🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

প্রেমভক্তি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/06/httpmrinmoynandy_49.html

✧═══════════•❁❀❁•═══════════✧
                         ꧁ প্রেমভক্তি 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*আমি বা আমরা শ্রীভগবানের জন‍্যে কতটা ভাবি বা চিন্তা করি,জোর দিয়ে বলতে পারবো না, কিন্তু শ্রীভগবান আমাদের জন‍্য চিন্তা করে করে যে কি অবস্থা হয়েছিল তারই সামান্য কিছু বর্ণনা করব।* *আমরা শাস্ত্রে পাই সত‍্যযুগে মানুষের আয়ু একলক্ষ বৎসর,ত্রেতাযুগে দশহাজার বৎসর, দ্বাপরযুগে একহাজার বৎসর ও কলিযুগে একশত বৎসর পরমায়ু।* *দ্বাপরযুগের শেষ আর কলিযুগের প্রারম্ভের কথা।* *এই স্বল্পায়ু জীবের জন্য ভগবানের ভাবনার শেষ ছিল না,কেমন করে?* *কি উপায়ে আগত কলিযুগের জীবকে রক্ষা করব।* *তিনি বললেন সত‍্যযুগে,ত্রেতাযুগের মানুষ ধ‍্যান,যজ্ঞ করে অনেকেই আমাকে লাভ করেছে,কারণ বহু পরমায়ু ছিল,* *দ্বাপরযুগে পূজো অর্চনা করেও অনেকে আমায় তুষ্ট করেছে,কিন্তু কলিযুগে,কী হবে স্বল্পায়ু জীবের?* *সেইজন‍্য ভগবান বললেন সত‍্য,ত্রেতাযুগে আমি অস্ত্র ধারণ করেছিলাম এবং অধর্মকে নাশ করে ধর্ম ফিরিয়ে এনেছিলাম,* *দ্বাপরযুগে ছলে বলে কৌশলে অসুর বিনাশ করে ধর্ম ফিরিয়ে এনেছিলাম।* *কিন্তু কলিযুগে আমি অস্ত্র ধারণ করব না,*
*কেবল প্রেম ও ভক্তির দ্বারা কলির জীবকে উদ্ধার করব।* *কিন্তু সেই প্রেম ও ভক্তি কোথায় পাব?* *হঠাৎ ভগবানের মনে পড়ল চারবেদ,চতুর্দশ শাস্ত্র ও আঠার পুরাণকে আহ্বান করলেন।* *এবং মনে করলেন আমি হয়ত এদের দ্বারা জানতে পারব।*দ্বাপরলীলার অন্ত হ'ল,এবং সকল বেদ,শাস্ত্র ও পুরাণগণদের আহ্বান করলেন,তাঁরা সারিবদ্ধ হয়ে ভগবানের সামনে এসে দাঁড়ালেন।* *আমরা হয়ত অনেকেই জানি গ্রন্থ বা শাস্ত্র ও পুরাণ কেবলমাত্র কাগজের তৈরী পুস্তক মাত্র, না!তাঁদেরও একটি আকার আছে।* *তাঁরা মূর্তিমান হয়ে ভগবানের সম্মুখে দাঁড়ালেন।* *শ্রীভগবান তাঁদের বললেন,তোমরা আমায় প্রেম ও ভক্তি প্রদান কর,তখন তাঁরা বললেন,হে ভগবন! হে প্রভো!আপনি যখন যে অবতারে এসে,যে নিজ মুখ নিঃসৃত বাণী প্রয়োগ করেছিলেন তাহাই আমরা,আপনার বাণী দ্বারা গঠিত,এর চেয়ে বেশী কিছু বলতে পারব না,বলে মাথা নত করে রইলেন।* *বা নতমস্তকে দাঁড়িয়ে রইলেন।* *অপরদিকে দেখা গেল এক মূর্তিমান ঋজু(সোজা)হয়ে দাঁড়িয়ে রয়েছেন।* *ভগবান শ্রীকৃষ্ণ তাঁকে জিজ্ঞাসা করলেন কে তুমি?* *তুমি কি আমায় প্রেম ও ভক্তি প্রদান করতে পারো?সোজা হয়ে দাঁড়িয়ে থাকা মূর্তিমান বললেন,* *আমি আপনার পর নহে,আমি আপনার দ্বারা গঠিত,আমি শ্রীমদ্ভাগবত।* *(শ্রীমদ্ভাগবত মনে মনে বললেন,আমি যদি সরাসরি বলে দিই তাহলে আগত কলির জীব এই তত্ত্ব পূর্ণ ভাবে জানতে পারবে না।)* *তাই বললেন,আমি আপনাকে সন্ধান দিতে পারি,আপনি সেখানে গেলে প্রেম ও ভক্তি পাবেন।* *(তাহলে এখানে কি বুঝা গেল?বেদ,শাস্ত্র ও পুরাণ অধ‍্যয়ন করে জ্ঞান বা পন্ডিত হওয়া যায়,ভক্তি লাভ হয় না,অতএব ভগবান লাভ করা যাই না।)* *কলিযুগে একমাত্র প্রেম ও ভক্তির দ্বারা ভগবান লাভ করা যেতে পারে, সত‍্য সত‍্যই যদি মন ও মুখ এককরে নিষ্কাম নিস্বার্থ হয়ে ভগবানের সাধন করে অবশ্যই তাঁর শ্রীচরণে আশ্রয় পাবেন।)* *যাইহোক,শ্রীমদ্ভাগবত বললেন,হে প্রভো!আপনি শ্রীবৃন্দাবনে গিয়ে শ্রীবৃন্দাবনেশ্বরী রাধারাণীর অষ্টসখী প্রধান আছেন তাঁদের কাছে বা স্বয়ং রাধাঠাকুরাণীর কাছ হতে প্রেম ও ভক্তি পাবেন।* *বিলম্ব না করে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গেলেন,প্রথমে অষ্টসখির নিকট গিয়ে বললেন,হে সখিগণ আমায় প্রেম ভক্তি প্রদান কর।* *তখন সখিগণ বললেন,হে বৃন্দাবনেশ্বর! আমরা সুখে,দুঃখে,হাসতে,খেলতে, উঠতে,বসতে,শয়নে,জাগরণে একমাত্র কৃষ্ণ ছাড়া আর আন কিছু জানি না,আমাদের ধ‍্যান ও জ্ঞান ও পরিবারের সদস‍্য শ্রীকৃষ্ণ।* *শ্রীকৃষ্ণ সখিদের কথা শুনে আরেক চিন্তায় পড়লেন,একমাত্র পথ ও সম্বল* *রাধারাণী,অতএব* *রাধারাণীর সামনে গিয়ে বললেন,হে* *রাধে,হে প্রাণেশ্বরী!*
*আমায় প্রেম ও ভক্তি প্রদান কর।* *রাধারাণী বললেন,আমি তো প্রেম ও ভক্তি কি জানি না।* *তবে তোমার কাছে বিশেষ প্রার্থনা,আমি ভিক্ষাপ্রার্থী,আমায় ভিক্ষা দাও।* *এইকথা শুনে কৃষ্ণের অহঙ্কার এলো,* *যে আমি তোমাদের কাছে এক ভিক্ষে নিতে এলাম,উল্টো তোমরা আমার কাছে ভিক্ষা প্রার্থী হলে?* *বলো,আমি ভগবান ষড়্ ঐশ্বর্যপূর্ণ, আমার কাছে শ্রী,যশ,বীর্য‍্য,* *ঐশ্বর্য‍্য,জ্ঞান ও বৈরাগ‍্য তাই আমি ভগবান।* *তখন রাধারাণী বললেন,হে নাথ!যদি তোমার কাছে সব কিছুই আছে,তবে আমাদের কাছে এসেছ কেন?* *যাও, রাধারাণীর এই সব কথা শুনে শ্রীকৃষ্ণের দর্প চূর্ণ হল,*
*শ্রীকৃষ্ণ তখন বললেন,হে রাধে!আমি ভুল করেছি,জোর হস্তে রাধারাণীর সামনে ক্রন্দন নয়নে প্রেম ও ভক্তি চাইলেন, একমাত্র তুমি ছাড়া আমার গতি নেই।* *তখন রাধারাণী বললেন,কে তুমি প্রেম ও ভক্তি চাইছ?* *তখন শ্রীকৃষ্ণ বললেন,হে রাধে!আমি বড়ই চিন্তিত আগত কলির জীবকে নিয়ে,তুমি আমায় রক্ষা কর।*  *তুমি আমায় রক্ষা কর।* *তখন রাধারাণীর স্বপ্নের কথা মনে পড়ে গেল।* *(বৈষ্ণব পদাবলী,হরেকৃষ্ণ মুখোপাধ‍্যায়, ৯০০ পৃষ্ঠায় রাধার স্বপ্ন ও গৌরাঙ্গের আবির্ভাবের সূচনা পদ আছে।)* 
পদ :-
*নিধুবনে দুহুঁজনে,চৌদিকে সখিগণে,*
      *শুতিয়াছে রসের আলসে।*
*নিশিশেষে রসমুখী,উঠিলেন স্বপ্ন দেখি,*
     *কাঁদি কাঁদি কহেন বঁধূ পাশে।।*
*উঠ উঠ প্রাণনাথ,কি দেখিলাম অকস্মাৎ,*
     *একযুব গৌর বরণ।*
*কিবা তার রূপঠাম,জিনি কত কোটিকাম,*
      *রসরাজ রসের সদন।।*
*অশ্রু কম্প পুলকাদি,ভাব ভূষা নিরবধি,*
     *নাচে গায় মহামত্ত হৈয়া।*
*অনুপম রূপ দেখি,জুড়াইল মোর আঁখি,*
    *মন ধায় তাহারে দেখিয়া।।*
*নবজলধর রূপ,রসময় রসকূপ,*
     *ইহা বৈ না দেখি নয়নে।*
*তবে কেন বিপরীত,হেন হৈল আচম্বিত,*
     *কহ নাথ ইহার কারণে।।*
*চতুর্ভূজ আদি কত,বনের দেবতা যত,*
     *দেখিয়াছি এই বৃন্দাবনে।*
*তাহে তিরপিত মন,না হইল কদাচন,*
    *গৌরাঙ্গ হরিল মোর মনে।।*
*এতেক কহিতে ধনি,মূর্ছা প্রায় ভেল জানি,*
    *বিদগধ রসিক নাগর।*
*কোলেতে করিয়া বেড়ি,মুখ চুম্বে বেরি বেরি,*
      *হেরিয়া জগদানন্দ ভোর।।*
*রাধারাণী তখন ভাবলেন,আমার* *প্রাণবঁধূ যদি গৌরাঙ্গ হয়ে একাকী* *যায়,তাহলে না জানি কত* *কষ্ট পাবেন,*
*তাহা আমি সহ‍্য করতে পারব না,* *তখন রাধারাণী ধীরে ধীরে শ্রীকৃষ্ণ অঙ্গে মিশে যাচ্ছিলেন,প্রায় বহু অংশ মিশে যাবার পর সখি ললিতা ও বিশাখা রাধাকে বললেন,রাধে!তুই যদি পরিপূর্ণ তোর বঁধূতে বিলীন হয়ে যাস,তাহলে তাঁর সেবা কে করবে?* *মহাভাবস্বরূপিনীর বাকী অংশ হতে পরে গদাধরের আবির্ভাব,* *কলিকালে গৌরাঙ্গের বাম ভাগে রইলেন, ও সেবা কার্য‍্য করলেন।* *এইভাবে রাধাকৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ হয়ে কলির জীবকে রক্ষা করলেন।*
*জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরিবল।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
  ✧═══════════•❁❀❁•═══════════✧ 

 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html