🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩
৬৫. কাকমাল্য মান 🌷 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/07/httpmrinmoynandy_43.html
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬৫. কাকমাল্য মান ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌼কাকমাল্য মান, গৌরচন্দ্রিকা*
--------------------------------------------------
*সঙরি পূরব লীলা মোর গোরারায়।*
*কুসুম কানন দেখি নিকটহি যায়।।*
*সুললিত মালা গোরা রচন যে করি।*
*পুলকে পূরল তনু নয়নেতে বারি*
*হেনকালে গৌরীদাস তথায় আইল।*
*তাহা দেখি গৌরহরির আনন্দ বাঢ়িল।।*
*তাকর করে গোরা দেওল মালে।*
*কাহা মঝু প্রাণনাথ দেওবি গলে।।*
*এত কহি মৌন হয়ি রহল তথায়।*
*চরণ ধরি সাধই মনোহর যায়।।*
*🌻পূর্ণব্রহ্ম সনাতন শ্রীশচীনন্দন ঘন রসময় তনু নদীয়াবিহারী গৌরহরির লীলা খেলার অন্ত নাই।সেই পূরবের অর্থ্যাৎ ব্রজের কথা মনে পড়েছে।* *তিনি তো আর অন্য কেহ নহেন,ব্রজে ছিলেন যে লীলায়,তিনি এলেন নদীয়ায়।* *"সঙরি পূরব লীলা মোর গোরারায়",* ব্রজের সেই লীলা নদীয়াবিহারীর অন্তরে জেগে উঠেছে।* *সেই লীলা মহাপ্রভু নদীয়ায় প্রকট করলেন।হে জীবগণ তোমরা ব্রজের লীলা দর্শন করতে পার নাই,সেই ব্রজের লীলায়, নদীয়ায় শ্রবণ ও দর্শন কর।* *আমি তোমাদের জন্যই গোলোক ছেড়ে ভূলোকে মনুষ্য জন্ম নিয়ে এসেছি, তোমাদের চিত্ত শুদ্ধি ও লীলা দর্শন করানোর জন্য।* *তাই অদ্য গোরাচাঁদ পূরব লীলা স্মরণ করে পার্ষদগণ নিয়ে কুসুম কাননে প্রবেশ করলেন।* *বৃন্দাবন যেমন ঐ সময়ে তুলসী বৃক্ষ ছাড়াও অন্যান্য বৃক্ষে পরিপূর্ণ ছিল,নবদ্বীপ নদীয়াতেও মহাপ্রভু অবতরী হন,বহু কানন বা বন ছিল।* *কুসুম কাননে প্রবেশ করে কুসুম চয়ন করে অতীব সুন্দর একখানি মাল্য রচনা করলেন।* *মাল্য দেখে মহাপ্রভুর অন্তর,সর্বাঙ্গে আনন্দ ভরে উঠল।* *সেই আনন্দের সঙ্গে সঙ্গে আনন্দাশ্রু বহিতে লাগল।* *কেন?আপনি আচরি ধর্ম জীবকে শেখায়,আমি যার উদ্দেশ্যে যা কিছুই অর্পণ করি না কেন,তা যদি নিজে তুষ্ট হতে না হয়ে থাকি,তাহলে অপরকে তুষ্ট করা যাবে না।* *তিনি একখানি এমনই মালা রচনা করেছেন যে তিনি চরম তুষ্ট হয়েছেন।* *মালাটি তো রচনা করলাম,যাঁর উদ্দেশ্যে করলাম তাঁকে মালাটি কে দেবে?এই কথা চিন্তা করছেন,এমন সময় হঠাৎ গৌরীদাস এসে উপস্থিত হলেন,গৌরীদাসকে দেখে মহাপ্রভুর আনন্দ ধরে না,* *আনন্দ আরও গুণ গুণ বেড়েয় যাচ্ছে,কেন হে না গো?তিনি তো আর নদের নিমাই নহেন,পূরবের ভাবে বিভোর হয়ে আছেন।* *গৌরীদাসকে দেখা মাত্রই ব্রজের সুবল এসেছে,আনন্দের সীমা রইল না।* *মহাপ্রভু বলে উঠলেন,ওরে ভাই সুবল!তুই কোথায় ছিলি?আমার কাছে আসতে এত বিলম্ব হল কেন?* *গৌরীদাস এসকল কথা শুনে চরম আশ্চর্য্য হলেন।*বলছেন মহাপ্রভু আজ এ কি কথা বলছেন!* *কে সুবল?গৌরীদাসের মনে এইকথা আনাগোনা করায়,অন্তর্য্যামী মহাপ্রভু যেন আনন্দে মৃদু মৃদু হাস্য করতে লাগলেন।* *মহাপ্রভু বললেন,গৌরীদাস তোর স্মৃতিভ্রষ্ট হয়েছে,বলিয়া যখন তাঁর মস্তকে হাত দিলেন,গৌরীদাস তখন রাইকিশোরী তুমি এখানে বলে বদন পানে চেয়ে রইলেন।* *অতঃপর হাত সরিয়ে নিলে গৌরীদাস পুনঃ বাহ্য চেতনা ফিরে পেলেন।* *মহাপ্রভু তখন সেই সুললিত মালাটি গৌরীদাসকে দিয়ে বললেন,আমার প্রাণনাথ কোথায় আছে জেনে মালাটি তাঁর গলে পরিয়ে দিবে।* *এবারে মালাটি হাতে নেবার সঙ্গে সঙ্গে গৌরীদাসেরও পূর্ব স্মৃতি জেগে উঠল।* *গৌরীদাস অন্বেষণ করছেন,* *কিন্তু খুঁজে পাচ্ছেন না, তিনি মালাটি একটি পত্রপুটে রেখে দিলেন কৃষ্ণ আসিলে তাঁর গলায় পরিয়ে দিব।ঐদিকে মহাপ্রভু মৌন হয়ে রহিলেন।* *মহাপ্রভুর মৌনভাব দেখে পদকর্তা মনোহর দাস বলছেন,প্রভু মৌন হলে কেন কথা বল।*
*🌻গৌরচন্দ্রিকা এখানেই রইল।🌻*
🌻🌻🌻ব্যাখ্যা🌻🌻🌻*
*ভগবান কখন কোন লীলা কি ভাবে করবেন,তা বোধহয় সাধারণ মানুষের বোধগম্য নহে।* *তিনি পূর্বেই বলেছিলেন, বসুমাতার ভার হরণ ও মনুষ্যগণকে আনন্দ দেবার জন্য এবার মর্ত্যে স্বয়ং অবতীর্ণ হবেন,মনোসাধ পূরাবেন।*
*সেই বায়স খাবার বস্তু মনে করে পত্রপুট(ঠোঙ্গা) ঠোঁটে করে এসে চন্দ্রাবলীর গৃহের বৃক্ষডালে বসল।*
*বসবার পরই ঠোঙ্গা হতে মালাটি বেড়িয়ে পরে,তা চন্দ্রাবলীর নজরে পড়লে সকল সখীকে ডেকে বলেন,যেভাবেই হোকনা কেন এই মালা আমায় এনে দিতে হবে,নচেৎ প্রাণ বিসর্জন দিব।* *তখন সখীগণ যুক্তি করে বেশ কিছু খাবার কাকের সামনে ধরায়,খাবার পাবার লোভে ঠোঁট থেকে সেই মালা ছেড়ে দেই,* *সেই মালা পেয়ে চন্দ্রাবলী অতি আনন্দের সহিত গলে ধারণ করলেন।* *চন্দ্রাবলীর সখী বললেন,চন্দ্রাসখী,এই মালা যে গেঁথেছে সে অতি কোন সামান্যা নারী নহে,সেই অসামান্যা নারী অতীব চতুরা, কেন জানো?বায়সকে দূত করে তাঁর মালা তাঁর প্রাণের বন্ধুর জন্য প্রেরণ করেছে,আর এক সখী কইলেন,সে নারী বড় রসিকিনী,বন্ধুকে মালা দিবে মনে করে,বায়সের সহিত সেই অসামান্যার নারীর লেহ(ভালবাসা)।* *পদকর্তা বললেন,রাধারাণীর অন্তর থেকে গাঁথা মালা কাক এক অরসিককে দিয়ে ফেলল,অর্থ্যাৎ কাক এক ঠক,যে পেল সে আর এক ঠক।*
*🌻🌻কাকমাল্য মান ব্রজলীলা🌻🌻*
-----------------------------------------------------------
*বিবিধ কুসুম আনিয়া রাই।*
*অতি সুললিত মালা বনাই।।*
*নিজ করে রাখি,ছলছল আঁখি।*
*প্রেমময় ভাখি বোলই।।*
*ভাখি =কথা বা বাক্য।*
*ঘরে গুরুজনে, অতি দুজনে,*
*কি করি এখন মন উচাটন।*
*কি ছলে যাই, এ মল্য পরাই,*
*জুড়াই কেমনে সই জীবন।।*
*হেনকালে সুবল আওল তাহা।*
*হেরি সুবদনী পুলক দেহা।।*
*মরম কাহিনী, কহিয়া তখুনি,*
*মালা দেই কহে না কহ কোই।*
*চলত সুবল, হরষ পাই,*
*বনে উপনীত রাখাল ঠাঁই।।*
*নিরখি রাম, গোপেতে দাম,*
*শ্যাম করে তাহা সোঁপই।।*
*অগ্রজ ভয়ে না পরি মালে।*
*যতনে রাখল কদম্ব ডালে।।*
*কাক আসিয়া,সেই মালা লৈয়া,*
*চন্দ্রার মন্দির পর ডারই।।*
*ডারই=ফেলিল*
*হেরি চন্দ্রাবলী কহত ডাকি।*
*আয় ত্বরা তোরা হেরগো সখী।।*
*বিধি অগোচর,এ হেন সুন্দর।*
*বায়সা লহ মালা কহ মনোহর।।*
*🌻প্রেমময়ী শ্যাম সোহাগের সোহাগিনী রাই বিনোদিনী অদ্য নানারকম পুষ্প চয়ন করে শ্যাম নাগরের জন্য একখানি অতীব সুন্দর মালা গ্রন্থন করেছেন।* *শ্যামসুন্দরকে দেবার জন্য।* *যাঁরা গোবিন্দের সুখে সুখী,তাঁরাই তো শ্যাম সোহাগের সোহাগিনী।* *ঘরে বসে মাল্য রচনা করে মনে মনে ভাবছেন,এই মালা কেমন করে আমার প্রাণবঁধূর কাছে প্রেরণ করব?* *এই ভাবনা ভাবছেন আর দুই নয়ন বহে যাচ্ছে,কেন কাঁদছেন?রাই ধনি যে বাদিনীর ঘরে বাস করেন, এই ঘরে কেহ নে যে তার হাত দিয়ে বঁধূর কাছে মালা পাঠাইব।* *এইভাবে শ্যামসুন্দরের কথা ভাবছেন,এমন সময়ে সুবল এসে উপস্থিত,সুবলকে দেখে রাইধনির যেন আনন্দ ধরে না।* *কেহ যদি নিষ্ঠার সঙ্গে গোবিন্দ চরণে কিছু প্রার্থনা করেন, বা জানাই;তাহলে জগৎ কৃপাময় তাঁর প্রার্থনা পূরণ করেন,ইহাতে কোন সংশয় নেই।* *রাধারাণী নিজ মনের কিছু কথা সুবলকে বললেন,যে ঘরে বাস করেন জোড়ে কথা বলবার কোন উপায় নাই,দেওয়ালে কান দিয়ে কুটিলা বসে থাকে,কি বলছে শুনব আর দাদাকে লাগাব।* *সুবলের হাতে মালা অর্পণ করে বললেন,ভাই সুবল!তোমার সখার গলে পরিয়ে দিও।* *সুবল বিদায় নিয়ে গোঠে এলেন,এসে দেখলেন কানাইয়ের সঙ্গে দাদা বলরাম আছেন,মালা রয়েছে,অতি গোপনে কানাইয়ের হাতে দিতে হবে, কানাইকে দাদার কাছ হতে দূরে নিয়ে মালাটি দিলেন।* *পাশে দাদা আছেন জেনে,কদম্ব বৃক্ষের ডালে মালাটি রেখে দিলেন,সে বৃক্ষে কয়েকটি কাক বসে ছিল,তাদের খাদ্য বস্তু মনে করে ঠোটে করে নিয়ে চলে গেল,এবারে খাদ্যবস্তু না পেয়ে চন্দ্রাবলীর বাড়ীতে মালাটি ফেলে দিল।* *চন্দ্রাবলী মালাটি পেয়ে আনন্দে আত্মহারা হলেন,সখীগণকে ডেকে দেখালেন।*
*🌻🌻দ্বিতীয় পদ🌻🌻*
-----------------------------------------
*কহে চন্দ্রমুখী,শুন সব সখী,*
*কহিয়ে অন্তর বেথা।*
*বায়সা ভুলহ,এ মালা আনহ,*
*নহিলে মরিব হেথা।।*
*শুনিয়া সঙ্গিনী,মনে ভয় মানি,*
*যুকতি করিয়া সবে।*
*বহু উপহার ,আনিয়া সত্বর,*
*কাকেরে দেওল সবে।।*
*আহার পাইয়া, বায়স ভুলিয়া,*
*মালাটি ছাড়িয়া দিল।*
*পাই চন্দ্রাবলী,গলে নিল তুলি,*
*কত হরষিত ভেল।।*
*পুন সে রঙ্গিনী,কহে অনুমানি,*
*যে ধনি গাঁথিল মালা।*
*একাকী বন্ধুয়া,সে ধনি পাঞা,*
*ঘুচাইল মনের জ্বালা।।*
*কহে পদ্মাবতী,করিয়া প্রণতি,*
*সে ধনি সামান্যা নহে।*
*যাহার মালায়,জগত ভুলায়,*
*কে তারে সামান্যা কহে।।*
*এক ধনি কয়,মোর মনে লয়,*
*সে ধনি চতুরা বালা।*
*কাক দূত করি, পাঠাইলা সুন্দরী,*
*বন্ধুরে পরাতে মালা।।*
*কহে আর সখী,জগতে না দেখি,*
*বড় রসকিনী সেহ।*
*বন্ধুর বরণ, মনেতে ভাবিয়া,*
*কাকের সহিত লেহ।।*
*মনোহর কয়,ধনির এ ধন,*
*অর্পণ করিল ঠকে।*
*চোরে চুরি কৈল,বাটোয়ারা দিল,*
*এবে দেখি কেবা ঠকে।।*
*🌻🌻তৃতীয় পদ 🌻🌻*
*সুললিত মালা গলে সুবেশা সুন্দরী।*
*ভ্রমে বনে হর্ষমনে সঙ্গে সহচরী।।*
*কুসুম তুলি চন্দ্রাবলী বসিল তরু ছায়।*
*ভানুর সুতা ভানুর সুতায় স্নান করিতে যায়।।*
*ভানু সুতা=বৃষভানু নন্দিনী, ভানুসুতায়=সূর্য্য কন্যা যমুনা*
*চন্দ্রা গলে দেখি মালে বোলে কমল মুখী।*
*আয় ললিতে দেখ ত্বরিতে কি বিপরীত দেখি*
*বিনা সুতে মালা গেঁথে কৃষ্ণ গলে দিলাম।*
*মিথ্যা আশা সব ভরসা সাক্ষি তার পাইলাম।।*
*খলের কথায় মন প্রাণ না জানিয়ে সঁপি।*
*মনোহর কয় যত্নে হিয়ায় বিষের তরু রোপি।।*
*🌻সেই সুললিত মালা পেয়ে চন্দ্রাবলী গলায় ধারণ করে অতি আনন্দিত মনে কাননের মধ্যে ভ্রমণ করছেন,সেই বনের মধ্যে বহু পুষ্প দেখে পুষ্প চয়ন করে একটি বৃক্ষতলে বসলেন।* *অপরদিকে ভানুর সুতা(বৃষভানু নন্দিনী)ভানু সুতায় (সূর্য্য কন্যা যমুনা)অবগাহন(স্নান) করতে গিয়াছেন।* *হঠাৎ চন্দ্রাবলীর গলায় সেই মালা দেখে চরম কষ্ট হল,রাধারাণী মনে মনে বলছেন,আমি আমার বঁধূকে মালা দিলাম, সে মালা চন্দ্রাবলীকে দিয়ে দিল?* *কৃষ্ণের প্রতি তাঁর চরম ভাবে মান জন্মাইল।* *কারণ যাঁর জন্য মন প্রাণ সবকিছু সঁপিলাম,সেই খল আমার সঙ্গে এই রকম বঞ্চনা করল?*
*🌻🌻🌻চতুর্থ পদ🌻🌻🌻*
*তত্র মানং*
*ঐছন লম্পট বদন আর।*
*না হেরিব সখী কহিনু সার।।*
*কামুকী সহিত কামুক প্রীত।*
*এবে সে বুঝিনু এ সব রীত।।*
*যে ছিল করমে হইল তাই।*
*অলপে বারণ ওসুখে ছাই।।*
*শ্রবণে না শুনব প্রেমক নাম।*
*স্বপনে বদনে না কব শ্যাম।।*
*ভরমেও কালো নয়নে স্থান।*
*না দিব সজনি থাকিতে প্রাণ।।*
*এ কালো কুন্তলে চন্দনে ঢাক।*
*শম্ভু শিরোপরে ভূজঙ্গ রাখ।।*
*অম্বর ডম্বর ঝাপই সই।*
*চুনেতে তমাল লেপই কোই।।*
*কোপেতে আয়ল কুঞ্জক ঘর।*
*নাগরে বারতা দেই মনোহর।।*
*🌻🌻চন্দ্রাবলীর গলে মালা দেখে রাইধনির চরম মান হয়েছে,বলছেন ঐরকম খল,লম্পটের বদন দর্শন করব না।* *চন্দ্রাবলী যেমন কামুকী,ঐ লম্পপও তেমনি কামুক।* *সখী!আমার ভাগ্য অত্যন্ত খারাপ,ঘরে গঞ্জনা,বাহিরে খলপনা।* *ঐ কালাকে ভালবেসে আমি দুঃখ ছাড়া সুখ পাইনি জানিস?* *সখী আমি তোদের বলছি,আমি আর ঐ খলের নাম শুনব না,বলবও না।* *এবং ভুল করেও ঐ লম্পটের কালো নয়নে নয়ন দিব না।* *আমি কোনদিন স্বপ্নেও তাঁর কথা বলব না,তাঁর নাম বদনে নিব না, শোন সখী আমার যে কালো চুল আছে,তাহা চন্দনে লেপন করে ভালভাবে ঢেকে রাখ।* *কালো চুলও দেখব না,অম্বর ডম্বর (আকাশ সমূহ)ঢেকে রাখ,কালো আকাশের দিকে দেখব না।* *এবং তমাল বৃক্ষকে সাদা চুন দিয়ে লেপন করে ঢেকে ফেল।এইকথা বলে অতি ক্রোধান্বিত হয়ে কুঞ্জের ভিতরে এলেন।* *পদকর্তা রাধারাণীর এই ক্রোধ দেখে বুঝতে পারলেন একমাত্র শ্যামনাগর ছাড়া রাইধনির মান ভঙ্গ করতে পারবে না,তাই তিনি শ্যামসুন্দরকে বার্তা জানালেন।*
*🌻🌻 পদ পঞ্চম 🌻🌻*
*সখী মুখে শুনি হেন রীত।*
*যাই নাগর কুঞ্জে উপনীত।।*
*মান হেরি চমকিত ভেল।*
*মন মাহা ডর উপজিল।।*
*করজোড়ে কহে মৃদু বাণী।*
*কাঁহা লাগি হইলে মানিনী।।*
*চাহ মুখ তুলি একবার।*
*শ্যাম দাস চরণে তোমার।।*
*মিনতি করয়ে বারবার।*
*রোই রোই কহয় না পার।।*
*মান সিন্ধু তরঙ্গ দেখিয়া।*
*পরু শ্যাম চরণ ধরিয়া।।*
*পদ তলে লুটই কান।*
*তবুও নাহি তেজই মান।।*
*মোহিনী চরণ করি ধ্যান।*
*মনোহর ইহ রস গান।।*
*🌻🌻শ্রীকৃষ্ণ সখী মুখে শ্রীরাধার মান করবার সংবাদ শুনে অতি শীঘ্রই কুঞ্জে উপস্থিত হলেন।*রাধারাণীর এই মানের অবস্থা দেখে হতবম্ব হয়ে গেলেন,মানের ভাব দেখে খুব ভয়ও পেলেন।* *রাধার বদন পানে চেয়ে কৃষ্ণ জিজ্ঞাসা করলেন অতি বিনয়ী ভাবে হে রাধে!প্রেমময়ী তোমার মান হবার কারণ আমি কিছুই বুঝতে পারছি না* *যদি কারণ বল?* *তুমি কথা বল,তুমি কথা না বললে তো আমি কিছু বুঝতে পারব না,বল,বল ওগো প্রাণ প্রিয়তমে আমায় বল?* *তুমি যদি আমার সঙ্গে কথা না বল,আমি ভীষণ কষ্ট পাব,বল কি কারণে মান করেছ।* *দেখ রাধে আমি তোমার চরণতলে পড়ে আছি,আমার কি অপরাধ হয়েছে বল?* *এইভাবে রাধার কাছে বারংবার মিনতি করছেন শ্যামসুন্দর।* *মিনতি,বিনয়,অনুরোধ করতে করতে কৃষ্ণ অঝোর নয়নে ক্রন্দন করছেন,তবুও রাধার মান প্রশমন হল না।* *পুন শ্রীরাধার চরণতলে বসে,ভক্ত যেমন ভগবানের শ্রীচরণ পাবার আশায় আকুলি ব্যাকুলি করে রোদন করেন,আজ সেই অবস্থায় শ্যাম।* *
*🌻🌻ষষ্ঠ পদ ও ব্যাখ্যা🌻🌻*
*রসিক নাগর,আকুল অন্তর,*
*গদ গদ স্বরে কহে।*
*বিনি অপরাধে,কেনে গো সুন্দরী,*
*গুরুদন্ড দিলে মোহে।।*
*পীতাম্বর ,করি করজোড়,*
*ঠারহি রাইর পাশ।*
*এ পাঁচ বদন, ভূজঙ্গে দংশল,*
*কি আর জীবনের আশ।।*
*এতেক কহিতে ,কাঁপিতে কাঁপিতে,*
*ভূমে মূরছিত ভেল।*
*হেরি সখীগণ, কহত কাঁদিয়া,*
*হায় হায় কিনা হৈল।।*
*শ্বাসহীন হেরি,শ্রবণ কুহরে,*
*কহত রাধার নাম।*
*মান তেয়াগিয়া,ধায় বিনোদিনী,*
*কোরেতে লইল শ্যাম।।*
*সুশীতল নীরে,সিনান করাই,*
*অঞ্চলে করত বায়।*
*অঙ্গ মোড়া দিয়া,বসিল নাগর,*
*রাইর বদন চাই।।*
*কহে বিনোদিনী,ধিক এ জীবনে,*
*কি কাজ বাঁচিয়ে আর।*
*শোভা বাড়াইতে,কামুকী হৃদয়ে,*
*পরাইলে মোর হার।।*
*শুনি কহে শ্যাম,সে হার তোমার,*
*কদম্ব তলাতে রাখি।*
*খোঁজ না পাই,কহিতে তথাই,*
*আইল চন্দ্রার সখী।।*
*তাহারে পুছিয়া,সকলি শুনিয়া,*
*ঘুচিল মনের বাধা।*
*হৃদয়ে লইয়া,বিনয়ে কহত,*
*এ হত পাপিনী রাধা।।*
*মোহিনী চরণ,করিয়া স্মরণ,*
*রূপ নারায়ণে ধ্যানে।*
*কাক হেতু মান,ইহ রস গান,*
*মূঢ় মনোহর ভণে।।*
*🌻নিরপরাধী শ্রীকৃষ্ণ বলছেন,হে রাধে, কেন তুমি আমায় বিনি অপরাধে গুরুদন্ড দিলে?* *হে প্রেমময়ী আমি তো অপরাধ করি নাই!তোমার এ দশাদেখে যেন মনে হয়েছে পঞ্চমুখ সর্প আমায় দংশন করলে,যেমন দশা হয়,অদ্য আমারও একই দশা।* *তোমার কথা অন্তরে ভাবতে ভাবতে,কি করব,কি না করব,তারপর মৃত্তিকায় মূর্ছিত হয়ে পড়লাম,* *সখীগণ এই দশা দেখে হায়! হায়!করতে করতে রাধার কাছে সব কথা বললেন।* *কৃষ্ণের এই দশা দেখে মান ভঙ্গ করে বঁধূকে কোলে নিলেন,কিছুক্ষণ চেতনা ফিরলে,বঁধূকে শীতল জলে স্নান করিয়ে সুস্থ করলেন।* *এবং শ্যামনাগরের সেবা করতে লাগলেন।* *সুস্থ হবার পর রাধা,কৃষ্ণকে বললেন,তোমার জন্য কত মনযোগ দিয়ে একটি বিনি সুতোর মালা গ্রন্থন করে দিলাম, তাহা চন্দ্রাকে দিয়েদিলে?* *তবে শোন বলি!তুমি মালা পাঠিয়ে ছিলে,পাশে দাদা ছিল পরতে পারলাম না,কদম গাছের ডালে রাখলাম পরে পরব বলে, ইতিমধ্যে কাক তার খাবারের বস্তু মনে করে সেখান থেকে নিয়ে চলে যায়।* *কোথায় গেল খবর পেলাম না,পরে চন্দ্রার সখীর কাছে জানতে পারলাম,কাক চন্দ্রার বাড়ীর বৃক্ষে বসে এবং মালা ফেলে দেয়।* *তখন রাধা বললেন সব বুঝতে পারলাম, এই সবের মূল কারণ কাক।* *যাইহোক এখানেই রাখলাম।*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-
শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 👇👇🙏👇👇 📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 দ্বিতীয় ভাগ ꧂ পদ - পদাবলী 🙏 গৌরচন্দ্রিকা 🙏 ব্যাখ্যা ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/03/krishna.html ✧═══════════•❁❀❁•═══════════✧ সুধী ভক্তবৃন্দ যে লীলা অধ্যায়নের করতে চান নিম্নে লিংকের উপর ক্লিক করুন 👇👇👇 ✧═══════════•❁❀❁•═════...
শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শিবরাত্রি ব্রতকথা ꧂ শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓ শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓ শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_54.html ✧═══════════•❁❀❁•═══════════✧ পুরাক...
ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ꧂ https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ *বিবেক বৈরাগ্য দিয়া দু'গলুই করিল।* *ধৈর্য্য তাহার উপর দাঁড়া করিল।।* *আসক্তির তক্তা আনি তাহাতে জুড়িল।* *লালসার পাতান লোহা তাহাতে গড়িল।।* *নববিধা ভক্তি দিয়া নয়টি গুড়া দিল।* *সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল।।* *মন রূপী পাল তাহে উড়াইয়া দিল। *সাধুসঙ্গ কাণি দড়ি চৌদিকে আঁটিল।।* নৌকা গঠন তত্ব দ্বারা।---------------- শ্রী গোবিন্দ আমার সখাদের সঙ্গে গো-চারণ করিতে করিতে সেই কথা মনে পড়েছে, কোন কথা,গোলোক বৃন্দাবনের কথা, ভাই সুবলকে ডেকে বললেন,ওরে ভাই সুবল সখা, আজ আমি যমুন...
🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html
👉 মতানুসারে 👉 https://drive.google.com/file/d/1lS0aV1XBKbzRfve110-R6hJEsX3JHoMQ/view?usp=drivesdk ✧ ══════════•❁❀🙇❀❁•══════════✧ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ✧ ══════════•❁❀🙇❀❁•══════════✧ 🔘👉🏠Home🏠 🔘👉📝সূচীপত্র📝 🔘👉📚PDF গ্রন্থ📚 🔘👉✉️WhatsApp Chanel✉️ 🔘👉Apps 🔘👉🌐Google Drive🌐 🔘👉 শ্রীশ্রীরাধাকান্ত মঠ🚩শ্রীশ্রীগৌর গম্ভীরা🐚শ্রীধাম পুরী🐚 🔘👉 🗓️ ব্রত তালিকা 🗓️ শ্রীগিরিগোবর্ধন 🙇 🔘👉 🗓️ ব্রত তালিকা 🗓️ শ্রীরাধাকুণ্ড 🙇 🔘👉🖼️ধর্মীয় চিত্রপট🖼️ 🔘 👉 📝শ্রী জয়দেব দাঁ📝 🔘👉📝শ্রী গোপীশরণ দাস📝 🔘👉📝শ্রী দীপ বাগুই📝 🔘👉 🎶শ্রীমতী কুঞ্জশ্রী দাশগুপ্ত🎶 🔘👉📝শ্রী মৃন্ময় নন্দী📝 ✧══════════•❁❀🙇❀❁•══════════✧ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ✧ ══════════•❁❀🙇❀❁•══════════✧ ✧══════════•❁❀🙇❀❁•══════════✧ 🌷 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 *১৫৬. শ্রীপ্রদ্যুম্ন মিশ্র ও কৃষ্ণকথা 🌷 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mri...
শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/home-page-pdf-httpsmrinmoynandy_25.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ...
মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ৪২. ব্রহ্মা এবং মহেশ্বর যাঁর আরাধনা করেন 🙇 মনোশিক্ষা🙏 দ্বিতীয় ভাগ🙏শ্রী প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *(৪২)🔥🔥মনো শিক্ষা 🔥🔥* •••••••••••••••••••••••••••••••••••••• *ওরে মন! বিচারিয়া দেখ না হৃদয়* *ধনে জনে যত আর্তি,বাড়ে বই নহে নিবৃত্তি,* *হরি-পদে হৈলে কি না হয়।।* *যা ভাবিলে হবে নাই,তাই ভেবে কাট আই,* *ভাবিলে যে পাও তা না কর।* *লক্ষকোটি যার ধন,সে কি পায় এক মণ,* *বুঝি কেনে ধৈরয না ধর।।* *খাওয়া পরা ভাল চাও,তাই কি ভাবিলে পাও,* *পূর্ব-জন্মার্জিত সেই পাবে।* *কার ধন চিরস্থায়ী,না গণ'আপন আই,* *কত কাল তুমি বা বাঁচিবে।।* *অজ ভব ভবে যাঁরে,কি মদে পাসর তাঁরে,* *"হরি" ভুলি জীয় কোন্ কাজে।* *"হরিনাম"যাতে নাই,সে বদনে পড়ুক ছাই,* *সে মুখ সে দেখায় কোন্ লাজে।।* *...
বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═════...
শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🙏 প্রথম ভাগ ꧂ ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *••••┉❀꧁👇 🏠Home Page🏠👇 ꧂❀┅••••* 👉 MrinmoyNandy.blogspot.com 👉 Boisnob.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/09/pdf_22.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html 👉...
*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ *নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্* ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 🌐 http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠👇👇🙏👇👇📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ *নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।* *পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।* = = = = = = = = = = = = = = = = = *মুলানুবাদ=হে রসবিশেষভাবনা-চতুর রসিক ভক্তগণ!শুকমুনির মুখনির্গলিত দেব-কল্পতরুর শ্রীমদ্ভাগবত নামক পরমানন্দরসময় ফল সাধনকাল হতে মোক্ষক...
শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম্য ꧂ ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ https://Gopisharan.blogspot.com 🙏 সূচীপত্র ꧂ ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/home-page-pdf-httpsmrinmoynandy_25.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *শ্রীআমলকী একাদশী ব্রতের মাহ...