🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

গৌরাঙ্গলীলা পার্ষদ শ্রীবাস পণ্ডিতের আবির্ভাব তিথি ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/03/sribas.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

গৌরাঙ্গলীলা পার্ষদ শ্রীবাস পণ্ডিতের আবির্ভাব তিথি ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/03/sribas.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*#চৈত্র_মাসের_কৃষ্ণপক্ষের_অষ্টমী_তিথি* 

*#গৌরাঙ্গলীলাপার্ষদ_শ্রীবাসপণ্ডিতের_আবির্ভাবতিথি* :

সার্থক আস্বাদন করেছেন কবিরাজ গোস্বামী।চরিতামৃতে লিখেছেন-
 *#পঞ্চতত্ত্ব_একবস্তু_নাহি_কিছু_ভেদ* । 
*#রস_আস্বাদিতে_তত্ত্ব_বিবিধ_বিভেদ* ।

অর্থাৎ নিতাই গৌর সীতানাথ গদাধর এবং শ্রীবাস সবাই একতত্ত্ব। আলাদা কিছু নয়। কেবলমাত্র লীলারস আস্বাদনের জন্য ভিন্ন দেহ ধারণ করেছেন মাত্র।একে অন্যের পরিপূরক ।
শ্রীবাসাদি যত কোটি কোটি ভক্তগণ।
শুদ্ধভক্ত তত্ত্বমধ্যে তা সবার গণন।।
পরিস্কার বোঝা যাচ্ছে যে মহাপ্রভুর ভুবনমঙ্গল পার্ষদ গণের মধ্যে শ্রীবাস পণ্ডিত সহ অন্যান্য বৈষ্ণবগণ অগ্রগণ্য।
অনেক গবেষকের মতে শ্রীবাস পণ্ডিত জন্মগ্রহণ করেন বর্তমান বাংলাদেশে। পরে বিভিন্ন কারণে গঙ্গাতীরবর্তী নবদ্বীপে এসে বসবাস শুরু করেন।এর বহু পরে নবদ্বীপে মহাপ্রভুর আবির্ভাব ঘটে।মহাপ্রভু গয়াধাম দর্শন করে ঈশ্বর পুরী গোস্বামীর থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে নবদ্বীপে ফিরে এসেছেন।এখন তাঁর দেহে প্রকট হচ্ছে অষ্ট সাত্ত্বিক ভাব। সবাই আনন্দিত।শ্রীবাস পণ্ডিতের কাছে এই খবর যাবার সাথে সাথেই
*#প্রথমেই_বলিলেন_শ্রীবাস_উদার* ।
*#গোত্র_বাড়াউন_কৃষ্ণ_আমা_সবাকার* ।।
এরপরেই শুরু হল শ্রীবাস পণ্ডিতের বাড়ির প্রশস্ত অঙ্গনে মহাপ্রভুর মহাভাব প্রকাশ এবং ভুবনমঙ্গল হরিনাম সংকীর্তন প্রচার।শ্রীবাস অঙ্গন হয়ে উঠল বৈকুন্ঠ ভবন।প্রতিদিন মহাপ্রভু পার্ষদদের সাথে কীর্ত্তনে মেতে উঠলেন শ্রীবাস অঙ্গনে।কীর্ত্তন বিরোধী মানুষ কাজীর কাছে নালিশ জানালে শ্রীবাস পণ্ডিত ভীত হয়ে পড়লেন।
*#শ্রীবাসপণ্ডিত_বড়_পরম_উদার* ।
*#যেই_কথা_শুনে_সেই_প্রত্যয়_তাঁহার* ।।
মহাপ্রভু আশ্বস্ত করলেন শ্রীবাস কে। একদিন শ্রীবাস পণ্ডিত নিজের ঘরে নৃসিংহ দেবের আরাধনা করছেন। ভাবাবিষ্ট গৌরহরি হাজির হলেন শ্রীবাস পণ্ডিতের বাড়িতে । শ্রীবাস পণ্ডিতকে অভয় দিয়ে বললেন
*#কাহারে_পূজিস_করিস_কার_ধ্যান* ?
*#যাহারে_পূজিস_তাঁরে_দেখ_বিদ্যমান* ।।
শ্রীবাস পণ্ডিত দেখলেন এতক্ষণ যে নৃসিংহ দেবকে তিনি আরাধনা করছিলেন সেই নৃসিংহদেব এখন মহাপ্রভুর মধ্যে বিরাজিত। মহাপ্রভুর প্রসন্ন কন্ঠস্বর 
*#তোর_উচ্চ_সংকীর্তনে_নাড়ার_হুংকারে* ।
*#ছাড়িয়া_বৈকুন্ঠ_আইনু_সর্ব_পরিবারে* ।
এইভাবে চলতে থাকল কীর্ত্তন । এরপরে নবদ্বীপে এলেন নিত্যানন্দ প্রভু । মহাপ্রভু বুঝতে পারলেন নিতাই আগমনবার্তা । ভক্তদের পাঠালেন খুঁজতে।কিন্তু কেউ খুঁজে পেলেন না নিতাই কে। শেষে মহাপ্রভু নিজেই পেলেন নন্দনাচার্যের বাড়িতে ।ভাবাবিষ্ট নিতাই কে দেখে মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে ইঙ্গিত করে ভাগবতের দশম স্কন্ধের একবিংশ অধ্যায়ের পঞ্চম শ্লোক পড়তে বললেন।
*#প্রভুর_ইঙ্গিত_শুনি_শ্রীবাসপণ্ডিত* ।
*#কৃষ্ণধ্যান_একশ্লোক_পড়িল_ত্বরিত* ।।
এরপরেই শ্রীবাস অঙ্গনে হল ব্যাসপূজা। যে পূজার তন্ত্রধারক ছিলেন স্বয়ং শ্রীবাস নিজে। ধীরে ধীরে শ্রীবাস পণ্ডিতের বাড়ির অঙ্গনে চলতে লাগল নামকীর্তন। চাপালগোপাল এই শ্রীবাস অঙ্গন অপবিত্র করলেন এবং পরিশেষে ফল ভোগ করতে হল। 
সর্বজন বিদিত শ্রীবাস পণ্ডিত প্রেমে বিগলিত হয়ে ভাগবত শ্রবণ করে কেঁদেছিলেন। বলা ভালো মহাপ্রভুই প্রেমচক্ষু দিয়ে শ্রীবাস কে কাঁদিয়ে ভাগবতের মহিমা দেখিয়েছিলেন। দেবানন্দ পণ্ডিতের কাছে ভাগবত শুনে শ্রীবাস পণ্ডিত ব্যাকুল হয়ে কেঁদে উঠলেন।কিন্তু দেবানন্দ পণ্ডিত প্রেমহীন। তিনি নিজে ভাগবত পড়লেও চোখে প্রেমাশ্রু আসে না। অথচ শ্রীবাস পণ্ডিত শুনেই কেঁদে ফেললেন। শ্রীবাস পণ্ডিত আমাদের কাছে এটাই দেখিয়েছিলেন যে ভাগবত শুধু পড়া নয়, হৃদয়ে অনুভব করার বিষয় ।
*#অক্ষরে_অক্ষরে_ভাগবত_প্রেমময়* । 
*#শুনিয়া_দ্রবিল_শ্রীনিবাসের_হৃদয়* ।। 
মহাপ্রভু এবার সন্ন্যাস নেবেন বলে মনস্থির করেছেন।এমন সময় একদিন শ্রীবাস অঙ্গনে নামকীর্তন চলছে।স্বয়ং গৌরহরি নিজে সেই সংকীর্তনে বিরাজমান । কীর্ত্তন চলাকালীন শ্রীবাস পণ্ডিতের ছেলে পরলোক গমন করলেন।
*#আনন্দে_করেন_নৃত্য_শ্রীশচীনন্দন* ।
*#আচম্বিতে_শ্রীবাস_গৃহে_উঠিল_ক্রন্দন* ।।
শ্রীবাস পণ্ডিত পুত্রশোক ভুলে স্ত্রী মালিনী দেবীকে স্বান্তনা দিলেন । এবং মহাপ্রভুর কীর্ত্তনে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রাখলেন।তথাপি অন্তর্যামী গৌরহরি সবই বুঝতে পারলেন। সবশুনে মহাপ্রভু মৃতশিশুকে কোলে তুলে নিলেন।এবং স্বীয় হস্তস্পর্শে মৃতশিশুর মুখে তত্ত্ববাক্য উচ্চারণ করালেন।
সন্ন্যাসের পরে মহাপ্রভু গম্ভীরা তে আছেন রথযাত্রা সমাগত। নবদ্বীপ থেকে সস্ত্রীক শ্রীবাস পণ্ডিত পুরীতে রথযাত্রা দর্শনে গেছেন। মহাপ্রভুর মধুর নৃত্য দেখছেন রথের আগে। শ্রীবাস পণ্ডিত খেয়াল করেন নি যে তাঁর পেছনে রাজা প্রতাপরুদ্রদেব দাড়িয়ে আছেন এবং তাঁর দর্শনে ব্যাঘাত ঘটছে। স্বানুভাবানন্দে শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর নৃত্য দর্শন করছেন। রাজার অমাত্য হরিচন্দন সব দেখে শ্রীবাস পণ্ডিতের গায়ে হাত দিয়ে একটু সরে যেতে বললেন । কিন্তু শ্রীবাস পণ্ডিতের ভ্রূক্ষেপ নেই। বরঞ্চ মহাপ্রভুর নৃত্য দর্শনে বিঘ্ন  হয়েছে বলে হরিচন্দন কেই চাপড় মারলেন । হরিচন্দনও তার প্রতিশোধ নিতে গেলে রাজা প্রতাপরুদ্রদেব তাকে বাধা দিলেন আর বললেন 
*#ভাগ্যবান_তুমি_ইহার_হস্ত_স্পর্শ_পাইলা* ।
*#আমার_ভাগ্যে_নাহি_তুমি_কৃতার্থ_হৈলা* ।।
এইরকম ছিল শ্রীবাস পণ্ডিতের চরিত্র। আজ তাঁর আবির্ভাব তিথি তে বিনম্র প্রণাম ।
*#ভজ_ভজ_ভজ_ভাই_পণ্ডিত_শ্রীবাস* ।  
*#যাঁর_অঙ্গনে_মধুর_কীর্ত্তন_প্রকাশ* ।
প্রার্থনা করি-  প্রতি হৃদে নাচাও হে....তোমার অঙ্গনের নাটুয়া মূরতি প্রতি হৃদে নাচাও হে....

*জয় নিতাই!*
*নিত্যানন্দ প্রভু ও গৌড়ীয় গোস্বামী সিদ্ধান্ত সম্বলিত বিবিধ প্রসঙ্গ জানতে এই গ্রুপে অ্যাড হোন, বন্ধুদের অ্যাড করুন , লাইক,কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন।*

https://www.facebook.com/groups/1370545549769377/

*এখানে ধর্মীয় ভক্তি-জ্ঞান সম্বন্ধে অনেক নতুন নতুন পোস্ট পেতে পারবেন।*
 *জয় নিতাই!*
 *জয় জয় নিতাই!!*
*🌹🌹🙏🙏🌹🌹*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
      ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী দীপ বাগুই📖👇꧂



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি,  উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧







শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

১৫১ হইতে ১৬০ পর্ব 🌷 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/ramananda151to160.html

ঝাড়খণ্ডের পথে শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু 🙏 সংগৃহীত 🙏 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/04/blog-post_55.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html