🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

বৈষ্ণবাস্ত্রের উপাখ‍্যান, ভগদত্ত বধ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ, নিবাস-বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা-ইংরেজ বাজার, জেলা-মালদহ, পশ্চিমবঙ্গ-৭৩২১০১

 ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ বৈষ্ণবাস্ত্রের উপাখ‍্যান, ভগদত্ত বধ 
                        👇👇👇🙏👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧
সকল কিছু লিখনী👇👇🙏👇👇📚 *PDF গ্রন্থ* 📚 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🙏বৈষ্ণবাস্ত্রের উপাখ‍্যান,ভগদত্ত🙏*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*শ্রীকৃষ্ণকে, অর্জুন বলছেন,ওই দেখ ভগদত্ত আমার বহু বহু সৈন‍্য বধ করেছে অগ্নিসম।কোন জায়গায় আগুন লাগলে যেমন সব পুড়িয়ে ভস্ম করে দেয়,তেমনি আমার সৈন‍্যদের ভস্ম করেছে,আমি তাকে ছাড়ব না।* *অতএব তুমি রথ চালাও আমি ভগদত্তর সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করব।* *অর্জুনের কথা শুনে কৃষ্ণ কেবল হাসলেন। তারপর রথ ভগদত্তের সামনে এলো,অর্জুনকে দেখে ভগদত্ত বাণ বৃষ্টি করলেন,যেমন মেঘে অতি বর্ষণ হয়,সেইরকম বাণ বৃষ্টি।* *ভগদত্ত বললেন তোমার কত ক্ষমতা বাণ চালাও,অর্জুন যত বাণ নিক্ষেপ করে ততই বাণ কেটে ফেলেন।* *অর্জুন মনে মনে বলছেন,কি এমন কর্ম করেছে যে এত অহংকার করছে,আর আমার সমস্ত বাণ কেটে ফেলছে।* *অর্জুনও মুখে হারলেন না,বলতে লাগলেন।*
*কোন কর্ম করি তোর এত অহঙ্কার।*
*আমার অগ্রেতে হেন প্রতিজ্ঞা তোমার।।*
*সাক্ষাতে দেখিবে এবে যত যোদ্ধাগণ।*
*অবশ‍্য পাঠাব তোরে যমের সদন।।*
*🍀এইকথা শোনা মাত্র ভগদত্ত,*
*মহাকোপে চালাইয়া দিল গজ মত্ত।*
*বায়ুবেগে ধায় হস্তী মহাভয়ঙ্কর।।*
*🍀দুইজনে তুমুল যুদ্ধ শুরু হল,একে অপরের বাণ কাটা-কাটি চলল,এবারে ভগদত্ত অর্জুনের উপর চৌষট্টি তোমর নিক্ষেপ করলে বাণাঘাতে অর্জুন অস্থির হলেন।* *সমস্ত শরীর হতে রক্ত বহিতে লাগল।তখন কৃষ্ণ বলতে লাগলেন যুদ্ধের সময় কেন আনমনা হয়ে যুদ্ধ করলে?তুমি প্রতিজ্ঞা করেছিলে ভগদত্তকে বধ করবে,এখন কি হবে।*

 *🍀দ্রোণপর্বের একটি সত‍্য ঘটনা, ভগদত্ত,🍀* *দ্বিতীয়*
÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷
*কৃষ্ণ বললেন,পার্থ তুমি প্রতিজ্ঞা করেছিলে ভগদত্তকে বধ করবে,কি হল তুমি নিজেই তো অচেতন প্রায়।* *ভগদত্তে বধ করিএড়ি দিব‍্য বাণ*।
*আকর্ণ পুরিয়া তুমি করহ সন্ধান*।।
*^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*অর্জুনের এই অবস্থা দেখে (কৌরবদের হয়ে ভগদত্ত যুদ্ধ করছিলেন)দুর্য‍্যোধন খুব খুব আনন্দ পেয়ে অট্ট হাসি হাসছেন, কারণ ভগদত্তের বাণে অর্জুন রক্তাক্ত হয়েছেন বলিয়া।* *কৃষ্ণ যে কথাগুলি অর্জুনকে বলেছিলেন,তা শুনে অর্জুন ভীষণ লজ্জা পেয়েছিলেন।*
*কৃষ্ণের বচনে পার্থ লজ্জিত হইয়া*।
*দিব‍্য অস্ত্র যুড়িলেক ধনু টঙ্কার।।*
*গগন ছাইয়া বাণ এড়েন তখন।*
*মুষলের ধারে যেন বর্ষে নবঘন।।*
*অস্ত্রবিনা সৈন‍্য মধ্যে নাহি দেখি আর।*
*দিবসে হইল যেন ঘোর অন্ধকার*।।
*তখন ভগদত্ত অর্জুনের সমস্ত বাণকে কেটে ফেললেন।*
*তবে কোপে ভগদত্ত কহে অর্জুনেরে।*
*এই অস্ত্রে ধনঞ্জয় বিনাশিব তোরে।।* 
*দেখিব কেমনে অস্ত্র কর নিবারণ*।
*এত বলি ভগদত্ত করয়ে তর্জন।।*
*ভগদত্ত তখন বৈষ্ণববাণ ধনুতে যোজন করে অর্জুনের দিকে নিক্ষেপ করলেন।* 
*দেখিয়া বৈষ্ণব অস্ত্র দেব নারায়ণ*।
*চিন্তান্বিত হইলেন অর্জুন কারণ।।*
*তখন কৃষ্ণ অর্জুনকে পেছনে করে সামনে দাঁড়ালেন সেই বাণ নিজ বুক পেতে শরীরে নিলেন।* *যখন কৃষ্ণের শরীরে বাণ এসে লাগল তখন সমস্ত যোদ্ধাগণ কম্পমান হলেন, এখন কি হবে!* *এই অবস্থা দেখে অর্জুন লজ্জিত হয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন,কি কারণে তুমি এই বাণ নিজ বক্ষে ধারণ করলে।*
*শ্রীকৃষ্ণ বলেন,সখে কহিলে প্রমাণ।*
*তোমা হতে নাবারণ নহে এই বাণ।।*
*বৈষ্ণব অস্ত্রের তুমি না জান মহিমা।*
*মহাতেজোময় অস্ত্র নাহি তার সীমা।।*
*অর্জুন বলেন,কৃষ্ণ কহিবে আমারে।*
*হেনমত অস্ত্র কেবা দিলেক তাহারে।।*
*আমার অসাধ‍্য অস্ত্র কিসের কারণ।*
*ইহার বৃত্তান্ত মোরে কহ নারায়ণ।।*
*শ্রীকৃষ্ণ কহেন,পার্থ কহি তব স্থান*।
*চারি মূর্তি মম,তুমিসজানহ প্রমাণ।।*
*এক মূর্তি তপশ্চর্য‍্যা করে অনুক্ষণ*।
*আর মূর্তি ত্রিভূবন করিছে পালন*।।
*আর মূর্তি ধরি সৃষ্টি করি যে সৃজন।*
*অন্তরূপে এক মূর্তি সংহার কারণ।।*
*মোর ঠাঁই নরক পাইল অস্ত্রবরে।*
*তাহা হৈতে পায় পৃথী,সে দিল পৌত্রেরে।।*
*পৃথিবীর পৌত্র ভগদত্ত মহারাজা।*
*অস্ত্রে শস্ত্রে বিচক্ষণ,বলে মহাতেজা।।*
*🍀এই অস্ত্রের সাহায্যে পৃথিবী জয় করে ভগদত্ত, যখন বৈষ্ণব অস্ত্র চালনা করল,এই কারণেই আমি তাহা গ্রহণ করলাম।* 
*ত্রৈলোক‍্য-বিজয়ী বাণ বৈরি বিনাশিতে।*
*ব্রহ্মা আদি রক্ষা নাহি পায় যাহা হৈতে।।*
*🍀কৃষ্ণ বললেন কখনও হয়ত আমার চক্র ব‍্যর্থ হতে পারে,কিন্তু এই বৈষ্ণব বাণ কখনই ব‍্যর্থ হবে না।তাই আমি তোমায় রক্ষা করলাম।*
*🍀🍀🍀🍀ক্রমশ🍀🍀🍀*

*🍀🍀🍀ভগদত্ত বধ🍀🍀🍀*
*শ্রীকৃষ্ণ,পার্থকে বলতে লাগলেন,আমি যদি ভগদত্তের বৈষ্ণববাণ হরণ না করতাম,তাহলে সেই সময়েই তোমার শির মাটিতে পড়ে থাকত,কৃষ্ণের কথা শুনে অর্জুনের ভীষণ লজ্জা হল, কৃষ্ণ পুন বললেন, বিনা ক্লেশে তুমি ভগদত্তকে বধ কর।* 
*এবে চিন্তা কিছু নাহি কর ধনঞ্জয়*।
*এক্ষণে হইবে জয়,জানিবে নিশ্চয়।।*
*কোপে ধনঞ্জয় বীর এড়ে পঞ্চবাণ*।
*ভগদত্ত-ধনু কাটি করে খান খান*।।
*আর ধনু ধরি ভগদত্ত করে রণ।*
*সেই ধনু ধনঞ্জয় কাটেন তখন।।*
*পুনঃ পুনঃ ভগদত্ত যত ধনু লয়।*
*ক্রমে ক্রমে কাটিলেন বীর ধনঞ্জয়।।*
*কোপে ভগদত্ত বীর শক্তি নিল হাতে।*
*ফেলিয়া মারিল শক্তি অর্জুনের মাথে।।*
*ধনু টঙ্কারিয়া পার্থ মারিলেন বাণ।*
*কাটিলেন তার শক্তি করি খান খান।।*
*অর্ধচন্দ্র এড়ে বীর পূরিয়া সন্ধান।*
*ভগদত্তে মারিলেন কুলিশ সমান*।।
*🍀ভগদত্ত সে বাণে দুই টুকরো হয়ে রথের উপরে পড়ে গেলেন, ঐ এক বাণে যম ঘরে চলে গেল ভগদত্ত।* *ভগদত্তে মৃত‍্যু দেখে দুর্য‍্যোধনের মাথা খারাপ হয়ে গেল,* *হয়ত মনে মনে বলছেন এই যুদ্ধেও হেরে গেলাম! অপরদিকে ভগদত্তের সারথি পাগলের মত রথ নিয়ে সেনাদের মারতে শুরু করলে ভীম এসে সেই রথকে ধরে বায়ুবেগে অনেকদূরে ফেলে দিলেন।*
*বায়ুবেগে বৃকোদর ফেলে রথখান।*
*দেখিয়া কৌরবদল হৈল কম্পমান।।*
*🌻এখানেই রহিল ভগদত্ত বধ।🌻*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧








🙏 SRI JOYDEB DAWN 🙏

শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html