🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

গজবেশ 🌷 গণপতি ভট্ট 🙏 ভক্ত লীলা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📝 GOPISHARAN DAS 📚 এই লিংকে ক্লিক করুন 🔀 http://mrinmoynandy.blogspot.com/2023/01/gopisharan-das_63.html

 ✧═══════════•❁❀❁•═══════════✧
                           ꧁ গজবেশ ꧂
       ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ Gopisharan.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*#গজবেশ*

উত্তরাখন্ডের কর্ণাটক দেশের কাণিয়ারি গ্রামে এক সদগুণ সম্পন্ন বেদ-বিদ্যা-বিশারদ নিষ্ঠাবান ব্রাহ্মণ বাস করতো। এনার নাম "গণপতি ভট্ট "।।
তার ভগবানে অচলা ভক্তি।বিষয় চিন্তা ছেড়ে ভগবানের চিন্তাতেই তিনি সর্বদা নিমগ্ন থাকতেন।
শাস্ত্র দেখতে দেখতে একদিন তিনি ব্রহ্ম পুরাণে দেখলেন-----
"স্থুলস্বরূপ গোটি ধরি। 
ব্রহ্ম অচ্ছন্তি নীলগিরি।। 
তাংকু দেখন্তি যেউমানে। 
মুকত হুওন্তি দরশনে।।
ন গমে যম দরশন। সকল শাস্ত্রে এই প্রমাণ।।

পরম ব্রহ্ম স্থুলস্বরূপ ধারণ করে শ্রীনীলাচলে বিরাজ করছেন।তাকে যিনি দরশন করবেন তিনি মুক্তিপদের অধিকারী হবেন, তাকে আর যম ভবনে যেতে হবেনা।
•ব্রহ্মপুরাণের এই কথা শুনে ইষ্ট দেবতার ন্যায় বচনটি হৃদয়পদ্মে ধারণ করলেন।
নির্বেদ ভরে প্রানে প্রানে বলে উঠলেন---
"এ সংসারে ধিক,এ মায়াজালে ধিক,স্ত্রী-পুত্র-ধনে ধিক,স্বয়ং ব্রহ্ম এই ধরাধামে বিরাজ করছেন আর আমি না জানতে পেরে অকারনে ভ্রমন করে বেড়াচ্ছি? আহা যে ব্রহ্মকে দেখলে জীব অনায়াসেই নিস্তার লাভ করে এবং গতায়াতের পথ বন্ধ হয়ে তাতেই লীন হয়ে যায়;
হায়! আমি অতিশয় মূঢ়, তাই তাকে ছেড়ে অসার সংসারে আবদ্ধ হয়ে রয়েছি।আর সংসারে থেকে কি লাভ।
স্ত্রী-পুত্র-ধন কেউ ত আমার সাথে যাবেনা। যতদিন দেহ সবল ততদিন এই দেহটা সকলের বন্ধু।
ভট্ট মনে এই বিচার করে সেই দারুব্রহ্ম উদ্দ্যেশ্যে বেরিয়ে পড়লো।
দিনের পর দিন,মাসের পর মাস চলে গেল, হেঁটেই চলেছে।আহার জুটলে খায় নয়তো উপবাস।
এই ভাবে চলতে চলতে পৌঁছালেন এসে "আঠারনালা" নামক স্থানে।
 এটি নীলাচল এর অতি নিকটেই।
এই স্থানে প্রবেশ মাত্রই জীব যমদণ্ড কে জয় করে থাকে।
 ভট্ট এখানে বসে ব্রহ্মচিন্তা করতে লাগলেন।
হঠাৎ দেখলেন কিছু লোক তার সামনে দিয়ে হেটে যাচ্ছে,এবং সকলেই আনন্দিত চিত্ত,সবার হাতেই "অবঢ়া"(অন্ন মহাপ্রসাদ)
তাদের দেখে মনে হচ্ছে সংসারের তাপ জ্বালা যন্ত্রণা যেন তারা জানেই না।
ভট্ট একজনকে জিজ্ঞেস করলো ভাই তোমাদের এত আনন্দ কিসের? কোথা থেকে তোমরা ফিরছো?
তারা উত্তরে বললেন- আমরা নীলাচলে গিয়েছিলাম। সেখানে ব্রহ্ম দর্শন করে এখন ফিরছি।
ভট্ট এই কথা শুনে একদম স্তম্ভিত হয়ে গেল।এক অভিনব চিন্তায় মন তোলপাড় হতে লাগলো।
ভট্ট জানেন যারা ব্রহ্ম দরশন পায় তারা ব্রহ্মেই লীন হয়ে যায়।তাহলে এরা ব্রহ্ম দরশন করে ফিরে আসছে কি করে? তবে কি এখানে ব্রহ্ম নেই? তাই বা হয় কি করে? ব্রহ্মপুরাণ কি মিথ্যা বলবে?
তাতে স্পষ্ট লেখা আছে "ব্রহ্ম অছন্তি নীলগিরি "
ব্রাহ্মণ পুরাণ বচন বার বার পড়লেন, কিন্তু মনের সংসয় মিটলনা।
মনে ভাবলেন ব্রহ্ম যখন নীলাচলে নেই তখন বাড়ী আর ফিরবো না। আত্মহত্যা করে প্রাণ বিসর্জন দেব।
আবার ভাবছেন আত্মহত্যা? মহাপাপ? না, না,তাই বা করি কি প্রকারে?
ভট্ট এইরূপ ভাবছে এদিকে ভাবগ্রাহী ভগবান সব জানলেন। জানবেন নাই বা কেন?
"সে সরবো অন্তর‍যামী হরি।
সকল ঘটে চ্ছন্তি পুরি।।
ভগত মন যার ঘড়।তাহাকু কিস অগোচর।। "
ভগবান ততক্ষণাৎ ব্রাহ্মণ বেশে এসে ভট্টের সামনে উপস্থিত, হাসতে হাসতে জিজ্ঞেস করলেন- বিপ্রবর!আপনি কথা থেকে আসছেন? যাবেন কোথায়?এত দুঃখিত দেখছি কেন?
ভট্ট বললেন মহাশয় ব্রহ্মপুরাণ পাঠ করে জেনেছি ব্রহ্ম এখানে থাকেন আর তাকে দরশন করলেই তাতেই লীন হয়ে যায়।কিন্তু এখানে সবাই দরশন করে ফিরে আসছেন, তবে কি ব্রহ্ম এখানে নেই?
ভগবান রূপী ব্রাহ্মণ বললেন,মহাশয় -ভগবান হলেন বাঞ্ছা কল্পতরু সুতরাং যে তাকে যে ভাবে চায় তিনি সেই ভাবেই তার বাঞ্ছা পুরণ করে থাকেন।
যারা ফিরে যাচ্ছেন তারা ফিরে যাওয়ার বাসনাই প্রকাশ করেছে তাই তারা ফিরে যাচ্ছে,যদি কেউ তার কাছ থেকে আর ফেরার ইচ্ছা প্রকাশ না করেন তিনি কখনই ফিরবেন না।
ভগবানরূপী ব্রাহ্মণের কথা শুনে ভট্টের মনে আশার আলো জাগলো।তখন তিনি ছুটলেন দারুব্রহ্ম দরশন ও সেই ব্রহ্মে লীন হওয়ার ইচ্ছায়।
এসে স্নান বেদীতে দারুব্রহ্ম দর্শন করলেন। কিন্তু তার মন ভরল না। তাঁর দৃঢ় ধারণা একমাত্র গণেশ স্বরূপই ব্রহ্ম। নাইনে গজবদন, না দন্ত আছে। তাই মনের দুঃখে ফিরে চললেন।

এদিকে জগন্নাথ তার মুদিরথ নামক সেবক কে স্বপ্নে দরশন দিয়ে বললেন,ভট্ট আমার পরম ভক্ত তাই তাকে খুঁজে এনে আমার স্নান দরশন করাও।
মুদিরথ ভগবানের আদেশ অনুযায়ী ভট্ট কে পেলেন এবং তার সব কথা শ্রবণ করে তাকে নিয়ে এলেন সিংহদ্বারে অরুণ স্থম্ভের নিকট।
প্রভু স্নান বেদীতে শুভ বিজয় করেছেন।মুদিরথ ভট্ট কে বললেন দ্যাখো ওই হলেন তোমার ব্রহ্ম।
ভট্ট দেখছেন কৈ ব্রহ্ম? তাঁর কাছে ব্রহ্মের স্বরূপ গণেশ। এনার ত শূড় বা গজদন্ত কিছুই নাই?
মুদিরথ বললেন হে ব্রাহ্মণ আপনি ভালোকরে নিরিক্ষণ করুণ!  আপনার ব্রহ্ম ইনিই।
 ভট্ট কিছুক্ষণ চোখ বুঝে থেকে ব্রহ্মের চিন্তা করে চোখ খুলতেই দেখেন জগন্নাথ গণেশ স্বরূপ হয়ে দাঁড়িয়ে আছেন।
ভট্ট ভালোকরে দেখছেন, একবার না দুইবার না বেশ কয়েকবার।হ্যা,তাইতো ইনিই ত আমার ব্রহ্ম।ঐ ত বিশাল শুন্ড,ঐ ত একটি দন্ত, অদ্ভুত ভাবে শোভা পাইতেছে।।
আহা প্রভু! ধন্য আমার মানব জীবন।ভট্ট শুনতে পেলেন কে যেন নাম ধরে ডাকছে "গণপতি ভট্ট" এদিকে আয় এই ত আমি স্নান মন্ডপে বিরাজিত।।ভট্ট অবাক নয়নে প্রভুর শ্রীমুখ কমল নিরিক্ষণ করতে করতে অবিশ্রাম জল ধারা বয়ে চলেছে দু-চোখে।
প্রভু বললেন ভট্ট! কি বর চাই বল? ভট্ট বললেন প্রভু তোমার এই স্বরূপ আপামর জনসাধারণ কে দরশন দাও।
প্রভু বললেন *তথাস্তু* ।।
ভট্ট চোখ বুঝলেন আর তার শরীর থেকে একটি জ্যোতি নির্গত হয়ে জগন্নাথের শ্রীঅঙ্গে মিশে গেল এবং সকলে দেখলেন গণপতি ভট্ট এর স্থুল শরীরটি মাটিতে লুটিয়ে পড়লো।।
এই থেকে প্রভুর আশীর্বাদ রূপে ভক্তের উদ্দেশ্যে ঐ স্বরূপের দরশন অদ্যাবধি হয়ে আসছেন।।
কি অদ্ভুত জগন্নাথ আর তার ভক্তের লীলা! রোমাঞ্চ অনুভব হয়! 
জয় ভক্ত বৎসল ভগবানের।

( *_ভক্তেরজয়_* গ্রন্থ থেকে।)

https://gopisharan.blogspot.com
 ✧═══════════•❁❀❁•═══════════✧
      ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html