🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

শ্রীশ্রী গোপেশ্বর মহাদেব (শিবের গোপীদেহ প্রাপ্তি)

✧════════════•❁❀❁•════════════✧
꧁ শ্রীশ্রী গোপেশ্বর মহাদেব (শিবের গোপীদেহ প্রাপ্তি) ꧂
একদা মহাদেব যখন কৈলাস পর্বতের উপরে গভীর ধ্যানে মগ্ন ছিলেন, তখন তিনি শ্রী কৃষ্ণের মধুর বাঁশির শব্দ শুনতে পাচ্ছিলেন, কৃষ্ণের সেই মধুর বাঁশির শব্দে সম্মোহিত হয়ে তিনি সমাধিতে প্রবেশ করলেন।

তিনি এই বাঁশির শব্দটি অনুসরণ করতে লাগলেন যতক্ষণ না তিনি বৃন্দাবন অবধি না পৌঁছালেন, যেখানে গোপীঈশ্বর কৃষ্ণ সমস্ত গোপীদের সাথে রাস লীলায় প্রবেশ করার জন্য প্রস্তুত হচ্ছিলেন।

অত্যন্ত উৎসাহের সাথে মহা রাসে অংশ নেওয়ার জন্য মহাদেব যখন রাসস্থলীর প্রবেশ দ্বারে আসলেন, সেই মুহূর্তে তিনি যোগমায়া দ্বারা বাধাপ্রাপ্ত হলেন।

যোগমায়া তাঁকে বললেন “কৃষ্ণ কোন পুরুষকে এইখানে প্রবেশ করার অনুমতি প্রদান করেন নি। প্রথমে তোমার গোপী রূপ প্রাপ্ত হতে হবে, তখনি তুমি প্রবশের যোগ্য বলে গণ্য হবে“।

তখন ভোলানাথ জিজ্ঞাসা করলেন "কিভাবে আমি গোপীরূপ প্রাপ্ত হতে পারি ?" যোগমায়া প্রতি উত্তরে বলেন “তুমি বৃন্দা দেবীর শরণ গ্রহন কর, তিনি তোমাকে অবশ্যই গোপী হওয়ার বাসনা পূর্ণ করবে“।

বৃন্দা দেবী শিবকে বৃন্দাবনে অবস্থিত মানস সরোবরে স্নান করার নির্দেশ দিলেন। অতঃপর সেখানে স্নান করার পরে শিব একজন অসাধারন সুন্দর এক গোপিকার অবয়বে নিজেকে আবিষ্কার করলেন।

বৃন্দা দেবী তখন গোপীরূপ প্রাপ্ত শিবকে রাসস্থলীর এক কোনে নিয়ে গেলেন। ভগবান শিব তখন সেখানে দাঁড়িয়ে শ্রী রাধামাধবের নিকট হতে প্রেমভক্তি ভিক্ষা চাইলেন।

অতঃপর যখন রাসশুরু হল, প্রেমবিগ্রহের মূর্তিকা স্বরূপে অবতীর্ণ হয়ে কৃষ্ণ সকল গোপিকাগনের সাথে নৃত্য করতে শুরু করলেন, তিনি অতি দক্ষতার সাথে শিবের সাথে নৃত্য করতে লাগলেন একজন গোপীর ছদ্মবেশে।

অতঃপর কিছু সময় পরে যখন সবাই বিশ্রাম গ্রহন করছিল তখন কৃষ্ণ বলেন “আমি রাস নৃত্য হতে আনন্দ পাচ্ছিনা, কিছু গড়বড় মনে হচ্ছে আমার মনে হয় আমাদের মাঝে কোন পুরুষ বিদ্যমান“। তখন তিনি ললিতাদেবীকে অনুসন্ধানের অভিপ্রায়ে জিজ্ঞাসা করলেন এইসব গোপিকাদের মাঝে কোন পুরুষ ওঁত পেতে আছে কিনা।

ললিতা দেবী তখন চারপাশে সকল গোপিকাদের মুখাবরন তুলে তাদের প্রদক্ষিণ করছিলেন কিছু তিনি কোন পুরুষকে পেলেন না। তখন তিনি ফিরে আসলেন এবং কৃষ্ণ কে বললেন “আমি কোন পুরুষ কে পাই নি, কিন্তু এইখানে এমন এক গোপী অবস্থান করছে যার তিনটি চোখ”।

পরমেশ্বর ভগবান ললিতাসুন্দরীকে বললেন সেই গোপিকাকে নিয়ে আসার জন্য। যখন কৃষ্ণ গোপীবেশে শিব কে দেখলেন তখন তিনি খুব হাসলেন এবং ওহ গোপীঈশ্বর সম্বোধন করে তাঁকে বললেন “আমি অনেক খুশী তোমাকে এই গোপী অবয়বে দেখে কিন্তু তুমি জানো যে এই রাসলীলায় গৃহস্থ দের প্রবেশ নিষেধ। তারপরেও যেহেতু তুমি এই লীলায় অংশ নিয়েছ এবং তোমার ইচ্ছা পূর্ণ করেছ এখন আমি তোমাকে রাসলীলার দ্বারপালের দায়িত্ব দিলাম। এবং আমি তোমাকে আশীর্বাদ করছি যে, সকল গোপী তোমার নিকট শ্রদ্ধা প্রদর্শন করবে, এবং সকলে গোপীভাব প্রাপ্ত হওয়ার জন্য তোমার কৃপা প্রার্থনা করবে“।

তথ্যসূত্র -- গার্গ সংহিতা।
             *••••┉━❀꧁ রাধে রাধে ꧂❀━┅••••*
  
                 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।

       *••••┉━❀꧁ জয় শ্রীশ্রীজগন্নাথ ꧂❀━┅••••*

              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥

    *••••┉━❀꧁জয় শ্রীশ্রীরাধাকান্ত꧂ ❀━┅••••*

             শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিবাসস্থলী
শ্রীগুরুদেব(আশ্রিত)-বৈষ্ণব কুলতিলক আচার্য্যপ্রবর মহান্ত মহারাজ শ্রীল ধ্যানচন্দ্র দাস গোস্বামী (শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলায় শ্রীগম্ভীরা মন্দিরে ঊনবিংশ পীঠাচার্য্য, শ্রীশ্রীরাধাকান্ত মঠ - শ্রীশ্রীগম্ভীরা, শ্রীধাম পুরী), মধবাচার্য্য(ব্রহ্ম) সম্প্রদায়,বক্রেশ্বর পরিবার(শ্রীতিলক সেবা- শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীচরণ), তুঙ্গবিদ্যা সখী,পশ্চিম দ্বার, লবঙ্গ মঞ্জুরী ( সনাতন গোস্বামী)।
*••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••*
শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম।
নিবাস-গিরিরাজ ভবন, উত্তর নারায়নপুর, ভলীয়া, আরামবাগ, হুগলী, পশ্চিমবঙ্গ।
••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••
      📚 *PDF গ্রন্থ* 📚👉 https://drive.google.com/folderview?id=1_2ZHIyZKJeOOLMK0uLv53SkpMNgyi6eR 
✧════════════•❁❀❁•════════════✧

শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html