🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

জাহ্নবা মায়ের আবির্ভাব তিথি 🌼 বৈশাখমাসের শুক্লা নবমী তিথি ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/04/deep.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ জাহ্নবা মায়ের আবির্ভাব তিথি ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ DeepBagui.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই ꧂
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
#বৈশাখমাসের_শুক্লা_নবমী_তিথি:
#জাহ্নবা_মায়ের_আবির্ভাব_তিথি: 

  
 নিত্যানন্দশক্তি জাহ্নবা মায়ের জন্মস্থান অম্বিকা-কালনা। পিতা সূর্যদাস পন্ডিত ও মাতা ভদ্রাবতী দেবীর দুই কন্যা-বসুধা ও জাহ্নবা।

শ্রীসূর্যদাসের গুণ কহিলে না হয়।
বসুধা জাহ্নবা --নামে তাঁর কন্যাদ্বয়।।রূপে গুণে দোহার উপমা নাই দিতে।

      মহাপ্রভু নিতাইচাঁদকে বললেন, তুমিও যদি মুনিধর্ম অবলম্বন করে থাকো তাহলে পতিত সংসারের উদ্ধার হবে কিভাবে? গৌড়মণ্ডলে গিয়ে নাম প্রেম প্রচার কর। সংসারী হও। সম্যকরূপে সার যে আমি, তোমার গৃহে যাব। অতএব তুমি কোন চিন্তা করো না মনে।

মহাপ্রভুর আজ্ঞা মেনে নিতাই আসলেন শ্রীগৌড়মন্ডলে।

    প্রিয়শিষ্য উদ্ধারণদত্ত সঙ্গে নিত্যানন্দ সূর্যদাসের গৃহে উপস্থিত হয়ে
বিবাহের প্রস্তাব দিলেন।
সেসময় বর্ণপ্রথার প্রবল অনুশাসন থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও সমাজের ভয়ে সূর্যদাস কন্যাদানে অসম্মতি জানালেন।
সদানন্দ নিত্যানন্দ গঙ্গাতীরে বটবৃক্ষমূলে গিয়ে বসলেন।

দর্শনে মুগ্ধ বসুধা নিত্যানন্দের ফিরে যাওয়ায় মূর্চ্ছিতা হয়ে পড়লেন।অনেক উপচারেও কিছু হল না কবিরাজ এসে বলল সব শেষ।
      গঙ্গাতীরে বসুধার মৃতদেহ সৎকার করতে আনা হলে, নিত্যানন্দের দেখা মিলল।
সূর্যদাস তার পায়ে পড়ে বললেন " আমার মেয়েকে বাঁচিয়ে দিন। আপনার চরণে মেয়েকে সমর্পণ করলাম।"
  নিত্যানন্দ অঙ্গগন্ধ পেয়েই বসুধা উঠে বসল মাথায় ঘোমটা দিয়ে লজ্জায় ফিরে বসল। 
বেদবিহিত সংস্কার করে উপবীত ধারণ করে মহাসমারোহে বিবাহ সম্পন্ন হল।
  
   একদিন নিত্যানন্দ প্রভু পালংকে বসে আছেন, জাহ্নবা হেসে হেসে তাম্বুল দান করছেন নিত্যানন্দ প্রভু তাকে হাতে ধরে পাশে বসালেন।
 পূরবের ভাব মনে হল, তাঁর নিত্য প্রিয়া রেবতী ও বারুনী।  
 সূর্যদাসকে বললেন, " আপনি তো আমাকে যৌতুক দেন নাই তাই যৌতুক স্বরূপ আপনার এই কনিষ্ঠ কন্যাকে আমি গ্রহণ করলাম।"
সূর্যদাস বলল, " জাতি প্রাণ ধন গৃহ পরিবার সমস্ত তোমার।"

 শ্রীগৌরগণোদ্দেশ দীপিকায়াম্-
  শ্রীবারুণীরেবত্যোরংশসম্ভবে 
তস্য প্রিয়ে শ্রীবসুধা চ জাহ্নবা।
শ্রীসূর্যদাসাখ্যমহাত্মনঃ সুতে
ককুদ্মিরূপস্য চ সূর্যতেজসঃ।।

কেচিৎ শ্রীবসুধাদেবীং কলাবাণীং বিবৃণ্বতি।
অনঙ্গমঞ্জরীং কেচিজ্জাহ্নবাং ক প্রচক্ষতে।
ভয়ঙ্কর সমীচীনং পূর্বন্যায়াৎ সতাং মতম্।।

অনুবাদ--শ্রীগৌরগণোদ্দেশদীপিকায় শ্রীনিত্যানন্দ প্রভুর প্রিয়াদ্বয় শ্রীবারুণী ও শ্রীরেবতীর অংশসম্ভূত এবং সূর্যের ন্যায় তেজস্বী, ককুদ্মির অবতার মহাত্মা শ্রীসূর্যদাস পন্ডিত। কেহ কেহ শ্রীবসুধাদেবীকে "কলাবাণী" এবং শ্রীজাহ্নবাকে "অনঙ্গমঞ্জরী" বলে থাকেন। সাধুগণও পূর্ব বিচারে উভয়ই সমীচীন মনে করেন।

        বিয়ের পর বড়গাছিতে এলেন নিত্যানন্দ, শ্রীবাসের ঘরণী মালিনীর কাছে আশীর্বাদ নিলেন। তারপর নবদ্বীপ গিয়ে শচীমাতার আশীর্বাদ নিলেন। তারপর গাণ্ডীবনগরে (বর্তমানে গাঁটরা)এসে বেশ কিছুকাল অবস্থান করেছিলেন। তারপর সপ্তগ্রামে,শেষে খড়দহে আসেন। 
  বসুধা মাতার আটপুত্র ও এক কন্যা , একে একে সাত পুত্র মারা গেল। বেঁচে রইল মেয়ে গঙ্গা ও কনিষ্ঠ পুত্র বীরচন্দ্র বা বীরভদ্র।

জাহ্নবা নিঃসন্তান ।
রামচন্দ্র(ইনি পূর্বোক্ত রামচন্দ্র নন) বা রামাই কে পোষ্যপুত্র রূপে গ্রহণ করেছিলেন।
 জাহ্নবার প্রিয় বন্দোঁ রামাই গোসাঞি। 
যে আনিল গৌড়দেশে কানাই বলাই।।

 বর্তমানে বাঘনাপাড়ায় কৃষ্ণ-বলরাম বিগ্রহ আজও সেবিত হচ্ছেন।
         বীরচন্দ্রের ইচ্ছা ছিল অদ্বৈত আচার্যের কাছে দীক্ষা নেওয়ার, তাই ভেবে সে শান্তিপুরে যাবার উদ্দেশ্যে বেরিয়েছিলেন, জাহ্নবা রামদাস কে পাঠালেন ডেকে আনতে,ততক্ষণে বীরচন্দ্র নৌকায় উঠেছেন রামদাস অনেক ডাকলেন। কিন্তু শুনতে পেলেন না, কেননা তিনি নাম সংকীর্তন সে সময় ছিলেন মত্ত।রামদাস তার হাতের বাঁশীটি ছুড়ে মারলে নৌকা তৎক্ষণাৎ দ্বিধাবিভক্ত হয়ে যায়। ফিরে আসলেন বীরচন্দ্র এসে নামজপরত মায়ের চরণে প্রণাম করলেন।যুবক পুত্রকে দেখে মা ঘোমটা দেবেন, হাত নাম জপে রত। তখন আর দুহাত বের করে ঘোমটা দিলেন, দেখে বীরচন্দ্র চরণে লুটিয়ে পড়লেন। যথাসময়ে দীক্ষা হয়ে গেল।

 নিত্যানন্দ প্রভুর অপ্রকটের পর
 জাহ্নবাদেবী ১৫০৫শকে খেতুরীতে শ্রীনরোত্তম ঠাকুর মহাশয়ের অনুষ্ঠিত ছয় বিগ্রহ প্রতিষ্ঠা মহামহোৎসবে নিমন্ত্রিতা হয়ে আসেন। তিনি খড়দহে ফিরবার কালে তার শ্বশুরের ভিটা দেখতে একচক্রায় এসে নিত্যানন্দ জন্মস্থান শ্রীশ্রীএকচক্রাধাম-যোগপীঠ দর্শন করেন ।
পরে তিনি বৃন্দাবনে গিয়ে গোবর্ধনের গোফায় ভজনরত শ্রীরাঘব পণ্ডিতকে আদেশ দেন নিত্যানন্দ জন্মস্থান সংরক্ষণের জন্য। তারই নির্দেশে পরবর্তীকালে রাঘব পন্ডিত এসে নিত্যানন্দ জন্মস্থানের সেবা সংরক্ষণ করেন। বৃন্দাবনে গৌড়ীয় বৈষ্ণব গণের সেবিত গোবিন্দ গোপীনাথ এবং মদনমোহন মন্দিরে শ্রীকৃষ্ণ বিগ্রহের বামে রাধারাণির বিগ্রহ প্রতিষ্ঠা সম্পর্কে তিনিই প্রথম উদ্যোগ নেন। এবং মা জাহ্নবার প্রচেষ্টাতেই এই তিন কৃষ্ণ বিগ্রহের পাশে রাধারাণি অধিষ্ঠিত হন এবং বর্তমানেও সেবিত হচ্ছেন।
পরের বার বৃন্দাবনে গিয়ে গোপীনাথের আরতি করেন।আরতী অন্তে গোপীনাথ মাজাহ্নবার বস্ত্রাঞ্চল আকর্ষণ করে আত্মসাৎ করেন অর্থাৎ তার দেহেই লীন করে নেন।
পরে মূর্তি তৈরি করে গোপীনাথের বামে স্থাপন করা হয়।
তখন থেকেই সব গৌড়ীয়ার গোপীনাথ মন্দিরে গোপীনাথের বামে মাজাহ্নবা বিদ্যমান।

নিত্যানন্দ পরিবারের গুরুপরম্পরায় মূল আসনে মা_জাহ্নবাই অধিষ্ঠিত।
আজ
 মাজাহ্নবার শুভ আবির্ভাব তিথিতে মায়ের চরণে কোটি কোটি প্রণাম। মা তুমি সকলের আত্যন্তিক মঙ্গল কর, এই প্রার্থনা তোমার শ্রী চরণে।

#জয়_মাজাহ্নবা
*জয় নিতাই!*
✧═══════════•❁❀❁•═══════════✧      
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি,  উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html