🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ 🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২৬. শ্রীক্ষেত্র লীলা 🙇  শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧
ঠাকুর অভিরাম প্রেমাম্মত্ত অবস্থায় শ্রীগোপাল গুরুকে পরীক্ষার জন্য নীলাচলে গমন করিলেন।

তথাহি - শ্রীঅভিরাম লীলামৃত - ১৪ পরিচ্ছদে -

“তখন অভিরাম তারে দেখিতে চলিলা।
গোপাল রহিল কোথা সকলে কহিলা ।।
তবে বক্রেশ্বর কহে পন্ডিত ঠাকুর।
ভাই অভিরাম রাখ আমার অঙ্কুর।।
এত শুনি অভিরাম কহেন হাসিয়া ।
দেখিব গোপালে আমি কর্ষণি করিয়া।।
এতেক বলিয়া তারে করায় মিলন।
দেখেন গোপালে তিঁহো হাস্য যে বদন ৷৷
রসিক হইলে জানে রসের সন্ধান।
অশেষ বিশেষে রস করে মূর্ত্তিমান।।
দুহার নয়ন বাণে দুহাতে বিভোর ।
দন্ডবতে অভিরাম বুলেন অন্তর।।
গোপাল রহিল বসি হৈয়া মৌনমনে।
অন্তর্মনা চেষ্টা সিদ্ধা আছেন ভজনে।।
প্রেমে পুলকিত অঙ্গ অরুণ নয়ন ।
দেখি অভিরাম তাঁরে কৈলা আলিঙ্গন।।


══════════•❁❀🙇❀❁•══════════✧


🔙 পূর্ব লীলা 👉  শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ দ্বিতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/04/abhiram-gopal1.html

══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧
══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২১. শ্রীজয়মঙ্গল চাবুক 〰️ শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧
ক্রমে ক্রমে আপনার পারিষদগণকে আকর্ষণ করিয়া তাহাদিগকে শক্তি সঞ্চার করতঃ এক এক স্থানে বসাইতে লাগিলেন। ঠাকুর অভিরাম হরিদাস, পাখিয়া গোপাল, রজনী পন্ডিত, কৃষ্ণানন্দ অবধূত প্রভৃতি শিষ্যগণকে শ্রীবিগ্রহ সেবা প্রকাশ করিয়া এক এক স্থানে বসাইলেন। আর স্বীয় পারিষদগণসহ নাম-প্রেম প্রচার করিয়া জীবোদ্ধার করিতে লাগিলেন। শ্রী মম্মহাপ্রভুর অর্ন্তদ্ধানের পর ‘শ্রীজয়মঙ্গল’ নামক এক ঘোড়ার চাবুক দ্বারা যোগ্যপাত্রে আঘাত করিয়া প্রেমশক্তি সঞ্চার করিতেন। একদা শ্রীনিবাস আচার্য্যপ্রভু কৃষ্ণনগরে গমন করিলে তাহাকে পরীক্ষা করিয়া তিনবার জয়মঙ্গল চাবুক দ্বারা প্রহার করতঃ প্রেম শক্তি সঞ্চার করিয়াছিলেন। তথাহি - শ্রীঅনুরাগবল্লী -

“ঘোড়ার চাবুক নাম জয়মঙ্গল ৷
তাহা মারি করে লোকে প্রেমায় বিহ্বল।।
এই মত কথোক্ষণ অঙ্গবাহ্য পাইয়া ৷
সম্মুখে দেখয়ে শ্রীনিবাস দাঁড়াইয়া ৷৷
সে চাবুক সেবকের হাত আনাইয়া ।
মারয়ে ঠাকুরে যেন ক্রোধ মুখ হয়া।।
তিনবার যদি সেই চাবুক মারিল ৷
মালিনী ব্যাকুল হৈয়া হস্তেতে ধরিল।।
ভাসাইলা কিবা আর করিবারে চাহ।
কি হইল চেষ্টা তাহা বারেক দেখহ।।”

এইভাবে শ্রীনিবাস আচার্য্য প্রেমশক্তি সঞ্চার করিয়া সুনির্ম্মল গৌরপ্রেম প্রচারের পথপ্রশস্ত করিলেন। এইভাবে প্রভূত অপ্রাকৃত লীলারঙ্গে শ্রীপাট কৃষ্ণনগরে বিহার করিতে লাগিলেন।

মধ্যে মধ্যে প্রভু নিত্যানন্দ শ্রীপাটে আসিয়া লীলা-বিলাস করিতেন। এইভাবে কতককাল যাপন করিয়া প্রিয়শিষ্য বিপ্রসূত শ্রীকানুকৃষ্ণের হস্তে শ্রীপাঠ সেবা অর্পন করিয়া অর্ন্তদ্ধান করেন।
তথাহি -
“এই কলিযুগে মুই না করিনু গর্ভবাস ।
কানুকৃষ্ণ দ্বারে সব করিব প্রকাশ।।
কানুকৃষ্ণ বংশোদ্ভব হইবে আমার।
কানুকৃষ্ণ সিদ্ধদেহ জানি যে নির্দ্ধার।।”
“দ্বিজ কুলোদ্ভব তিঁহ হৈলা ব্রজধামে।
গৌড়মন্ডলে তিঁহ আইলা মম সনে।।
এর কানু কৃষ্ণ ঠাকুর নাম যে তাহার।
তাহারে সঁপিলু বস্তু সকল আমার।”


══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২২. অভিরাম ঠাকুর ও শ্রীমালিনীদেবীর অর্ন্তদ্ধান লীলা  🙇  শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧
ইহা ভিন্ন কানুকৃষ্ণের পরিচিত কিছুই জানা যায় না। কানুকৃষ্ণকে সৰ্ব্বশক্তি অর্পন করিয়া ঠাকুর অভিরাম অন্তর্দ্ধান করেন। ঠাকুর অভিরাম আপনার অন্তর্দ্ধান করেন। ঠাকুর অভিরাম আপনার অন্তর্দ্ধান বাক্য কানুকৃষ্ণকে কহিলে তিনি বিচ্ছেদ বিরহে ব্যাকুল হইলেন। তখন ঠাকুর সান্ত্বনা বাক্যে তাঁহাকে প্রবোধ করিতে লাগিলেন।
তথাহি -
“কানুকৃষ্ণ প্রবোধিয়া বলেন বচন।
মায়িক হইয়া কেন করিছ রোদন।।
তোমা ছাড়া আমি নাহি জানি কদাচন ।
এই স্থান ছাড়া না হব কখন ৷ ৷
নিরন্তর পরিবার রক্ষা যে করিব।
সহায় করিয়া তোমা সকল সাধিব ।।

বলিতে বলিতে গোঁসাই সৃজিলা উপায়।
দৈব ভাস্কর এক আইল তথায়।।
তখন কহেন গোঁসাই ডাকিয়া ভাস্করে।
মোর প্রতিমূর্ত্তি গড়ি দেহত আমারে।।
আজ্ঞামাত্র ভাস্কর সে মূৰ্ত্তি যে গড়িলা।
গোঁসাই লইয়া তাহা কানুকৃষ্ণে দিলা।।
সন্ধ্যা হইলে গোঁসাই গিয়া নিজ ঘর।
বিম্বচ্ছিদ্রে প্রবেশয় প্রতিমা ভিতর।।
কানুকৃষ্ণে দেখাইয়া যাতায়াত করে।।
কানুকৃষ্ণে আশীর্ব্বাদ করি নানা মতে।
উপদেশ দিলা কত কে পারে কহিতে।।

আগেতে মালিনীজীউ হৈলা সঙ্গোপন।
আশীর্ব্বাদ করি কানুকৃষ্ণে বিলক্ষণ।।
কানুকৃষ্ণে গোসাঞে শক্তি সঞ্চারিয়া।
মালিনী আছেন দেখ স্বর্ণকান্তি হয়া ৷৷
কানুকৃষ্ণে পুনঃ সেই বলেন বচন।
আমিত এব দেখ হৈনু সঙ্গোপন ৷৷
তুমিত ব্রাহ্মণ ছাওয়াল গোস্বামীর পুত্র।
আমাদের পুত্র নাই তুমি হৈলে পুত্র।।

বংশের বিস্তার সেই শ্রীকৃষ্ণনগরে।
গোপীনাথ সেবে সবে আনন্দ অন্তরে।।
চৈত্রমাসে মধুকৃষ্ণ সপ্তমী দিবসে।
প্রতিমা ভিতরে প্রভু করিলা প্রবেশে।।

প্রতিমূৰ্ত্তি প্রবেশিয়া গোঁসাই রহিলা।
অন্যদিন মত আর বাহির না হৈলা।।
দুহার শ্রীপতি মূর্ত্তি রহে কৃষ্ণনগরে।
অদ্যাবধি ভক্তগণ দরশন করে।।”

এইভাবে ঠাকুর অভিরাম ও শ্রীমালিনীদেবী কানুকৃষ্ণে শক্তি সঞ্চার করতঃ শ্রীগোপীনাথদেবের প্রেমসেবা প্রদান করিয়া অর্ন্তদ্ধান করেন। অদ্যাবধি শ্রীকানুকৃষ্ণের বংশধরগণ শ্রীপাট কৃষ্ণনগরে অবস্থা করিয়া শ্রীগোপীনাথদেবের সেবা করিতেছেন। শ্রীঅভিরাম ঠাকুরের শ্রীমূর্ত্তি, শ্রীবকুল বৃক্ষ, শ্রীরামকুন্ড, শ্রীগোপীনাথদেব, শ্রীমদনমোহন ও শ্রীমতীসহ শ্রীব্রজবল্লভদের বিরাজ করিয়া ঠাকুর অভিরামের অপ্রাকৃত লীলা প্রকাশের সাক্ষ্য ঘোষণা করিতেছেন। এইভাবে ব্রজের শ্রীদাম সখা গৌড়দেশে আগমন করিয়া কৃষ্ণনগরে শ্রীপাট স্থাপন করতঃ কৃষ্ণনগরকে মহামহিম তীর্থে পরিণত করিলেন।


══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২৩. বিষ্ণুপুরের লীলা  🙇  শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧
প্রেম অনুরাগে ঠাকুর অভিরাম ভ্রমণ করিতেছেন। অভিরামের প্রণামে দেশ বিগ্রহ শূন্য হইল। ভ্রমণ করিতে করিতে অভিরাম বিষ্ণুপুরে উপনীত হইলেন।

তথাহি - শ্রীঅভিরাম লীলামৃত - ৪র্থ পরিচ্ছদে -
'লোক সংঘটনে তিঁহো দন্ডবৎ কৈলা।
মন্দির নিকটে যেন ভূমিকম্প হৈলা ।।
দণ্ডবত দিয়া পুনঃ দেখেন চাহিয়া।
মদনমোহন তবু না যায় ফাটিয়া ।।
আর এক দন্ডবত তখন করিলা ।
পুনর্ব্বার উঠি তাহা দেখিতে লাগিলা ।।
মদনমোহন তবু আছেন বসিয়া।।
মন্দিরের দ্বারমাত্র গিয়াছে বাঁকিয়া ।।
পুনঃ এক দণ্ডবত করেন তখন।
ঘাড় বাঁকা হৈল সেই মদনমোহন।।”

এইভাবে তিনবার প্রণাম করিয়া অভিরাম শ্রীমদনমোহনের মহিমা বাড়াইলেন। ইহার কতককাল পরে পুনরায় বিষ্ণুপুরে গমন করতঃ রাজা বীর হাম্বীরকে কৃপা উপলক্ষে এক অপ্রাকৃত লীলার প্রকাশ করেন। রাজা বীর হাম্বীর নিঃসন্তান। বংশরক্ষার জন্য শ্রীনিবাস আচার্য্য ঠাকুর অভিরামের সমীপে আবেদন করিলেন। রাজমহিষীগণ অভিরামের ভোজন উপযোগী খাদ্য সামগ্রী আয়োজন করিলেন। শ্রীনিবাসের অনুরোধে অভিরাম ভোজনের জন্য রাজভবনে চলিলেন। রাজার কনিষ্ঠা মহিষীর প্রদত্ত ক্ষীর সর-নবনী পাইয়া অভিরাম আনন্দে ভোজন করিলেন। অপ্রাকৃত লীলা প্রকাশপূর্ব্বক অভিরাম প্রচুর পরিমাণে ক্ষীর- সর-নবনী ভক্ষণ করিলেন।
তথাহি - শ্রীঅভিরাম লীলামৃত - ১৯ পরিচ্ছেদ -
-
“যাইয়া গোসাঞে সেই করান ভোজন ৷
ভোজন চাতুরী সেই অপূৰ্ব্ব কথন৷৷৷
ভোজন করিয়া সঙ্গে উঠিয়া গোসাঞি।
হস্তের আঙ্গুল চিহ্ন রাখেন তথাই।।
দালানে রাখিয়া চিহ্ন নদীতে আইলা ।
মুখ প্রক্ষালন করি নদীতে আইলা ।
বিড়াই বলিয়া নাম হইল এবার ।
রাজার নন্দন স্রোত বান্ধিবে তোমার।
তথাপি বাহিবে স্রোত ঘুষিবে সবাই।।”

এইভাবে ঠাকুর অভিরাম বিষ্ণুপুরে প্রভূত অপ্রাকৃত লীলার প্রকাশ করেন। অভিরামের বরেই রাজার পুত্র শ্রীধাড়ী হাম্বীর জন্ম হয়। শ্রীজীব গোস্বামী শ্রীধাড়ী হাম্বীরের নাম শ্রীগোপাল দাস রাখেন।


══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২৪. বগড়ীর লীলা 🙇  শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧
বিষ্ণুপুর হইতে ভ্রমণ করিতে করিতে অভিরাম মেদিনীপুরের বগড়ী নামক স্থানে। বিরাজিত শ্রীকৃষ্ণদেব মন্দিরে গমন করেন।

তথাহি - শ্রীঅভিরাম লীলামৃত - ৫ম পরিচ্ছদে -

'এক দন্ডবৎ দিয়া দেখেন চাহিয়া ।
সর্ব্বাঙ্গে রুধির তার পড়িছে ফুটিয়া।
তখন সে কৃষ্ণরায় বলেন বচন ।
মোর অপমান কৈলে কিসের কারণ।।
শরীর ফুটিয়া মোর রুধির পড়িলা।
এতেক শুনিয়া তবে গোসাঞি কহিলা।।
এহো রক্ত নহে তব চুয়াইছে ঘাম ৷
প্রকাশ হইল এবে কৃষ্ণরায় নাম।।

শ্রীঅভিরাম গোপাল ঠাকুর বগড়ী নামক স্থানে শ্রীকৃষ্ণদেব মন্দিরে কৃষ্ণরায় জিউকে দর্শন করিয়া দন্ডবৎ করিলেন এবং দেখলেন দন্ডবৎ মাত্রে কৃষ্ণরায় জিউর শ্রীঅঙ্গ হইতে রক্ত খরণ হচ্ছে।  কৃষ্ণরায় জিউ গোসাঞি ঠাকুরকে বলতে লাগলেন দন্ডবৎ করিয়া আমায় অপমান করিবার কারন কি। শ্রীঅভিরাম গোপাল ঠাকুর বলতে লাগলেন এ রক্ত নয় এ শরীরের ঘাম মাত্র। এইভাবে শ্রীকৃষ্ণ রায়ের মহিমা বর্দ্ধন করিলেন।


══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২৫. শ্রীখন্ডের লীলা 🙇  শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧
ঠাকুর অভিরাম শ্রীবিগ্রহ প্রণামের সঙ্গে সঙ্গে শ্রীগৌরাঙ্গপার্ষদগণের মহিমা বর্দ্ধনের জন্য প্রণামের মাধ্যমে তাঁহাদের মহিমা প্রকাশ করিলেন। ঠাকুর অভিরাম শ্রীরঘুনন্দনের মহিমা বর্দ্ধনের জন্য শ্রীখন্ডে উপনীত হইয়া শ্রীমুকুন্দ দাসের সমীপে তৎপুত্রের দর্শনের আকাঙ্খা জানাইলেন। মুকুন্দদাস অভিরামের উদ্দন্ড প্রতাপের কাহিনী স্মরণ করিয়া নিজপুত্র রক্ষায় বহুত অনুরোধ করিয়া অভিরামকে ফিরাইলেন।

এই প্রেমলীলা বিষয়ে পদকর্তা উদ্ধব দাসের বর্ণন যথা -

পূরবে শ্রীদাম, এবে অভিরাম, মহাতেজঃপুঞ্জ রাশি।
বাঁশী বাজাইতে, ভ্রমিতে ভ্রমিতে, শ্রীখন্ড গ্রামেতে আসি।।
দেখিয়া মুকুন্দে, কহয়ে সানন্দে, কোথায় রঘুনন্দন।
তাহারে দেখিতে, আইলাম এথাতে, আনি দেহ দরশন।।
শুনি ভয় পায়া, রাখে লুকাইয়া, গৃহেতে দুয়ার দিয়া।
তেহো নাহি ঘরে, বলি স্তুতি করে, অভিরাম গেল না দেখিয়া।।
বড়ডাঙ্গি নামে, স্থান নিরজনে, নৈরাশ হইয়া বসি।
বুঝি তার মন, শ্রীরঘুনন্দন, অলখিতে মিলে আসি ।।
দেখিয়া তাহারে, দন্ডবৎ করে, দুই চারি পাঁচ সাতে।
শ্রীরঘুনন্দনে, করি আলিঙ্গনে, আনন্দ আবেশে মাতে।।
তবে দুহু মেলি, নাচে কুতূহলী, নিজ পঁহু গুণ গাইয়া।
চরণ ঝাড়িতে, নূপূর পড়িল, আকাই হাটেতে যাইয়া ৷৷
অভিরাম সনে, শ্রীরঘুনন্দনে, মিলন হইল শুনি।
সঘনে মুকুন্দ, হই নিরানন্দ, কান্দে শিরে কর হানি।।
পত্নীর সহিতে বিষাদিত চিতে, আইলা দোঁহার পাশ।
দুহ নৃত্যগীত, দেখি হরষিত, ভনয়ে উদ্ধব দাস।।


══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২৬. শ্রীক্ষেত্র লীলা 🙇  শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧
ঠাকুর অভিরাম প্রেমাম্মত্ত অবস্থায় শ্রীগোপাল গুরুকে পরীক্ষার জন্য নীলাচলে গমন করিলেন।

তথাহি - শ্রীঅভিরাম লীলামৃত - ১৪ পরিচ্ছদে -

“তখন অভিরাম তারে দেখিতে চলিলা।
গোপাল রহিল কোথা সকলে কহিলা ।।
তবে বক্রেশ্বর কহে পন্ডিত ঠাকুর।
ভাই অভিরাম রাখ আমার অঙ্কুর।।
এত শুনি অভিরাম কহেন হাসিয়া ।
দেখিব গোপালে আমি কর্ষণি করিয়া।।
এতেক বলিয়া তারে করায় মিলন।
দেখেন গোপালে তিঁহো হাস্য যে বদন ৷৷
রসিক হইলে জানে রসের সন্ধান।
অশেষ বিশেষে রস করে মূর্ত্তিমান।।
দুহার নয়ন বাণে দুহাতে বিভোর ।
দন্ডবতে অভিরাম বুলেন অন্তর।।
গোপাল রহিল বসি হৈয়া মৌনমনে।
অন্তর্মনা চেষ্টা সিদ্ধা আছেন ভজনে।।
প্রেমে পুলকিত অঙ্গ অরুণ নয়ন ।
দেখি অভিরাম তাঁরে কৈলা আলিঙ্গন।।


══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২৭. খড়দহের লীলা 🙇  শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧
ঠাকুর অভিরামের প্রণামে প্রভু নিত্যানন্দের ছয় সন্তান অন্তর্দ্ধান করেন। কেবলমাত্র কন্যা শ্রীগঙ্গাদেবী ও পুত্র বীরচন্দ্র অভিরামের প্রণাম সহ্য করেন। অভিরামের প্রণামে স্বীয় সন্তানগণের অন্তর্দ্ধান কারণে প্রভু বীরচন্দ্রের জন্ম-উৎসবে শ্রীনিত্যানন্দ অভিরামকে আমন্ত্রণ করেন নাই। বক্রেশ্বর পন্ডিতের মুখে সংবাদ পাইয়া অভিরাম অযোচিতভাবে খড়দহ অভিমুখে রওনা রইলেন। খড়দহের অপর পারে নদীতীরে অভিরাম আসিলে তাহাকে কেহ পার করিতে চাহিল না। বরং প্রভু নিত্যানন্দের নির্দ্দেশ মত নৌকা জলে ডুবাইয়া রাখিল। তখন উপায় না দেখিয়া এক লীলার প্রকাশ করিলেন।

══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
     ꧁👇📖সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧




শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html