🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

৩০. ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলা (ভবন গোষ্ঠ) 🌷 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/httpmrinmoynandy_89.html


 ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩০. ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলা (ভবন গোষ্ঠ) 
                        👇👇👇🙏👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧
সকল কিছু লিখনী👇👇🙏👇👇📚 *PDF গ্রন্থ* 📚 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻গোষ্ঠ লীলা,ভবন গোষ্ঠ,গৌরচন্দ্রিকা🌻*
*শচীর অঙ্গনে গোরার গাম্ভীর ভাব*
*চুপিসারে বসি রহে না করে রাব*
*হেন কালে রামাই সুন্দরানন্দ আইল।*
*গৌরীদাস আদি সবে আসি ফুকারল।।*
*চল চল যাই সভে খেলা খেলিবারে।*
😲*ইতি উতি চাহে গোরা নয়ন লোরে।।*
*শচীমাতা বসি আছে দ্বারের পাশে।*
*লীলা দরশন করেন বাসুদেব ঘোষে।।*


*প্রথম পদ ব্রজলীলা*
*অরুণ উদয় বেলা,যত শিশু হৈয়া মেলা,*
      *সবে গেল নন্দের দুয়ার।*
*শিঙ্গা বেণু বাঁশী রব,করয়ে রাখাল সব,*
      *গোঠে আইস নন্দের কুমার।।*
*গোপাল তুমি যাবে না কি যাবে আজি গোঠে।*
*এক বোল বলিলে,আমরা যাইব চলে,*
      *ধবলী শাঙলী গেল মাঠে।।*
*যদি বা এড়িয়ে যায়,অন্তরেতে ব‍্যথা পাই,*
       *চিত নিবারিতে মোরা নারি।*
*কিবা গুণ-জ্ঞান জান,সদাই অন্তরে টান,*
    *একতিল না দেখিলে মরি।।*
*শুনিয়া রাখাল বাণী,হাসে দেব চূড়ামণি,*
      *মুদিত নয়ন পরকাশে।*
*গোবিন্দ দাস পহুঁ,হাসিয়া হাসিয়া রহুঁ,*
     *চলিলেন বিহারের রসে।।*
*অরুণ উদয় বেলা=বালার্ক,রৌদ্র উঠবার পূর্বাবস্থায় দৃশ‍্যমান লোহিতবর্ণ সূর্য‍্য।*
*বিদ‍্যাপতি কহে চাঁদ গেল নিজ ঠাঁই।*
*অরুণ কিরণ হবে ফিরে ঘরে যাই।।*
*শ্রীদাম,সুদাম,দাম,বসুদাম,সুবলাদি সখাগণ একত্রিত হয়ে সকলেই মহারাজ নন্দের ঘরে* *যাবার পথে শিঙ্গা বেণু বাঁশী বাজাতে বাজাতে এলেন।*কানাইকে ডাকছেন,ওরে নন্দের কুমার আর বসে থাকিস না,* *আয় আয় তাড়াতাড়ি আয়?* *আর বিলম্ব করিস না,কিরে কথা বল?* *গোপাল তুই গোঠে যাবি না যাবিনা বল,একটি কথা বল?* *তুই যদি গোঠে না যাস তাহলে আমরা চলে যাব, *(রাখালগণের অন্তরের* *কথা নয়,ঘর থেকে বাহির করবার জন‍্য এই কথাগুলি বলছেন।)* *ধবলী শাঙলী সব গোঠে যাবার মুখে দাঁড়িয়ে আছে* *এবারে সখাগণ তাঁদের অন্তরের কথা বলছেন,* *ভাই কানাই তুই যদি আমাদের সঙ্গে না থাকিস তাহলে আমাদের মোটেই ভালো লাগে না।* *তুই কিবা গুণ জানিস যে,সদা সর্বদা আমাদের তোর কথা মনে পড়ে।* *জানিস কানাই,আমরা তোকে যদি একতিল দেখতে না পাই,* *অন্তরে খুব ব‍্যথা হয়।* *সখাগণের কথা শুনে গোপাল চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসছেন।* *পদকর্তা গোবিন্দ দাস বলছেন,প্রভু তুমি সদাই এইভাবে হাসতে থাক,আমি তোমার সঙ্গে থেকে বিহার রস আস্বাদন করব।*


*দ্বিতীয় পদ ব্রজলীলা*
*শ্রীদাম,সুবল নিকটে যাইয়া।*
*কহে শুন অহে সুবল ভাইয়া।।*
*দিন বহু হৈল গোঠের বেলা।*
*কিছু নাহি বলে নন্দের বালা।।*
*যশোদা যোগায় মাখন মুখে।*
*আছয়ে মায়ের কোলেতে সুখে।।*
*রাজসুত হৈয়া এ কোন ধারা।*
*আমরা হইয়াছি দাসের পারা।।*
*ধেনু বৎস সব অমনি আছে।*
*চল যাই কহি কানাইর কাছে।।*
*শ্রীদাম,সুবল,মঙ্গল ধাইয়া।*
*কহে শুন অহে কানাই ভাইয়া।।*
*গোধন সকল বাথানে রইল।*
*দেখ দেখ বেলা কতেক হইল।।*
*রাখাল সব দাঁড়াইয়া আছে।*
*যদুনাথ কহে যাইব সাথে।।*


*তৃতীয় পদ ব্রজলীলা*
*শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা*
*বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা।।*
*তুমি রইলা ঘরে বসি মাঠে গেল পাল।*
*উনমত হইয়া বেড়ায় যতেক রাখাল।।*
*আগে যত চালাই ধেনু পাছু পানে চায়।*
*নেহারই চাঁদমুখ না হেরে তোমায়।।*
*হেদেরে কানাই ভাই তোর সঙ্গ চাই।*
*ক্ষুধা হইলে গহন কাননে খাইতে পাই।।*
*মরিলে না মরি কত আপদ এড়াই*
*জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই।।*
*তোমা ছাড়া মায়ের কোলেতে শুইয়ে থাকি।*
*ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি।।*
*🌻কোন পদকর্তার ভণিতা পাইনি🌻*

*চতুর্থ পদ ব্রজলীলা*
*মোরা স্বপনে কখন,মধুর বচন,*
        *তুমি বলি নাই মোরারে।*
*ওরেরে হারে রে,বলিয়ে ডাকিরে,*
         *গোপ শিশুর এই ধারারে।।*
*কত,মেরেছি ধরেছি,কান্ধেতে চড়েছি,*
        *কূবোল বলেছি মোরারে।*
*হারে রেরে রেরে,বলিয়ে ডাকিরে,*
        *গোপ শিশুর এই ধারারে।।*
*মোরা শুদ্ধ সখ‍্য ভাব করি,*
*কভু কান্ধে করি কভু কান্ধে চড়ি*
*শুন শিশুগণ,করি নিবেদন,*
        *স্বরূপে কহিয়ে তোরে।*
*ওরেরে হারে রে,আয়রে কানাইরে,*
        *বলিয়া ডাকিও মোরে।।*
*অগুরু চন্দন, অঙ্গেতে লেপিলে,*
        *নহে মোর তত সুখ।*
*ওরেরে হারে রে,বলিয়া ডাকিলে,*
        *দ্বিগুণ বাড়য়ে বুক।।*
      *ভণিতা হীন*


*🌻মা যশোমতীর উক্তি🌻*
    *যাদু আমার নবীন রাখাল।*
*নাহি জানি হিতাহিত,গোধন পালনে প্রীত,*
       *জানেনা যে কার কত পাল।।*
*এলাইয়া কটি ধড়া,দুই চরণে লাগে বেড়া,*
      *আপনা আপনি পড়ে ফান্দে।*
*ছাওয়ালে ছাওয়ালে খেলে,*
*ঘরে যাইতে পথ ভুলে,*
*দুটি হাত মুখে দিয়ে কান্দে।।*
        *🌻বিরাম এখানে রইল🌻*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
               ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧







🙏 SRI KRISHNA LILA 🙏 
🙏 SRI JOYDEB DAWN 🙏

শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html