🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

৩৬. ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ 🌷 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_46.html


✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৬.ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ
                        👇👇👇🙏👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧
সকল কিছু লিখনী👇👇🙏👇👇📚 *PDF গ্রন্থ* 📚 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ গৌরচন্দ্রিকা🌻*
*সুরধূনীর তীরে আজু গৌর কিশোর।*
*সহচরগণ মেলি আনন্দে বিভোর*
*খেলায় বিনোদ খেলা গোরা বনমালী।*
*পুলিন বিহার করি ভকত মন্ডলি*
*দিন অবসান দেখি গৃহেতে চলিলা।*
*জননী চরণে আসি প্রণাম করিলা।।*
*ধূলায় ধূসর অঙ্গ গদ গদ ভাষ।*
*এ রাধামোহন পদ করতহিঁ আশ।।* *******************************
*🌻ব্রজলীলায় শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবলাদি সখাগণ সঙ্গে বিনোদ খেলায় মত্ত ছিলেন।* *খেলা খেলতে খেলতে ভীষণ শ্রম হবার ফলে সখাগণ যখন কানায়ের বদনপানে চাহিলেন,* *রবির প্রখর তাপে বদন শুখায়ে গেছে,তখন সখাগণ বললেন ভাই গগনে আর বেলা নাই।* *মা সকাল সকাল ঘরে ফিরতে বলেছে,নইলে ভীষণ কষ্ট পাবে চল ঘরে ফিরে যায়।* *মা কাঁদানো ভাল নয় ভাই,আর বিলম্ব করিস না।🌻*
*দিবা অবসান জানি,কানু করে বেণুধ্বনি,*
      *শুনি বেণু ধেনুগণ ধায়।*
*উচ্চঃপুচ্ছ করি রঙ্গে,যার যেই বৎস সঙ্গে,*
     *রামকানু ঘেরিয়া দাঁড়ায়।।*
    *দিনমণি বৈঠল পাটে।*
*বেণু সানি ধেনু হাঁকে,চলিলা গোকুল মুখে,*
     *উপনীত যাবটের মাঠে।।*
*বেণুধ্বনি শুনি রাই,অট্টালিকা পরে যাই,*
      *নিরখয়ে গোবিন্দ বদন।*
*শ্রীরাধা বদন দেখি,কৃষ্ণ হৈলা মহাসুখী,*
    *আঁখে আঁখে হৈল মিলন।।*
*নিমিখ বিহীন নেত্র,স্পন্দহীন হৈল গাত্র,*
     *চিতের পুতলি সম ভেল।*
*প্রেমে পুলকিত অঙ্গ,উছলিল ভাব তরঙ্গ,*
     *দুহুঁমন তাহে ডুবি গেল।।*
*ভাব সম্বরণ করি,ধৈরজ ধরি হরি,*
     *পুন হেরে রাইক বয়ান।*
*বঙ্ক বিহারী কয়,বিলম্ব নাহিক সয়,*
       *জননী হইল উচাটন।।*

*🌻পরের পদ🌻*
*গৃহেতে চলিলা বিনোদ রায়।*
*সজল নয়নে যুবতী চায়।।*
*মুখ মোড়াইয়া হেরত কানু।*
*চকোর চন্দ্রিমা নেহারে জনু।।*
*দুহুঁ মুখ হেরি দুজনা কাঁদে।*
*উছলিল সিন্ধু কি করে বান্ধে।।*
*তুরিতে শুবল ধরিয়া হাতে।*
*মিলল যাইয়া রাখাল সাথে।।*
*সখাগণ হেরি কানুক মুখ।*
*করে কোলাকুলি ঘুচিল দুখ।।*
*যার যেই ধেনু বাটিয়া লইল।*
*বিদায় হৈয়া ঘরেতে গেল।।*
*শ্রীদাম যাইয়া কানুর আগে।*
*কর জোর করি বিদায় মাগে।।*
*সঙ্গ ছাড়া মোরে না কর তুমি।*
*জনম জনমে নফর আমি।।*
*বেণুয়া রঞ্জিত বদন তোর।*
*সদাই অন্তরে জাগয়ে মোর।।*
*ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই।*
*ভাল করি মুখ দেখিয়া যাই।।*
*ঘরেতে যাইয়া মায়ের কোরে।*
*ঘুমায়ে স্বপনে দেখিব তোরে।।*
*বিহানে যাইয়া মিলিব পুন।*
*সঙ্গ ছাড়া মোরে না কর যেন।।*
*বঙ্কবিহারী কহে সন্ধ‍্যা হইল।*
*আপন ভবনে শ্রীদাম গেল।।*
&&&&&&&&&&&&&&&&;;&&&&&&
*ঘরে আইল নন্দলাল গোধন লইয়া।*
*আহীর রমণী সবে দেখে বাহির হৈয়া।।*
*বেণুয়ারঞ্জিত মুখ একদিঠি চায়।*
*চিতের পুতলি জনু দাঁড়াইয়া রয়*
*ধেনুবৎস চলি গেল যার যেই স্থানে।*
*ধাঞা আইলা নন্দরাণী হরষিত মনে।।*
*শ‍্যাম বামকরে ধরি মত্ত বলরাম।*
*যশোমতী চরণে করল পরণাম।।*
*ধান‍্য দূর্বা দুহুঁ শিরে দিয়া নন্দরাণী*
*আকুল অন্তরে পুছে গদগদ বাণী।।*
*কোন বনে গিয়াছিলা ওরে বাছাধন।*
*আসিতে বিলম্ব এত কিসের কারণ।।*
*রবির কিরণে মুখ গেছে শুখাইয়া*
*কত দুঃখ পাইয়াছ কানন ভ্রমিয়া।।* *নবতৃণাঙ্কুর কত ফুটিল চরণে।*
*বঙ্কবিহারী দুঃখ সহিল কেমনে।।*

*🌻বিরাম পদ🌻*
*গোধূলি ধূসর ঘামিয়াছে অঙ্গ।*
*ঝামর নিরখি দুহুঁ মুখচন্দ।।*
*রামকানু বসাইয়া বেদীর উপরে।*
*সুগন্ধি তৈল দেই সুশীতল নীরে।।*
*যতনহি মাজল দুহুঁজন অঙ্গ।*
*বান্ধল চূড় শিখন্ডক রঙ্গ।।*
*মৃগমদ তিলক ললাটহি দেল।*
*শ্রুতি মণিকুন্ডল গলে গুঞ্জা মাল*
*কটিতটে পিন্ধায়ল নীল পীতচীর।*
*রাতুল চরণে দিল রতন মঞ্জীর।।*
*খির সর মাখন দিলা নন্দরাণী।*
*আনন্দে ভোজন কৈল রায় যাদুমণি।।*
*আচমন করি দুহেঁ তাম্বুল খাই।*
*সিংহাসনে বৈঠল রামকানাই।।*
*মঙ্গল থারি করে ব্রজদেবীগণ।*
*উলু উলু জয়কার দেই ঘনে ঘন।।*
*পঞ্চদীপে নন্দরাণী নির্মঞ্জন কেল*
*ঝলকই দুহুঁ মুখ আনন্দ ভেল।।*
*শঙ্খ শব্দ ঘন্টা বাজত থোর।*
*বঙ্কবিহারী দাস আনন্দে বিভোর।।* 
 *🌻উত্তর গোষ্ঠ এখানেই রহিল🌻*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
               ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html