🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

রঘুনাথভট্ট, রঘুনাথদাস ও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর অপ্রকট তিথি ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/10/raghunath.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

রঘুনাথভট্ট, রঘুনাথদাস ও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর অপ্রকট তিথি ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/10/raghunath.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*#রঘুনাথভট্ট_রঘুনাথদাস_ও_কৃষ্ণদাসকবিরাজ_গোস্বামীর_অপ্রকট_তিথি।*

(#আশ্বিন_শুক্লা_দ্বাদশী_তিথি)

*#১___রঘুনাথভট্ট_গোস্বামী ।*

মহাপ্রভু রাধাকৃষ্ণের মাধুর্য আস্বাদন করলেন গম্ভীরাতে বসে। নিতাইচাঁদ কে পাঠালেন গৌড়বঙ্গে ।আর রূপাদি গোস্বামীগণকে পাঠালেন ব্রজে । উদ্দেশ্য একটাই- > লুপ্ত তীর্থ উদ্ধার করে বিশ্ব সাহিত্যে বৈষ্ণব সাহিত্যকে গৌরবান্বিত করা এবং জনমানসে ব্রজের স্থান সম্পর্কে সচেতনতা আনা। ভূগর্ভ ; লোকনাথ আদি যেসমস্ত গোস্বামীগণ ব্রজে এসেছিলেন তাদের অন্যতম হলেন #রঘুনাথ_ভট্ট_গোস্বামী। 
প্রাজ্ঞ গোস্বামীগণ প্রায় সবাই গ্রন্থ রচনা করে খ্যাত হয়েছেন। কিন্তু রঘুনাথ ভট্ট গোস্বামীর নামাঙ্কিত কোনো গ্রন্থের নাম শোনা যায় না। রঘুনাথ ভট্টের একটাই সেবা ছিল। কেবলমাত্র #ভাগবত_অধ্যয়ন_সেবা। তিনি ভাগবত পাঠ করতেন এবং গোস্বামীগণ তাঁর পঠিত ভাগবত শ্রবণ করতেন।এই ছিল তাঁর সেবা।

মহাপ্রভু তখন আঠারো উনিশ বছরের কিশোর।লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানির সাথে পরিণয় হবার পরে অর্থ উপার্জনের চেষ্টাতে গেছেন পূর্ববঙ্গে।সেখানে দেখা #তপন_মিশ্রের সাথে। তপন মিশ্র রাতে স্বপ্ন দেখেছেন কেউ একজন এসে বলছেন- নিমাই পণ্ডিত এর থেকে সাধ্যসাধন শিখতে।
#নিমাই_পণ্ডিত_পাশ_করহ_গমন।
#তিহো_কহিবেন_তোমা_সাধ্যসাধন।।

 তারপরের দিনই মহাপ্রভুর শুভ পদার্পণ ঘটে পূর্ববঙ্গে । স্বপ্নাদেশ অনুযায়ী তপন মিশ্র নিমাই পণ্ডিত এর কাছে সাধ্যসাধন শিখতে চাইলে নিমাই পণ্ডিত তাকে কুটিনাটি পরিহার করে একান্ত অনুরাগে কৃষ্ণ আরাধনা করতে বললেন এবং সপরিবার কাশীতে যেতে আদেশ করলেন।নিমাই পণ্ডিতের আদেশ মতো তপন মিশ্র #কাশীতে গিয়ে বসবাস করতে লাগলেন।কাশীতে বসবাস কালেই তপন মিশ্রের ছেলেরূপে জন্মালেন #রঘুনাথ_ভট্ট_গোস্বামী।

এরপরে সেই নিমাই পণ্ডিত সন্ন্যাস গ্রহণ করেছেন। নাম নিয়েছেন #শ্রীকৃষ্ণচৈতন্য । নানা জায়গা ঘুরে এলেন কাশীতে। পুনরায় তপন মিশ্রের সাথে দেখা হল। মিশ্রের আনন্দ আর ধরে না । তাঁর ঘরে নিত্য ভিক্ষা নির্বাহ করতে লাগলেন মহাপ্রভু । এখানেই বালক রঘুনাথ মহাপ্রভুর সেবার সুযোগ পান।

#শ্রীমান_রঘুনাথ_ভট্ট_গোস্বামী_মহান।
#গৌরাঙ্গ_সর্বস্ব_যার_গৌরাঙ্গ_পরান।। 

বড় হয়ে মা বাবার আদেশ নিয়ে এলেন পুরীতে মহাপ্রভু কে দেখতে। মহাপ্রভুর আদেশ মতো রঘুনাথ সংস্কৃত শিক্ষা গ্রহণ করে পাণ্ডিত্য অর্জন করলেন।সময় এগিয়েছে।তপন মিশ্র এবং তাঁর স্ত্রী দেহত্যাগ করেছেন।মহাপ্রভুর আদেশ মতোই রঘুনাথ বিয়ে করেননি। মা বাবার কৃত্য অন্তে রঘুনাথ পুনরায় এলেন পুরীতে। মহাপ্রভু এবার আদেশ দিলেন ব্রজে যেতে। বৃন্দাবনে এসে রঘুনাথ ভট্ট মিললেন রূপ সনাতনের সাথে। 

*#আমার_আজ্ঞায়_রঘুনাথ_যাহ_বৃন্দাবনে । #তাহা_যাই_রহ_রূপ_সনাতন_স্থানে।।*

*#ভাগবত_পড়_সদা_লহ_কৃষ্ণনাম।*
*#অচিরাতে_কৃপা_করিবেন_কৃষ্ণ_ভগবান ।।*

রঘুনাথ ভট্ট ভাগবত পাঠে অসামান্য প্রতিভাধর ছিলেন। ব্রজের #গোবিন্দ_মন্দিরের_নাটমন্দিরে প্রতিদিন বিকেলে তিনি ভাগবত পাঠ করতেন । তাঁর সুললিত কণ্ঠে পাঠ ও ব্যাখ্যা শুনে দিনেদিনে লোকসংখ্যা বৃদ্ধি পেতে লাগল।

*#পণ্ডিত_সুশান্ত_অতি_গম্ভীর_স্বভাব । #শ্রীমদ্ভাগবত_শাস্ত্রে_ঐকান্তিক_ভাব।*

তখন অবশ্য গোবিন্দ মন্দির বর্তমানের মতো ছিল না। রঘুনাথ ভট্ট গোস্বামী নিজের এক শিষ্যকে দিয়ে গোবিন্দ জীর কর্ণকুণ্ডল এবং বাঁশি নির্মাণ করিয়েছিলেন।রঘুনাথ ভট্ট নিজে কোনো বিগ্রহ সেবা প্রকাশ করেন নি। রূপ গোস্বামীর প্রাণধন #গোবিন্দ_জীই ছিলেন তাঁর আরাধ্য ।
পুরী থেকে তিনি যখন ব্রজে আসেন তখন মহাপ্রভু তাকে *#জগন্নাথের_প্রসাদী_তুলসীর_মালা* উপহার দিয়েছিলেন।জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত সেই মালা তিনি হৃদয় দিয়ে সেবা করেছেন। আশ্বিন শুক্লা দ্বাদশী তিথিতে অর্থাৎ আজকের দিনে তিনি মহাপ্রভুর পাদপদ্মে নিত্যলীলাতে প্রবিষ্ট হন। গোবিন্দ মন্দিরের উল্টো দিকের রাস্তা ধরে কিছু টা গেলেই চৌষট্টি মহান্তের স্মৃতি সমাধি মন্দির আছে। ঐ মন্দির প্রাঙ্গণেই রঘুনাথ ভট্ট গোস্বামী র সমাধি বিরাজিত ।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

রঘুনাথভট্ট, রঘুনাথদাস ও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর অপ্রকট তিথি ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/10/raghunath.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*#রঘুনাথভট্ট_রঘুনাথদাস_ও_কৃষ্ণদাসকবিরাজ_গোস্বামীর_অপ্রকট_তিথি;*

(#আশ্বিন_শুক্লা_দ্বাদশী)

#২___রঘুনাথদাস_গোস্বামী

আদি সপ্তগ্রামের জমিদার বংশে জন্মগ্রহণ করেন রঘুনাথ দাস গোস্বামী।শৈশবে হরিদাস ঠাকুরের স্নেহ লাভ করেন।শৈশব থেকেই পড়াশোনাতে যথেষ্ট মনোযোগী ছিলেন।অল্প বয়সে সংস্কৃতে পাণ্ডিত্য অর্জন করেন। সন্ন্যাস গ্রহণ করে যখন মহাপ্রভু অদ্বৈত প্রভুর গৃহে এসেছিলেন, তখন রঘুনাথ অদ্বৈত ভবনে এসে মহাপ্রভু কে প্রথম দেখেই আত্মসমর্পণ করেন এবং মহাপ্রভুর সঙ্গলাভ কামনা করেন।কিন্তু মহাপ্রভু বললেন-
*#স্থির_হও_রঘুনাথ_না_হও_বাতুল। #ক্রমে_ক্রমে_পায়_লোকে_ভবসিন্ধুকুল।।*

রঘুনাথ বাড়িতে ফিরে এলেন বটে।কিন্তু মন পড়ে রইল তাঁর চরণে।এরপরে বৈষয়িক এক সমস্যার সম্মুখীন হলেও রঘুনাথ নিজের বুদ্ধিবলে সেই সমস্যা থেকে মুক্ত হন।রঘুনাথের মন ক্রমেই বৈরাগ্যের দিকে এগোচ্ছে দেখে রঘুনাথের মা বাবা ছেলের বিয়ে দিয়ে দিলেন।এরমধ্যে অবশ্য রঘুনাথ বহুবার বাড়ি থেকে পালিয়ে পুরী যেতে চাইলেও প্রতিবার সেই যাত্রাতে বাধা এসেছে।এমন সময়ে পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর কৃপাশীর্বাদ লাভ করেন রঘুনাথ। (এই কৃপাশীর্বাদই দণ্ড মহোৎসব নামে পরিচিত।) এরপরেই রঘুনাথের কাছে গৃহত্যাগের পথ খুলে যায়। আঠারো দিনের পথ বারোদিনে অতিক্রম করে রঘুনাথ চলে আসেন পুরীর গম্ভীরা তে।মহাপ্রভু রঘুনাথকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করেন। মহাপ্রভুর কাছে প্রতিনিয়ত ত্যাগ ও বৈরাগ্যের পরীক্ষা দিতে দিতে রঘুনাথ হয়ে ওঠেন বৈরাগ্যের চূড়ান্ত প্রতিমূর্তি।মহাপ্রভু তাঁর প্রাণের রঘুনাথকে দেন গিরিরাজ গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা।
*#এত_বলি_তারে_পুনঃ_প্রসাদ_করিলা।#গোবর্ধনশিলা_গুঞ্জামালা_তারে_দিলা।*
_
ষোলো বছর রঘুনাথ গম্ভীরা তে মহাপ্রভুর রাধাপ্রেম আস্বাদন লীলা দর্শন করেন। 

*#আপন_উদ্ধার_লীলা_রঘুনাথ_দাস।#চৈতন্যস্তবকল্পবৃক্ষে_করিয়াছেন_প্রকাশ।।*
মহাপ্রভুর অপ্রকটের পর রঘুনাথ চলে আসেন বৃন্দাবনে।রূপাদি গোস্বামী গণের সাথে মিলে চলল অষ্টকালীন লীলা স্মরণ। গোস্বামী গণের আদেশেই রঘুনাথ দাস রাধাকুণ্ডের তীরে বসে ভজন আরম্ভ করেন।

*#যার_গুণে_ঝুরি_ঝুরি_রঘুনাথ_দাস ।#সকল_বিষয়_ছাড়ি_রাধাকুণ্ডে_বাস।।*

রাধাকুণ্ডে বসবাসের সময় থেকেই রঘুনাথের বৈরাগ্য তীব্র পর্যায়ে পৌছায়।সাড়ে সাত প্রহর অর্থাৎ বাইশ ঘন্টারও বেশী সময় অতিবাহিত হয় কীর্ত্তন আর স্মরণে। বাকি সময়ে দৈহিক কৃত্য সহ অন্যান্য কাজ।

মহাপ্রভু রাধাকুণ্ড প্রকট করেছিলেন মাত্র ।কিন্তু আজকে যে রাধাকুণ্ড আমরা দর্শন করি তার সম্পূর্ণ কৃতিত্ব দাস গোস্বামীর।রাধাকুণ্ড সুন্দর ভাবে খনন করে তাকে সার্থক রূপ দেন দাস গোস্বামীই। রাধাকুণ্ডে ভজনকালে বাঘ এসে রঘুনাথ দাস গোস্বামীকে আক্রমণ করতে চাইলে ছোট্ট গোপাল এসে বাঘ তাড়িয়ে নিজভক্তকে রক্ষা করেন। রাধাকুণ্ড তীরে বসে রৌদ্রে বসে স্মরণ করতে করতে সারা দেহ ঘর্মাক্ত হয়ে গেলে স্বয়ং কুণ্ডেশ্বরী রাধারানি নিজ শাড়ির আঁচলে রঘুনাথ কে ছায়াদান করেন। 

*#অনন্ত_রঘুনাথের_গুণ_কে_করিবে_লেখা। #রঘুনাথের_নিয়ম_যেন_পাষাণের_রেখা।।*

ঐহিক জীবন রক্ষান্তে দাসগোস্বামীকে রাধাকুণ্ডেই তার ভজনকুটিরে সমাহিত করা হয়। রাধাকুণ্ডের ঈশান কোণে আজও তার সমাধি বিরাজিত।।


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

রঘুনাথভট্ট, রঘুনাথদাস ও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর অপ্রকট তিথি ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/10/raghunath.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*#রঘুনাথভট্ট_রঘুনাথদাস_ও_কৃষ্ণদাসকবিরাজ_গোস্বামীর_অপ্রকট_তিথি।*

(#আশ্বিন_শুক্লা_দ্বাদশী_তিথি।)

*#৩__কৃষ্ণদাস_কবিরাজ :*
বর্ধমান জেলার ঝামটপুর গ্রামে আনুমানিক ১৫৩০ খ্রিস্টাব্দে কৃষ্ণদাস জন্ম গ্রহণ করেন বৈদ্য বংশে।তাঁর ছয় বছর বয়সের সময় তাঁর বাবা ভগীরথ দেহত্যাগ করেন।কিছুদিন পরেই তাঁর মা সুনন্দা দেবীও দেহত্যাগ করেন। তাঁর পিসি কৃষ্ণদাস কে এবং তাঁর ছোটোভাই শ্যামদাস কে লালন পালন করতে থাকেন। কৃষ্ণদাস গ্রাম্য পাঠশালা তে সংস্কৃত শিক্ষা গ্রহণ করেন এবং সংস্কৃতে তাঁর অসাধারণ ব্যুৎপত্তি জন্মায়।কৃষ্ণদাসের যখন ২৬বছর বয়স তখন তাঁর পিসি দেহত্যাগ করেন।
কৃষ্ণদাসের কুলদেবতার পূজারী গুণার্ণব মিশ্র আস্তিক হলেও মহাপ্রভুর ভগবৎ স্বত্বাতে বিশ্বাসী ছিলেন না। তাঁর ভাই শ্যামদাসও তাই। একদিন নিত্যানন্দ প্রভুর শিষ্য মীনকেতন রামদাস ঝামটপুরে এলে শ্যামদাস এবং গুণার্ণব মিশ্র মহাপ্রভুর ভগবৎ স্বত্বা নিয়ে অবিশ্বাসের প্রশ্ন তোলেন।মহাপ্রভু কে খানিকটা মানলেও নিত্যানন্দ প্রভু কে একেবারেই মানতেন না। কৃষ্ণদাস নিজের ভাই শ্যামদাসের ওপর যথেষ্ট ক্ষুব্ধ হন এবং মীনকেতন রামদাসের সামনে নিজের পাণ্ডিত্যে মহাপ্রভুর ভগবৎ স্বত্বা প্রমাণ করেন। এইদিন রাতেই কৃষ্ণদাস স্বপ্নে নিত্যানন্দ প্রভুর দর্শন পান এবং শ্রীবৃন্দাবনে যাওয়ার আদেশ লাভ করেন। পরদিন সকালে কৃষ্ণদাস সমস্ত বিষয় সম্পত্তি ভাই শ্যামদাস কে দিয়ে বেরিয়ে পড়েন ব্রজের উদ্দেশ্যে।
বৃন্দাবনে তখন চাঁদের হাট।রূপ-সনাতন অতি বৃদ্ধ অবস্থা তেও লীলাস্মরণ করে চলেছেন।গোপাল ভট্ট আর জীব গোস্বামী একের পর এক বৈষ্ণব সিদ্ধান্ত সমন্বিত গ্রন্থ রচনা করে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম কে 'জগৎ সভায় শ্রেষ্ঠ আসন' এ বসাতে চলেছেন। এদের সবার সাথে দেখা করলেন কৃষ্ণদাস। এলেন ব্রজমুকুটমনি শ্রীরাধাকুণ্ডে, ভজন করে চলেছেন রঘুনাথ দাস গোস্বামী।
তার কাছেই থাকতে আরম্ভ করলেন।
হঠাৎ একদিন দেখলেন রঘুনাথ দাস গোস্বামীর কাছে অনেক পুঁথি । সেগুলো খুলতেই দেখতে পেলেন ঐ পুথিটি মহাপ্রভুর পার্ষদ স্বরূপ দামোদর গোস্বামীর কড়চা পুঁথি।এরপর কৃষ্ণদাস মাঝে মাঝে বৃন্দাবনে আসেন।গোস্বামীদের লেখা গ্ৰন্থগুলো দেখেন।কৃষ্ণদাসের পাণ্ডিত্য দেখে সবাই অনুরোধ করলেন মহাপ্রভু কে নিয়ে গ্রন্থ রচনা করতে। কৃষ্ণদাস তখন বৃদ্ধ । 

*#বৃদ্ধ জরাতুর আমি অন্ধ বধির।#হস্ত হালে মনোবুদ্ধি নহে মোর স্থির।।*
*#নানা রোগগ্রস্ত চলিতে বসিতে না পারি। #পঞ্চরোগ পীড়া ব্যাকুল রাত্রিদিন মরি।।*

রূপ সনাতন ভট্টরঘুনাথ এনারা নিত্যলীলাতে প্রবেশ করেছেন। কৃষ্ণদাসও ভরসা পাননি এই বয়সে গ্রন্থ লিখতে।এরপরে বৃন্দাবনের মদনগোপাল(মদনমোহন) এর আদেশে তিনি আরম্ভ করলেন গ্রন্থ রচনা।

*#শ্রীমদনগোপাল মোরে লেখায় আজ্ঞা করি।*

*#মহাপ্রভুর_অচিন্ত্যভেদাভেদ_তত্ত্ব;* সাধ্যসাধন তত্ত্ব;মহাপ্রভুর গম্ভীরা লীলা বিস্তারিত ভাবে বর্ণনা করলেন এই গ্রন্থে । এই গ্রন্থটিই সমস্ত বৈষ্ণব গ্রন্থের সার। ১৫৩৭শকাব্দে সমাপ্ত হল সেই মহাগ্রন্থ রচনা।গৌড়ীয় বৈষ্ণব জগত তথা গোটা পৃথিবী পেল এক অমূল্য সাহিত্যনিধি কে। সেই সাহিত্যনিধির ভুবনমঙ্গল নামকরণ হল *#শ্রীচৈতন্যচরিতামৃত নামে*।
 চরিতামৃত ছাড়াও কৃষ্ণদাস আরো বহু গ্রন্থ রচনা করছেন। তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে বৃন্দাবনের তৎকালীন গোস্বামীগণ তাকে কবিরাজ উপাধিতে ভূষিত করেন। আর গৌড়ীয় বৈষ্ণবদের কাছে তিনি প্রণম্য হন গোস্বামী রূপে। এই সময় থেকেই তিনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নামে ভুবনবন্দিত হতে থাকেন। কবিরাজ গোস্বামীর সেবিত *#রাধা_বৃন্দাবনচন্দ্র বৃন্দাবনে রাধাদামোদর মন্দিরে আজও বিরাজিত বিজয় বিগ্রহ রূপে।*
 *আর প্রকৃত স্বরূপ সেবিত হচ্ছেন রাজস্থানের জয়পুরে*।
কবিরাজ গোস্বামীর দেহান্তে তাকে সমাহিত করা হয় রাধাদামোদর মন্দিরেই। আজো তাঁর সমাধি বিরাজিত।এই মহাপুরুষ আজকের তিথিতেই নিত্যলীলাতে প্রবেশ করেছিলেন। কৃষ্ণদাস পূর্বলীলায় কস্তুরী মঞ্জরী ছিলেন।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ꧁👇 📖 সূচীপত্র ✍️ শ্রী দীপ বাগুই 📖 👇꧂



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি,  উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧







শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html