🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩
শ্রীগৌরাঙ্গ চরিত 📖 চতুর্থ 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/gouranga4.html
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 তৃতীয় 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/gouranga3.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 চতুর্থ 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/gouranga4.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৩১) শ্রীগৌরাঙ্গের চরিতসুধা*
*কলিতে একমাত্র উপাস্য গৌরহরি*
*সংকীর্তন আরম্ভ ও ভক্তসেবা*
*********************************
*🍀নিমাই পন্ডিত অধ্যাপনা হতে বিরত হলেন।তাঁর জীবনের প্রেমপ্রবাহ তাঁর ছাত্রদের হৃদয়ে আঘাত করে,তাদের হৃদয়কেও উদ্বেলিত করে তুলেছিল। শ্রীগৌরাঙ্গের প্রতি অচলা ভক্তিবশত চতুষ্পাঠীর অনেক ছাত্র আর অন্য কোন চতুষ্পাঠীতে অধ্যয়ন করতে গেল না।অনেকেই তাঁর ভাবে অনুপ্রাণিত হয়ে,ভক্তির শান্তিদায়িনী পথ অবলম্বন করিল। ইতিমধ্যে গৌরহরির ছাত্রগণ তাঁর বাড়ীর প্রাঙ্গণে উপস্থিত হলে, তিনি করতালি দিয়ে=*
*🌷 হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ*।
*🌷গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন।।*
*🍀শ্রীগৌরাঙ্গ হরিপ্রেমে বিভোর হয়ে, নিজের বাড়ীর আঙ্গিনায় যখন করতালি দিয়ে এই কীর্তনটি গাহিতে লাগলেন, তখন তাঁর অধিকাংশ ছাত্র, তাঁর সঙ্গে এই কীর্তনে যোগদান করিল।গৌরহরি মধুর ভাবে উচ্চৈঃস্বরে "বোল হরি বোল" বলতে লাগলেন। তাঁর দুইনয়ন দিয়ে বারিধারা বহিতে লাগল।তিনি কীর্তন করতে করতে, হঠাৎ ধূলায় গড়াগড়ি দিতে লাগলেন এবং কখনো কখনো প্রেমাবেশে জ্ঞানহীন হয়ে পড়লেন*।
*🍀যে সংকীর্তনের মধুর ভাবে কত লোক জীবন পেয়েছে ; কত লোকের শুকনো হৃদয় সরস হয়েছে ; যাঁর মধুর প্লাবনে নরনারীর হৃদয় হতে কত পাপ,নীচতা ও স্বার্থপরতা ভেসে গিয়েছে,শ্রীগৌরাঙ্গের বাড়ীর প্রাঙ্গণেই তার সূত্রপাত হল।ভক্তবৎসল চূড়ামণি শ্রীগৌরহরি ছাত্রদেরকে নিয়ে সে মধুর ধারা প্রথম প্রবাহিত করলেন।কীর্তনের সুমধুর ধ্বনি, তরঙ্গের মতো বহুদূর পর্য্যন্ত বহে যেতে লাগিল।দূরের ও কাছের বহু লোক গৌরহরির সংকীর্তন শোনার জন্য ছুটে আসতে লাগিল।বিষ্ণুভক্ত বৈষ্ণবগণ, শ্রীগৌরহরি কীর্তন করছেন শুনে,মহা উল্লাসে তাঁর সঙ্গে কন্ঠ মিলিয়ে হরিনাম কীর্তন করবার জন্য এসে উপস্থিত হলেন।খোল নেই, করতাল নেই,বাদ্যের মধ্যে কেবল ভক্তগণের করতালের ধ্বনি ; গৌরহরির কন্ঠস্বরের সঙ্গে ভক্তগণের কন্ঠস্বর মিশ্রিত হয়ে যেন এক মধুর তরঙ্গ উঠিল।হরিনামের মধুর ভাবে সকলের প্রাণ বিমোহিত হয়ে পড়ল।অনেকে আবার কীর্তনের সঙ্গে সঙ্গে মনের সুখে নাচতেও লাগলেন, আবার অনেকে কাষ্ঠ-পুত্তলিকার মতো শ্রীগৌরাঙ্গ ও তাঁর ভক্তবৃন্দের সংকীর্তন শুনতে লাগলেন।*
*🍀যেমন নিজে না কাঁদলে অপরকে কাঁদানো যায় না, নিজে না মাতিলে অপরকে মাতানো যায় না।নিজে কোন বস্তুর রসাস্বাদন না করিলে, সে রসের কথা অপরকেও ভাল করে বলা যায় না।গৌরচাঁদ নাম-কীর্তনের রসাস্বাদন করেছেন এবং ভগবৎপ্রেমের শক্তি নিজে অন্তরে অনুভব করেছিলেন ; তাই তিনি সে সময় এই মধুর শ্লোকটি রচনা করে সংকীর্তনের মাহাত্ম্য বর্ণনা করলেন।*
*চেতোদর্পণমার্জনং, ভবমহাদাবাগ্নি নির্বাপণং।*
*শ্রেয়ঃ কৈরবচন্দ্রিকা বিতরণং, বিদ্যাবধূজীবনং।।*
*আনন্দাম্বুধিবর্দ্ধনং,প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনং।*
*সর্ব্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণসংকীর্তনং।।*
*🌻শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনে মানুষের চিত্তদর্পণ মার্জিত হয় ; সংসাররূপ দাবাগ্নি নির্বাপিত হয়।এর বিমল আলোকে হৃদয়ে শ্রেয়ঃ কুমুদ বিকশিত হয়, আনন্দ জলধি উচ্ছসিত হয়।এর প্রতিপদ অমৃতের পূর্ণ আস্বাদযুক্ত এবং এটি প্রাণ তৃপ্তিদায়িনী।*
*🍀শ্রীগৌরাঙ্গের প্রেমোন্মত্ততা দেখে,লোকে বিস্মিত হয়ে বলতে লাগল, নিমাই পন্ডিত উদ্ধতের শিরোমণি ছিল,জ্ঞানগর্বে সদা মত্ত হয়ে থাকত, বৈষ্ণবদের প্রতি তেমন শ্রদ্ধা প্রদর্শন করত না, তাঁর আজ একি আশ্চর্য্য পরিবর্তন!কেউ কেউ বলতে লাগলেন,আমরা তো আর ইহজীবনে কোন মানুষের মধ্যে এইরকম অপূর্ব ভক্তিভাব কখনও দেখতে পাইনি।এমন উচ্চ ভক্তির লক্ষণ দেবর্ষি নারদের মধ্যেও বোধহয় পরিলক্ষিত হয়নি। সত্যই আজ নবদ্বীপে গৌর ভগবদ্ভক্তি লাভের এক নূতন পথ আবিষ্কার করলেন।তৃষিত ও তাপিত প্রাণের জন্য স্বর্গের প্রেমনদী হতে এক নূতন বারি আনয়ন করলেন।তারপর গৌরহরি দুইহাত প্রসারিত করে যেন সকলের কাছে এই ঘোষণা করলেন, ভগবানের নাম সংকীর্তন বড়ই মধুর,আত্মার পক্ষে অতীব শান্তিপ্রদ।গৌরচন্দ্রের ভগবৎপ্রেম প্রচারের এই নব অনুষ্ঠানে অনেকেই আনন্দ লাভ করতে লাগলেন। অনেকেই বলতে লাগলেন যে,শীঘ্রই এই দিগ্বিজয়ী জয়ী নিমাই পন্ডিতের দ্বারা বৈষ্ণবধর্ম পুনর্জীবন লাভ করবে, এই আশায় বৈষ্ণবগণের চিত্ত মহানন্দে উৎফুল্ল হয়ে উঠিল।কোন পরম বৈষ্ণব, বৈষ্ণবাগ্রগণ্য অদ্বৈতাচার্য্যের কাছে এই শুভ সংবাদ দিবার জন্য ছুটে চললেন।আচার্য্য ভক্তগণের মুখ হতে সংকীর্তনের কথা শুনে তিনি আনন্দে যেন উন্মাদপ্রায় হয়ে বললেন,ভাই সকল!আমি গতরাত্রে একটি স্বপ্ন দেখেছি শোন,আমি গীতা পাঠ করতে করতে,তার কোন অংশের অর্থ ভাল ভাবে বুঝতে না পেরে,মনের দুঃখে উপবাস থেকে শয্যায় শয়ন করলিম। বেশী রাত্রি হলে, আমার শয্যার কাছে কে যেন এসে আমার পাঠের অর্থ ভাল করে বুঝিয়ে দিয়ে বলিল,তুমি এখন শয্যা হতে উঠে ভোজন করো।তুমি যে অভাব পূর্ণ করবার মানসে, অনাহারে থেকে কৃষ্ণ কৃষ্ণ বলে, ক্রন্দন করতে করতে তাঁর কাছে অকপট ও ব্যাকুল হৃদয়ে প্রার্থনা করেছ, তিনি এ নবদ্বীপে প্রকাশিত হয়েছেন। আর দুঃখ নাই,ভয় নাই।যে মধুর হরিনাম প্রচারের জন্য তুমি ব্যাকুল, সে মধুর হরিনাম দেশে বিদেশে ও ঘরে ঘরে কীর্তিত হবে। সেই উদ্দেশ্য সাধনের জন্য,শ্রীবাসের গৃহে ভক্তগণ মিলিত হয়ে হরিনাম কীর্তন করবেন।তুমি আর এইরকম ভাবে থাকিও না,উঠে ভোজন করো। আচার্য্য বলছেন, তারপর আমি চোখ মেলে দেখি, গৌরসুন্দর আমার কাছে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু পলকের মধ্যে আমার সামনে হতে অন্তর্হিত হয়ে গেলেন। আদ্বৈতাচার্য্য ভক্তগণের কাছে এই পরম প্রীতিকর স্বপ্নবৃত্তান্ত বিবৃত করে মহানন্দে হুঙ্কার করে উঠিলেন। ভক্ত বৈষ্ণবগণও তাঁর সঙ্গে উচ্চকন্ঠে "হরি হরি" ধ্বনি বলতে লাগলেন।বৈষ্ণবগণ আচার্য্যের চরণে প্রণিপাত করে বিদায় নিলেন।*
🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 চতুর্থ 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/gouranga4.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৩২) শ্রীগৌরাঙ্গের চরিতসুধা*
*কলির একমাত্র আরাধ্য গৌরহরি*
*সংকীর্তন আরম্ভ ও ভক্তসেবা*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀কিছুদিন পরে অদ্বৈতাচার্য্য, গৌরহরি প্রমুখ কীর্তনকারীদের সঙ্গে যোগদান করে,তাঁদেরকে উৎসাহ বর্দ্ধন করেছিলেন।ভক্তি বড় কোমল পদার্থ, সেটির স্পর্শে মানবের মন সরস হয়,অহঙ্কার ও দাম্ভিকতা দূরে পলায়ন করে।নিমাই পন্ডিত ঔদ্ধত্যের শিরোমণি ছিলেন। কিন্তু তিনি আজ ভক্তির প্রভাবে একেবারেই নূতন মানুষ হয়ে উঠেছেন।তিনি এখন বিনয়ের অবতার,তাঁর জ্ঞানগর্বিত হৃদয় সুধামাখা ভক্তিরসে পরিপূর্ণ হয়ে গিয়েছে।তিনি এখন ভক্তবৃন্দের চরণসেবার জন্য ব্যাকুল হয়েছেন*।
*🍀গৌরহরি সকালবেলা গঙ্গায় স্নান করার জন্য গমন করলেন। সেখানে শ্রীবাস প্রভৃতি বৈষ্ণবগণের সঙ্গে সাক্ষাৎ হলে, তিনি অতি বিনয়ের সঙ্গে তাঁদের চরণে প্রণাম করলেন।তাঁরা গৌরহরির বিনয় দেখে অত্যন্ত প্রীতমনে, তাঁকে আশীর্বাদ করে বললেন, বাপু! তুমি শ্রীকৃষ্ণের শ্রীচরণ ভজনা করো, তাঁর নাম কীর্তন করো। তাঁর ভজনা না করলে বিদ্যা,বুদ্ধি,রূপ সবই বৃথা। ভক্তগণের এই শুভ আশীর্বাদ লাভ করে তাঁর চিত্ত পুলকিত হয়ে উঠিল।তিনি অতি বিনয়ের সঙ্গে সকলকে বললেন, "তোমরা এ-দাসকে কৃষ্ণভক্তি শিক্ষা দাও, তোমরাই বিষ্ণুধর্ম শিক্ষা দেবার উপযুক্ত ব্যক্তি ; তোমরা আশীর্বাদ করলে, আমার হৃদয়ে কৃষ্ণপ্রেম উদয় হবে।*
*🍀শ্রীগৌরাঙ্গের হৃদয় এখন কৃষ্ণপ্রেমে বিগলিত হয়ে গেছে।তিনি ভক্তদের সেবা করবার জন্য উন্মুখ হলেন। তিনি জাহ্নবীতটে গিয়ে,কোন ভক্তের ভিজে কাপড় নিঙ্গারায়ে দিতেন,কারো স্নানের পর,তাঁর পরিধানের জন্য শুকনো বস্ত্র হাতের কাছে এনে দিতেন, বিষ্ণুপূজার জন্য যাঁরা ফুলের সাজি নিয়ে আসতেন, তাঁদের সঙ্গে গমন করতেন, নবদ্বীপের নিমাই পন্ডিতের এইসব কাজ দেখে, তাঁরা অতি ব্যস্ত ও লজ্জিত হয়ে বলতেন,"কি করো!কি করো!" কিন্তু নিমাই এখন সে নিমাই আর নেই।তিনি বিনয়ের অবতার।ভক্তির সঙ্গে ভক্তসেবার যেন কোন বিশেষ সম্বন্ধ আছে, এইজন্য তিনি তাঁদের আপত্তির প্রতি বিশেষ কর্ণপাত না করেও সেই কাজে রত হতেন।*
*🌷সভারে শিখায় গৌরচন্দ্র ভগবানে।*
*🌷বৈষ্ণবের সেবা প্রভু করিয়া আপনে।।*
*🌷সাজি বহে ধুতি বহে,লজ্জা নাহি করে।*
*🌷সম্ব্রমে বৈষ্ণবগণ হস্ত আসি ধরে।।চৈঃভাঃ।।*
*🌻ভক্তগণ গৌরহরির এইরকম সেবার কাজ দেখে,শতকন্ঠে তাঁকে আশীর্বাদ করলেন,-- তুমি সদাই শ্রীকৃষ্ণকে স্মরণ করো,তিনি তোমার জীবন হোক।হরিভক্তিহীন পাপীরা নিজেও হরিনাম করে না,আর যাঁরা হরিনাম কীর্তন করেন, তাঁদের দেখে হাসাহাসি করে থাকে।আমরা বেশ বুঝেছি, তোমা হতেই হরিভক্তহীন লোকদের অহঙ্কার চূর্ণ হবে, তুমি চিরজীবী হয়ে হরিনাম কীর্তন করো।*
*শ্রীগৌরহরি তাঁদের শুভ আশীর্বাদ মস্তকে নিয়ে বললেন,তোমরা ভক্ত,তোমরা যা বললে,শ্রীকৃষ্ণের আশীর্বাদে যেন তাইই হয়।তোমরা আমাকে তোমাদের সেবক বলে জানবে।এই বলে নত-মস্তকে নিমাই সকলের চরণধূলি গ্রহণ করলেন।সকলেই মনভরে আশীর্বাদ করলেন।* *ধীরে ধীরে ভক্তদল ক্রমে বাড়তে লাগল।তখন তাঁরা শ্রীবাস পন্ডিতের গৃহে মিলিত হয়ে সংকীর্তন আরম্ভ করলেন।সময় সময়ে কীর্তনকারীগণ কীর্তন করতে করতে সমস্ত রাত্রি কাটিয়ে দিতেন।কীর্তনের ধ্বনিতে চারিদিক মুখরিত হত।নিমাই ও তাঁর শিষ্যবৃন্দের প্রভাবে নবদ্বীপ টলমল করে উঠিল।জ্ঞান প্রধান নবদ্বীপে ভক্তির গঙ্গায় ভাসতে লাগলেন।নবদ্বীপে এক নবজীবনের সঞ্চার হতে লাগল।*
🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 চতুর্থ 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/gouranga4.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৩৩) শ্রীগৌরাঙ্গের চরিতসুধা*
*কলির একমাত্র উসাস্য গৌরহরি*
*সংকীর্তন আরম্ভ ও ভক্তসেবা*,
*প্রেমোন্মত্ততা ও শ্রীবাস পন্ডিত*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀শুক্লাম্বর ব্রহ্মচারীর কথা পূর্বে কিছু উল্লেখ করি গিয়েছে।ইনি জাহ্নবীর তটে একটি সুন্দর আশ্রমে বাস করতেন।ইনি তপস্বী, বহুদেশ ভ্রমণ করেছিলেন।শুক্লাম্বর গৌরহরির ভক্তি-পথ অবলম্বন করবার প্রয়াসী হয়ে,তাঁর কাছে আগমন করলেন।তিনি বললেন, আমি মধুপুরী,দ্বারাবতী প্রভৃতি সব জায়গায় ভ্রমণ করেছি ; এখন আমাকে প্রেমধন বিতরণ কর।ব্রহ্মচারীর কথা শুনে, গৌরাঙ্গের মনে হল, নানা জায়গা ভ্রমণের কথা উল্লেখ করে যেন তিনি জ্ঞানের পরিচয় দান করেছেন।নিমাইচাঁদ তার কথার মধ্যে যেন কিছু অহঙ্কারের আঘ্রাণ পেলেন।শুক্লাম্বর প্রেমপ্রার্থী হলেও, তিনি তৎক্ষণাৎ তাঁকে বললেন, দেখ শুক্লাম্বর!শ্রীকৃষ্ণে মতি না থাকলে সবই বৃথা।তাই লোচনদাস তাঁর শ্রীচৈতন্য মঙ্গলে লিখেছেন=*
*🌷নানা-তীর্থ-পর্য্যটন করিয়াছি আমি।*
*🌷অনেক যন্ত্রণা দুঃখ--- কিছুই না জানি।।*
*🌷মধুপুরী দ্বারাবতী কৈলু পর্য্যটন।*
*🌷দুঃখিত হঞাছি আমি--, দেহ প্রেমধন।।*
*🌷এ বোল শুনিঞা প্রভু কহিল উত্তর।*
*🌷মোর এক বোল তুমি শুন শুক্লাম্বর।।*
*🌷সে বনে কতক আছে শৃগাল-কুকুর।*
*🌷আমার কি হৈল তাহে কহিল ঠাকুর।।*
*🌷হৃদয়ে যাবত কৃষ্ণ উদয় না করে।*
*🌷তাবত তীর্থের অনুগ্রহ" নাহি তারে।।*
*🍁শুক্লাম্বর গৌরহরির কথা শুনে নিজ দোষ বুঝতে পারলেন, এবং ধূলায় লুন্ঠিত হয়ে পড়লেন।তখন গৌরহরি তাঁর হৃদয়ে ভগবৎ-প্রেমের সঞ্চার করে তাঁকে সুখী করলেন। তাই শ্রীচৈতন্যমঙ্গলে=*
*🌷অনুগত আর্তি প্রভু সহিবারে নারে।*
*🌷করুণ অরুণ ভেল গৌর কলেবরে।।*
*🌷প্রেম দিল প্রেম দিল ডাকে আর্তনাদে।*
*🌷শুক্লাম্বর বিপ্র পাইল প্রেম পরসাদে।।*
*🙌 এবার ভক্তগণ কীর্তন করতে লাগলেন।কীর্তন করতে করতে রাত্রি প্রভাত হয়ে গেল।*
*🙌প্রেমোন্মত্ততা ও শ্রীবাস পন্ডিত🙌*
*🍀ভক্ত-সেবক গৌরসুন্দরও ভক্তদের আশীর্বাদ গ্রহণ করে আনন্দিত মনে আপন ভবনে গমন করলেন। কিন্তু নবদ্বীপে ভক্তি বিরোধীরা হরিভক্তদের প্রতি উপহাস প্রদর্শন করে, ইতঃপূর্বেই গৌরসুন্দর বিষ্ণুভক্তদের কাছ হতে শুনেছিলেন।তাদের প্রতি সহানুভূতির সঞ্চার হল, এবং তাদের মনের ভিতরে থাকা ময়লা দূর করবার জন্য যেন ব্যাকুল হয়ে উঠলেন।*
*🌻তিনি একদিন চিৎকার করে "মুঞি (আমি)সেই, মুঞি সেই", হুঙ্কার করে এই কথা বলতে বলতে, কখন কাঁদছেন,কখন তিনি হাসতে লাগলেন এবং অবশেষে মনের আবেগে মূর্ছিত হয়ে ভূতলে পড়ে গেলেন। গৌরহরি এখন পরিপূর্ণ ভাবে কৃষ্ণপ্রেমে ভাবিত।*
*🍁শ্রীবাস পন্ডিত গৌরসুন্দরকে বড় স্নেহ করতেন।শচীমা বিষ্ণুভক্তের বৈষ্ণবগণের কাছে নিমাইয়ের অবস্থার কথা বলে পাঠালেন।শ্রীবাস আসিলেন।শ্রীবাসকে দেখিবামাত্র বিশ্বম্ভর উঠে দাঁড়ালেন, এবং ভক্তিভরে তাঁর চরণে প্রণাম করলেন। চন্দ্রোদয়ে যেমন সাগরের জল উথলিয়ে উঠে, পরম বিষ্ণুভক্ত শ্রীবাসকে দেখে, গৌরহরির ভাবসাগর যেন ভাবাবেগে আকুল হলেন।ভক্তির লক্ষণ সব তাঁতে প্রকাশ পেতে লাগিল, নয়ন দিয়ে বারিধারা বহিতে লাগিল, দেহ কন্টকিত হল, তিনি থর থর করে কাঁপতে কাঁপতে ভূতলে মূর্ছিত হয়ে পড়লেন। বৈষ্ণব একমাএ বৈষ্ণবকে চিনতে পারেন, শ্রীবাস দেখলেন,নিমাই হরিনামের সুধা পান করে উন্মত্ত হয়েছেন,এ অন্য কোন রোগ নহে,এ দেববাঞ্জিত।গৌরহরি কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলে, শ্রীবাসকে বললেন,পন্ডিত! লোকে বলে,আমার বায়ুরোগ জন্মেছে, আমাকে বেঁধে রাখতে বলে,তুমি তো সব ভাল বুঝ,তুমি আমার অবস্থা দেখে কি মনে কর? তা বলো? শ্রীবাস পন্ডিত গৌরসুন্দরের কথা শুনে, মৃদু হেসে বললেন, ভাই!তোমার রোগ যদি আমি পাই,তাহলে আমার জীবন কৃতার্থ হয়।বুঝতে পারছি, শ্রীকৃষ্ণ তোমার ভেতরে আবির্ভূত হয়েছেন।ভক্তিযোগের সমস্ত লক্ষণই তোমাতে প্রকাশ পাচ্ছে।*
*🌷হাসি বোলে শ্রীবাসপন্ডিত "ভাল যাই।*
*🌷তোমার যেমত বাই তাহা আমি চাই।।*
*🌷মহাভক্তি যোগ দেখি তোমার শরীরে।*
*🌷শ্রীকৃষ্ণের অনুগ্রহ হইল তোমারে।।"*
*🌹বিশ্বম্ভর শ্রীবাসের কাছ হতে এইসব আশার কথা শুনে পরম পুলকিত অন্তরে তাঁকে আলিঙ্গন করে বললেন, পন্ডিত!সকলেই বলে,আমার বায়ুরোগ হয়েছে, কিন্তু তুমি অন্যরকম কথা বলিলে,তুমি যদি অন্যের কথার মতো, আমার বায়ুরোগ হয়েছে বলতে, তাহলে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে এই দেহ বিসর্জন করিতাম।*
*🌷যদি তুমি বায়ু-হেন বলিতা আমারে।*
*🌷প্রবেশিতোঁ আজি আমি গঙ্গার ভিতরে।।*
*🌻নিমাইয়ের কথা শুনে শ্রীবাস কহিলেন, নিমাই! তোমাতে যে ভক্তির লক্ষণ প্রকাশ পাচ্ছে,সে দুর্লভ ভক্তি লাভ করিবার জন্য ব্রহ্মা,শিব,শুক প্রভৃতি পরম ভাগবতগণও প্রার্থনা করে থাকেন। মহানন্দে আমরা উভয়ে মিলে কীর্তন করব।আমাদের কীর্তন শুনে পাষন্ডীরাও ক্রমে হরিভক্ত হয়ে উঠিবে।তারপর শ্রীবাস, চিন্তাকুলা শচীদেবীকে শান্ত করবার জন্য শচীগৃহে গিয়ে বললেন, আপনার নিমাইয়ের বায়ুরোগ হয়নি, এসব তাঁর কৃষ্ণপ্রেমেরই পরিচয়।অভক্তগণ কোনদিন ভক্তির মর্য্যাদা বুঝেও নাই, তবে এবার থেকে হয়ত একটু একটু করে বুঝবে, এই আমার বিশ্বাস।আমি যেসব কথা বললাম, অন্য কারো কাছে বলবার প্রয়োজন নাই,কিছুদিন পরে আপনি আপনার এই পুত্রের জীবনে শ্রীকৃষ্ণের প্রেমলীলার আরও অনুপম ঘটনা সব দেখতে পাবেন।*
🙏🙏🙏🙏🙏🙏🪔🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 চতুর্থ 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/gouranga4.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৩৪) শ্রীগৌরাঙ্গের চরিতসুধা*
*কলির একমাত্র আরাধ্য গৌরহরি*
*প্রেমোন্মত্ততা ও শ্রীবাস*
*********************************
*☘শ্রীবাস পন্ডিতের নিকট হতে গৌর-জননী যখন শুলেন যে, নিমাইয়ের বায়ুরোগ হয়নি, নিমাইয়ের সেটি কৃষ্ণপ্রেমের প্রবল ভাব মাত্র,এই কথা শোনার পর তাঁর মন হতে অনেকটা দুর্ভাবনা বিদূরিত হল বটে, কিন্তু তাঁর মনে হতে লাগল, ভগবানের প্রতি এত প্রেম যার, সংসারের প্রতি যাঁর এত উদাসীনতা, সে কি কখনও সংসারে বাস করতে পারবে?নিমাই বোধ হয় বিশ্বরূপের পথ ধরবে না তো? এই চিন্তার আবেগে তাঁর প্রাণকে অস্থির করে তুলতে লাগিল।*
*🌳গৌরসুন্দর শ্রীবাসের কথায় আনন্দলাভ করলেন। ইতিমধ্যে তিনি একদিন গদাধরের সঙ্গে অদ্বৈতাচার্য্যের গৃহে গমন করলেন।গিয়ে দেখলেন,আচার্য্য তুলসীবেদী প্রদক্ষিণ করতে করতে দুই হাত তুলে, সিংহরবে হরিধ্বনি করছেন।তাঁর দুই নয়ন দিয়ে নয়নবারি বহিছে।অদ্বৈতের এই ভাব দেখে, গৌরহরির হৃদয় ভাবে বিভাবিত হল। তিনি আর মনের আবেগ সম্বরণ করতে না পেরে ভূতলে মূর্ছিত হয়ে পড়লেন।অদ্বৈত তাঁকে সামান্য মানব মনে করতেন না ; তিনি নররূপে হরিনাম বিতরণ করবার জন্য অবতীর্ণ হয়েছেন, এই তাঁর পূর্ণ বিশ্বাস।তিনি গৌরহরিকে নিজ ভবনে দেখে সুখসাগরে ভাসতে লাগলেন।তিনি মনে মনে ভাবতে লাগলেন, "তুমি আমাকে ফাঁকি দিবে,আজ ধরা পড়েছ, চোরা,তুমি কোথায় পালাবে?*
*🌹গৌরসুন্দর মূর্ছিত হয়ে মৃত্তিকায় পঅএ রয়েছেন।অদ্বৈতাচার্য্য সেই স্নেহপূর্ণ, ভক্তিমাখান বদনমন্ডল অপলকে নিরীক্ষণ করতে লাগলেন,অবশেষে স্বয়ং ভগবান গৌরহরিকে পঞ্চোপচারে পূজা করে,শ্রীগৌরহরির শ্রীচরণে প্রণত হলেন।গৌরহরির সঙ্গী গদাধর, আচার্য্যকে পূজো ও প্রণাম করতে দেখে জিহ্বা কামড়িয়ে বললেন, নিমাই বালক, তাঁকে পূজা করা ও প্রণাম করা আপনার উচিৎ নহে।আচার্য্য গদাধরের কথা শুনে ঈষৎ হেসে বললেন, "এ কেমন বালক কিছুদিন পরে জানতে পারবে। বর্তমান আচার্য্যের বয়স সত্তর।*
*🌺কিছুক্ষণ পর গৌরহরি চেতনা পেলেন,আচার্য্য তাঁকে নানান উপচারে পূজো করেছেন। গৌর আচার্য্যের এই কাজের জন্য অতি বিনীতভাবে তাঁর চরণধূলি গ্রহণ করে বললেন,আজ আমি আপনার দর্শন পেয়ে জীবনকে ধন্য মনে করছি।আপনার দর্শনে আমার হৃদয়ে শ্রীকৃষ্ণের ভাব উদয় হল।*
👣👣👣👣👣👣🙏👣👣👣👣👣👣
*🌻নিশা সংকীর্তন ও অলৌকিক ভাব প্রদর্শন🌻*
*🌹শ্রীগৌরাঙ্গের ব্যাকুলতা, প্রেমোন্মত্ততা ও ঐকান্তিক ভগবৎনিষ্ঠা দেখে বৈষ্ণবগণ, ক্রমে তাঁর অনুগত হয়ে পড়লেন ; তার মধ্যে অনেকেই বললেন, এতবড় পন্ডিত বিষ্ণুভক্ত হলেন, এতে তাঁদের প্রাণে এক নূতন শক্তির সঞ্চার হতে লাগিল। লৌহ যেমন চুম্বকপাথরের দিকে আকৃষ্ট হয়,নবদ্বীপের বৈষ্ণবদলও সেই ভাবে ক্রমে ক্রমে তাঁর দিকে আকৃষ্ট হতে লাগলেন।বিশেষ করে তাঁর সঙ্গে হরিনাম কীর্তন করে তাঁরা যেন ধরাধামে স্বর্গসুখ অনুভব করতে লাগলেন।*
*🌹 গৌরহরি ভক্তি-ধর্ম প্রচারের অবতারস্বরূপ হয়ে নবদ্বীপে উপস্থিত হয়েছেন।নাম সংকীর্তনই তাঁর প্রচারের মহামন্ত্র।সেই মন্ত্র বিশেষ ভাবে সাধন করতে হবে।সেজন্য তিনি আপন ভবনে মধুর হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। ভক্তগণ তাঁর ভবনে সম্মিলিত হতে লাগলেন। সন্ধ্যারসময় কীর্তন আরম্ভ হত।ভক্তগণ কীর্তন করতে করতে পাগল হয়ে উঠতেন।ঘন্টার পর ঘন্টা এইরকম ভাবে কেটে যেত।অবশেষে নিশি অবসানে দেখা যেত, তখনও নাম সংকীর্তনের তরঙ্গ সমভাবেই হয়ে চলেছেন।গৌরহরি যখন ভক্তসঙ্গে কীর্তন করতেন, তখন অষ্টসাত্ত্বিকের বেশ কিছু ভাব তাঁর স্পষ্টভাবেই প্রকাশ পেত।তাঁর নয়ন হতে প্রেমাশ্রু নির্গত হত,ভাবাবেশে তিনি যেন স্পন্দহীন হয়ে পড়তেন।তাঁর এই সব লক্ষণ দেখে,লোকে তাঁকে নরলোকের অতীত বলে বিশ্বাস করতে লাগিল।তিনি শ্রীকৃষ্ণের অবতার বলে বৈষ্ণবগণের বিশ্বাস জন্মিতে লাগল।*
🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 চতুর্থ 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/gouranga4.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৩৫) শ্রীগৌরাঙ্গ চরিতসুধা*
*কলির একমাত্র উপাস্য গৌরহরি*
*নিশা সংকীর্তন ও অলৌকিক ভাব প্রদর্শন।*
***************************************
*🌹সংকীর্তনের মাঝে গৌরহরি সকলের কন্ঠালিঙ্গন করে ক্রন্দন করতেন।আর বলিতেন,"কৃষ্ণ দেখা দিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেলেন"! পরক্ষণে একদিন এক মোহন মূরতির বিষয় বন্ধুদেরকে বললেন,দেখ ভাই! গয়াধাম হতে আসিবার সময় কানাই নাটশালায়, এক শ্যামল সুন্দর বালক,বাঁশী হাতে দেখা দিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। সেই সুন্দর মোহন মূরতি দেখবার জন্য আমার প্রাণ ব্যাকুল হয়েছে।এই বলে,তিনি তাঁর বিরহে অস্থির হয়ে পড়লেন।*
*🍁একদিন গদাধর তাম্বুল নিয়ে গৌরসুন্দরের কাছে গমন করলেন।গৌরহরি তাঁকে ব্যাকুল অন্তরে, জিজ্ঞাসা করলেন, "কৃষ্ণ কোথায় আছেন"? সে অপরূপ রূপমাধুরী দেখবার জন্য আমার প্রাণ যে অস্থির হয়েছে। গদাধর তদুত্তরে বললেন, কৃষ্ণ সকলেরই দেহে বাস করছেন।গদাধরের মুখ হতে এই কথা শুনিবামাত্র, তিনি নখ দ্বারা নিজের বক্ষঃস্থল বিদীর্ণ করতে উদ্যত হলেন। গদাধর তৎক্ষণাৎ তাঁর হাত ধরে বললেন, এখনি কৃষ্ণ আসিবেন, স্থির হও।গদাধর তাঁকে এইভাবে প্রবোধ দিয়ে শান্ত করলেন, শ্রীচৈতন্য ভাগবতে পায়=*
*🌷হৃদয়ে আছেন কৃষ্ণ,বচন শুনিয়া।*
*🌷আপন হৃদয় প্রভু চিরে নখ দিয়া।।*
*🌷আথে ব্যথে গদাধর দুই হাত ধরি।*
*🌷নানা-মতে প্রবোধি রাখিলা স্থির করি।।*
*🌻গদাধরের আশ্বাস বাক্য শুনে,গৌরহরি খুব তুষ্ট হলেন এবং গদাধর যে গৌরাঙ্গকে নখ দ্বারা বক্ষঃস্থল বিদীর্ণ করবার উদ্যোগ হতে রক্ষা করলেন,সেজন্য তাঁর প্রতি সন্তোষ প্রকাশ করলেন।*
*🍁শচীমায়ের গৃহে যেন নিত্য মহোৎসব হতে লাগল।সুগায়ক ও ভক্ত মুকুন্দ দত্ত সুস্বরে শ্রীমদ্ভাগবত পাঠ করতেন, আর গৌরসুন্দর ভাবে বিভোর হয়ে তা শুনতেন।ভক্তগণ অলিকুলের মত হরিনামের সুধা পান করবার জন্য সন্ধ্যার সময় শচীগৃহে উপস্থিত হতেন। এবং সকলে মিলে সমস্ত রাত্রি র্সকীর্তনে অতিবাহিত করতেন।তাঁদের সংকীর্তনের ধ্বনিতে প্রতিবেশীর কিছু মানুষের নিদ্রার ব্যাঘাত হতে লাগল। অনেকেই বলতে লাগল,এরকম না করলে কি আর হরিভক্তি হয় না?চারিদিকেই একটা ভয়ানক গোলযোগ পড়ে গেল।শ্রীগৌরহরি ও তাঁর ভক্তদল ক্রমে অনেকের অপ্রিয় হয়ে পড়লেন।শ্রীচৈতন্য-পরিচালিত সংকীর্তনকারীদের প্রতি লোকে ভয় প্রদর্শন করতে লাগল।কেউ বলল,রাজার আজ্ঞাতে বৈষ্ণবদল ধৃত হবে, এবং তাঁদেরকে এই জায়গা হতে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। কেউ বলল,শ্রীবাস পন্ডিতই এর মূল, তাঁকেই বেঁধে নিয়ে যাবার জন্য দুইটি নৌকা আসবে।এইরকম জনরবে নবদ্বীপের চারিদিক পূর্ণ হয়ে গেল।সকল ধর্ম-সম্প্রদায়ের মধ্যেই সরলচিত্ত মানুষ দেখতে পাওয়া যায় ; তাঁরা কোন সামান্য ভয়ের করণেই বিচলিত হয়ে পড়েন।বৈষ্ণবদলের মধ্যে কেউ কেউ এই জনরবে ভীত হয়ে পড়েছিলেন।শ্রীবাস বিচক্ষণ,পন্ডিত ও ভক্ত হলেও, সরল সাদাসিদে প্রকৃতির লোক ছিলেন।তিনি নবারের আজ্ঞায় ধলা পড়ে বন্দী হবেন, এই কথায় তাঁর মন কিছু চঞ্চল হয়ে পড়েছিল।শ্রীগৌরাঙ্গপ্রমুখ ভক্তদলকে ভীত করবার জন্য লোকে এইরকম কথা প্রচারেই রত হয়েছিল। মহাপুরুষগণ চিরদিনই নির্ভীক। তাঁরা সহজে কোন বিষয়েই বিচলিত হন না।বৈষ্ণবদের প্রতি রাজদন্ড বিধান করা হবে,এইকথা গৌরসুন্দরের কানে যখন শুনলেন,তখন তিনি সুন্দর বস্ত্র পরিধান করে, তাঁর বিশাল বক্ষঃস্থলে চন্দন লেপে দিয়ে,তাম্বুল চিবাতে চিবাতে নির্ভয়ে রাজপথে বিচরণ করতে লাগলেন।নরনারী তাঁর চাঁচর কেশ,তাঁর অত্যুজ্জ্বল রূপ ও প্রফুল্ল মুখ দেখে,তাঁর দিকে তাকিয়ে থাকত।দেখলে মনে হত,যেন কোন রাজপুত্র নগর ভ্রমণে বাহির হয়েছেন।*
*🌷এত ভয় শুনিয়াও ভয় নাহি পায়।*
*🌷রাজার কুমার যেন নগরে বেড়ায়।।*
🦚🦚🦚🦚🦚🦚🦜🦚🦚🦚🦚🦚🦚
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 চতুর্থ 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/gouranga4.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৩৬) শ্রীগৌরাঙ্গের চরিতসুধা*
*নিশি-সঙ্কীর্তন ও অলৌকিক ভাব প্রকাশ*
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
*🌷এত ভয় শুনিয়াও ভয় নাহি পায়।*
*🌷রাজার কুমার যেন নগরে বেড়ায়।।*
*🌹যখন প্রেমমত্ততার সঙ্গে নিশি-কীর্তন চলতে লাগল,তখন অনেকেই বৈষ্ণবদের বিরুদ্ধে নানা কথা বলতে লাগল। কেউ বলল,এই সব লোকেরা কীর্তনের নামে দরজা বন্ধ করে সুরাপান,ও অন্যরকম কোন কুকর্মে রজনী যাপন করে ; কেউ বলল,দেশে অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ এদের জন্যই ঘটছে। কিন্তু লোকে বৈষ্ণবদের বিরুদ্ধে নানারকম নিন্দাপবাদ রটনা করলেও,বেশ কিছু লোকে বলত, নিমাই পন্ডিত খুবই ভালো মানুষ, কিন্তু মুর্খদের দলে মিশে,নিজের পান্ডিত্য হারাচ্ছেন ও উচ্ছৃঙ্খল হয়ে পড়ছে।*
*🍀নবদ্বীপে চপল গোপাল নামে এক ব্রাহ্মণ বাস করিত, সে বৈষ্ণবদের চরিত্র,কলুষিত বলে সকলের কাছে সপ্রমাণ করবার জন্য, একদিন গভীর রাত্রিতে,শ্রীবাস পন্ডিতের বাড়ীর বাইরে দরজায়, তান্ত্রিকদের পূজোপযোগী একটি জবাফুল,কলা,মদ্যভান্ড আরও বেশ কিছু অরুচিকর রেখে দেয়।সকালবেলা শ্রীবাস পন্ডিত এইসব দেখে প্রতিবেশীদের ডেকে কৌতূহলচ্ছলে বললেন দেখ,আমরা রাত্রিতে সুরাপান প্রভৃতি কাজে সময় অতিবাহিত করি।শ্রীবাস পন্ডিত পরম ভক্ত বলে সকলেই বিশ্বাস করত। এজন্য সকলেই মনে করল যে,কোন দুষ্টলোকের দ্বারা এই কাজ হয়েছে। অল্পদিন পরেই চপলগোপাল যে এই কাজ করেছে তা জানাজানি হয়ে গেল।প্রবাদ এই, দুষ্ট ব্রাহ্মণ নিরপরাধ বিষ্ণুভক্তদের চরিত্রকে লোকের চোখে হেয় করবার জন্যই,কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিল। কিন্তু অবশেষে শ্রীবাসের পদধূলি গ্রহণ করে,এই কঠিন পীড়ার হাত হতে মুক্তি লাভ করে।*
*🌻শ্রীগৌরসুন্দর একদিন "মুঞি সেই মুঞি সেই" এই ধ্বনি করতে করতে শ্রীবাস পন্ডিতের গৃহে উপস্থিত হলেন।ভক্ত শ্রীবাস তখন গৃহে বসে নৃসিংহ পূজায় রত ছিলেন।গৌরহরি গৃহদ্বারে বারেবারে পদাঘাত করতে করতে বলতে লাগলেন, "তুই কার পূজা করছিস?তুই যার পূজা করছিস,সে তোর দ্বারেতেই উপস্থিত হয়েছে।শ্রীবাস পন্ডিত গৌরহরির কন্ঠস্বর শুনেই,পূজার আসন হতে তাড়াতাড়ি এসে দেখলেন,বিশ্বম্ভর শঙ্খ,চক্র,গদা,পদ্মধারী হয়ে চতুর্ভূজ মূর্তিতে বীরাসনে (পদ্মাসনের ন্যায়)বসে আছেন।শ্রীবাস নারায়ণের সে মূর্তি দেখে স্তম্ভিত হয়ে রইলেন। শ্রীবাস নিকটে আসতেই, মহাপ্রভু শ্রীবাসকে সম্বোধন করে বললেন, "ওরে শ্রীবাস! তুই এতদিন আমাকে চিনতে পারিস নাই, তোর উচ্চ সংকীর্তনে ও নাড়ার (অদ্বৈতাচার্য্যের) ব্যাকুলতা ও হুঙ্কার রবে আমি বৈকুন্ঠধাম পরিত্যাগ করে এখানে আগমন করেছি।তুই আমায় এখানে এনে নিশ্চিন্ত হয়ে আছিস।তোদের আর কোন চিন্তা নাই, আমি ভক্তদের উদ্ধার করব ও পাষন্ডীদের পাষন্ডতা বিনাশ করব।*
*🙏শ্রীবাস পরমভক্ত, পঞ্চতত্ত্বের ভক্ত্যাখ্য।আজ শ্রীগৌর অঙ্গে চতুর্ভূজ মূর্তি দেখে ও তাঁর বৈকুন্ঠ পরিত্যাগ করে আসিবার কথা শুনে, শ্রীবাস শ্রীগৌরের পদতলে প্রণত হয়ে, তাঁর স্তব করতে লাগলেন। স্তবস্তুতি করে, শ্রীবিষ্ণুপূজার সমস্ত পুষ্প শ্রীগৌরের শ্রীচরণে উৎসর্গ করলেন। আর তাঁর পরিবারের সকলে পূজোর উপহার নিয়ে শ্রীগৌরাঙ্গকে বন্দনা করলেন। তারপরে বিশ্বম্ভর শ্রীবাসকে ডেকে বললেন, শ্রীবাস!রাজার নৌকা এসে তোমাকে ধরে নিয়ে যাবে, এইকথা শুনে তুমি বড়ই ভয় পেয়েছ তাইনা?যদি তোমায় বেঁধে নিয়ে যাবার জন্য রাজ-আজ্ঞায় নৌকা পাঠাই, তাহলে আমি আগে সে নৌকায় গমন করব, আমি রাজার কাছে গিয়ে, তাঁকে ও তাঁর পারিষদবর্গকে হরিনাম দিয়ে মুগ্ধ করে ফেলব।কেবল তাইই নয়,অশ্ব, হস্তী,মৃগ,পক্ষী সকলকে হরিনাম শুনিয়ে অশ্রুজলে সিক্ত করব।*
*🍁গৌরহরি এইসব কথা বলতে বলতে শ্রীবাসকে বললেন, তোমার সামনেই তার এক দৃষ্টান্ত প্রদর্শন করছি।সে সময় চার বছর বয়সের বালিকা শ্রীবাসের ভাইয়ের কন্যা নারায়ণী সেখানে দাঁড়িয়ে ছিল।গৌরহরি তাঁকে বললেন, "নারায়ণী কৃষ্ণ কৃষ্ণ বলিয়া কাঁদত।"তৎক্ষণাৎ নারায়ণি "কৃষ্ণ কৃষ্ণ" বলে ডাকতে লাগলেন, আর সেই সরলা বালিকার দুইনয়ন হতে বারিধারা বহিতে লাগল।শ্রীবাস ও অন্যান্য সকলে এ দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন।এই চার বৎসরের বালিকা নারায়ণী দেবীই ভবিষ্যতে শ্রীচৈতন্য-ভাগবত রচয়িতা শ্রীবৃন্দাবন দাস ঠাকুরের জননী হয়েছিলেন।*
🪷🪷🪷🪷🪷🪷🌷🪷🪷🪷🪷🪷🪷
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 চতুর্থ 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/gouranga4.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৩৭) শ্রীগৌরাঙ্গের চরিতসুধা*
*নিশি সঙ্কীর্তন ও অলৌকিক ভাব প্রকাশ*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*🌳আর একদিন বরাহ অবতারের শ্লোক শ্রবণ করে, গৌরসুন্দরের বরাহাবতার হবার বাসনা জন্মিল।তিনি ছুটে মুরারি গুপ্তের বাড়ীতে উপস্থিত হলেন। মুরারি গুপ্ত সসম্মানে গৌরহরিকে অভ্যর্থনা করলেন। ভাবনিধি গৌরহরি "শূকর শূকর" বলে চিৎকার করে উঠলেন ; এবং সামনে জলপাত্র দেখে,সেটি দাঁত দিয়ে উঠালেন।বৈষ্ণবাচার্য্যগণ বললেন,মুরারি গুপ্ত!সে সময় গৌরহরিকে প্রকৃতরূপে বরাহমূর্তি ধারণ করতে দেখেছিলেন। গৌরহরির এ-সকল অলৌকিক দৃশ্য ভক্তগণ দর্শন করেছিলেন।*
*🌹🌹গৌর-নিত্যানন্দ মিলন🌹🌹*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*🌻শ্রীপাদ নিত্যানন্দপ্রভু রাঢ়দেশের অন্তর্গত একচক্রা গ্রামে,১৭০৭ শকে ফাল্গুন মাসে শুক্ল ত্রয়োদশী তিথিতে জন্মগ্রহণ করেন।পিতার নাম হাড়াই ওঝা, মাতা পদ্মাবতী।হাড়াই ওঝা সুখ ও শান্তিতে বাস করছিলেন, এমন সময়ে অকস্মাৎ এক ঘটনা উপস্থিত হল।এক সন্ন্যাসী একচক্রায় আগমন করে হাড়াই ওঝার বাড়ীতে আতিথ্য গ্রহণ করেন, সরলচিত্ত হাড়াই ওঝা সন্ন্যাসীকে যথোচিত সম্মান প্রদর্শন করে,তাঁকে আপন বাড়ীতে সম্মানের সঙ্গে রাখলেন।আগন্তুক তাঁর বাড়ীতে আশ্রয় লাভ করে,গৃহস্বামী ব্রাহ্মণের মধুর আলাপনে পরম পরিতোষ লাভ করলেন।হাড়াই ওঝা ও সন্ন্যাসী উভয়েই ভক্তিপথের পথিক--,উভয়েই ধর্মানুরাগী।হাড়াই ওঝার সঙ্গে সন্ন্যাসীর সারারাত্রি কৃষ্ণকথা প্রসঙ্গে অতিবাহিত হল।এই ভগবৎ কথা আস্বাদন করে উভয়েই পরম প্রীতি লাভ করলেন। সন্ন্যাসী ইতিপূর্বেই মনে একটি বাসনা করেছিলেন।তাঁর ইচ্ছা হয়েছিল, তিনি হাড়াই ওঝার কাছ হতে তাঁর পুত্র নিত্যানন্দকে ভিক্ষা স্বরূপ প্রার্থনা করবেন।তাই তিনি হাড়াই পন্ডিতকে বললেন, আমি নানাতীর্থে বিচরণ করি, কিন্তু আমার কোন সঙ্গী নাই ; তোমার এই বালকটি পেলে, আমি তাকে নানা জায়গা পরিদর্শন করাব ও বিশেষ যত্নসহকারে তাকে রক্ষা করব। তুমি তোমার এই বালকটিকে আমায় দাও। অতিথির কাছে এইকথা শুনে শিহরিয়ে উঠলেন।তাঁর অঙ্গ কাঁপতে লাগল, নিতাই তাঁর প্রাণ অপেক্ষাও প্রিয়তর,তিনি সন্তানকে বিদায় দিয়ে, কিভাবে জীবন ধারণ করবেন! তা কিছুই স্থির করতে পারলেন না।অথচ সন্ন্যাসীর প্রার্থনা পূর্ণ না করলেও চরম অধর্ম হবে। তিনি সন্ন্যাসীকে বললেন,এ বিষয়ে আমার পত্নীর একটা মতামত গ্রহণের আবশ্যক।এই বলে তিনি পদ্মাবতীর কাছে গিয়ে,সন্ন্যাসীর প্রার্থনা বললেন।পদ্মাবতী ধর্মপরায়ণা নারী ; তিনি ভাবলেন সন্ন্যাসীর প্রার্থনা পূর্ণ না করলে,চরম অধর্ম হবে। তিনি সেজন্য স্বামীকে বললেন, তুমি যা ভাল মনে কর, তাই করো।হাড়াই পন্ডিত পত্নীর কাছ হতে কোন নিষেধ বাক্য না শুনে, সন্ন্যাসীর কাছে গিয়ে নত মস্তকে তাঁর প্রাণাপেক্ষাও প্রিয়তম পুত্রকে সন্ন্যাসীর হাতে তুলে দিলেন।*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 চতুর্থ 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/gouranga4.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৩৮) শ্রীগৌরাঙ্গের চরিতসুধা*
*শ্রীগৌরহরি নিত্যানন্দ মিলন*
****************************
*🍀সন্ন্যাসী, বালক নিত্যানন্দের হাত ধরে হাড়াই পন্ডিতের বাড়ী হতে নিষ্কান্ত (বহির্গত) হলেন।এদিকে পুত্রকে সন্ন্যাসীর হাতে প্রদান করে হাড়াই পন্ডিত মূর্ছিত হয়ে ভূতলে পড়ে গেলেন।তিনি সেই অবধি অন্তিমকাল পর্য্যন্ত প্রায় মনমরা হয়ে সংসারে বাস করেছিলেন।পুত্রকে বিদায় দিয়ে তিনি প্রায় তিনমাস একরকম অন্নজল গ্রহণ করেননি।এদিকে নিত্যানন্দ সন্ন্যাসীর সঙ্গে ভারতের বহু দেশে ও নানা তীর্থে পর্য্যটন করতে লাগলেন।*
*🌳তিনি নানা জায়গা ভ্রমণ করে মথুরাতে এসে বাস করতে লাগলেন।নিত্যানন্দ সাধু সঙ্গে বিচরণ করে,নিজের মনপ্রাণকে দারুণ ভাবে পূর্ণ করেছিলেন।ভক্তিরসে তাঁর চিত্ত সদাসর্বদা পরিপ্লুত হয়ে থাকত।বাল্য জীবন হতে সংসারের সুখ ও আনন্দকে জলাঞ্জলী দিয়ে, পরম বৈরাগীর মতো জীবন ধারণ করতেন।তাঁর আহার ও পরিচ্ছদের দিকে কিছুমাত্র দৃষ্টি ছিল না।তিনি কখনও অনাহারে,কখনও বা সামান্য কিছু আহার করে জীবন ধারণ করতেন।সেই আহার,তাও কেউ যখন স্বেচ্ছাক্রমে কিছু প্রদান করত,তবেই তা গ্রহণ করতেন, নতুবা অনশনেই দিন যাপন করতেন। তিনি যখন মথুরাতে বাস করছিলেন, তখন ভগবৎ-প্রেমরসে সর্বদাই বিভোর হয়ে থাকতেন।তাঁর স্বভাব বালকের ন্যায় ছিল।তিনি বৃন্দাবনে বালকের ন্যায়, কখন খেলাধূলা করতেন,কখনও ভগবৎপ্রেমে বিভোর হয়ে ভূমিতে পড়ে গড়াগদিতেন ; তাঁর সুন্দর কোমল অঙ্গ সর্বদা ধূলায় ধূসরিত হয়ে থাকত।নিত্যানন্দ যখন মথুরায় এইভাবে দিন যাপন করছেন,তখন নবদ্বীপে শ্রীগৌরাঙ্গসুন্দর ভক্ত সঙ্গে সংকীর্তন কোরে, ভগবদ্ভক্তহীন ব্যক্তিদের কঠিন প্রাণ দ্রবীভূত করছিলেন।*
*🍀এক ভক্তের হৃদয়তন্ত্রী ভগবানের প্রেমাঙ্গুলির আঘাতে বেজে উঠিলে, অন্য ভক্তের হৃদয়েও সে ঝঙ্কার প্রবেশ করে তাঁর চিত্তকে বিমোহিত করে তুলে। গৌরহরি যখন নবদ্বীপে মত্ত মাতঙ্গের ন্যায় ভাবাবেশে কীর্তন করতেন,তখন তিনি নিত্যানন্দের অভাব বড়ই অনুভব করতেন।নিত্যানন্দও বৃন্দাবনে থেকে শুনতেন,শ্রীগৌরাঙ্গ নবদ্বীপে ভক্তসঙ্গে মধুর কীর্তনে লোকের প্রাণ মুগ্ধ করেছেন, তাঁর চিত্ত এই প্রেমস্রোতে ভাসাবার জন্য,ব্যাকুল হয়ে উঠলেন। তিনি আর স্থির থাকতে পারলেন না, গৌরাঙ্গের জন্মভূমি,প্রেমভক্তি প্রচারের উৎসস্বরূপ নবদ্বীপে আগমন করলেন, এবং নন্দন আচার্য্যের ভবনে আতিথ্য গ্রহণ করলেন।*
*🌺নন্দন আচার্য্য অবধূত নিত্যানন্দকে পেয়ে যেন কোন স্বর্গের দেবতা লাভ করলেন বলে মনে করতে লাগলেন।নিতাইচাঁদ কৃষ্ণপ্রেমে কখনও কাঁদতেন, কখনও বা হাসিতেন, কখনও আবার হুঙ্কার রবে "কৃষ্ণ কৃষ্ণ" বলে চিৎকার করে উঠতেন।নিত্যানন্দের আগমন বার্তা চারিদিকে প্রচারিত হল।অদ্বৈত- প্রমুখ বৈষ্ণব ভক্তগণ,একটি নবযুগের আবির্ভাব প্রতীক্ষা করছিলেন।নিত্যানন্দের অদ্ভুত ভক্তিভাবের কথা কারও অজানা ছিল না ; বৈষ্ণবগণ মনে মনে ভাবতে লাগলেন,তিনি গৌরহরির সঙ্গে মিলিত হলে,নবদ্বীপে ভক্তিনদী প্রবাহিত হবে।ভক্তচূড়মণি শ্রীগৌরসুন্দরের কানে নিত্যানন্দের আগমন বার্তা প্রবেশ করলে, আনন্দে তাঁর হৃদয় নৃত্য করতে লাগল।তিনি পুলকিত অন্তরে তাঁর সঙ্গীদের কাছে গিয়ে,এ বিষয়ের একটি স্বপ্ন বৃত্তান্ত উল্লেখ করে বললেন, আজ রাত্রিতে এক আশ্চর্য্য স্বপ্ন দেখেছি, দেখলাম, একটি রথ এসে আমার বাড়ীর সামনে এসে দাঁড়াল। এক ব্যক্তি সেই রথে বসে আছেন, তাঁর প্রকান্ড শরীর, সৌম্যমূর্তি, তিনি নীলবসন পড়ে আছেন,কর্ণে কুন্ডল ঝুলছে। তিনি আমায় জিজ্ঞাসা করলেন, এটা কি নিমাই পন্ডিতের বাড়ী? আমি তাঁর কথা শুনে জিজ্ঞাসা করলাম, "আপনি কোন মহাপুরুষ?তিনি হেসে বললেন, ভাই! আগামীকাল তোমার সঙ্গে আমার পরিচয় হবে।" তাঁর কথা শুনে, আনন্দে আমার প্রাণ পূর্ণ হয়ে গেল।সঙ্গীদেরকে গৌরসুন্দর স্বপ্নকথা বলে ভাবে বিভোর হয়ে পড়লেন, এবং "মদ্য আন,মদ্য আন" বলে চিৎকার করতে লাগলেন।গৌরসুন্দরের এইকথা শুনে শ্রীবাস পন্ডিত বললেন, ভাই!তুমি যে মদ্য চাইছ, সে মদ্য তোমারই কাছে আছে, তুমি যাকে তা বিলাও, সেই তা পায়।*
*🌷শ্রীবাস পন্ডিত বোলে শুন হে গোসাঞি।*
*🌷যে মদির চাহ তুমি সে তোমার ঠাঞি।।*
*🌷তুমি যারে বিলাও, সেই তাহা পায়।*
*🌹এইকথা শোনার কিছুক্ষণ পরে শ্রীগৌরহরি মৃদু হেসে বললেন,এসো আমরা সকলে মিলে নন্দন আচার্য্যের গৃহে গিয়ে নিত্যানন্দের সঙ্গে সাক্ষাৎ করতে যাই।ভক্তগণ মহাপ্রভুর আদেশে "জয় কৃষ্ণ" বলতে বলতে উল্লসিত হয়ে অবধূত, কৃষ্ণপ্রেমিক মহাভক্ত নিত্যানন্দকে দেখবার জন্য গমন করলেন।বিশ্বম্ভর তাঁর সামনে গিয়ে দাঁড়ালেন।নিত্যানন্দ যাঁর জন্য ব্যাকুল হয়ে নবদ্বীপে আগমন করেছেন,আজ সেই গৌরসুন্দরকে সম্মুখে দেখে,অনিমিষ নয়নে তাকিয়ে রইলেন। ক্ষণকাল পরে গৌরহরি শ্রীবাসকে ভাগবতের একটি শ্লোক পাঠ করতে ইঙ্গিত করলেন।শ্রীবাস ইঙ্গিতানুসারে শ্রীকৃষ্ণ বিষয়ক একটি শ্লোক পাঠ করিবামাত্র নিতাইচাঁদ মূর্ছিত হয়ে পড়লেন।বিশ্বম্ভর তাঁর এই ভাবাবেশ দেখে, বললেন--, "আবার পড়,আবার পড়" বলতে লাগলেন।তারপর নিত্যানন্দ একটু চেতনা লাভ করে, সিংহ-নাদে কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করতে লাগলেন, মাটিতে পুনঃপুনঃ আছাড় খেতে লাগলেন; উচ্চৈঃস্বরে ক্রন্দন করতে লাগলেন।তাঁর এই উন্মত্তপ্রায় অবস্থা দেখে ভক্ত বৈষ্ণবগণের প্রাণে ভীতির সঞ্চার হল। অবশেষে করুণাময় গৌরহরি নিত্যানন্দকে কোলে কোরে বসিলেন।*
🙏🙏🙏🙏🙏🙏🪔🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 চতুর্থ 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/gouranga4.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৩৯) শ্রীগৌরাঙ্গের চরিতসুধা*
*শ্রীগৌর নিত্যানন্দ মিলন*
************************
*🍀শ্রীগৌর নিত্যানন্দের মধ্যে এই অপূর্ব ভক্তলীলার সৌন্দর্য্য দেখে বিমুগ্ধ হয়ে পড়লেন।সাধুগণকে কিভাবে সম্মান করতে হয় তা গৌরহরি নিজ জীবনে দেখিয়ে দিলেন। তিনি নিত্যানন্দের স্তুতি করতে আরম্ভ করলেন, এবং প্রেমে গদগদ হয়ে নিত্যানন্দকে বললেন, শ্রীপাদ! শ্রীকৃষ্ণ তোমাতে অবতীর্ণ হয়েছেন,তোমাকে ভজনা করলে জীব কৃষ্ণভক্তি লাভ করতে পারে।*
*তারপর শ্রীগৌরহরি তাঁর আগমনের কারণ জিজ্ঞাসা করলে,তিনি বিনম্রভাবে বললেন,বহুদেশ পর্য্যটন করলাম, কিন্তু শ্রীকৃষ্ণের দেখা কোথাও পেলাম না ; কত লোককে জিজ্ঞাসা করলাম, কোথায় কৃষ্ণ, তাঁকে দর্শন করে আমি আমার তাপিত জীবন শীতল করব? কেউ কোন সন্ধান দিতে পারল না।তারপর শুনলাম,শ্রীকৃষ্ণ গৌরবেশে নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন ; সেখানে গেলে অবশ্যই শ্রীকৃষ্ণকে শ্রীগৌররূপে দর্শন হবে। নবদ্বীপে তিনি সদা হরিনাম সংকীর্তনে বিভোর হয়ে আছেন, আমি পাতকী, ঐকথা শোনার পর পরিত্রাণ লাভের জন্য এখানে আসিলাম। দুই ভক্তের হৃদয়ে প্রেম-নদী প্রবাহিত হতে লাগল ; উভয়ের হৃদয়ে প্রেম-তরঙ্গ উথলিত হল। গৌর-নিতাইয়ের মিলনে, বঙ্গদেশে এক নূতন যুগের সৃষ্টি হল। গঙ্গা-যমুনার মিলনের ন্যায়, ভারতভূমিতে প্রেমভক্তির নবস্রোত প্রবাহিত হতে আরম্ভ হল।*
*নিতাইচাঁদ সরল শিশুর মতো বিচরণ করতেন।যখন গঙ্গায় স্নান করতে যেতেন, তখন আনন্দে জলে সাঁতার দিতেন,জলে বড় কোন জলজন্তু দেখলে ধরতে যেতেন।একদিন গৌরহরি স্নান করছেন,এমন সময় গৌরহরি নিত্যানন্দকে বললেন, শ্রীপাদ!আজ যে ব্যাসপূজা।কোথায় ব্যাস পূজা হবে?শ্রীবাসের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন,এই বামুনের বাড়ীতে।বেদব্যাসের সব পূজার আয়োজন হল, শ্রীবাস একছড়া বন-ফুলের মালা,সুগন্ধে লেপে, নিত্যানন্দের হাতে দিয়ে বললেন, ব্যাসদেবের উদ্দেশ্যে পূজার স্থানে এই মালা অর্পণ কর। নিত্যানন্দ মালা হাতে করে চারিদিক তাকিয়ে অবশেষে গৌরহরির গলায় পরিয়ে দিলেন। 🙏পরম বৈষ্ণব লেখকগণ বলেন,সেই সময় শ্রীগৌরহরি নিত্যানন্দের নিকট ষড়ভূজ মূর্তি প্রকাশ করেছিলেন।🙏নিত্যানন্দ সেই মূরতি দর্শন করে মূর্ছিত হয়ে পড়লেন।গৌরাঙ্গ তারপরে তাঁর শ্রীঅঙ্গে হাত বুলাতে লাগলেন, চেতনা ফিরে পেলেন। ব্যাসপূজা সমাপনান্তে গৌরসুন্দর কীর্তন করতে বললেন। ভক্তবৃন্দ মহোল্লাসে কীর্তন আরম্ভ করলে, গৌর-নিতাই হাত ধরাধরি করে নৃত্য করতে লাগলেন।শচীদেবী যখন দেখলেন,তাঁর পুত্র ও নিতাই পরস্পর হাত ধরে নৃত্য করছেন, তখন তাঁর আর আনন্দের সীমা রইল না।তিনি নিতাইকে বিশ্বরূপের মতো নিজের পুত্রজ্ঞানে স্নেহ করতেন।*
*শ্রীগৌরাঙ্গ, নিত্যানন্দ প্রভৃতি ভক্তগণ নিয়ে একদিন হরিগুণ কীর্তনে আনন্দে সময় অতিবাহিত করছেন, এমন সময় গৌরহরি, "নাড়া কোথায় গেল" বলে চিৎকার করে উঠলেন। ভক্তগণ বুঝতে পারলেন যে, মহাপ্রভু অদ্বতাচার্য্যকে লক্ষ্য করে ডাকছেন। অদ্বৈতাচার্য্য কিন্তু শান্তিপুরে নিজ বাস ভবনে আছেন। গৌরহরি, শ্রীবাস পন্ডিতের ভাই, রামাই পন্ডিতকে বললেন, তুমি শান্তিপুরে গিয়ে নাড়াকে নিয়ে এসো।রামাই গৌরহরি আজ্ঞা পেয়ে তৎক্ষণাৎ শান্তিপুরের দিকে ছুটলেন, এবং অদ্বৈত ভবনে উপস্থিত হয়ে,শ্রীগৌরাঙ্গের সমস্ত কথা তিনি বললেন। এবং তারসঙ্গে নবদ্বীপে ভক্তদলের মধ্যে হরিপ্রেমের কিরকম তরঙ্গ উঠেছে তারও কিঞ্চিৎ আভাস দিলেন।শ্রীগৌরাঙ্গ যে শ্রীকৃষ্ণের অবতার, অদ্বৈতাচার্য্যের মনে এ বিশ্বাস অনেকদিন হতে স্থান পেয়েছিল, এখন তাঁর বিশ্বাস ক্রমে দৃঢ়তর হয়ে উঠিল।তিনি রামাই পন্ডিতে কাছে সব কথা শুনে, একটু আমোদ করে বললেন,শ্রীকৃষ্ণের তো আর কাজ নেই, তিনি নবদ্বীপে এসে অবতার হয়েছেন। এই কথাগুলি বলার পর তাঁর নয়ন হতে আনন্দাশ্রু নির্গত হতে লাগল। তিনি তাঁর পত্নী সীতাদেবীকে নবদ্বীপের সব কথা বললেন।স্বামীর মুখে গৌরলীলার কথা শুনে,তাঁর পত্নীর নয়ন হতেও আনন্দধারা বহিতে লাগল।অবশেষে এই আনন্দমেলায় যোগদান করবার জন্য আচার্য্য সস্ত্রীক নবদ্বীপে গমন করলেন।*
*আচার্য্য যখন শান্তিপুর হতে নবদ্বীপের পথে যাচ্ছিলেন,তখন তিনি বলেছিলেন, নিমাই যদি যথার্থই শ্রীকৃষ্ণের অবতার হন, তাহলে, তিনি এমন কোন কার্য্য প্রদর্শন করবেন, যাতে আমি প্রকৃতরূপে তাঁর অবতারত্বে পরিপূর্ণ ভাবে বিশ্বাস স্থাপন করতে পারি।আচার্য্য নবদ্বীপে উপস্থিত হয়েই, গৌরাঙ্গের সভায় উপস্থিত হলেন। 🔶বৈষ্ণবাচার্য্যগণ বলেন, আচার্য্যের মনে নিজের অবতারত্বের বিশ্বাস উৎপাদন করবার জন্য, বৃদ্ধের মস্তকোপরি নিজের পদযুগল স্থাপন করেছিলেন। তখন আচার্য্যের সকল সংশয় দূর হয়েছিল। যাঁর জন্য তিনি কত সময় সকাতরে প্রার্থনা করেছিলেন,কতদিন তিনি অনাহারে দিন যাপন করেছিলেন, এখন সে গৌরাঙ্গ দর্শনে সে আশা পূর্ণ হল।তাঁর মনপ্রাণ আনন্দে নৃত্য করতে লাগিল। আবার শোনা যায় আচার্য্য, নন্দন আচার্য্যের গৃহে লুকিয়ে ছিলেন, সত্য গৌর শ্রীকৃষ্ণ কিনা পরীক্ষা করবার জন্য। যাইহোক,আচার্য্যের আগমনে ভক্তগণের মধ্যে আরো আনন্দে মেতে উঠিলেন।নিত্যানন্দের সঙ্গে অদ্বৈতাচার্য্যের পরিচয় হল। তাঁরা সকলে মিলে মনের আনন্দে কীর্তন করতে লাগলেন।*
🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 চতুর্থ 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/gouranga4.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৪০) শ্রীগৌরাঙ্গের চরিতসুধা*
*শ্রীগৌরাঙ্গের "প্রেমনিধি"*
***********************
*🍀শ্রীগৌরসুন্দর নিত্যানন্দ প্রভৃতি ভক্তগণের সঙ্গে সংকীর্তন করছেন, এমন সময়ে তিনি "পুন্ডরীক বাপ রে" বলে ক্রন্দন করে উঠলেন।ভক্তগণ মহাপ্রভুর শ্রীমুখ হতে "পুন্ডরীকের" নাম শুনে, পুন্ডরীক কে, তা বুঝতে পারলেন না।ভক্তগণ বুঝলেন,গৌরসুন্দরের শ্রীমুখ হতে যখন পুন্ডরীকের নাম উচ্চারিত হচ্ছে, তখন ইনি নিশ্চয়ই একজন পরমভক্ত হবেন।তাঁরা উৎসুক চিত্তে শ্রীগৌরাঙ্গকে জিজ্ঞাসা করলেন, প্রভো! পুন্ডরীক কে? মহাপ্রভু বললেন,"পুন্ডরীক বিদ্যানিধি চট্টগ্রাম নিবাসী ; তিনি ঐশ্বর্য্যশালী, তাঁকে দেখলে ভক্ত বলে মনে হবে না, একজন বিলাসী পুরুষ বলেই বোধ হবে। গৌরহরি এইকথা বলতে বলতে অশ্রুবর্ষণ করতে লাগলেন।তারপর ভক্তগণকে বললেন, "তোমরা প্রেমাকর্ষণ দ্বারা তাঁকে এখানে নিয়ে এসো ; তাঁকে দেখবার জন্য আমার প্রাণ বড় ব্যাকুল হয়েছে।*
*🌷তাঁরে না দেখিয়া আমার স্বাস্থ্য নাহি পাই।*
*🌷সবে তাঁরে আকর্ষিয়া আনহ এথাই।।*
*🌷কহি তাঁর কথা প্রভু আবিষ্ট হইলা।*
*🌷"পুন্ডরীক বাপ" বলি কাঁদিতে লাগিলা।।*
*(শ্রীচৈঃভাঃ)*
*🍀চুম্বকের আকর্ষণী শক্তির মতো প্রেমেরও আকর্ষণী শক্তি আছে।যে সময় গৌরসুন্দর বিদ্যানিধিকে দেখবার জন্য ব্যাকুল হয়েছিলেন, সে সময় পুন্ডরীক বিদ্যানিধির মনও, শ্রীগৌরসুন্দরকে দেখবার লালসায় ব্যাকুল হয়ে উঠেছিলেন। তিনি চট্টগ্রাম হতে নবদ্বীপে আগমন করলেন। এখানে তাঁর বাসস্থান আছে। তিনি যখন আগমন করলেন, তখন তাঁর সঙ্গে অনেক দাসদাসী, ও বহুবিধ দ্রব্যসম্ভার নিয়ে এসেছিলেন।নবদ্বীপে আগমন করে তিনি রাজকুমারের ন্যায় নিজ বাড়ীতে বসবাস করতে লাগলেন। পুন্ডরীক বিদ্যানিধি নবদ্বীপে আগমন করলে, মুকুন্দ দত্ত তাঁর বন্ধু, শ্রীমাধব মিশ্রের পুত্র পরম ভাগবত গদাধর পন্ডিতকে সঙ্গে নিয়ে বিদ্যানিধির সঙ্গে সাক্ষাৎ করতে গমন করলেন।পুন্ডরীক হিঙ্গুলবর্ণে রঞ্জিত অতি সুন্দর একটি সুকোমল শয্যাপরি সুন্দর সুন্দর বালিশ নিয়ে মনোসুখে বসে আছেন। একেবারে মহারাজার মতো।তাঁর দুই পার্শ্বে পিকদানী ও সম্মুখে ডিবেভরা পাকা পান শোভা পাচ্ছে।গৃহের চারিদিকে নানারকম শোভনীয় বস্তুসব সজ্জিত রয়েছে।মুকুন্দ দত্ত গদাধরকে নিয়ে তাঁর ভবনে উপস্থিত হলে,পুন্ডরীক মুকুন্দকে বললেন, তোমার সঙ্গে যিনি এসেছেন তিনি কে?মুকুন্দ বললেন, ইঁনার নাম গদাধর পন্ডিত, শ্রীমাধব মিশ্রের পুত্র, পরমভক্ত।পুন্ডরীক গদাধরের পরিচয় পেয়ে পরম আনন্দ পেলেন।*
*🌹গদাধর বিদ্যানিধির বিলাসিতা দেখে মনে মনে ভাবতে লাগলেন, মহাপ্রভু ইঁনাকে পরমভক্ত বলেন, ইঁনাকে দেখবার জন্য গৌরহরি ব্যাকুল হয়ে রোদন করছেন! কিন্তু এ ব্যক্তি তো বিষয়ীর চূড়ান্ত ও বিলাসী বলেই বোধ হচ্ছে।মুকুন্দ দত্ত গদাধরের মনের ভাব বুঝতে পেরে, পুন্ডরীকের প্রকৃত পরিচয় কি, তা প্রকাশ করবার ইচ্ছে করলেন।তিনি শ্রীমদ্ভাগবতের ভক্তি-উদ্দীপক একটি শ্লোক আবৃত্তি করলেন। মুকুন্দের রসনা হতে মধুর ভাগবতের শ্লোক শোনামাত্র পুন্ডরীক বিদ্যানিধি ভাবাবেশে সুকোমল দুগ্ধফেনিনিভ শয্যা হতে ভূতলে পড়ে, ঘন ঘন পদদ্দয় সঞ্চালন ও "কৃষ্ণ কৃষ্ণ" বলে রোদন করতে লাগলেন।তাঁর অঙ্গ সঞ্চালনে গৃহের সুসজ্জিত দ্রব্যাদি ছিন্নভিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল।আবার কোন কোন দ্রব্য ভেঙ্গে চুরমার হয়ে গেল।ভাগবতের শ্লোক শুনে তিনি এতই অধীর হয়ে পড়লেন যে,তিনি নিজের সুন্দর পরিধেয় বস্ত্র মাটিতে গড়াগড়ি দেবার ফলে মলিন হয়ে গেল।যখন মুকুন্দ শ্লোক পাঠ করছিলেন তখন তিনি মাটিতে গড়াগড়ি দিচ্ছিলেন। গড়াগড়ি দিতে দিতে তিনি মূর্ছিত হয়ে পড়লেন।*
*🌺গদাধর পন্ডিত মনে মনে যা ভেবেছিলেন, পুন্ডরীকের মধ্যে তার বিপরীত ভাব দেখে তিনি অবাক হয়ে গেলেন।যাঁকে তিনি ঘোর বিষয়ী, বিলাসী মনে করেছিলেন,এখন দেখলেন,তাঁর ঐশ্বর্য্যের আড়ালে অনাসক্তির অসি লম্বমান রয়েছে, আর কৃষ্ণপ্রেমরূপ অমূল্য প্রেমরত্ন বিরাজ করছে।সেই রত্নের শুভ্র জ্যোতিতে তাঁর অন্তর্জ্জগৎ আলোকিত।তখন গদাধর বুঝলেন, বিদ্যানিধি বিষয়ী নন, তিনি অকপট কৃষ্ণপ্রেমিক।*
*🌲এমন অকপট কৃষ্ণপ্রেমিককে দর্শন করে গদাধর নিজেকে কৃতার্থ বোধ করতে লাগলেন। তিনি মুকন্দকে আলিঙ্গন করে বললেন, মুকুন্দ তুমি, আমার যথার্থ বন্ধুর কাজ করলে,তুমি এমন পরমভক্তকে দেখিয়ে আমার যথার্থ উপকার করলে। সত্যি বলছি, বিলাসীতার মধ্যে এত কৃষ্ণপ্রেম আমি আর কখনও দেখি নাই।এইরকম ভক্ত দর্শনে জীবন পবিত্র হয়।গদাধর বন্ধুর কাছে এইসব কথা বলে তিনি বিদ্যানিধির নিকট দীক্ষা গ্রহণের অভিলাষ জ্ঞাপন করলেন।মুকুন্দ, দীক্ষা গ্রহণের কথা জ্ঞাপন করাতে, তিনি ভাল ভাল বলে আনন্দ প্রকাশ করলেন*।
*☘কথায় কথায় সন্ধ্যা অতীত হয়ে গিয়েছে। মুকুন্দ বিদ্যানিধিকে সঙ্গে নিয়ে গৌরহরির নিকটে উপস্থিত হলেন।ইতঃপূর্বেই মহাপ্রভু তাঁর আগমন বার্তা শুনেছিলেন।পুন্ডরীক গৌরাঙ্গের মোহনমূর্তি দেখা মাত্র,ভাবের উচ্ছাসে একেবারে সংজ্ঞাহীন হয়ে পড়লেন।মহাপ্রভুর ভক্তগণ সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু ইনিই সেই পুন্ডরীক বিদ্যানিধি তা তাঁরা প্রথমে বুঝতে পারেন নাই।বিদ্যানিধির ভাব দেখে সকল ভক্তগণ ক্রন্দন করতে লাগলেন।তখন গৌরসুন্দর "বাপ পুন্ডরীক"বলে তাঁকে বক্ষে জড়িয়ে ধরে মহাপ্রভুও ক্রন্দন করতে লাগলেন।ভক্তগণ তখন নবাগত ব্যক্তির পরিচয় পেলেন। তারপর ভক্তগণ কীর্তন আরম্ভ করলেন।যেন চারিদিকে প্রেমের ঢেউ উঠতে লাগিল।ভক্তদলের মাঝে, গৌরহরি পুন্ডরীক বিদ্যানিধিকে বক্ষে জড়িয়ে ধরে বললেন, "ইঁনার পদবী আজ হতে, "প্রেমনিধি"।মহাপ্রভুর রসনা হতে বিদ্যানিধির নব উপাধি ব্যক্ত হইবামাত্র ভক্তবৃন্দ উর্দ্ধবাহু হয়ে আনন্দে "হরিধ্বনি " করে উঠিলেন।*
*🌹তারপর সবার হৃদয়ের ভাবতরঙ্গ কিছু প্রশমিত হলে, মুকুন্দ গৌরহরিকে বললেন, বিদ্যানিধির নিকট গদাধরের দীক্ষার বাসনার কথা।গৌরহরি এই শুভ সংবাদে পরম আনন্দ প্রকাশ করে তাড়াতাড়ি এই কাজ সমাধা করতে বললেন।পুন্ডরীক প্রেমনিধি অতি প্রসন্নমনে গদাধরকে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত করলেন।*
*🍀যাঁর হৃদয়ে যথার্থ ভগবদ্ভক্তি জন্মিয়েছে, তিনি ঐশ্বর্য্যশালী হয়ে বিষয়-কার্য্যে লিপ্ত থাকলেও তাঁর হৃদয় মুক্তভাবেই অবস্থিতি করে। সকল মুনি ঋষিগণ বলেন যে, এইরকম ব্যক্তির মন পদ্মপত্রের জলের মতোই অবস্থিতি করে।সংসারের আবর্জনা ও ক্লেদ তাঁর হৃদয় মলিন করতে পারে না।পুন্ডরীক বিদ্যানিধি বাইরে বিষয়ী, অন্তরে কৃষ্ণপ্রেমে পরিপূর্ণ ছিলেন।শ্রীগৌরহরি কৃষ্ণপ্রেমিক সংসারী লোকদের কিরকম শ্রদ্ধা করতেন, বিদ্যানিধি তার দৃষ্টান্ত।*
🙏🙏🙏🙏🙏🙏🌻🙏🙏🙏🙏🙏🙏
🔜 ক্রমাগত 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 পঞ্চম 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/10/gouranga5.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
꧁👇 📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-
শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 👇👇🙏👇👇 📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 দ্বিতীয় ভাগ ꧂ পদ - পদাবলী 🙏 গৌরচন্দ্রিকা 🙏 ব্যাখ্যা ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/03/krishna.html ✧═══════════•❁❀❁•═══════════✧ সুধী ভক্তবৃন্দ যে লীলা অধ্যায়নের করতে চান নিম্নে লিংকের উপর ক্লিক করুন 👇👇👇 ✧═══════════•❁❀❁•═════...
শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শিবরাত্রি ব্রতকথা ꧂ শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓ শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓ শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_54.html ✧═══════════•❁❀❁•═══════════✧ পুরাক...
ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ꧂ https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ *বিবেক বৈরাগ্য দিয়া দু'গলুই করিল।* *ধৈর্য্য তাহার উপর দাঁড়া করিল।।* *আসক্তির তক্তা আনি তাহাতে জুড়িল।* *লালসার পাতান লোহা তাহাতে গড়িল।।* *নববিধা ভক্তি দিয়া নয়টি গুড়া দিল।* *সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল।।* *মন রূপী পাল তাহে উড়াইয়া দিল। *সাধুসঙ্গ কাণি দড়ি চৌদিকে আঁটিল।।* নৌকা গঠন তত্ব দ্বারা।---------------- শ্রী গোবিন্দ আমার সখাদের সঙ্গে গো-চারণ করিতে করিতে সেই কথা মনে পড়েছে, কোন কথা,গোলোক বৃন্দাবনের কথা, ভাই সুবলকে ডেকে বললেন,ওরে ভাই সুবল সখা, আজ আমি যমুন...
🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html
👉 মতানুসারে 👉 https://drive.google.com/file/d/1lS0aV1XBKbzRfve110-R6hJEsX3JHoMQ/view?usp=drivesdk ✧ ══════════•❁❀🙇❀❁•══════════✧ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ✧ ══════════•❁❀🙇❀❁•══════════✧ 🔘👉🏠Home🏠 🔘👉📝সূচীপত্র📝 🔘👉📚PDF গ্রন্থ📚 🔘👉✉️WhatsApp Chanel✉️ 🔘👉Apps 🔘👉🌐Google Drive🌐 🔘👉 শ্রীশ্রীরাধাকান্ত মঠ🚩শ্রীশ্রীগৌর গম্ভীরা🐚শ্রীধাম পুরী🐚 🔘👉 🗓️ ব্রত তালিকা 🗓️ শ্রীগিরিগোবর্ধন 🙇 🔘👉 🗓️ ব্রত তালিকা 🗓️ শ্রীরাধাকুণ্ড 🙇 🔘👉🖼️ধর্মীয় চিত্রপট🖼️ 🔘 👉 📝শ্রী জয়দেব দাঁ📝 🔘👉📝শ্রী গোপীশরণ দাস📝 🔘👉📝শ্রী দীপ বাগুই📝 🔘👉 🎶শ্রীমতী কুঞ্জশ্রী দাশগুপ্ত🎶 🔘👉📝শ্রী মৃন্ময় নন্দী📝 ✧══════════•❁❀🙇❀❁•══════════✧ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ✧ ══════════•❁❀🙇❀❁•══════════✧ ✧══════════•❁❀🙇❀❁•══════════✧ 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 *শচীসুতাষ্টকম্ ✍️ শ্রীশ্রী সার্বভৌম ভট্টাচার্য্য বিরচিতং 🙏 সংগৃহীত 🙏 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📝 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.bl...
শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/home-page-pdf-httpsmrinmoynandy_25.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ...
মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ৪২. ব্রহ্মা এবং মহেশ্বর যাঁর আরাধনা করেন 🙇 মনোশিক্ষা🙏 দ্বিতীয় ভাগ🙏শ্রী প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *(৪২)🔥🔥মনো শিক্ষা 🔥🔥* •••••••••••••••••••••••••••••••••••••• *ওরে মন! বিচারিয়া দেখ না হৃদয়* *ধনে জনে যত আর্তি,বাড়ে বই নহে নিবৃত্তি,* *হরি-পদে হৈলে কি না হয়।।* *যা ভাবিলে হবে নাই,তাই ভেবে কাট আই,* *ভাবিলে যে পাও তা না কর।* *লক্ষকোটি যার ধন,সে কি পায় এক মণ,* *বুঝি কেনে ধৈরয না ধর।।* *খাওয়া পরা ভাল চাও,তাই কি ভাবিলে পাও,* *পূর্ব-জন্মার্জিত সেই পাবে।* *কার ধন চিরস্থায়ী,না গণ'আপন আই,* *কত কাল তুমি বা বাঁচিবে।।* *অজ ভব ভবে যাঁরে,কি মদে পাসর তাঁরে,* *"হরি" ভুলি জীয় কোন্ কাজে।* *"হরিনাম"যাতে নাই,সে বদনে পড়ুক ছাই,* *সে মুখ সে দেখায় কোন্ লাজে।।* *...
বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═════...
শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🙏 প্রথম ভাগ ꧂ ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *••••┉❀꧁👇 🏠Home Page🏠👇 ꧂❀┅••••* 👉 MrinmoyNandy.blogspot.com 👉 Boisnob.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/09/pdf_22.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html 👉...
*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ *নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্* ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 🌐 http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠👇👇🙏👇👇📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ *নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।* *পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।* = = = = = = = = = = = = = = = = = *মুলানুবাদ=হে রসবিশেষভাবনা-চতুর রসিক ভক্তগণ!শুকমুনির মুখনির্গলিত দেব-কল্পতরুর শ্রীমদ্ভাগবত নামক পরমানন্দরসময় ফল সাধনকাল হতে মোক্ষক...
শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম্য ꧂ ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ https://Gopisharan.blogspot.com 🙏 সূচীপত্র ꧂ ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/home-page-pdf-httpsmrinmoynandy_25.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *শ্রীআমলকী একাদশী ব্রতের মাহ...