🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

৩২. ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা 🥀 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_24.html

 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ ৩২. ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা 
                        👇👇👇🙏👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧
সকল কিছু লিখনী👇👇🙏👇👇📚 *PDF গ্রন্থ* 📚 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻গমন গোষ্ঠ,গৌর চন্দ্রিকা🌻*
*শচীর নন্দন গোরা ও চাঁদ বয়ানে*
*ধবলী শাঙলী বলি ডাকে ঘনে ঘনে।।*
*বুঝিয়া ভাবের গতি নিত‍্যানন্দ রায়।*
*শিঙ্গার শবদ করি বদনে বাজায়*
*নিতাইচাঁদের মুখে শিঙ্গার নিশান।*
*শুনিয়া ভকতগণে প্রেমে আগুয়ান।।*
*চরণে নূপুর বাজে সর্বাঙ্গে চন্দন।*
*বংশীবদনে কহে চল গোবর্ধন।।*


*ব্রজলীলা গমন গোষ্ঠ,পদ প্রথম*
*বলরামের কর লইয়া,গোপালেরে সমার্পিয়া,*
     *পুন পুন বলে নন্দরাণী।*
*এই নিবেদন তোরে,না যাবে কালিন্দী তীরে,*
      *সাবধান মোর নীলমণি*।
*রামেরে লৈয়া কোরে,সিঞ্চয়ে আঁখি নীরে,*
        *পুন পুন চুম্বে মুখখানি।।*
*সভার অগ্রজ তুমি,তোরে কি শিখাব আমি,*.  
       *বাপ মোর যাইয়ে নিছনি।।*
*বলাই রাণীর পায়ে,পুন পুন প্রণময়ে,*
        *পুন পুন রাণী কোলে করে।*
*যাইতে না পারে বনে,বান্ধিল রাণীর প্রেমে,*
         *কহে কথা গদ গদ স্বরে।।*
*কিছু ভয় নাহি মনে,ঘর যাই দুই জনে,*
        *সকালে খাইবা অন্নপানে।*
*সংবাদ পাইলে তবে,আমরা খাইব সবে,*
         *মাধব কহয়ে সাবধানে।।*


*ব্রজলীলা দ্বিতীয় পদ*
*বাৎসল‍্যময়ী মা যশোদার উক্তি*
*আমার শপথি লাগে,না ধাইও ধেনুর আগে,*
        *পরাণের পরাণ নীলমণি।*
*নিকটে রাখিও ধেনু,পূরিও মোহন বেণু,*
       *ঘরে বসি আমি যেন শুনি।।*
*বলাই ধাইবে আগে,আর শিশু বামভাগে,*
       *শ্রীদাম সুদাম সব পাছে।*
*তুমি তার মাঝে যাইও,সঙ্গ ছাড়া না হইও,*
       *মাঠে বড় রিপু ভয় আছে।।*
*ক্ষুধা হৈলে চাইয়া খাইও,পথ পানে চাইয়া যাইও,*
       *অতিশয় তৃণাঙ্কুর পথে।*
*কারু বোলে বড় ধেনু,ফিরাইতে না যাইও কানু,*
       *হাত তুলি দেহ মোর মাথে।।*
*থাকিও তরুর ছায়,মিনতি করিছে মায়,*
        *রবি যেন না লাগে গায়।*
*যাদবেন্দ্র সঙ্গে লইও,বাধা পানই হাতে থুইও,*
        *বুঝিয়া যোগাব রাঙ্গা পায়।।*
*বাধা=পাদুকা,পানই=পাদুকা*


*ব্রজলীলা তৃতীয় পদ*
*বিপিন গমন দেখি,হৈয়া সকরুণ আঁখি,*
        *কান্দিতে কান্দিতে নন্দরাণী*
*গোপালেরে কোলে লৈয়া,প্রতি অঙ্গে হাত দিয়া,*
      *রক্ষা মন্ত্র পড়য়ে আপনি।।*
*এ দু'খানি রাঙ্গা পায়,ব্রহ্মা রাখিবেন তায়,*
       *জানু রক্ষা করুন দেবগণ।*
*কটিতট সুজঠর,রক্ষা করুন যজ্ঞেশ্বর,*
       *হৃদয় রাখুন নারায়ণ।।*
*ভূজযুগ নখাঙ্গুলি,রাখিবেন বনমালী,*
       *কন্ঠ মুখ রাখুন দিনমণি।*
*মস্তক রাখুন শিব,পৃষ্ঠদেব হয়গ্রীব,*
    *অধ-উর্ধ রাখুন চক্রপাণি।।*
*জলে স্থলে গিরিবনে,রাখিবেন জনার্দনে,*
       *দশদিগে দশদিক পাল।*
*যত শত্রু হউক মিত্র,রক্ষা করুন সর্বত্র,*
     *নহে তুমি হও তারা কাল।।*
*এই সব মন্ত্র পড়ি,প্রতি অঙ্গে হস্ত ধরি,*
      *গোময়ের ফোঁটা ভালে দিল।*
*এ দাস মাধবে কয়,নন্দরাণী প্রেমময়,*
       *বলরামের হাতে সমর্পিল।।*
 *অসাধারণ পদগুলি বাদ দিতে হৃদে* *ব‍্যথা লাগছে*,

*চতুর্থপদ*
******************************
*রাম পানে চাহে রাণী গোপাল পানে চায়।*
*কি বলে বিদায় দিব মুখে না জুয়ায়।।*
*সকালে আসিও গোপাল ধেনুপাল লৈয়া।*
*অভাগিনী রৈল তোর চাঁদমুখ চাইয়া।।*
*থাকিয়া শ্রীদামের কাছে চরাও বাছুরী।*
*জোরে শিঙ্গা রব দিও প্রাণে না মরি।।*
*এ ক্ষীর নবনী তোরে খাইতে এ দিলুঁ।*
*তুমি যাবে দূরবনে আমি ভাবি মৈলুঁ।।*
*তুমি না ভাবিও মায় কাননে ভয় নাই।*
*বিদায় করহ রাণী গোঠে সভে যাই।।*
*বিদায় করিতে রাণী ঢরকে নয়ন।*
*মুখখানি ধরিয়া চুম্ব দেয় ঘন ঘন*
*রাণীর চরণধূলি লৈয়া সভে শিরে।*নন্দের মহল হতে হইল বাহিরে।।*
*শেখর কহয়ে হিয়া সম্বরিতে নারে*
*রাণী পাছু গমন করিলা কতদূরে।।*********************************


🌻🌻পঞ্চম পদ🌻🌻*
*সাজ সাজ বলিয়া পড়িয়া গেল সাড়া।*
*বলরামের শিঙ্গাতে সাজিল গোয়াল পাড়া।।*
*হাম্বা হাম্বা রব যে উঠিল ঘরে ঘরে*
*সাজিয়া কাচিয়া সভে হইলা বাহিরে।।*
*আজি বড় গোকুলের রঙ্গ রাজপথে।*
*গোধন চালাঞা সভে চলিল একসাথে।।*
*চারিদিকে সব শিশু মধ্যে রাম-কানু।*
*কাঁচনি পাঁচনি কারু হাতে শিঙ্গা বেণু।।*
*সভার সমান বেশ বয়স এক ছান্দ*
*তারাগণ বেড়িয়া চলিল শ‍্যামচান্দ।।*
*ধাইয়া যাইয়া কেহ ধেনু বাহুরায়।*
*জ্ঞানদাস এক ভিতে দাঁড়াইয়া চায়।।*
*আরো পদ ছিল, এখানেই রহিল।*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
               ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html