🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

ব্রাহ্মণ ও বৈষ্ণব এনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? ✍️ শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 🙏

✧════════════•❁❀❁•════════════✧
ব্রাহ্মণ ও বৈষ্ণব এনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে꧂
✧════════════•❁❀❁•════════════✧
এটি বিশ্লেষণের পূর্বে আমি সকল ব্রাহ্মণ ও বৈষ্ণব গণের শ্রীচরণে সহস্রকোটি প্রণাম জানাই 
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
প্রথমে জানাই কিছু ভুল হলে সকলে ক্ষমা করবেন।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ব্রাহ্মণ হলো চতুর্বর্ণের প্রথম বর্ণ যা মানব সমাজের চারি বর্ণের শ্রেষ্ঠ স্বরুপ। আর বৈষ্ণব হলো শ্রীহরি বা শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের উপাসক। এরা চতুর্বর্ণের অন্তর্ভুক্ত হয়েও ভিন্ন। কেনো ভিন্ন সে বিষয়ে এদের অপ্রাকৃত গুনাবলী গুলি একটু আলোকপাত করা যাক। 

শ্রীমদ্ভগবদগীতায়(১৮/৪২) শুদ্ধ ব্রাহ্মণের নয়টি  গুনাবলী বর্ননা করা হয়েছে।

"শমো দমস্তপঃ শৌচং ক্ষান্তিরার্জবমেব চ।
  জ্ঞানং বিজ্ঞানমাস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম্।।"

 ব্রাহ্মণের গুণাবলীর মধ্যে আছে:-
১) শম বা মন সংযম, 
২) দম বা ইন্দ্রিয় সংযম, 
৩) তপস্যা, 
৪) শৌচ, 
৫) ক্ষান্তি বা ক্ষমাশীলতা, 
৬) আর্জবম্ বা সরলতা, 
৭) জ্ঞান, 
৮) বিজ্ঞান এবং
৯) আস্তিক্যম। 

কিন্তু শ্রীমদ্ভগবদগীতায় (৬/৪৭) ও (১২/২) এই শ্লোক গুলিতে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর শরণাগত ভক্তকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে শুদ্ধ ভক্তকে ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ বলা হয়েছে এবং বৈষ্ণবের ২৬ টি অপ্রাকৃত গুনাবলী বর্ণনা করা হয়েছে।

"সর্ব মহাগুণ গণ বৈষ্ণব শরীরে।
 কৃষ্ণভক্তে কৃষ্ণের গুণ সকল সঞ্চারে।।"
 বৈষ্ণবদের গুনাবলীর মধ্যে আছে:-
১) কৃপালু, 
২) অকৃতদ্রোহ, 
৩) সত্যসার, 
৪) সম, 
৫) নির্দোষ, 
৬) বদান্য, 
৭) মৃদু, 
৮) শুচি, 
৯) অকিঞ্চন, 
১০) সর্বোপকারক, 
১১) শান্ত, 
১২) কৃষ্ণৈকশরণ, 
১৩) অকাম, 
১৪) নিরীহ, 
১৫) স্থির, 
১৬) বিজিত ষড় গুণ যা হলো- ক্ষুদা, পিপাসা, লোভ, মোহ, জরা ও মৃত্যু,
১৭) মিতভুক, 
১৮) অপ্রমত্ত, 
১৯) মানদ, 
২০) অমানী, 
২১) গম্ভীর, 
২২) করুণ, 
২৩) মৈত্র, 
২৪) কবি, 
২৫) দক্ষ এবং
২৬) মৌনী। 

এই জগতে মানব জাতির মধ্যে ব্রাহ্মণকে আমরা সর্বশ্রেষ্ঠ গণ্য করে থাকি। তবে ব্রাহ্মণ আর বৈষ্ণবের লক্ষণ বা গুণাবলী গুলি পর্যালোচনা করলে, দেখা যায় বৈষ্ণব কৃষ্ণগত প্রাণ হওয়ায় সর্বশ্রেষ্ঠ।

 ব্রাহ্মণ আর বৈষ্ণবের  এই গুণের কথা না ভেবে সকলের মনে এই রূপ স্মরন করতে হবে সকলি আমারা ইশ্বরের দাস মাত্র।

ব্রাহ্মন বা বৈষ্ণব দুজনে ভগবানের খুব কাছের কিন্তু এই দুই সম্প্রদায় বিদ্বেষ করে আমি বড়ো কও বলে আমি বড়ো তাই এই পোষ্ট । সকল জীব একমাত্র ভগবানের দাস এটাই আমাদের মূল পরিচয়।

কও বড়ো নয় একে ওপরের তুলনায় , ইশ্বরের কাছে সবাই এক। তাই শুধু মাএ সেই পরমেশ্বর ভগবানের স্মরন গ্রহন করুন।
             *••••┉━❀꧁ রাধে রাধে ꧂❀━┅••••*
  
                 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।

       *••••┉━❀꧁ জয় শ্রীশ্রীজগন্নাথ ꧂❀━┅••••*

              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥

    *••••┉━❀꧁জয় শ্রীশ্রীরাধাকান্ত꧂ ❀━┅••••*

             শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিবাসস্থলী
শ্রীগুরুদেব(আশ্রিত)-বৈষ্ণব কুলতিলক আচার্য্যপ্রবর মহান্ত মহারাজ শ্রীল ধ্যানচন্দ্র দাস গোস্বামী (শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলায় শ্রীগম্ভীরা মন্দিরে ঊনবিংশ পীঠাচার্য্য, শ্রীশ্রীরাধাকান্ত মঠ - শ্রীশ্রীগম্ভীরা, শ্রীধাম পুরী), মধবাচার্য্য(ব্রহ্ম) সম্প্রদায়,বক্রেশ্বর পরিবার(শ্রীতিলক সেবা- শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীচরণ), তুঙ্গবিদ্যা সখী,পশ্চিম দ্বার, লবঙ্গ মঞ্জুরী ( সনাতন গোস্বামী)।
*••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••*
শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম।
নিবাস-গিরিরাজ ভবন, উত্তর নারায়নপুর, ভলীয়া, আরামবাগ, হুগলী, পশ্চিমবঙ্গ।
••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••
      📚 *PDF গ্রন্থ* 📚👉 https://drive.google.com/folderview?id=1_2ZHIyZKJeOOLMK0uLv53SkpMNgyi6eR 
✧════════════•❁❀❁•════════════✧

শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html