🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

৯৪. শ্রীমতী রাধার আক্ষেপ অনুরাগ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/07/pdf-httpsmrinmoynandy_90.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ ৯৪. শ্রীমতী রাধার আক্ষেপ অনুরাগ লীলা 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻শ্রীমতী রাধার আক্ষেপ অনুরাগ🌻*
------------------------------------------------------
*গোরা অনুরাগে মোর পরাণ কাতরে।*
*নিরবধি ছল ছল আঁখিজল ঝরে।।*
*গোরা গোরা করি মোর কি হৈল বিয়াধি।*
*নিরবধি মনে পড়ে গোরা গুণনিধি।।*
*কি করিব কোথা যাব গোরা অনুরাগে।*
*অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে।।*
*গৌরাঙ্গ পিরীতি খানি বড়ই বিষম।*
*বাসু কহে নাহি রহে কুলের ধরম।।*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*মৈনু মৈনু শ‍্যাম অনুরাগে।*
*মনোহর মধুর, মূরতি নব কৈশোর,*
     *সদাই হিয়ার মাঝে জাগে।।*
*জীতে পাশরিতে নারি,বল না কি বুদ্ধি করি,*
    *শ‍্যাম শেল পশিল মোর বুকে।*
*টানিলে নাহিক যায়,যত্নে নাহি নিকশয়,*
    *অন্তরে জ্বলয়ে ধিকে ধিকে।।*
*চরণে চরণ থুঞা,ত্রিভঙ্গ ভঙ্গিম হৈয়া,*
     *দাঁড়ায়েছে তেরছা চাহনে।*
*অঙ্গুলি লোলায়ে শ‍্যাম,কি কথা কহিল গো,*
     *সদাই সে কথা পড়ে মনে।।*
*কিছু না মোর সহে গায়,কেবা পরতীত যায়,*
     *তিনে প্রাণ তিন ঠাঁই ধরি।*
*বসু রামানন্দের বাণী,দিবানিশি নাহি জানি,*
    *গোপনে গুমরে মরি মরি।।*
*🌻মৈনু মৈনু=মরিলাম,শেল= অস্ত্রবিশেষ,পশিল=প্রবশ করিল, তিনঠাঁই=হৃদয়,কন্ঠ ও চরণ এই তিন ঠাঁই।গোপত=গোপনীয়।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ ৯৪. শ্রীমতী রাধার আক্ষেপ অনুরাগ লীলা 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*সখীর কাছে শ্রীমতী রাধারাণী শ‍্যামের রূপের কথা বর্ণনা করছেন, এবং নিজের অবস্থাও বলছেন।*
*সখী!মনোহরণকারী মধুর নবকিশোর মূর্তি সদাই মনে জাগছে।* *হয়ত কৃষ্ণ অনুরাগে আমি আর বাঁচবো না।আমি কিছুতেই ভুলতে পারছি না,শ‍্যাম রূপের শেল আমার হৃদয়ে প্রবেশ করেছে,অনেক চেষ্টা করেও টেনে বাহির করতে পারছি না।* *আবার অতি যত্নেও সেই শেল বাহির করতে পারছি না, ওরে সখী আমার অন্তর ধিকি ধিকি করে জ্বলছে।*
*অঙ্গুলীর সঙ্কেত করে কি যেন বলল,সর্বদাই তা মনে পড়ছে।* *সখী! এখন কারও কথা আমার সহ‍্য হয় না,আমি জানি না আমি কি হয়ে গেছি।* *দিবানিশি জ্ঞান নেই বললেই চলে,গোপন বেদনায় ব‍্যথিত হচ্ছি।হয়ত আমি আর প্রাণে বাঁচব না।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু,*
      *ভুলিয়া পিরীতি কৈনু*
*পিরীতি বিচ্ছেদে,না রহে পরাণ,*
     *ঝুরিয়া ঝুরিয়া মৈনু।।*
*সই কে বলে পিরীতি ভাল।*
*শ‍্যাম বঁধূর সনে,পিরীতি করিয়া,*
      *পাঁজর ধসিয়া গেল।।*
*পিরীতি মিরিতি,তুলে তোলাইতে,*
      *পিরীতি গুরুয়া ভার।*
*পিরীতি বেয়াধি, যারে উপজয়ে,*
     *সে বুঝে না বুঝে আর।।*
*সবেই কহয়ে, পিরীতি কাহিনী,*
      *কে বলে পিরীতি ভাল।*
*কানুর পিরীতি, ভাবিতে ভাবিতে,*
     *পাঁজর ধসিয়া গেল।।*
*জীবনে মরণে,পিরীতি বেয়াধি,*
     *হইল যাহার অঙ্গে।*
*জ্ঞানদাস কহে,কানুর পিরীতি*
    *নিতি নৌতুন রঙ্গে।।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ ৯৪. শ্রীমতী রাধার আক্ষেপ অনুরাগ লীলা 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻সখীকে সম্বোধন করে শ্রীমতী রাধারাণী বলছেন,সখী!প্রথমে আমি ভাটমুখে কৃষ্ণের রূপের কথা ও গুণের কথা শ্রবণ করি।শ্রবণ করবার পর মনে প্রবল ইচ্ছে জাগে তাঁকে দেখবার,আমার প্রবল ইচ্ছে তাহাও পূরণ করল, কিন্তু দেখা মাত্র ভুলে গেলাম এবং তাঁর সনে পিরীতি করলাম।* *সখী এখন পিরীতি বিচ্ছেদে প্রাণে বাঁচা দায় হল।* *সই তোরা পিরীতি পিরীতি বলিস, পিরীতি ভাল কে বলে এই কথা?* *ওরে সখী মনে বড় আশা ছিল, কিন্তু কৃষ্ণ সঙ্গে পিরীতি করে আমার সুখ হল না, সখী!একদিন মনে ভাবলাম যে,পিরীতি ভারী না মিরিতি (মৃত‍্যু)ভারী,ওজন করে দেখতে তুলায় (দাঁড়িপাল্লায়)চড়ালাম,* *দেখলাম পিরীতির দিকটি ঝুলে পড়ল, পদকর্তা বলছেন যে, পিরীতি তো ভারী হবেই, কারণ কানুর পিরীতি নিত‍্য নতুন ভাব হয়ে থাকে।*
*নন্দ সুত সঞে,দোষিত ঘোষিত,*
       *কে নহে গোকুল নারী।*
*হাম অভাগিনী, কুল কলঙ্কিনী,*
       *কহিতে নয়নে বারি।।*
*অন‍্যের যে অপযশ,গাইতে শুনিতে দোষ,*
      *সত‍্য এই বিধির বিধান।*
*আমার কলঙ্ক যত,গান করে ভাগবত,*
     *ফুকারই বেদ পুরাণ।।*
*কেহ গায় ধীরে ধীরে,কেহ গায় উচ্চৈঃস্বরে,*
     *কেহ বা জপয়ে মনে মনে।*
*আর এক আশ্চর্য‍্য কথা,সখী হে শুনেছ কথা,*
    *গুরু দেহ সেবক‍ের কানে।।*
*আমার কথা কবে যেই,আমার মত হবে সেই,*
     *বসিয়া কহিলাম বৃন্দাবনে।*
*বসু রামানন্দ দুঃখে,বচন না স্ফুরে মুখে,*
     *ধারা বহে যুগল নয়নে।।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ ৯৪. শ্রীমতী রাধার আক্ষেপ অনুরাগ লীলা 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*ঘোষিত=স্ত্রীলোক বা নায়িকা, সখী! ব্রজের নন্দসুত সঙ্গে কোন নারী দোষিত নয়?শুধু আমিই কেবল কৃষ্ণ কলঙ্কিনী হলাম, বলত এ কেমন কথা,কৃষ্ণ সঙ্গে বৃন্দাবনের কে না কথা বলে,সেইসব নারী কলঙ্কিনী হল না!* *অন‍্যের দোষের কথা বলা অন‍্যায়,এই কি বিধির বিধান, কিন্তু লোকে আমারই যত কথা বলে কেন?* *তা তো গেল,এমনকি বেদ পুরাণেও লিখিত হয়েছে। কি আশ্চর্য‍্য,গুরু শিষ‍্যের কানে আমার কলঙ্কই বলে থাকেন।আর কি মানুষ নাই?সখী!আমি তোকে বলে রাখলাম,যে আমার কথা বলবে সে আমার মত কলঙ্ক বহন করতে হবে,অর্থ‍্যাৎ কৃষ্ণ কৃষ্ণ বলে দিবানিশি কাঁদবে আমি এই অভিসম্পাত করলাম।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*পিরীতি সুখের,সাগর দেখিয়া,*
      *নাহিতে নামিলাম তায়।*
*নাহিয়া উঠিতে,ফিরিয়া চাহিতে,*
     *লাগিল দুঃখের বায়।।*
*কেবা নিরমিল, প্রেম সরোবর,*
       *নিরমল তার জল।*
*দুঃখের মকর, ফিরে নিরন্তর,*
       *প্রাণ করে টলমল।।*
*গুরুজন জ্বালা ,জলের শিহালা,*
      *পরশী জীয়ল মাছে।*
*কুল পানিফল, কাটা যে সকল,*
     *সলিল বেড়িয়া আছে।।*
*কলঙ্ক পানায়,সদা লাগে গায়,*
     *ছাকিয়া খাইনু যদি।*
*অন্তরে বাহিরে ,কুটু কুটু করে,*
     *সুখে দুখ দিল বিধি।।*
*কহে চন্ডীদাস, শুন বিনোদিনী,*
     *সুখ দুখ দুটি ভাই।*
*সুখের লাগিয়া, যে পিরীত করে,*
     *দুঃখ যাই তার ঠাঁই।।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ ৯৪. শ্রীমতী রাধার আক্ষেপ অনুরাগ লীলা 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*সখীরে আর কত বলব,পিরীতির সুখময় সাগর দেখে তাতে স্নান করলাম কিন্তু স্নান করে উপরে উঠতেই দুঃখ এসে উপনীত হল।* *আমি ভাল করে চেয়ে দেখলাম দুঃখরূপ মকর রয়েছে,গুরুজন জ্বালা স্বরূপ শিহালা(শেওলা)রয়েছে।* *কলঙ্করূপ পানা ও প্রতিবেশীরূপ জীয়ল মাছ (শিঙ্গিমাছ)এবং কুলরূপ পানিফল রয়েছে। জানিস সখী এরাই দুঃখের কারণ।* *পদকর্তা চন্ডীদাস বলছেন যে,ওগো বিনোদিনী সুখ আর দুখ দুইটি ভাই,যেখানে সুখ সেখানেই দুখ,বিনোদিনী আমার এই কথা মনে রেখ।*
============================
*কি কাজ ভূষণে আমার কি কাজ ভূষণে।*
*মন যে করে, শ‍্যামের তরে,*
      *পরাণ তা জানে।।*
*নয়ান ভূষণ, শ‍্যাম দরশন,*
     *শ্রবণ ভূষণ গুণে।*
*করের ভূষণ, শ্রীপদ সেবন,*
     *বদন ভূষণ নামে।।*
*অন্তর ভূষণ,শ‍্যাম প্রেমমণি,*
    *জিনি মনমথ বাজে।*
*হৃদয় ভূষণ , সে কর পল্লব,*
    *কুচ কলসের মাঝে।।*
*কন্ঠের ভূষণ, কলঙ্কের হার,*
    *নাসার ভূষণ গন্ধ।*
*পিরীতি ভূষণ , প্রতি তনু মন,*
    *কহয়ে দাস গোবিন্দ।।*
*🌻সখীগণ রাইধনিকে বললেন, তুই অনেক কথা বললি আমরা শুনলাম, আই রাই,তোকে যত্ত করে ভূষণ পরাই।* *সখীগণ ভূষণ পরাবার কথা বলতে বিনোদিনী বললেন,সখী,আমাকে তোরা আর কি ভূষণ পরাবি,আমি সকল ভূষণ পরেছি।* *এই দেখ আমার নয়নের ভূষণ শ‍্যাম দরশন,শ্রবণ ভূষণ শ‍্যাম নাম,কন্ঠের ভূষণ কলঙ্কের হার,ইত‍্যাদি ভূষণ পরিধান করেছি, আর কি পরাবি।* *আমার ভূষণে কাজ কি? কিন্তু সখীগণ তাঁর কথায় ভুললেন না, সকল সখীগণ রাইধনিকে সাজাতে লাগলেন।*
=============================
*ললিতা উল্লাস প্রাণী,সুবর্ণের চিরুনী আনি,*
     *মনসাধে আঁচরিল চুল।*
*বিশাখা কবরী বান্ধে,করি মনোহর ছান্দে,*
      *সারি সারি দিল নানা ফুল।।*
*চিত্রা সময় জানি,সুবর্ণের সিঁথি আনি,*
     *যতনে দেওল সিঁথিমূলে।*
*চম্পপলতিকা ধনি,অপূর্ব সিন্দুর আনি,*
      *যতনে পরায়ল ভালে।।*
*নানা রত্ন কর্ণমূলে,রঙ্গদেবী পরাইলে,*
       *শোভা অতি কহনে না যায়।*
*সুদেবী হরিষ হৈয়া,গজমতি হার লৈয়া,*
      *গলে দিয়া নিরখিয়া রয়।।*
*বাকী আভরণ ছিল,তুঙ্গবিদ‍্যা পরাইল,*
     *ইন্দুরেখা নূপুর।*
*গোবিন্দ দাস অভিলাষী,হৈতে রাধার দাসী,*
     *তবহি মনোরথ পূর।।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ ৯৪. শ্রীমতী রাধার আক্ষেপ অনুরাগ লীলা 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
***********************************
*🍀রাগ=গঙ্করাভরণ,তাল=লোফা বা ঝাঁপতাল🍀*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*ধনি----------চলিল------------রে,*
*আমার------রাই----কমলিনী,*
*শ‍্যাম---------------দরশনে।*
*ধনির-------আকুল--------চিত্ত,*
*নয়ন-------------------নৃত‍্য,*
*খঞ্জন----------জিনিয়া------রে।।*
*ঘন----------------গরজিত,*
*হৃদি-----------------উলসিত,*
*ধায়------তৃষিত------চাতকী-রে।।*
*শ‍্যাম---------------দরশনে।*
*ধনি আপনি কহে বঁধূর কথা,*
*আপনি ঢুলায় বদনখানি।*
*আহা মরি মরি,কি রূপ মাধুরী,*
*কানু মনোহারি যায় রে।।*
*শ‍্যাম---------------দরশনে।*
*ধনি ভাবিতে ভাবিতে বঁধূর কথা,*
*আপনি কহে আপন মনে।*
*এসো এসো ওহে পরাণ বঁধূয়া,*
*নিয়ড়ে বৈস কানরে।।*
*শ‍্যাম-----------------দরশনে।*
*তখন হাসিয়া কহত ললিতা সখী,*
*ধনী ধনী অনুরাগিনী।*
*শশিশেখর হেরিয়া বিভোর,*
*জনম সফল মানরি।।*
*শ‍্যাম দরশনে।।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ ৯৪. শ্রীমতী রাধার আক্ষেপ অনুরাগ লীলা 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🍀মিলন পদ,ধানশী,দোঠুকি🍀*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*রাই কনক মুকুর কাঁতি।*
*শ‍্যাম বিলাসের সুন্দর তনু,*
      *সাজয়ে কতেক ভাঁতি।।*
*নীল বসন, রতন ভূষণ,*
    *জলদে কামিনী সাজে।*
*চাঁচর কেশের, বিচিত্র বেণী,*
     *দুলিছে হিয়ার মাঝে।।*
*সিঁথায় সিন্দুর , নয়নে কাজর,*
     *তাহে চন্দনেরি রেখা।*
*অরুণের কোণে, নব জলধর,*
     *নবীন চাঁদের দেখা।।*
*রসের আবেশে, গমন মন্থর,*
     *ভাবে ধনি চলি যায়।*
*আধ উড়নী , ঈষৎ হাসিনী,*
     *বঙ্কিম নয়নে চায়।।*
*শ‍্যামানন্দ ভণে,নিকুঞ্জ কাননে,*
     *কলপ তরুর মূলে।*
*রসের আবেশে, বৈসে বিনোদিনী,*
    *শ‍্যাম নাগরেরি কোলে।।*
*🌻আক্ষেপানুরাগ এখানেই রহিল🌻*
✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html