🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

শ্রীভগবান এবং ঈশ্বর 🙏 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 🙏

✧════════════•❁❀❁•════════════✧
                     ꧁ শ্রীভগবান এবং ঈশ্বর ꧂
✧════════════•❁❀❁•════════════✧
ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহঃ।।
অনাদিরাদিগােবিন্দঃ সর্বকারণকারণম্ ॥ 
(ব্ৰহ্ম সংহিতা )
অর্থাৎ, কৃষ্ণই পরম ঈশ্বর, যাঁর বিগ্রহ সর্বদা আনন্দদায়ক। তিনি সকল অবতারের আদি, এবং সকল কারনের কারন।।

আমরা জানি ঈশ্বর নিরাকার, জ্যোতির্ময়, এর মানে ঈশ্বর এর কোনো রুপ নেই এবং তিনি অসীমত্ব ক্ষমতাবান। যদি তাই হয়, তাহলে ভগবান কে? ঈশ্বর যেহেতু ক্ষমতার পাহাড় তাই সহজেই তার নিরাকার অবস্থাকে রুপ দিতে সক্ষম, আর আমাদের মত মুর্খদের তার অসীম ক্ষমতা প্রদর্শনের কোনো প্রয়োজন পড়েনা বলেই সে কোনো ক্ষুদ্র রুপে আবির্ভূত হন দুষ্টের দমন আর সৃষ্ঠির পালন করতে।

সৃষ্টির ইতিহাস যদি জানা থাকে, তবে দেখা যাবে, ব্রহ্মবৈবর্ত্ত পুরাণে উল্লেখ আছে শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণু(পালনকর্তা) এবং ব্রম্মা(সৃষ্টিকর্তা) এবং শিবকে(সংহারকর্তা) সৃষ্টি করেছেন এবং তাদেরকে  সমান ক্ষমতা দিয়েছিলেন। এবং এই জগতের দায়িত্ব সমানভাবে ভাগ করে দিয়েছিলেন। সনাতন ধর্মে এই তিন আদিরূপ সৃষ্টির প্রথম রুপ।

 তাহলে শ্রীকৃষ্ণ প্রথম, তাহা হইতে প্রথম রুপ বিষ্ণু তাই সনাতন ধর্মে বিষ্ণুকে ভগবান রুপে স্বীকৃতি দিয়েছে।

যেহেতু শ্রীকৃষ্ণ হইতে বিষ্ণুই প্রথম অংশ এবং তার রুপের প্রকাশ ভগবান, তাই স্পষ্টই প্রতীয়মান ইশ্বরের সাকার রুপ ভগবান। এজন্যই প্রতিটি হিন্দুর স্পষ্ট ভাবে এই পবিত্র সত্যটি সর্বাগ্রে জানা উচিৎ। আর এই জ্ঞান থাকলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। 

শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সকল জীব, সকল দেবতা এবং সমগ্র কিছুর মধ্যে বিরাজমান তাহার ইচ্ছায় ব্রম্ভান্ড চালিত হয়। তিনি তেনের ভক্তের আনন্দে আনন্দিত হন আবার ভক্তের দুঃখে তিনি কষ্ট পান। তিনি তেনার প্রতিটি ভক্তের প্রতি কৃপাশীল তা কোন দেবতা হোক বা মানব বা জীব।

 অনেক হিন্দু ধর্মালম্বী মানব ঈশ্বরের চেয়ে ভগবানে বিশ্বাসী তার কারন আমাদের ধর্ম মানব কে দুই ভাবে উপাসনা করার পথ দেখিয়েছে, যা হলো সাকার উপাসনা এবং নিরাকার উপাসনা। যারা ভগবানে সীমাবদ্ধ তারা রুপের উপাসনা করে আর যারা ঈশ্বরের মাহাত্ত্ব জানতে চায় তারা ঈশ্বরের সাকার আর নিরাকারের পার্থক্য বুঝতে পারে এবং ওই ভাবেই উপাসনার চেষ্টা করে। 

মহাপুরুষদের কথায়, গীতা, ভাগবত, সকল পুরান, আর সংহিতায় লেখা আছে শ্রীগুরুদেব কে ভগবান রুপে সেবা করা, সন্তুষ্ট করা, পুজা করা উচিৎ। এখানে স্পষ্ট যে ভগবান রুপে, মানে ভগবানের মতো, তাই সহজেই বোঝা উচিৎ গুরু ভগবান নয়। শ্রীগুরুদেব হলেন ভগবানের প্রেরক জিনি আমাদের সকলকে কৃষ্ণ প্রাপ্তির মার্গ দেখান।

দেবতা হলো ভগবানের শক্তি, সামর্থ্য আর জ্ঞানের প্রকাশ। ভগবান জগতের বস্তুকে মানুষের কামনা, লালসা, আর সুখের আহবান স্বরুপ দেবতাদের বিভিন্ন ক্ষমতা দিয়ে দেবলোকে স্থান দিয়েছেন। এবং মানুষ কে নির্দেশ দিয়েছেন তোমরা দেবতা পুজা করো। তবে ভগবান এও বলেছেন যে, দেবতা পুজা দ্বারা মোক্ষ প্রাপ্তি হবে না। শুধু আশীর্বাদ প্রাপ্তি হবে।

এখন সংসারের পালনে আমরা দেবতা পুজা ভুলে যেতে পারিনা, কারন ভগবানের খুব কাছের ভক্ত দেব এবং দেবীগণ, তেনারা অনন্ত কাল ভগবান বা ঈশ্বরের সেবা করে চলেছেন, ভক্তের সেবায় ভগবান আনন্দিত হন কারণ ভগবান বলেছেন আমার থেকেও আমার নাম বড়ো, আর নাম অপেক্ষায় আমার ভক্ত বড়ো।

তাই দেব এবং দেবীদের পূজার মাধ্যমে ভগবান প্রাপ্তির মার্গ বা  ইহজগতের সুখ লাভ করা যায়।

পরিশেষে বলতে চাই আমাদের ধর্ম জগতের ভারসাম্য রক্ষার জন্য সৃষ্টি। এই সত্যকে কেহ না জেনে প্রচার না করাই ভালো। একটি বনের ইকো সিস্টেম যেমন ওই বনকে রক্ষা করে তেমন সনাতন ধর্ম ও এই জগত কে রক্ষা করছে। এবার এই সম্পূর্ণ কথার মিলিত রুপ যেমন হয়, ঈশ্বর 👉ভগবান 👉দেবতা 👉 ধর্মগ্রন্থ 👉 শ্রীগুরুদেব 👉 আমাদের জ্ঞান।
✧════════════•❁❀❁•════════════✧
             *••••┉━❀꧁ রাধে রাধে ꧂❀━┅••••* 
                 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
       *••••┉━❀꧁ জয় শ্রীশ্রীজগন্নাথ ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
    *••••┉━❀꧁জয় শ্রীশ্রীরাধাকান্ত꧂ ❀━┅••••*
             শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিবাসস্থলী
শ্রীগুরুদেব(আশ্রিত)-বৈষ্ণব কুলতিলক আচার্য্যপ্রবর মহান্ত মহারাজ শ্রীল ধ্যানচন্দ্র দাস গোস্বামী (শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলায় শ্রীগম্ভীরা মন্দিরে ঊনবিংশ পীঠাচার্য্য, শ্রীশ্রীরাধাকান্ত মঠ - শ্রীশ্রীগম্ভীরা, শ্রীধাম পুরী), মধবাচার্য্য(ব্রহ্ম) সম্প্রদায়,বক্রেশ্বর পরিবার(শ্রীতিলক সেবা- শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীচরণ), তুঙ্গবিদ্যা সখী,পশ্চিম দ্বার, লবঙ্গ মঞ্জুরী ( সনাতন গোস্বামী)।
*••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••*
শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম।
নিবাস-গিরিরাজ ভবন, উত্তর নারায়নপুর, ভালীয়া, আরামবাগ, হুগলী, পশ্চিমবঙ্গ।
••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••
      📚 *PDF গ্রন্থ* 📚👉 https://drive.google.com/folderview?id=1_2ZHIyZKJeOOLMK0uLv53SkpMNgyi6eR
✧════════════•❁❀❁•════════════✧

শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html