🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

শ্রীবিষ্ণু তত্ত্ব কথন শ্রবণ করি 🙏 🖊️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ, নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা-ইংরেজ বাজার, জেলা-মালদহ, পশ্চিমবঙ্গ-৭৩২১০১꧂

✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ শ্রীবিষ্ণু তত্ত্ব কথন শ্রবণ করি ꧂
 নিত্য গুরুদেব পদে করিয়া প্রণতি।
 বর্ণন করিব মহাবিষ্ণুর বিভূতি।।
 প্রথমে প্রকৃতি সূত্র মহৎ পরেতে।
 অহংকার পঞ্চতন্মাত্রময় তত্ত্বে।।
 একাদশেন্দ্রিয় আর পঞ্চ মহাভূত।
ষোড়শ বিকারে বিরাট্ মূর্তি নির্মিত।।
চেতনাধিষ্ঠিত সেই বিরাট-মূর্তিতে।
ত্রিভূবন দরশন হয় যে তাহাতে।।
ইহাই বিরাট রূপ কর হে শ্রবণ।
পৃথিবী ইহার হয় কমল-চরণ।।
স্বর্গলোক শিরোদেশ নাভিতে আকাশ
সূর্য‍্য নেত্র বায়ু নাসা কর্ণ দিকদশ্।।
মেঢ্র তার প্রজাপতি মৃত্যু হে ইন্দ্রিয়।
লোকপাল বাহু মন চন্দ্র কমনীয়।।
যম ভুরুদ্বয় লজ্জা লোভ যে অধর।
জ‍্যোৎস্না তার দন্ত ভ্রম হাস‍্য মনোহর
শুন হে বিভূতি কথা আশ্চর্য‍্য কথন।
বৃক্ষ লোমাবলী কেশ হয় মেঘগণ।।
সপ্ত বিতস্তি তাঁর দেহের পরিমাণ।
জ্ঞান আত্নজ‍্যোতি কৌস্তুভেতে শোভমান।।
প্রভারূপ শ্রীবৎসচিহ্নিত বক্ষঃস্থলে।
নানা গুণময়ী মায়া বনমালা গলে।।
ছন্দোময় পীতবাস করেন ধারণ।
ব্রহ্মসূত্র ত্রিমাত্রা প্রণব উচ্চারণ।।
সাংখ‍্যযোগ যেন তার মকর-কুন্ডল।
ব্রহ্মপদ অবতংস জানিবে সকল।।
অনন্ত আসন তাঁর সত্ত্বগুণ পথ।
সহসাদি বল তেজ গদা প্রাণতত্ত্ব।।
জলতত্ত্ব শঙ্খ তাঁর তেজ সুদর্শন।
তমোময় তাঁর অসি চর্ম অস্ত্রগণ।।
কাল সে শার্ঙ ধনু কর্ম হয় বাণ।
ক্রিয়াশক্তি মন হয় রথের সমান।।
ইন্দ্রিয় সকল তাঁর তূণীর জানিবে।
পঞ্চতন্মাত্রেতে বর অভয় ভাবিবে।।
সবিতামন্ডল তাঁর দেবপূজাস্থান।
আত্মপূজা দীক্ষা সংসারের বিধান।।
বিষ্ণু পরিচর্য‍্যায় পাপের যেন ক্ষয়।
করস্থ লীলা-কমল ঐশ্বর্য‍্যাদি হয়।।
ধর্ম যশ হয় তাঁর চামর ব‍্যজন।
ছত্র তাঁর শ্রীবৈকুন্ঠধাম সুশোভন।।
বেদত্রয় হয় তাঁর গরুড় বাহন।
যজ্ঞরূপী হয় সেই প্রভু নারায়ণ।।
অকুতোভয়কে যেন সে কৈবল‍্যধাম।
বাহন তাঁহার বেদ ঋক্ যজুঃ সাম।।
শ্রী তাঁর সাক্ষাৎ শক্তি জানিবে নিশ্চয়।
দ্বারস্থ সুনন্দ অণিমাদি গুণচয়।।
বাসুদেব সঙ্কর্ষণ প্রদ‍্যুম্নানিরুদ্ধ।
চতুর্ব‍্যূহ বিভূমূর্তি হয় হে আরাধ‍্য।।
জাগ্রত সুষুপ্তি স্বপ্ন তিন অবস্থায়।
তুরীয় নিশ্চল ভাব সমাধি দ্বারায়।।
অসংখ্য বিভূতি তাঁর কে বর্ণিতে পারে।
মায়াতে আচ্ছন্ন সবে আছে চরাচরে।।
বৈষ্ণবী মায়াতে মুগ্ধ জানিবে সকলে।
সে মায়া কাটাতে কার সাধ‍্য ভূমন্ডলে।।
নারায়ণে উপাসনা এ হেতু করিবে।
তন্ময়তা জ্ঞানে শেষে মুক্তি তার হবে।।
বাসুদেব ব‍্যূহ-মূর্তি ধরে চতুষ্টয়।
আয়ুধ আকল্প অঙ্গ উপাঙ্গ যে হয়।।
শুন শ্রেষ্ঠ দ্বিজগণ ভগবান কথা।
শুনিলে পাতক নাশ মহাবিষ্ণু গাথা।।
(যদি বিষ্ণুর এত ক্ষমতা হয় তাহলে শ্রীকৃষ্ণের কী ক্ষমতা? কারণ শ্রীবিষ্ণু শ্রীকৃষ্ণের কলা ; কলা কাহাকে বলা হয়? শ্রীকৃষ্ণ পূর্ণ ব্রহ্ম ষোলকলা, এই ষোলকলাকে অংশ বলা হয়,আর অংশের ষোল ভাগের এক ভাগকে কলা বলা হয়, যদি কলার এত ক্ষমতা তাহলে শ্রীকৃষ্ণের কত ক্ষমতা? আজকালকার কীর্তনীয়া নহে শিল্পী হয়ে শ্রীকৃষ্ণের গুণাবলীকে নিয়ে কি করছে, কেন দুরাবস্থা হবে না?)
✧═══════════•❁❀❁•═══════════✧
             ꧁লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা-ইংরেজ বাজার, জেলা-মালদহ, পশ্চিমবঙ্গ-৭৩২১০১
লীলা কীর্তন PDF 📚 ভবিষ্যতে আরো PDF এই লিঙ্কে আপলোড করা হবে।👉 https://drive.google.com/drive/folders/1j7S6jqXPssNeUbC2Fq9lPJbN2vFwfWn3
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম।
ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
   ✧═══════════•❁❀❁•═══════════✧                      *••••┉━❀꧁ রাধে রাধে ꧂❀━┅••••* 
                     শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
       *••••┉━❀꧁ জয় শ্রীশ্রীজগন্নাথ ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
    *••••┉━❀꧁জয় শ্রীশ্রীরাধাকান্ত꧂ ❀━┅••••*
             শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিবাসস্থলী
শ্রীগুরুদেব(আশ্রিত)-বৈষ্ণব কুলতিলক আচার্য্যপ্রবর মহান্ত মহারাজ শ্রীল ধ্যানচন্দ্র দাস গোস্বামী (শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলায় শ্রীগম্ভীরা মন্দিরে ঊনবিংশ পীঠাচার্য্য, শ্রীশ্রীরাধাকান্ত মঠ - শ্রীশ্রীগম্ভীরা, শ্রীধাম পুরী), মধবাচার্য্য(ব্রহ্ম) সম্প্রদায়,বক্রেশ্বর পরিবার(শ্রীতিলক সেবা- শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীচরণ), তুঙ্গবিদ্যা সখী,পশ্চিম দ্বার, লবঙ্গ মঞ্জুরী ( সনাতন গোস্বামী)।
*••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••*
শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম।
নিবাস-গিরিরাজ ভবন, উত্তর নারায়নপুর, ভালীয়া, আরামবাগ, পশ্চিমবঙ্গ।
••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••
      📚 *PDF গ্রন্থ* 📚
✧═══════════•❁❀❁•═══════════✧

শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html