🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

৬৯. বিপ্রলব্ধা লীলা 🌷 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/07/httpmrinmoynandy_1.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                   ꧁ ৬৯. বিপ্রলব্ধা লীলা 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
 *🌺🍀🍁🌲💐🌼🥀🔔🐚🔥*
*🌻বিপ্রলব্ধা গৌরচন্দ্রিকা🌼*
*♨কেদাররাগ-কাটা দশকুশি♨*
    *দেখ দেখ গৌরচন্দ্র অবতার।*
*যছুগুণ কীরিতনে,তাপ দগধ জীব,*
     *দুখ সাগরে ভেল পার।।*
*সো অব ভাব,বিভাবিত অন্তর,*
     *কান্দই সুরধূনী তীর।*
*যাকো নয়ন শর,গোপী মরম জর,*
     *তহিঁ বহ দুখময় নীর।।*
*খনে খনে কহই,কানু মোহে না মিলল,*
        *কি ফল পাপ শরীর।*
*ইহ যৌবন ধন,সগরহি ভূষণ,*
      *কি ফল বাস কুটীর।।*
*এত কহি ধরণী,তলহি পুন মূরছই,*
       *ধকধকি খীনহি শ্বাস।*
*কোপুন ভাব, দুতর রজনী,*
       *ভণ রাধামোহন দাস।।*
*🍀যছুগুণ=যাহার গুণ,যাকো=যাহার,সগরহি=সকল,*
*তাপ দগধ=ত্রিতাপে দগ্ধ,সো অব =সেই এখন, খীনহি শ্বাস=ক্ষীণ শ্বাস,* *কোপুন ভাব=পুনর্বার এ কি ভাব,দুতর রজনী মাহা=দুস্তর রাত্রি মধ্যে।*
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
*🌻🌻দ্বিতীয় গৌরচন্দ্রিকা🌻🌻*
*কি লাগি গৌরাঙ্গ মোর।*
*নিজ রসে ভেল ভোর।।*
*অবনত করি মুখ।*
*ভাবয়ে পূরব দুঃখ।।*
*বিহি নিকরুণ ভেল।*
*আধ নিশি বয়ে গেল।।*
*জ্ঞানদাস কহে গোরা।*
*নিজ রসে ভেল ভোরা।।*
*🌼বিহি=বিধি বা বিধাতা।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
 *সিদ্ধশ্রীজগদীশবাবাজিমহারাজ*
           *দ্বিতীয়*
অতঃপর শ্রীজগদীশ বাবা কালীয়দহে আসিয়া একটি ছোট কুটিরে বাস করতে লাগলেন।যদিও মাধুকরী করতেন,তথাপি তিনি লবণ ত‍্যাগ করলেন।ক্ষৌরের জন্য নাপিতের কাছে যাতায়াত বিড়ম্বনা মনে করিয়া একখানি কাঁচি নিজে রাখিতেন এবং তদ্দারা নিজেই দাঁড়ি চুল কাটিয়া ফেলতেন।তিনি স্বভাবতই বৈষ্ণবের দাঁড়ি চুল বৃদ্ধি দেখতে পারতেন না।
মাধুকরী করিতে প্রায় প্রতিদিনই তিনি শৃঙ্গারবটে শ্রীশ্রীনিত‍্যানন্দ প্রভুর গদিতে আসিতেন।তৎকালে শ্রীপ্রেমানন্দ গোস্বামীপাদ ঐ গদির অধিপতি ছিলেন।তিনি বাবাজী মহারাজকে প্রীতি করতেন, বাবাজী মহারাজও তাঁকে প্রীতি ও ভক্তি করিতেন।একদিন তিনি মাধুকরীতে এসেছেন, মুখে উল্লাস নাই,মলিন।প্রভুপাদ দেখে জিজ্ঞাসা করলেন-অদ‍্য বদনে উল্লাস নেই কেন? বাবাজী মহারাজ কাঁদতে কাঁদতে বললেন-সব তো আপনাদের হাতে,আজ ভাগ‍্য মন্দ।প্রভুপাদ ব‍্যাপার বুঝলেন,সেই সময়ে শ্রীযমুনা শৃঙ্গারবট ঘেসিয়া প্রবাহিত হইতেন-
পরিক্রমার যাত্রীগণকেও শ্রীমহাপ্রভুর প্রাঙ্গন হইয়া পরিক্রমা করতে হইত।প্রভুপাদ ব‍্যাকুল ভাবেই বাবাজীকে বললেন- মাধুকরী ঝোলা রাখিয়া এইস্থানে আপনি গড়াগড়ি দিন।শ্রীবাবাজী মহাশয় তাহাই করিলেন এবং সঙ্গে সঙ্গেই মনে ভজনোল্লাস হইল।
যে স্থানে তিনি গড়াগড়ি দিলেন,সেই
স্থানের উপর দিয়া পরিক্রমার সকল 
মহাত্ম‍্যাকেই যাইতে হত। তার প্রায় ১৫/২০ বৎসর পরে প্রভুপাদ অপ্রকট হলেন,তাঁর (প্রভুপাদ )শিষ‍্য শ্রীমাধব
দাস বাবাজীকেও তিনি বিশেষ প্রীতি করিতেন শ্রীমাধবদাস বাবাজীও প্রায়প্রতিদিন তাঁর নিকট যাইতেন- তখন শ্রীমাধবদাসজী কেশিঘাটে শ্রীগোপাল গোস্বামীর *সমাজবাড়ী* নামক ঠৌরে বাস করতেন।একদিন সকালে 
শ্রীজগদীশ বাবা মলিনমুখে শ্রীমাধব দাসজীর নিকট আসিলেন।ইনি তাঁকে আসন দিয়া বসাইয়া অসময়ে আগমনের কারণ জিজ্ঞাসা করায় পূর্বে যে প্রভুপাদ তাঁকে রজে গড়াগড়ি  দেওয়াইয়াছিলেন,সেই ঘটনাটি তাঁকে শুনিয়ে বললেন-প্রভুপাদ তো আমার ভাগ‍্যে প্রকট নাই,তুমি আমাকে তাঁর সমাধি-মন্দিরে লয়ে চলো।শ্রীমাধব দাসজী তাঁকে সঙ্গে লয়ে শৃঙ্গারবটে প্রভুপাদগণের সমাধিবাটীতে আসলেন।সিদ্ধবাবা সমাধি দর্শন করে সেস্থানে গড়াগড়ি দিতেই শ্রীপ্রভুপাদের কৃপায় মনে প্রাণে ভজনোল্লাস পাইলেন।শ্রীজগদীশবাবা অপরাধ সম্বন্ধে অত‍্যন্ত সাবধান ছিলেন।*প্রাণীমাত্রে মনোবাক‍্য উদ্বেগ না দিবে* এই কথাটি তাঁর জীবনের ব্রত ছিল।কেহ তাঁর নিকট যাইয়া কথা
বার্তা বলিয়া উল্লাসের সহিত বিদায় হইলেই তাঁর মনে আনন্দ হত।আর যদি কারও ভাবান্তর বুঝতেন,তাঁকে পুনরায় জিজ্ঞাসা করে মনে কোন দুঃখ পেয়েছেন কিনা তাহা নিশ্চয় করে নিতেন।একবার তাঁর কনিষ্ঠ ভ্রাতা অকস্মাৎ দেশ হতে আসলেন-বাবা যথাযোগ‍্য আদর স্নেহাদি করলেন,ভ্রাতার স্ত্রী বিয়োগ হয়েছে শুনিয়া তিনি তাকে বললেন-বেশ ভালই হল, সংসারবন্ধন হতে মুক্ত হলে এসো দুইভাই একত্র থাকিয়া ভজন করি।ভাই চলে যাওয়ার পরে বাবাজী মহাশয়ের মনে হল-সে দুঃখ পেয়েছে, আমি তাকে সান্ত্বনা দেবার মত কিছু বলি নাই,তাতে নিশ্চয়ই সে দুঃখ পেয়েছে।ভাই কোন বাড়ীতে আছে তাহা তাকে জিজ্ঞাসাও করেন নাই যে
গিয়ে দেখা করবেন।কথাচ্ছলে সে বলেছিল যে পরশ্ব চলে যাব।সেই কথানুসারে তিনি প্রতিদিন সকালে ও বিকালে গাড়ী যাবার সময়ে রেলওয়ে ষ্টেশনে গিয়া বসে থাকতেন।কয়েকদিন এরূপ করাতেও ভায়ের দেখা পেলেন না।তখন বর্ধমানে তাঁর পরিচিত জনৈক উকিলের কাছেপত্র দিলেন যে তাঁর ভাই যদি তাঁর ব‍্যবহারে কোনও দুঃখ বা ব‍্যথা পেয়ে
থাকে,তাহা তিনি ক্ষমা করবেন-এ সংবাদটি যেন তাঁকে দেওয়া হয়। উকিলবাবু তাঁকে জানালেন যে তাঁর ভ্রাতা দুঃখিত হন নাই এবং তাঁর ভজন ব‍্যাঘাত হবে আশঙ্কায় আর দেখা করতে যান নাই। তখন হতে বাবাজী মহাশয় এই নিয়ম করিলেন যে কেহ দেখা করতে আসিলে তার বাসার ঠিকানাদি সর্বাগ্রে জেনে নেবেন।

 শ্রীকৃষ্ণদাস বাবাজী (শ্রীধাম নবদ্বীপ)
*********************************
1225 বঙ্গাব্দের কার্তিকী পূর্ণিমায় শ্রী-
হট্টের হিঙ্গাজিয়া পরগণার ফুলতলা বাজারের সন্নিকটবর্তী স্থানে নবশাখ-
জাতীয় বারুই -কুলে ইঁহার জন্ম হয়।
নাম ছিল শ্রীকেশব(কিশোর),শৈশব হতে ইঁহার বৈষ্ণব ধর্মে স্বাভাবিক প্রীতি ছিল। ত্রিশ বৎসর বয়সে ইনি শ্রীধাম নবদ্বীপে আসিয়া সিদ্ধ- শ্রীচৈতন‍্যদাস বাবাজী মহাশয়ের নিকট দীক্ষিত হন- সেই সময়ে বৈরাগ‍্যব্রত গ্রহণ করিবার অভিপ্রায় প্রকাশ করিলেও সিন্ধ বাবা বিবাহিতা
পত্থী গৃহে আছেন শুনিয়া তাঁহাকে গৃহে ফিরিতে অনুমতি করিলেন।তদনু সারে ইনি গৃহে দশ বৎসর থাকিয়া পত্নীর বিয়োগ হইলে 1265 বঙ্গাব্দে নানা তীর্থ ভ্রমণান্তে পদব্রজে শ্রীক্ষেত্রে যাইবার সময়ে শ্রীহট্টবাসী শ্রীদীনহীন দাস বাবাজীর নিকট বেশাশ্রয় করে  " শ্রীকৃষ্ণদাস " নাম গ্রহণ করেন।চৌদ্দ বৎসর শ্রীক্ষেত্রে সাধন করে শ্রীবৃন্দাবনে গিয়া ইনি ক্রমশঃ ভ্রমর-ঘাট,লোটনকুঞ্জ ও সিদ্ধ তোতারাম দাস বাবাজীর ঠৌরে বাস করিয়া চব্বিশ বৎসর ভজন করিয়া শ্রীগৌড় মন্ডলে আসেন।পুনরায় স্বগুরু সিদ্ধ বাবার অনুমতিক্রমে ইনি শ্রীখন্ডে গিয়া সাত বৎসর ভজন করিয়া পরে নবদ্বীপের প্রসিদ্ধ ভজন-কুটিরের কাছে বাস করিয়া কিছুকাল ভজন করেন।আবার সিদ্ধ বাবার আদেশে পদব্রজে শ্রীবৃন্দাবনে গমন করেন। তথায় গিয়া স্বগুরুর অন্তর্ধান-সংবাদ পেয়ে আবার পদব্রজে শ্রীনবদ্বীপে আসিয়া সিদ্ধবাবার সমাজ-সেবাদি করিয়া ভজন করিতে থাকেন। 1326 বঙ্গাব্দের আট-ই পৌষ শুক্লা দ্বিতীয়ায় ইনি গৌরনাম উচ্চারণ করিতে করিতে সিদ্ধবাবার সমাজের সম্মুখে অপ্রকট হয়েন। ইঁহার তীব্র বৈরাগ‍্য,উদারতা,নির্ভীকতা,স্পষ্টবাদিতা প্রভৃতিতে সকল লোকই ইঁহাকে বিশেষ শ্রদ্ধা ভক্তি করিতেন।
 *জয়নিতাইগৌরহরিহরিহরিবল*

*🍁ব্রজ লীলা বিপ্রলব্ধা🍁সঙ্কেত করিয়া যদি প্রাণনাথ অনাগত হন,তাহা হইলে যে নায়িকার অন্তর অতিশয় ব‍্যাকুল হয়,পন্ডিতগণ তাহাকেই বিপ্রলব্ধা বলিয়া থাকেন।

🍁* *দুই,
*সখীর আশ্বাসে ধনি স্থির করি মন*
*প্রিয় আগমন পথ করি নিরীক্ষণ*
*বৃক্ষের পত্রে পত্রে যদি শব্দ হয়।*
*এই আইসে প্রিয় বলিয়া উঠিয়া,বৈঠয়।।*
*দূতী পাঠাইয়া দিলা প্রিয়ার কারণে।*
*ফিরিয়া আইল দূতী বজ্র হেন মানে।।*
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
*কুলের বাহির হৈঞা কেনে বা আইনু।*
*সুগন্ধি ফুলের মালা কেন বা গাঁথিনু।।*
*কেন বা কুসুম শেজ সাজায়লি তোরা।*
*কেনে বা চন্দন ভরি ধরিনু কোটরা।।*
*রজনী চলিয়া যায় বুকে শেল বাজে।*
*কতনা পাইনু দুখ লম্পটের কাজে।।*
*মনে মনে মনোরথ করিলাম কত।*
*কানু বিনু সকলি হইল অনরথ।।*
*নিশি পোহাইলে যার রহিবে জীবন।*
*সে জন করিবে কালি কানু দরশন।*।।
*এত বলি বিনোদিনী করয়ে রোদন।*
*শশী শেখর হিয়া না যায় ধরণ।।*
♨♨♨♨♨♨♨♨♨♨♨♨
*তেজ সখি কানু আগমন আশ।*
*যামিনী শেষ ভেল সবহু নৈরাশ।।*
*তাম্বুল চন্দন গন্ধ উপহার।*
*দূরহি ডারহু যমুনাক পার।।*
*কিশলয় শেজমণি মাণিক মাল।*
*জল মাহা ডারহ সবহু জঞ্জাল।।*
*অব কি করব সখি কহনা উপায়।*
*কানু বিনু জীউ কাহে নাহি বাহিরায়।।*
*ধিক্ ধিক্ রে বিধি তোহারি বিধান।*
*এ হেন রজনী মোহে বঞ্চল কান*
*শুনইতে ঐছন রাইক ভাষ।*
*দ্রুত চলি আওল বলরাম দাস।।*
*🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂*
*🌺এক সখী রাধার অবস্থা দেখে আর থাকতে না পেরে কৃষ্ণের উদ্দেশ্যে গমন করিয়া,কৃষ্ণের সাক্ষাৎ না পেয়ে আপন মনে কৃষ্ণকে তিরস্কার করতে করতে দুঃখী রাইধনির কাছে উপনীত হলেন।* *বললেন কৃষ্ণের আগমনের আশা ত‍্যাগ কর।* *রাত্রি প্রায় শেষ হতে চলল, তাম্বুল, চন্দন, গন্ধদ্রব‍্য যত সব আছে (ডারহু যমুনাক পার)সব যমুনায় গিয়ে ফেলে আয়।* *ডারহু=ফেলা* *আর তারসঙ্গে যকিছু আছে আমি আর দেখতে চায় না, সব জঞ্জাল জলের মধ্যে ফেলে দে।* *প্রিয়তমের জন্য কত কষ্টকরে সকল দ্রব‍্য দিয়ে সাজিয়ে ছিল,কানু না আসাতে সব জঞ্জালে পরিণত হল।* *এবারে রাধারাণী মনে খেদ নিয়ে বলছেন,সখী!বল,বলনা আমার এখন কি হবে উপায়?* *কানু ছাড়া বেঁচে আছি কি করে!কেন আমার জীবন থেকে প্রাণপাখী উড়ে যাচ্ছে না?* *এবারে রাধার বিধাতার প্রতি ঘৃণা প্রকাশ করে বলছেন,ধিকরে তোর নিয়ম ব‍্যাবস্থা,ধিক তোর বিধান।* *পুন কানুর প্রতি অভিমানে বলছেন,আমার এই সুখের রজনীকে দুঃখে পরিণত করলে? রাধারাণীর এ সকল কথা শুনে পদকর্তা কানুকে সংবাদ দিতে দ্রুত চলে গেলেন।*
*কালিন্দী তীর নিকুঞ্জক মাঝ।*
*রোয়ত সুবদনী ছোড়ল লাজ।।*
*অতি উতকন্ঠিত বিরহ বিষাদ।*
*সহচরী বৃন্দ গণয়ে পরমাদ।।*
*দারুণ কোকিল ভ্রমর ঝঙ্কার।*
*মলয় পবনে ধনি করু সীতকার।।*
*হরি হরি শবদে লুঠতি হরি কোর।*
*অবিরত লোচনে গলতহিঁ লোর।।*
*হেরি চলত সখী কানুক পাশ।*
*কত যে নিবেদিব বলরাম দাস।।*
*🌻রাধার চরম মানসিক অবস্থা দেখে কোন আরেক সখী আর থাকতে না পেরে অনুমানে বুঝতে পারলেন কৃষ্ণ কোথায় আছে,তিনি সেখানে চলে গেলেন।*🌻
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
*🌺শ্রীকৃষ্ণের প্রতি সখ‍্যোক্তি🌺*
*করি কুসুম শেজ,তুয়া সুখ লাগি,*
      *বিজন বনে বৈঠি বর রামা।*
*তোহারি লাগি যতন করি,কুসুম তুলি কামিনী,*
      *নিজহি করে করু দামা।।*
*মাধব সো ধনি বিলম্ব হেরি তোর।*
*চকিত চারু লোচনে,নিরখি নিজ সম্মুখে,*
    *তমাল তরু তাহে করু কোর।।*
*মলয় গিরি শীতল,পরিমল বিষমই,*
    *শশী কিরণ অহিত বলি জানে।*
*কোকিল কুল শব্দ শুনি,মুদি রহু লোচনে,*
     *বজর বলি হাত দেই কানে।।*
*অতহু তুহুঁ ত্বরিত করি,চলহ রতি মন্দিরে,*
    *সফল কর শেজ দুহুঁ মেলি।*
*শশি শেখর তপত আঁখি,শীতল হব তৈখণে,*
     *নিরখি তুয়া সঙ্গে তছুকেলি।।*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*তুয়া মুখ ভরমে,সুধাকর হেরইতে,*
       *হানত মনমথ শেল।*
*কোকিল কুহু রবে,উহুকরি সুন্দরী,*
      *ততহি অচেতন ভেল।।*
    *মাধব সো ধনি কুঞ্জ কুটীরে।*
*তোহারি বিলম্ব,গমনে উতকন্ঠিত,*
       *পড়িরহু যামুন তীরে।।*
*তুয়া লাগি কিশলয়,শেজ সাজায়ল,*
      *জারল কপূরকি বাতি।*
*তুহুঁ অতি নিঠুর,সময়ে না মিললি,*
      *কাঁহে বাড়ায়লি রাতি।।*
*যো ভেল সো ভেল,এতিবেরি উঠহ,*
      *বহুত বচনে কাজ নাই।*
*চন্দ্র শেখর কহে,আগুসারি পেখহ,*
       *কুঞ্জে একাকিনী রাই।।*
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
*সীতকার=কম্প,দামা=মালা, ভরমে=ভ্রমে,কিশলয়=নব পল্লব, এতিবেরি=এই বেলায়,আগুসরি=অগ্রসর হয়ে, পেখহ=দেখ।* *কপূর=কর্পূর* 
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*উত্তর না পাই,যাই সখি কুঞ্জহি,*
      *রাই নিয়ড়ে উপনীত।*
*তোহারি সম্বাদ,কহিতে হরি গদগদ,*
     *হেরি চমকিত ভেল চিত।।*
   *সুন্দরী কানু মিলন ভেল মন্দ।*
*নিশিপতি কাঁতি,মলিন অব হেরিয়ে,*
      *টুটল সব পরবন্ধ।।*
*এত শুনি রাই,পাই মন দুখচয়,*
      *চললিহ অব নিজ গেহ।*
*রজনী উজাগরি,নাহ পন্থ পরি,*
       *মিলল ঝামর দেহ।।*
*দূর সঞে নাগর,রাই বদন হেরি,*
       *চমকিত চিতে ভেল ভীত।*
*গোবিন্দ দাসভণ,এ নন্দ নন্দন,*
      *ইহকিয়ে পিরিতিক রীত।।*
*🌴♨🌺🍁🍀🌻🌼🌲🍂🍋🍑🍅🌴
*🌻প্রেতিনী মিলন🌻*
*শেষ রজনী আসিতে পথে।*
*এক রমণী ধরিল হাতে।।*
*এলো থেলো কেশ তার হয়।*
*নাসিকার আগে কথাটি কয়।।*
*উলট পদেতে চলিয়া যায়।*
*আঁখির তাজনি বিষম হয়।।*
*জলের কান্ধারে তাহার ঘর।*
*মোরে লৈয়া থুইল তাহার ভিতর।।*
*ঐ দেখ ঐদেখ আসিছে সাথে।*
*শুনইতে ধনির ধরিল হাতে।।*
*ভয় কি বলিয়া করিল কোলে।*
*চন্ডীদাস বলে বচন ছলে।।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌴মিলন না করতে হলে (কালিন্দী তীর নিকুঞ্জক মাঝ পর্যন্তই বিরাম হবে।🌴*
*💐💐💐বিরাম 💐💐💐*
 ✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html