!আমি একটি অদ্ভুত ভাব দেখলাম,কি জানিস?আচ্ছা বলত,তুই আগে কথা বলে পরে হাসবি,না আগে হেসে পরে কথা বলবি?ললিতা বললেন, কথা বলার মাধ‍্যমে হাসি বের হয় তাই তো জানি, রাধারাণী বলছেন,এই অদ্ভুত আমার বঁধূ কথার বলার আগে যেন তাঁর মিষ্টি মধুর মধুর হাসিটি পেলামযেন মনে হল মধু বর্ষণ করছে।* *সেই হাসি দেখে কিছুক্ষণের জন‍্য গৃহের পথ ভুলে গিয়েছিলাম।সেদিন যদি তোরা সঙ্গে থাকতি তাহলে বুঝতে পারতি।* *
 *কি রূপ হেরিনু,মধুর মুরতি,*
          *পিরীতি রসের সার।*
*হেন লয় মনে, এ তিন ভূবনে,*
        *তুলনা নাহিক আর।।*
*বর বিনোদিয়া, চূড়ার টালনি,*
       *কপালে চন্দন চাঁদ।*
*জিনি মধুবর, বদন সুন্দর,*
       *ভূবন মোহন ফাঁদ।।*
*নব জলধর, রসে ঢর ঢর,*
       *বরণ চিকণ কালা।*
*অঙ্গে ভূষণ, রজত কাঞ্চন,*
       *মণি মুকুতার মালা।।*
*জোড়া ভুরু যেন,কামের কামান,*
      *কেবা কৈল নিরমাণ।*
*তরল নয়নে, তেরছ চাহনি,*
       *বিষম কুসুম বাণ।।*
*সুন্দরে অধরে, মধুর মূরলী,*
       *হাসিয়া কথাটি কয়।*
*দ্বিজভীম কহে, ওরূপ নাগর,*
      *দেখিলে পরাণ যায়।।*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*সজনি! কি আজু পেখলু রূপধাম*
*দেখিলে করিব কি,না দেখিলে নাহি জি*
        *ভালে সে অনঙ্গ ভেল কাম* ধ্রু।।
*সুকুঞ্চিত কেশ জালে,মালতী রচিয়া ভালে*
          *তছুপরি শিখিপুচ্ছ চন্দ*
*মুগধ রাহু বেঢ়ী,মধুকর মধুকরী*
         *উড়ি পড়ি পিয়ে মকরন্দ*
** শ্রীকৃষ্ণ দর্শনান্তে গৃহাগতা শ্রীরাধা, অর্থ‍্যাৎ শ্রীকৃষ্ণকে দর্শনের শেষে ঘরে এসে শ্রীরাধা! কোনও সঙ্গিনী সখীকে বলছেন,সখী! আজ কি আমি "শরীর ধারী রূপের" দর্শন পেলাম। কিন্তু হায়! দেখলে কি হবে, যতই দেখি ততই নয়নের সাধ বেড়ে যায়। অভাবিত ( যা ভাবা যায় না,) সৌভাগ্যে কৃতার্থতার ( সিদ্ধমনোরথের,) পরিবর্তে দেখছি আরোও বিষম সঙ্কট হয়ে উঠল। কি যে করব আমি কিছুই স্থির করতে পারছি না। আবার তাঁকে না দেখেও প্রাণ ধারণ করতে পারছি না। ওরে সখী! কন্দর্প শিবের অভিশাপে অঙ্গহীন হওয়ায় তার পক্ষে ভালই হয়েছে, নইলে সে আর লজ্জায় মুখ দেখাতে পারত না। কারণ মদনে রূপ নাকি সকলেই বলে খুবই সুন্দর, সে সুন্দরকে জয় করেছে শরীরধারী রূপের মানুষটি। আরোও দেখলাম নাগর শিরোমণির সুকুঞ্চিত কেশ ( অতি সুন্দর কোঁকড়ানো চুল) রাশি চুলগুলি মালতী মালাদ্বারা সম্বন্ধ, যেন কুঞ্চিত কেশ নহে পুরো মালতীমালা মনে হচ্ছে। আবার তার উপরে শিখি পুচ্ছের চন্দ্র সুবিন‍্যস্ত অর্থ‍্যাৎ সুন্দরভাবে বা পরিপাটিভাবে রচনা বা সাজানো, তার উপরে যে ময়ূর পুচ্ছ রয়েছে দেখে মনে হচ্ছে চন্দ্র অবস্থান করছে। দেখলে বোধ হয় যেন রাহুরূপ কেশজাল সেই চন্দ্রকে গ্রাস করতে গিয়া মাধুর্য‍্যে মুগ্ধহয়ে পড়েছে।আর পরিমল উন্মাদিত  (চন্দন ও ফুল ইত‍্যাদির অতি সুগন্ধ) মধুকর মধুকরীগণ,তার চারিদিকে বেষ্টন পূর্বক (ঘিরে) নির্ভয়ে মালতীর মকরন্দ (মধু) পান করছে।

*ভালে সে চন্দন বিন্দু,নিন্দিয়া শরত ইন্দু* 
       *ঘন মেঘে পূর্ণ পরকাশ*
*নবীন নলিনী দল,আঁখি যুগ চঞ্চল,*
       *বিম্ব অধরে মৃদু হাস*
*শ‍্যাম অঙ্গে শোভা হেন,তিমিরে তড়িৎ যেন*
         *কটি আটি পীত নিচোল*
*মুখর মঞ্জীর ধ্বনি,উলসিত ধরণী*
         *বংশী দাস পদতলে ভোর*
✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ৯২. শ্রীকৃষ্ণের রূপ বর্ণন লীলা 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
** ললাটে ঘন মেঘের উপরে সমুদিত ( উদিত), পূর্ণ চন্দ্রের সৌন্দর্য্য পরাজয়ী একটি মনমোহন চন্দন তিলক শোভা পাচ্ছে। এবং তার নিচেরদিকে নবীন নলিনীর অর্থ‍্যাৎ নতুন পদ্মের দলবৎ স্নিগ্ধ সুন্দর কোমল আঁখি যুগল বিরাজিত। ও সখী!হায়! কি অদ্ভুত, চাঁদে কমলে একত্র বিরাজিত( শোভমান হয়ে বিরাজ করছে)। আঁখি দুটি স্বতঃ ( নিজে থেকে) চঞ্চল, এবং বিম্বাধর (পাকা তেলাকুচার ফলের মত টুকটুকে লাল ঠোঁট) খানি মধুর হাস‍্য সম্বলিত(যুক্ত)।আর শ‍্যামবরণ তনু কান্তির উপরে কটিতে একখানি পীতাম্বর (হলুদ বর্ণের বসন ) খুব শক্ত করে পরিহিত, দেখে আমার বোধ হল যেন তড়িৎ তিমিরকে জড়িয়ে রয়েছে।
তাঁর চরণে যে নূপুর রয়েছে সর্বদাই রুণু-রুণু শব্দে বাজছে।(মুখর) আমার বোধ হল যেন সে ধ্বনিতে উল্লসিত ( পরমানন্দ)হয়ে অচলা স্থিরা ধরণীও আনন্দ স্পন্দিতা (কম্পিতা)। ওরে সখী! অতএব আমার মতো নারীর মন চঞ্চল হবে সে আর বিচিত্র কি। গীতকর্তা রাধারাণীর কথা শুনে সখীভাবে বলছেন, সত‍্য সত‍্যই তাহাতেই তো আমি ভোর (তন্ময়) হয়ে  ঐ চরণতলে নিপতিত।
*ভুল ভ্রান্তি মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ৯২. শ্রীকৃষ্ণের রূপ বর্ণন লীলা 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*দেখে এলাম তারে সই দেখে এলাম তারে।*
*এক অঙ্গে কত রূপ নয়নে না ধরে।।*
*বেন্ধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া।*
*উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া।।*
*কারিয়া বরণখানি চন্দনেতে মাখা*
*আমা হৈতে জাতিকুল নাহি গেল রাখা।।*
*মোহন মূরলী হাতে কদম্ব হিলন।*
*দেখিয়া শ‍্যামের রূপ হৈলাম অচেতন।।*
*গৃহকর্ম করিতে এলায় সব দেহ।*
*জ্ঞানদাস কহে বিষম শ‍্যামের লেহ।।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻যদি রূপ বর্ণনের পরে রাসলীলা হয় তবে এই পদটি পরিবেশন করতে হবে।🌻*
************************************
*রূপের কথা কইতে ছিল সখী সঙ্গে বসি।*
*হেনকালে রাধা বলে বাজে শ‍্যামের বাঁশী।।*
*আর না বাজিহ বাঁশী করি অহঙ্কার।*
*সর্প দংশিল যেন শ্রবণে আমার।।*
*তরলে জনম তোর কিছু লাজ নাই।*
*ঝড়ের লাগাল পেলে সাগরে ভাসাই।।*
*আর না বাজিহ বাঁশী নিরব হয়ে থাক।*
*সাজিয়া বেড়ালাম আমি আর নাহি ডাক।।*
*কি ধন পাইয়া বাঁশী কর দূতননা।*
*পার কি জানয়ে বাঁশী পরের বেদনা।।*
*তরলে জনম তোর হৃদয় সরল।*
*খলের বদনে থাকি উগার গরল।।*
*যদুনাথ দাস বলে বাঁশীর দোষ কি।*
*যা বলয়ে খলজন তাই বলে বাঁশী।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীকৃষ্ণের রূপ বর্ণন এখানেই রহিল🌻*
✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html