🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

শারদীয় রাস 🌷 ১ম ভাগ 🌹 Raslila ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📝 GOPISHARAN DAS 📚 এই লিংকে ক্লিক করুন 🔀 http://mrinmoynandy.blogspot.com/2023/01/raslila-gopisharan.html

 ✧═══════════•❁❀❁•═══════════✧
              ꧁ শারদীয় রাস 🌷 ১ম ভাগ 
       ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ Gopisharan.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*শারদীয়_রাস;*

(১ম ভাগ।)
মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ পূর্ণচন্দ্রের উদয় দেখে কৃষ্ণের মনে রাসলীলার ইচ্ছা হল। মন জেনে লীলাশক্তি অঘটন ঘটন পটিয়সী যোগমায়া সব সংঘটন করলেন।
কৃষ্ণ বংশীবটে দাঁড়িয়ে মধুর স্বরে বেণুবাদন করতে লাগলেন। আজকের বংশীনাদ কেবল গোপিকাগণই শুনতে পেলেন ।তারা মন্ত্রমুগ্ধের ন্যায় বৃন্দাবনে এসে উপস্থিত হলেন।
সব গোপিকাগণ আসতে পারেন নাই।
চার প্রকার গোপী আছে। *#শ্রুতিচরী_ঋষিচরী_সাধনসিদ্ধা_এবং_নিত্যসিদ্ধা*।
সাধনসিদ্ধার ভিতরে যাদের একটু কষায় অবশেষ ছিল তারাই ঘরে আটকা পড়েছিল। আসতে না পেরে দুঃসহ বিরহ তাপে দগ্ধ হয়ে, তাদের সমস্ত কষায় দূর হয়ে গিয়েছিল। তারা প্রিয়তমের ধ্যান করে দেহ ত্যাগ করে দিব্য দেহে এসে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিল।

প্রথমতঃ কৃষ্ণ গোপিকাগণের প্রেম পরীক্ষার জন্য অপেক্ষা করলেন, পরে তাদের দৃঢ়নিষ্ঠা দেখে রাসলীলায় প্রবৃত্ত হলেন। নৃত্য,গীত,বাদ্য, তাল,লয়, সংযোগে বিভিন্ন স্বর-মূর্ছনা আলাপ করে গীত হতে লাগলো। এক এক গোপী,এক এক কৃষ্ণ মন্ডলী বন্ধে অদ্ভুত নৃত্য হতে লাগলো। নৃত্য করতে করতে মাদনাখ্য-মহাভাবময়ী শ্রীমতী বৃষভানু-নন্দিনীর মানের উদয় হল। তাঁর মান প্রশমনার্থ কৃষ্ণ তাকে নিয়ে অন্তর্হিত হয়ে গেলেন।
রাধার প্রেমের উৎকর্ষতা সকল কে দেখানোর জন্য আবার তাকে ছেড়ে চলে গেলেন। সঙ্গে সঙ্গে রাধারানী মূর্চ্ছিতা হয়ে পড়লেন। ইতিমধ্যেই সব সখীগণ এসে রাধারানীর এই অবস্থা দেখে সকলেই কৃষ্ণকে ভর্ৎসনা করতে লাগলেন এবং সকলে অনুভব করলেন কৃষ্ণবিরহে আমাদের অনেক দুঃখ হয়েছে, কিন্তু এমনিভাবে তো মূর্ছিত হয়ে পড়ি নাই!! অতএব এই রমণীই সর্বশ্রেষ্ঠা কৃষ্ণপ্রেমিকা। সকলে মিলে যমুনাতীরে এসে প্রাণনাথ কে আহবান করতে লাগলেন। সকলের সমবেত আকূল প্রার্থনায় কৃষ্ণ এসে দর্শন দিলেন।

তখন গোপীগণ নিজের প্রাণ প্রিয়তম শ্যামসুন্দরের প্রাণভরে দর্শন করে নিজের বিরহ-সন্তপ্ত নেত্র এবং হৃদয় শীতল করার পর  প্রিয়তমকে বসার জন্য নিজের নিজের উত্তরীয় বিছিয়ে দিলেন। যখন শ্যামসুন্দর গোপী প্রদত্ত আসনে সুখপূর্বক  বিরাজমান হলেন,তখন গোপীগণ তাঁকে বলতে লাগলেন- *#ভজতোঽনুভজন্ত্যেকএক_এতদ্বিপর্যয়ম্‌।  #নোভয়াংশ্চ_ভজন্ত্যেক_এতন্নো_ব্রুহি_সাধু_ভোঃ।।* (ভা.১০/৩২/১৬)

 অর্থ- হে প্রিয়তম!( একটি কথা জিজ্ঞেস করছি) কিছু লোক এই প্রকার হয় যে প্রেমকারীর প্রেম করে আর কিছু লোক প্রেম না করলেও প্রেম করে। কিন্তু কেউ কেউ সেই উভয় কেই প্রেম করে না‌। হে প্রিয়তম! এই তিন জনের মধ্যে তুমি কাকে ভালো বল?
 শ্রীকৃষ্ণ বললেন- *#মিথোভজন্তি_যে_সখ্যঃস্বার্থৈকান্তোদ্যমা_হি_তে।#ন_তত্র_সৌহৃদং_ধর্মঃ_স্বার্থার্থ_তদ্বিনান্ব্যথা।।*

  অর্থ- হে আমার প্রিয় সখীগণ! যে প্রেম করার পরে প্রেম করে তাকে তো ব্যবসায়ী বলা হয়‌। লেনদেন মাত্র সম্বন্ধ।না তাতে সৌহার্দ্য না ধর্ম। তার প্রেম কেবল স্বার্থের জন্য হয়। এ ছাড়া তার আর কোনো প্রয়োজনই নেই। হে সুন্দরী! যে লোক প্রেম না করলেও  প্রেম করে‌, যেমন- স্বভাব সিদ্ধ করুণাশীল সজ্জন ও মাতা পিতা।
তার হৃদয়ে সৌহার্দ্য ও হিতৈষিতায় ভরা থাকে আর তার ব্যবহারে নিশ্ছিদ্র, নিশ্ছল সত্য এবং পরিপূর্ণ ধর্মও থাকে। কিছু লোক এই প্রকার হয় যে প্রেমকারীকেও প্রেম করেন না। প্রেম না করা লোকের তো তার কাছে কোন প্রশ্নই নেই। এই প্রকার লোক চার প্রকার হয়।
আত্মারাম, আপ্তকাম, অকৃতজ্ঞ গুরুদ্রোহ।আত্মারাম যিনি নিজের আত্মাতে রমন করেন কারো সঙ্গে কোনো প্রয়োজন নেই।আপ্তকাম- যার কোন কামনা-বাসনা নেই, পূর্ণকাম। অকৃতজ্ঞ- যে উপকারীর উপকার স্বীকার করে না। গুরুদ্রোহ অর্থাৎ কৃতঘ্ন, যে উপকারীকেই হনন করে। যে জেনেশুনেও নিজের হিতকারী, পরোপকারী গুরুতুল্য লোকের সঙ্গেও দ্রোহ করে, তাকে দুঃখ দেয়। তাকে বলা হয় গুরুদ্রোহী।

(দৃষ্টান্ত:-একজন চাকরির সন্ধানে এক কোম্পানিতে গেল। দারোয়ানকে জিজ্ঞাসা করল, দারোয়ান বলল- এখানে ম্যানেজারের পদ খালি রয়েছে, আসুন আপনাকে নিয়ে যাই, বলে তাকে নিয়েও গেলেন। তার শিক্ষাগত যোগ্যতার জন্য চাকরি হয়ে গেল। এখন সে ম্যানেজার, কোম্পানির সমস্ত কর্মী তাকে নমস্কার করে,কিন্তু কোম্পানিতে আসলেই সে দারোয়ানের কাছে তার মাথা নিচু হয়ে যায়, কেননা তার দয়াতেই সে ম্যানেজারের পদটি পেয়েছে। বেশ কিছুকাল কেটে গেল।কোম্পানিতে তার প্রতিপত্তি খুব হল। এখন সে ভাবতে লাগলো সবাই আমাকে স্যালুট করে আর এই দারোয়ানের কাছে আমার মাথা নিচু হয়, অতএব একে সরাতে হবে। তখন সে ষড়যন্ত্র করে মিথ্যা চুরির দায়ে ফাঁসিয়ে দিল। সকলে সাক্ষী দিল।
*#একেই_বলে_কৃতঘ্ন।* এর কাছে কোটি কোটি গো হত্যা, ব্রহ্মহত্যা হার মানে।)

 গোপীগণ জিজ্ঞাসা করলেন- হে প্রিয়তম!এই চার জনের ভিতর আপনি কোনটা?
যে আমাদের মত ভজনকারী গোপীদেরও ছেড়ে যেখানে সেখানে চলে যায়, দুঃখ দেয়?

https://gopisharan.blogspot.com
 ✧═══════════•❁❀❁•═══════════✧
      ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html