🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

২২. চিত্রপট লিখন ও দর্শন 🙏 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_84.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
             ꧁ ২২. চিত্রপট লিখন ও দর্শন ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
*অথ   চিত্রপট  দর্শন*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*কৃষ্ণের মূরতী চিত্রপটেতে লিখিয়া*
*দেখাইল যবে সখী বিশাখা আনিয়া*
*দেখিয়া মূর্ছিত রাই হৃদয়ে ধরিয়া*
*হাহাকার করি কান্দি ক্ষিতি লোটাইয়া*
( *শ্রীশ্রীভক্তমাল)*
*চিত্রপট লিখন ও দর্শন গৌরচন্দ্রিকা*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*কি মধুর মধুর,বয়স নব কৈশোর*
        *মূরতি জগমোহনহারী*
*কি দিয়া কেমনে বিধি,নিরমল গোরা তনু*
         *আকুল কূলবতী নারী*
*বিফল উদয় করে,গগনে যে শশধরে*
         *গোরারূপে আলা তিনলোকে*
*তাহে এক অপরূপ,যেবা দেখে চাঁদমুখ*
        *মনের আঁধার নাহি থাকে*
*চল চর প্রেমমণি,কিয়ে থির দামিনী*
       *ঐছন বরণক আভা*
*তাহে নাগরালী বেশ,ভুলাইল সব দেশ*
     *মদন মনোহর শোভা*
*যতি সতী মতিহত,শেষ যেন কূলব্রত*
       *আইল ভূবন-চিত-চোর*
*হরেকৃষ্ণ দাসে কয়,গোরা না ভজিলে নয়*
     *এ ঘর করণে দেহ ভোর*
*গৌরচন্দ্রিকার পর ব্রজলীলার প্রথম পদ।*
*কালিয়ার রূপ,মরমে লাগিয়া,*
       *সেথায় না রহে মনে।*
*বিরলে বসিয়া ;সখীরে কহয়ে,*
       *দেখাইলে রহে প্রাণে।।*
*এ বোল শুনিয়া,বিশাখা ধাইয়া,*
       *শ‍্যাম কলেবর দেখি।*
*রাইয়ের গোচরে,দেখাবার তরে,*
       *পটের উপরে লিখি।।*
*আনি চিত্রপটে, রাইয়ের নিকটে,*
      *সমুখে রাখিল সখী।*
*সেরূপ দেখিয়া,মূরছিত হইয়া,*
       *পড়িল কমলমুখী।।*
*মন্দাকিনী পারা,কত শত ধারা,*
        *ও দুটি নয়নে বহে।*
*করহ চেতন,পাবে দরশন,*
       *এ দাস উদ্ধব কহে।।*
&&&&&&&&&&&&&&&&&&&&&&&
*শ‍্যাম রূপ হেরি,তুলি করে ধরি*
       *বিশাখা চতুরা সখী*
*অনুরাগে মন, হেরিয়া মগন*
       *পটের উপরে লিখি*
*প্রথমে চরণ,করিয়া স্থাপন*
       *রাখিয়া বিনোদ ছান্দে*
*বিনোদ কটিতে, বিনোদ ধটি*
      *বিনোদ করিয়া বান্ধে*
*সুপট্ট বসন, করি কোচায়ন*
       *পরাওল এবে তায়*
*উড়নি দিলেক, বিনোদ কটিতে*
      *সে না শোভার বালাই যায়*
*বাহু দুটি লিখি,ছল ছল আঁখি*
       *মুরলী বাজায় করে*
*নিরখি বদন, হরষিত মন*
      *তিলক নাসিকা 'পরে*
*বামে হেলাইয়া,চূড়াটি বাঁধিয়া*
       *নিরখে বিশাখা সখি*
*অনুরাগে মন,সদাই মগন*
      *দ্বিজ চন্ডীদাস সাখী*
#######################
  *দেখ এক মূরতী মোহন*
*অনেক যতন করি,লিখিয়া এনেছি গো*
        *এক মনে কর দরশন*
*কানাড়া কুসুম জিনি,দলিত আঞ্জন গো*
      *নব জলধর যিনি ছটা*
*কটিতে কিঙ্কিণী,পীতাম্বর পরিধান গো*
       *ভালে শোভে চন্দনের ফোঁটা*
*চাঁচর চিকুর,চূড়ে শিখিপুচ্ছ উড়ে গো*
    *গলে দোলে বিনোদ বনমালা*
*বিম্বাধরে বংশী লয়ে,কত তান ধরে গো*
       *চরণে নূপুর করে আলা*
*আর কত ভঙ্গি তার,লখিতে নারিনু গো*
     *লিখিব কতেক পরকার*
*গোবিন্দ দাস কহে,ঐছে উচিত গো*
      *করিতে গলার মণিহার*
&&&&&&&&&&&&&&&&&&&&&&&

চিত্রপট লিখন ও দর্শন

*এমন মূরতি কেমন করি*
*লিখিলে বিশাখা ধৈরজ ধরি*
*কিবা অপরূপ আ- মরি মরি*
*আনহ হিয়ার মাঝারে ধরি*
*দরশে লইল পরাণ হরি*
*পরশে কি হয় বলিতে নারি*
*দেখি দেখি পট আনহ কাছে*
*এমন পুরুষ কি জগতে আছে*
*দেখিতে দেখিতে পটের লিখা*
*পরাণ হরিল বিষম ডাকা*
*মনোহর কহে লিখিল যে*
*পরাণ নিছনি তাহারে দে*
(তিন নম্বর পদ পরিবেশন হবে)

*যে দেখেছি যমুনার ঘাটে*
*সেই দেখি এই চিত্রপটে*
*যার নাম কহিল বিশাখা*
*সেই এই পটে আছে আঁকা*
*যাহার মুরলী ধ্বনি শুনি*
*সেই বটে এ রসিক মণি*
*ভাটমুখে যার গুণগাঁথা*
*দূতী মুখে শুনি যার কথা*
*এই মোর হরিয়াছে মন*
*ইহা বিনে কেহ নাহি আন*
*এত কহি মূরতী পড়য়ে*
*সখী গণ ধরিয়া তোলয়ে*
*পুন কহে পাইয়া চেতনে*
*কি দেখিলুঁ দেখাও সে জনে*
*সখীগণ করয়ে আশ্বাস*
*ভণে ঘনশ‍্যামর দাস*          
 ✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html