🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

৬৪. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🏹 গত যুদ্ধে রাবণের ছয় পুত্র মরেনি, পাঁচ পুত্র মরেছিল, একপুত্র বাকী ছিল তার নাম ❓ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_69.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
      ꧁ ৬৪. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে  
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
   ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*৬৪ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
~~~~~~~~~~~~~~~~~~~
*গত যুদ্ধে রাবণের ছয় পুত্র মরেনি, পাঁচ পুত্র মরেছিল, একপুত্র বাকী ছিল তার নাম অতিকায়।*
*অতিকায় বিশ্রবার পৌত্র,রাবণনন্দন, এর জন্ম ধন‍্যা মালিনীর উদরে,কারণ রাবণের বহু পত্নী ছিল। সে তার পিতার তুল‍্য বীর।অতিকায় এসে বলছে আজ আমি কাউকে ছাড়ব না,*
*আজি না রাখিব আমি ভুবন ভিতর।*
*আপন পিতার রিপু কপি কিম্বা নর।।*
*🌻অতিকায় বানরগণকে বলল তোরা আমার সামনে থেকে মরিস না যা পালিয়ে বাঁচ।তোদেরমত চুনোদের আমার যুদ্ধ করা সাজে না।অতিকায়-এর দেহ দেখে যে যেদিকে পারল ভয়ে পালাল।কেউ কেউ রামচন্দ্রের কাছে গেল। গিয়ে বলল,এক বিশাল কায়(দেহ) রাক্ষস দেখে মনে হচ্ছে মুহূর্তের মধ্যে আমাদের গিলে খেয়ে নিবে।কপিগণের কথা শুনে রঘুনাথ অতিকায়-কে দেখে অবাক হয়ে গেলেন, তখন শ্রীরাম বিভীষণকে জিজ্ঞাসা করলেন,*
*দেখ মিতা বিভীষণ,রণে এল কোনজন,*
        *পর্বত প্রমাণ রথে চাপি।*
*নিজেও ভূধর জিতি,শ‍্যামবর্ণ শিলাকৃতি,*
      *অতি ভয়ঙ্কর ভূপ্রতাপী।।*
••••••             •••••••               •••••••
••••••             •••••••               •••••••
*দেখি রথ উপরেতে,অস্ত্র শস্ত্র নানামতে,*
       *শূল শেল মুষল মুদগর।*
*তীক্ষ্ণ তীক্ষ্ণ ভিন্দিপাল,শত শত তরবাল,*
       *কাঠার কুঠার বহুতর।।*
*তখন শ্রীরাম বিভীষণকে বললেন,এ কার পৌত্র? কি নাম কার পুত্র?বল মিতা আমাকে।বিভীষণ সব কিছু বললেন, আরো বললেন অশ্বের পিঠে চড়ে যুদ্ধ,ধনুক নিয়ে বাণ ছোড়া,এর মত সমান নাই লঙ্কার ভিতরে।একমাত্র এর বাহুবলে লঙ্কা নির্ভয় আছে। এর প্রশংসা দেবতা,দানব,যক্ষ ও বিদ‍্যাধরগণও করেন।বহু বৎসর ঘোর তপ করেছিল, এমনকি তার কাছে বিধাতা পর্যন্ত বশ হয়ে আছেন।তার কাছে বহু বহু দিব‍্য অস্ত্র শস্ত্র আছে,বরুণের অস্ত্র "পাশ" তার কাছে কিছুই না।দেব দৈত‍্য তার কাছে কিছুই না, এসব কান্ড দেখে তার নাম রেখেছিল "অতিকায়"।এই রণে যদি কপি,ভল্লগণ যায় সবাই পরাস্ত ও মৃত‍্যু ঘটবে।*
*এইরূপ বিভীষণ কন রঘুবরে।*
*অতিকায় প্রবেশিল সমর ভিতরে*।।
*🌻সামনে বিভীষণকে দেখে অতিকায় প্রণাম করে বলল,*
*অতিকায় বলে,খুড়া শুনহ উত্তর।*
*রাত্রি দিন সেব তুমি দেব গদাধর*।।
*তোমার সমান শ্রেষ্ঠ হবে কোন জন।*
*তোমা প্রতি বড় প্রীত দেব নারায়ণ।।*
*🌻অতিকায় বলছে খুড়ো! তোমার চরণে আমার নিবেদন,তুমি দয়াময়কে বলো উনি যেন আমার প্রতি কৃপা করেন।তখন বিভীষণ অতিকায়কে রামের কাছে নিয়ে এলো।*
*অতিকায় বলে,শুন জগত-গোঁসাই।*
*মম প্রতি এবে কেন দয়া হয় নাই*।।
*অতিকায় বলে,শুন দেব নারায়ণ*।
*স্থান দিও শ্রীচরণে এই নিবেদন।।*
*স্তব শুনি স্তব্ধ হয়ে কন গদাধর।*
*পরম ধার্মিক তুমি লঙ্কার ভিতর।।*
*🌻শ্রীরাম বললেন,তুমি আর তোমার খুড়োকে লঙ্কার সিংহাসন প্রদান করব।তখন অতিকায় বলল,আমার রাজ‍্যের কোন প্রয়োজন নেই,যুদ্ধ করে আমার কলেবর পতন করব, আর আমি পশুজাতির সঙ্গে যুদ্ধ করি না, সুগ্রীব তো আমার কাছে বকের সমান,বলহীন।প্রভু তোমার ভাই লক্ষ্মণ এখন বালক সে যুদ্ধের কি জানে?অতিকায় জোড়হাত করে বলল,*
*যোড়হাতে বলে বীর শুনহ শ্রীরাম*।
*তোমার সহিত আমি করিব সংগ্রাম।।*
*🌻এইকথা শুনে লক্ষ্মণ ধনুক নিয়ে প্রস্তুত হয়ে আছেন, লক্ষ্মণের দিকে তাকিয়ে অতিকায় বলল,ইন্দ্র,চন্দ্র ও কুবের আমাকে যমের মত ভয় করে, তোমার সঙ্গে যুদ্ধ! অতিকায়ের কথা শুনে লক্ষ্মণ ধনুকে টংকার দিলে,আবার অতিকায় বলল,বয়সে তুমি খুবই ছোট,তুমি যুদ্ধের কি বুঝ? তখন লক্ষ্মণ বললেন, ওরে নিশাচর!কার বয়স ছোট বা বড় তাতে রণের সঙ্গে কি সম্পর্ক আছে,আমাকে ছোট বলে হেলা করিস না,*
*আজিকার যুদ্ধে যদি তোরে নাহি মারি।*
*তবেত লক্ষ্মণ নাম বৃথা আমি ধরি।।*
*🌻এবার দুইজনের মধ্যে বাণ মারামারি শুরু হলে,অতিকায় বলল,তোমার আমার মাঝখানে যেন কেউ না আসে। সাক্ষী স্বরূপ রামচন্দ্র ও বিভীষণ খুড়ো রইলেন,আমাদের যুদ্ধের বিচারক আপনারা।দুইজনের মধ্যে মহাযুদ্ধ বেধে গেল,অতিকায় অগ্নিবাণ মারে,লক্ষ্মণ বরুণবাণে সংহার করে।একসঙ্গ দুইশ বাণ অতিকায় মারলে, লক্ষ্মণ সব বাণ কেটে ফেলে।তারপর হস্তিবাণ মারে অতিকায়,সিংহবাণে কাটে লক্ষ্মণ। পর্বত বাণ মারল অতিকায়,পবনবাণে পর্বতকে উড়িয়ে দিল।কিন্তু লক্ষ্মণ যত বাণ অতিকায়ের দেহে মারে কিছুই হয় না অতিকায়ের।সেই সময়,*
*সহজেতে না মরিবে রাবণ-কুমার*।
*অক্ষয় কবচ আছে অঙ্গেতে উহার।।*
*ব্রহ্ম-অস্ত্র মারি ওরে করহ সংহার*।
*কানে কানে একথা পবনদেব কন।।*
*🌻তখন ব্রহ্ম-অস্ত্র বাণ দেখে অতিকায়ের প্রাণ উড়ে গেল,যেই ব্রহ্ম-অস্ত্রবাণ মারলেন অতিকায়ের মাথা কেটে দুই টুকরো হয়ে  গেল, তার সঙ্গে রাক্ষস যারা ছিল ভয়ে পলায়ন করে লঙ্কার দিকে চলে গেল। অতিকায়ের মুন্ড মাটিতে গড়াগড়ি করতে লাগল,কিন্তু সেই কাটা মুন্ড,*
*ভূমিতে পড়িয়াশমুন্ড "রাম" "রাম"বলে।*
*প্রেমানন্দে বিভীষণ ভাসে অশ্রুজলে।।*
*ধন‍্য ধন‍্য পুত্র তুমি নিশাচরকুলে।*
*তিনকুল মুক্ত হবে তব পুণ‍্যফলে*।।
*হেন ভক্ত না দেখি না শুনি কোন কালে।*
*কাটামুন্ড এইরূপে রাম রাম বলে*।।
*বানরেতে রামজয় শব্দ করে মুখে*।
*বজ্রাঘাত পড়ে যেন রাবণের বুকে।।*
*🙏বানান,ভুল মার্জনীয়🙏*
                *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
  ✧═══════════•❁❀❁•═══════════✧ 

 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html