🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

২৭. চেতোদর্পণ মার্জনং শ্লোকের ব‍্যাখ‍্যা 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori27.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৭)বৈষ্ণব জগতের মাধুকরী*
*💧চেতো দর্পণ পরের অংশ💧*
========================
*🌷যেমন ধরুন সাংসারিক জীবনে গৃহস্থের বাড়ীতে বিভিন্ন ঘর থাকলেও যেটি ড্রয়ংরুম ফা বৈঠকখানা ঘরটি কিন্তু সব সময় সাজানো গোছানো থাকে, কারণ সেটি হচ্ছে বিশিষ্ট লোকেদের বসবার জায়গা।সেই গৃহস্থের অন‍্য ঘরগুলি কিন্তু সেরকম সাজানো গোছানো থাকে না কারণ সেখানে বিশিষ্ট অভ‍্যাগতদের প্রবেশ নিষিদ্ধ।সেইরকম হৃদয়াসনে যদি ভগবানকে বসাতে চান তাহলে জায়গাটিকেও সর্বপ্রকারে শুচিশুদ্ধ করতে হবে। কারণ তা না হলে ভগবান আসিবেন না। এর প্রকৃত প্রমাণ পাওয়া যায় ভক্তপ্রবর লালাবাবুর জীবনে। লালাবাবু যখন লাখ লাখ টাকা ব‍্যয় করে শ্রীধাম বৃন্দাবনে মঠ মন্দির করিয়ে দিয়ে নিষ্কিঞ্চন ভাবে মাধুকরী অবলম্বনে ভজন করতেন। একদিন তাঁর আরাধ‍্য দেবতা তাঁকে স্বপ্নাদেশ করে বলেন যে লালা তোর কাছে আমার একটি প্রার্থনা আছে।লালাবাবু দৈন‍্য বিনয় সহকারে বললেন, হে প্রভো!এ অধমের কাছে কৃপা করে প্রকাশ করুন।আমি যথাসাধ‍্য তা পূরণ করবার চেষ্টা করব।তখন কৃপাময় কৃষ্ণচন্দ্র কহিলেন যে লালা তুই আমার জন্য আর একটি মন্দির নির্মাণ কর ; আমি সেখানে থাকতে চাই।তখন লালাবাবু দৈন‍্য বিনয় সহকারে বললেন, প্রভো! আমি যে সম্পূর্ণ রিক্তহস্ত (খালিহাত), সেহেতু পুনরায় মন্দির নির্মাণ করবার মত অর্থ আমার নাই।তখন কৃপাময় কৃষ্ণচন্দ্র লালাবাবুকে বলেছিলেন, যে লালা আমি যে মন্দিরের কথা বলছি তাতে তোর কোন অর্থ ব‍্যয় হবে না অর্থ‍্যাৎ আমি তোর হৃদয় মন্দিরে থাকতে চাই, সেখানে একটু জায়গা আমায় করে দে।অর্থ‍্যাৎ ভগবান ভক্তের হৃদয়াসনে থাকবার জন্য একটুখানি জায়গা ভিক্ষা চাইছেন কারণ সেই লালাবাবুর হৃদয়টি ছিল ময়লা বর্জিত।এই শ্লোকাংশের এ অপেক্ষা উজ্জ্বল দৃষ্টান্ত আর কি হতে পারে।*
*🔥অরণ‍্যের মধ্যে যে অনল বা আগুন প্রজ্বলিত হয় তাকে দাবানল বলে। সেই আগুনের প্রবলতা এত বেশী যে তার প্রকোপে বৃহৎ বনানীসমূহ বনানী=অরণ‍্য,পুড়ে ছারখার হয়ে যায়।তাকে নিভানো প্রায় একরকম অসম্ভব হয়ে উঠে, কিন্তু মহাপ্রভু এখানে বলছেন যে ত্রিতাপ জ্জ্বালায় জর্জরিত কামনা বাসনার দ্বারা পীড়িত জীবসকল মায়াময় এই সংসারে সদাসর্বদা এই পৃথিবীতে জ্বলে পুড়ে মরছে, একমাত্র ভাল ও সুস্থ থাকবার পথ নাম সংকীর্তন প্রভাবে মানুষ এই ভবদাবাগ্নির হাত হতে উদ্ধার হতে পারে।এই উদাহরণটির অতীব চমৎকার প্রকাশভঙ্গি পাওয়া যায় প্রকাশানন্দ সরস্বতীর আত্মনিবেদন বা অনুশোচনার মাধ‍্যমে যেখানে তিনি বলছেন যে =*
*"সংসার দুঃখজলধৌ পতিতস‍্য কাম,*
*ক্রোধাদি নক্র মকরৈঃ কবলীকৃতস‍্য।*
*দুর্বাসনা নিগড়িতস‍্য নিরাশ্রয়স‍্য,*
*চৈতন‍্যচন্দ্র,মম দেহি পদাবলম্বনম্।।"*
*🍁অর্থ‍্যাৎ প্রকাশানন্দ সরস্বতী আক্ষেপ করে বলছেন যে আমি সংসাররূপ দুঃখসমুদ্রে পড়ে রয়েছি এবং কাম-ক্রোধরূপ নক্র(কুমীর) মকরগণ অর্থ‍্যাৎ কুমীরগণ আমাকে সবসময় দংশন করছে।তার উপরে দুর্বাসনারূপ নিগড়ে (লোহার শিকলে) বন্ধনে আমি যেন আবদ্ধ হয়ে পড়েছি, তার ফলে নিজেকে সম্পূর্ণরূপে নিরাশ্রয় এবং অসহায় বোধ করছি। এই বন্ধন বা জ্বালা হতে নিজেকে উদ্ধার করবার কোন উপায় দেখছি না। সেজন‍্য হে করুণাময়! মহাপ্রভু! তুমি কৃপা করে তোমার শ্রীচরণে স্থান দিয়ে আমাকে উদ্ধার করো।অর্থ‍্যাৎ এই শ্লোকের মাধ‍্যমে সংসারী জীব যে কিভাবে ত্রিতাপ জ্বালায় যন্ত্রণা ভোগ করে তা সহজেই বুঝা যাচ্ছে।*
*🌷অতঃপর মহাপ্রভু বলছেন, যে রাত্রিকালে চাঁদের কিরণ স্পর্শে কুমুদফুল প্রস্ফুটিত হয়ে ধরণীমাতাকে যেরকম স্নিগ্ধ মধুর গন্ধদ্বারা আনন্দদান করে, সেইরকম নাম-কীর্তন প্রভাবে সাধকের দেহ-মন স্নিগ্ধ ও সুশীতল করে।*
*🌹পুনরায় গৌরহরি শ্রীনাম কীর্তনের মহিমা প্রকাশ করে বলছেন যে, আমাদের হৃদয়ের মধ্যে যে বিদ‍্যারূপা বধূ আছেন, তিনি কাম ক্রোধ লোভ মোহ ইত‍্যাদি সব প্রবল রিপুর প্রভাবে যোগমায়া দেবী তার জীবাত্মাকে এই রিপু প্রভাব হতে মুক্ত করে নবজীবন দান করেন এবং এককথায় এই সঙ্কুচিত জীবাত্মা শ্রীনামকীর্তন প্রভাবে নতূনজীবন পাই।*
*☘এর ফলে জীবের হৃদয়ে আনন্দ সাগরে বিলীন হয়ে যায় এবং হৃদয়কে আনন্দসাগরে উদ্বেলিত করে প্রতিপদে প্রতিক্ষণে আনন্দ দান করেন।সাধক তখন নামরূপ অমৃত আস্বাদন করেন যাকে বলা হয় নামামৃত ভোজনং।একবার নামে রুচি হলে আর রক্ষা নাই, কারণ একমাত্র মহানামই মানুষকে ভগবদ্ সান্নিধ‍্যে পৌঁছে দিতে নারেন।এই নাম মহিমা যে কি বস্তু তা ব‍্যক্ত হয়েছে শ্রীপাদ রূপ গোস্বামীর ভাষায় যেখানে তিনি বলেছেন যে =*
*"তুন্ডে তান্ডবিনী রতিং বিতনতু তুন্ডবলী লব্ধয়ে।*
*কর্ণ ক্রোড় ক্রোড়ম্বনী ঘটয়তে কর্ণার্বুদেভ‍্য স্পৃহাং।।*
*চেতঃ প্রাঙ্গণসঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃতিং।*
*ন জানে জনিতু কিয়দ্ভিঃ অমৃতৈঃ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী।।"*
*🍀অর্থ‍্যাৎ নাম-আনন্দে বিভোর শ্রীপাদ রূপগোস্বামী বলছেন,যে কৃষ্ণনাম বা হরিনামের মধ্যে যে কি অমৃত মাখানো শক্তি আছে তা তিনি কিছুতেই বুঝাতে পারবেন না।কারণ এই মহানাম যখন তিনি তাঁর জিহ্বা দ্বারা উচ্চারণ করেন তখন তাঁর মনে এই আক্ষেপ জাগে যে ভগবান কেন তাকে অসংখ্য জিহ্বা প্রদান করলেন না।একটি জিহ্বা দ্বারা নাম সংকীর্তন করে বা মহানাম জপ করে যেন শ্রীপাদ রূপের মনের ক্ষুধা মিটছে না।*
*🌺সেইরকম এই মহানাম যখন তাঁর শ্রুতিগোচর হয় (কানে শোনেন) তখন শ্রীরূপের মনে এই খেদ হয় যে ভগবান কেন তাঁর দেহে অসংখ্য অসংখ্য কান দিলেন না, কারণ তাহলে বিভিন্ন দ্বার দিয়ে এই মহানাম ধ্বনি তাঁর দেহমন্দিরে প্রবেশ করত।*
*🌷সর্বশেষ শ্রীপাদ রূপগোস্বামী বলছেন যে "কৃষ্ণ" এই কথাটি যখন প্রকৃত ভক্তের হৃদয় মন বা চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে তখন সেই সাধক যেন কৃষ্ণপ্রেমে একেবারে পাগল হয়ে যান এবং তিনি কৃষ্ণ প্রেমরস সিন্ধুতে ভাসতে থাকেন। এর ফলে সমস্ত ইন্দ্রিয়গণ তাদের প্রভাব বিস্তারে অক্ষম হয়।সুতরাং মহাপ্রভু যে বলেছেন যে নাম প্রভাবে ভক্তের মনে যে "আনন্দাম্বুধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃতং আস্বাদনং" হয় তার জাজ্বল‍্যময় প্রমাণ শ্রীপাদ রূপগোস্বামী বিরচিত এই নাম মহিমা শ্লোক।*
*🍁এইরকম চরম পরিস্থিতি যখন সাধকের সামনে উপস্থিত হয় তখন এই নাম প্রভাবে তাঁর দেহ মন আত্মা সব যেন স্নাত হয়ে আনন্দধারায় বিলীন হয়ে যায়, অনেকটা স্নান করলে যেমন দেহমন পরিতৃপ্ত হয় সেইরকম। ঠাকুর হরিদাসের দ্বারাই মহাপ্রভু এই কলিযুগে নাম মহিমা প্রকাশ করিয়েছিলেন। নির্যাণকালে মহাপ্রভু কিভাবে তাঁকে মর্য‍্যাদা দান করেছিলেন সে প্রসঙ্গ গৌরভক্তগণ সকলেই জানেন।স্বয়ং মহাপ্রভুর নামে কি নিষ্ঠা ছিল তা গোপালগুরু প্রসঙ্গে এই গ্রন্থের মধ্যে দেওয়া হয়েছে।সেজন‍্যই মহাপ্রভু সর্বশেষ এই শ্লোকের ব‍্যাখ‍্যা প্রসঙ্গে বলেছেন, এমন যে নাম সংকীর্তন,তাঁর বিজয় বা জয় হোক।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*যমল অর্জুন যথা,উদুখল সহ তথা,*
    *প্রবেশি সে বৃক্ষ মাঝে ঘটান পতন।*
*সর্পের কালীয় নাম,কালিন্দীতে রহে ধাম,*
    *সমুচিত শিক্ষা দেন সে সর্পে ভীষণ।।*
*নন্দরাজ তবে কন,শোন ব্রজবাসীগণ,*
    *সবার সন্দেহ এবে করিব ভঞ্জন।*
*গর্গমুনি কন যাহা,মন দিয়ে শোন তাহা,*
 *যুগে যুগে ভগবান অবতীর্ণ হন।।*
*শুনি নন্দের বচন,সেথা ব্রজবাসীগণ,*
   *আনন্দে অধীর হয় তিরপিত মন।*
*ভক্তিভরে যুক্ত করে,স্তুতি করি কহে তাঁরে,*
   *হে কৃষ্ণ,হে নারায়ণ,পতিতপাবন।।*
*ওহে গোবর্ধনধারী,এস হে কৃষ্ণ মুরারী,*
  *ভক্ত বাঞ্জা কল্পতরু ইন্দ্র দর্পহারী।।*
*কতমত করি স্তুতি,বার বার করে নতি,*
   *কহে শেষে কৃপা করি পার কর হরি।।*
*শুকদেব মুনি প্রতি,কহিলেন নরপতি,*
    *কি লীলা করেন হরি রহি বৃন্দাবন।*
*জনগণ সেথা কয়,রাসলীলা শ্রেষ্ঠ হয়,*
    *কহ তুমি সেই কথা বিস্তারি এখন।।*
🙌🙌🙌🙌🙌🙌👣🙌🙌🙌🙌🙌🙌
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html