🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

শ্রীরাধাকুণ্ড ও শ্যামকুণ্ড প্রাকট্য 🙇 কার্তিক কৃষ্ণাষ্টমী ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/radhashyam.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

শ্রীরাধাকুণ্ড ও শ্যামকুণ্ড প্রাকট্য 🙇 কার্তিক কৃষ্ণাষ্টমী ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/radhashyam.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*#শ্রীরাধাকুণ্ড_ও_শ্যামকুণ্ড_প্রাকট্য।*

(#কার্তিক_কৃষ্ণাষ্টমী)

বহুলাষ্টমী বা অহৈয়াষ্টমী নামে পরিচিত এই তিথিতে রাধাকুণ্ডের প্রাকট্যজনিত স্নানযোগ। এ সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ  ভক্ত, সাধকের আগমন হয়, রাধাকুণ্ডে স্নান করার জন্য।
 #কুম্ভমেলার স্নানে অমৃতযোগ থাকে। সে স্বর্গের ন্যায় প্রাকৃত অমৃত। তার এক কণা পাওয়ার লালসায় সকলের সম্মিলিত হয়। 
কিন্তু রাধাকুন্ডের স্নান অপ্রাকৃত প্রেমধনে ধনী হওয়ার জন্য, আনুসঙ্গে মনের কামনাও পূর্ণ হয়ে যায়। তাই কুম্ভস্নান রাধাকুণ্ডের স্নানের সঙ্গে কোন অংশেই তুল্য নয়।

রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমে অরিষ্টাসুর সম্বন্ধে জানা প্রয়োজন। অরিষ্টাসুর শব্দের অর্থ "বৃষ+অসুর"। শ্রীগর্গ- সংহিতা গ্রন্থে আছে —  রাক্ষসরাজ বলীর পুত্র *#বরতন্তু* গুরু বৃহস্পতির কাছে বিদ্যা গ্রহন করতেন। একদিন পাঠগ্রহণ কালে তিনি গুরুর সামনে পদ প্রসারিত করল। গুরু তা দেখে রেগে বললেন, — "হে দুষ্ট! তুমি বৃষের মত আমার সামনে আচরণ করেছ, অতএব তুমি বৃষ হয়ে যাও।" এই অভিশাপে বরতন্তু বৃষরূপে অসুরত্ব প্রাপ্ত হয়ে অরিষ্টাসুর নামে পরিচিত হয়।

কংস দ্বিগবিজয় কালে সমস্ত অসুরদের পরাস্ত করে তাদের সঙ্গে সন্ধি করে যে, তারা প্রয়োজন অনুমতে  সহায়তা করবেন। সেজন্যই এবার কংস  অরিষ্টাসুরকে আহ্বান করল।
 শাপগ্রস্ত অরিষ্টাসুর কংসের নির্দেশে বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে হত্যা করতে আসল। অরিষ্টাসুর ব্রজে এসে সখা ও গোগণের মধ্যে গোচারণ লীলায় প্রবেশ করল। অরিষ্টাসুরের মাথায় ছিল খুব ধারালো শিং । সে পায়ের খুর দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে যখন বৃন্দাবনের দিকে অগ্রসর হচ্ছিল ,তখন বনভূমিতে ভূকম্প হতে লাগলো । অরিষ্ট প্রচন্ড গর্জন করতে করতে লোকালয়ে প্রবেশ করলো । সেই ষাঁড়রূপী অসুরের গর্জন শুনে অনেক গর্ভবতী ব্রজনারী ও গাভীদের গর্ভপাত হল । সেই অসুর যখন বৃন্দাবনে লোকালয়ে প্রবেশ করলো , তখন পশুপাখী , ব্রজবাসীরা যে যেদিকে পারলো পালাতে লাগলো । তার নিষ্ঠুর নিনাদে গোপ-গোপীগণ ভয়ে ত্রস্ত হয়ে “#হা_কৃষ্ণ, #হা_কৃষ্ণ, #রক্ষা_কর” বলে চিৎকার করতে লাগল।
শ্রীকৃষ্ণ এই দেখে এগিয়ে এলেন । অরিষ্টাসুর তাঁর তীক্ষ্ণ শিং দুটি উঁচিয়ে তেড়ে আসলো । শ্রীকৃষ্ণ তাঁর শিং দুটো ধরে তাঁকে দূরে নিক্ষেপ করলো । পড়ে গিয়ে আহত অসুর পুনরায় আক্রমণ করতে আসলো । শ্রীকৃষ্ণ তার শিং দুটো ধরে পুনরায় সজোরে মাটিতে আছাড় দিলেন ও শিং দুটি ভেঙ্গে ফেললেন । এরপর শ্রীকৃষ্ণ সেই অসুরের পেছনের পা দুটো ধরে ঘুরিয়ে এক আছাড় দিলেন । কিছুক্ষণ পর রক্তবমি করতে করতে অরিষ্টাসুর প্রাণত্যাগ করল। শ্রীকৃষ্ণের হাতে নিহত হবার ফলে অরিষ্টাসুর মুক্তি পেল , ব্রজবাসীরাও ভয়মুক্ত হলেন।

সেদিন অরিষ্টাসুরকে বধ করে কৃষ্ণ যখন রাত্রে রাসস্থলীতে গেলেন, তখন গোপীগন মৃদুমন্দ হাস্য সহকারে বললেন-হে বৃষাসুর মর্দ্দন!আজ আমাদিগকে স্পর্শ করবে না,আজ তুমি বৃষকে হত্যা করেছো।

তখন কৃষ্ণ বলল -হে গোপীগন! সে তো বৃষ নয়, ভয়ঙ্কর অসুর!
 গোপীগন বললেন- শোন, বৃত্রাসুরের ব্রাহ্মন শরীর হওয়ায় তাকে বধের নিমিত্ত ইন্দ্রকে ব্রহ্মহত্যার পাপস্পর্শ করেছিল।তেমনি এরও বৃষেররূপ ছিল!

কৃষ্ণ বললেন-হে গোপকন্যাগণ! তোমরা এসব পুরাণের কথা কি করে জানলে!! গোপীগণ বলছেন- কৃষ্ণ! আমরা পূর্ণমাসী দেবীর নিকট দৈনিক পুরাণের কথা শ্রবণ করি। তার কাছেই সব জেনেছি। তোমার মত সব সময় গরু নিয়ে হৈ হৈ করে বেড়াই না।
 গোপীগনের কথা শুনে গোবিন্দ বললেন তাহলে আমি এখন কি রূপে এই পাপ হতে মুক্তি পাব?গোপীগন বললেন - তুমি যদি পৃথিবীর সমস্ত তীর্থে অবগাহন করতে পার তবেই তুমি পাপমুক্ত হবে।

কৃষ্ণ বললেন- কি! আমি যাব সমস্ত তীর্থে স্নান করতে? সব তীর্থকে আমি এখানেই ডেকে আনছি।এই বলে শ্রীকৃষ্ণ ঐ স্থানে সজোরে বাম চরনের পার্ষ্ণি দ্বারা আঘাত করলে সঙ্গে সঙ্গে পাতাল হতে ভোগবতী গঙ্গা এবং নিখিল তীর্থ এসে উপস্থিত হলে শ্রীকৃষ্ণ বললেন তোমরা আমার কুন্ডে বিরাজমান হও।শ্রীকৃষ্ণের বাক্য শুনে সমস্ত তীর্থ কুন্ডমধ্যে উপস্থিত হল।তখন কৃষ্ণ বললেন - হে প্রিয়ে! দেখো সকল তীর্থ আমার এই কুন্ডে বিরাজমান।তখন গোপীগন বললেন- তোমার কথায় বিশ্বাস করিনা।
তখন সমস্ত তীর্থ নিজ নিজ পরিচয় দিলেন- লবনসমুদ্র,ক্ষীরসমুদ্র,অমরদীর্ঘিকা,শোননদী,ভাদ্রপর্নী, পুস্কররাজ,সরস্বতী,গোদাবরী,গঙ্গা, যমুনা,সরযূ,প্রয়াগরাজ,রেবাতীর্থ - সকলেই -"এই দেখুন আমার জল" এই প্রকার বলে জলে মিশে যেতে লাগল। তখন কৃষ্ণ সেই তীর্থে স্নান করে পবিত্র হলেন,এবং বললেন আমি সর্বতীর্থময় এইকুণ্ড প্রকাশ করলাম,এইকুণ্ডে স্নান করিলে সর্বতীর্থ স্নানের ফল পাবে। শুনে শ্রীরাধা স্বীয় সখীগনকে বললেন - হে সখীগন!ওই কুণ্ডে স্নান করো না, ওর সব পাপ ওখানে রয়েছে। অতএব ওখানে যে স্নান করবে সেই পাপ তাকেও লাগবে। আমরা আলাদা কুণ্ড নির্মান করব। বলে রাধারানী বৃষাসুরের খুরের আঘাতে যে গহ্বর হয়েছিল,ঐ গহ্বরের নরম মৃত্তিকা কঙ্কন দ্বারা খনন করে  অল্প সময়েই  এক মনোরম কুণ্ড তৈরী করে ফেললেন।
তখন
কৃষ্ণ বললেন - হে রাধে! তোমার কুণ্ড অতীব মনোরম। কিন্তু  জল  নেই, জল ছাড়া কুণ্ডের শোভা হয় না।তাই আমার কুন্ডের জল নিয়ে  তোমার কুণ্ড পূর্ন কর।
শ্রীরাধিকা বললেন - না, তাহা কদাপি নয়,কারন তোমার অবগাহনে ঐ জলও গোবধ পাতকযুক্ত হয়েছে। আমি সখীগনকে সঙ্গে নিয়ে কলসী দ্বারা মানসীগঙ্গার পবিত্র জলে  পূর্ন করব।তথাপি তোমার কুণ্ডের একবিন্দু জলও নেব না।
সখীগণ মানসীগঙ্গা থেকে জল আনতে আনতে হাঁফিয়ে উঠলো তথাপি কুণ্ডের এক কোনাও পূর্ণ হল না।
তখন শ্রীকৃষ্ণ তীর্থগনকে ইঙ্গিত করলে তারা রাধিকার চরনে দন্ডবৎ করে স্তুতি করতে লাগল। স্তুতি শুনে শ্রীরাধা প্রসন্না হলেন,ও কৃষ্ণের প্রতি একটি বিলোল কটাক্ষ করলেন,এর অর্থ দেখো তুমি তীর্থগণকে নিয়ে আসলেও তারা তোমার কুণ্ডে থাকতে চাইছে না, সবাই আমার কুণ্ডে আসতে চাইছে। 
কৃষ্ণের ইঙ্গিতে তীর্থগণ উভয় কুন্ডের মাঝের ভিত্তি ভেদন করে শ্রীকুণ্ড জলে পূর্ণ করল।
কুণ্ডের শোভা দেখে কৃষ্ণ মুগ্ধ হয়ে বলল- হে রাধে! তোমার কুণ্ডের অদ্ভুত শোভা! তুমি বর চাও।
শ্রীরাধিকা বললেন -হে প্রিয়তম! তুমি যদি আমাকে বর দিতেই চাও, তবে এই বর দাও যেন এই স্থানের নাম, আমার নামানুসারে হয়।
শ্রীকৃষ্ণ বললেন -  "তথাস্তু"।
আরো বললেন এই কুণ্ডে যে একবার স্নান করবে  তাকে তোমার তুল্য প্রেম দান করব। এই কুণ্ডের সেবা করলে আমারই সেবা করা হবে।
কালে কালে বৃন্দাবনের বহুতীর্থ লুপ্ত হল।
 মহাপ্রভু শ্রীচৈতন্যদেব বৃন্দাবন ভ্রমণ করতে করতে প্রেমাবেশে *#আরিট_গ্রামে* এসে উপস্থিত হলেন। ঐ স্থানে এসে তাঁর অকস্মাৎ বাহ্যজ্ঞান ফিরে এল । আরিট গ্রামের লোকেদের কাছে প্রভু রাধাকুণ্ডের কথা জিজ্ঞাসা করলেন, —  কেউ কিছু বলতে পারল না এবং তাঁর সঙ্গী ব্রাহ্মণটিও তা জানতেন না । সর্বজ্ঞ ভগবান মহাপ্ৰভু জানলেন তীর্থলোপ হয়েছে । দুইটি ধানক্ষেতে অল্প জল ছিল,— তাতেই গিয়ে স্নান করলেন. তা দেখে গ্রামের লোকেরা বিস্মিত হলেন, তখন মহাপ্রভু শ্রীরাধাকুণ্ডের স্তব করে বললেন, — “সমস্ত গোপী থেকে যেমন শ্রীরাধা শ্ৰীকৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠা, তেমনি প্রিয়তমার সরোবর হেতু শ্রীরাধাকুণ্ডও তাঁর সেইরূপ প্রিয় । যেহেতু সৰ্ব্ব প্রেয়সীগণের মধ্যে  শ্রীরাধা শ্ৰীকৃষ্ণের অত্যন্ত বল্লভ রূপে পরিগণিত হয়েছেন, যে কুণ্ডে শ্ৰীকৃষ্ণ নিত্য শ্রীরাধিকার সঙ্গে জলে জলকেলি এবং তীরে রাসরঙ্গ করেন, সেই কুণ্ডে যে ব্যক্তি একবার মাত্র স্নান করে, শ্ৰীকৃষ্ণ তাঁকে শ্রীরাধার তুল্য প্রেম দান করেন, যেমন শ্রীরাধার মধুরিমা, সেইরূপ  কুণ্ডের মাধুরী আর যেমন শ্রীরাধার মহিমা, রাধাকুণ্ডের মহিমাও তদ্রূপই । 
মধ্যরাত্রে রাধাকুণ্ড প্রকট হয়েছিলেন এজন্য আজও সেই নিয়ম অনুসারে রাত বারোটার পর স্নান হয়। সব ভক্তগণ প্রতীক্ষা করে থাকেন, সেই মধ্যরাত্রির। রাত বারোটা বাজতেই সকলের সেকি উল্লাস! সকলেই একসঙ্গে জলে ঝাঁপিয়ে পড়েন, প্রেমানন্দে অধীর হয়ে।
আজ সেই দিন! হা রাধে!! কোথায় তুমি? আর কোথায় আমি!!🙏🙏🙏🙏😭😭😭😭
শ্রীমন্নিত্যানন্দ প্রভুর আবির্ভাব পীঠ একচক্রা ধাম। এখানেও রাধাকুণ্ড বিদ্যমান। এখানে নিত্যানন্দ প্রভু রাধাকুণ্ড প্রাকট্য লীলা অভিনয় করেছিলেন। বর্তমানে একে রাইপুকুর বলা হয়। এ বিষয়ে বিশদ জানতে "অতি গূঢ় নিত্যানন্দ"  ইউটিউব চ্যানেল সার্চ করুন।।

*জয় নিতাই!*
*নিত্যানন্দ প্রভু ও গৌড়ীয় গোস্বামী সিদ্ধান্ত সম্বলিত বিবিধ প্রসঙ্গ জানতে এই গ্রুপে অ্যাড হোন, বন্ধুদের অ্যাড করুন , লাইক,কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন।*

https://www.facebook.com/groups/1370545549769377/

*এখানে ধর্মীয় ভক্তি-জ্ঞান সম্বন্ধে অনেক নতুন নতুন পোস্ট পেতে পারবেন।*
 *জয় নিতাই!*
 *জয় জয় নিতাই!!*
*🌹🌹🙏🙏🌹🌹*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
  ꧁👇📖সূচীপত্র ✍️ শ্রী গোপীশরণ দাস📖👇
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

      ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html