🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

৩. শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর দাদা বিশ্বরূপের সংক্ষিপ্ত সন্ন্যাস লীলা ✍️ শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 🙏

✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩. শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর দাদা বিশ্বরূপের সংক্ষিপ্ত সন্ন্যাস লীলা꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
পাঁচ বছর বয়সে নিমাইয়ের হাতে খড়ি হবার পর তাহাকে সুদর্শন ওঝার পাঠশালায় ভর্তি করা হলো। সেকালে নিম্ন পাঠশালার গুরুমশাইদের ওঝা বলা হতো। মেধাবী বালক নিমাই কয়েকদিনের মধ্যে অক্ষর পরিচয় শিখে লিখতে শিখলেন। নিমাইয়ের দাদা বিশ্বরূপ তখন টোলে শাস্ত্র অধ্যায়ন করতেন। । তিনিও পরম স্নেহভরে ছোট ভাই নিমাইকে শিক্ষা দিতে লাগলেন। 

গৃহদেবতা রঘুনাথের নিত্যসেবা, পূজা, ভোগরান্নায়ে যাতে কোন ত্রুটি বা অত্যাচার না হয় তার জন্য শচীদেবী শুদ্ধাচারে ও সাবধানে থাকতেন। কিন্তু নিমাইয়ের তার কোন কিছুতে আবদার পূরণ না হলে কোন অশুচি ছুঁয়ে মাকে ছুঁয়ে দেবার ভয় দেখাতেন। এবং নিজের সকল ইচ্ছা পূরণের পথ নিজেই খুঁজে নিতেন। শচীমাতা তখন নিরুপায় হয়ে কেঁদে ফেলতেন , নিমাই মায়ের এই অবস্থায় স্থির থাকতে না পেরে ভালো ছেলের মতো মায়ের কাছে গিয়ে মাকে শান্ত করতেন।

পাড়া প্রতিবেশীরাও নিমাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠতেন প্রায়ই। কিন্তু এই বালকের মনোহর রূপ দেখে সবাই তাকে স্নেহ না করে থাকতে পারতেন না, তাহার সকল অত্যাচার সহ্য করতেন।

নিমাইয়ের বাড়ির কিছু দূরে ময়রাদের বাড়ি ছিল। নিমাই প্রত্যেকদিন সেই ময়রাদের বাড়ি গিয়ে ইচ্ছা মতো মিঠাই সন্দেশ খেয়ে আসতেন।

নিমাইয়ের শরীরটি যেমন ছিল বলিষ্ঠ , নিমাইয়ের মোনটিও ছিলো দৃঢ়। একবার যা করবেন ভাবতেন, তা তিনি করে ছাড়তেন। সহপাঠী ও পাড়ার ছেলেদের মধ্যে তিনি ছিলেন নেতা। তার কথা সকল সহপাঠী মেনে চলতেন। নিমাইয়ের প্রধান খেলার স্থান গঙ্গার ঘাট । সেই ঘাটে গিয়ে সঙ্গীদের নিয়ে প্রায়ই গঙ্গায় সাঁতার কাটতেন, জলে ঝাঁপ দিতেন। আবার কখনো কখনো ওই ঘাটে স্রান করতে আশা মানুষের উপর উপদ্রপ করে মজা পেতেন। নিষেধ করলে উপদ্রপ বাড়তো বই কমতো না। এই নিয়ে কেহ অভিযোগ করলে জগন্নাথ মিশ্র ছেলেকে শাসন করতেন। কখোনো কখোনো তাকে ঘর বন্ধ করে রাখতেন। তবু আটকাতে পারতেন না দুষ্ঠু নিমাইকে । ফাঁক পেলেই তিনি ঘর থেকে পালতেন। কিন্তু এই চঞ্চল দুষ্ট নিমাই দাদা বিশ্বরূপকে দেখা মাত্রই শান্ত হয়ে যেতেন।

নিমাইয়ের বয়স যখন আট বছর তাকে মায়াপুরের নিকটবর্তী গঙ্গাদাস পন্ডিতের টোলে ভর্তি করা হয়। দুই বছরের মধ্যে তিনি সংস্কৃত এবং ব্যাকরণ শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। তারপর তিনি বাড়িতে তার পিতা কর্তৃক সংগৃহীত অত্যন্ত তাৎপর্যপূর্ণ সমস্ত শাস্ত্রগ্রন্থ নিজেই পাঠ করতেন। তানি স্মৃতিশাস্ত্র এবং নায়শাস্ত্র নিজে নিজেই পাঠ করতেন। বিখ্যাত পণ্ডিত রঘুনাথ শিরোমনির তত্বাবধানে পাঠরত তার সমবয়সী বন্ধুদের থেকে অনেক অনেক পারদর্শিতা অর্জন করেন এবং ব্যাকরণ, ছন্দ, স্মৃতিশাস্ত্র ও ন্যায়শাস্ত্র উপর পণ্ডিত বলে অল্প কিছুদিনের মধ্যে ক্ষতি অর্জন করেছিলেন। 

দাদার প্রতি নিমাইয়ের এক গভীর টান ছিল। বিশ্বরুপ ভাইকে খুব স্নেহ করতেন। বিশ্বরূপ ছিলো শান্ত ও ধীর প্রকৃতির।

সেই সময় নবদ্বীপের কাছে শান্তিপুরে অদ্বৈতাচার্য্য নামে এক মহাপান্ডিত বাস করতেন। তার আসল নাম ছিলো  শ্রীকমলাক্ষ ভট্টাচার্য্য। নৃষ্ঠাবান পণ্ডিত শ্রীজগন্নাথ মিশ্রের সহিত শ্রী অদ্বৈত্য আচার্য্য ঠাকুরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। এই অদ্বৈত্য আচার্য্য ও তার স্ত্রী সীতাদেবী বিশ্বরূপকে খুব স্নেহ করতেন। বিশ্বরূপ শ্রী অদ্বৈত্য আচার্য্য ঠাকুরের কাছে আত্মজ্ঞান লাভের জন্য তার কাছে যেতেন এবং তার উপদেশ মোন দিয়ে শুনতেন। সঙ্গে নিমাইও যেতেন তার কাছে। শ্রী অদ্বৈত্য আচার্য্য ঠাকুরের উপদেশ শুনে বিশ্বরূপ বুঝতে পারলেন শুধুমাত্র শাস্ত্র জ্ঞান নয়, মোক্ষের জন্য আত্ম জ্ঞান লাভ হলো জীবের চরম লক্ষ্য এবং তাতেই আছে জীবনের পরম সার্থকতা।

একদিন নিমাই মাতার চরণে প্রণাম করিয়া বললেন মা আমার একটি কথা রাখবে। শচীমাতা তার কথা শুনিয়া প্রতিশ্রুতি দিলেন হ্যাঁ কথা রাখবো। নিমাই মায়ের কাছ হইতে এই কথা শুনিয়া আনন্দের সহিত মাকে বলেন একাদশীর দিন অন্ন যাহাতে তিনি ভক্ষণ না করেন। নিময়ের কথায় শচীমাতা তারপর হইতে একাদশী ব্রত পালন করতে লাগলেন।

একদিন মাতার পদে করিয়া প্রণাম।
প্রভু কহে মাতা মোরে দেহ এক দান।।
মাতা বলে তাহি দিবো যে তুমি মাগিবে।
প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে।।
শচী কহে না খাইব ভালই কহিলা।
সেই হৈতে একাদশী করিতে লাগিলা।।
(শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত, আদিলীলা, পঞ্চদশ পরিচ্ছেদ)

এইসময় মিমাইয়ের দাদা বিশ্বরূপের হৃদয়ে জেগে উঠেছিলো বৈরাগ্যের বাসনা। সংসারের অসারতা ও জীবনের অনিত্যতা সম্পর্কে পূর্ণ জ্ঞ্যান লাভ করেছেন তিনি। মায়া, মোহ, স্নেহ ভালোবাসার সব বন্ধন ছিন্ন করে শ্রীভগবানের পাদপদ্মে নিজেকে সমর্পন করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। যখন বিশ্বরুপের বয়স যখন ১৬ বছর পার হতেই তার মা তার বিয়ের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করতে লাগলেন। আর এই কথা বিশ্বরুপের কানে যেতেই একদিন গভীর রাতে সন্ন্যাস গ্রহণের জন্য সকলের অজান্তে পিতামাতা আত্মীয়স্বজনদের ত্যাগ করে চিরদিনের জন্যে ঘর ছেড়ে বিদায় নিলেন। বিশ্বরুপের গৃহত্যাগ ও সন্ন্যাস গ্রহণে মিশ্র পরিবারে শোকের ছায়া নেমে এলো। নিমাইও দাদার অনুপস্থিতে গভীর দুঃখ ও ব্যাথা পেলেন মনে। মা-বাবা যখন কাঁদতেন তখন নিমাই সান্তনা দিতেন এবং বলতেন দাদার সন্ন্যাস গ্রহণে পিতৃকুল মাতৃকুল সকলেই উদ্ধার পেয়েছেন এর থেকে ভালো কি আছে।

ভাল হৈল বিশ্বরুপ সন্ন্যাস করিল।
পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল।।
(শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত, আদিলীলা, পঞ্চদশ পরিচ্ছেদ)

নিমাই বাবা মাকে আরো সান্তনা দিতেন এবং বলতেন সন্ন্যাস গ্রহনে দাদা ভালোই করেছেন। আমি ঘরে থেকে তোমাদের সেবা করবো। নিমাইয়ের কথা শুনে মা তাকে বুকে জড়িয়ে বারবার মুখচুম্বন করতেন কিন্তু জগন্নাথ মিশ্র নিমাইয়ের এই রুপ কথায় অজানা আশঙ্কায় শিউরে উঠতেন।
✧═══════════•❁❀❁•═══════════✧
লিখনীটি PDF আকারে পেতে ক্লিক করুন 👉 https://drive.google.com/file/d/1yrqI6lLcNHxH8Bas0SXkrK_JbUVEx2fw/view?usp=drivesdk
✧═══════════•❁❀❁•═══════════✧ 
꧁ শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর সংক্ষিপ্ত লীলা🙏সূচীপত্র 
  ✧═══════════•❁❀❁•═══════════✧ 
             *••••┉━❀꧁ রাধে রাধে ꧂❀━┅••••*
                 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
       *••••┉━❀꧁ জয় শ্রীশ্রীজগন্নাথ ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
    *••••┉━❀꧁জয় শ্রীশ্রীরাধাকান্ত꧂ ❀━┅••••*
             শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিবাসস্থলী
শ্রীগুরুদেব(আশ্রিত)-বৈষ্ণব কুলতিলক আচার্য্যপ্রবর মহান্ত মহারাজ শ্রীল ধ্যানচন্দ্র দাস গোস্বামী (শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলায় শ্রীগম্ভীরা মন্দিরে ঊনবিংশ পীঠাচার্য্য, শ্রীশ্রীরাধাকান্ত মঠ - শ্রীশ্রীগম্ভীরা, শ্রীধাম পুরী), মধবাচার্য্য(ব্রহ্ম) সম্প্রদায়,বক্রেশ্বর পরিবার(শ্রীতিলক সেবা- শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীচরণ), তুঙ্গবিদ্যা সখী,পশ্চিম দ্বার, লবঙ্গ মঞ্জুরী ( সনাতন গোস্বামী)।
*••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••*
শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম।
নিবাস-গিরিরাজ ভবন, উত্তর নারায়নপুর, ভলীয়া, আরামবাগ, হুগলী, পশ্চিমবঙ্গ।
••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••
      📚 *PDF গ্রন্থ* 📚👉 https://drive.google.com/folderview?id=1_2ZHIyZKJeOOLMK0uLv53SkpMNgyi6eR 
✧═══════════•❁❀❁•═══════════✧

শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html