🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

৩৬. কাজী দলন 🔥 অতি গূঢ় নিত্যানন্দ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_80.html

 ✧═══════════•❁❀❁•═══════════✧
     ꧁ ৩৬. *অতি গূঢ় নিত্যানন্দ - কাজী দলন* ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
     ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
( ৩৬)
*অতি গূঢ় নিত্যানন্দ।*
*কাজী দলন।*

মহাপ্রভুর নির্দেশে সারা নবদ্বীপে তুমুল হরিনাম সংকীর্তনের রোল উঠল। সবাই গাইছেন *"হরি ও রাম রাম হরি ও রাম।"* সেই পথে যাচ্ছিলেন উচ্চৈঃস্বরে হরিনাম বলতে বলতে শ্রীধর।কীর্তন শুনে  মহানন্দে নৃত্য শুরু করলেন, তার আনন্দ-নৃত্য দেখে, তাকে ঘিরে চারিদিকে সবাই প্রেমানন্দে কীর্তন করতে লাগল। শ্রীধর আনন্দে গড়াগড়ি দিতে লাগল। পাষন্ডীরা দুরথেকে দেখে বলছে দেখ! সেই খোলাবেচা শ্রীধরও বৈষ্ণব হয়ে গেল!!  পরনে কাপড় নেই, পেটে ভাত নেই আর লোককে বলছে- *যে আমার ভাব হয়েছে!!* এই প্রকার বিমুখগণ নিন্দা করতে থাকে। নগরিয়াগণ দৈনিক কীর্তন করেন। একদিন সেই পথে কাজী যাচ্ছিল,মৃদঙ্গ মন্দিরা শঙ্খ ধ্বনি শুনেই কাজী বলছে-  "ধর ধর বেটাদের! বলে অনেককে মারল, অনেকে পালিয়ে গেল, মৃদঙ্গ গুলো ভেঙ্গে গুড়িয়ে দিল, দ্বারে অনাচার করল, আরও বলল-আজ ক্ষমা করে দিলাম, এরপরে যদি কেউ কীর্তন করে তার জাতি নিব, দেখি তোর নিমাই আচার্য কি করতে পারে!
 ভক্তগণ দুঃখ পেয়ে ভয়ে আর কীর্তন করতে পারেন না। সবাই মহাপ্রভুর কাছে নিবেদন করল, "প্রভু! কাজীর ভয়ে আমরা কীর্তন করতে পারি না। তুমি অনুমতি দাও,আমরা নবদ্বীপ ছেড়ে অন্য জায়গায়  গিয়ে নাম করব।"
শুনে মহাপ্রভু ক্রোধে রুদ্রমূর্তি ধারণ করলেন। আদেশ দিলেন-
নিত্যানন্দ! সাবধান হও! এক্ষুনি গিয়ে সবাইকে বল,আজ সারা নবদ্বীপে  কীর্তন করব। দেখি আমার কীর্তনে কে বাধা দিতে পারে। কাজীর ঘর-দ্বার সব পুড়িয়ে দেব। দেখি  তার রাজা কি করতে পারে।
যাও সকলকে আমার আজ্ঞা জানিয়ে দাও।
সবাই বৈকালবেলা মশাল হাতে যার বাড়িতে যা বাদ্যযন্ত্র আছে নিয়ে আসবে।
অনন্ত ব্রহ্মাণ্ড আমার সেবকের দাস। আমি থাকতেও তোমাদের ভয়?
নিত্যানন্দ প্রভুকে কাছে পেয়ে মহাপ্রভুর উৎসাহের শেষ নেই! সেনাপতি না থাকলে কি যুদ্ধ হয়? এতদিন ঘরের ভিতরে কপাট দিয়ে কীর্তন হচ্ছিল। নিত্যানন্দ প্রভুকে পেয়ে এবার মহাপ্রভু সংকীর্তন বাইরে বের করতে উদ্যোগী হলেন।
সারা নবদ্বীপে ঘোষিত হলো নিমাই পণ্ডিত আজ নগরে নগরে নৃত্য করবেন। নবদ্বীপবাসীর উৎসাহ আজ দেখবার মত।
স্ত্রী-বালক-বৃদ্ধ সকলেই মশাল হাতে উপস্থিত।
 মহাপ্রভু ,নিত্যানন্দ-অদ্বৈত-গদাধর- শ্রীবাস হরিদাস সঙ্গে সংকীর্তনে উন্মত্ত হয়ে চললেন।
 *"হরি বোল মুগধা! গোবিন্দ বোল রে ।যাহে নাহি হয় শমন-ভয় রে।।"(ধ্রু)* 

এই গান গাইতে গাইতে চললেন।পাশের গ্রাম শিমুলিয়া হয়ে কাজীর বাড়ির রাস্তা ধরলেন। অপার জনজোয়ার দেখে কাজী ভয়ে ঘরে ঢুকে পড়ল। উন্মত্ত জনতা তার বাগান উজাড় করল,দ্বার ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করল।

মহাপ্রভু কাজীকে ভীত-সন্ত্রস্ত দেখে লোক দিয়ে ডাকালেন, মাথা নত করে কাজী এসে প্রভুর সামনে দাঁড়াল।
প্রভু আদর করে কাজী কে বসিয়ে প্রশ্ন করলেন আমি তোমার ঘরে  অভ্যাগত আসলাম আর তুমি আমাকে দেখে লুকিয়ে পড়লে!এ তোমার কি ধরনের ব্যবহার?
 কাজী -তুমি ক্রুদ্ধ হয়ে এসেছ, তোমাকে শান্ত করার জন্য লুকিয়ে ছিলাম। এখন তুমি শান্ত হয়েছো,তাই এসে দেখা করলাম। আমার অনেক ভাগ্য যে তোমার মতো অতিথি ঘরে পেলাম। গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী আমার চাচা হয়, দেহসম্বন্ধ থেকেও গ্রামসম্বন্ধ বড়। নীলাম্বর চক্রবর্তী তোমার নানা হয়, সেই হিসাবে তুমি আমার ভাগ্নে হও, ভাগ্নের ক্রোধ মামা অবশ্যই সহ্য করে আর মামার অপরাধ ভাগ্নে গ্রহণ করে না।
মহাপ্রভু- একটা প্রশ্ন আছে তোমার কাছে। 
 কাজী- আজ্ঞা কর?

 মহাপ্রভু বলছেন- গোদুগ্ধ খাও,গাভী তোমার মাতা, 
বৃষ অন্ন উপজায় তাতে তেহ পিতা।।
 পিতা-মাতা মেরে খাও এ কেমন তোমার ধর্ম?
কাজী- তোমার যেমন বেদ-পুরাণ, তেমনি আমাদের কিতাব কোরান।সে শাস্ত্রে প্রবৃত্তি ও নিবৃত্তি দুই প্রকার মার্গ আছে। নিবৃত্তি মার্গে গোবধ নিষিদ্ধ, আর প্রবৃত্তি মার্গে  গোবধের বিধান আছে।শাস্ত্র আজ্ঞায় বধ করলে পাপ হয় না। তোমার বেদেও গোবধের বিধান আছে,তাই বড় বড় ঋষি-মুনিগণও গোবধ করেছেন।
 প্রভু - বেদে গোবধ নিষেধ করেছে। অতএব হিন্দুমাত্র গোবধ করে না। যদি বাঁচাতে পারে তবেই প্রাণী মারে।সেজন্য জরদ্গব বলি দিয়ে তাকে পুনর্জীবন দান করে। বৃদ্ধ যুবা হয়ে যায় তাতে তার বধ হয় না আরো উপকারই হয়। কিন্তু কলিকালে ব্রাহ্মণদের সেই প্রকার শক্তি না থাকায় এখন গোবধ নিষিদ্ধ।

ব্রহ্মবৈবর্ত পুরাণ- কৃষ্ণজন্মখন্ডে 165/180।

অশ্বমেধং গবালম্ভং সন্ন্যাসং পলপৈতৃকম্।
দেবরেন সুতোৎপত্তিং কলৌ পঞ্চ বিবর্জয়েৎ।।

অনুবাদ :- কলিযুগে পাঁচটি বর্জনীয়, অশ্বমেধ, গো-মেধ, সন্ন্যাস,মাংস দিয়ে পিতৃশ্রাদ্ধ এবং দেবর দিয়ে পুত্র লাভ।

 তোমরা বাঁচাতে পার না, কিন্তু মারতে পার। সেই পাপে নরক থেকে তোমাদের রেহাই নেই। গরুর যত রোম, তত হাজার বছর রৌরব পচতে হবে। তোমাদের শাস্ত্রকর্তা - সে ভ্রান্ত হল, শাস্ত্রের মর্ম না জেনে ওই প্রকার আজ্ঞা দিল।
 শুনে কাজী স্তব্ধ হয়ে গেল, মুখে আর কথা বের হয় না, বিচার করে কাজী নিজের পরাজয় স্বীকার করে নিল।
 তুমি যা বললে পন্ডিত সেই সত্য হয়। *আধুনিক আমার শাস্ত্র বিচারসহ নয়।।* 
 *কল্পিত আমার শাস্ত্র আমি সব জানি।* 
 জাতি অনুরোধে তবু সেই শাস্ত্র মানি।।

 *সহজে যবন শাস্ত্র অদৃঢ় বিচার।* আরেকটি প্রশ্ন করি যথার্থ বলবে ছল,প্রবঞ্চনা করবে না।
 তোমার নগরে সবসময় সংকীর্তন হয়।বাদ্য গীত কোলাহল হয়, তুমি কাজী হিন্দু-বিরোধী, কিন্তু এখন আর মানা করো না কেন? বুঝতে পারিনা।

 কাজী বলছেন- সবাই তোমাকে বলে গৌরহরি, আমিও তোমাকে এই নামে সম্বোধন করি। শুন গৌরহরি এ প্রশ্নের উত্তর, একান্তে যদি আসো তাহলে বলি।

প্রভু - এখানে সকলেই আমার অন্তরঙ্গ, তুমি সবার সামনেই বল। কোন অসুবিধা নেই। কাজী - যখন আমি হিন্দুর ঘরে গিয়ে কীর্তন বন্ধ করলাম, মৃদঙ্গ ভেঙে ফেললাম। সেই রাতে এক সিংহ মহাভয়ংকর নরদেহ মুখটা সিংহের মত।আমি শয়ন করলে আমার উপর লাফ দিয়ে চড়ে অট্ট অট্ট হেসে দাঁত কড়মড় করে আমার বুকে নখ দিয়ে চিরে ঘোর শব্দে বলছে ফেঁড়ে ফেলবো তোর বুক মৃদঙ্গের বদলে। আমার কীর্তন মানা করিস্ তোর বংশধ্বংস করে দেব। আমি বড় ভয় পেয়ে কাঁপতে লাগলাম। আমাকে ভীত দেখে সিংহ প্রসন্ন হয়ে বলল- "তোকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিলাম। এমন আর কখনো করবি না। এবারের মতো ক্ষমা করে দিলাম। আর যদি করিস্ সবংশে ধ্বংস করব।" এই বলে সিংহ চলে গেল।এই দেখো নখচিহ্ন আমার হৃদয়ে। 
এই বলে কাজী নিজের বুক দেখালো।
 শুনে সব লোক আশ্চর্য মানল।
কাজী- একথা আমি কাউকে বলি নাই। একদিন আমার পেয়াদা এসে বলল- আমি তো নিষেধ করতে গিয়েছিলাম। এক অগ্নি উল্কা এসে আমার মুখে এমন ভাবে লাগলো যে আমার দাড়ি সব পুড়ে গেল, মুখে ফোস্কা পড়ে গেছে। সে কথা শুনে আমি ভীত হয়ে পড়লাম। বললাম কীর্তন বন্ধ করতে কেউ যেয়ো না। তারা স্বচ্ছন্দে কীর্তন করুক।
 নবদ্বীপের হিন্দুরা এসে বলল - খুব বাড়াবাড়ি হচ্ছে! হরিধ্বনিতে রাতে ঘুম হয় না।আরেকজন ম্লেচ্ছ বলল - হিন্দুরা "কৃষ্ণ কৃষ্ণ হরি হরি" বলে কান্দছে, নাচছে, গড়াগড়ি যাচ্ছে। যদি বাদশা শুনে তোমাকে শেষ করে দেবে। আমি বললাম - হিন্দুরা তো হরিকৃষ্ণ বলছে, কিন্তু তুমি সব সময় কেন বলছো?
 সে বলল- আমি পরিহাস করে " হরি হরি কৃষ্ণ কৃষ্ণ" বলছিলাম, কিন্তু, এখন এমন হল! আমার জিহ্বা সবসময় হরি-হরি বলছে আর ছাড়তে পারছি না। তাদের কথা শুনে আমি সেদিন থেকে হিন্দুদের কে পরিহাস করা বর্জন করলাম। জানিনা, কি মন্ত্রৌষধি জানে হিন্দুগণ।

এমন সময় 5/7 জন হিন্দু আসল- এসে নালিশ করল হিন্দু ধর্ম নিমাই পণ্ডিত নষ্ট করে ফেলল, যে কীর্তন কখনো শুনি নাই, তাদের উপদ্রবে আমাদের নিদ্রা হারাম হয়ে গিয়েছে।
কৃষ্ণনাম *মহামন্ত্র* এ জোরে জোরে বললে মন্ত্রের বীর্য নষ্ট হয়।এই পাপে সারা গ্রাম উজাড় হয়ে যাবে। আমি স্নিগ্ধ ভাবে বললাম - তোমরা সবাই ঘরে যাও। আমি নিষেধ করে দেব।
 *হিন্দুর ঈশ্বর বড় যেই নারায়ণ।সেই তুমি হও হেন লয় মোর মন।।* 

 এত শুনি মহাপ্রভু হাসিয়া হাসিয়া।
 কহিতে লাগিল কিছু কাজীরে ছুঁইয়া।।

 *তোমার মুখে কৃষ্ণ নাম এবড় বিচিত্র।পাপক্ষয় গেল হইলা পরম পবিত্র।।* 

 *হরি-কৃষ্ণ-নারায়ণ লৈলে তিন নাম।বড় ভাগ্যবান তুমি বড় পুণ্যবান।।* 

 এত শুনি কাজীর দুই চক্ষে পড়ে পানি।
প্রভুর চরণ ছুঁই কহে প্রিয়বাণী।।

 তোমার প্রসাদে আমার কুমতি দূর হল।এই কৃপা করো যেন তোমার চরণে ভক্তি হয়। 

প্রভু - তোমার কাছে একটি ভিক্ষা, নদীয়ায় সংকীর্তন যেন বন্দ না হয়।

 কাজী বলছেন- আমার বংশে যারা কীর্তনে বিরোধ করবে তাকেই তালাক দিব।

 শুনে মহাপ্রভু আনন্দে হরি বলে উঠলেন। সকল বৈষ্ণবগণও হরিধ্বনি করতে লাগলেন। 
মহাপ্রভু আনন্দিত চিতে শঙ্খ বণিকের ঘর হয়ে,তন্তুবাইয়ের নগরী আসলেন। তাদের কৃপা করে শ্রীধরের ঘরে এসে উঠলেন।তার বাড়ির বাইরে ফুটো লোহার পাত্রে জল ছিল, সেই পাত্র তুলে জল পান করলেন। শ্রীধর পন্ডিত হায় হায় করে উঠলেন। মহাপ্রভু বললেন বৈষ্ণবের জলপানে বিষ্ণুভক্তি হয়। সেজন্যই একটু জল পান করলাম।

ধনে জনে পাণ্ডিত্যে কৃষ্ণকে পাওয়া যায় না। একমাত্র ভক্তির বশ ভগবান। জল পান করে শ্রীধরকে অনুগ্রহ করে মহাপ্রভু গাদিগাছা-পারডাঙ্গা দিয়ে পুনরায়  নবদ্বীপে ফিরে আসলেন।
জয় ভক্তদুঃখহারী, কাজি উদ্ধারকারী, গৌরহরির জয়!!

ক্রমশ ....
  ✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন⬇️⬇️⬇️
 ✧═══════════•❁❀❁•═══════════✧

 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
           ꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html