🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩
শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 💐 JOYDEB DAWN 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🙏 প্রথম ভাগ ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১. শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
*🙏*🌼নবদ্বীপ ধাম🌼* 🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(০১)সংক্ষিপ্ত কথন🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌼নবদ্বীপ ধাম🌼*
~~~~~~~~~~~~~
*"ইয়ং মহী ভাগ্যদেবী মহীয়সী,*
*দিবোপি দিব্যাদপি নির্মলৈর্গুণৈঃ।*
*মহান্তি রত্নানি যদা দধাত্যতো,*
*দধৌ নবদ্বীপমতীব দুর্লভম্।।*
*(১|২,কবি কর্ণপুর)*
*🌻এই বসুমতী ভাগ্যবতী।দেবতা ও স্বর্গ হইতেও গরীয়সী।নানা রত্ন ধারণ করে ধরণীর যে গৌরববৃদ্ধি,তদপেক্ষা অধিক বা বেশী মর্য্যাদা দুর্লভ নবদ্বীপ নগরীকে কোলে ধারণ করে।*
*🌻ভারতবর্ষ বৈকুন্ঠের আঙ্গিনা।তার পূর্ব সীমান্তস্থ একটি প্রদেশ, নাম বঙ্গদেশ।ভারত জননীর কোলে একটি আদরের কন্যার মতো তার অবস্থান।নবদ্বীপ বঙ্গভূমির একটি শ্রেষ্ঠ নগরী।রাজকীয় রাজধানী নয়।সাংস্কৃতিক রাজধানী বটে।ধনে,ঐশ্বর্য্যে,বিদ্যাবত্তায় নবদ্বীপ একটি সমুজ্জ্বল ধাম।ব্রাহ্মণ-পন্ডিত প্রধান স্থান।যাগ-যজ্ঞ,ব্রত-পূজা,অর্চনা,হিন্দুর দশকর্মাদির অনুষ্ঠানে নগরটি সর্বদা জীবন্ত।অগণিত পন্ডিত ও পড়ুয়ার শাস্ত্রপাঠে,বিচারে,চর্চায়,নবদ্বীপ সর্বদা কলমুখর।এই সুবিখ্যাত নগরীতে গোলোক হইতে ভূলোকে অবতরণ করেছেন মহাপ্রভু শ্রীশ্রীগৌরাঙ্গসুন্দর।নিখিল বিশ্বজীবের যুগান্তব্যাপী তপস্যার একটি অদৃষ্টপূর্ব ফল।একটি অচিন্তিতপূর্ব মহাসম্পদ।সকল প্রাণীর প্রাণ মনোহর।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(০২)সংক্ষিপ্ত কথন🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌼মাঙ্গল্যময় ক্ষণ বা সময়🌼*
~~~~~~~~~~~~~~~~~~~
*🌴ফাল্গুন মাস।কাব্য আমোদীদের বসন্ত ঋতু।ভাব-বিলাসীদের মধুমাস। শীতের কম্প নেই,নিদাঘের(গ্রীষ্মের) ঘাম নেই,বর্ষার মেঘাডম্বর নাই।প্রত্যেকটি দিন-রাত সর্বদার জন্য মনোরম,উপভোগ্য।সর্বত্র একটি তৃপ্তি বিধায়ক আবহওয়া।মানুষের মন প্রাণের গতি স্বচ্ছন্দ,সাবলীল,যেন উর্ধমুখী।*
*🌳তিথিটি ছিল পূর্ণিমা।পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ঘরে নিশাপতির রাত্রিবিলাস।ফুলের সুবাস,জ্যোৎস্নার নিশ্বাস,বনে-উপবনে,লতায় পাতায় চন্দ্রিমা যেন বিগলিত। গঙ্গার উন্মুক্তবক্ষে প্রবাহিত গন্ধবহের স্নিগ্ধ করস্পর্শ।নবদ্বীপের নরনারীর মনে প্রাণে কে জানে কোন অজানা কারণে উদ্বেলিত আনন্দ।বিকেল বেলা হতেই সুরধূনীর তট জন কোলাহলে অপূর্ব শ্রীমন্ডিত। কর্ণ-রসায়ন ভাষায়=*
*🍀অসাবৃতূণাং পতিরগ্রতোহভবৎ,*
*তথৈব পক্ষঃসিত এব সোহভবৎ।*
*তথা তিথীনাং প্রবরা চ পূর্ণিমা,*
*গুণানুবন্ধী খলু মঙ্গলোদয়ঃ।।*
*(কর্ণ-রসায়ন=৩৪|২)*
*🌹বসন্ত ঋতু,শুক্লপক্ষ,তিথিশ্রেষ্ঠ পূর্ণিমা।সর্ববিধ মঙ্গলের উদয়ে মহামাঙ্গল্যের পরিসীমা।*
*🌺শ্রীবৃন্দাবন দাস ঠাকুরের অনুভবে=*
*"অনন্ত ব্রহ্মান্ডে যত আছে সুমঙ্গল।*
*সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল"।।*
*🌹ঐ দিন ছিল চন্দ্রগ্রহণ।রাহু চন্দ্রকে গ্রাস করতে আরম্ভ করল যেন এই কথা বলতে বলতে -- হে নিশানাথ তুমি,আর কেন বৃথা উদিত হচ্ছ-- ঐ দেখ অপর এক কলঙ্কহীন চন্দ্রমা পৃথিবীতে উদিত হচ্ছেন।*
*"অলং ত্বয়া সংপ্রতি শীতদীধিতিঃ।*
*সমুদগতোহন্যেস্তি ভুবীতি ভাবয়ন্।।*
*(কর্ণপুর=২|৪০)*
*🌼গ্রহণকালে হরিনাম কীর্তন।ইহা হিন্দুর চিরন্তনী রীতি।অগণিত ভক্ত দলে দলে খোল-করতালে হরিনাম কীর্তন করতে করতে, শুধু গঙ্গাতীর নহে,সারা নবদ্বীপ মুখরিত করে তুলল।হাজার হাজার নহে,লক্ষ লক্ষ লোক গঙ্গায় অবগাহনগত বা স্নান করছেন।কত লোকের দৃষ্টি গ্রহণ দর্শনর জন্য আকাশের দিকে তাকিয়ে রয়েছেন।কত কত ভক্ত কোমরজলে দাঁড়িয়ে স্তব-স্তুতি পাঠে নিবিষ্ট বা মনোযোগী।আর সকলের কন্ঠে হরিনামের রোল।"হরিবোল হরিবোল সবে এই শুনি।সকল ব্রহ্মান্ডে ব্যাপিলেক হরিধ্বনি"।।সর্বত্র একটি মনোহারি দৃশ্য।*
*🌹এই সুন্দর সময়, এই মরজগতের অসুন্দর মাটিতে আসিলেন এক অনিন্দ্য সুন্দর অমৃতময় "পুরুষবর"।অবতীর্ণ বা জন্মিলেন শ্রীগৌরাঙ্গসুন্দর।দরিদ্র ব্রাহ্মণ পন্ডিত শ্রীজগন্নাথ মিশ্রের আঙ্গিনায়,পতিব্রতা সতী শিরোমণি শচীদেবীর অঙ্কদেশে বা কোলমধ্যে।উর্ধে ধ্যানমগ্ন আকাশ,নিম্নে কীর্তনমুখর বাতাস,মধ্যে অবতীর্ণ হলেন বৃন্দাবনের রসরাজ,বিশ্বজগতের রাজাধিরাজ।ধারণ করলেন একটি বুকজোড়া শিশুর সাজ।*
*"হেনই সময়ে সর্ব জগতজীবন।*
*অবতীর্ণ হইলেন শ্রীশচীনন্দন।।*
*🌹এলেন তিনি মানবের মাঝে,মানবের সাজে।রূপের ছটায় শ্রীজগন্নাথ মিশ্রের গৃহাঙ্গন সমুজ্জ্বল।হাসির ছটায়তপ্ত মানুষের চিত্তে শান্তির হিল্লোল।আনন্দ উল্লাসময় ভূমিকায় প্রেমঘন পুরুষের অবতরণ।উদ্দেশ্য তপ্ত-জীবের প্রাণে শান্তির অমিয়ধারা বর্ষণ মাধ্যমে চিরতৃপ্তি সম্পাদন। চৌদ্দশত সাত শকাব্দের ফাল্গুন মাসের তেইশে।১৪৮৬ খ্রীষ্টাব্দের ফেব্রুয়ারি মাসের আঠারোই।চন্দ্র ছিলেন সিংহ রাশিতে।সিংহলগ্ন তখন পূর্ব উদয়াচলে উদীয়মান।ক্ষণটি পরম শুভদ।বারটি শুক্রবার।কেহ বা শনিবারও বলেন।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
*ধারাবাহিক*
꧁ ৩. শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
*🌼ভবিষ্যৎ উক্তি🌼
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(০৩)সংক্ষিপ্ত কথন🌻*
*🌼ভবিষ্যৎ উক্তি🌼*
~~~~~~~~~~~~~~~~
*🌻শচীদেবীর পিতৃদেব নীলাম্বর চক্রবর্তী খ্যাতনামা জ্যোতিষী।পৌত্রের গ্রহাদির অবস্থান পর্য্যালোচনা করলেন।রূপ ও লক্ষণ দেখে বিস্ময়িবিষ্ট চক্রবর্তী বললেন-- এই জাতক সর্বগুণের নিধান হবে।বৃহস্পতি অপেক্ষা বিদ্যাবান হবে। গৌড়দেশে ব্রাহ্মণরাজা হবে এইরকম কিংবদন্তী আছে। মনে হয় এই শিশুই সেই হবে।*
*বিপ্ররাজা গৌড়ে হইবেক হেন আছে।*
*বিপ্র বোলে সেই বা জানিব তাহা পাছে।।*
*🌻এই শিশু হবে অসাধারণ শক্তিসম্পন্ন।বিশ্বের নর-নারীকে করবেন শান্তি দানে তুষ্ট,আনন্দ দানে পুষ্ট,আত্মিক আহার্য্যদানে করবেন সুন্দর।তাই মাতামহ শিশুর নামকরণ করলেন "বিশ্বম্ভর"।*
*🍀হেন কোষ্ঠী গণিলাম আমি ভাগ্যবান।*
*শ্রীবিশ্বম্ভর নাম হইব ইহান।।*
*ইহানে বলিবে লোক নবদ্বীপচন্দ্র।*
*এ বালক জানিহ কেবল পরমানন্দ।।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ধারাবাহিক*
꧁ ৪. শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
*🙏*🌼নামকরণ🌼* 🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(০৪)সংক্ষিপ্ত কথন🌻*
*🌼নামকরণ🌼*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻মাতামহ(নীলাম্বর চক্রবর্তী ) শচী পুত্রের নাম রাখলেন বিশ্বম্ভর।দেহের বর্ণ অত্যুজ্জ্বল স্বর্ণের মত দেখে পাড়াপড়শীগণ ডাকল গৌর বলিয়া। গৌরাঙ্গসুন্দর।গৌরের সংক্ষেপ হ'ল গোরা।গোরা জন্মিবার পূর্বে শচীমা আটটি কন্যা হারিয়েছেন।এটিও কে মৃত্যু দেবতা না নিয়ে যান এইজন্য মা ডাকতেন নিমাই।যমরাজের কাছে শিশুকে নিমের মত তিতো করার উদ্দেশ্যে।কেউ বলেন,নিমগাছের তলায় জন্ম-- তাই নিমাই।চব্বিশ বছরে গৃহ ত্যাগের পর গুরু কেশবভারতী প্রদত্ত নাম শ্রীকৃষ্ণচৈতন্য।*
*"যত জগতেরে তুমি "কৃষ্ণ"বোলাইয়া।*
*ধরাইবা "চৈতন্য" কীর্তন প্রকাশিয়া।।*
*এঁতেক তোমারি নাম শ্রীকৃষ্ণচৈতন্য।*
*সর্বলোকে তোমা হ'তে যাতে হৈল ধন্য।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*ধারাবাহিক*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫. শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
*🙏*🌼শিশু নিমাই🌼* 🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(০৫) সংক্ষিপ্ত কথন🌻*
~~~~~~~~~~~~~~~~~
*🌼শিশু নিমাই🌼*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শিশু স্বভাবে নিমাই কাঁদছেন।কেউ হাততালি দিয়া "হরিবোল হরিবোল" বললে কান্না থেমে যাচ্ছে।দিনে দিনে শিশু দুরন্ত হয়ে উঠলেন।তাঁকে শান্ত রাখবার একটিই উপায় ছিল ঐ একটি "হরিবোল হরিবোল" ধ্বনি।এই জন্যই শচীমায়ের প্রাঙ্গণ সর্বদা হরিবোল ধ্বনিতে মুখরিত রহিত।যখন জানুগতিতে হামাগুড়ি দিতেন,কটিতে কিঙ্কিণী বাজত।কি যে মনোহর ভঙ্গিমায় আঙ্গিনা ভরে শিশু ছুটোছুটি করতেন।আগুন,সাপ যা দেখতেন তাই ধরতেন।🍀একদিন এক সাপ ধরে ফেললেন।সাপও কুন্ডলী পাকিয়ে শিশুকে বেড়য়া ধরল।শিশু সাপ নিয়ে শুয়ে পড়লেন।সাপের উপর শুয়ে হাসতে লাগলে, সকলে হায়!হায়! করতে লাগল।কেউ গরুড় গরুড় উচ্চারণ করল।কেউ বা কাঁদে ফেলল।সাপ তখন শিশুকে ছেড়ে বনের দিকে চলে গেল।তখন নিমাইকে কোলে তুলে "বাবা দীর্ঘজীবী হও" বলে প্রাণভরা আশীর্বাদ করল।যখন শিশু নিমাই অঙ্গনে বেড়ান,তখন শ্রী-অঙ্গ হতে রূপ যেন ফেটে পড়িত।*
*🍀জিনিঞা রবিকর অঙ্গ মনোহর,*
*নয়নে হেরই না পারি।*
*🍀আয়ত লোচন ঈষৎ বঙ্কিম,*
*উপমা নাহিক বিচারি।।*
*🌻শ্রীমুখের শোভা দেখতে চাঁদেরও সাধ লাগে।সুবলিত মস্তকে চাঁচর কেশ যেন যশোদা-দুলাল বালগোপালের বেশ। জানুলম্বী বাহু,চন্দনে উজ্জ্বল বক্ষ পরিসর,করাঙ্গুলী,পদাঙ্গুলী কি মনোহর।যখন নেচে নেচে যায়,মনে হয় যেন অঙ্গ হতে রক্ত ফেটে পড়ছে।দেখে জননীর মনে ত্রাস লাগে।*
*🍀রক্ত পড়ে হেন দেখি মায়ে ত্রাস পায়।*
*🌻শচী-জগন্নাথ নির্জনে বসে কানাকানি করেন।কোন মহাপুরুষ এসে আমাদের ঘর আলো করল!এমন রূপবন্ত,গুণবন্ত সন্তান।মনে হয় সংসারের দুঃখ অশান্তির এবার অন্ত হবে।মানব সমাজ শান্ত হবে।সকরে পাবে পরা-শান্তি এই শিশু হতে।নিমাই হাঁটতে শিখেছেন,একাই ঘর থেকে বাইরে চলে যাচ্ছেন,কি সকাল কি বিকেল,কি সন্ধ্যায় কি রাত্রিতে,কেবলি বাইরে চলে যান নিমাই।খেলার সাথিদের ঘরে ঢোকে,কৌতুক করে দ্রব্যাদি চুরি করেন।কারো দুধ খায়,কারো ভাত খায়,আবার কারো হাড়ি ভাঙ্গে।কারো শিশুকে চিমটি কেটে কাঁদিয়ে দেন।যদি ধরে পড়েন,পায়ে ধরে বলেন,এবার ছাড়ো,আর আসব না।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*ধারাবাহিক*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬. শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
*🙏চোরের ভ্রান্তি🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(০৬)সংক্ষিপ্ত কথন🌻*
~~~~~~~~~~~~~~~~~
*🌼চোরের ভ্রান্তি🌼*
^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻নিমাইয়ের অঙ্গে কত কত সুবর্ণের অলঙ্কার।লোভে পড়ে দুই চোর পরামর্শ করল।যখন এই শিশুটির কাছে কেউ নাই,তখন শিশুটিকে নিয়ে সরে পড়ি,দূরে নিয়ে গিয়ে সমস্ত অলঙ্কার খুলে পথে ছেড়ে দিব।নিমাই সকলের নয়নের তারা।তাই হল, মুহূর্তে নিমাইকে না পেয়ে পাড়াশুদ্ধ লোক দুশ্চিন্তাগ্রস্ত।ব্যস্ত ত্রস্ত হয়ে চারিদিকে ছুটোছুটি,খোঁজাখুঁজি, নিমাই,নিমাই বলে উচ্চৈঃস্বরে ডাকাডাকি।শিশুকে কাঁধে নিয়ে চোর ছুটেছে।কিন্তু নিজের বাড়ীর পথ আর চোর খুঁজে পায় না।ঘুরতে ঘুরতে শেষে চোরেরা নিজের ঘর মনে করে শচীর অঙ্গনে এসে শিশু নিমাইকে কাঁধ হতে নামাল।চারিদিক তাকিয়ে দেখল চোরেরা,নিজ ভুল বুঝতে পারল,এও বুঝতে পাড়ল যে এ শিশু কোন সাধারণ শিশু নয়,যেখান থেকে তাকে নিয়ে গেলাম পুন তাকে সেখানেই নিয়ে এলাম। বুঝতে পেরে চোরেরা সরে পড়ল। এবারে নিমাই ছুটে গিয়ে বাবার কোলে উঠিল।হারানো রতন পেয়ে সকলে মহানন্দে হরিধ্বনি করিল।*
*🌻বাবা বললেন,বিশ্বম্ভর ঘর হতে আমার পুঁথিখানা আন বাবা।শিশু নিমাই ছুটে গিয়ে গ্রন্থ আনিল।মিশ্র পুরন্দর তখন রুণু রুণু ঝুনু ঝুনু নূপুরের ধ্বনি শুনলেন।কি আশ্চর্য্য!আমার বিশ্বম্ভরের পায়ে তো কোন নূপুর নাই,এই নূপুরের ধ্বনি কোথা থেকে এলো!শচীমা ও জগন্নাথ মিশ্র একে অপরের মুখে চাওয়া-চায়ি করতে লাগলেন।মিশ্র মহাশয় বললেন-- ঘরে যে শালগ্রাম রূপী দামোদর আছেন, মনে হয় তাঁরই এই কান্ড।তিনি ঘরের মধ্যে খেলা করেন,সেই নূপুরের ধ্বনি শুনতে পেলাম। জগন্নাথ মিশ্র শচীদেবীকে বললেন,পূর্বে বেশ কয়েকবার শুনতে পেয়েছিলাম তোমার মনে নেই? আজ তাঁকে পঞ্চগব্য দ্বারা স্নান করিয়ে ভাল ভাবে ভোগ দাও।*
*🍀মিশ্র বোলে শুন বিশ্বরূপের জননী।*
*🍀ঘৃত পরমান্ন গিয়া রাঁধহ আপনি।।*
*🍀ঘরে যে আছেন দামোদর শালগ্রাম।*
*🍀পঞ্চগব্যে সকালে করা তারে স্নান।।*
*🍀বুঝিলাম তিঁহো ঘরে বুলেন আপনি।*
*🍀অতএব শুনিলাম নূপুরের ধ্বনি।।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*বানান* *ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৭. শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
*🙏তৈথিক বিপ্র সঙ্গে লীলা🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🌻(০৭)সংক্ষিপ্ত কথন🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌼তৈথিক বিপ্র সঙ্গে লীলা🌼*
~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻শ্রীজগন্নাথ মিশ্র ঘরে একজন অতিথি এসেছেন।অতিথি তীর্থ পর্য্যটক ব্রাহ্মণ।তিনি নিত্য স্বপাকে নিজ ইষ্ট বালগোপালকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করেন।রন্ধন করে তিনি ভোগ দিয়েছেন।অমনি দেখা গেল কোথা হতে নিমাই এসে থালা হতে মুষ্টি মুষ্টি খেতে আরম্ভ করেছেন।নিমাইয়ের মুঠি মুঠি তুলে সেবার জন্য উচ্ছিষ্ট হবার ফলে ব্রাহ্মণের আহার নষ্ট হল।(ভগবানকে চেনা বড়ই অসাধ্য),ব্রাহ্মণ ক্রোধান্বিত হলেন, কিন্তু মিশ্র মহাশয়ের অনুনয়ে ব্রাহ্মণ পুনঃ রন্ধন করলেন।ঐদিকে নিমাইকে কোলে নিয়ে জননী অন্যবাড়ী চলে গেলেন। কিন্তু হায়!যেই মাত্র ভোগ দিয়াছেন অমনি পূর্ববৎ নিমাই এসে থালা হতে তুলে মনের সুখে সেবা করছেন।এবারও বিপ্র ক্রোধে জ্বলতে লাগলেন,তখন সকলের বিশেষ অনুরোধে ব্রাহ্মণ তৃতীয়বার রন্ধন করলেন।তখন অনেক রাত্রি।নিমাই সহ সকলে নিদ্রিত।ব্রাহ্মণ চক্ষু বুজে গোপালকে নিবেদন করতে বসলেন।অমনি সম্মুখে ইষ্টদেব এসে উপস্থিত,ব্রাহ্মণকে বললেন=*
*"🍀মোর মন্ত্র জপি মোরে করহ আহ্বান।*
*🍀রহিতে না পারি আমি,আসি তোমা স্থান।।*
*🌻ব্রাহ্মণ চোখ খুলে দেখলেন, নিমাইচাঁদ চতুর্ভূজ।*
*🍀এক হস্তে নবনীত আর একহস্তে খায়।*
*🍀আর দুই হস্তে প্রভু মুরলী বাজায়।।*
*🌻এবারে ব্রাহ্মণ নিজ আরাধ্য ধন চিনতে পারলেন।তখন গৌরসুন্দর ব্রাহ্মণকে নিষেধ করলেন,এসব কথা কাউকেও যেন জানিও না।*
*🍀এ সব আখ্যান এবে কারো না কহিবে।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*ধারাবাহিক*
*বানান ভুল মার্জনীয়*
🙏 ক্রমশ 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(০৮)সংক্ষিপ্ত কথন🌻* *(১)*
~~~~~~~~~~~~~~~~~
*🌼🌼বালক নিমাই🌼🌼*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শুভদিনে শুভক্ষণে নিমাইয়ের হাতে খড়ি হ'ল।হাতে খড়ির দিনই বর্ণমালা শিখে ফেলিল।*
*"কি মাধুরী করি প্রভু ক খ গ ঘ বোলে।*
*তাহা শুনিতেই মাত্র সর্বজীব ভোলে।।*
*🌻দুই তিন দিনে বানান ফলা শিখলেন।তারপর নাম লেখা।পাতার উপর নাম লিখেন,নিরন্তর কৃষ্ণের নাম-মালা লিখেন।*
*"রাম,কৃষ্ণ,মুরারি,মুকুন্দ,বনমালী*
*অহর্নিশি লিখেন পড়েন কুতুহলী*।।
*🌻সঙ্গে খেলাধূলাও বাড়িল।অদ্ভুত অদ্ভুত খেলা করতে আরম্ভ করলেন।যখন যা বায়না ধরবেন না দিয়ে উপায় নাই।আকাশের চাঁদ চাই।মিটি মিটি তারাগুলো চাই উড়ে যাওয়া পাখীটি চাই।যা চাই,না পেলেই কান্না আরম্ভ হয়ে গেল।কান্নার সময় যদি কেউ "হরিবোল হরিবোল"বললেই কান্না থেমে যায়।একদিন বালক নিমাই এক অদ্ভুত বায়না ধরল।অদ্য একাদশী,জগদীশ পন্ডিত ও হিরণ্য ভাগবতের বাড়ীতে কৃষ্ণের জন্য যে নৈবেদ্য তৈরী হয়েছে,তা এনে দাও।ঐ নৈবেদ্যই খাবে।আবদার শুনে সকলেই অবাক।আজ যে একাদশী তিথি এত ছোট শিশু কি করে জানল!ঐ দুই পন্ডিতের নামই বা কি করে জানতে পারল!পন্ডিতদ্বয়ও ঐ কথা শুনে বিস্ময়ান্বিত।তাঁরা তাঁদের গৃহ হতে প্রস্তুত করা নৈবেদ্য এনে দিলেন,বালক নিমাই তা সাদরে গ্রহণ করল।*
*"দুই বিপ্র বোলে "বাপ"!খাও উপহার।*
*সকল কৃষ্ণের স্যাৎ হইল আমার*।।
*গৌরসুন্দর গঙ্গায় স্নান করেন,শিশুদের সঙ্গে জল ফেলাফেলি করেন।যখন সাঁতার কাটেন,তখন সকলের গায়ে তাঁর পায়ের জল ছিটে পড়ে।কারো গায়ে মুখের কুলকুচি দিয়ে দেই।বয়স্ক ব্রাহ্মণগণ গিয়ে জগন্নাথ মিশ্রের কাছে অভিযোগ করে।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৮)সংক্ষিপ্ত কথন (০২)*
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
*🌻🌻বালক নিমাই🌻🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻কেউ বলে,তোমার ছেলের জন্যে গঙ্গায় স্নান করতে পারি না।কেউ বলে, গায়ে জল দিয়ে আমার ধ্যান ভঙ্গ করে দেয়।নিমাই কি বলে?কারে কর ধ্যান?কলিযুগে আমিই নারায়ণ।কেউ বলে, আমার উত্তরীয় নিয়ে চলে যায়।কেউ বলে,আমি জলে নেমে সন্ধ্যা করি,তোমার পুত্র আমার পা ধরে টেনে নেয়।কেউ বলে,আমার ফুলের সাজি নিয়ে নেয়।পরনের ধুতি নিয়ে যায়,গীতা পুঁথি ফেলে দেয়।ব্রাহ্মণগণের কথা শুনে মিশ্রবর তাঁদেরকে সান্ত্বনা দিয়ে ঘরে ফিরিয়ে দেন।ভাবেন,না!পুত্রকে যথোচিত শাসন করতে হবে।বালিকারা এসে শচীমায়ের কাছে অভিযোগ করে।আমরা সকলে স্নান করব বলে এক জায়গায় বসি,আমাদের মাঝখানে এসে বসে পড়ে,আমাদের সঙ্গে পূজার সজ্জা থাকে,নিমাই বলে "আমাকে পূজো কর-- গঙ্গা,দূর্গা সব আমার দাসী।শিব আমার ভৃত্য।আমাকে পূজো করলে বর দেব।ধন ধান্যবান স্বামী হবে।সাতপুত্রের মা হবে।যে আমাকে পূজো করবে না,সে বুড়ো স্বামী পাবে।চার সতীনের ঘর হবে।এই সব কথা বলতে বলতে নিজেই দেবতা পূজার চন্দন,মালা পরতে থাকে।নৈবেদ্য কেড়ে খেতে আরম্ভ করে।তখন শচীমা বালিকাদের বলেন,আজ আমি নিমাইকে বেঁধে শাসন করব,যাতে আর ঐরকম উপদ্রব না করে।শচীমার কথা শুনে তারা চলে গেল।এমন সময় বিশ্বম্ভর পাঠশালা হতে গৃহে ফিরেন,হাতে মোহন পুঁথি,গায়ে লিখন কালির বিন্দু,নিমাই মাকে ডেকে বলেন,মা তেল দাও,স্নান করতে যাব।শচীমা হতবাক হয়ে তাকিয়ে দেখেন নিমাইয়ের গায়ে কোন স্নানের লক্ষণ নাই।মিশ্র ঘরে এসে নিমাইয়ের দিকে তাকিয়ে দেখেন=*
*"মিশ্র দেখে সর্ব অঙ্গ ধূলায় ব্যাপিত।*
*স্নান চিহ্ন না দেখিয়া হইল বিস্মিত।।*
*🌻গৌরসুন্দর তেল মাখতে মাখতে গঙ্গায় স্নান করতে গেলেন।জগন্নাথ ও শচীমা ভাবতে লাগলেন=*
*"যে যে কহিলেন কথা সেহো মিথ্যা নহে।*
*তবে কেন স্নান চিহ্ন কিছু নাহি দেহে।।*
*সেইমত অঙ্গে ধূলা,সেই মত বেশ।*
*সেই পুঁথি,সেই বস্ত্র সেই মত বেশ*।।
*এ বুঝি মনুষ্য নহে--শ্রীবিশ্বম্ভর।*
*মায়া রূপে কৃষ্ণ বা জন্মিলা মোর ঘর"।।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(০৯)সংক্ষিপ্ত কথন🌻*
""""""""""""""""""""""""""""""""""""""""
*🙏অগ্রজ বিশ্বরূপ🙏*
"""""""""""""""""""""""""""""""""""
*🌻শ্রীগৌরসুন্দর শিশুরূপে কত খেলা করেন।পিতামাতা কাউকেও ভয় করেন না।কেবল অগ্রজ বিশ্বরূপকে দেখলে নিমাইচাঁদ অতি নম্রভাব অবলম্বন করেন।বিশ্বরূপ আজন্ম বিরক্ত(বৈরাগ্যযুক্ত),বিষয়ে অনাসক্ত।সকল শাস্ত্রে বিষ্ণুভক্তি ব্যাখ্যা করেন।তাঁর ব্যাখ্যা খন্ডন করতে কারও শক্তি নাই।ছোট ভাইয়ের ভাব লক্ষণ দেখে মনে মনে ভাবেন=*
*"এ বালক কভো নহে প্রকৃত ছাওয়াল।*
*রূপে আচরণে যেন শ্রীবালগোপাল"।।*
*🌻বিশ্বরূপ তাঁর মনের কথা কারও কাছে ব্যক্ত করেন নাই বা করেন না।জীব কৃষ্ণভক্তিহীন দেখে বিশ্বরূপ একাকী ক্রন্দন করেন।আর অদ্বৈতাচার্য্যের বাড়ী গিয়া তাঁর সঙ্গে মিলিত হয়ে জীবের দুঃখে কাঁদেন।বিশ্বরূপ উষাকাল হতে মধ্যাহ্ন কাল পর্যন্ত অদ্বৈতের সভায় কৃষ্ণকথা রসে ডুবে থাকতেন।শচীমা রান্না সম্পন্ন করে নিমাইকে বলেন,দাদাকে ডেকে আন।নিমাই আসে অদ্বৈতের হরি সভায়।নিমাইয়ের মোহন রূপ দেখে সকলে সমাধিস্থ প্রায় হয়ে যান।নিমাই দাদাকে ডেকে গৃহে নিয়ে যান। বলেন,*
*"ভোজনে আইস ভাই!ডাকয়ে জননী।*
*অগ্রজ বসন ধরি চলয়ে আপনি"*।।
*🌻গোরাচাঁদের রূপমাধুরী দেখে ভট্টগণ সঙ্গে অদ্বৈতাচার্য্য মনে মনে চিন্তা করেন,"প্রকৃত মানুষ কভু এ বালক নয়"।*
*🌼বিশ্বরৃপের বয়স ষোল বৎসর।পিতামাতা বিয়ের উদ্যোগ করতে লাগলেন।অবস্থা বিবেচনা করে বিশ্বরূপ সংসার ত্যাগ করে চলে গেলেন।*
*"ঈশ্বরের চিত্তবৃত্তি ঈশ্বর সে জানে*।
*বিশ্বরূপ সন্ন্যাস করিলা কথোদিনে"।।*
*🌻বৈষ্ণব অগ্রগণ্য বিশ্বরূপ শ্রীশঙ্করারণ্য নাম গ্রহণ করে অনন্তের পথে চলে গেলেন।পিতামাতা নিদারুণ বেদনাহত হয়ে অনেক আর্তনাদ করলেন।বন্ধু-বান্ধব সজ্জনগণ প্রবোধ দিয়ে বললেন=*
*"গোষ্ঠীরে পুরুষ যার করয়ে সন্ন্যাস।*
*ত্রিকোটি কুলের হয় শ্রী বৈকুন্ঠে বাস"।।*
*🌼অগ্রজের বিরহ ব্যথায় গোরাচাঁদও কাতর হলেন।তাঁর বাল্যচাপল্য তদবধি কমে গেল।সর্বদাই পিতামাতার কাছে থাকেন। যাতে তাঁরাষদাদার বিয়োগ দুঃখ ভুলতে পারেন।*
*"নিরবধি থাকে পিতা-মাতার সমীপে।*
*দুঃখ পাসরয়ে যেন জননী জনকে"।।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
*বানান,ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(১০)সংক্ষিপ্ত কথন🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌼পাঠবন্ধ-পাঠ আরম্ভ🌼*
~~~~~~~~~~~~~~~~
*🌻নিমাইয়ের মেধা ও সুতীক্ষ্ণ বিচার শক্তি দেখে সকলে প্রশংসা করেন।জননী শুনে খুবই আনন্দিত হন।কিন্তু জগন্নাথ মিশ্র বিমর্ষ হন।তিনি ভাবেন, সর্বশাস্ত্রে পন্ডিত হয়ে বিশ্বরূপ জানতে পারল,"সংসার সত্য নহে", তাই সে অনিত্য সংসার ত্যাগ করে চলে গেল। নিমাইয়েরও কি বিশ্বরূপের মত হবে? সুতরাং পড়াশুনা করিয়ে কোন লাভ নেই,মুর্খ হোক,তবু গৃহে থাকুক। শচীদেবীকেও তাঁর মনের কথা বুঝিয়ে মিশ্রবর নিমাইকে বললেন=*
*"মিশ্র বোলে,'শুন বাপ!আমারি উত্তর।*
*আজি হৈতে আর পাঠ নাহিক তোমার"।।*
*🌻পিতার বাক্যে নিমাই পড়াশুনা বন্ধ করে দিলেন। একদিন গৌরসুন্দর ত্যক্ত উচ্ছিষ্ট হাঁড়ির উপর গিয়ে বসলেন।মা বললেন,এত বড়ছেলে হয়েছে,ঐ জায়গাটা যে অপবিত্র ; ঐখানে বসিলে যে স্নান করতে হয়,এইটুকুও বোঝ না?মায়ের কথায় গৌরহরি উত্তর করলেন=*
*🍀তোরা মোরে না দিস পড়িতে।*
*🍀ভদ্রাভদ্র মুর্খ বিপ্র জানিব কেমতে।।*
*🌻মা বললেন,তুই স্নান করে ঘরে আয়।তোর বাবা যদি এসে দেখে অনর্থ হবে।নিমাই বললেন,পড়তে না দিলে,এখান হতে নড়ব না।*
*🍀প্রভু বোলে,যদি মোরে না দেহ পড়িতে।*
*🍀তবে মুঞি নাহি যাঙ কহিলুঁ তোমাতে।।*
*🌻তখন শচীদেবী স্বামীকে বললেন, তুমি নিমাইকে পড়াশুনার করবার অনুমতি দাও না,সে জন্য তার মনে নিদারুণ ব্যথা। সঙ্গে অন্যান্য বন্ধু-বান্ধবগণও বললেন,নিমাইয়ের পড়া বন্ধ করা উচিত নয়।সকলের কথা গভীর ভাবে চিন্তা করে পুন মিশ্রবর বিশ্বম্ভরকে আবার পড়তে আদেশ করলেন।তারপর মিশ্র পুরন্দর যথাশক্তি সমারোহে পুত্রকে যজ্ঞোপবীত দিলেন।যজ্ঞসূত্র ধারণে যে শোভাটি হ'ল,তা শ্রীবৃন্দাবন দাস ঠাকুর ধ্যান নেত্রে বলেছিলেন=*
*🍀শোভিল শ্রীঅঙ্গে যজ্ঞসূত্র মনোহর।*
*🍀সূক্ষ্মরূপে 'শেষ' বা বেঢ়িলা কলেবর।।*
*🌻অপূর্ব ব্রহ্মণ্য-তেজ সর্ব অঙ্গে ফুটে উঠিল।পুত্রের অঙ্গশোভা দেখে পিতা মাতা আনন্দে অধীর হলেন।*
*🌻একদিন গৌরসুন্দর জননীকে কাছে ডেকে বললেন,মা! একটি কথা আমার তোমাকে শুনতেই হবে। মা বললেন,"বাপ যা বলবি নিশ্চয় শুনব" গৌরসুন্দর বললেন,মা!একাদশীর দিনে ভোজন করবে না।মা বললেন তুই যখন বললি নিশ্চয়ই করব না।*
*🍀কদাপি মাত র্হরিবাসরে ত্বয়া ন কার্যমেবাদনমিত্যসৌ পুনঃ।*
*🍀জগদ পশ্চাত্তনুজোদিতং শচী সমাদদে নির্ভরভাগ্যভূষিতা।।*
*(কর্ণপুর=২|১১০)*
*🌻মহাপ্রভু কহিলেন,"মাত আপনি কদাচ হরিবাসরে ভোজন করবেন না"। ভাগ্যবতী শচীমাও পুত্রের কথিত বিষয় স্বীকার করলেন।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
*ধারাবাহিক*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(১১)সংক্ষিপ্ত কথন🌻*
====================
*🌼🌼বিদ্যার্থী নিমাই🌼🌼*
======================
*🌻পিতার আদেশে গৌরহরি শ্রীগঙ্গাদাস পন্ডিতের টোলে ভর্তি হলেন।জগন্নাথ মিশ্র,গঙ্গাদাস পন্ডিতকে বললেন=*
*🍀পুত্র আমি দিনু তোমা স্থানে।*
*🍀পঢ়াইবা শুনাইবা সকল আপনে।।*
*🌻গঙ্গাদাস বললেন,"পঢ়াইমু যত শক্তি আছয়ে আমার"।🌻*
*🌹দুই বছরের মধ্যে গৌরাঙ্গসুন্দর ব্যাকরণ ও অলঙ্কার শাস্ত্রে সুপন্ডিত হলেন।বালকের ধী-শক্তি দেখে সকলে বিস্ময়াবিষ্ট। "দেখিয়া অদ্ভুত বুদ্ধি গুরু হরষিত"।*
*🌻এমন সময় মিশ্রপুরন্দর জগন্নাথ স্বর্গরোহণ করেন।গৌরহরির বয়স তখন দশ বছর।পিতৃশোকে নিমাইচাঁদ বিস্তর কাঁদলেন। পুত্রশোকে-পতিশোকে বিহ্বলা জননী শচীদেবীকে গৌরহরি অনেক অনেক সান্ত্বনা বাক্য বললেন। আরো বললেন, "মাত,সংসারে সকলই নশ্বর। কারও জন্য শোকাকিভূত হতে নাই।জননীর গলা জড়িয়ে ধরে নিমাই এই সব কথা বললেন।নিমাইয়ের কথা শুনে মা শচীদেবী অনেকটা আশ্বস্ত হলেন। তারপর নিমাই আবার পাঠে মন দিলেন।পিতার অনেক স্মৃতি-ও ন্যায়ের গ্রন্থ ছিল।সেগুলি নিমাই নিজে নিজেই পাঠ করে গভীর ভাবে আয়ত্ব করে ফেললেন।অত্যল্প কাল মধ্যেই গোরাচাঁদ ব্যাকরণে,অলঙ্কারে, স্মৃতি ও ন্যায়শাস্ত্রে অগাধ ব্যুৎপত্তি লাভ করিলেন।অত্যল্পকাল মধ্যে সমস্ত বিদ্যায় পারদর্শিতা লাভ করলেন।ইহাতে বোধ হল,সাগর অভিমুখী নদীর মতো সমূদয় বিদ্যা যেন অনুৎসুক হয়ে তাঁতে স্বয়ং গিয়ে প্রবেশ করলেন=*
*🍀গুরোর্গৃহে সম্বসতা মহাধিয়া সমস্তবিদ্যাঃ সকৃতার্থতাঃ কৃতাঃ।*
*🍀ক্ষণেন তস্মিন্ বিবিশুশ্চ তাঃ স্বয়ং পয়োনিধৌ নদ্য ইবোৎসুকা ভৃশম্।।*
*(কর্ণপুর=২|১১৬)*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*বানান,ভুল মার্জনীয়*
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(১২)সংক্ষিপ্ত কথন🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌼🌼নিমাই পন্ডিত🌼🌼*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻ষোল বৎসর বয়ঃক্রম কালে বিদ্যার্থী নিমাই।পন্ডিত নিমাই নামে সারা দেশময় বিখ্যাত হয়ে গেল।পন্ডিতদের শাস্ত্রের কঠিন বিষয় নিয়ে তর্ক-বিতর্ক করা,খন্ডন-মন্ডন করা, ইহাই ছিল নিমাই পন্ডিতের যেন স্বভাবগত ধর্ম।পথে,ঘাটে,গঙ্গার তটে পন্ডিত কাউকেও দেখতে পেলেই হল, এসো শাস্ত্র বিচার কর,বলে তাকে নিয়ে বসতেন।কূট প্রশ্ন তুলে সকলকে পরাস্ত করে ফেলতেন।তখন নবদ্বীপের পন্ডিতগণ,সভ্য সজ্জনগণ নিমাই পন্ডিতকে দেখলেই ভয় পেত।ঐ নিমাই আসছে দেখলেই তারা অলি-গলির মধ্যে ঢুকে পড়ত।*
*🍀যাহারে যে জিজ্ঞাসেন শ্রীগৌরসুন্দর।*
*🍀হেন নাই পড়ুয়া যে দিবেক উত্তর।।*
*🍀আপনি করেন তবে সূত্রের স্থাপন।*
*🍀শেষে আপনার ব্যাখ্যা করেন খন্ডন।।*
*কিবা স্নানে,কি ভোজনে,কিবা পর্য্যটনে।*
*🍀নাহিক প্রভুর আর চেষ্টা শাস্ত্র বিনে।।*
*🌻মহাভাগ্যবান মুকুন্দ-সঞ্জয়ের গৃহে চন্ডীমন্ডপে গৌরহরি টোল খুললেন।চারিদিক হতে অগণিত ছাত্র আসতে লাগল।পরম আদর-যত্নে শাস্ত্রের গূঢ়ার্থ উদ্ঘাটন করে নিমাই পন্ডিত ছাত্রগণকে বিদ্যারসে ডুবিয়ে দিতেন।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(১৩) সংক্ষিপ্ত কথন🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🙏🙏শ্রীলক্ষ্মীপ্রিয়া🙏🙏*
~~~~~~~~~~~~~~~~~~
*🌻শ্রীগৌরসুন্দর শাস্ত্র চর্চা করে ফিরছেন।পথমধ্যে অনির্বচনীয়া স্বর্ণলতার মত লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে তাঁর দৃষ্টি বিনিময় হ'ল।এই হেমলতা শ্রীবল্লভাচার্য্যের কন্যা,স্বয়ং লক্ষ্মী।বমালী আচার্য্যের মধ্যস্থতায় শচীমাতার ইচ্ছায় শুভ বিবাহ সংঘটিত হল।নবদম্পতি দর্শন করে নবদ্বীপ বাসী অপূর্ব সব মন্তব্য করতে লাগল।*
*🍀কেহ বলে "ইন্দ্র শচী,রতি বা মদন"।*
*🍀কোন নারী বোলে,"এই লক্ষ্মী-নারায়ণ"।।*
*🌻নববধূ ঘরে আসিতেই ঘর পদ্ম গন্ধে ভরে গেল।শচীমা একটু চিন্তা করে বুঝলেন=*
*🍀আই কহে বুঝিলাম ইহার কারণ।*
*🍀এই কন্যায় অধিষ্ঠান আছে কমলার।।*
*🌻কেবল শচীদেবীর গৃহই যে আনন্দময় হল তা নহে।সমস্ত নবদ্বীপ ভূমিই পরম সুধাময় হয়ে উঠিল। কবি কর্ণপুরের ভাষায়=*
*🍀গেহে গেহে সমজনি সদা মূর্তিমাত্যেব লক্ষ্মীঃ,*
*🍀স্থানে স্থানে সুখসমুদয়ো মূর্তিমানেব ভূতঃ।*
*🍀নিত্যং নিত্যং নবনবমভূৎ প্রেম সর্বস্য নাথে,*
*🍀স্বৈরং স্বৈরং বিলসতি তদা শ্রীনবদ্বীপভূমৌ।।*
*(কবিকর্ণপুর=১১|৮৮)*
*🌻ভক্তনাথ গৌরচন্দ্র নবদ্বীপভূমিতে স্বেচ্ছাক্রমে বিলাস করতে থাকলে তৎকালীন লক্ষ্মীদেবী মূর্তিমতি হয়ে সর্বদা প্রতি ভবনে বিরাজ করতেছিলেন।সেখানে সুখ সমুদয়ও মূর্তমান হয়েছিল।নিত্য নিত্য নূতন নূতন প্রেম-মাধুর্য্যও আবির্ভূত হতে লাগল।শচীজননীর গৃহ আনন্দপূর্ণ। শাশুড়ী-পুত্রবধূর সম্বন্ধ কি সুন্দর।*
*🍀বশ ভেল শচীদেবী বধূর চরিতে।*
*🍀পুলকিতা বধূ শচী মাতার পিরীতে।।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(১৪)সংক্ষিপ্ত কথন🌻*
~~~~~~~~~~~~~~~~~
*🌼🌼দিগ্ বিজয়ীর দর্পচূর্ণ🌼🌼*
*🌻দিগ্বিজয়ী পন্ডিত কেশব কাশ্মিরী নবদ্বীপে এসেছেন।ফিচারে তাঁকে কেহ পরাস্ত করতে পারে নাই।নবদ্বীপে তিনি জয়ী হয়ে গেলে নবদ্বীপের মর্য্যাদা ক্ষুন্ন হবে।তাঁর সামনে বিচারে বসতে কারও সাহস নাই।*
*🌻একদিন গঙ্গাতটে গৌরসুন্দর বসিয়া বসে আছেন ছাত্রগণকে সঙ্গে নিয়ে।হঠাৎ দিগ্বিজয়ী পন্ডিত সেখানে উপস্থিত হলেন।মহাপ্রভুর রূপ লাবণ্য দেখে কেশব কাশ্মিরী মুগ্ধ হয়ে চেয়ে রইলেন।অন্যান্য কিছু কথা হ'ল।নিজ পরিচয় দিলেন পন্ডিত।গৌরহরি বললেন,আপনি কিছু গঙ্গার মহিমা কীর্তন করুন।বলা মাত্র পন্ডিত,অনর্গল শ্লোক বলতে লাগলেন।সকলে স্তব্ধ হয়ে শুনতে লাগলেন।সকলেই বুঝলেন ইনি মা সরস্বতীর বরপুত্র।*
*🌻গৌরসুন্দর তখন তার বর্ণনার মধ্য হতে এইটি শ্লোক উচ্চারণ করে তার ব্যখ্যান শুনতে চাইলেন।দিগ্বিজয়ী স্তম্ভিত হয়ে জিজ্ঞাসা করলেন=*
*"ঝড়ের মত আমি শ্লোক পঢ়িল।*
*তাহা হৈতে এক শ্লোক কৈছে কন্ঠ কৈল"।।*
*🌻গৌরহরি বললেন,সরস্বতীর কৃপায় কেউ দিগ্বিজয়ী হয়,যেমন আপনি হয়েছেন।আর কেউ বা শ্রুতিধর হয়।তিনি বুঝলেন গৌরসুন্দর শ্রুতিধর।দিগ্বিজয়ী শ্লোকের ব্যাখ্যান করলেন।গৌরসুন্দর তার মধ্যে পাঁচটি দোষ দেখিয়ে দিলেন।পরাভব হেতু কেশব কাশ্মিরীর মুখ মলিন দেখে গৌরহরি বললেন=*
*"তুমিও হইলা ভ্রান্ত অনেক পঢ়িয়া*।
*নিশাও অনেক যায় শুই থাক গিয়া"।।*
*🌻কেশব কাশ্মিরী গৃহে গিয়ে সরস্বতীর মন্ত্র জপ করলেন।মন্ত্রবলে মা সরস্বতী উদিতা হলেন।পন্ডিত বললেন,তুমি মা সর্বদা আমার জিহ্বায় থাকবে,এই বর দিয়াছ।আজ কেন থাকলে না।শিশুশাস্ত্র ব্যাকরণ পড়ায় নিমাই পন্ডিতের কাছে পরাস্ত হলাম কেন?মা সরস্বতী উত্তর দিলেন, তুমি যাঁর সঙ্গে বিচার করছিলে তিনি আমার প্রভু।তাই লজ্জায় সরে গিয়েছিলাম।=*
*"আমি যাঁর পাদপদ্মে নিরন্তর দাসী।*
*সম্মুখে হইতে আপনাকে লজ্জা বাসি"।।*
*🌻উষাকালে (ভোরবেলা) গৌরহরি গাত্রোত্থান করে গঙ্গাস্নানে চলেছেন।এমন সময় কেশব কাশ্মিরী নিমাইপন্ডিতের শ্রীচরণে দন্ডবৎ প্রণাম করলেন।মহাপ্রভু চরণ থেকে তুলে আলিঙ্গন করলেন।দিগ্বিজয়ী বললেন,"প্রভু তুমি সাক্ষাৎ সরস্বতী পতি ",শুভক্ষণে নবদ্বীপে এসে ধন্য হলাম।কিছু আদেশ দিয়া আমাকে কৃতার্থ করুন।গৌরহরি কহিলেন, শুন দিগ্বিজয়ী=*
*"দিগ্বিজয় করিব" বিদ্যার কার্য্য নহে।*
*ঈশ্বরে ভজিলে,সে বিদ্যা সত্য কহে।।*
••••• ••••• •••••
*এতেক ছাড়িয়া বিপ্র!সকল জঞ্জাল।*
*শ্রীকৃষ্ণচরণ গিয়া ভজহ সকাল।।*
••••• ••••• •••••
*সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়।*
*কৃষ্ণপাদপদ্মে যদি চিত্তবৃত্তি হয়।।*
*🙏জয় শ্রীশ্রীগৌরসুন্দরের জয়🙏*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(১৫)১ সংক্ষিপ্ত কথন🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻🌻পূর্ব-বঙ্গ বিজয় 🌻🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀নিমাই পন্ডিত অধ্যাপক শিরোমণি।*
*🍀সর্ব নবদ্বীপে সর্ব লোক ধ্বনি*।।
*🌻শুধু নবদ্বীপ নয় সারা বাংলায় নিমাই পন্ডিতের কথা ছড়িয়ে গেল।তাঁর রচিত ব্যাকরণের টীকা ও ন্যায় শাস্ত্রের টিপ্পনী সর্বত্র পঠন-পাঠন হত।পূর্ববঙ্গেও। সেখানকার পন্ডিতগণও নিমাই পন্ডিতকে দর্শন করবার জন্য আকুল হয়েছিলেন।হঠাৎ একদিন ইচ্ছাময়ের ইচ্ছা জাগিল পূর্ববঙ্গ দেখতে যাব।আপ্ত শিষ্যগণ নিয়ে যাত্রা করলেন।*
*🌺পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলায় গোরাচাঁদের পিতৃভূমি।ঐ জায়গা নানা প্রকারে সমৃদ্ধ।তাই শ্রীহট্টের অপর নাম শ্রীভূমি।সেখানে ঢাকা-দক্ষিণ গ্রামে জগন্নাথ মিশ্রের পিতৃভূমি।জগন্নাথ মিশ্রের মাতা শোভাময়ী তখনও দেহে বিদ্যমান আছেন।তাঁকে দেখা দিবেন এই ছিল গোরাচাঁদের মনে সংকল্প। নিমাইচাঁদ মাতৃগর্ভে আসেন ঢাকা দক্ষিণ গ্রামে।পিতামহী স্বপ্নে দেখেন তাঁর পুত্রবধূর গর্ভে স্বয়ং নারায়ণ আসবেন।তিনি গঙ্গাতীরে জন্মিবেন।স্বপ্ন দেখে তিনি পুত্র ও পুত্রবধূকে নবদ্বীপ পাঠিয়ে দেন।বলে দেন পুত্র জন্মিলে আমাকে দেখাইও।গৌরহরি জননীর মুখে ঐকথা শুনেছেন।তাই ভূমির প্রতি আকর্ষণ।সত্যসন্ধ গৌরচন্দ্র পিতামহীর শেষ ইচ্ছা পূর্ণ করেছিলেন।পূর্ববঙ্গের সর্বত্র গৌরহরি পরম আদরে ও সম্মানে গৃহীত হলেন।সকলে বললেন,আমা সবাকার মহাভাগ্যোদয় বশত এদেশে তোমার শুভ বিজয় হল।তুমি বৃহস্পতির অবতার।তুমি ঈশ্বরের অংশ।নতুবা এমন পান্ডিত্য মানুষে সম্ভব হয় না।আমাদেরকে বিদ্যাদান কর।আমাদের শিষ্য কর।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(১৫)২ সংক্ষিপ্ত কথন🌻*
""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌼🌼পূর্ব-বঙ্গ বিজয়🌼🌼*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻বঙ্গদেশে পদ্মানদী দেখে গৌরসুন্দরের প্রাণে পরম আনন্দের উদয় হল।পদ্মার পুলিন,পদ্মার তরঙ্গ, পদ্মার স্রোত সবই মনোহারী।জাহ্নবীর জলে যে খেলা করেছেন,সেই জলখেলা পদ্মানদীতেও করলেন।*
*🍀সেই ভাগ্য ইবে পাইলেন পদ্মাবতী।*
*🍀প্রতিদিন প্রভু জলক্রীড়া করে তথি।।*
*🌹তরঙ্গহস্তৈঃ শফরীবিলোচনৈঃ নিতম্বরূপৈঃ পুলিনৈর্বিসারিভিঃ।*
*পদ্মবতী তুল্যগুণা মৃগীদৃশাং চকার কৌতুহলমস্য শাশ্বতাম।।*
*(কবিকর্ণপুর=৩|৯৩)*
*🌻গৌরসুন্দরের আনন্দ বর্ধনের জন্য পদ্মাবতী মৃগলোচনা কামিনীগণের মতো,তরঙ্গরূপ কর,সফরীরূপ নেত্র ও পুলিন রূপ প্রশস্ত নিতম্ব বিস্তার করে মধুর রসের সেবা সাধন করলেন।*
*🌻পদ্মাদর্শনে গোরাচাঁদের আনন্দ।গোরাচাঁদের দর্শনে পদ্মাবতীর আনন্দ।দূর হতে স্নানাগত বহু নরনারী গোরাচাঁদের রূপমাধুর্য্য দর্শনে বিমোহিত হলেন*
*🌻এই সময় হতেই গৌরহরি বৈষ্ণবধর্ম প্রচার করতে আরম্ভ করেন।সবাইকে বলতে লাগলেন,"পবিত্র শাস্ত্রীয় আচারে থাক, আর সর্বদুঃখহারী শ্রীহরির নাম কীর্তন কর"।অদ্যাপি পূর্ববঙ্গে অগণিত গৌরগত প্রাণভক্ত বিদ্যমান।একবার যেখানে তাঁর চরণরেণু পড়েছে,সেখানে তাঁর অসীম কৃপা শক্তি অদ্যাপি অনুভব করা যায়।*
*🍀তপন মিশ্র নামক একজন বৈষ্ণব ব্রাহ্মণ স্বপ্নে জেনে গৌরহরির সাক্ষাতে উপস্থিত হন।তিনি সাধ্য সাধন তত্ত্ব জানতে আগ্রহ প্রকাশ করেন।গৌরসুন্দর তাকে দুই-চারটি কথা বলে কাশী যেতে আদেশ করলেন। আর বলেন,সেখানে তার সঙ্গে দেখা হবে।এই কথা সত্য হয়েছিল।এতেই বুঝা যায়,তিনি গৃহত্যাগ করবেন আর কাশীধাম যাবেন তা পূর্বেই জানতেন।অনেক ধন,ঐশ্বর্য্য, মান,যশ,খ্যাতিসহ নিমাইচাঁদ নবদ্বীপে প্রত্যাবর্তন করলেন।*
*🍀হেনমতে প্রভু বঙ্গদেশ ধন্য করি।*
*🍀নিজ গৃহে আইলেন গৌরাঙ্গ শ্রীহরি।।*
*🍀ব্যবহারে অর্থ বিত্ত অনেক লইয়া।*
*🍀সন্ধ্যাকালে গৃহে প্রভু উত্তরিলাসিয়া।।*
*🙏জয় জয় গৌরসুন্দরের জয়🙏*
..*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(১৬)সংক্ষিপ্ত কথন🌻*
====================
*🌼লক্ষ্মীপ্রিয়ার তিরোভাব🌼*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻মহাপ্রভু শ্রীগৌরসুন্দর বঙ্গদেশে (অধুনা বাংলাদেশ )গমন করলে,প্রিয়তমা লক্ষ্মদেবী মহাপ্রভুর বিরহে অতীব কাতরা হলেন।সর্বদা যত্নসহকারে শচীমায়ের সেবা করতে থাকেন, কিন্তু নিজে কিছুতেই আহার গ্রহণ করেন না "মহাপ্রভু গিয়াছেন নাহিক ভোজন"।একাকিনী শয্যায় বসে সারারাত্রি গৌর বিরহে কেবল ক্রন্দন করতে থাকেন।"একেশ্বর সারারাত্রি করেন ক্রন্দন"।স্বামীর বিরহ সহ্য করতে না পেরে তাঁর(মহাপ্রভু) নিকটে যাবার ইচ্ছা করলেন।একদিন চলেও গেলেন।কিভাবে গেলেন শ্রীবৃন্দাবন দাস ঠাকুরের ভাষায়=*
*নিজ প্রতিকৃতি দেহ থুই পৃথিবীতে*।
*চলিলেন প্রভুপাশে অতি অলক্ষিতে।।*
*🌻লোচনদাসের ভাষায়, "বিরহ হৈল মূর্তি সর্পের আকার"।বিরহ সর্পের দংশনে লক্ষ্মীপ্রিয়ার তিরোভাব হ'ল।*
*প্রভু পাদপদ্ম লক্ষ্মী ধরিয়া হৃদয়।*
*ধ্যানে গঙ্গাতীরে দেবী করিলা বিজয়।।*
*🌻এইসব কথা থেকেই বুঝা যায় লক্ষ্মীদেবীর তিরোভাব,প্রপঞ্চের জীব আমাদের মত নহে।একটি কোন বিশেষ রহস্য এর মধ্যে লুকায়িত আছে।মহাপ্রভু স্বয়ং মাকে প্রবোধ দিয়া বলেছেন=*
*স্বামীর আগেতে গঙ্গা পার যে সুকৃতি।*
*তার বড় আর কেবা আছে ভাগ্যবতী।।*
*🌻আমাদের মনে হয়,বৈকুন্ঠেশ্বরী লক্ষ্মীদেবী ব্রজেন্দ্রনন্দনকে পতিরূপে পাবার জন্য বিল্ববনে কঠোর তপস্যা করেছিলেন।*
*"যদ্বাঞ্জয়া শ্রীর্ললিতাসরেৎ তপঃ"।*
*🌻দ্বাপরের সেই বাঞ্জা আজ পূর্ণ হ'ল কিছুদিন অভিন্ন ব্রজেন্দনন্দন শ্রীশচীনন্দনকে প্রাণবল্লভরূপে লাভ করে।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(১৭)"১" সংক্ষিপ্ত কথন🌻*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌺শ্রীবিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌺*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻লক্ষ্মীপ্রিয়া স্বামী বিরহে প্রাণ ত্যাগ করেছেন।নিমাইচাঁদ গৃহে ফিরে দেখেন শচীমায়ের বধূশোকে বেদনাহতা।নিজের বেদনা অন্তরে চেপে মহাপ্রভু জননীকে প্রবোধ দিলেন।"মা,দুঃখ করিও না।ভবিতব্য কেউ খন্ডাতে পারে না।এই বিশ্ব সংসার ঈশ্বরের অধীন।তিনি ছাড়া সংযোগ-বিয়োগের কর্তা আর কেউ নেই। তোমার পুত্রবধূ যে কে,কেন আসিল,কেন চলে গেল-- সব আমি জানি।তুমি তার জন্য আর শোক করিও না,বলতে বলতে মায়ের অশ্রুধারা নিজেই মুছিয়ে দিলেন।*
*🌻পুত্রবধূ ছাড়া শচীদেবীর বুকখানা খাঁ-খাঁ করে। এত পরিপাটি করে কে নিমায়ের সেবা করবে? আর কে এই সংসারকে উজ্জ্বল করে রাখবে? আবার মায়ের অন্তরে অন্য ভয়ও আছে।নিমাই পাছে বিশ্বরূপের পথ ধরে। সুতরাং আবার নিমাইয়ের বিয়ে দেওয়া একান্ত কর্তব্য।*
*🌺নিমাই পন্ডিত আবার বিদ্যারসে ডুবে গেছেন।ছাত্রগণকে উষাকালেই পড়ানো আরম্ভ করেন।দুইপ্রহর বেলা পর্যন্ত চলে।তারপর গঙ্গাস্নান করে,পূজাদি সেরে, বিকাল হতে অর্ধরাত্র পর্যন্ত শাস্ত্র চর্চা করেন।নিমাইপন্ডিত এমন ভাবে ছাত্রদের পড়ান,একটি বছর পাঠ নিলে ছাত্রগণ পরম পন্ডিত হয়ে যান।*
*🌳শচীমা সর্বদা ভাবেন,আমার নিমাইয়ের যোগ্য পাত্রী কোথায় মিলবে। নবদ্বীপে বিখ্যাত রাজপন্ডিত আছেন সনাতন মিশ্র।পরম ভাগ্যবন্ত, পরম উদার বিষ্ণুভক্ত।মহা সদ্বংশজাত।সর্বদা পরের উপকার করাই তাঁর ব্রত।তাঁর একটি সুচরিতা কন্যা আছে।কন্যার নাম বিষ্ণুপ্রিয়া। ঐ কন্যা প্রত্যেকদিন দুই বা তিনবার গঙ্গাস্নান করে।প্রতিদিন শচীদেবীর সঙ্গে পথে দেখা হয়।অতি নম্রতার সঙ্গে সে শচীমাকে প্রণাম করে।শচীমাও সানন্দে আশীর্বাদ করেন।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(১৭)"২" সংক্ষিপ্ত কথন🌻*
*🌹বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌹*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*আইও করেন মহাপ্রীতে আশীর্বাদ।*
*যোগ্য-পতি কৃষ্ণ তোমার করুন প্রসাদ।।*
*🌻আজ মাতার পুনঃপুনঃ মনে হতে লাগল তার(বিষ্ণুপ্রিয়ার) কথা। ভাবলেন ঐ কন্যারত্ন আমার গৃহে বধূ হয়ে আসিলে আনন্দের সীমা থাকবে না।নিমাইয়ের যোগ্য পাত্রী সেই বটে।*
*গঙ্গাজলে আই মনে করেন কামনা।*
*ঐ কন্যা আমার পুত্রের হউক ঘটনা।।*
*🌻শচীদেবী কাশীনাথ পন্ডিতকে ডেকে ঘটকালিতে নিযুক্ত করলেন।কাশীনাথ অল্প সময় মধ্যেই কাজ সম্পূর্ণ করলেন।রাজপন্ডিত সনাতন মিশ্রের বাড়ীতে আনন্দোৎসব আরম্ভ হয়ে গেল।বললেন বিয়ের লগ্ন স্থির করে দিন।গণক বললেন,শোন মিশ্র একটি ঘটনা বলি।আমি তোমার বাড়ী আসার পথে নিমাইপন্ডিতের সঙ্গে দেখা হল।আমি তাকে বললাম,কাল তোমার বিয়ের শুভ অধিবাস।আমার কথা শুনে সে উত্তর করল=*
*"কহ কোথা কার বিভা,কে বা কন্যা বর"।*
*🌻এইকথা শুনে মনে হল,এই বিয়েতে তার মত নাই। সনাতন মিশ্র ও তাঁর পত্নী দুঃখের সাগরে ডুবলেন, এতদূর হয়ে এখন এই বিয়ে না হলে কি যে দুঃখ,তা বর্ণনীয় নহে।এই অবস্থা নিমাইচাঁদ জানতে পারলেন, শেষে একজন ব্রাহ্মণ পাঠিয়ে দিলেন।ব্রাহ্মণ এসে সবাইকে বললেন, ও কথা নিমাই পন্ডিতের কৌতুক মাত্র।তখন গণক শুভফল শুভলগ্ন স্থির করলেন।*
*🌻বুদ্ধিমন্ত খাঁ নবদ্বীপের শ্রেষ্ঠ ধনী। তিনি বললেন,এই বিয়ের সকল ভার তাঁর উপর।বামনিয়া বিয়া হবে না, রাজকুমারের মত বিয়ে হবে। সত্য সত্যই তাইই হল। বিয়েতে এত জৌলুস হল যে কেউ কোনদিন এমন কল্পনাও করতে পারে নাই।*
*🌻শচীমায়ের গৃহেও অধিবাসে আনন্দই আনন্দ হল।অপরাহ্নে সকলে মিলে গৌরসুন্দরের বেশ রচনা করলেন।শ্রীঅঙ্গে চন্দন লেপন করলেন।ললাটে চন্দন দিলেন অর্ধচন্দ্রাকৃতি,তার মধ্যে উজ্জ্বল তিলক।মস্তকে অতীব সুন্দর মুকুট।সুগন্ধি ফুলের মালা।নয়নে কাজল।কর্ণমূলে সুবর্ণকুন্ডল।বাহুমূলে নবরত্নহার।বিশ্ববিনোদন সাজে নিমাইচাঁদ সাজলেন।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(১৭)"৩" সংক্ষিপ্ত কথন🌻*
*🌹বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌹*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻প্রহর খানেক বেলা থাকতেই শোভাযাত্রা বাহির হল।প্রহর খানেক সারা নবদ্বীপ বেড়ালেন।গোধূলি বেলায় সনাতন মিশ্রের গৃহে আসিলেন।অগণিত শিষ্য-ভক্ত সহ মহাপ্রভু।রাজপন্ডিত জামাতা বরণ করলেন।পাদ্য,অর্ঘ্য,আচমন,বস্ত্র, অলঙ্কার দ্বারা যথোচিত বরণ করলেন।তারপর রাজপন্ডিত কন্যা দান করতে বসিলেন।সর্বাগ্রে মুখ-চন্দ্রিকা।আত্মীয়-স্বজন আসনে উপবিষ্টা বিষ্ণুপ্রিয়াকে আনলেন।সাতবার প্রদক্ষিণ করালেন গৌরসুন্দরকে।বাদ্য বাজতে লাগল। চতুর্দিকে নর-নারীর জয়ধ্বনি উঠিল।*
*প্রভু প্রদক্ষিণ করি,সাতবার চৌদিকে ফিরি,*
*করজোড়ে করে নমস্কার।*
*অন্তঃ পট ঘুচাইল,চারিচক্ষে দেখা হৈল,*
*দোঁহে করে কুসুম বিহরি।।*
*🌻মহাবাদ্য-জয়ধ্বনির মধ্যে মুখচন্দ্রিকা হল।বিষ্ণুপ্রীতি কামনা করে সনাতন মিশ্র মহাপ্রভুর শ্রীপদে কন্যা সমর্পণ করলেন।*
*সনাতন দ্বিজবরে,কন্যা সম্ম্রদান করে,*
*পদাম্বূজে কৈল সমর্পণে।*
*🌻তৎপর বেদাচার,লোকাচার,স্ত্রী-আচার সকল কর্ম যথাযথ হল।সর্বশেষ হোম কর্ম।তাহাও হয়ে গেল।ভোজনাদি সমাপনান্তে শ্রীগৌর বিষ্ণুপ্রিয়া বাসর ঘরে গমন করলেন।*
*🌻বাসরঘরে যাবার কালে বিষ্ণুপ্রিয়ার বামচরণের অঙ্গুলিতে আঘাত লাগে।অল্প রক্তপাত হয়।এইজন্য দেবী অত্যন্ত কাতরা হয়েছেন দেখিয়া প্রেমময় প্রভু গৌরহরি নিজ পদাঙ্গুলি দ্বারা ক্ষতস্থান টিপে ধরেন।এতে দেবীর সমস্ত দুঃখ তখনই দূরীভূত হল। কিন্তু বিয়ের রাত্রে ঐরকম দুর্ঘটনা সংঘটিত হওয়ায় বিষ্ণুপ্রিয়া মনঃকষ্টে স্পন্দনহীন হয়ে পড়েন।শ্রীগৌরসুন্দর তখন প্রাণ প্রিয়তমাকে অভয় দান করে,আনন্দসাগরে ভাসাতে ভাসাতে বাসরঘরে নিয়ে যান।এই বিয়েতে সনাতন মিশ্র গোষ্ঠীর যে আনন্দ হল তা অতুলনীয়,তবে তুলনা যদি দিতেই হয় =*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(১৭)"৪" সংক্ষিপ্ত কথন🌻*
*🌹বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌹*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*তবে তুনলা যদি দিতেই হয় =*
*লগ্নজিত,জনক,ভীষ্মক,জাম্বুবন্ত।*
*পূর্ব তানা যে হেন হইলা ভাগ্যবন্ত*।।
*সেই ভাগ্য এবে গোষ্ঠীসহ সনাতন*।
*পাইলেন পূর্ব বিষ্ণুসেবার কারণ।।*
*🌻পরদিন অপরাহ্নে গৌর-বিষ্ণুপ্রিয়া যুগল দোলায় চড়ে গৃহে ফিরলেন।দোলার শোভার বর্ণনা দিয়াছেন কবিকর্ণপুর=*
*সন্তপ্তচামীকর গৌর দেহো দোলামূপেতঃ শরদভ্রশুভ্রাং।*
*দুগ্ধাম্বূরাশেরুপরি প্ররূঢ়ং শৃঙ্গং সুমেরোঃ স জিগায় সদ্যঃ।।*
*(৩|১৪০ কবিকর্ণপুর)*
*🌻শ্রীগৌরাঙ্গ সুন্দরের আশ্চর্য্য কথা আর কি বলব।তাঁর শ্রীদেহ,দাহোক্তীর্ণ সুবর্ণ অপেক্ষাও গৌর বর্ণ।তিনি শরৎকালীন মেঘতুল্য শুভ্র দোলায় আরোহণ করে যেন দুধের সাগরের উপরের সুমেরুর শৃঙ্গকে জয় করেছেন।*
*🌻পথে পথে নবদ্বীপের হাজার হাজার নরনারী গৌর-বিষ্ণুপ্রিয়া যুগল দর্শনে আনন্দে অধীর হয়ে পরস্পর বলাবলি করতে লাগলেন=*
*কেহো বোলে,এই হেন বলি হর-গৌরী।*
*কেহো বোলে,এই দুই কামদেব-রতি।*
*কেহো বোলে ইন্দ্র-শচী-লয়মোর মতি।।*
*কেহো বোরে,হেন বুঝি রামচন্দ্র-সীতা।*
*এইমত বোলে সর্ব সুকৃতি-বনিতা*।।
*🌻এই নদীয়া যুগল আজও অগণিত ভক্ত-সাধকের নিত্য ধ্যানের সম্পদ।রূপ শোভা দেখে পথিমধ্যে সুকৃতি বনিতারা যে সকল মন্তব্য করেছেন তারা কেহই দুজনের সম্বন্ধের গভীর তলদেশে প্রবেশ করেছেন এমন মনে হয় না।পাখির যেমন দুটি ডানা,ভালবাসার তদ্রূপ দুইটি অবলম্বন,সম্ভোগ আর বিপ্রলম্ভ।মিলন আর বিরহ।যেখানে বিরহ নেই,সেখানে মিলনানন্দের মাধুর্য্যও নাই। হর-গৌরী,রতি-কাম,কমলা-শ্রীহরি কারও বিরহ রসের আস্বাদন নাই। সুতরাং মিলনের বিশেষ মাধুর্য্য নাই।রাম-সীতার বিরহ আছে,তা স্বাভাবিক নয়।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(১৭)"৫" সংক্ষিপ্ত কথন🌻*
*🌹বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌹*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻একটি দুর্ঘটনা=রাবণ কর্তৃক চুরির ফলে সীতার বিরহ কয়েকমাস। প্রজারঞ্জনের জন্য,বনে দেওয়াও এক দুর্ঘটনা।তার মধ্যেও বিরহের বেদনা তত দেখা যায় না।বিরহের আস্বাদনের তীব্রতা শ্রীরাধাকৃষ্ণেই পর্যাপ্ত,এই জন্য তাঁদের মিলনও রসপুষ্ট। সুতরাং গৌর-বিষ্ণুপ্রিয়ার সঙ্গে শ্রীরাধাকৃষ্ণই তুলনীয়।তাঁদের তুলনা দেওয়া হয় নাই।শ্রীরাধাকৃষ্ণ ও শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া ব্রজের ও নদীয়ার এই দুই যুগলে আপাতদৃষ্টিতে পার্থক্য এই,ব্রজের নায়িকি পরকীয়া, নদীয়ার নায়িকা স্বকীয়া।পরকীয়ার উজ্জ্বলতার হেতু দুর্লভতা।এই দুর্লভতা রাধাকৃষ্ণে সর্বদাই আছে। সীতা রামাদি কোন স্বকীয়াতে নাই।কিন্তু কয়েক বৎসর পর বিষ্ণুপ্রিয়া ও গৌরাঙ্গে যে দুর্লভতা সৃষ্টি হয়েছিল, তা ব্রজমাধুরী অপেক্ষাও গভীর ও নিবিড়।শ্রীরাধা জানতেন প্রাণনাথের চন্দ্রবদন দর্শন পাবেনই,কারণ তিনি বাক্য দিয়াছেন আসবেন।কুরুক্ষত্রেও দর্শনাদি হয়েছে।আর প্রিয়াজী জানেন, জীবনে আর কোনও দিন প্রাণনাথের বদন দর্শন পাবেন না।শ্রীরাধা জানতেন,মথুরায়,দ্বারকায় যেখানেই থাকুন রাজৈশ্বর্য্য সুখেই আছেন।শ্রীপ্রিয়াজী জানতেন,নীলাচলের পথে,দক্ষিণদেশের পথে,বৃন্দাবনের পথে নিঃসম্বল পথকষ্টে চলছেন।যখন নীলাচলে তখনও কলার শুকনো পাতায় শয়ন করেন,শত চেষ্টা করেও জগদানন্দ একটুও তেল মাখাতে বা তুলার শয্যায় শোয়াতে পারেননি।প্রিয়তম এত কঠোরতায় থাকেন এই ভাবনা বিরহ দুঃখকে তীব্রতর করে।বিরহের দিনগুলি প্রিয়াজী যে ভাবে কাটাতেন তা বিশ্বজগতে অতুলনীয়। সন্ন্যাসী হবেন জেনেও কেন প্রিয়াজীকে গ্রহণ করলেন, এ প্রশ্নের উত্তর ইহাই মনে হয়,বিশ্বজগৎকে একটি হরি বিরহের সর্বোজ্জ্বল বিগ্রহ দর্শন করাবেন।🌹পরমানন্দে শচীমা বধূকেগৃহে এনে হর্ষসমুদ্রে নিমজ্জিত হলেন।*
*জয়ধ্বনিময় হৈল সকল-ভুবন।*
*কি আনন্দ হৈল সে অকথ্য কথন।।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৮)🌻সংক্ষিপ্ত কথন🌻*
*🌹গয়া বিজয় ও দীক্ষা গ্রহণ🌹*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*নিমাইচাঁদের অন্তরে ইচ্ছে জাগল গয়া যাবেন পিতৃকার্য্য করতে।সঙ্গে চলিলেন মেসো চন্দ্রশেখর আচার্য্য ও কিছু ছাত্রগণ।নিমাইপন্ডিত তখন সতেরো বছর বয়স।সেইসময়ে যান বাহন ছিল না,পদব্রজেই যেতে হত, এক্ষেত্রে তাই-ই হল।চলিলেন পদপদব্রজে গয়াধামে।সেখানে আছেন গয়াসুরের শিরে শ্রীবিষ্ণু পাদপদ্ম।তা দর্শন-স্পর্শন মাত্র গৌরসুন্দরের প্রেমানন্দের উদয় হল।পদ্মনয়নে অশ্রুধারা ঝরতে লাগল।অষ্ট সাত্ত্বিকের বেশ কয়েকটি ভাব দেখা দিল,লোমহর্ষন,কম্পন, অঙ্গের বিবর্ণতা দেখা দিল।এই হতেই প্রেমভক্তি প্রকাশের আরম্ভ হ'ল।*
*🍀সর্বজগতের ভাগ্যে প্রভু গৌরচন্দ্র।*
*🍀প্রেমভক্তি-প্রকাশের করিলা আরম্ভ।।*
*দৈবযোগে ঈশ্বর ইচ্ছায় মাধবেন্দন পুরী গোঁসাঞির প্রিয় শিষ্য ঈশ্বরপুরী সেখানে উপস্থিত ছিলেন।শ্রীগৌরহরি ঈশ্বরপুরীকে দন্ডবৎ প্রণাম করলেন।ঈশ্বরপুরীও তাঁকে প্রেমালিঙ্গন দিলেন।দুইজনের দুইনয়নের জলে দুইজনের দেহ ভিজে গেল।মহাপ্রভু(ঈশ্বরপুরী) বললেন,তোমার শ্রীচরণ দর্শনে আমার গয়া যাত্রা সফল হল। গৌরসুন্দর বললেন=গোসাঞি!তুমি আমায় সংসার সমুদ্র থেকে উদ্ধার কর।এই দেহ আমি তোমায় সমর্পণ করিলাম।তুমি আমায় অমৃতরস পান করাও।*
*"তব পদাম্বুজযুস্মমিদং প্রভো বহুল ভাগ্যভরেণ বিলোকিতম্।*
*বদ যথা হরিভক্তি গুণাদ্ভবেৎ প্রভবতো ভবতোয়ধিশোচনম্ "।।*
*(কবিকর্ণপুর=৪|৫৮)*
*🌻যে প্রকার হরিভক্তির গুণপ্রভাবে ভব-সমুদ্র পার হতে পারি আমাকে সেইমত উপদেশ দান করুন।অতঃপর গৌরহরি ঈশ্বরপুরীর কাছে মন্ত্রদীক্ষা চাইলেন।পুরী গোসাঞি তাঁকে দশাক্ষর মন্ত্র প্রদান করলেন।তখন গোসাঞিকে প্রদক্ষিণ করে গৌরহরি বললেন=*
*"এই দেহ আমি দিলাম তোমারে।*
*হেন শুভদৃষ্টি তুমি করহ আমারে*।
*যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে"।।*
*🌻একদিন মহাপ্রভু নিভৃতে বসে ইষ্টমন্ত্র ধ্যান করতে করতে আকুলভাবে ক্রন্দন করতে করতে কহিলেন=*
*আর্তনাদ করি প্রভু ডাকে উচ্চৈস্বরে।*
*কোথা গেলা বাপ কৃষ্ণ ছাড়িয়া আমারে।।*
*🌻যে মহাপ্রভু ছিলেন পরম গম্ভীর, আজ তিনি কৃষ্ণপ্রেমে অস্থির।কাউকেও কিছু না বলে গৌরহরি প্রেমের আবেশে রাত্রিশেষে মথুরা অভিমুখে চলিলেন।তখন হঠাৎ দৈববাণী শুনলেন এখন মথুরা যেও না, নবদ্বীপ যাও।*
*এখনে মথুরা না যাইবা দ্বিজমণি।*
*যাইবার কাল আছে,যাইবা তখনে।*
*নবদ্বীপে নিজ-গৃহে চলহ এখনে*।।
*🌻আকাশবাণী শুনে গৌরহরি ফিরলেন নবদ্বীপে।চন্দ্রশেখর ও শিষ্যবর্গর সঙ্গে নবদ্বীপে প্রত্যাবর্তন করলেন।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
🙏জয় নিতাই🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৯)🌻সংক্ষিপ্ত কথন🌻*
*🙏নবদ্বীপে প্রেমভক্তির উদয়🙏*
""""""""""""""""""""""""""""""""""""""""'""""""""""
*গয়ায়া ইত্যেবং স্বগৃহম গমদ্ভূরিকরুণঃ,*
*প্রভুঃ পৌষস্যান্তে সকল তনুভৃত্তা পশনঃ।*
*অত মাঘস্যাদৌ নিরবাধ নৈজৈঃ কীর্তন রসৈঃ,*
*প্রকাশং চাবেশং ভুবি বিকিরতি স্মানুদিবসম্।।*
*(কবিকর্ণপুর=৪|৭৬)*
*🌻সকল জীবের তাপ উপশমকারী দয়ালপ্রভু গৌরসুন্দর পৌশ মাসের শেষে গয়া হতে গৃহে আগমন করলেন।মাঘ মাসের প্রথম দিন হতে নিজ কীর্তনরস দ্বারা প্রকাশ ও আবেশ দিন দিন পৃথিবীতে বিকিরণ করতে লাগলেন।*
*🌻গয়াধাম হতে ফিরলেন।আর সেই নবদ্বীপের অধ্যাপক নিমাই পন্ডিত নাই।নাই আর সেই বিদ্যাদৃপ্ত তর্ক-কুশল নিমাই।আছেন কৃষ্ণপ্রেমে গদগদ,কৃষ্ণবিরহে উন্মাদ এক হরিভক্ত শিরোমণি।আর বিদ্যা চর্চা নাই,শাস্ত্রপাঠও নাই।আছে কেবল রোদন আর অশ্রুবর্ষণ।*
*🌻অদ্বৈতাচার্য্য,শ্রীবাসপন্ডিত ইঁনারা সকলেই পূর্ব হতেই বৈষ্ণবমার্গের শ্রেষ্ঠ সাধক, বলিবার অপেক্ষা রাখে না। গৌরহরির অপূর্ব মহিমা দর্শনে ইঁনারা বিস্ময়ান্বিত ও অমৃত সাগরে নিমজ্জিত হলেন।গোরাচাঁদের "হা কৃষ্ণ" বলে বুক ফাটাআর্তনাদ শুনে সকলে অনুভব করলেন সুদুর্লভ কৃষ্ণপ্রেম মূর্ত হয়ে ধরায় নেমে এসেছেন।*
*🌻পন্ডিত শ্রীবাসের শ্রীঅঙ্গনে আনন্দের হাট বসিল।নানা অলৌকিক ঘটনা ঘটতে লাগল।নিমাই যে সাধারণ মানুষ নন ইহা সকলে হৃদয়ঙ্গম করলেন।মধুময় হরিনাম, খোল-করতালে নর্তন কীর্তন অবিশ্রাম চলতে লাগল। কখন গোরাচাঁদ ভক্তগণকে উপদেশ দেন কৃষ্ণভজনের। কখন কোথা যাব, কোথা গেলে কৃষ্ণ পাব বলে আর্তস্বরে ক্রন্দন করেন।কখনও নাচেন,সোনার দন্ডের মত হাত দুইটি উর্ধে তুলে।আবার কখনও বা ধূলায় গড়াগড়ি যান,অশ্রুধারে ভাসেন আর সকলকে ভাসান।এই স্বর্গীয় দৃশ্যের প্রত্যক্ষদ্রষ্টা মুরারি গুপ্ত,বাসুদেব ঘোষ প্রাণস্পর্শী ভাষায় বর্ণনা করে রেখেছেন।তাঁদের পদাঙ্ক অনুসরণে কবি কর্ণপুর লিখেছেন শ্রীকৃষ্ণচৈতন্য চরিতামৃত মহাকাব্যে*
*ইতি ক্ষণোৎক্ষিপ্ত সমস্ত চেষ্টিতঃ প্রতিক্ষণঃ সায়তি নির্ভরং মুহুঃ।*
*পদে পদে রোদিতি রোমহর্ষণে বিমুক্তকন্ঠং করুণাপয়োনিধিঃ।।*
*(৪|৭৭)*
*🌻করুণার মহাসমুদ্র গৌরসুন্দর আনন্দ আস্বাদনে সমস্ত চেষ্টা আক্ষিপ্ত।প্রতিক্ষণে রোমাঞ্চের সঙ্গে মুক্তকন্ঠে গান করেন।আর প্রতিপদে বারংবার উচ্চরোদন করতে লাগলেন।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*জয় নিতাই*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(২০)🌻সংক্ষিপ্ত কথন🌻*
*🙌🙌ভক্তগোষ্ঠি🙌🙌*
~~~~~~~~~~~~~~~~~~
*কে জানে!কে খবর দিল!চারিদিক হতে প্রিয় পার্ষদবর্গ ছুটে আসতে লাগলেন।গৌরসুন্দরের অন্তরের গভীর আকর্ষনেই এই আগমন। শান্তিপুর হতে অদ্বৈতাচার্য্য আসিলেন, যিনি গঙ্গাজল-তুলসী-দিয়া অনেক কেঁদেছেন। মদনগোপালকে অবতরণ করাইতে।পূর্ব প্রান্তীয় চট্টগ্রাম হতে পুন্ডরীক বিদ্যানিধি এসেছেন,যাঁকে মহাপ্রভু "বাপ" বলিয়া এনেছেন।ফুলিয়া থেকে এসেছেন হরিদাস ঠাকুর।মুসলমান ঘরে লালন পালন হয়ে হরিনাম করে এইজন্য মুলুকপতি যাঁকে বাইশ বাজারে কঠোর বেত্রাঘাত করেছে।তখন তিনি বলেছেন=*
*খন্ড খন্ড হয়ে যদি যায় দেহ প্রাণ।*
*তথাপি বদনে না ছাড়িব হরিনাম*।।
*🌻হরিদাস, অদ্বৈতাচার্য্যের শিষ্য।সর্বদা নামানন্দে বিভোর থাকেন।লোকে বলেন নাম-ব্রহ্মের অবতার।*
*🌻ভারতের সকল তীর্থ পর্য্যটন করে এসেছেন নিত্যানন্দ।নিত্যানন্দের জন্মস্থান,রাঢ়দেশের একচক্রা গ্রাম।বার বছর বয়সে তাঁর পিতা হাড়াই পন্ডিত পুত্রকে দান করেন এক সন্ন্যাসীর হাতে। সেই সন্ন্যাসীর সঙ্গে সর্ব তীর্থ ঘুরেছেন।তারপর বৃন্দাবন পৌঁছিয়া বলরামের ভাবে বিভাবিত হয়ে কেবল ভাই কানাইকে খুঁজেছেন।কোথায় প্রাণের ভাই কানাই বলে পাগলের মত ছুটে বেড়িয়েছেন।সামনে যাকে পেয়েছেন তাকেই জিজ্ঞাসা করেছেন কোথায় আমার ভাই কানাই।শেষে একজন ভক্ত তাঁকে বলে দিয়াছেন, তোমার কানাই ভাই এখন গৌড়দেশে, গৌরবেশে।তাই প্রবল বেগে ছুটে এসেছেন গভীর অনুরাগে।নবদ্বীপে পৌঁছিয়ে নন্দন আচার্য্য নামক একজন নিষ্কিঞ্চন ভক্তগৃহে লুকিয়ে আছেন।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*বানান ভুল মার্জনীয়*
꧁ ২১. শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
*🙏🙏নিত্যানন্দ মিলন🙏🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🌻 (২১) সংক্ষিপ্ত কথন🌻*
*🙏🙏নিত্যানন্দ মিলন🙏🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*একদিন সকালবেলা শ্রীগৌরহরি, হরিদাস ও শ্রীবাস পন্ডিতকে বললেন, তোমরা খুঁজে দেখ পুরো নবদ্বীপে কে এসেছেন। আমি গতকাল স্বপ্নে দেখেছি,এক দিব্য স্বর্ণকান্তি পুরুষ আমাকে বলেছেন,তোমাতে আমাতে আগামীকাল হবে পরিচয়।ইঁহার আগমনের কথা আমি আগেও তোমাদের বলেছি।শ্রীবাস পন্ত্রিত আর হরিদাস সারাদিন সমস্ত নবদ্বীপ ঘুরে ঘুরে এসে মহাপ্রভুকে বললেন,আগন্তুক কোন মহাত্মার কোন সন্ধান কোথাও পেলাম না।মহাপ্রভু বললেন চল আমার সঙ্গে।জয়কৃষ্ণ বলে সকল ভক্তগণ উল্লাসে মহাপ্রভুর সঙ্গে চলিলেন।গৌরসুন্দর বরাবর গিয়ে উপস্থিত হলেন নন্দন আচার্য্যের গৃহে।তখন সকলে দেখলেন "কোটি সূর্য্যসম" এক পুরুষ রতন সেখানে বসে আছেন।তাঁর সামনে গোরসুন্দর পার্ষদগণ সহ দন্ডায়মান হলেন,নিতাই একদৃষ্টে গৌরসুন্দরের রূপ দেখছেন=*
*রসনায় লেহে যেন দরশনে পাণ।*
*ভুজে যেন আলিঙ্গন নাসিকায় ঘ্রাণ।।*
*🌻গৌরসুন্দর শ্রীবাসকে ইঙ্গিত করে ভাগবতের একটি শ্লোকপড়তে নির্দেশ দিলেন।শ্রীবাস শ্লোক পড়লেন।শ্লোকে কৃষ্ণের রূপের মাধুর্য্য ও বেণুর মাধুর্য্যের কথা।শ্লোকখানি পূর্বরাগবতী গোপীগণের কন্ঠে উচ্চারিত।নিত্যানন্দ ও গৌরাঙ্গ পরস্পরের প্রতি পরস্পরের পূর্বরাগ, পূর্বরাগের পর এই প্রথম মিলন। তাই শ্লোকখানি ভাবানুকুল।শ্লোক শুনা মাত্র নিত্যানন্দ মূর্ছিত।পরমানন্দে মহামূর্ছা।গৌরহরি শ্রীবাসকে আবার ঐ শ্লোক পাঠ করতে বললেন।শ্লোক শুনে মূর্ছা দূর হ'ল।আনন্দে ক্রন্দন করতে লাগলেন।তারপর উন্মাদের মত উচ্চৈস্বরে সিংহনাদ করলেন।ভূমির উপর গড়াগড়ি যেতে লাগলেন।নয়নের ধারায় সমস্ত দেহ সিক্ত হয়ে গেল।কি অদ্ভুত ভাববিকার=*
*বিশ্বম্ভর মুখ চাহি ছাড়ে ঘনশ্বাস।*
*অন্তরে আনন্দ-ক্ষণে ক্ষণে মহা হাস।।*
*ক্ষণে নৃত্য ক্ষণে গড়ি ক্ষণে বাহুতাল।*
*ক্ষণে জোড়েজোড়ে লাফ দেয় দেখি ভাল।।*
*🌻অদ্ভুত কৃষ্ণপ্রেমের উন্মাদ দর্শন করে ভক্তগণ কাঁদতে লাগলেন।গৌরহরির নয়নের ধারা বহিতে লাগল।তিনি নিত্যানন্দকে নিজের কোলে নিয়ে বসালেন।*
*বিশ্বম্ভর কোলে মাত্র গেলা নিত্যানন্দ।*
*সমর্পিয়া প্রাণ তারে হইলা নিষ্পন্দ।।*
*যার প্রাণ তারে নিত্যানন্দ সমর্পিয়া।*
*আছেন প্রভুর কোলে অচেষ্ট হইয়া।।*
*🌻তখন নিত্যানন্দ চৈতন্যের অনেক আলাপ হ'ল।কেউ-ই কিছু বুঝতে পারলেন না।*
*নিত্যানন্দ-চৈতন্যের অনেক আলাপ।*
*সর্বকথা ঠারে ঠারে নাহিক প্রকাশ।।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২২. শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
*🌼🌼শচী মায়ের স্বপ্ন🌼🌼*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(২২)সংক্ষিপ্ত কথন🌻*
"""""""""""""""""""""""""""""""""""""""""
*🌼🌼শচী মায়ের স্বপ্ন🌼🌼*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻একদিন নিশিশেষে শচীমাতা এক মধুর স্বপ্ন দেখলেন।পরদিন সকালে আস্তে আস্তে নিমাইচাঁদের কাছে বর্ণনা করেন।বাপ নিমাই!শেষ রাত্রে এক স্বপ্ন দেখলাম। দেখি কি তুই আর নিত্যানন্দ ছোট,যেন পাঁচ বছরের শিশু হয়ে আমার আঙ্গিনায় মারামারি করছিস।মারামারি করতে করতে দুইজনে গোসাঞির ঘরে প্রবেশ করলি।একটু পরেই মন্দির হতে বাহির হলি চার জন।তোরা দুইজন,আর কৃষ্ণ ও বলরাম।চারজনে কি হাতাহাতি ও বচসা। রাম-কৃষ্ণ তোদের দুইজনকে বলেন, তোরা কোথা হতে এলি?এ তো চিরদিন আমাদের ঘর-দুয়ার।তোরা এখনি বাহির হয়ে যা।এই ঘর,বাড়ী,এই দধি-দুগ্ধ-সন্দেশ সব আমাদের।তোরা এখনি বাহির হ।তাদের কথার উত্তরে নিত্যানন্দ বললেন,তোদের সে কাল বয়ে গেছে।যে কালে তোরা গোয়ালা ছিলি,দধি দুগ্ধ নবনী সব চুরি করে খেয়েছিস,গোয়ালার যুগ চলে গেছে। এখন ব্রাহ্মণের যুগ।এখন এসব ছেড়ে দিয়ে চলে যা।যদি ভাল কথায় না যাস, সত্যি বলছি মেরে তাড়াব।তখন নিত্যানন্দের প্রতি বলরাম তর্জন গর্জন করে বলে,দোহাই,ভাই কানায়ের কোন জিনিসে হাত দিবি না,যদি হাত দিস বেঁধে রাখব।নিতাই তখন বলে,তোর কৃষ্ণকে আমি ভয় করি না।"গৌরচন্দ্র বিশ্বম্ভর আমার ঈশ্বর"।তারপর মা বলছেন,তোরা চারজন একজনের হাতের জিনিস আর একজনে কেড়ে খাই।একজনার মুখে আর একজন মুখ দিয়ে খাই।নিতাই যখন আমাকে মা বলে ডেকে বলে "মা অন্ন দাও" বড় ক্ষুধা পেয়েছে। এরপরই আমার ঘুম ভেঙ্গে গেল।স্বপ্নের কথা শুনে গৌরহরি বললেন,মা!বড়ই সুস্বপ্ন দেখেছ।এই সুখের কথা কাউকেও বোলো না।তোমার ঘরে যে সেবিত ঠাকুর তাঁরা প্রত্যক্ষ।তোমার স্বপ্নের কথা শুনে আমার বিশ্বাস দৃঢ় হল।আমি যখন ঠাকুরকে ভোগ দেয়,প্রায়ই দেখি আধা-আধি থাকে না।আমার মনে হত তোমার বউ বিষ্ণুপ্রিয়া ঐ সব চুরি করে খায়।লজ্জায় কাউকেও বলি নাই।আজ সন্দেহ দূর হল।আজ বুঝলাম ঠাকুরই প্রত্যক্ষ তাঁরাই সেবা করেন।*
*মুই দেখো বারে বারে নৈবেদ্যর সাজে।*
*আধাআধি না থাকে না কহি কারে লাজে।।*
*তোমার বধূরে মোর সন্দেহ আছিল।*
*আজি সে আমার মনে সন্দেহ ঘুচিল।।*
*🌻আড়ালে থেকে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভের কথা শুনে একাকীই মধুর হাসি হাসলেন।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৩. শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
*🌻🌻হরিবাসর কীর্তন🌻🌻*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(২৩)সংক্ষিপ্ত কথন🌻*
*🙌🙌জয় মহাপ্রভু🙌🙌*
*🌻🌻হরিবাসর কীর্তন🌻🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻একদিন একাদশী,শ্রীহরিবাসর।শ্রীবাস অঙ্গনে শ্রীগৌরসুন্দর আনন্দে বিভোর হয়ে নৃত্য আরম্ভ করলেন।চারিদিক ঘিরে ভক্তবৃন্দ কীর্তন আরম্ভ করলেন।"গোপাল,গোবিন্দ" এই নাম কীর্তন চলতে লাগল।উষাকাল (ভোরবেলা) হতে মহাপ্রভু নৃত্য করছেন।ভক্তগণ তিনদলে কীর্তন করতে আরম্ভ করলেন।একদল শ্রীবাস পন্ডিতের,একদল মধুকন্ঠ মুকুন্দের আর একদল গোবিন্দ দত্তের।অদ্বৈত,নিত্যানন্দ গদাধর প্রমুখগণ কীর্তনে নর্তনে আনন্দে বিহ্বল হলেন।হঠাৎ মহাপ্রভু গৌরচন্দ্র আর্তস্বরে কাঁদতে লাগলেন।সে কান্না এমন প্রাণস্পর্শী যে, যে ব্যক্তি শোনে সেই বিহ্বল হয়ে পড়ে।তার পর মহাপ্রভু কান্না থেমে,হাসতে আরম্ভ করলেন, সে কি অট্ট অট্ট হাসি তাহাও প্রহর খানিক চলিল।*
*যখন কান্দেন প্রভু প্রহরেক কান্দে।*
*লুটায় ভূমিতে কেশ তাহা নাহি বান্ধে।।*
*যখন হাসয় প্রভু মহা অট্টহাস।*
*সেই হয় প্রহরেক আনন্দ বিলাস*।।
*🌻মহাপ্রভু নাচতে নাচতে মাটিতে পড়ে যান।ভক্তগণ ধরে তুলতে চেষ্টা করেন, কিন্তু শ্রীদেহ এত ভারী হয় যে দশ বিশজন তুলতে পারেন না।আবার কখনো দেহ, তুলোর মত হালকা হয়ে যায়।তখন যেকোন একজন মহাপ্রভুকে কাঁধে নিয়ে নাচতে পারবেন।মহাপ্রভু যখন নৃত্য করতে করতে মূর্ছিত হয়ে পড়েন, তখন ভক্তগণ কানে হরিধ্বনি হরিবোল বললেই মূর্ছিত দূর হয়,তখন শ্রীদেহ মহাকম্প আরম্ভ হয়।কখনও বা দেহ হতে এত ঘাম বাহির হয় তখন মনে হয় "মূর্তিমতী গঙ্গা যেন আইলা শরীরে"।আবার শ্রীদেহ আগুনের মত গরম হয়।ভক্তগণ যতই চন্দন লেপন করেন, সবই ক্ষণকাল মধ্যে শুকিয়ে যায়।আবার কখনও নাক দিয়ে ভীষণ ভাবে শ্বাস বহিতে থাকে।কখনো বা মহাপ্রভু সকলের চরণ ধরতে যান, সকলে চারিদিকে ছুটে পালান।আবার কখনো নিত্যানন্দের পিঠে পিঠ দিয়ে বসেন,কারও মাথায় চরণ তুলে দেন।একবার যার পায়ে ধরে,আবার পরক্ষণে,তার মাথায় উঠে বসেন।কখনও তিনি বলদের মত মুখে বাদ্যধ্বনি করেন,কখনও ত্রিভঙ্গ হয়ে চরণে চরণ যুড়েন।করে কর দিয়ে বাঁশী ধরার ছন্দে নয়ন মনোহারী ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন।কৃষ্ণাবেশে অদ্ভুত নৃত্য করেন।ভক্তগণ আনন্দ সাগরে মগ্ন হয়ে দর্শন করতে থাকেন।*
*অপরূপ কৃষ্ণাবেশ অপরূপ নৃত্য।*
*আনন্দে নয়ন ভরি দেখে সবভৃত্য।।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৪. শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
*🍀মহাপ্রভুর প্রকাশ ও ভোজন লীলা🍀*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৪)🌻সংক্ষিপ্ত কথন🌻*
*🍀মহাপ্রভুর প্রকাশ ও ভোজন লীলা🍀*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*পুনঃ একদিন শ্রীবাস অঙ্গনে শেষ রাত্রে মহাপ্রভু শালগ্রাম কোলে নিয়ে বিষ্ণু খট্টায় উঠে বসলেন।খট্টা মড়মড় করে উঠিল।নিত্যানন্দস্পর্শে খট্টা স্থির হ'ল।গৌরসুন্দর তর্জন গর্জন করে বলতে লাগলেন="কলিযুগে আমি শ্রীকৃষ্ণ"। অনন্তকোটি ব্রহ্মান্ডের আমি ঈশ্বর। তোরা সকলে আমার দাস।তোদের জন্যই আমি গোলোক থেকে এসেছি।তোরা যা দিবি তাই সেবা করব।*
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*🌻🌻🌻ভোজন লীলা🌻🌻🌻*
*🍀মহাপ্রভুর বাণী শুনে যার যা সামর্থ নিয়ে আসতে লাগলেন।দধি,দুগ্ধ,নবনী,সন্দেশ,নারকেল,কলা, চিড়া, চালভাজা যত কিছু ভক্তগণ আনলেন, মহাপ্রভু সবই সেবা করলেন।বললেন, আরো আন,আরে আন বলতে লাগলেন।প্রায় দুইশ লোকের আহার্য্য আহার করে, মহাপ্রভু আরো চাইলেন।যে যা দিচ্ছেন গ্রহণ করেছেন।বিশ্বম্ভর মূর্তি দেখে ভক্তগণের ভয় উপস্থিত হল। তখন মহাপ্রভুর মূর্তি মহৈশ্বর্য্যময়। পরে নিত্যানন্দ প্রভু শিরে ছত্র ধরলেন, অদ্বৈতাচার্য্য হাতজোড় করে সম্মুখে স্তব করতে লাগলেন।আর সকল ভক্তগণ জোড়হাত করে মাথা নত করে রইলেন। হঠাৎ মহাপ্রভু মূর্ছিত হলেন।কতক্ষণে বাহ্যদশা ফিরে আসিল।ভাই-বান্ধব বলে সকলের গলা ধরে কাঁদতে লাগলেন। ঐশ্বর্য্য প্রকাশ পেলেই মহাপ্রভুর তারপরেই মূর্ছা হয়।মূর্ছা ভাঙ্গলেই দাস্যভাবে বহু অনুনয় বিনয় করেন।*
*🌼🌼বানান ভুল মার্জনীয়🌼🌼*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৫. শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ꧂
*🌼সাত-প্রহরিয়া ভাব🌼*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৫)🌻সংক্ষিপ্ত কথন🌻*
*🌼সাত-প্রহরিয়া ভাব🌼*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻অপর আরেকদিন,শ্রীবাস অঙ্গনে নৃত্য করতে করতে মহাপ্রভু গৌরহরি বিষ্ণু খট্টাতে উঠে বসিলেন।অন্যান্য দিন যে খট্টায় বসেন,মনে হয় না জেনে বসেছেন।আজ সেরূপ নহে।সকল মায়ার আবরণ মুক্ত হয়ে যেন স্বাভাবিক ভাবে খট্টায় উঠে বসিলেন।এত দীর্ঘ সময় আর কোনদিন বসে থাকেন নাই।""বললেন,আমার অভিষেক কর"", আদেশ করলেন।কলসী কলসী গঙ্গা জল আসতে লাগল।সকলে একত্র হয়ে অভিষেক মন্ত্র পাঠ করতে লাগলেন।বেদের "পুরুষ সূক্ত" উচ্চারিত হতে লাগল।সর্বাগ্রে নিতাইচাঁদ,মহাপ্রভুর মস্তকে জল ঢাললেন।তারপর সকল ভক্তগণএকে একে জল ঢালতে লাগলেন।মুকুন্দ প্রভৃতি মধুকন্ঠ গায়কগণ অভিষেক মঙ্গল গান করতে লাগলেন।পতিব্রতাগণ উচ্চকন্ঠে জয় জয়কার দিলেন।দেবতাগণ মানবের বেশে এসে অভিষেকে যোগদান করলেন।শ্রীবাসের বাড়ীর দাস-দাসীগণও মহাপ্রভুর অভিষেক করলেন।দুঃখী নামে এক ভাগ্যবতী মহিলাকে মহাপ্রভু স্বয়ং জল আনতে বলিলেন।পরে "দুঃখী" নাম ঘুচায়ে নাম রাখলেন"সুখী"।*
*🙏জয় জয় মহাপ্রভুর জয়🙏*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🙏 দ্বিতীয় ভাগ ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-
শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 👇👇🙏👇👇 📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 দ্বিতীয় ভাগ ꧂ পদ - পদাবলী 🙏 গৌরচন্দ্রিকা 🙏 ব্যাখ্যা ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/03/krishna.html ✧═══════════•❁❀❁•═══════════✧ সুধী ভক্তবৃন্দ যে লীলা অধ্যায়নের করতে চান নিম্নে লিংকের উপর ক্লিক করুন 👇👇👇 ✧═══════════•❁❀❁•═════...
শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শিবরাত্রি ব্রতকথা ꧂ শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓ শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓ শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_54.html ✧═══════════•❁❀❁•═══════════✧ পুরাক...
ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ꧂ https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ *বিবেক বৈরাগ্য দিয়া দু'গলুই করিল।* *ধৈর্য্য তাহার উপর দাঁড়া করিল।।* *আসক্তির তক্তা আনি তাহাতে জুড়িল।* *লালসার পাতান লোহা তাহাতে গড়িল।।* *নববিধা ভক্তি দিয়া নয়টি গুড়া দিল।* *সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল।।* *মন রূপী পাল তাহে উড়াইয়া দিল। *সাধুসঙ্গ কাণি দড়ি চৌদিকে আঁটিল।।* নৌকা গঠন তত্ব দ্বারা।---------------- শ্রী গোবিন্দ আমার সখাদের সঙ্গে গো-চারণ করিতে করিতে সেই কথা মনে পড়েছে, কোন কথা,গোলোক বৃন্দাবনের কথা, ভাই সুবলকে ডেকে বললেন,ওরে ভাই সুবল সখা, আজ আমি যমুন...
🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html
👉 মতানুসারে 👉 https://drive.google.com/file/d/1lS0aV1XBKbzRfve110-R6hJEsX3JHoMQ/view?usp=drivesdk ✧ ══════════•❁❀🙇❀❁•══════════✧ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ✧ ══════════•❁❀🙇❀❁•══════════✧ 🔘👉🏠Home🏠 🔘👉📝সূচীপত্র📝 🔘👉📚PDF গ্রন্থ📚 🔘👉✉️WhatsApp Chanel✉️ 🔘👉Apps 🔘👉🌐Google Drive🌐 🔘👉 শ্রীশ্রীরাধাকান্ত মঠ🚩শ্রীশ্রীগৌর গম্ভীরা🐚শ্রীধাম পুরী🐚 🔘👉 🗓️ ব্রত তালিকা 🗓️ শ্রীগিরিগোবর্ধন 🙇 🔘👉 🗓️ ব্রত তালিকা 🗓️ শ্রীরাধাকুণ্ড 🙇 🔘👉🖼️ধর্মীয় চিত্রপট🖼️ 🔘 👉 📝শ্রী জয়দেব দাঁ📝 🔘👉📝শ্রী গোপীশরণ দাস📝 🔘👉📝শ্রী দীপ বাগুই📝 🔘👉 🎶শ্রীমতী কুঞ্জশ্রী দাশগুপ্ত🎶 🔘👉📝শ্রী মৃন্ময় নন্দী📝 ✧══════════•❁❀🙇❀❁•══════════✧ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ✧ ══════════•❁❀🙇❀❁•══════════✧ ✧══════════•❁❀🙇❀❁•══════════✧ 🌷 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 *১৫৬. শ্রীপ্রদ্যুম্ন মিশ্র ও কৃষ্ণকথা 🌷 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mri...
শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/home-page-pdf-httpsmrinmoynandy_25.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ...
মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ৪২. ব্রহ্মা এবং মহেশ্বর যাঁর আরাধনা করেন 🙇 মনোশিক্ষা🙏 দ্বিতীয় ভাগ🙏শ্রী প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *(৪২)🔥🔥মনো শিক্ষা 🔥🔥* •••••••••••••••••••••••••••••••••••••• *ওরে মন! বিচারিয়া দেখ না হৃদয়* *ধনে জনে যত আর্তি,বাড়ে বই নহে নিবৃত্তি,* *হরি-পদে হৈলে কি না হয়।।* *যা ভাবিলে হবে নাই,তাই ভেবে কাট আই,* *ভাবিলে যে পাও তা না কর।* *লক্ষকোটি যার ধন,সে কি পায় এক মণ,* *বুঝি কেনে ধৈরয না ধর।।* *খাওয়া পরা ভাল চাও,তাই কি ভাবিলে পাও,* *পূর্ব-জন্মার্জিত সেই পাবে।* *কার ধন চিরস্থায়ী,না গণ'আপন আই,* *কত কাল তুমি বা বাঁচিবে।।* *অজ ভব ভবে যাঁরে,কি মদে পাসর তাঁরে,* *"হরি" ভুলি জীয় কোন্ কাজে।* *"হরিনাম"যাতে নাই,সে বদনে পড়ুক ছাই,* *সে মুখ সে দেখায় কোন্ লাজে।।* *...
বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═════...
শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🙏 প্রথম ভাগ ꧂ ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *••••┉❀꧁👇 🏠Home Page🏠👇 ꧂❀┅••••* 👉 MrinmoyNandy.blogspot.com 👉 Boisnob.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/09/pdf_22.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html 👉...
*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ *নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্* ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 🌐 http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠👇👇🙏👇👇📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ *নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।* *পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।* = = = = = = = = = = = = = = = = = *মুলানুবাদ=হে রসবিশেষভাবনা-চতুর রসিক ভক্তগণ!শুকমুনির মুখনির্গলিত দেব-কল্পতরুর শ্রীমদ্ভাগবত নামক পরমানন্দরসময় ফল সাধনকাল হতে মোক্ষক...
শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম্য ꧂ ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ https://Gopisharan.blogspot.com 🙏 সূচীপত্র ꧂ ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/home-page-pdf-httpsmrinmoynandy_25.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *শ্রীআমলকী একাদশী ব্রতের মাহ...