🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

ভাগবত কথন (অষ্টম) ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ

 ✧═══════════•❁❀❁•═══════════✧
                  ꧁ভাগবত কথন (অষ্টম)꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧         
         ꧁ 👇ভাগবত কথন 🙏 সূচীপত্র👇 ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 জয় নিতাই 
পশ‍্যন্ত‍্যদো রূপমদভ্রচক্ষুষা সহস্রপাদরুভুজাননাদ্ভুতম্।
সহস্রমূর্ধ শ্রবণাক্ষিনাসিকং সহস্রমৌল‍্যম্বর-কুন্ডলোল্লসৎ।।
অর্থ‍্যাৎ= ভক্তগণ ভক্তিপূতনয়নে ভগবানের এই (অত‍্যাশ্চর্য‍্য) সহস্র-চরণোরু-বাহু-বদন-মস্তক-কর্ণ- নাসিকা সমন্বিত শিরোভূষণ কুন্ডলাদিপরিশোভিত পুরুষরূপ দর্শন করে থাকেন।
*********************************
তাৎপর্য‍্য= শ্রীভগবানের সেই অপ্রাকৃত অত‍্যাশ্চর্য‍্য পুরুষমূর্তি প্রাকৃত নয়ন দ্বারা দেখা যায় না।যাঁদের নয়নাদি ইন্দ্রিয়বর্গ ভক্তিভাবে ভাবিত,তাঁরাই সেই অনুপম শ্রীমূর্তি দর্শন করতে পারেন।ভগবান্ তাঁর প্রিয় ভক্ত অর্জুনকে এই পুরুষমূর্তি দেখিয়ে- ছিলেন।অর্জুনের নয়নাদি ইন্দ্রিয় যদিও আমাদের মত প্রাকৃত নহে, তথাপি ভগবান জীবশিক্ষার জন্য অর্জুনকে বলেছিলেন, আমার পুরুষ মূর্তি এ নয়নে দেখতে পাবে না, আমি তোমাকে দিব‍্যচক্ষু দিচ্ছি।এই মূর্তি দেখিয়েই ভগবান বলেছিলেন, আমার এই রূপ সুদুর্দর্শ, দেবতাগণও সর্বদা এই রূপ দর্শন করতে আকাঙ্খা করেন, কিন্তু দেখতে পান না, ভক্তি পূত নয়ন ব‍্যতীত এ রূপ কিছুতেই দেখা যায় না। শ্রুতিতেও সহস্রশীর্ষা পুরুষের উপাসনা পদ্ধতি দেখতে পাওয়া যায়। ভগবানের কৃপা ব‍্যতীত তাঁর মূর্তির প্রকৃত তত্ত্ব বুঝতে পারা যায় না। শাস্ত্রে নানা জাতীয় বচন দেখে অনেকেরই ভ্রান্ত ধারণা হয় যে তাঁর কোনই মূর্তি নাই, মূর্তি থাকলে অসীম ভগবানকে সীমাবদ্ধ করতে হয়, সুতরাং শাস্ত্রোক্ত মূর্তির কথা রূপক মাত্র কিংবা উপাসকগণ উপাসনার জন্য মূর্তি কল্পিত করেছেন। কারও বা মনে হয়, তিনি জগন্মূর্তি, অতএব সমস্ত জীবের কর- চরণাদিই তাঁর তাই তিনি সহস্রবদন, সহস্রচরণ ইত‍্যাদি। কিন্তু ভগবানের চরণে শরণাপন্ন হয়ে শাস্ত্র সমালোচনা করলে সকলেই বুঝতে পারবেন যে চিত্তধারণার উপায়রূপে শাস্ত্রে কতকগুলি কল্পিত মূর্তির কথা আছে বটে,
(১) ভূর্লোকঃ কল্পিতঃ পদ্ভ‍্যামিত‍্যাদি,
তাই বলে তিনি মূর্তিশূন‍্য কিংবা আমাদের মত প্রাকৃত মূর্তি সমন্বিত নহেন। ধ্রুব,প্রহ্লাদ,অর্জুন প্রভৃতি ভক্তগণ ভক্তি ভাবিত নয়নে তাঁর যে মূর্তি দেখিয়েছেন, তাহা তাঁদের কল্পিত বা রূপক নহে, কিম্বা তাঁরা চক্ষু মুদ্রিত করে এ মূর্তি দেখেন নি।তাঁরা রীতিমত নয়ন ভরে এই মূর্তি দেখেছেন, শ্রীচরণ স্পর্শ করেছেন, অভয় বাণী শুনেছেন,এ সমস্ত তাঁদের স্বপ্নপ্রতীত নহে। ভক্ত, ভক্তিভাবিত নয়নে ভগবানের মূর্তি দর্শন করে যে আনন্দ উপভোগ করেন, তার সঙ্গে কোন আনন্দেরই তুলনা হয় না। কোন কোন শ্রুতিবাক‍্য আলোচনা করলে বোধ হয়, ভগবানের কর চরণাদি নাই।
*আবার কোনও শ্রুতি আলোচনায় বোধ হয় তাঁর কর চরণাদি আছে।
এই সামঞ্জস‍্য পরিহার করবার জন্য শ্রুত‍্যুক্ত কর চরণাদি কল্পিত বা অনিত‍্য না বলে অপ্রাকৃত অর্থ‍্যাৎ সচ্চিদানন্দঘনময় স্বীকার করলেই সব দিক রক্ষা হয়। বিশেষত শ্রীগোবিন্দ চরণারবিন্দের সেবা যাঁদের লক্ষ‍্য কিংবা পুরুষার্থ নহে, যাঁর নির্বিশেষ ব্রহ্মস্বরূপে লীন হতে পারলেই কৃতার্থ হলাম মনে করেন, তাঁদের নিকট শ্রীমূর্তির স্বরূপ প্রকাশিত হয় না। 
      ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html