🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

গুরু পূর্ণিমা বিষয়ক কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/07/guru.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 গুরু পূর্ণিমা বিষয়ক কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/07/guru.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয়নিতাই গৌর হরিবল🙏*
*গুরু পূর্ণিমা বিষয়ক কথন*
  ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

*🌷শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ।*
*🌷শ্রীজীব গোপালভট্ট দাস রঘুনাথ।।*
*🌷এই ছয় গোঁসাই যবে ব্রজে কৈলে বাস।*
*🌷রাধাকৃষ্ণের নিত‍্যলীলা পুনঃ কৈলে প্রকাশ।।*

*🌹এই ছয় গোঁসায়ের মধ্যে অন‍্যতম গোঁসাই শ্রীসনাতন গোস্বামীপাদকে কেন্দ্র করে এই আষাঢ়ী গুরু পূর্ণিমা। শ্রীসনাতন গোস্বামীর পূর্ব পরিচয় পাওয়া যায় অতি সংক্ষেপে বলিবার চেষ্টা করব।তাঁদের আদি বংশধর কর্ণাট দেশাধিপতি ভরদ্বাজ গোত্রীয় যজুর্বেদী ব্রাহ্মণ জগদ্- গুরু ছিলেন।তাঁর পুত্র শ্রীঅনিরুদ্ধদেব,তাঁর দুই পুত্র,রূপেশ্বর ও হরিহর। রূপেশ্বর শাস্ত্রে ও হরিহর শস্ত্রে পারঙ্গত ছিলেন।পিতার অন্তর্ধ‍্যানের পর রূপেশ্বর ছোট ভাই হরিহর দ্বারা রাজ‍্য হতে বিতাড়িত হন।তৎকালে তিনি আটটি অশ্বসহ পৌলস্ত‍্য দেশে আগমন করেন এবং পৌলস্ত‍্যের রাজা শ্রীশিখরেশ্বরের সঙ্গে তাঁর মৈত্রীভাব হয়।রূপেশ্বরের পরম সুন্দর এক পুত্র জন্মগ্রহণ করেন।ঐ পুত্রের নাম শ্রীপদ্মনাভদেব। তিনি নিখিল বেদশাস্ত্রে পন্ডিত ছিলেন।পদ্মনাভ গঙ্গাতটে বাস অভিপ্রায়ে নৈহাটী নামক গ্রামে এলেন এবং সেখানে সাধ্বী পত্নীসহ সুখে বাস করতে লাগলেন।তিনি শ্রীজগন্নাথদেবের শ্রীবিগ্রহ পূজো করতেন।পদ্মনাভর আঠারটি কন‍্যা এবং পাঁচটি পুত্রের জন্ম হয়। পুরুষোত্তম,জগন্নাথ,নারায়ণ, মুরারি ও মুকুন্দ এই পাঁচটি পুত্র।শ্রীমুকুন্দদেবের পুত্র শ্রীকুমারদেব, ইনি পরম সদাচারী ও বিপ্রকুলের রত্ন সদৃশ ছিলেন এবং নিরন্তর যাগ-যজ্ঞাদি পরায়ণ ছিলেন। পরবর্তীকালে স্বজনগণের দ্বারা পীড়িত হয়ে নৈহাটি ত‍্যাগ করে বঙ্গদেশে বাকলা চন্দ্রদীপ গ্রামে এসে বসবাস করতে লাগলেন।সেখানে সজ্জনগণ দ্বারা পরম আদৃত হলেন।শ্রীকুমারদেবের অনেকগুলি সন্তান ছিলেন তাঁর মধ্যে তিনটি পুত্র পরম বৈষ্ণব।*
*🌷কুমারদেবের হৈল অনেক সন্তান।*
*🌷তার মধ্যে তিনপুত্র বৈষ্ণবের প্রাণ।।*
*🌷সনাতন,রূপ, শ্রীবল্লভ এই ত্রয়।*
*🌷সগোত্র অন‍্যত্র যে অর্চিত মহাশয়।।*
     *(ভক্তিরত্নাকর--১|৫৬৭-৫৬৮)*
*🌹শ্রীপাদ রূপ,সনাতন যে শাস্ত্রগুরুর নিকট শাস্ত্র অধ‍্যয়ন করেছিলেন, অতি সংক্ষেপে বলি।*
*🌷ভট্টাচার্য‍্যং সার্বভৌমং বিদ‍্যাবাচস্পতীন্ গুরুণ্।*
*🌷বন্দে বিদ‍্যাভূষণঞ্চ গৌড়দেশ বিভূষণম্।।*
*🌷বন্দে শ্রীপরমানন্দ ভট্টাচার্য্যং রসপ্রিয়ং।*
*🌷রামভদ্রং তথা বাণীবিলাসং চোপদেশকম্।।*
*🌹অর্থ‍্যাৎ শ্রীরূপ- সনাতন গোস্বামীর অধ‍্যাপক সার্বভৌম ভট্টাচার্য্য,গৌড়দেশ বিভূষণ বিদ‍্যাভূষণ, বাচস্পতি,রসপ্রিয় পরমানন্দ ভট্টাচার্য্য, এবং বাক্ চতুর অধ‍্যাপক রামভদ্রাদিকে বন্দনা করি।*
*🍀শ্রীরূপ-সনাতন বহু ভাষা জানতেন,তৎসহ আরবি,ফার্সি।সেই সময় গৌড়েশ্বর হোসেন শাহ বাদশাহের মন্ত্রীত্ব লাভ করেন। তার সম্বন্ধে কিছু প্রবাদ আছে, বাদশাহের যে গুরু মৌলবী ছিলেন তিনি বেশ সাধক পুরুষ ছিলেন,ত ৎসহ ভূত ভবিষ্যতের কথাও বলতে পারতেন। তখন বাদশাহ হোসেনশাহকে বলেছিলেন যে,তোমার এই মহানগরীতে পরম বিদ্বান সর্বসদ্ গুণ সম্পন্ন দুইটি ব্রাহ্মণ সন্তান বাস করছেন, তাদের নাম অমর ও সন্তোষ। তাঁদের মন্ত্রীপদ দিলে তোমার বহু বৈভব রাজ‍্যাদি সম্পদ লাভ হবে।বাদশাহ গুরুর কথা অনুসারে তাঁদের মন্ত্রীপদ দান করেন, শ্রীরূপ-দবিরখাস, ও শ্রীসনাতন-সাকর মল্লিক।শ্রীরূপ ও সনাতন শ্রীমন্মহাপ্রভুর দেওয়া নাম। বহু কাহিনী আছে অতি সংক্ষেপে দুই-এক কথায় লিখিলাম।*

*তাঁদের কর্মজীবন শুরু হ'ল, কিছুদিনের মধ্যে চরম কষ্ট অনুভব করতে লাগলেন, কেন?হোসেন শাহ মন্দির ভেঙ্গে মসজিদ গড়ছে,হিন্দু সুন্দরী নারীদের জোর করে ধর্মান্তর করছে, আরো বহু কিছু বলার যোগ্য নহে।রূপ-সনাতনের মনে চরম বিরক্ত ভাব জন্মাইল,এমন সময় জানতে পারলেন যে, এক নবীন সন্ন‍্যাসী, শ্রীক্ষেত্রে আছেন, তখন সাহস করে নবীন সন্ন‍্যাসী মহাপ্রভুকে পত্র লিখিলেন, মহাপ্রভু পত্রের উত্তরে লিখিলেন,তোমরা যেমত অবস্থায় আছ থাক, আমি সময়মতো তোমাদের নিকটে যাব। (মহাপ্রভু বলেছিলেন, পর পুরুষ, অনুরক্তা রমণী যেমন বাহ‍্য স্বামীর সেবায় অনুরক্ততা দেখায়, তদ্রূপ তোমরা চিত্তটি শ্রীকৃষ্ণপদে রেখে বাইরে রাজকার্য‍্যে অনুরাগ দেখাও।অচিরাৎ শ্রীকৃষ্ণ তোমাদের প্রতি কৃপা করবেন)। মহাপ্রভুর কথামত অবসর সময়ে শাস্ত্র পাঠাদি করতেন।ভক্তবৎসল মহাপ্রভু ভক্তের আহ্বানে আর স্থির থাকতে পারলেন না, ভক্তকে দেখা দিতেই হবে ভেবে,কিছুদিন পুরীধামে থেকে পুন গৌড় দেশাধিমুখী যাত্রা করলেন।তারপর মহাপ্রভু বিদ‍্যানগরে সার্বভৌম পন্ডিতের ভাই বিদ‍্যা বাচস্পতির ভবনে শুভবিজয় করলেন।সেখানে কয়েকদিন থেকে, তিনি গৌড় রাজধানী রামকেলি গ্রামাভিমুখে চলতে লাগলেন।*
*🌷ঐছে আইলা প্রভু রামকেলি গ্রাম।*
*🌷গৌড়ের নিকট গ্রাম অতি অনুপাম।।*
*🌷তাঁহা নৃত্য করে প্রভু প্রেমে অচেতন।*
*🌷কোটি কোটি লোক আইসে দেখিতে চরণ।।*
*🌹শ্রীরূপ-সনাতন ছদ্মবেশে সামান্য মাত্র বস্ত্র পরিধান করে দুইগুচ্ছ তৃণ মুখে ধরে প্রেমে পুলকিত প্রেমাশ্রু স্মরণ নেত্রে সাষ্টাঙ্গ দন্ডবৎ হয়ে পড়লেন নিত‍্যানন্দ ও মহাপ্রভুর শ্রীচরণে।মহাপ্রভু বললেন----*
*🌷আজি হৈতে দুঁহার নাম রূপ-সনাতন।*
*🌷দৈন‍্য ছাড়,তোমার দৈন‍্যে ফাটে মোর মন।।*
*🌷দৈন‍্য পত্রী লিখি মোরে পাঠালে বার বার।*
*🌷সেই পত্রীদ্বারা জানি তোমার ব‍্যবহার।।*
*🌷তোমার হৃদয় আমি জানি পত্রীদ্বারে।*
*🌷তোমা শিখাইতে শ্লোক পাঠাইল বারে বারে।।*
*🌷গৌড়-নিকট আসিতে নাহি মোর প্রয়োজন।*
*🌷তোমা দুঁহা দেখিতে মোর ইহা আগমন।।*
*🌷এই মোর মনের কথা কেহ নাহি জানে।*
*🌷সবে বলে,কেনে আইলে রামকেলি গ্রামে।।*
*🌷ভাল হৈল,দুই ভাই আইলা মোর স্থানে।*
*🌷ঘরে যাহ, ভয় কিছু না করিহ মনে।।*
*🌷জন্মে জন্মে তুমি দুই, আমার কিঙ্কর।*
*🌷অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার।।*
*🌹মহাপ্রভু ভক্তগণ নিয়ে রামকেলি হৈতে কানাইর নাটশালা অভিমুখে যাত্রা করলেন। শ্রীরূপ গোস্বামীর আর কর্মে মন রইল না, গোপনে গোপনে তিনি যশোহরে ফতেয়াবাদে নিজ গৃহে নৌকাতে করে বহুধন নিয়ে এলেন। সেই ধন কিছু ব্রাহ্মণ বৈষ্ণবগণকে, কিছু কুটুম্ব ভরণ পোষণের এবং ভবিষ‍্য আপৎ কালাদির জন্য ভাল ভাল বিপ্র স্থানে রেখে ছিলেন।শ্রীরূপ গোস্বামী অন্তরে বুঝতে পেরেছিলেন যে দাদা বাদশাহের কারাগারে বন্দীদশায় থাকতে হতে পারে,তাই গৌড় রামকেলিতে দাদার বন্ধন মোচনের জন্য দশহাজার স্বর্ণমুদ্রা এক বিশ্বস্ত মুদীর ঘরে রেখেছিলেন।*

*তারপর শ্রীরূপ ভাই অনুপমকে নিয়ে বেড়িয়ে পড়লেন।অন‍্যদিকে শ্রীসনাতন গোস্বামীর জীবনে অনেক ঘটনা ঘটেছিল, সব কাটিয়ে কাশী পৌঁছলেন, মহাপ্রভুর সহিত সাক্ষাৎ হ'ল, প্রায় দুইমাস ধরে মহাপ্রভু সনাতন গোস্বামীকে ভাগবত তত্ত্বসার উপদেশ দান করলেন এবং বললেন এসব সিদ্ধান্ত চিন্তা করে ভক্তিশাস্ত্র রচনা কর।তোমার দুইভাই বৃন্দাবনে আছে, তুমিও সেখানে গমন কর।শ্রীসনাতন গোস্বামী বৃন্দাবনে এলেন এবং সেখানে সুবুদ্ধি রায় ও ভাই শ্রীরূপের সঙ্গে মিলিত হলেন, দুঃখের সংবাদ পেলেন পথ মধ্যে গঙ্গাতটে অনুপমের গঙ্গাপ্রাপ্তি ঘটে। (সনাতন গোস্বামীর নীলাচল লীলা বর্ণনা করিলাম না)।*
*🙏ব্রজে শ্রীশ্রীমদনগোপাল দেবের প্রকট।*
*🌹মহাবনে শ্রীকৃষ্ণের আবির্ভাব স্থানের সন্নিকটে এক পত্র কুটীরে সনাতন গোস্বামী ভজন করতেন।মাধুকরীর জন্য তিনি একদিন যমুনার তট দিয়ে গ্রামে যাচ্ছেন, স্বয়ং মদনগোপালদেব তখন যমুনার তীরে গোপ বালকের রূপ ধরে গোপরাখালদের সঙ্গে খেলা করছিলেন।সনাতন গোস্বামীকে দেখেই বাবা!বাবা! বলে ছুটে এলেন এবং তাঁর হাত ধরলেন, বললেন বাবা! আমি তোমার সঙ্গে তোমার কাছে থাকব।*
*সনাতন--আমার কাছে তুমি কেন আসবে?*
*মদন-- তোমার কাছে আমি থাকব।*
*সনাতন--আমার কাছে থাকবে, খাবে কী?*
*মদন-- তুমি কি খাও?*
*সনাতন-- আমি শুকনো রুটি আর চানা খাই।*
*মদন-- বাবা! আমিও তাইই খাব।*
*সনাতন-- তুমি এই খাবার খেয়ে থাকতে পারবে না,তুমি বাপ-মায়ের কাছে গিয়ে থাক। আমার কাছে তোমার ভীষণ কষ্ট হবে লালা! পুনঃ মদনগোপাল বললেন,বাবা!আমি তোমার কাছেই থাকব, অন‍্য জায়গায় যাব না।তারপর অনেক বুঝিয়ে সনাতন গোস্বামী কথাকথিত ঘরে পাঠিয়ে দিয়ে মাধুকরীতে গেলেন।তিনি রাত্রে স্বপ্ন দেখলেন যে শিশুটি হাসতে হাসতে কাছে এসে তাঁর হাত ধরে বলছেন বাবা! আমার নাম মদনগোপাল, আমি আগামীকাল তোমার কাছে আসিব। এ বলে মদনগোপালদেব অন্তর্ধান হলেন। শ্রীপাদ সনাতন গোস্বামীর নিদ্রা ভঙ্গ হ'ল,আনন্দে আত্মহারা হলেন, বললেন আমি এই কি দেখলাম! আহা-হা এমন সুন্দর শিশু আগে কখনই দেখি নাই। হরি স্মরণ করতে করতে কুটিরের দ্বার খুললেন, দেখলেন দরজার সামনে এক অপূর্ব গোপাল মূরতি, তাঁর অঙ্গ শোভায় চারিদিক আলোকিত।সনাতন গোস্বামী স্তম্ভিতভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর প্রেমাশ্রু ফেলতে ফেলতে ভূতলে দন্ডবৎ করলেন।*


*অতঃপর শ্রীমূরতির অভিষেকাদি সম্পূর্ণ করলেন। শ্রীরূপ গোস্বামী এলেন এবং সেই অপূর্ব মূরতি দরশন করে প্রেমাবিষ্ট হলেন।তারপর শ্রীপাদ সনাতন নিজ কুটীরে শ্রীশ্রীমদনগোপালদেবের সেবা করতে লাগলেন। এ শুভ সংবাদ শ্রীমন্ মহাপ্রভুকে দেবার জন্য শ্রীরূপ গোস্বামী তৎক্ষণাৎ একজন লোককে পুরীধামে প্রেরণ করলেন।*
*🌹শ্রীরাধারাণীর দর্শন দান🌹*
*🍀শ্রীপাদ রূপ ও শ্রীরঘুনাথ দাস গোস্বামীকে দেখবার জন্য শ্রীপাদ সনাতন গোস্বামী একদিন শ্রীরাধাকুন্ডে এলে দুইজন তাঁকে বন্দনা করলেন এবং বসিবার আসন দিলেন।তারপরে তিনজনে ইষ্টগোষ্ঠী করতে লাগলেন।শ্রীপাদ রূপ গোস্বামী "চাটূ পুষ্পাঞ্জলী" নামক একটি শ্রীরাধাস্তব লিখেছিলেন।শ্রীপাদ সনাতন পড়লেন, তাতে একটি শ্লোক আছে-----*
*🌷নবগোরোচনা গৌরী প্রবরেন্দ্রী বরাম্বরাম্।*
*🌷মণিস্তবক-বিদ‍্যোতিবেণী বালাঙ্গনা-ফণাম্।।*
*🌹শ্রীকৃষ্ণের দুগ্ধ দান🌹*
      ^^^^^^^^^^^^^^^^^^^
*🍀যে কোন কারণেই অন্ন-জল ত‍্যাগ করে শ্রীপাদ সনাতন গোস্বামী পাবন-সরোবর তটে নির্জন বনে ভজন করতে লাগলেন।অন্তর্য‍্যামী শ্রীকৃষ্ণ সব জানতে পেরে ভক্ত অনাহারে আছেন সইতে পারলেন না। ভক্তের আহার ভগবান নিজেই যোগান দেন,এই কথা তাঁর বাণীতে আছে।ভগবান শ্রীকৃষ্ণ গোপবালকের বেশে একভান্ড দুগ্ধ নিয়ে সন্ধ‍্যার কিছু আগে সনাতন গোস্বামীর কাছে গিয়ে উপস্থিত হলেন।*
*🌷কৃষ্ণ গোপ বালকের ছলে দুগ্ধ লৈয়া।*
*🌷দাঁড়াইলা গোস্বামী সম্মুখে হর্ষ হৈয়া।।*
       *ভক্তিরত্নাকর--৫|১৩০৩)*
*🍀শ্রীকৃষ্ণ বললেন, বাবা! আমি তোমার জন্য দুধ এনেছি।*
*সনাতন=লালা!কে তুমি? কেন এত কষ্ট করে দুধ আনলে?*
*কৃষ্ণ=বাবা! তুমি অভুক্ত আছ, তাই।*
*সনাতন=তুমি কেমন জানলে যে আমি অভুক্ত আছি?*

*সরোবরের তীরে গোচারণ করতে এসে দেখলাম তুমি একাকী নির্জনে বসে আছ, মনে হল তুমি অভুক্ত, তাই দুধ আনিলাম।*
*সনাতন=অন‍্য কেউ এলো না কেন?তুমি ছোট, তুমি না এসে বড় কেউ আসতে পারত?*
*কৃষ্ণ=বাবা! বড়দের ঘরে অনেক কাজ গো!তাই আমাকে আনতে হয়েছে।*
*সনাতন=আহা!লালা!তুমি এতটুকু শিশু, তোমার কত কষ্ট হয়েছে?😭*
*কৃষ্ণ=না,না,বাবা!তুমি বিশ্বাস কর, তোমার জন্য দুধ আনতে আমার বিন্দুমাত্র কষ্ট হয় নাই।*
*🍀সনাতন গোস্বামী আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি দুগ্ধ ভান্ডটি নিয়ে বললেন,লালা,বস!পাত্রটি খালি করে দেই।কৃষ্ণ বললেন,না বাবা!আমি আর অপেক্ষা করতে পারব না,সন্ধ‍্যা হয়ে আসছে, "গো-দোহন" করতে হবে, ভান্ড আগামীকাল এসে নিয়ে যাব।এইকথা বলতে বলতে তিনি অদৃশ্য হয়ে গেলেন।সনাতন গোস্বামী অবাক হয়ে তাকিয়ে রইলেন।পরে তিনি সব বুঝতে পারলেন যে, আমার মদনগোপলই সব করেছেন। নয়নজলে ভাসতে ভাসতে সেই দুগ্ধ পান করলেন,যেন অমৃত পান করলেন। তারপর থেকে পুনঃ মাধুকরী করতে লাগলেন। ব্রজবাসীগণের সঙ্গে ধীরে ধীরে আপন ভাব হতে লাগল এবং ব্রজবাসীগণ তাঁর থাকবার জন্য সেখানেই একটি কুটীর করে দিলেন।*
*🍀সনাতন গোস্বামী মহাবনে ছিলেন।একদিন তিনি যমুনা তটে মদনগোপালকে খেলতে দেখলেন।অবাক হলেন গোস্বামীপাদ!এ-কি সেই মদনগোপাল খেলছেন না কি! আবার চিন্তা করলেন, না, কোন গোপবালক হবে।সেদিন গেল, আর একদিন দেখলেন যমুনার তটে সেই শিশুটি অন‍্যান‍্য গোপ শিশুর সঙ্গে খেলছেন।গোস্বামী একদৃষ্টে তাকিয়ে রইলেন।মনে মনে ভাবলেন যে,আজ দেখব সেই গোপশিশু কোথায় যায়। প্রায় সন্ধ‍্যে হয়ে এলো,খেলা সাঙ্গ করে অন‍্যান‍্য গোন শিশুগণ ঘরে চলে গেল।আর মদনগোপাল মন্দিরে প্রবেশ করলেন। তখন গোস্বামীপাদ বুঝতে পারলেন, আমার সেই মদনগোপাল শিশুরূপ ধারণ করে প্রতিদিন যমুনাতীরে খেলা করেন।*


*শ্রীসনাতন ও শ্রীরূপ গোস্বামী যখন ব্রজে যে গ্রামে যেতেন, সেই গ্রামের গোপ-গোপীগণ দুইভাইকে প্রাণের অধিক শ্রদ্ধা করতেন।গ্রামবাসীগণ নিজ পরিবারভুক্ত মনে করে দুগ্ধ,দই,ছানা, মাখন ইত্যাদি খাওয়াতেন।আর গোস্বামীদ্বয়ও গ্রামবাসীদের সাক্ষাৎ শ্রীকৃষ্ণের পরিকর মনে করতেন। আর সেই ভাবে অতি আপন মনে করে সমস্ত কথা আদানপ্রদান করতেন।গ্রামবাসীগণও নিজ পিতাতুল‍্য মনে করতেন।গোস্বামীদ্বয়ের প্রাণ যেমন গ্রামবাসীগণ,তেমনি ব্রজবাসীগণের প্রাণ তাঁরা দুইজন।*
*🍀শ্রীসনাতন গোস্বামী প্রতিদিন চোদ্দমাইল গোবর্দ্ধনগিরি পরিক্রমা করতেন।বার্দ্ধক‍্য হেতু তাঁর কষ্ট হ'ত, কিন্তু তিনি নিয়ম ভঙ্গ করতে চাইতেন না।বহু কষ্ট করেও তিনি পরিক্রমা করতেন।ভক্তের সেই কষ্ট শ্রীকৃষ্ণ ফুঝতে পারলেন। এক গোপ শিশুররূপ ধারণ করে সনাতনের কাছে এলেন,বললেন,বাবা!তুমি বৃদ্ধ হয়েছ,এত কষ্ট করে কেন গিরিরাজ পরিক্রমা কর, আর করতে হবে না।তখন গোস্বামীপাদ বললেন,ইহা আমার নিত‍্য ভজন-নিয়ম।কৃষ্ণ বললেন,বৃদ্ধকালে ধিয়ম ত‍্যাগ কর। সনাতন বললেন,লালা! নিয়ম কখনও ত‍্যাগ করা যায় না। কৃষ্ণ বললেন,বাবা! আমার কথা মানবে? সনাতন বললেন, বল!যদি মানবার হয় তবে অবশ্যই মানিব।শ্রীকৃষ্ণ তখন নিজ পদচিহ্নযুক্ত একটি শিলাখন্ড দিয়ে বললেন,বাবা!এটি সাক্ষাৎ গোবর্দ্ধনশিলা।সনাতন বললেন এ শিলা আমি কি করব? কৃষ্ণ বললেন, এ শিলা পরিক্রমা করলে গিরিরাজ পরিক্রমার ফল পাবে।"শিলা সমর্পিয়া কৃষ্ণ হলেন অদর্শন"।গিরিরাজ স্বয়ং দিয়ে গেলেন,সেইদিন থেকে তিনি সেই পদচিহ্ন-শিলাখন্ড পরিক্রমা করতেন।*
*🙏শ্রীসনাতন গোস্বামীর আবির্ভাব ১৪১০ শকাব্দ, ১৪৮৮ খ্রীঃ১৫৪৪ সম্বৎ, তিনি ২৭ বৎসর গৃহে ও ৪৩ বৎসর ব্রজে বাস করেছিলেন।তাঁর প্রকট স্থিতি-- ৭০ বৎসর, অপ্রকট ১৪৮০ শকাব্দ,১৫৫৮ খ্রীঃ আষাঢ়ী পূর্ণিমার দিন।*
*🍀অপ্রকটকালে ব্রজের ব্রজবাসীগণ নিজ পিতা-মাতা হারানোর মত কষ্ট পেয়েছিলেন এবং সেইদিন ব্রজবাসীগণ নিজ নিজ মস্তক মুন্ডন করে শ্রীগুরুর আষনে বসিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন।ব্রজে এই দিনটিকে "মুরিয়া পূর্ণিমা" বলেন।৪১ দিবস দশা পালন করা হয়েছিল, এবং জানা যায় সেবা-শান্তির দিন শ্রীরাধাকৃষ্ণসহ সকল সখা-সখীগণ সেবা নিয়েছিলেন।তাই "গৌড়ীয় বৈষ্ণবমতে" এই দিনটি "গুরুপূর্ণিমা"।*
*🙏জয় শ্রীসনাতন গোস্বামীর জয়, জয় সকল ব্রজবাসীর জয়, জয় শ্রীমন্ গৌর-নিতাইয়ের জয়।*
*🙏🙏ভুল ভ্রান্তি মার্জনীয়।*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html