🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

৮.২. শ্রীকৃষ্ণের বাল‍্যলীলা, চাঁদধরা 🌷 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/krishna_21.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ৮.২. শ্রীকৃষ্ণের বাল‍্যলীলা, চাঁদধরা 🌷 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/krishna_21.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🍀শ্রীকৃষ্ণের বাল‍্যলীলা, চাঁদধরা*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*🌒পদ-- হেদে লো মালিনী সই হের দেখসিয়া।*
*কাটান-- সই গো একবার এসে দেখে যাগো, আহামরি হে দে লো মালিনী।*
*🌒পদ--নিমাই কাঁদিছে মোর চাঁদের লাগিয়া।।*
*আখর-- সই গো একবার এসে,*
*দে-----খে যা, দে----খে যা,*
             *কান্দিছে গো বিনোদিয়া,*
    *কান্দিছে চাঁদ চাঁদ নিব বলিয়া।*
*🌷কথা--,ওরে ও মালিনী সই একবার নিমাইয়ের বদন পানে চেয়ে দ‍্যাখ,নিমাই সবসময়ই চাঁদ নিব চাঁদ নিব বলে কাঁদছে, নিমাইয়ের যে কোন ভাবের উদ্দীপন হয়েছে,তাহা কিছুই বুঝা যাচ্ছে না, কিছুই অনুভব করা যায় না।*
*(১)আখর--, গোরার হয়েছে কোন ভাবের উদ্দীপন,*
*আমি বুঝতে নারি গোরার মন, গোরার••••••••••••••••••••উদ্দীপন।*
*কেবল চাঁদ চাঁদ বলে করে ক্রন্দন,*
*গোরার•••••••••••••••••উদ্দীপন।*
*(২)আখর--, এ ভাব কি আনজনে বুঝবে,*
*ভাবের ভাবুক না হইলে, এ ভাব •••।*
*ভাব নিধি গোরাচাঁদের ভাব, এ ভাব কি•••••।*
*(৩)আখর--,এ লীলা আনে (অন‍্যে) কে জানবে, প্রভু দয়া করে না জানালে, এ লীলা•••••••••জানবে।*
*এ------ নিগূঢ় চৈতন‍্যলীলা।*
*🌷কথা--,আজ ভাবনিধি গৌরহরি কেবল চাঁদ চাঁদ বলে কাঁদছেন,তাই দেখে মনে হচ্ছে,ভাবনিধি গোরাচাঁদের ব্রজের ভাব জেগে উঠেছে।*
*আখর--,হয়েছে ব্রজ ভাবের উদ্দীপন, তাই চাঁদ চাঁদ বলি করছে ক্রন্দন, তাঁর রাধা বদন হয়েছে স্মরণ।*
*আখর--, (তাই),ব্রজের ভাব লেগেছে অন্তরে, তাই বলছে মাকে কর জোড়ে, মাগো তুমি চাঁদ এনে দাও আমারে।*
*🌷কথা--,আজ জগৎসুন্দর চিরসুন্দর গৌরসুন্দরের পূরবের ভাবে বিভাবিত হয়ে মায়ের চরণে প্রণাম করে বলছেন,মাগো তুমি আমার কথা শোনো,তুমি আমাকে সেই চাঁদ ধরে এনে দাও, নইলে আমি আর প্রাণে বাঁচব না।গৌরহরি সেই কথা বোলে--*
*আখর--, প্রণাম জানাল মায়ের চরণে,চাঁদ ধরি আমায় দাও না এনে, আমি খেলব সেই চাঁদের সনে,নইলে আমি না বাঁচিব প্রাণে।*
*🌷কথা--,পুত্রের হেন অবস্থা দেখে শচীমা তখন মালিনী সই কে বলছেন,ওগো সই!আজ আমার নিমাই সকালে ঘুম থেকে উঠেই চাঁদ চাঁদ বলে কাঁদছে, নিমাইকে আমি কোনভাবেই বুঝাতে পারছি না। ঐ দেখ-----*
*🌒পদ--নিদ্রা হতে উঠি চাঁদ চাঁদ বলি কাঁদে।*
*আখর--,ঘুম থেকে উঠে শচীনন্দন, চাঁদ নিব বলি করিছে ক্রন্দন, মনে পড়েছে সেই চাঁদ বদন।*
*🌷কথা--,ওরে সই! আমি নিমাইকে কত করে বুঝাবার চেষ্টা করছি কিন্তু কোনভাবেই বুঝতে চাইছে না।যত বুঝাই ততই চাঁদ চাঁদ করে কাঁদছে, কোনভাবেই নিমাইকে ভোলাতে পারছি না চাঁদের কথা।সেই গো তোরে------*
*🌒পদ--,কতনা বুঝানু তমু স্থির নাহি বান্ধে।*
*আখর-, বুঝালেও কিছু বুঝে না, চিতে ধৈরজ মানে না, চাঁদ নিব বলে হয়েছে আনমনা।*
*🌷কথা--,তখন শচীমা বলছেন, ওরে সই! একবার নিমাইয়ের পানে চেয়ে দ‍্যাখ, ঐ দ‍্যাখ নিমাই চাঁদ চাঁদ করে ধূলায় গড়াগড়ি যাচ্ছে।আমি তারে কি করে বুঝাব বল? ঐ দ‍্যাখ--*
*🌓পদ--,চাঁদ চাঁদ করি শিশু ভূমে গড়ি যায়।*
*আখর--,ধূলায় যায় গড়াগড়ি, শচীনন্দন গৌরহরি, ব্রজের ভাব স্মরণ করি,ধূলায় যায় গড়াগড়ি।*
*🌷কথা--, ওরে সই! আমি তোরে বলি এই সাত-সকালে চাঁদ পাব কোথায় বলে দে না?*
*🌒পদ-- আমি চাঁদ কোথা পাব একি হ'ল দায়।*
*আখর--,আমি চাঁদ পাব কোথায়, এখন হয়েছে ভানুর উদয়,বলে দে সই চাঁদ পাবার উপায়।*
*আখর=বলে দে চাঁদ পাব কোথায়, এ যে হ'ল বিষম দায়,চাঁদ বিনে বুঝি বাঁচবে না নিমাই।*
*🌷কথা--,মালিনী শচীমাকে অনেক কথা বললেন, শ্রবণ করে---*
*🌒পদ--,মালিনী বলে গো শিশু দেখেছে স্বপন।*
*আখর--,ঘুমে দেখেছে স্বপন, তাই চাঁদ বলি করিছে ক্রন্দন, মনে পড়েছে সেই চাঁদবদন।*
*🌷কথা--,মালিনী শচীমাকে বলছেন, ওগো সই! আজ নিমাই নিশিতে স্বপ্ন দেখেছে, তাই নিমাই এখন শিশু,ঐ স্বপ্নে চাঁদ দেখে চাঁদ নিব বোলে কাঁদছে।যদি তাঁর সঙ্গীগণ নিমাইয়ের সাথে খেলা করে তবে তাঁর মন অন‍্যদিকে যাবে,তখন চাঁদ চাঁদ বলে নিমাই আর কাঁদবে না।*
*🌒পদ--,শিশুগণ সঙ্গী হলে হবে আনমন।।*
*আখর--, করবে না আর ক্রন্দন, যদি সঙ্গে খেলে শিশুগণ,তবে নিমাই হবে আনমন, তাই করবে না আর ক্রন্দন।*
*🌷কথা--,মালিনীর কথা শ্রবণ করে বৈষ্ণব কবি বাসুদেব ঘোষের আনন্দ আর ধরে না।*
*🌒পদ--,বাসুদেব ঘোষে বলে মনের আনন্দে।*
*🌷কথা--,পদকবি বাসুদেব ঘোষের আনন্দের কারণ কি?কবির মনের ভাব---*
*আখর--,এমনি যেন নিতুই হেরি, গোরাচাঁদের লীলা মাধুরী, নয়নে হেরি আর হৃদয়ে ধরি।*
*🌒পদ--,নদীয়ার চাঁদ মোর চাঁদের লাগি কাঁন্দে।।*
*আখর--, (নদীয়ার চাঁদ)করছে ক্রন্দন,ব্রজের ভাব হয়েছে স্মরণ, মনে পড়েছে রাধাচাঁদ বদন।*
*🙏অতি সংক্ষেপে গৌরচন্দ্রিকার ব‍্যাখ‍্যা করিলাম।*
*🌹শ্রীজয়দেব দাঁ, বাঁশবাড়ী, মালদা।*



*🌙শ্রীকৃষ্ণের চাঁদ ধরা ব্রজলীলা।*
      ****************************

*🍀জয় নিতাই,আমরা এতক্ষণ নবদ্বীপে গৌরলীলায় ছিলাম।এখন আমরা শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব, শ্রীরাধাগোবিন্দের লীলায়।আমার মনে একটি ছোট্ট প্রশ্ন এলো,বলব?তবে প্রকাশ করি,রাধা গোবিন্দের লীলার পূর্বে গৌরলীলা বা গৌরচন্দ্রিকা কেন হয়?অনেক কারণের মধ্যে একটি কারণ প্রকাশ করি।রাধাগোবিন্দ লীলা রসমাধুরী আস্বাদন করতে হলে সর্বপ্রথম গৌরহরির কৃপা লাভ করে,তাঁর শ্রীচরণ আশ্রয় করতে হবে, আমার গৌরহরি ব্রজলীলা প্রকট করেছিলেন, সংকীর্তনের পিতা গৌরহরি।তাঁর ও নিতাইচাঁদের কৃপা বিনা ব্রজলীলা আস্বাদন সম্ভব নয়। তাই আমরা সকলে মিলে নিতাই ও গৌরের জয় দিয়ে শ্রীরাধাগোবিন্দের লীলারস মাধুরী আস্বাদন করি। এই রাধাগোবিন্দ লীলা আস্বাদন করলে জীবগণের কী ফল লাভ হয় তা কবি কর্ণপুর গোস্বামী বর্ণনা করেছেন।*
*🌷তনুতাং তনুতাং রাধাকৃষ্ণ চরিতং শ্রুতিস্তুতো হৃত‍্যা পানাং সুধাসিন্ধুধারা তাংনুত তাংনুত।*
*🌻এই রাধাগোবিন্দের লীলা চরিত শোনার ফলে, ভক্ত হৃদয়ে তাপ সকল দূরে যায়, দূরে গিয়ে রাধাগোবিন্দ লীলার সুধা সিন্ধুধারার----*
*🔴আখর--,পাথারেতে সাঁতারে, রাধাগোবিন্দের লীলা রসের, ত্রিতাপ জ্বালা দূর হয়ে।*
*🔵কথা---,এই যে ত্রিতাপ জ্বালা,এ জ্বালা কিন্তু কাউকে ছেড়ে দিবে না। মহারাজা হতে শুরু করে দীনদরিদ্র সকলকেই ভোগ করতে হবে। কিন্তু যিনি ভগবৎমুখী রাধাগোবিন্দের লীলারস মুখী হতে পেরেছেন, বা শ্রীগুরু গোবিন্দ চরণে আশ্রয় করতে পেরেছেন,তাঁরাই এ ত্রিতাপ জ্বালা হতে মুক্তি পেয়েছেন।এই ত্রিতাপ জ্বালা কি কি? আধ‍্যাত্মিক, আধিভৌতিক ও আধিদৈবিক।*
*🍀আধি শব্দের অর্থ হ'ল ব‍্যাধি, আধি+অ+ত্মিক=আধ‍্যাত্মিক। আধ‍্যাত্মিক তাপ আবার দুই প্রকার--, বাত পিত্ত ও কফের বৈষম‍্য হেতু যে তাপ,তাকেই বলে আধ‍্যাত্মিক তাপ। আবার বাত,পিত্ত ও কফ এই তিনটি শরীরে যখন সমান থাকে,তখন শরীরে কোন ব‍্যাধি আক্রমণ করতে পারে না। কিন্তু যে কোন একটি কম ও বেশী হলে শরীরে ব‍্যাধি যুক্ত হয়।এটিই আধ‍্যাত্মিক তাপ।*
*🍀আর এক প্রকার আধ‍্যাত্মিক তাপ জন্মে,বিষয়ের অদর্শন জনিত যে তাপ, যেমন স্থানান্তরে যাবার কালে আমি আমার পুত্রকে একটি কাজের ভার দিয়ে চলে গেলাম কিন্তু সেই বিষয় সেখানেও গিয়ে জপ করছি, "অর্থ‍্যাৎ বিষয়চিন্তা" আর মনে মনে চিন্তা করছি,বলে তো এলাম কর্ম করতে পারবে কি না ইত্যাদি চিন্তা।*
*🌺আধিভৌতিক তাপ--,যথা, ক্ষিতি, অপ,তেজ,মরুৎ ব‍্যোম। ক্ষিতি হচ্ছে পৃথিবী,অপ হচ্ছে জল, তেজ হচ্ছে সূর্য‍্য, মরুৎ হচ্ছে বায়ু বা বাতাস ও ব‍্যোম হচ্ছে আকাশ। এই পাঁচটি বস্তুর দ্বারায় জীবের শরীর গঠিত। এই পাঁচটির মধ্যে যদি যে কোন একটির কম ও বেশীর কারণে যে ব‍্যাধি হয় তার নাম আধিভৌতিক তাপ।*
*🍁আধিদৈবিক তাপ--, অকস্মাক দৈব বশত যে যন্ত্রণার উপস্থিত হয়, তার নাম আধিদৈবিক তাপ। এই হ'ল ত্রিতাপ।*
*তাহলে এ ত্রিতাপ জ্বালা হতে মুক্তি পেতে হলে সর্বপ্রথম শ্রীগুরুচরণ আশ্রয় করে,শ্রীগুরুদেবের দেওয়া কর্ম সম্পন্ন করে,গৌর-গোবিন্দের লীলা আস্বাদন করতে হবে।যাই হোক এবারে আমরা লীলায় প্রবেশ করি। আজকের বিষয়বস্তু, "শ্রীকৃষ্ণের চাঁদ ধরা লীলা"।*
*🔴কথা--,রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি।*
*অন‍্যোন‍্যে বিলসয় রস আস্বাদন করি।।*
*☘একদেহে তো আস্বাদন করা যায় না,তাই ব্রজে লীলার লাগি দুই দেহ ধারণ করে,একজন ভক্ত আর একজন পরমপুরুষ ভগবান হয়ে লীলা করেন তৎসহ কলিহত অন্ধ জীবদের শিক্ষাদান করেন।সুপথে চালনা করতে চেষ্টা করেন। যাইহোক আজ গোবিন্দ আমার রাধার মনোভাব জানতে পেরে,তাঁর বাসনা পূর্ণ করবার তরে চাঁদ নিব বলিয়া কাঁদছেন।মা গোপালের মনের ভাব কি তা তো জানেন না, গোপাল সকালবেলা পালঙ্কে বসে কাঁদছেন তা শুনে মা যশোমতীর চরম অস্থির হয়েছেন, আর বাড়ীর দাসীদের বলছেন, ঐ দেখ আমার গোপাল চাঁদ নিব চাঁদ নিব বলে কাঁদছে।এখন আমি কি করি, আর কি বলছে জানিস?মা আমায় চাঁদ এনে দাও আমি চাঁদ নিয়ে খেলা করব। এখন আমি কি করব?সকালবেলা চাঁদ কোথায় পাব, যে গগনে গোপালকে দেখাব?মা বলছেন শোন বাপ! সূর্য‍্য অস্তাচল হোক, নিশি আসুক, আমি তোকে চাঁদ দেখাব।নিশি না হলে তো চন্দ্র উদয় হবে না, চুপ কর বাপ চুপকর। আমি তোর কাঁদা বদন সইতে পারছি না, তবুও গোপাল নিজের ও রাধার বাসনা পূর্ণ করবার ছলে কাঁদছেন।*
*🔷তেওট, বড় দু-ঠোকা----, পদ,*
*উঠি ঘুম ঘোরে, পালঙ্ক উপরে,*
        *ফুকারি কান্দিছে বসি।*
*আখর= প্রভাতে কানাই ঘুমের ঘোরে, বসে রয়েছে পালঙ্ক উপরে, ফুকরি কান্দিছে চাঁদ চাঁদ করে।*
*🍀কথা= গোপাল সকালবেলা ছলনা করে কাঁদছে, আর মাকে বলছেন, ওগো মা! তুমি আমাকে গগনের চাঁদ ধরে এনে দাও।*
                   *ক্রমাগত*


*🌻🌻🌻🌻পদ🌻🌻🌻🌻*
*ছলে করি মায়া, কান্দিছে যাদুয়া,*
    *মা মোরে আনি দেহ শশী।।*
*আখর=মায়াকরি ছলে কাঁদিছে কানাই, তুমি চাঁদ এনে দাও আমায়, সেই চাঁদ লয়ে আমি খেলব সদাই।*
*🍀কথা=যশোমতী মা কথা শুনে গোপালকে বলছেন, ওরে বাপধন! এ তুই কোন কথা বলছিস? এই দিনের বেলায় চাঁদ কোথায় পাব?*
                   *পদ*
*এ কথা শুনিয়া, যশোদা হাসিয়া,*
      *বলে ও মা একি কথা।*
*আখর=মা হাসি হাসি কইছে কথা, গোপালের মুখে শুনি বারতা, তুই বলছিস এ কোন কথা, দিনের বেলা চাঁদ কোথা।*
*🍀কথা=বাৎসল‍্য রসের প্রতিমূর্তি মা নন্দরাণী, গোপালকে বলছেন,শোনবাপ!আমি এখন চাঁদ কোথায় পাব?*
                    *পদ*
*রাণী কহে বাণী, শুন নীলমণি,*
     *আমি চাঁদ পাব কোথা।*
*আখর=মা বলছে ওরে কানাই,নিশি শেষে ভানু হয়েছে উদয়,বল বাপ এখন চাঁদ পাব কোথায়।*
*🍀কথা=মায়ের কথা শুনে গোপাল বলছেন,আমি কোন কথা শুনব না, ওগো মা তুমি আমায় সেই চাঁদ এনে দাও তাহলে আমি আর কাঁদব না।আমি সেই চাঁদ নিয়ে মনের আনন্দে খেলা করব।*
                 *পদ*
*কহে নীলমণি, শুন গো জননী,*
        *খেলাইব চাঁদ লইয়া।*
*আখর=আমার কথা শুন শ্রবণে, আমি চাঁদ লয়ে খেলব সখাগণ সনে,তাই বলি মা চাঁদ দাও না এনে।*
                 *পদ*
*সে চাঁদ বিহনে, না রহে পরাণে,*
         *বিদরিয়া যায় হিয়া।।*
*আখর=মাগো দাও আমায় চাঁদ এনে, নইলে আমি বাঁচব না প্রাণে, প্রাণ যাবে মোর সেই চাঁদ বিহনে।*
*🍀কথা=গোপাল বলছেন, মা তুমি যদি আমায় সেই চাঁদ না এনে দাও, তাহলে বুঝি প্রাণে আর বাঁচব না।*
                    *পদ*
*


*আখর=যায় পরাণ বিদরে,সেচাঁদ নয়নে না হেরে, চাঁদ এনে দাও মা আমারে।*
*🍀কথা=গোপাল পুনঃপুনঃ মাকে বলছেন,মাগো আমায় চাঁদ এনে দাও নইলে হয়ত প্রাণে বাঁচব না,মাকে একথা বলছেন আর ধূলোয় গড়াগড়ি যাচ্ছেন।*
          *প্রথম পদে শেষ কলি*
           °°°°°°°°°°°°°°°°°°°°°°°
*এ বোল বলিয়া, ধূলাতে পড়িয়া,*
       *লোটায় যাদব রায়।*
*আখর=চাঁদের লাগি ধূলায় লোটায়, মায়ের বচনে কানাই, মাগো চাঁদ বিনে আমার প্রাণে বাঁচা দায়।*
                    *পদ*
*এ কি হৈল দায়, না দেখি উপায়,*
          *ভণয়ে শেখর রায়।।*
*🍀কথা=ভাবাবিষ্ট পদকর্তা শেখর রায় বলছেন, এ কি আমার গোপালের অবস্থা, এত করি বুঝিয়েও বুঝ মানে না,একি হল দায়।*
             *দ্বিতীয় পদ*
      *(কাটা মধ‍্যম, দশকুশী)*
     *কেনে গো কান্দিছে নীলমণি।*
*শিকল=মাগো--তোমার গোপাল কে করছে ক্রন্দন,*
      *খুলে বলো সব বিবরণ,*
*আমাদের কাছে আর কোরো না গোপন,*
*তোমার কথা শুনে গোপালের ক্রন্দন করাব সম্বরণ,*
*ওগো--ওমা কেনে গো কান্দিছে।*
*(২)মাগো--আমরা হলাম ব্রজের নারী,*
*তাইতো গোপালের ক্রন্দন সহিতে নারি,*
*তুমি মা হয়ে ক্রন্দন সইছ কেমন করি,*
*তার ক্রন্দন শুনে প্রাণ যায় বিদরি,*
*বলি--ওগো ওমা, কেনে গো কান্দিছে।*
*(৩)মাগো=(ঐ দেখ)কাঁদছে গোপাল চাঁদ চাঁদ করে,*
*মাগো চাঁদ ধরে এনে দাও না তারে,*
*তোমার সেই চাঁদ পেলে পরে,*
*গোপালের ক্রন্দন যাবে দূরে,*
*গোপাল আর কাঁদবে না মা,*
*সেই চাঁদ ধরে এনে দিলে,*
*কেনে গো কান্দিছে নীলমণি।*
                   *পদ ২য়*
*আমরা পরের নারী,ক্রন্দন সহিতে নারি,*
       *কোন প্রাণে তুমি সইছ তুমি।।*
*আখর=আমরা হলাম পরের নারী,*
*তবুও গোপালের ক্রন্দন সইতে নারি,*
*তুমি মা হয়ে সইছ কেমন করি।*
                    *পদ ২য়*
*যাদুয়া মাগয়ে যাহা,আগে আনি দেহ তাহা,*
       *তবে গোপাল স্থির বান্ধে।*
*আখর=কর মা গোপালের আশা পূরণ,*
*যা চাই তা এনে দাও এখন,*
*তবে গোপাল আর করবে না ক্রন্দন।*
                      *পদ ২য়*
*যশোদা বোলে গো মাই,আমি তার কথা কই,*
     *গোপাল মোর চাঁদের লাগি কান্দে।।*
*আখর=শোন তোমরা আমার বচন,*
*গোপালের কথা তুমি কর গ্রহণ,*
*সে চাঁদ নিব বোলে করছে ক্রন্দন।*
                  *পদ ২য়*
*অবোধ শিশুর মতি,দিনে চাঁদ পাব কতি,*
          *এ বড় বিষম হৈল দায়।*
*🍀কথা=ওরে আমার গোপাল, তুই বলছিস বটে, কিন্তু এই দিনের বেলায় চাঁদ পাব কোথায়?*
*আখর=নিশির শেষে হয়েছে ভানুর উদয়,*
*বল কানাই,এখন চাঁদ পাব কোথায়,*
*নিশির শেষে দিনের বেলায়,এ যে হল বিষম দায়।*
*🍀কথা=মা যশোদা মনে মনে চিন্তা করছেন আর বলছেন, আমি কি দিয়ে গোপালকে তুষ্ট করব, আমি কিছু স্থির করতে পারছি না,হায়!আমি এই দিনেরবেলায় চাঁদ পাব কোথায়? ওরে ব্রজবাসিনী!তোমরা যদি এর কোন সমাধান জানো তো বলো?*
                   *পদ ২য়*
*কি দিয়ে তুষিব যাদু,কোথায় পাইব বিধু,*
         *জান যদি কহনা উপায়।।*
*আখর=এখন চাঁদ আমি পাব কোথায়,*
*নিশির শেষে দিনের বেলায়,*
*যদি জান তোমরা বলনা উপায়,*
*আমি কি দিয়ে তুষ্ট করব কানাই।*
                   *পদ ২য়*
*এ ক্ষীর মাখন ননী,কত না দিয়াছি আনি,*
        *আর তাহা কিছু নাহি খায়।*
*আখর=এনে দিয়েছি ছানা ননী,*
*খাই নাই মোর নীলমণি,*
*বলে খাব না তোমার ছানা ননী।*
                 *পদ ২য়*
*যদুনাথের শুন বাণী,আমার যে নীলমণি,*
       *চাঁদ বলি ভূমে গড়ি যায়।।*
*🍀কথা=বৈষ্ণব কবি যদুনাথ বলছেন,অদ‍্য গোপাল চাঁদ চাঁদ করে কেন ধূলোয় গড়াগড়ি যাচ্ছে তা কিছুই অনুভব করা যায় না।*
*আখর= আমার প্রাণের কানাই,*
*চাঁদ চাঁদ করি ধূলোয় লোটায়,*
   *পদ কবি যদুনাথে কয়।*


*চাঁদধরা তৃতীয় পদ*
°°°°°°°°°°°°°°°°°°°°°
*চাঁদ আজ চাঁদের লাগি কাঁদে।*
*আখর=কেন বা কাঁদিছে, কোন চাঁদের লাগি চাঁদ, কেন বা কাঁদিছে।*
*🍀কথা=মা যশোমতী বলছেন, গোপাল আমায় বিপাকে ফেলেছে,আমি দিনেরবেলায় সেই চাঁদ পাব কোথায়?*
                   *পদ তৃতীয়*
*যাদুয়া ফেলিল বিষম ফাঁদে।।*
*🍀কথা=বাৎসল‍্যময়ী প্রেমময়ী মা যশোমতী গোপালকে প্রবোধ দিচ্ছেন, ওরে বাপ গোপাল!অমন করে আর কাঁদিস না,তুই তো আমার চাঁদের পসার।*
                  *পদ তৃতীয়*
*না কাঁদ না কাঁদ শিশু আর।*
*আখর=তুমি চাঁদ বলে আর কেঁদনা, তোমার কাঁদা বদন আর সহে না,চাঁদ এনে দিব চিন্তা কোরো না।*
                  *পদ তৃতীয়*
*তুমি আমার চাঁদের পসার।।*
*দশ চাঁদ তোমার চরণ উপরে।*
*আর দশ চাঁদ তোর মুরলী পরে।।*
*আখর=কত শত চাঁদ খেলা করে,*
*তোমার ঐ মুরলী স্বরে,*
*তুমি কেন কাঁদছ চাঁদ চাঁদ করে।*
                 *পদ তৃতীয়*
*তুমি কাঁদ চাঁদের লাগিয়া।*
*চাঁদ মলিন ও মুখ দেখিয়া।।*
*আখর=*তুমি কাঁদছ কেন চাঁদচাঁদ করে,চাঁদ মলিন হয়েছে তব বদন হেরে,তুমি কেঁদনা আর চাঁদচাঁদ করে।*
             *পদ তৃতীয়*
*আর না কাঁদিহ নীলমণি।*
*চাঁদ ধরি দিব যে এখনি।।*
*আখর=(চাঁদ বোলে)আর কেঁদনা নীলমণি,*
*চাঁদ ধরি তোমায় দিব এখনি,*
*কত বুঝাইছে মা নন্দরাণী।*
                   *পদ তৃতীয়*
*যত যত বুঝায় জননী।*
*শুনিয়া না শুনে নীলমণি।।*
*আখর= মা করছেন ছলনা, গোপালে বুঝালে বুঝে না, শুনিয়াও কানে শুনেনা।*
              *পদ তৃতীয়*
*যদু কহে ওকথা না মানি।*
*চাঁদ ধরি দেহ যে এখনি।।*
*আখর=করজোড়ে বলছে নীলমণি, তুমি চাঁদ ধরি দাও এখনি, তোমার ছলনা নাহি মানি।*
*🍀গোপালের কথা শুনে মা বলেন--*


*শ্রীকৃষ্ণের চাঁদধরা চতুর্থ পদ*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*যশোদা কহয়ে রাণী,শুন ওগো রোহিণী,*
     *যাদু মোর চাঁদের লাগি কাঁদে।*
*আখর=(যশোদা)রোহিণী কে বলছে মধুর বচন,*
*দিদি তুমি আমার কথা কর শ্রবণ,*
*গোপাল চাঁদ নিব বোলে করছে ক্রন্দন।*
                   *পদ চতুর্থ*
*নিবারিতে নারি আমি,তুরিতে আইস তুমি,*
    *তবে তো গোপাল স্থির বান্ধে।।*
*আখর=দিদি তুমি এসো তাড়াতাড়ি,*
*আমি গোপালকে সম্বরিতে নারি,*
*কাঁদছে গোপাল চাঁদ চাঁদ করি।*
                  *পদ চতুর্থ*
*শুনিয়া রোহিণী ধাঞা,গোপালেরে কোলে লঞা,*
         *কত মত বুঝায় আপনি।*
*আখর=ছুটে এলো রোহিণী, গোপালের কান্না শুনি,রোহিণী,কোলে নিল নীলমণি।*
                   *পদ চতুর্থ*
*ক্ষীর সর নবনী দেয়,তাহা কিছু নাহি খায়,*
        *চাঁদ বলি কান্দে নীলমণি।।*
*🍀কথা=রোহিণী তখন গোপালকে কত আদর করে কত কত ক্ষীর সর নবনী দিচ্ছেন, গোপাল তবুও মুখে তুলছেন না, মুখে কেবল একটি শব্দ আমাকে চাঁদ এনে দাও।*
                     *পদ চতুর্থ*
*ব্রজের রমণী আসি,চতুর্দিকে ঘিরে বসি,*
         *তারা সবে গীত আরম্ভিল।*
*🍀কথা=গোপালের কান্নার কথা ধীরে ধীরে বাইরে প্রকাশ পাচ্ছে।এক এক ব্রজের রমণীগণ আসছেন, আর গোপালকে ভোলানোর জন্য গীত গাইছেন, কিন্তু সেই গীতেও গোপাল কর্ণপাত করছেন না, বারংবার একই কথা বলে যাচ্ছেন।*
                    *পদ চতুর্থ*
*বাদ‍্য যন্ত্র যত যত,গোপালের অভিমত,*
        *তাহা শুনি আন নাহি ভেল।।*
*আখর=তারা বাজাইল বাদ‍্যযন্ত্র, গোপালের মনের মত, তা শুনেও হল না শান্ত।*
                 *পদ চতুর্থ*
*তবে স্থির হৈয়া রাণী,কোলে করি নীলমণি,*
        *সর্বাঙ্গেতে বুলাইল হাত।*
*🍀কথা= মা যশোমতীও নিজেকে স্থির রাখতে পারছেন না, গোপালের কান্না শুনে।তারপর নিজেকে স্থির করে গোপালকে কোলে কোরে আমার বাপধন, আমার যাদুধন,আমার মানিক, আমার নীলমণি বলে সর্বাঙ্গে হাত বুলিয়ে শান্ত করবার চেষ্টা করছেন।*
                *পদ চতুর্থ*
*যাদুয়া সর্বদা কান্দে,সুস্থির নাহি বান্ধে,*
       *চাঁদ চাঁদ করে যদুনাথ।।*
*🍀কথা=এবারে মা নন্দরাণী গোপালের মনোভাব জেনে গোপালকে বলছেন, ওরে গোপাল! তুই আর কাঁদিস না বাপ, আমি তোকে সত‍্য সত‍্যই করে বলছি, আজ সেই গগনের চাঁদ তোকে ধরে দিব।দেখ বাপ দিনমণি অস্তাচলে প্রায়, নিশামণি (রাত্রিকাল) আসবে এবং তার সঙ্গে সঙ্গে গগনে চাঁদের উদয় হবে,তখন আমি কি করব জানিস? আমি আকাশে ফাঁদ পাতবো, পেতে সেই গগন চাঁদ ধরে এনে দিব।তখন তুই চাঁদ নিয়ে খেলা করবি। ও বাপ গোপাল আর কাঁদিস না, আমার কথা শোন।তুই সকাল থেকে কিছুই খাস নি বাপ,কিছু খেয়ে নে,এই দেখ ক্ষীর সর নবনী মাখন তর জন্য সাজিয়ে রেখেছি বাপ খেয়েনে।* *মা যশোমতীর সুমধুর কথা শুনে গোপাল কান্নারত ছিলেন কাঁদতে কাঁদতে হেসে উঠেছেন,হেসে উঠে মায়ের কোলের উপর বসে ঘন ঘন গর্জন করছেন,আর গোপাল বলছেন, শুন বাপের গুরু,তুমিই হলে আমার চাঁদের তরু, গোপালের সেই কথা শুনে----*


*শ্রীকৃষ্ণের চাঁদধরা পঞ্চম পদ*
  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*তবেত যশোদা রাণী,কোলে লৈয়া নীলমণি,*
      *আঙ্গিনাতে বসিল কৌতুকে।*
*আখর=আন কথা বলছে নানাচ্ছলে, চুম্বন করছে বদন কমলে, গোপালকে ভুলাইবে বোলে।*
                  *পদ পঞ্চম*
*আন কথা নানা মতে,গোপালেরে ভুলাইতে,*
       *ঘন চুম্ব দিয়া চাঁদ মুখে।।*
*🍀কথা=বাৎসল‍্যময়ী মা যশোদা পুত্রের এই অবস্থা দেখে চরম চিন্তিত হয়ে মনে মনে তাঁর গৃহ দেবতা তাঁর ইষ্টদেব স্বয়ং নারায়ণের নিকট নিজ মনের কথা জানাচ্ছেন। আর বলছেন, হে নারায়ণ! আমার পুত্র যে ভাবনায় ভাবিত হয়েছে,তার একটি সমাধান করুন।ঐ দিকে গোপাল মায়ের কোলে বসে বাৎসল‍্য প্রেম আস্বাদন করছেন, আর মায়ের অন্তরের কথা জানতে পেরে (তিনি তো অন্তর্য‍্যামী, বিশ্বব্রহ্মান্ডের প্রতিটি জীবের অন্তরের কথা জানেন,তাই মায়ের অস্থিরতা দূর করবার জন্য এবং নিজ আশা পরিপূর্ণ করবার জন্য অর্থ‍্যাৎ ভক্ত ও ভগবানের মিলন দেখাবার জন্য ও সকল ভক্ত চূড়ামণিগণের আনন্দ বর্ধনের জন্য ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন।সাড়ে চব্বিশ চাঁদের সঙ্গে অনন্ত চাঁদের মিলন দর্শন।*
                   *পদ পঞ্চম*
*চাঁদ মুখে চুম্ব দিতে,রাই এল আচম্বিতে,*
      *সঙ্গে করি সঙ্গিনী বালিকা।*
*আখর=চুম্বন করছে নন্দরাণী, হঠাৎ আইল মোর রাইধনি, সঙ্গে করে ব্রজরমণী।*
                  *পদ পঞ্চম*
*তপ্ত কাঞ্চন আভা,প্রফুল্ল বদন শোভা,*
        *যেন কত চাঁদের মালিকা।।*
*আখর=যেন চাঁদের হাট বসেছে, নন্দরাণীকে ঘিরে ঘিরে, ছোট ছোট চাঁদের মালায়।*
*🍀কথা=তপ্তকাঞ্চন গৌরিঙ্গনী সর্ব মনোহরণকারিণী বৃষভানু নন্দিনী রাধারাণী যখন নন্দগৃহে এলেন, রাধাকে দর্শন করে মা যশোমতী আনন্দে আত্মহারা হলেন।রাধাকে দর্শন মাত্রেই প্রেমময়ী মা যশোদার মনে হল যেন কোটি কোটি চন্দ্র দর্শন করছি।এবারে রাধাকে নিজ বাৎসল‍্যে নিকটে নিলেন এবং বললেন,তুমি মুখখানি ঢেকে বস,না জানি তোমার বদন দর্শন করে গোপালের যদি পুনঃ চাঁদের বাইনা ধরে আমি তখন কি করব, (রাধা-কৃষ্ণ এক আত্মা, রাধা অন্তরে অন্তরে বলছেন, মাগো তোমার গোপাল আর আমার বদন দর্শন করে চাঁদ চাঁদ বলে বায়না ধরবে না, যে চাঁদের জন্য তোমার গোপাল বায়না ধরে ছিল,সেই চাঁদের বদন দর্শন করলেই তোমার আর কোন চিন্তা থাকবে না)।*
                  *পদ পঞ্চম*
*অবোধ শিশুর মন,যদি হয় উদ্দীপন,*
        *তবে আর কিসে বা বুঝাব।*
*হাসি কহে যদুনাথ,পুরিল মনের সাধ,*
         *চাঁদ বলি আর না কাঁদিব।।*
*আখর=হেসে কইছেন নীলরতন, মোর মনোবাসনা হ'ল পূরণ, আর চাঁদ বলিয়া করব না ক্রন্দন।*
*🍀কথা=তারপর রাধাকে দর্শন মাত্রে গোপাল,মাকে বলছেন, মা-ওমা আমার খুব ক্ষুধা পেয়েছে খেতে দাও।*
                 *পদ ষষ্ঠ*
                   •••••••••
*হাসি রাধা বিনোদিনী,কহয়ে সরস বাণী,*
       *শুন ওগো মাই নন্দরাণী।*
*তোমার কোলে নীলমণি,কতশত চন্দ্র জিনি,*
       *রাধা মুখ তাহে যে গণি।।*
*আখর=(রাধা বলছেন)কোলে আছে নীলমণি,শরতেরও চন্দ্র জিনি, তাহে দেখি রাধা বদন খানি।*
                      *পদ ষষ্ঠ*
*রাধা হেন কুলবতী,কত শত যুবতী,*
        *গোপাল চরণ ধ‍্যান করে।*
*এতেক কহেন রাই,শুনিয়া যশোদা মাই,*
        *করে ধরি বসাইল তারে।।*
*আখর=রাই কথা কইছে যশোদারে,রাণী রাইয়ের কথা শ্রবণ করে,রাইকে বসাইল কর ধরে।*
                  *পদ ষষ্ঠ*
*সকল সঙ্গিনী লৈয়া,বসিল আনন্দ হৈয়া,*
      *দেখি যাদু হাসিতে লাগিল।*
*যদুনাথ দাসে কয়,কিবা সে আনন্দময়,*
      *গোপালের ক্রন্দন চুপাইল।।*
*🍀কথা=পদ কবি যদুনাথ দাস লীলা দর্শন করে আনন্দ ধরে না।*
*আখর=হেরে রাইয়ের চাঁদবদন, আনন্দেতে হয়ে মগন, দূর হইল গোপালের ক্রন্দন।*
                  *পদ সপ্তম*
                   🌹🌹🌹
*যশোদা রাণীর পাশে,প্রণাম করিয়া বৈসে,*
       *তাহা দেখি হাসয়ে গোপাল।*
*আখর=(রাই)রাণী পাশে বসিল আনন্দ মনে,প্রণাম জানাল মায়ের চরণে,তাই হাসছে গোপাল আনন্দ মনে।*
                  *পদ সপ্তম*
*জননীর কোল হতে,রাই অঙ্গ পরশিতে,*
       *এইত সময় দেখি ভাল।।*
*জগত ঈশ্বর হরি,জননীরে ভয় করি,*
         *ভাবনা করিছে মনে মনে।*
*বালক স্বভাব আছে,দোষব দেখিলে পাছে,*
        *হামাগুড়ি যায় নানা স্থানে।।*
*আখর=হামাগুড়ি দিয়ে যায়, বালক স্বভাবে কানাই,যেখানে বসে রয়েছে রাই।*
                    *পদ সপ্তম*
*রাণী কহে রাধিকায়,গোপাল তোমা পানে চাই,*
        *ডাক দিয়া লহ নিজ পাশে।*
*আখর=রাই তুমি মোর কথা শোন, গোপাল চাইছে তোমার বদন পান, ডেকে কাছে বসাও কৃষ্ণধন।*
                   *পদ সপ্তম*
*পশারিয়া দুই পাণি,এস এস বলে ধনি,*
        *আনি বসাইল সভা মাঝে।।*
*রাণী নিজ কাজে গেলা,আনন্দে করিছে খেলা,*
        *বালক বালিকা সঙ্গে।*
*যতদিন মন কাজ,পুরাইল যদু রাজ,*
        *যদুনাথ দাস রস গানে।।*
*আখর=নিজকাজে গেলা নন্দরাণী, রাই সনে খেলিছে নীলমণি, তাদের সনে খেলে যত সঙ্গিনী।*
*🌹দোঁহার বাসনা পূর্ণ হ'ল,চাঁদে চাঁদে আজ মিলন হল,উলুধ্বনি দেয় ব্রজের সঙ্গিনীগণ।*
*🌻তোমরা জয় দাও জয় দাও, জয় রাধে শ্রীরাধে বলে,দুইটি বাহু উপরে তুলে।*
*🙏এখানেই বিরাম হল, শ্রীকৃষ্ণের চাঁদধরা লীলা, বানান ভুল ভ্রান্তি মার্জনীয়।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html