🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 চতুর্থ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem4.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৪১)প্রেম ঋণে শ্রীগৌরাঙ্গ মাধব*
*🌻মহাপ্রভুর বাল‍্যলীলা।*

*🍀নিমাই প্রায়শঃই সহচরগণের সঙ্গে সুরধূনী গঙ্গায় গিয়ে জলে নেমে জল ছুড়াছুড়ি লীলা করেন।প্রত‍্যেকদিন নদীয়া নাগরী কন‍্যাগণ দেবতার পূজা জন্য পুষ্প,মালা,চাল,কলা, নৈবেদ‍্যাদি নিয়ে গঙ্গাস্নানে গমন করেন।আমার নিমাইও সহচরগণের সঙ্গে গঙ্গায় গমন করেন।নদীয়ার কিশোরীগণ দেবতার পূজা আরম্ভ করলে চঞ্চল নিমাই কন‍্যাগণের মধ্যে বসে বলেন, "তোমরা আমাকে পূজো কর। গঙ্গা,দূর্গা প্রভৃতি দেবীগণ আমার দাসী,শঙ্করও আমার কিঙ্কর।নিজ শ্রীহস্তে নিমাই ঐ পুষ্পের মালা কন্ঠে দোলায়ে দেবতা অর্চনের সন্দেশ, কলা, চাল নৈবেদ‍্যাদি ভোজন করেন।তা দেখে কন‍্যাগণ রেগে গেলে নিমাই বলেন,"তোমাদের পরম সুন্দর পতি হবে এবং প্রত‍্যেকের সাতজন মতিমান পুত্র হবে।এইকথা শুনে সব রাগ জল হয়ে গেল এবং সকলেই সন্তোষ লাভ করলেন। আবার গৌরসুন্দর বললেন,যদি আমাকে নৈবেদ‍্যাদি ভোজন করতে না দাও, তবে তোমাদের প্রত‍্যেকের একজন করে বৃদ্ধ পতি ও চারটি করে সতিনী হবে। পুনঃ এইকথা শুনে কন‍্যাগণ তাঁর সম্মুখে নৈবেদ‍্য রাখলে সেটি ভোজন করে কন‍্যাগণকে ইষ্টবর প্রদান করলেন।অন‍্য একদিন শ্রীবল্লভ আচার্য‍্যের কন‍্যা কিশোরী লক্ষ্মীপ্রিয়া দেবতা পূজনের জন্য গঙ্গায় গেলে শ্রীগৌরাঙ্গের চাঁদবদন দর্শন করে আচার্য‍্যদুহিতা চিত্তে প্রীতির সঞ্চার হল। সাহজিক প্রীতিতে দুঁহা দুঁহুকে দর্শন করে দুঁহার চিত্ত উল্লসিত হল। লক্ষ্মীপ্রিয়া শ্রীগৌরাঙ্গের অঙ্গে সুরভি সচন্দন পুষ্প অর্পণ করে কন্ঠে মল্লিকার মালা দোলায়ে বন্দনা করলেন। যাইহোক, নিমাইয়ের বাল‍্য চাপল‍্য দর্শনে পুরবাসীগণ তাঁর পিতা-মাতার নিকট নালিশ করলে মা ভর্ৎসনা করে নিমাইকে ধরতে গেলে মায়ের ভয়ে নিমাই পলায়ন করেন।একদিন বিশ্বম্ভর উচ্ছিষ্ট গর্তে ত‍্যক্ত হাড়ির উপর সুখে বসে আছেন দেখে শচীমা পুত্রকে গঙ্গাস্নান করে শুদ্ধ হতে বললেন।এইকথা শুনে নিমাই মাকে ব্রহ্মজ্ঞান শিক্ষা দিলেন। শ্রী মিশ্র পুরন্দর নিমাইকে বেশী শাসন করতে দেখলে পুরবাসীগণ পিতাকে বলেন যে তিনি এই নিমাইয়ের তত্ত্ব কিছুই জানেন না। উত্তরে শ্রীমিশ্র বললেন---*
*🌷মিশ্র কহে পুত্র কেনে নহে নারায়ণ।*
*🌷তথাপি পিতার ধর্ম পুত্রের শিক্ষণ।।চৈঃভাঃ।।*
*🌻ইংরেজি ১৫০৫ সালে শ্রীনিমাই পন্ডিত গঙ্গাদাসের নিকট ব‍্যাকরণ অধ‍্যয়ন করতে লাগলেন।অল্পকাল মধ্যেই ব‍্যাকরণ শিক্ষা করে টোলের মধ্যে পারদর্শী হলেন।নবীন হয়েও প্রবীনদের তিনি বিদ‍্যাশিক্ষা দিতে লাগলেন।*
*🏵একদিন মায়ের শ্রীচরণে প্রণাম বিশ্বম্ভর বললেন, মা! তোমার চরণে একটি নিবেদন আছে, তা কি তুমি পূর্ণ করবে?মা বললেন, কি সে নিবেদন? নিমাই বললেন,"একাদশীতে অন্ন গ্রহণ করবে না"।মা বললেন,ভালই হ'ল। শচীমা সেই দিন থেকে একাদশী ব্রতপালন করতে লাগলেন।*
*🌺জ‍্যেষ্ঠপুত্র শ্রীবিশ্বরূপের যৌবন দেখে পিতা জগন্নাথ মিশ্র বিয়ে দেবার জন্য সুকন‍্যা দেখতে লাগলেন।এইকথা বিশ্বরূপ শুনে গৃহত‍্যাগ করে সন্ন‍্যাসধর্ম গ্রহণ করলেন।তখন নিমাই বললেন, "পিতৃকুল ও মাতৃকুল উভয় কুলই উদ্ধার প্রাপ্ত হবে। তবে আমি তোমাদের সেবা করব,মনে কোন দুঃখ করিও না।*
*🍀কিছুদিন অতিবাহিত হলে শ্রীমিশ্র ইহলীলা সংবরণ করলেন। শচীমা ও গৌরহরি শোকে বিষাদিত হলে আত্মীয়স্বজন আগমন করে প্রবোধ দিতে লাগলেন।বিধি অনুসারে নিমাই পিতার শ্রাদ্ধ তর্পণাদি করলেন।*
*🌲শ্রীগৌরহরি চিন্তা করলেন যে গৃহস্থ হয়ে গার্হস্থ ধর্ম পালন না করলে গৃহধর্ম শোভা পায়না। অকস্মাৎ একদিন অধ‍্যাপনা করে গৃহে ফেরার সময়ে শ্রীবল্লভাচার্য‍্যের কন‍্যা লক্ষ্মীপ্রিয়াকে গঙ্গার পথে দেখলে উভয়েরই পূর্বসিদ্ধ প্রীতিভাব জেগে উঠিল।তারপর,বনমালী ঘটক একদিন শচীমায়ের কাছে গিয়ে শুভ বিবাহের কথা বলিলে মায়ের ইঙ্গিতে শুভ পরিণয়ের দিন শুভক্ষণে শুভলগ্নে ধার্য‍্য হল। নিমাইচাঁদ শ্রীমতী লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করলেন।মহাপ্রভুর চাঁদবদন, লক্ষ্মীপ্রিয়াদেবীর চাঁদবদনী। দুঁহে দুঁহার পূর্ব সাহজিক প্রেমে মুগ্ধ।এ বিষয়ে পূজ‍্যপাদ শ্রীবৃন্দাবন দাস মহাশয় বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৪২)প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব*
*শ্রীমন্মহাপ্রভুর লীলা কথন*

*🍀শ্রীশচী নন্দনের শতশত শিষ‍্যগণ তাঁর নিকটে এসে অধ‍্যয়ন করেন।মহাপ্রভুর শাস্ত্রের ব‍্যাখ‍্যা শ্রবণ করে সুপন্ডিতগণ চমকিত হয়ে উঠিলেন।তিনি সর্বশাস্ত্রে সুপন্ডিত।মহাপন্ডিতগণ শাস্ত্রতর্কে পরাজিত হলেও মহাপ্রভুর বিনয় স্বভাবে সকলেই মুগ্ধ, তিনি শিষ‍্যগণের সঙ্গে সুরধূনী গঙ্গায় নানা ভঙ্গিতে জলকেলি করেন। ১৫০৬ খৃষ্টাব্দে শ্রীগৌরাঙ্গের পূর্ববঙ্গে গমন করবার ইচ্ছে হল।গমনকালে যাকে দেখেন তাকেই "কৃষ্ণ!কৃষ্ণ!"বলো বলেন।"নিববধি হরি সংকীর্তন করো"।পূর্ববঙ্গে তপন মিশ্র নামে একভক্ত সাধ‍্য-সাধন তত্ত্ব সম‍্যক উপলব্ধি করতে না পেরে ভীষণ মন খারাপ।স্বপ্নে এক বিপ্র তপনমিশ্রকে কহিলেন, হে তপন! নিমাই পন্ডিতের কাছে যাও,সাধ‍্য-সাধন তত্ত্ব জানতে পারবে।*
*মহাপ্রভু সাধ‍্য-সাধন তত্ত্ব বর্ণনা করে নিরন্তর হরিনাম সংকীর্তন করতে উপদেশ প্রদান করে শ্রীতপন মিশ্রকে বারাণসী যেতে আজ্ঞা করলেন এবং বললেন যে বারাণসীতে তার সঙ্গে পুনঃ সাক্ষাৎ হবে। তিনি এইভাবে পূর্ববঙ্গে শ্রীহরিনাম প্রচার করতে লাগলেন।এদিকে লক্ষ্মীপ্রিয়াদেবী মহাপ্রভুর বিরহে দিবারাত্রি অশ্রু বর্ষণ করেন।গৌরহরির বিরহের তীব্র তাপে তিনি স্থূল দেহ পরিত‍্যাগ করে সূক্ষ্ম দেহে শ্রীগৌরাঙ্গে মিলিত হলেন।তাই শ্রীপাদ কবিরাজ গোস্বামী বলেছেন----*
*🌷প্রভুর বিরহ সর্পে লক্ষ্মীকে দংশিল।*
*🌷বিরহ সর্প বিষে তার পরলোক হইল।।*
*🌻কিছুদিন পরে শ্রীগৌরহরি পূর্ববঙ্গ হতে ফিরে এলেন।অন্তর্য‍্যামীরূপে তিনি লক্ষ্মীপ্রিয়ার বিয়োগের কথা জানতে পেরেছিলেন।*
*🍀একদিন নিমাইপন্ডিত গ্রন্থ হাতে অধ‍্যাপনা করতে যাচ্ছেন, এমন সময়ে শচীমা বললেন, বাপ!তুই তোবিদ‍্যারসে বিভোর হয়ে আছিস ; ঘরে একদিনের খাবারও সম্বল নেই।তখন মহাপ্রভু অধ‍্যাপনা করে জাহ্নবীতীরে কিছুক্ষণ বিশ্রাম করে ঘরে ফিরে এসে শচীমাকে বললেন, মা!শ্রীকৃষ্ণই পালনকর্তা, এই দেখো,শ্রীকৃষ্ণই এই দুই-তোলা সোনা দিয়েছেন,যথা---*
*🌷দেখ মাতা!কৃষ্ণ এই দিলেন সম্বল।*
*🌷ইহা ভাঙ্গাইয়া ব‍্যয় করহ সকল।।চৈঃভাঃ।।*
*🏵এইভাবে সর্বসিদ্ধেশ্বর মহাপ্রভু গুপ্তভাবে শ্রীধাম নবদ্বীপে অবস্থান করেন।প্রত‍্যহ স্নান করে গঙ্গা বন্দনা করে ঘরে ফিরেন এবং তুলসীদেবীকে জলসেচন ও প্রদক্ষিণ করে কৃষ্ণ-পূজা সমাপনান্তে কৃষ্ণের অধরামৃত প্রসাদ ভক্ষণ করেন।*
*🌼শ্রীগৌরাঙ্গ ক্ষণকালের জন্যও নানান বৈষ্ণব গ্রন্থ শ্রীহস্ত হতে ত‍্যাগ করেন না।শ্রীগৌরাঙ্গের সুন্দর ললাটে উর্দ্ধ তিলক শোভা পাচ্ছে,শিরে মনোহর চাঁচর কেশ স্কন্ধে বা কাঁধে উপবীত যেন ব্রহ্মতেজ বিকীর্ণ করছে ; হাস‍্য চন্দ্রবদনে উজ্জ্বল আভা বিস্তার করছে ; আকর্ণ বিস্তৃত পদ্ম-পলাশ সদৃশ নয়ন ভাবাবেশে স্নিগ্ধ ও তরল।নদীয়াবাসীগণ সুন্দর ও ভাবময়মূর্তি দর্শন করে পরমানন্দ অনুভব করেন।*
*🍀শ্রীগৌরাঙ্গসুন্দররূপে মদন, বুদ্ধিতে বৃহস্পতি,বিদ‍্যায় সরস্বতীপতি,বিনয় ও দৈন‍্যে পরম ভাগবত।তাঁর শাস্ত্রব‍্যাখ‍্যা শুনলে সংস্কৃত অধ‍্যাপকগণ, মহা মহা পন্ডিতগণ ধন‍্য ধন‍্য করতেন এবং অগাধ পান্ডিত‍্য দর্শনে মুগ্ধ হয়ে যেতেন।মহাপ্রভু বিদ‍্যারসে সতত মগ্ন।এবার মা,পুত্রের জন্য উপযুক্তা কন‍্যা অনুসন্ধান করছেন।নবদ্বীপে এক রাজপন্ডিত সনাতন মিশ্র বাস করেন।তিনি জিতেন্দ্রিয়,সত‍্যবাদী উচ্চবংশজাত ও পরম উদার।তাঁর কন‍্যা মূর্তিমতী লক্ষ্মী,পরম সুচরিতা নাম বিষ্ণুপ্রিয়া। গৌরসুন্দর সুপ্রভাতে গঙ্গায় স্নান করে শ্রীবিষ্ণুর পূজা সমাপনান্তে আত্মীয়স্বজনসহ নান্দীমুখ কর্মাদি করলেন।সানাই,ঢাক,ঢোল প্রভৃতি বাদ‍্য ও জয় জয় কোলাহলের মধ্যে মহাসমারোহে শুভদিনে শুভক্ষণে শুভ পরিণয় হয়ে গেল।শ্রীমতী বিষ্ণুপ্রিয়াদেবী মহাপ্রভুর কন্ঠে মালা পরায়ে প্রণাম করে আত্মসমর্পণ করলেন।গৌরহরি ঈষৎ হেসে নবকন‍্যার গলায় মালা পরায়ে দিলেন।পরে বর ও কনে উভয়েই পরস্পরের অঙ্গে গন্ধপুষ্প বরিষণ করতে লাগলেন।১৫০৭ খৃষ্টাব্দে শুভবিবাহ হয়ে গেল।*
                *ক্রমাগত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৪৩)প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব*
*শ্রীমন্মহাপ্রভুর লীলাতত্ত্ব* *অথ দ্বিগ্বিজয়ী পন্ডিতের দর্প চূর্ণ।*

*🌹দ্বিগবিজয়ী পন্ডিতের গর্ব চূর্ণ ও কৃপা দান--, সেদিন জ‍্যোৎস্নাবতী রাত্রি। শ্রীগৌরহরি অনেক শিষ‍্যগণসহ শাস্ত্রচর্চা ও অধ‍্যয়ন করছেন।এমনই সময়ে কেশব কাশ্মীরী নামে এক দ্বিগ্বিজয়ী পন্ডিত গঙ্গামাতাকে প্রণাম করে মহাপ্রভুর স্থানে আগমন করলে গৌরহরি তাকে আদর করে সসম্ভ্রমে সেখানে বসালেন।কেশব কাশ্মীরী পন্ডিত অবজ্ঞার সুরে মহাপ্রভুকে বললেন--,"তুমি ব‍্যাকরণ ও কলাপ অধ‍্যাপনা করে বাল‍্য শাস্ত্রে তোমাকে পন্ডিত বলে শিষ‍্যগণ বলে, মহাপ্রভু কহিলেন ব‍্যাকরণ পড়াই আমি অভিমানে, শিষ‍্যগণও বুঝে না,আমিও বুঝাতে পারি না। গৌরহরি কেশব পন্ডিতকে বললেন, আপনি সর্বশাস্ত্রে ও কবিত্বে প্রবীণ,আর আমি শাস্ত্রেতে নবীন, আপনি কৃপা করে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করুন।এইকথা শুনে পন্ডিত এক ঘন্টায় গঙ্গার একশত শ্লোক অনর্গল ঝঞ্ঝাবাতের মত বলতে লাগলেন।শুনে মহাপ্রভু বললেন, আপনার সমতুল‍্য কবি আর কোথাও দেখা যায় না বলে ধন‍্যবাদ দিলেন।কেশব পন্ডিত মহাপ্রভুর কাছে শ্লোকের ব‍্যাখ‍্যা জানতে চাইলে শত শ্লোকের এক শ্লোক গৌরহরি ব‍্যাখ‍্যা করতে আরম্ভ করলেন।*
*তথাহি দ্বিগ্বিজয়ী বাক‍্যম্---*
*🌷মহত্ত্ব‍্যং গঙ্গায়াঃ সততামিদমাভাতি নিতরাং।*
*🌷যদেষা শ্রীবিষ্ণোশ্চরণকমলোৎ পতি সুভগা।।*
*🌷দ্বিতীয় শ্রীলক্ষ্মীরিব সুরনরৈরচ্চ‍্য চরণা।*
*🌷ভানীভর্ত্তুর্য‍্যা শিরসি বিভব‍ত‍্যদ্ভূতগুণা।।*
*অর্থ‍্যাৎ গঙ্গার মহিমা দেদীপ‍্যমান(উজ্জ্বলপ্রভা) রয়েছে যে ইনি শ্রীবিষ্ণুর চরণকমল হতে সঞ্জাত বা উৎপত্তি হয়ে সৌভাগ্য লাভ করেছেন।কি সুর,কি নর সকলেই দ্বিতীয় কমলের মত ইহার চরণ অর্চনা করে থাকেন।আর ইনি ভবানীপতির শীর্ষভাগে অদ্ভূত গুণ ধারণ করে বিহার করছেন। মহাপ্রভু পন্ডিতকে কহিলেন--- "এই শ্লোকের কি গুণ আর কি দোষ আছে বলুন"।উত্তরে পন্ডিত বললেন-- "শ্লোকে কোন দোষ নেই,তুমি ব‍্যাকরণ অধ‍্যয়ন করেছ,অলঙ্কার শাস্ত্র অধ‍্যয়ন কর নাই, সুতরাং কবিত্বের সার এই শ্লোকের কি বুঝবে?তখন মহাপ্রভু বলিলেন--*
*🌷প্রভু কহে কহি শুন না করিও রোষ।।*
*🌷পঞ্চদোষ এই শ্লোকেপঞ্চ অলঙ্কার।*
*🌷ক্রমে আমি কহি শুন করহ বিচার।।*
*🌹এই শ্লোকে অবিমৃষ্ট (বিবেচনা কর)বিধেয় অংশে দুই জায়গায় দোষ, বিরুদ্ধমতিকৃৎ, ভগ্নক্রম ও পুনরাত্তি এই তিন দোষ মিলে পঞ্চালঙ্কারে পঞ্চদোষ হয়েছে।ইদং শব্দের অনুবাদ পূর্বে না বলে পরে বসাতে দোষাবহ,কারণ বিধেয় আগে বলে পরে অনুবাদ করা হয়েছে বলে শ্লোকের অর্থ বাদ পড়েছে। দ্বিতীয়ত শ্রীলক্ষ্মী দ্বিতীয় বিধেয়,উহা সমাসে গৌণ হল বলে শব্দের অর্থ নষ্ট হল। ইহাতে লক্ষ্মীর সমতা অর্থ বিনষ্ট হল।এই দোষের নাম অবিমৃষ্ট বিধেয়াংশ বলা হয়ে থাকে।তারপর ভবানীযুক্ত শব্দের অর্থ মহাদেবের পত্নী,উহার ভর্ত্তা বা পতি বললে ভবানীর দ্বিতীয় পতি বুঝায়।ইহাকে শাস্ত্রে বিরুদ্ধ মতিকৃৎ বলে মহাদোষের মধ্যে পরিগণিত। অতএব শিবপত্নীভর্ত্তা শুনতে বিরুদ্ধ। আরও একটি দোষ এই যে বিভবতি ক্রিয়ার সঙ্গে পুনরায় অদ্ভুতগুণা আবৃত্তি করাতে পুনরাত্তি দোষে দূষিত।*
*🍀নিমাইপন্ডিত যখন এই দোষগুলি কেশব কাশ্মীরী পন্ডিতকে বললেন,বালক নিমাইপন্ডিতের কাছে পরাজিত হয়ে বিষাদিত অন্তঃকরণে গৃহে গিয়ে দিগ্বিজয়ী অভিভূত হলেন। স্বপ্নে দেবী সরস্বতী আগমন করে পন্ডিতকে কহিলেন, "পন্ডিত তুমি দুঃখ করিও না। তোমার মহাভাগ‍্যের উদয় হয়েছে ; তুমি যার কাছে পরাজিত হয়েছ তিনি স্বয়ং ভগবান,আমার পতি। তুমি প্রভাতে গিয়ে তাঁর শ্রীচরণে শরণ গ্রহণ করিও। তুমি ভাগ‍্যবান।*
*🌷ভাগ‍্যবন্ত দিগ্বিজয়ী সফল জীবন।*
*🌷বিদ‍্যারসে পাইল মহাপ্রভুর চরণ।।চৈঃচঃ।।*
*🌹যাইহোক, মহাপ্রভু বাল‍্যভাবে ক্রন্দনচ্ছলে সবাইকে হরিনাম শুনাতেন।বাল‍্য বয়সে হাতে খড়ি ও কর্মবেধ হল।নিমায়ের শুভ বিবাহের পূর্ব পর্যন্ত পৌগন্ড বয়স।এই পৌগন্ডে তিনি শিষ‍্যগণকে বিদ‍্যাশিক্ষা দেন,সর্বত্র শ্রীকৃষ্ণনামের ব‍্যাখ‍্যা করেন।এই পৌগন্ড বয়সেই পঞ্জীটীকাতে পারদর্শী হলেন, এবং যাকেই সামনে দেখেন তাকেই কৃষ্ণভক্তির উপদেশ দান করেন।দিনরাত্রি হরিনাম সংকীর্তনে তিনি গৌড়মন্ডলকে প্রেমের বন‍্যায় প্লাবিত করলেন।*
*🏵শ্রীগৌরাঙ্গসুন্দর এখন যৌবনে পদার্পণ করেছেন।তাঁর প্রকান্ড অবয়বে তপ্ত হেম সম কান্তি,নবজলদ জিনি গম্ভীর কন্ঠধ্বনি,মহাপুরুষ লক্ষণ মতে নিজ হাতের চারহাত দীর্ঘ, আজানুলম্বিত ভূজদ্বয়,তিলফুল সম উন্নত নাক, শ্রীহরিসংকীর্তনে চন্দনে চর্চিত হয়ে,চন্দনের অঙ্গদ ও বালা পরিধান করে হেমদন্ড বাহু তুলে উদ্দন্ড নৃত্য করেন।তাঁর দেহের দ‍্যুতি কোটিচন্দ্র হতেও সমুজ্জ্বল।বদন চন্দ্রমার ছটায় কোটি-শারদ পূর্ণিমার শশধর নিষ্প্রভ হয়ে যাচ্ছে।পূর্ণ চন্দ্রের উদয়ে যেমন সমুদ্রের জলরাশি স্ফীত হয়, সেইরকম শ্রীগৌরচন্দ্রের আবির্ভাবে প্রেম মহাসমুদ্রে বান ডেকেছে।আসমুদ্র হিমাচল প্রেম-বন‍্যায় প্লাবিত।পূর্ণিমার চাঁদ সৌরকর তপ্ত জগতকে শীতল করে,আর এই গৌরচন্দ্র আধ‍্যাত্মিক, আধিভৌতিক ও আধিদৈবিক তাপত্রয়ে জ্বলে পুড়ে যাওয়া বিশ্বমানবকে প্রেম-মাধুর্য‍্য ধারায় স্নিগ্ধ করেছেন।নিজ মাধুর্য‍্য আস্বাদন লোভে শ্রীরাধার মাদনাখ‍্য মহাভাব সিন্ধুতে অবগাহন বা স্নান করে শ্রীগৌরাঙ্গরূপী শ‍্যামসুন্দর প্রেমানন্দে হেমদন্ড সদৃশ দুই বাহু উত্তোলন করে নদীয়ার ধূলোয় নৃত্য করছেন এবং এই নৃত্যের তালে তালে যেন সমগ্র বিশ্বের পাপ,কলুষ নানান দুর্বাসনা মানব চিত্ত হতে চিরতরে মুছে যাচ্ছে।অযোগ‍্য,দীন-হীন মানবকে প্রেমদান করেন বলিয়া তিনি কল্পতরু হতেও উদার। তিনি অপরাধের বিচার না করেই নামের মুখ‍্যফল প্রেম নামের সঙ্গেই দান করেছেন। যথা শ্রীচৈঃচঃ গ্রন্থে---*
*🌷বাহু তুলি হরি বলি প্রেমদৃষ্টে চায়।*
*🌷করিয়া কল্মষ পাপ প্রেমেতে ভাসায়।।*
*🌷অদ‍্যাপিও দেখ,চৈতন‍্যের নাম যে লয়।*
*🌷কৃষ্ণ প্রেমে পুলকাঙ্গ বিহ্বল সে হয়।।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html