🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

প্রেমদাতা পতিতপাবন নিতাইচাঁদের আবির্ভাব তিথি ❤️ শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী তিথি ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 🔀 http://mrinmoynandy.blogspot.com/2023/02/blog-post_2.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧

প্রেমদাতা পতিতপাবন নিতাইচাঁদের আবির্ভাব তিথি ❤️ শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী তিথি ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 🔀 http://mrinmoynandy.blogspot.com/2023/02/blog-post_2.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
*পরমপবিত্র_শ্রী_নিত্যানন্দ_ত্রয়োদশী_তিথি*

*#রাঢ়_মাঝে_একচক্রা_নামে_আছে_গ্রাম* ।
*#যহি_অবতীর্ণ_হইলা_নিত্যানন্দ_রাম* ।।
১৪৭৩ খ্রিস্টাব্দ । মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথি। দিন হিসেবে ১২ জানুয়ারি। বর্তমান পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত বীরচন্দ্রপুর গ্রামে (প্রাচীন নাম একচক্রা) আমাদের সবার প্রাণের প্রাণ ; আমাদের ভালোবাসার একমাত্রনিধি পতিতপাবন নিতাই চাঁদ  জন্মগ্রহণ করেন। তিথিটি ছিল আজকের এই পরম পবিত্র তিথি।
*#যাইরে_তিথির_বালাই_যাই_রে* !
একচক্রা গ্রামে পিতা হাড়াই পণ্ডিত এবং মাতা পদ্মাবতী দেবীর ঘর আলোকরে জন্ম নেন ভবিষ্যতের আমাদের নেতা পতিতপাবন নিতাই। আজো একচক্রা গ্রামে নিতাই এর আঁতুরঘর টি সুন্দর ভাবে পরিদৃষ্ট হয়। আঁতুরঘরের নতুন রূপ -সূতিকা মন্দির। 

মা বাবা ছিলেন পরম ধার্মিক এবং দেবদ্বিজে নিষ্ঠাবাণ।ছেলেবেলা থেকেই নিতাই সুস্থির সুবুদ্ধির অধিকারী এবং স্বাস্থ্যবান ছিলেন।কোটি কন্দর্প কেও হার মানায় নিতাই এর দেহ লাবণ্য। অবশ্য ছেলেবেলাতে নিতাই এর নাম ছিল কুবের।ইতিহাস বলছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের পরেই শুষ্ক রাঢ়বঙ্গে দুর্ভিক্ষ দারিদ্র্য ঘুচে গেল। শুষ্ক রাঢ়বঙ্গ শস্যশ্যামলা হয়ে উঠল। আসলে দেবতনু পৃথিবীতে এলে সর্বসুলক্ষণ নিয়ে আসেন। এটাও সেইরকমই।
পড়াশোনায় অত্যন্ত মেধাবী নিতাই একচক্রার ছোটো ছেলেদের সাথে খেলাতে মেতে থাকতেন।কৃষ্ণলীলা অভিনয় ছিল ছোট্ট নিতাই এর খেলার একমাত্র বিষয় । আজো শ্রীধাম একচক্রা তে এই সমস্ত স্হান বিরাজিত। একচক্রা গ্রামে গেলেই এইসমস্ত স্হান দর্শন করা যায়। বারোবছর বয়সে গৃহে আগত এক সন্ন্যাসীর সাথে তিনি অজানা জগতের সন্ধানে বের হন। বের হন ভারতের সব তীর্থ দর্শনে। অজানা !!! যিনি জগতের স্রষ্টা তার কাছে তার জগৎ অজানা থাকতে পারে কি ? না । অজানা আমাদের চোখে। সেই অজানার খোঁজ দিতে তিনি ঘর ছাড়লেন।
*#হেনমতে_দ্বাদশ_বৎসর_থাকি_ঘরে* ।
*#নিত্যানন্দ_চলিলেন_তীর্থ_করিবারে* ।।মোট কুড়ি বছর তিনি পরিভ্রমণ করেন ভারতের সব তীর্থ । অর্থাৎ বারো থেকে বত্রিশ বছর পর্যন্ত নিতাই এর তীর্থ পর্যটন। মনে করা হয় যে সন্ন্যাসীর সাথে নিতাই তীর্থ পর্যটনে বের হন তিনি ছিলেন মাধ্ব বৈষ্ণব সম্প্রদায়ের *#লক্ষ্মীপতি* জী।এবং লক্ষ্মীপতিই নিতাই কে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দেন। এই কুড়ি বছর নিতাই বৃন্দাবন সহ সব তীর্থ দর্শন করেন।নিত্যানন্দ প্রভুর পরিভ্রমণের সময় তাঁর সাথে দেখা হয় দুই মহাপুরুষের। একজন লক্ষ্মীপতির শিষ্য অর্থাৎ নিত্যানন্দ প্রভুর গুরুভ্রাতা মাধবেন্দ্রপুরী এবং অন্যজন হলেন মহাপ্রভুর দাদা বিশ্বরূপ। এইভাবে সমস্ত তীর্থ দর্শন অন্তে নিতাই এল শ্রীধাম নবদ্বীপে । প্রাণগৌরাঙ্গের সাথে মিলতে। লীলাবিলাস করতে। 

ত্রয়োদশী তিথি বোধহয় নিতাই এর বড় প্রিয়। জন্মালেন ত্রয়োদশী তে। নবদ্বীপে এলেন ত্রয়োদশীতে। (আষাঢ় মাসের শুক্লা ত্রয়োদশী তে)। আবার ভবিষ্যতে দণ্ড মহোৎসব করলেন সেই ত্রয়োদশীতেই। (জৈষ্ঠ্য শুক্লা ত্রয়োদশী)। নবদ্বীপে প্রবেশ করে নিতাই লুকিয়ে রইলেন নন্দন আচার্যের বাড়িতে । মনে অভিপ্রায়-যদি আমার আরাধ্য কৃষ্ণ অবতীর্ণ হয়ে থাকে এই নদীয়াতে তাহলে সে আমাকে খুঁজে বের করবেই।
*#জানিয়া_আইল_ঝাট_নবদ্বীপপুরে* ।
*#আসিয়া_রহিলা_নন্দন_আচার্যের_ঘরে* ।।
এদিকে মহাপ্রভু তখন শ্রীবাস অঙ্গনে  লীলাবিলাস  প্রকাশ করছেন। এমন সময়ে মহাপ্রভু একদিন তার পারিষদ দের ভাবাবেশে বললেন 
*#আরে_ভাই_দিন_দুই_তিনের_ভিতরে*।
*#কোন_মহাপুরুষ_এক_আসিবে_এথারে*।।
*#তালধ্বজ_এক_রথ_সংসারের_সার* ।
*#আসিয়া_রহিল_রথ_আমার_দুয়ার*।।
*#নীল_বস্ত্র_পরিধান_নীলবস্ত্র_মাথে* ।
*#বেত্র_বান্ধা_এক_কমণ্ডলু_বাম_হাতে* ।।
এরপরে মহাপ্রভুর নির্দেশ মতো সবাই নন্দন আচার্যের বাড়িতে এসে প্রেমদাতা নিতাই কে দেখতে পেলেন। মহাপ্রভুর আদেশে শ্রীবাস পণ্ডিত ভাগবতের এক শ্লোক পাঠ করতেই নিতাই চাঁদের শরীরে অষ্ট সাত্ত্বিক ভাব ফুটে উঠল। মহাপ্রভু বুঝতে পারলেন এই সেই; যার আগমনের প্রতীক্ষা তিনি এতদিন করছেন ।
সামনেই আষাঢ়ী পূর্ণিমা-গুরুপূর্ণিমা-মহর্ষি বেদব্যাসের জন্মতিথি। ঠিক হল শ্রীবাস অঙ্গনেই ব্যাসপূজা হবে। পূজা করবেন স্বয়ং নিতাই নিজে।ষোড়শ উপাচার দানের সময় যখন মালা নিবিদনির সময় এসেছে তখন ব্যাসদেবের জন্য রাখা মালা হাতে নিয়ে আসন ছেড়ে নিতাই সটান চলে এলেন মহাপ্রভুর কাছে। আর সেই মালা পড়িয়ে দিলেন মহাপ্রভুর গলে।
*#দেখিলেন_নিত্যানন্দ_প্রভু_বিশ্বম্ভর* ।
*#মালা_তুলি_দিল_তাঁর_মস্তক_উপর* ।।
জগতে সবাইকে দেখালেন কলিযুগোপাস্যো হলেন কেবল তাঁর প্রাণপ্রিয় গৌরহরি। মহাপ্রভুর  সঙ্কীর্তন লীলার সবচেয়ে বড় সহায়ক ছিলেন আমাদের নিতাই।মহাপ্রভুর আদেশছিল নিতাই এর ওপর- সঙ্কীর্তনে জাতিভেদ যেন না থাকে। তাই নিতাই এর কাছে পাপী পুণ্যবান সবাই সমান। যাঁরা পুণ্যবান তাঁরা তো এমনিই ভগবান কে লাভ করে বসে আছে। কিন্তু যাঁরা পাপ ছাড়া অন্য কিছু বোঝে না তাদের গতি কি হবে? কিকরে তাদের মূলস্রোতে ফিরিয়ে আনা হবে? তাই নিতাই অনাচারী পাষণ্ডী সবাইকে কৃষ্ণপ্রেমে ভাসিয়ে তুললেন।
হ্যাঁ!  নিতাই সেইজন যে কিনা নিজের মাথার রক্ত দিয়ে প্রেম দিয়েছিলেন। উদ্ধার করেছিলেন দুর্বৃত্ত জগাই-মাধাই কে।
*#অবধূত_নাম_শুনি_মাধাই_কুপিয়া* ।
*#মারিল_প্রভুর_শিরে_মুটকী_তুলিয়া* ।।
*#ফুটিল_মুটকী_শিরে_রক্ত_পড়ে_ধারে* ।
*#নিত্যানন্দ_মহাপ্রভু_গোবিন্দ_সঙরে* ।। 
তথাপি পরম করুণাময় নিতাই চাঁদ বললেন
*#কোন_জন্মে_থাকে_যদি_আমার_সুকৃত* ।
*#সব_দিলু_মাধাইরে_শুনহ_নিশ্চিত* ।।
সঙ্কীর্তন লীলাবিলাসে গোটা নবদ্বীপ কে কৃষ্ণ প্রেমে মাতিয়ে রাখলেন মহাপ্রভুর প্রধান সঙ্গী আমাদের নিতাই । এর কিছুকাল পরেই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। মহাপ্রভুর সাথে সাথেই নিতাই চললেন পুরীতে। বেশ কিছুকাল পুরীতে অবস্থান করলেন নিতাই। মহাপ্রভু বুঝলেন গোটা উড়িষ্যা কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হবে।কিন্তু বঙ্গদেশের মানুষের কি হবে? তাই মহাপ্রভুর কঠোর আদেশ বর্ষিত হল -- শ্রীপাদ তুমি বঙ্গদেশে ফিরে যাও। গৌর আজ্ঞা শিরোধার্য করে নিতাই এলেন আবার এই বাংলায়।বসলেন পানিহাটি গঙ্গা তীরে। রঘুনাথ দাস গোস্বামী কে গৌরপ্রেমের সন্ধান দিলেন। শুরু হলো দণ্ড মহোৎসব। ধীরে ধীরে বাঙালির হৃদয় ভরে উঠল নিতাই কে পেয়ে।শিষ্য বাড়তে লাগল। সৃষ্টি হল দ্বাদশ গোপালগণ। যাদের মধ্যে অব্রাহ্মণ উদ্ধারণ দত্তের হাতের রান্না করা অন্ন পেলেন নিতাই।
কত লীলা বলব? কত লীলা লিখব? অনন্ত স্বরূপ নিতাই এর লীলাও অনন্ত । 
*#এসব_লীলার_কভু_নাহি_পরিচ্ছেদ* ।
*#আবির্ভাব_তিরোভাব_মাত্র_কহে_বেদ* ।। 
সবাই মেতে উঠল নিতাই এর নামে । সম্বোধনবাক্য রচিত হল নিতাই এর নামে জয়ধ্বনি করে। নিশান উড়ল-*#জয়_নিতাই*
আজ সেই নিতাই এর জন্ম দিন । আমাদের পাগলাপ্রভু নিতাই এর জন্মদিন। আমাদের প্রাণের প্রাণ নিতাই এর জন্ম দিন। নিতাই সবার মঙ্গল করুক। সবার হৃদে বসবাস করুক।
*#সংসার_পার_হইয়া_ভক্তির_সাগরে* ।
*#যে_ডুবিবে_সে_ভজুক_নিতাই_চাঁদেরে* ।।
*জয় নিতাই!*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
      ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী দীপ বাগুই📖👇꧂



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি,  উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧







শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html