🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

৩১. পরম বৈষ্ণব রুইদাস - শেষ পর্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_191.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ৩১. পরম বৈষ্ণব রুইদাস - শেষ পর্ব 
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁পরম বৈষ্ণব রুইদাস 🙏 সূচীপত্র 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩১ পরম বৈষ্ণব রুইদাস,শেষ পর্ব*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/
*🌻রামানন্দ স্বামী একটু হাসলেন।রামানন্দ স্বামী হাসি থামিয়ে বললেন অহিত কর্ম বলতে কেবল চুরি বা ডাকাতি করা বোঝায় না।সুদুর্লভ মনুষ‍্য জনম পেয়ে ভগবানকে ভুলে থাকার মত অহিতকর্ম আর নেই।যাঁর কৃপায় পৃথিবীর আলো দেখলাম,পিতামাতা পেলাম,ভাইভগ্নী স্ত্রীপুত্র আত্মীয়স্বজন পেলাম তাদের নিয়ে খুব মাতামাতি করলাম কিন্তু যিনি আমায় পৃথিবীতে নিয়ে এলেন তাঁকেই ভুলে রইলাম!তাঁকে ভাবলাম না,তাঁর নাম করে এক ফোঁটা নয়নবারি ফেললাম না!এর মত অহিত কর্ম আর নেই।রুইদাস অঝোর নয়নে কাঁদছেন।নয়নজলে তাঁর বক্ষ ভেসে যাচ্ছে।সত‍্যই তো রঘুনাথজী এখনও কৃপা করলেন না।সংসার সংসার খেলা করে জীবন শেষ হয়ে গেল।কৃপা কর প্রভু আর যে ধৈর্য‍্য মানে না।*
*"ব‍্যাঘ্রীব তিষ্ঠতি জরা পরিতর্জয়ন্তী।*
*রোগাশ্চ স এব ইব প্রহরন্তি দেহম্।।*
*আয়ু পরিশ্রবতী ভিন্নঘটা দিবান্তো*।
*লোকস্তুথাপৎহিতমা চরতীতি চিত্রম্।।*
                      *(বৈরাগ‍্য শতক)*
*🌻ভয়াল,ভয়ঙ্কর,তর্জনগর্জনরতা ব্র‍্যাঘ্রীর মতো জরা এসে দেহে আশ্রয় নিয়েছে ---, তার সাথে এসেছে নানারকম ব‍্যাধি।তারা দিনরাত দেহকে ঠুকরে ঠুকরে ঝাঁঝরা করে দিচ্ছে।ভাঙ্গা ঘটের জলের মত জীবন থেকে আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে পল পল করে।কিন্তু কি বিচিত্র!মানুষ তথিপিও আপন আপন দুষ্কর্ম করেই চলেছে।এই আমাদের অমূল‍্য জীবনের কলঙ্কময় চরিত্র,এই আমাদের মানব জনমের মৃত‍্যুর আভরণ।*
*অহন‍্যহপি ভূতার্ণি গচ্ছন্তীহ যমালয়ম্।*
*শেষা স্থাবরমিচ্ছন্তি বিস্ময়শ্চর্য‍্যমতঃ পরম্।।*
          *(মহাভারত বনপর্ব)*
*🌻প্রতিদিন জাত পদার্থ নাশ হচ্ছে বা মরছে।এ দেখেও যারা জীবিত তারা ভাবছে আমি মরব না।ভাবে চিরদিন বেঁচে থাকব,সুখ ভোগ করব এর চেয়ে আশ্চর্য‍্য আর কি হতে পারে? উপরের কথাগুলি বলেছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির।বেঁচে থেকে আরও ভাল-ভাবে বাঁচতে গেলে একমাত্র ভগবানের কথা চিন্তা করতে হবে,প্রকৃত সুখ সেই পরম দয়াল ভগবানকে স্মরণ,মনন,করতে হবে।ঐশ্চর্য‍্য,সুখ কোথায়? ঐশ্বর্য‍্য সুখ নহে গরল।বিষয় আসয়ে সুখ কোথায়?ত্রিজগতের সুখ যাঁর মধ্যে সেই ঐশ্বর্য‍্যময় ভগবানই জীবের একমাত্র আশ্রয়।এ আশ্রয় যার নেই সেই নিরাশ্রয়।রামানন্দ স্বামী রুইদাসের দিকে একদৃষ্টে চেয়ে আছেন।কি দেখছেন তিনি?এমন নিষ্ঠা,এমন একাগ্রতা,এমন ভক্তি তিনি একজনের মধ্যেই দেখেছিলেন,তিনি রামদাস।আজ আবার তিনি দেখতে পেলেন রুইদাসের মধ্যে!রামানন্দ স্বামী বললেন,তোমার আশা পূর্ণ হবে!রুইদাস নত হয়ে প্রণাম করতেই রামানন্দ স্বামী তার পিঠে খড়মের চিহ্ন দেখে চমকে উঠলেন।একি তোমার পিঠে এ দাগ কিসের?রুইদাস বললেন,পদাঘাতের দাগ,গুরুদেবের কাছে অপরাধ করেছিলাম তাই এই চিহ্ন।রামানন্দ স্বামী আর বিলম্ব না করে রামদাস রামদাস বলে রুইদাসকে হৃদয়ে জড়িয়ে ধরে বললেন,ওরে!আমি সেই মহাপাতক রামানন্দ স্বামী।তুই আমার সেই "রামদাস",আজ আমার কাজ শেষ হল।যা খুঁজছিলাম তা পেলাম মন আমার শান্তি হল।তখন রুইদাস হাতজোড় করে বললেন,প্রভু!রঘুনাথকে কবে পাব? ত্রিশবছর পার হয়ে গেছে এবার তোমার অভীষ্ট সিদ্ধ অবশ্যই হবে রামানন্দ স্বামী বললেন।রুইদাস বলছেন,হবে,হবে? আমার আশা পূর্ণ হবে?রামানন্দ স্বামী রুইদাসকে আশীর্বাদ করে চলেগেলেন।রুইদাস মন্দিরে বসে নয়নবারি ফেলতে লাগলেন।এ নয়নের জল একদিন দুইদিন নয়,এ নয়নজল জমেছে বহুকাল ধরে।বরফের মত জমা ছিল নয়নকোণে। আজ বুঝি রঘুনাথ রুইদাসের নয়নকোণে চরণ দিয়েছেন তাই বরফ জল হয়ে বয়ে যাচ্ছে।ধন‍্য রুইদাস তোমার সাধনা।*
*মুচি হয়ে শুচি হয় যদি রাম ভজে*।
*শুচি হয়ে মুচি হয় যদি রাম ত‍্যজে।।*
*🌻এই কথার জলজ‍্যান্ত প্রমাণ রুইদাস।রুইদাসের ভাব দেখে মন্দিরের রঘুনাথ হাসছেন, আর রুইদাস কাঁদছেন।একজন হাত বাড়িয়ে আছেন আর একজন এগিয়ে চলেছেন।ভক্ত আর ভগবানের মিলন লগ্ন বুঝি সমাগত।এমন লগ্ন কই-জনার জীবনে আসে? রুইদাস বালকের মত ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন।লছমী কখন  রুইদাসের পাশে এসে বসেছেন তা কে জানে।রুইদাস নয়ন মুছে দেখলেন লছমী, তাঁকে জিজ্ঞাসা করলেন,লছমী!তুমি বল আর কবে আমি রঘুনাথের দর্শন পাব?পথ তো প্রায় শেষ হয়ে গেল।লছমী কেবল চোখ দুটি বড় বড় করে তাকালেন রুইদাসের দিকে।রুইদাস আর কিছু না বলে সুর ধরলেন=*
*ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরি,*
         *রামগোবিন্দ হরি।*
*জপ তপ সাধন কচ্ছু নাহি লাগত,*
         *খরচ ত নাহি গধরী।।*
*সন্তত সম্পত সুখকে কারণ,*
         *জাশো ভুলপরী।*
*কহত কবীরা রাম ন জামুক,*
         *তা মুখ ধূলভরী।।*
*🌻আবার সেই নয়নজলের স্রোত।অন্তরআত্মা বোধহয় বলছে,কাঁদ, কাঁদ রুইদাস,কাঁদতে কাঁদতে নয়ন অন্ধ করে ফেল,তারপর ভিতরে চেয়ে দেখ দেখতে পাশ কিনা।রুইদাস তখন লছমীকে বলছেন,লছমী!এ জনমে জানলাম না কেমন করে তাঁকে ডাকতে হয়।বুঝলাম না কেমন করে বুঝতে হয়।ভাবতেও পারলাম না কেমন করে তাঁকে ভাবতে হয়।লছমী বললেন,তোমার কথা বুঝি না গো!আমার মন হয় তোমার রঘুনাথ তোমাকে নিয়ে লুকোচুরি খেলছেন। হয়ত তাই হবে, তা না হলে তিনি অবশ্যই ধরা দিতেন।কিন্তু লছমী!তাঁকে ধরতে গেলে যে বস্তুর প্রয়োজন তা তো আমার নেই।তাই হয়ত আমি পেলাম না!এইকথা বলে চুপচাপ রইলেন।নয়ন মুদ্রিত করে বসে রইলেন।লছমী বললেন,ওগো চলো,দুটো কিছু মুখে দেবে চলো!না খেয়ে খেয়ে তুমি যে হাড়সার হয়ে গেলে?এমনি ভাবে চললে আর ক'দিন তুমি বাঁচবে? রুইদাস বললেন,আর বাঁচার ইচ্ছে নেই,বেঁচে থেকে যে সুখ তা তো দীর্ঘদিন ধরে অনুভব করলাম।দুঃখের নদীর কিনারে আমি নৌকা বেঁধেছি,সুখের ঢেউ কোথা থেকে লাগবে?এবার ছুটি চাই।বাঃ বেশ বলেছ,আমার কী হবে?লছমী বললেন।রুইদাস হাত দিয়ে দেখালেন রঘুনাথজীর মূর্তির দিকে,উনি দেখবেন ভরসা রাখ।এইকথা শুনে লছমী বুঝতে পারলেন,তিনি রঘুনাথজীর শ্রীচরণ লাভ করেছেন।লছমী অন‍্যত্র চলে গেলেন।*
*🙏বানান ভুল ভ্রান্তি ক্ষমা করবেন🙏*
*ভক্ত রুইদাস এখানেই রইল*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*পূণ‍্যভূমি ভারতবর্ষে যুগে যুগে কালে কালে বহু সাধক এসেছেন,সাধিকা এসেছেন,মহাপুরুষ এসেছেন।মানুষের বেশে মানুষের মাঝে বসবাস করে সবাই সেই একই কথা বলে গেছেন। ভরসা রাখ,বিশ্বাস রাখ,তিনি আছেন,ডাক পাবে।যে ভাবে পার ডাক,কাঁদ তাঁর জন্য। তুমি যদি কাঁদার মত কাঁদতে পার তিনিও কাঁদবেন। কিন্তু কলির জীব দিনের পর দিন ঘর বাঁধছে মায়ার বেড়া দিয়ে।সংসার সাজাচ্ছে পুত্র কন‍্যার পুতুল দিয়ে।শোকে তাপে জ্বলে জ্বলে খেলা শেষে চলে যাচ্ছে।সময় তাদের মিলছে কই?সেই পরম করুণাময় ভগবান নিকট আত্মীয়ের মত সব সময় তাদের ডাকছেন।ওরে মিথ‍্যা খেলা শেষ করে দিয়ে এবার আসল খেলা খেলবি আয়।ক'জন সেই ডাকে এগিয়ে যাচ্ছে?না!যাচ্ছে না।জনমে জনমে মরবার জন্য যাদের জনম তাদের ধরম করম কোথা থেকে হবে। সাধক রুইদাসের জীবনী অনুশীলনে ভরা।আজন্ম তিনি একই অনুশীলন করছেন।সে অনুশীলন ঈশ্বরের কৃপা লাভ।তিনি নিচু জাতির ঘরে জন্ম নিয়েছেন।লেখাপড়ার ধর দিয়েও যান নি।শাস্ত্র পাঠও করেননি।কিন্তু চরম একাগ্রতা,অটল বিশ্বাস,অচলা ভক্তি তাঁকে সর্ববিদ‍্যাবিশারদ করে তুলেছে।ঈশ্বর আছেন এই বোধ যার আছে তিনিই তো জ্ঞানী।রুইদাসের সারাজীবন এই বোধে ভরা।তাই পরশমণি তিনি লাভ করেছিলেন।তাই তাঁর দেওয়া বনফুল মা গঙ্গা দু'হাত বাড়িয়ে নিয়েছিলেন।আবার শালগ্রাম শিলা পর্বত প্রমাণ ভারী হয়েছিল। আবার,নারায়ণ শিলা জলে ভেসে তাঁর কাছেই এসেছিল।এ কৃপা কয়জনের হয় গো?রুইদাসের জীবনব‍্যাপী সাধনার এই ত পরম সিদ্ধি।তাঁর সাধনায় রঘুনাথ তুষ্ট হয়েছিলেন।রুইদাস দিন দিন ক্ষীণ হতে ক্ষীণতর হতে লাগলেন।মন্দিরেই তাঁর সবকিছু।কোথাও তিনি যান না।দিনরাত তাঁর মন্দিরেই কাটে।তিনি বড় গাছের তলায় আশ্রয় নিয়েছেন,এর মত নিরাপদ আশ্রয় আর কি কোথাও আছে?যতদিন যায় ততই যেন তিনি কেমন হয়ে যান।তাঁর মুখের কথা শুনা যায় না।তারপর একদিন=সেদিন কোন মাস,কোন তিথি তা জানা যাইনি,মন্দিরের ভিতর একপাশে তাঁর জীবন দীপ নিভে যায়।ভোর বেলায় যিনি মন্দিরের দ্বার খোলেন, তিনি দেখেন রুইদাস হাতজোড় করে বসে আছেন।নয়ন দুটি মুদ্রিত,দেহ নিষ্প্রাণ।ষোল শতকের প্রারম্ভে কি মধ‍্যভাগে ভারতবর্ষের এক মহান সাধক রুইদাসের জীবনতরী রামচন্দ্র সরোবরে নোঙর করল।"জয়রাম জয়রাম" ধ্বনিতে মন্দির মুখরিত।রুইদাস নোঙর(অঙ্কুশ)ফেলে বসে আছেন।ঘরে যাব,ঘরে যাব বলে যাঁর নয়নের জলে বক্ষ ভেসে গেছে আজ তিনি সত‍্য সত‍্যই মূল ঘরে গিয়ে উঠলেন,যে ঘরে আর কোন শোক,তাপ,ব‍্যথা কিছুই নেই,কেবল মহানন্দ।এ ঘর তাঁর আপন ঘর,তাঁর শুদ্ধ জীবনের সিদ্ধপীঠ।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 *ভুল অপরাধ ক্ষমা করবেন।🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
  ✧═══════════•❁❀❁•═══════════✧ 

 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html