🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

২৯. সার্বভৌমের আত্মসাৎ প্রসঙ্গ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori29.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৯)বৈষ্ণব জগতের মাধুকরী*
    *সার্বভৌমের আত্মসাৎ প্রসঙ্গ*
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌺শ্রীমন্মহাপ্রভু যখন নীলাচল ধামে গমন করেন তখন সার্বভৌম বাসুদেব ভট্টাচার্য্য হচ্ছেন পুরীধামের সর্বশ্রেষ্ঠ পন্ডিত।সার্বভৌম ন‍্যায়শাস্ত্রের অদ্বিতীয় পন্ডিত,বেদান্ত শিরোমণি এবং সকল মায়াবাদী সন্ন‍্যাসীদের গুরু।তাঁর তর্কনিষ্ঠ মন,প্রেমভক্তি যে কি বস্তু তা তিনি একেবারেই জানেন না।কৃষ্ণপ্রেমে জীবের মনে যে অপূর্ব প্রেমোদয় হয় তা বুঝবার শক্তিও তাঁর নাই।মহাপ্রভুর সঙ্গে তাঁর মাঝে মিঝে সাক্ষাৎ হয় কিন্তু ঘনিষ্ঠতা কিছু হয়নি। গোপীনাথ আচার্য‍্যের গৌরাঙ্গগত প্রাণ এবং সম্পর্কে সার্বভৌমের শ‍্যালক।সার্বভৌম নবীন সন্ন‍্যাসী মহাপ্রভুকে কোন আমলই দিতে চাইতেন না।এতে গোপীনাথের মনে প্রাণে খুবই অনুতপ্ত ছিলেন।*
*🍀বরং সার্বভৌম মনে করতেন যে যৌবনকালে সন্ন‍্যাস ধর্ম গ্রহণ করে এই বালক অতীব ভুল করেছে।সন্ন‍্যাসীর ধর্ম নৃত্য কীর্তন নহে।ঘরে সুন্দরী ভার্য‍্যা (পত্নী)বর্তমান তাই বোধহয় গৃহ সংসারের কথা মনে পড়লে "কৃষ্ণ কৃষ্ণ" বলে ক্রন্দন করেন।একে বেদান্ত পড়াতে হবে  এবং তাহলে এর প্রকৃত জ্ঞানোদয় হবে।এমন কি তিনি একদিন কথা প্রসঙ্গে ভগ্নিপতিকে বললেন যে, "কলিযুগে বিষ্ণুর অবতার নাই"। সুতরাং তোমার চৈতন‍্য গোসাঞী ঈশ্বর হতেই পারেন না।তবে তিনি যে পরম ভক্ত মহাভাগবদ্ একথা আমি বিশ্বাস করি--ইত‍্যাদি।*
*🌳চতুর চূড়ামণি গৌরভগবান তখন সার্বভৌমকে আত্মসাৎ(নিজের হাতে করা)করবার মানসে তাঁর কাছে বেদান্ত শোনার জন্য মনস্থ করলেন।পরপর সাতদিন বেদান্ত পাঠ শ্রবণ করে সার্বভৌম লক্ষ্য করলেন যে এই নবীন সন্ন‍্যাসীটি কোন রকম প্রশ্ন বা জিজ্ঞাসা কিছুই করেন না শুধু মাত্র নীরব শ্রোতা হিসাবে অন‍্য ছাত্রদের মধ্যে বসে থাকেন তখন সার্বভৌম তাঁকে এর কারণ জিজ্ঞাসা করলে গৌরভগবান বিনীত ভাবে কহিলেন যে =*
*"মূর্খ আমি নাহি জানি অধ‍্যয়ন।*
*তোমার আজ্ঞাতে মাত্র করিয়ে শ্রবণ।।*
*সন্ন‍্যাসীর ধর্ম লাগি শ্রবণ মাত্র করি।*
*তুমি যেই অর্থ কর বুঝিতে না পারি।।*
*🌹তখন তিনি সার্বভৌম-কৃত বেদান্তের ব‍্যাখ‍্যায় নানারকম দোষ ক্রটি ধরিয়ে জগদগুরু শঙ্করাচার্য‍্যের বেদান্তের নূতন ভাবে ব‍্যাখ‍্যা করে সকলকে মোহিত করে দিলেন। সার্বভৌমও অনেক তর্কজাল বিস্তার করে তাঁর পান্ডিত‍্যের পরিচয় দিলেন কিন্তু পরিশেষে পরাস্ত হলেন।এই নবীন সন্ন‍্যাসীর মুখে বেদান্তের এইরকম অপূর্ব ব‍্যাখ‍্যা শুনে সকলে মোহিত হয়ে গেলেন এবং সমগ্র নীলাচলে হৈচৈ পড়ে গেল। অবশেষ গৌরভগবান একদিন সার্বভৌমের কাছে ভাগবদ পাঠ শোনার বাসনা প্রকাশ করলেন। শ্রীমদ্ভাগবত হতে নিচের লেখা শ্লোকটি পাঠ করে তাঁর ব‍্যাখ‍্যা শুনতে চাইলেন।*
*"আত্মারামশ্চ মুনয়ো নিগ্রন্থা অপি উরুক্রমে।*
*কুর্বন্তি অহৈতুকীং ভক্তিং ইত্থম্ভূতগুণো হরিঃ।।"*
*🌻সার্বভৌম ভট্টাচার্য্য এই শ্লোকটি শোনার পর গৌর ভগবানকে এর ব‍্যাখ‍্যা করতে বললেন কিন্তু পরে অনুরুদ্ধ (স্বীকৃত) হয়ে এবং নিজের পান্ডিত‍্যের প্রতিভা প্রকাশের জন্য "আত্মারাম" শ্লোকের নয়প্রকার ব‍্যাখ‍্যা করলেন নানারকম তর্কজাল বিস্তার করে।সার্বভৌম তখনও পর্যন্ত বুঝতে পারেননি যে মহাপ্রভু তাঁকে পরীক্ষা করছেন।সার্বভৌমের শিষ‍্যগণ তাঁকে ধন‍্য ধন‍্য করতে লাগলেন। কিন্তু পরে করুণাময় গৌরহরি এই ব‍্যাখ‍্যার কোনরকম সাহায্য না নিয়েই নতূনভাবে একষট্টি প্রকার ব‍্যাখ‍্যা করলেন।(অর্থ‍্যাৎ সার্বভৌম যে ব‍্যাখ‍্যা করেছিলেন, সেই সব একটিও কথা বললেন না।) সমবেত শ্রোতা মন্ডলী একেবারেই হতবাক্ হয়ে গেলেন।বিদ‍্যাগর্বী সার্বভৌম তখন মনে মনে ভাবতে লাগলেন যে "ইনিতো মনুষ‍্য নন"।ইনিই স্বয়ং সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ভগবান।কপট সন্ন‍্যাসীরূপ ধারণ করে আমাকে পরীক্ষা করতে এসেছেন।বিদ‍্যাগর্বে স্ফীত হয়ে আমি ইঁনার কাছে কত অপরাধীই না হয়েছি।এক্ষণে ইঁনার শ্রীচরণাশ্রয় ভিন্ন আমার গতি নাই।*
*🌷আত্মগ্লানিতে তিনি মরমে মরে গেলেন এবং তাঁর মন যেন অনুশোচনায় পুড়ে যেতে লাগল এবং সজল নয়নে মহাপ্রভুর রাতুল চরণপ্রান্তে একভাবে দেখতে লাগলেন।চতুর চূড়ামণি গৌর ভগবান তখন কৃপা পরবশ হয়ে তাঁকে ষড়ৈশ্বর্য‍্যপূর্ণ চতুর্ভূজ মূর্তি দেখালেন এবং তৎক্ষণাৎ সার্বভৌম ভট্টাচার্য্য বাহ‍্যজ্ঞান লুপ্ত হয়ে মহাপ্রভুর চরণতলে লুটিয়ে পড়লেন। আবেশে বাহ‍্যজ্ঞান রহিত হয়ে তখন তিনি শ্রীভগবানের নানা মূর্তি দর্শন করতে লাগলেন যথা=*
*"কখনও শঙ্খচক্রগদাপদ্মধারী শ্রীমূর্তি।*
*কখনও পরমৈশ্বর্য‍্যময় শ্রীবিষ্ণু মূর্তি।।*
*কখনও দ্বিভূজ মুরলীধর শ্রীমূর্তি।*
*কখনও শ‍্যামসুন্দর মদনমোহন শ্রীকৃষ্ণ মূর্তি। ইত‍্যাদি।*
*🍀কিছুক্ষণ পরে গৌর ভগবানের কৃপায় তাঁর আনন্দ মূর্ছাভঙ্গ হল এবং তখন তিনি প্রেমানন্দে বিভোর হয়ে শ্রীগৌরভগবানের সামনে দাঁড়িয়ে করজোড়ে সাশ্রুনয়নে নিজকৃত শত শ্লোক বন্দনা করে মহাপ্রভুর স্তুতি বন্দনা করলেন।তাঁর জিহ্বার আগে যেন সাক্ষাৎ সরস্বতীর আবির্ভাব হল যেহেতু কৃষ্ণদাস কবিরাজ বলেছেন যে=*
*শত শ্লোক কহিল এক দন্ড না যাইতে।*
*বৃহস্পতি তৈছে শ্লোক না পার কহিতে।।*
*🌹করুণাময় গৌরহরি তাঁর স্তবে তুষ্ট হয়ে তাঁকে প্রেমালিঙ্গন দান করলেন এবং সার্বভৌম তখন প্রেমাবেশে অচৈতন্য হয়ে পড়লেন।তাঁর সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হল এবং নয়নে দরদর ধারে প্রেম অশ্রুধারা প্রবাহিত হতে লাগল।সার্বভৌমের সর্ব অঙ্গে তখন পুলকাবলী দেখা যাচ্ছে,থরথর করে কাঁপছেন,সর্বশরীর দিয়ে ঘাম বের হচ্ছে, কখনও কাঁদছেন, কখনও আবার হাসছেন, প্রেমভরে তাঁর সর্ব অঙ্গ টলমল করছে।সে এক অপূর্ব স্বর্গীয় দৃশ্য তা বর্ণনা করবার শক্তি বোধকরি কারও নাই কারণ তা একমাত্র প্রত‍্যক্ষ দর্শীরাই উপভোগ করেছিলেন।সার্বভৌমের ছাত্রগণতাঁদের অধ‍্যাপক গুরর এমত অবস্থা দেখে অবাক সাগরে নিমগ্ন হলেন।সেই সময় সেই জায়গায় সনাতন গোস্বামীও শ্রোতারূপে উপস্থিত ছিলেন এবং তিনিও হঠাৎ প্রেমানন্দে বিভোর হয়ে মহাপ্রভুর শ্রীচরণ ধরে বন্দনা করলেন যথা=*
*অর্থ শুনি সনাতন বিস্মিত হইয়া।*
*স্তুতি করে মহাপ্রভুর চরণ ধরিয়া*।।
*সাক্ষাৎ ঈশ্বর তুমি ব্রজেন্দ্র নন্দন।*
*তোমার নিশ্বাসে বেদ হয় প্রবর্তন*।।
*তুমি বক্তা ভাগবদে,তুমি জান অর্থ।*
*তোমা বিনা অর্থ জানিতে নাহিক সমর্থ।।*
👣👣👣👣👣👣🙌👣👣👣👣👣👣
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html