🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

নরক কি এবং কোথায় ? 👹 ২৮টি নরকের বর্ণনা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_12.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ নরক কি এবং কোথায় ?꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
যদি কেউ কৃষ্ণে প্রপত্তি না করে তার অবশ্যই এই অবস্থা হবে। 
                (নরক বাস) 

      তাই আসুন জেনে নিই 
♻️২৮টি নরকের বর্ণনা♻️
মানুষের সমস্ত কর্মের সাক্ষী চৌদ্দ জনের নাম মহাভারতের আদিপর্বে উল্লেখ রয়েছে । যথাঃ-- সূর্য, চন্দ্র, বায়ু, অগ্নি, আকাশ, পৃথিবী, জল, দিবা, নিশা, ঊষা, সন্ধ্যা, ধর্ম, কাল এবং পরমাত্মা। সবাইকে ফাঁকি দিয়ে আমরা অনেক কিছু পাপকর্ম করতে পারি, কিন্তু এসকল দেবতাদের ফাঁকি দেওয়া যায় না। আবার আমাদের বহু সৎ কর্মের হিসাব এই বিশ্বে কেউ না রাখলেও উনারা সাক্ষী থাকেন।

মানুষের সমস্ত পাপ-পূণ্যের হিসাব রক্ষক হচ্ছেন শ্রীচিত্রগুপ্ত । তিনি শ্রীযমরাজের কর্মসচিব। শ্রীসূর্যদেবের পুত্র ধর্মরাজ যম হচ্ছেন নরকের অধিপতি।

পৃথিবী থেকে যমপুরী অর্থাৎ নরক গ্রহের দূরত্ব হচ্ছে ৮৬ হাজার যোজন বা ৭ লক্ষ ৯২ হাজার মাইল, কিলোমিটারে সেটা ১১ লক্ষ ৮৮ হাজার। নরক গ্রহের অবস্থানটি হচ্ছে পাতাললোক ও গর্ভোদক সমুদ্রের মধ্যবর্তী। 

শতসহস্র নরককুন্ড বা শাস্তিরবিভাগ থাকলেও শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবের পুত্র শ্রীল শুকদেব গোস্বামী শ্রীপরীক্ষিত মহারাজের (তিনি কলিযুগের প্রথম রাজা ছিলেন) কাছে মাত্র ২৮ টি নরক কুন্ডের বর্ণনা করেছেন, যা শ্রীমদ্ভাগবতে (৫/২৬/৫-৩৬) বর্ণিত হয়েছে।
পৃথিবীতে কোন্ ব্যক্তি কি ধরনের পাপাচার করলে নরকের কোন কুন্ডে কিভাবে শাস্তি ভোগ করে, তা সুবিস্তারে তুলে ধরা হলোঃ--

✴️তামিস্র নরকঃ-- পৃথিবীতে যে ব্যক্তি পরধন, পরস্ত্রী-পুত্র অপহরণ করে তাকে এই কুন্ডে শাস্তি ভোগ করার জন্য আনা হয়। পাপী প্রহার খেয়ে খেয়ে প্রায় মূর্ছিত হয়ে পড়ে।

✴️অন্ধতামিস্র নরকঃ-- যে পরস্ত্রী উপভোগ করেছিল, তাকে এই কুন্ডে যমদূতেরা এমনভাবে প্রহার দিতে থাকে যে তার বুদ্ধি ও দৃষ্টি নষ্ট হয়ে যায়।

✴️রৌরব নরকঃ-- প্রাণী হত্যাকারীরা এই শাস্তি বিভাগে পতিত হয়। এখানে হিংসিত জীবেরা অর্থাৎ পাপী যাদেরকে হত্যা করেছিল তারাই রুরু নামে এক ভয়ংকর জন্তু রূপে জন্ম নিয়ে পাপীকে পীড়া দিতে থাকে।

✴️মহারৌরব নরকঃ-- যে ব্যক্তি অন্যকে কষ্ট দিয়ে জীবনযাপন করে, ক্রোব্যাদ নামক রুরু তাকে অশেষ যাতনা দিয়ে তার মাংস খেতে থাকে।

✴️কুম্ভীপাক নরকঃ-- যে ব্যক্তি পশু পাখী রান্না করেছিল, তাকে এখানে ফুটন্ত তেলের মধ্যে যমদূতেরা পাক করে থাকে।

✴️কালসূত্র নরকঃ-- ব্রহ্ম-ঘাতক পাপী এখানে পতিত হয়। বিস্তীর্ণ উওপ্ত তামার মেঝেতে প্রচন্ড সূর্যতাপের মধ্যে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পাপী অবস্থান করে।

✴️অসিপত্রবন নরকঃ-- যারা নাস্তিক পাষন্ডী তারা এই বনের মধ্যে প্রবেশ করে। যমদূতেরা পাপীকে বেত্রাঘাত দিয়ে পীড়ন করে। পাপী বনের মধ্যে দৌড়াতে থাকে। তীক্ষ্ণধার পাতাগুলিতে তার সবার্ঙ্গ কেটে কেটে যায়।
✴️সূকরমুখ নরকঃ-- কোন ক্ষমতাসীন ব্যক্তি অদন্ডণীয় বা নির্দোষ ব্যক্তিকে দন্ড দিলে তাকে এখানে আসতে হয়। যমদূতেরা বিশাল এক যাঁতাকলে তার হাড়গোড় পিষাতে থাকে।

✴️অন্ধকূপ নরকঃ-- যে ব্যক্তি কীট পতঙ্গকে হত্যা করে তাকে এই অন্ধকূপে আসতে হয়। কুঁয়োর মধ্যে তাকে অসংখ্য কীট দংশন করতে থাকে। জ্বালায় অস্থির হয়ে পাপী ছটফট করতে থাকে।

✴️কৃমিভোজন নরকঃ-- যে ব্যক্তি অতিথি, বালক, বৃদ্ধদের না ভোজন করিয়ে নিজে ভোজন করে তাকে এই কুন্ডে কৃমি হয়ে অন্য কৃমিকে খেতে হয় এবং অন্য কৃমিরা তাকে খেতে থাকে।

✴️সন্দংশ নরকঃ-- বলপ্রয়োগ করে সৎ ব্যক্তির ধন যে হরণ করে তাকে এখানে আসতে হয়। যমদূতেরা উত্তপ্ত কাঁচি ও সাড়াশি দিয়ে তার পেটের নাড়ি বের করে।

✴️তপ্তশূর্মী নরকঃ-- যে পুরুষ বা নারী অগম্য গমন করে, তাকে যমদূতেরা এখানে জ্বলন্ত লৌহময় মূর্তিকে আলিঙ্গন করতে বাধ্য করায়।

✴️বজ্রকণ্টক শাল্মলী নরকঃ-- যে ব্যক্তি কামান্ধ হয়ে পশুগমন করে তাকে এখানে ভয়ঙ্কর কাঁটাময় শিমুল গাছে চড়িয়ে টানা হেঁচড়া করা হয়।

✴️বৈতরণী নরকঃ-- দায়িত্বশীল পরিবারে জন্ম নিয়েও যে ব্যক্তি ধর্মনীতি অবজ্ঞা করে তাকে এই পুঁজ-রক্ত-বমি-নখ পূর্ণ নদীতে হাবুডুবু খেতে হয়।

✴️পূয়োদ নরকঃ-- যে ব্যক্তি নিয়ম বিহীন ভাবে যৌন জীবন যাপন করে, তাকে এই নোংরা সমুদ্রে কফ-থুতু-পুঁজ-মূত্র খেতে হয়।
✴️প্রাণরোধ নরকঃ-- উচ্চবর্ণের মানুষেরা পশুপাখি পালন ও হত্যা করলে এই কুন্ডে বাণবিদ্ধ অবস্থায় তাদেরকে নোংরা খেতে হয়।

✴️বিশসন নরকঃ-- যে ব্যক্তি দম্ভ করে যজ্ঞে পশু বলি দেয়, তাকে এই নরকে যন্ত্রণা দিয়ে দিয়ে বলি দেওয়া হয়।

✴️লালাভক্ষ নরকঃ-- যে বদ স্বভাব ব্যক্তি পত্মীকে বশে আনতে শুক্র পান করায় তাকে এই শুক্র নদীতে ডুবিয়ে জোর করে শুক্র পান করানো হয়।

✴️সারমেয়াদন নরকঃ-- যে ব্যক্তি পরগৃহে অগ্নি দান করে, করের নামে লুণ্ঠন করে, বিষ দান করে, তাকে এই নরকে আসতে হয়। এখানে ৭২০ টি বজ্রদংষ্ট্রা কুকুর সেই পাপীকে জ্যান্ত ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে।

✴️অবীচি নরকঃ-- যে ব্যক্তি ক্রয়-বিক্রয়ে সাক্ষ্য দানে মিথ্যা কথা বলে তাকে এখানে এনে সুউচ্চ পর্বত থেকে ছুঁড়ে ফেলা হয় এবং নিচে পাথরের মধ্যে পড়ে পাপীর শরীর চূর্ণ-বিচূর্ণ হয়।

✴️অয়ঃপান নরকঃ-- উচ্চবর্ণের ব্যক্তি যদি সুরাপান করে তাকে এখানে যমদূতেরা পা দিয়ে তার বুক চেপে ধরে তপ্ত তরল লোহা পান করায়।

✴️ক্ষারকর্দম নরকঃ-- যে ব্যক্তি 'আমি উন্নত' এরূপ আত্মগরিমা করে এবং অন্যে অসম্মান করে তাকে এখানে নির্যাতিত হয়ে ক্ষার ও কর্দমের মধ্যে হাবুডুবু খেতে হয়।

✴️রক্ষোভোজন নরকঃ-- যে ব্যক্তি কালীর কাছে নরবলি বা পশুবলি দিয়ে মাংস খায়, তাকে এই নরকে পতিত হতে হয়। এখানে হিংসিত অর্থাৎ যাকে বলি দেওয়া হয়েছিল সে রাক্ষস হয়ে মহানন্দে পাপীর মাংস খেতে থাকে।

✴️শূলপ্রোত নরকঃ-- যে ব্যক্তি পশুপাখিকে আশ্রয় দেয়, যত্ন করে, আবার পশুপাখিকে বিদ্ধ করে খেলা করে এবং যন্ত্রণা দিয়ে মারে তাকে এখানে আসতে হয়। এই নরকে ক্ষুধা-তৃষ্ণায় পীড়িত সেই পাপীকে বক-শকুনেরা ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে।

✴️অবট নিরোধন নরকঃ-- যে ব্যক্তি কাউকে কূপে, গোলায়, গুহায় বদ্ধ রেখে কষ্ট দেয়, তাকে এখানে বিষাক্ত ধোঁয়া ও আগুনে শ্বাসরুদ্ধ হয়ে ছটফট করতে হয়।

✴️দন্দশূক নরকঃ-- যে ব্যক্তি সাপের মতো ক্রোধ দেখিয়ে কোন প্রাণীকে যন্ত্রণা দেয় তাকে এখানে পঞ্চমুখ-সপ্তমুখ সাপেরা যাতনা দিয়ে গ্রাস করতে থাকে।

✴️পর্যাবর্তন নরকঃ-- যে ব্যক্তি অতিথিকে দেখলেই ক্রুদ্ধ হয়, এই নরকে শকুন-বক-চঞ্চু দিয়ে তার চোখ উৎপাটন করতে থাকে।

✴️সূচীমুখ নরকঃ-- বিশ্বস্ত ব্যক্তিকে কেউ যদি চোর মনে করে সন্দেহ করে তবে তাকে এই নরকে পতিত হতে হয়। এখানে যমদূতেরা কাঁথা সেলাইয়ের মতো লোহার সূত্র দিয়ে তার শরীর বয়ন করে। 

সংগৃহীতঃ-- শ্রীমদ্ভাগবতম ৫ম স্কন্ধ, ২৬শ অধ্যায়।
✧═══════════•❁❀❁•═══════════✧      
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html