🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

২২. মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori22.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
২২. মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori22.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
       ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
    এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২১. মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori21.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২২)বৈষ্ণব জগতের মাধুকরী*
        *মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব*
     👣 👣👣👣👣👣👣👣👣
*"দুই ভাই হৃদয়ের ক্ষালি অন্ধকার*।
*দুই ভাগবদ্ সঙ্গে করান সাক্ষাৎকার।।"*
*🌷অর্থ‍্যাৎ এই দুই ভাই নিতাইসুন্দর ও গৌরসুন্দর কলির জীবের হৃদয়ের অন্ধকার ক্ষালন করে মানে দূরীভূত করে দুই ভাগবদ্ সঙ্গে সাক্ষাৎ করিয়ে ছিলেন।এখন এই দুই ভাগবদ্ বলতে কি বুঝায় তাইই এখানে আলোচনা করা হবে।এক ভাগবদ্ হচ্ছেন শ্রীমদ্ ভাগবত গ্রন্থ অর্থ‍্যাৎ কৃষ্ণ কথাময় ভাগবদ্ যা পাঠ করে লোকে কৃষ্ণভক্তি পরায়ণ হয়, আর অপর ভাগবদ্ হচ্ছেন এই কৃষ্ণকথা যাঁরা ভালবাসেন,কৃষ্ণলীলা যাঁরা দিনরাত্রি সাধন ভজন করেন,স্মরণ মনন করেন তাঁদের সঙ্গেও আমাদের সাক্ষাৎ করিয়ে দিয়েছেন যার পরিচয় হচ্ছেন এই মহাভাগবদ্ গোস্বামীগণ বা পার্ষদগণ।ভক্তি জগতে মহাপ্রভুর পার্ষদগণের কোন সীমা সংখ্যা নাই তথাপি কয়েকজন মহাপুরুষের নাম না করে পারছি না। যথা=লোকনাথ গোস্বামী,ভূগর্ভ গোস্বামী,শ্রীপাদ রূপগোস্বামী,শ্রীপাদ সনাতন গোস্বামী, শ্রীপাদ শ্রীজীব গোস্বামী,শ্রীপাদ রঘুনাথ নাথ ভট্টগোস্বামী,রঘুনাথ দাসগোস্বামী,শ্রীনিবাস আচার্য‍্য,শ্রীনরোত্তম দাসঠাকুর, শ্রীশ‍্যামানন্দ প্রভু, শ্রীরামচন্দ্র কবিরাজ ইত‍্যাদি।এই সব ভক্ত চরিত্র উপলক্ষ্য করে কবিরাজ গোস্বামী মহাশয় বিভিন্ন পয়ার রচনা করে গিয়েছেন যাঁর কিছু পরিচয় নিম্নে দেওয়া হল যাতে এই সব ভক্তের চরিত্র এবং ভজন প্রথা কিঞ্চিৎ জানা যায়।*
*"লীলাভাবের ভক্তগণ,হংসচক্র বাকগণ,*
     *যাতে বসে করেন বিহার।*
*কৃষ্ণ কেলি সুমৃণাল,যাহা পাই সর্বকাল,*
     *ভক্ত হংস করয়ে আহার।।*
*সেই সরোবরে গিয়া,হংসচক্র বাক্ লইয়া,*
     *সদা তাহা করহ বিলাস।*
*খন্ডিবে সকল দুঃখ,পাবে পরম সুখ,*
     *অনায়াসে হইতে প্রেমোল্লাস।।*
*এই অমৃত অনুক্ষণ,সাধু মহান্ত মেঘগণ,*
     *বিশ্বোদ‍্যানে করেন বরিষণ।*
*তাতে ফলে প্রেমফল,ভক্ত খায় নিরন্তর,*
    *তার শেষে জীয়ে জীবগণ।।*
*🍁সুতরাং আশা করি সুধী শ্রোতাবৃন্দ আপনারা এতক্ষণে হৃদয়ঙ্গম করতে পেরেছেন যে কৃষ্ণদাস কবিরাজ মহাশয়ের এই তত্ত্বকথার বিশ্লেষণ এবং তাৎপর্য‍্য কি? তা সংক্ষেপে নিচে দেওয়া হল যথা=*
*"এক অদ্ভুত সমকালে দোঁহার প্রকাশ।*
*আর অদ্ভুত চিত্ত গুহার তম করে নাশ।।"*
*💧মহাপ্রভুর সন্ন‍্যাস গ্রহণের পর শ্রীকৃষ্ণচৈতন‍্য নামের অন্তর্নিহিত ব‍্যাখ‍্যা কি এবং সর্বশেষে =*
*"দুই ভাগবদ্ হৃদয়ের ক্ষালি অন্ধকার।*
*দুই ভাগবদ্ সঙ্গে করান সাক্ষাৎকার।।*
*🍀এবং এই দুই ভাগবদ্ বলতে তিনি কি বুঝাতে চাইছেন? কবিরাজ গোস্বামী হচ্ছেন বৈষ্ণব জগতের সিদ্ধান্ত শিরোমণি।তাঁর সিদ্ধান্ত সর্বজনগৃহীত। মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব এবং গোস্বামীগণের সুমহান জীবনের যে অপূর্ব ব‍্যাখ‍্যা তিনি করেছেন তা যুগ যুগ ধরে চির অমর হয়ে থাকবে।সেইরকম আবার নরোত্তম দাসঠাকুর মহাশয় তাঁরই রচিত প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে এক পদাবলীর মাধ‍্যমে এই অবতার তত্ত্বের অপর এক ব‍্যাখ‍্যা করেছেন, যথা=*
*"তিন বাঞ্জা অভিলাষী,শচীগর্ভে পরকাশি,*
       *সঙ্গে সব পারিষদগণ।"*
*অর্থ‍্যাৎ মহাপ্রভু যেন তিনটি বাঞ্জা বা বাসনা পূরণের জন্য শচীমাতার গর্ভে উদয় হয়েছিলেন। যথা ঃ--*
*(১)শ্রীরাধা প্রেমের মহিমা কিরকম?*
*(২)সেই প্রেমের দ্বারা শ্রীরাধা শ্রীকৃষ্ণের যে অদ্ভুত মাধুর্য‍্য আস্বাদন করেন, সেই মাধুর্য‍্যই বা কিরকম?*
*(৩)সেইরকম আবার শ্রীকৃষ্ণের মাধুর্য‍্য আস্বাদন করে শ্রীরাধা যে সুখ পেয়ে ছিলেন সেই সুখই বা কিরকম?*
*🌹এই তিন সুপ্ত বাসনা পূরণের জন্য শ্রীব্রজেন্দ্রনন্দন শ্রীমন্মহাপ্রভুর স্বরূপে সাঙ্গপাঙ্গ সহকারে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হন।এইজন‍্যই মহাপ্রভুকে রাধাকৃষ্ণ মিলিত তনু বলা হয়, কারণ দ্বাপরে যে রাধাকৃষ্ণের লীলারস আস্বাদন করা হয় তাতে দেখা যায় যে এই দুই জনই দুই জনের প্রেম আস্বাদনের মাধ‍্যমে বিভিন্ন স্বরূপে সুখ এবং বিরহ ভোগ করেছেন।এই অপ্রাকৃত প্রেম যে কি বস্তু তা পরিপূর্ণ রূপে আস্বাদনের জন্য গৌর ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু হিসাবে কলিযুগে আবির্ভূত হন।রাসলীলার পর রাধারাণীর খেদ বা মথুরায় অবস্থান কালীন শ্রীকৃষ্ণের যে বিরহ সঙ্কুল প্রেম মাধুর্য‍্য এবং রাধারাণীর যে বিচ্ছেদ জ্বালার পরিচয় পাওয়া যায় তা সাধারণ মানুষের কাছে বোধগম‍্য নহে।এই অপ্রাকৃত প্রেমের বিচ্ছেদ জ্বালায় উভয়েই আলাদা আলাদা ভাবে সমভাবে পীড়িত হয়েছেন এবং তারসঙ্গে গোপীগণও এই অন্তর জ্বালা ভোগ করেছিলেন যা উদ্ধব দৌত‍্যের মাধ‍্যমে স্পষ্টই প্রতীয়মান(বোধগম‍্য) হয়।*
*🌺সেইজন‍্য শ্রীকৃষ্ণ ভগবান একাধারে এই উভয় প্রেম আস্বাদনের নিমিত্ত রাধাকৃষ্ণ মিলিত তনু হিসাবে গৌর ভগবানের স্বরূপে আবির্ভূত হন এবং এই প্রেমাস্বাদন এবং এই বিরহের অন্তর জ্বালার প্রকৃষ্ট পরিচয় পাওয়া যায় মহাপ্রভুর গম্ভীরা লীলায়। এখানে দেখা যায় যে কখনও মহাপ্রভু মহাভাবে ভাবিত হয়ে রাধা রাধা বরে কেঁদে আকুল হচ্ছেন আবার কখনও রাধাভাবে ভাবিত হয়ে হা কৃষ্ণ! হা কৃষ্ণ! কোথা কৃষ্ণ! তুমি আমায় দেখা দাও বলে বিলাপ করছেন।ইহা হতে স্পষ্টই বুঝা যায় রাধাকৃষ্ণ মিলিত তনু না হলে কখনই তিনি এইরকম উক্তি করতে পারতেন না।সুতরাং মহাপ্রভুর এই আবির্ভাব তত্ত্বের যে ব‍্যাখ‍্যা, এই দুই মহাভাগবদ্ করেছেন তা সর্বজন গ্রাহ‍্য হতে বাধ‍্য কারণ পরমভাগবদ্ কৃষ্ণদাস গোস্বামী মহাশয় এবং নরোত্তম ঠাকুর মহাশয় উভয়েই বৈষ্ণব জগতের শিরোমণি।*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
*গিরি হস্তে জনার্দন,নির্ভয় যে সর্বজন,*
     *তাহাদের ক্লেশ হরি করেন হরণ।*
*বামকরে করি ধৃত,রাখি গিরি অবিরত,*
    *অবিচ্ছিন্ন সাতদিন দাঁড়িয়ে তখন।।*
*শ্রীকৃষ্ণের শক্তি আজ,জ্ঞাত হন দেবরাজ,*
    *বিস্ময় মোহিত তার হৈল পরাণ*।
*কত যে মহিমা তাঁর,জ্ঞাত হয়ে এইবার,*
    *ভক্তি ভরে দেবরাজ আরম্ভে স্তবন।।*
*নত হয়ে এইবারে,দেবরাজ কহে তাঁরে,*
    *ক্ষম মোরে অপরাধ জগৎ ঈশ্বর।*
*যুগে যুগে অবতার,আর্ত জনা কর পার,*
    *অনাদি অনন্ত তুমি আশ্রয় সবার।।*
🙏🙏🙏🙏🙏🙏👣🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৩. মহাপ্রভুর মতে বৈষ্ণবোচিত গুণাবলী 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori23.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html