🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

বাংলাদেশে গৌর-পার্ষদদের লীলাভূমি

✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁বাংলাদেশে গৌর-পার্ষদদের লীলাভূমি꧂
যে সব স্থানে গৌরপার্ষদেরা আবির্ভূত হয়ে লীলাবিলাস করেছিলেন এবং যে সব স্থানে তাঁরা শ্রীপাট স্থাপন করেছিলেন তাঁদের সেই স্মৃতি বিজড়িত স্থান সমূহঃ

 চট্টগ্রাম বিভাগ

১। ‘শ্রীল পুণ্ডরীক বিদ্যানিধির’আবির্ভাব
স্থানঃ
মেখল, হাটহাজারী, চট্টগ্রাম। 

২। ‘বাসুদেবও মুকুন্দ দত্ত ঠাকুরের’ভজন কুঠিরঃ মেখল, হাটহাজারী, চট্টগ্রাম। 

এবং

 ‘বাসুদেব ও মুকুন্দ দত্ত ঠাকুরের’আবির্ভাব স্থানঃ ছনহরা, পটিয়া, চট্টগ্রাম। 

৩।শ্রী ধনঞ্জয় পণ্ডিতের’আবির্ভাব স্থানঃ
জারগ্রাম,নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম।

৪। গৌরভক্ত শ্রী ‘জগৎচন্দ্র গোস্বামীর’শ্রীপাটঃ বীনাজুরি, রাউজান, চট্টগ্রাম।

৫। ‘শ্রী গদাধর পণ্ডিত’ ও তাঁর পিতার আবির্ভাবঃ
বেলেটি, বাণীগ্রাম, বাঁশখালী।

সিলেট বিভাগ

 ১। ‘শ্রীজগন্নাথ মিশ্র’ ও ‘উপেন্দ্র মিশ্রের’ আবির্ভাবঃ
 ঢাকা দক্ষিণ, সিলেট।

২।শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর’ আবির্ভাব স্থানঃ
ব্রাহ্মণগাঁও,তাহেরপুর, সুনামগঞ্জ।

 ৩। ‘শ্রীল অদ্বৈত আচার্য’ প্রভুর প্রকটভূমিঃ
পণাতীর্থ, সুনামগঞ্জ।

৪। ‘শ্রী স্বরূপ দামোদরের’ পিতা পদ্মগভাচার্যের পূর্বনিবাসঃ
ভিটাদিয়া, সিলেট।

৫। ‘শ্রীল মুরারিগুপ্ত ঠাকুরের’ আবির্ভাব স্থানঃ
গোয়ালবাজার, সিলেট।

৬। ‘শ্রীবাস পণ্ডিতের’ আবির্ভাব স্থানঃ 
বিয়ানিবাজার,সিলেট।

৭। ‘শিবানন্দ সেনের’ আবির্ভাব স্থানঃ
আদপাশা, মৌলভীবাজার। 

রাজশাহী বিভাগ

১। ‘শ্রীল নরোত্তম দাস ঠাকুরের’ প্রকট ভূমিঃ
খেতুরী ধাম, রাজশাহী।

২।‘শ্রীল নরোত্তম দাস ঠাকুরের’ শিষ্য বিপ্রদাসের শ্রীপাটঃ
পাঁচপাড়া,রাজশাহী।

৩। শ্রীমতি ‘গঙ্গামাতা গোস্বামীনির’ (শচীদেবী) আাবির্ভাব স্থানঃ
পুঠিয়া,রাজশাহী। 

৪। ‘শ্রীল নরোত্তম দাস ঠাকুরের’ শিষ্য শ্রীচাঁদ রায়ের শ্রীপাটঃ 
রাজমহল, রাজশাহী।

যশোর বিভাগ

১। নামাচার্য ‘শ্রীল হরিদাস ঠাকুরের’পাটবাড়িঃ
বেনাপোল, যশোর। 

২। ‘রূপ-সনাতন গোস্বামীর’ ভজন কুটিরঃ ফতেয়াবাদ, যশোর।

৩। ‘শ্রী সদাশিব কবিরাজ’ এবং ‘কানু ঠাকুরের’ শ্রীপাটঃ
বোধখানা, যশোর। 

অন্যান্য

১। পদকর্তা উদ্ধব দাসের শিষ্য ‘কবি বল্লভের’ জন্মস্থানঃ 
আরুলা, বগুড়া। 

২। শ্রীল কাষ্ঠকাটা ‘জগন্নাথ দাস গোস্বামীপাদের’ শ্রীপাটঃ
টঙ্গিবাড়ি,মুন্সিগঞ্জ।

৩। নামাচার্য ‘শ্রীল হরিদাস ঠাকুরের’ আবির্ভাব স্থানঃ
বুঢ়ণগ্রাম, সাতক্ষীরা। 

৪। সিদ্ধ ‘শ্রীল জগন্নাথ দাস বাবাজীর’ আবির্ভাব স্থানঃ বিন্নউরি, টাঙ্গাইল।

 ৫।‘শ্রী জগন্নাথ আচার্যের’ (মামু ঠাকুরের) আবির্ভাব
স্থানঃ
 মগডোবা, ফরিদপুর। 

৬। ‘শ্রীল সুন্দরানন্দ ঠাকুরের’ শ্রীপাটঃ
 মহেশপুর, ঝিনাইদহ।

৭। শ্রীচৈতন্য পার্ষদ ‘শ্রীকালাকৃষ্ণ
দাসের’ শ্রীপাটঃ
 সোনাতলা, সাথিয়া, পাবনা।

৮। সীতা ঠাকুরাণীর শিষ্যা ‘শ্রীনন্দিনীর’ শ্রীপাটঃ গোপীনাথপুর, বগুড়া। 

৯। ‘শ্রীল লোকনাথ গোস্বামীর’ প্রকটভূমিঃ
তালখড়ি, মাগুড়া।

শ্রীশ্রী গৌর মন্ডল কি জয়।
সংগৃহীত
✧═══════════•❁❀❁•═══════════✧

শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html