🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩
৬৮. উৎকন্ঠিতা লীলা 🌷 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/07/httpmrinmoynandy_14.html
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬৮. উৎকন্ঠিতা লীলা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻উৎকন্ঠিতা গৌরচন্দ্রিকা🌻*
*এ হেন সুন্দর বেশ কেনে বনাইনু।*
*নিরুপম গোরারূপ দেখিতে পাইনু।।*
*অকাজে রজনী যায় কিবা মোর হৈল।*
*নিশ্চয় জানিনু মোরে বিধি বিড়ম্বিল।।*
*সুবাসিত গন্ধ আদি অগুরু চন্দন।*
*গৌর বিনু কার অঙ্গে করিব লেপন।।*
*কর্পূর তাম্বুল গুয়া দিব কার মুখে।*
*বাসুঘোষ কহে নিশি যায় বড় দুঃখে।।*
*🌻এক পরম গৌরানুরাগিনী অপর এক গৌর অনুরাগিনীকে বলছেন, ওরে সই!যাঁর সঙ্কেতে আমি কাননে এসে শয্যা রচনা করলাম,তিনি তো এলেন না!* *যাঁর জন্য এত বেশভূষা করলাম,তিনি যেমন বেশভূষা পছন্দ করতেন ঠিক তেমনিই করে এসেছিলাম,সবই বৃথা চলে গেল।*
*প্রায় নিশি প্রভাত হতে চলল,আমার গৌর গুণমণি তো এলেন না,অকাজে আমার রাত্রি চলে গেল।* *আমার কি মনে হয় জানিস?বিধি আমার সঙ্গে বিড়ম্বনা করল,নচেৎ এমনটি হবার কথা ছিল না।*এর পৃর্বে কোনদিনই কথা দিয়ে আসেন নাই,এমনটি হয় নাই।* *আমার সময় বড়ই দুঃসময় চলছে,কেন জানিস?যখন গৃহে থাকি আশেপাশের পড়শীগণ আমাকে আমার প্রাণ গৌরের নাম করে অকথ্য কুকথ্য বলে।* *এই যে সুগন্ধিত অগুরু চন্দন আমার গোরা অঙ্গে লেপন করব বলিয়া নিয়ে এসেছিলাম,সবই বৃথা গেল।*
*এই যে কর্পূর দিয়ে পান তৈরী করে রেখেছিলাম এখন কার মুখে দিব বল?* *সখীভাবাবিষ্ট গীতকর্তা বাসুদেব ঘোষ বড়ই দুঃখ করে বলছেন,সত্য সত্যই আজকের এই নিশিটি বড়ই দুঃখময়।*
*আখর=আজ উৎকন্ঠিতা বিষ্ণুপ্রিয়া।* *গোরারূপ না হেরিয়া, আজ উৎকন্ঠিতা বিষ্ণুপ্রিয়া। গোরা স্মৃতি স্মরণ করিয়া,আজ উৎকন্ঠিতা বিষ্ণুপ্রিয়া।* *কিছুতেই যে ভুলতে নারে, রজনী বহিয়া যায়, কিছুতেই যে ভুলতে নারে।কোথা গেল গোরামণি,ভাবে প্রিয়া রমণী,কোথা গেল গোরামণি।*
*এতক্ষণ তো আসে ফিরে,নিজ গৃহে ধীরে ধীরে,এতক্ষণ তো আসে ফিরে।* *আজ কেন আসছে না, আজ গোরার কি হয়েছে,আজ কেন আসছে না,গোরা কি ভুলে গেল,প্রিয়ার স্মৃতি আজ,গোরা কি ভুলে গেল।* *অদ্য তার কি হল, প্রিয়ার কথা কি ভুলে গেল,উৎকন্ঠিতা বিষ্ণুপ্রিয়া।* *নদীয়া লীলায় আজ,ঊৎকন্ঠিতা বিষ্ণুপ্রিয়া।নব রূপে নব ভাবে,উৎকন্ঠিতা বিষ্ণুপ্রিয়া।*
*🌻সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজী মহারাজের সংক্ষিপ্ত জীবনী আস্বাদন করুন।🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*ফরিদপুর জেলার অন্তর্গত টেপাখোলার কাছে পদ্মাতীরবর্তী বাগ-যান গ্রামে বৈশ্যকুলে ইনি আবির্ভূত হন।* *বাল্যকালেই বিবাহ করে ২৯ বর্ষ পর্যন্ত গৃহস্থাশ্রমে ছিলেন। পিতৃদত্ত নাম ছিল বংশীদাস।* *এই সময়ে শস্যের ব্যবসা করতেন।পত্নী বিয়োগের পর ঐ ব্যবসা ত্যাগ করে সিদ্ধ শ্রীজগন্নাথদাস বাবার শিষ্য শ্রীমদ্ ভাগবতদাস বাবাজির কাছে কৌপিন ধারণ করেন।* *তারপরে ৩০ বৎসরকাল শ্রীব্রজমন্ডলে বিভিন্ন গ্রামে বাস করে সবসময় কৃষ্ণভজন করতেন।* *ইনি মদনমোহন ঠৌরের (আস্থানায়)সিদ্ধ শ্রীনিত্যানন্দ দাস বাবার কাছে রাগানুগা ভজন ও বৈরাগ্যাদি শিক্ষা করেছিলেন।* *ইঁহার দৈন্য,বৈরাগ্য ও ভজন জগতে অতুলনীয়।১৩০০ সালে ফাল্গুন মাসে ইনি সিদ্ধ শ্রীজগন্নাথদাস বাবার আদেশানুসারে ব্রজ হতে গৌরদেশে আসেন এবং অপ্রকট কাল অবধি নবদ্বীপের বিভিন্ন জায়গায় বাস করেন।* *তিনি ধামবাসী দর্শনে গৃহস্থের গৃহ হতে শুকনো দ্রব্যগুলি ভিক্ষা করে নিজহস্তে ভগবানের নৈবেদ্য তৈরী করতেন।* *ব্যবহার করা ও পথপ্রান্তে পরে থাকা মাটির পাত্র, গঙ্গাজলে ধুয়ে তাতে রন্ধন করতেন।* *গঙ্গা কিনারে ফেলে দেওয়া শববস্ত্রাদি (মরার কাপড়গুলো) ভাল করে ধুয়ে নিয়ে তার দ্বারা থাকবার জায়গায় ঘিরতেন, বা পরিধান করতেন।* *এককথায় ইনি সর্বতোভাবে পরপেক্ষা রহিত হয়ে অপরের পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় বস্তু দিয়ে নিজের কাজে ব্যবহার করতেন।* *কখনও ইঁহার গলায় তুলসীমালা,হাতে জপের নামসংখ্যার তুলসীমালা এবং শ্রীঠাকুর মহাশয়ের প্রার্থনা ও প্রেমভক্তিচন্দ্রিকা গ্রন্থ থাকত,আবার দেখা গেছে কখনও বা গলায় তুলসীমালা নেই,হাতে নামসংখ্যার তুলসীমালার পরিবর্তে ছিড়াকাপড়ের মালা,কখনও বা তিনি কৌপীনহীন হয়েও থাকতেন।* *কেহ কোনও দিন তাঁকে পরিচর্য্যা করবার সুযোগ পায় না।*
*তিনি নিরম্বু (জলশূন্য বা নির্জলা)* *একাদশী ব্রত পালন করতেন।একাদশী ছাড়া অন্য সময়ে কখনও বা গঙ্গামাটি,কখনও বা গঙ্গাজলে ভিজিয়ে শুকনো চাল ও লঙ্কা গ্রহণ করতেন।* *(শ্রীরাধারমণবাগের স্বনামধন্যা ললিতা দিদির মুখে শুনেছি কথাগুলো।* *🌻ইনি একদিন বাজার হতে কুড়িয়ে একটি কাণা বেগুন এনেছিলেন,বাগানবাড়ীর ঝাউতলায় বসে সেই বেগুনটিকে খন্ড খন্ড করে কেটে একমালা গঙ্গাজলে দিয়া একপত্র তুলসী দিলেন এবং ইষ্টদেবকে নিবেদন করে ভোগ আরতি গান করতেন,""ভজ পতিত-উদ্ধারণ শ্রীগৌরহরি""ইত্যাদি গাইতে গাইতে বলিলেন ""না জানিয়ে পরিপাটী,না জানি রন্ধন।শুখারুখা একমুষ্টি করহ ভোজন।।"" এই কথা বলতে বলতেই কন্ঠরোধ হল,সমস্ত শরীর লাল হল,তিনি ফুলে গেলেন,* *দরবিগলিতভাবে অশ্রুপ্রবাহ ছুটে মুখ বুক ভাসিয়ে দিল।* *ললিতাদিদি পেছনদিকে দাঁড়িয়ে এই প্রেমের দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন।প্রায় একঘন্টা পরে ভাবশান্তি হলে আবার গাইলেন,""ফুলের কেওয়ারী ঘর ফুলের চৌয়ারী""।* *ইত্যাদি ক্রমে শ্রীগৌরের শয়ন দিয়া কেবল সেই কাঁচা বেগুন প্রসাদ ও জলটুকু পেয়ে এমন মুখভঙ্গি প্রভৃতি করছিলেন যেন পঞ্চামৃতাস্বাদেও লোকের এইরকম সুখ হয় না।* *তিনি নবদ্বীপেএসে বহুদিন লোহার পাত্রে করে মাধুকরী করতেন।* *রাস্তা দিয়ে জয়রাধে বলিয়া পাগলের মত যেতেন,দুষ্টু ছেলের দল পেছনে ছুটত,তিনি ছেলেদের নিয়েও আনন্দ করতেন।* *কৃষ্ণবর্ণ ছেলে দেখলে তাঁর কৃষ্ণজ্ঞান এবং গৌরবর্ণ দেখলে গৌরজ্ঞান হত।* *ছেলেরা তাঁর সঙ্গে রঙ্গরসে গায়ে হাত দিলে তিনি ভঙ্গিভরে বলতেন,"দেখ্ মা যশোদা!তোর গোপাল আমাকে চিমটি কাটল অথবা দেখ্ মা শচী!তোর নিমাই আমাকে মুখ ভেঙচাইল ইত্যাদি।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌼ব্রজলীলা উৎকন্ঠিতা🌼*
""""""""""""""""""""""""""""""""""""""""""""
*নিরপরাধ প্রিয়তম বহুক্ষণ যাবৎ সমাগত না হইলে,বিরহ বশতঃ যে নায়িকা উৎসুক চিত্তা হয়, রসজ্ঞগণ তাহাকেই উৎকন্ঠিতা বলেন।🌼*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""".
*কিমু চন্দ্রাবলী রণয় গভীরা।*
*অরুণ দমুং রতি বীর মধীরা।।*
*অতি চির মজনি রজনী রতি কালী।*
*🌼শ্রীকৃষ্ণের কুঞ্জাগমনের সম্ভাবিত সময় অতীত হয়ে গেছে তার জন্য উৎকন্ঠিতা শ্রীরাধা,মনে মনে ভাবছেন,যথা,এখনও প্রিয়তম এসে উপস্থিত হলেন না,কারণ কি?* *যুদ্ধে বিমুখ হওয়া বীরের ধর্ম বিরুদ্ধ।কৃষ্ণ রতিবীর।তবে কি তৎসঙ্গ লোলুপা, অধীরা,অতি প্রগলভা,নীতি বিহীনা চন্দ্রাবলী তাঁকে পথে পেয়ে রতি রণার্থ রুদ্ধ করল?*
*সঙ্গম বিন্দত নহি বনমালী।।*
*কিমিহ জনে ধৃত পঙ্ক বিপাকে।*
*বিস্মৃতি রস্য বভূব বরাকে।।*
*কিমুত সনাতন তনুর লঘিষ্টং।*
*রণ মারভত সুরারীভিসরিষ্টং।।*
*🌼প্রগাঢ় (অতি ঘন)তমসাবৃত রজনী।বহুক্ষণ যাবৎ সমাগতা।তথিপি আমার বনমালী আমার প্রাণকে আনন্দ তরঙ্গে নাচাতে নাচাতে এখনও এসে মিলিত হলেন না,সায়,আমার এ দুঃখ কে বুঝবে।* *অথবা আমারও কোন পাপের বিপাকে প্রাণ প্রিয়তম,এ বরাকীকে (দীনদরিদ্রকে) বিস্মৃত (ভুলে) হয়ে গিয়াছেন।* *না,তা সম্ভব নহে।* *আমি সেই নারী মনোহারী রসিক শেখরের,যোগ্যা বা লোভনীয়া না হলেও আমার প্রাণ মন তদর্পিত। এ হেন প্রেমময় নায়ক,প্রেম ভিখারিনীকে কখনও বিস্মৃত হতে পারেন না।বোধহয় সনাতন তনু(কানু)কোনও অসুরের সহিত ঘোরতর যুদ্ধে প্রবৃত (রত)হয়েছেন।* *যে হেতু যুদ্ধ সর্ব অবস্থাতই বীরের বাঞ্জনীয় হয়।* *অন্য গভীরা= অতি প্রগলভা।রজনী কালী=নিশা অতি শ্যামা। পঙ্ক=পাপ।বরাকী =তুচ্ছা বা দীনদরিদ্রা।*
*🌼 দ্বিতীয় পদ 🌼*
*কানুর সঙ্কেতে,বেশ বানাইনু,*
*আইনু কেলি কুঞ্জে।*
*মাধবী পরিমলে,ভরি তনু জারই,*
*কুহরই মধুকর পুঞ্জে।।*
*অবহুঁ না মিলিল দারুণ কান।*
*নিলজ চিত,পিরীতি অনুরোধই,*
*ইথে নাহি যাওত পরাণ।।*
*কানুক বচনে,অমিয়া রস সেচনে,*
*বেচনু তনু মন জাতি।*
*নিজ কুল দূষণ,ভূষণ করি মানলু,*
*তেঞি ভেল ঐছন শাতি।।*
*হিমকর কিরণে,গমন অব রোধল,*
*মন্দিরে চলত সন্দেহ।*
*গোবিন্দ দাস কহ,যাই সতী জানহ*
*কানুক ঐছন লেহ।।*
*🌼সখী!আমি কানুর সঙ্কেতে নিকুঞ্জ কাননে এসে কুসুম দিয়ে শয্যা রচনা করলাম। কিন্তু কানু এখনও এলো না। মাধবী ফুল ফুটেছে,তার গন্ধে দেহ মন ভরে যাচ্ছে,মধুকর প্রতি ফুলে ফুলে গুঞ্জন করছে।* *কিন্তু এখনও কৃষ্ণ এলো না।* *ওরে সখী!এই নিলজ্জ প্রাণ কেন প্রেম ভালবাসা থেকে সরে যাচ্ছে না।কানুর কথায় আমি দেহ মন প্রাণ তাঁর অমৃত রসে ডুবিয়ে দিয়াছি।* *কানুর জন্য নিজের কুলে কলঙ্কিনী হয়ে,সেই কলঙ্ককে অঙ্গের ভূষণ করলাম, আর সে আমার সঙ্গে এমন করল?*
*এখন জ্যোৎস্না উদিত হয়েছে,এখন ঘরে ফিরে যাওয়াও ভীষণ কষ্টকর।*
*বঁধূর লাগিয়া,শেজ বিছাইনু,*
*গাঁথিনু ফুলের মালা।*
*তাম্বুল সাজানু,দীপ উজারনু,*
*মন্দির করিনু আলা।।*
*সই, পাছে এসব হবে আন।*
*সে হেন নাগর,গুণের সাগর,*
*কাহে না মিলল কান।।*
*শাশুড়ী ননদে, বঞ্চনা করিয়া,*
*আইনু গহন বনে।*
*বড় সাধ মনে,এ রূপ যৌবনে,*
*মিলিব বঁধূর সনে।।*
*পথ পানে চাহি,কত না রহিব,*
*কত প্রবোধিব মনে।*
*রস শিরোমণি,আসিবে এখুনি,*
*দ্বিজ চন্ডীদাস ভণে।।*
*আখর=শ্রীমতী তখন সখীরে কয়, হৃদয়ের জ্বালা জুড়ায়, শ্রীমতী তখন সখীরে কয়।* *আজ শ্রীকৃষ্ণের কি হইল,কেন যে এখনো আসতে নারিল,আজ শ্রীকৃষ্ণের কি হইল।এত কষ্টে এলাম ঘর ছেড়ে,আজ শ্রীকৃষ্ণের কি হইল।*
*এত আনন্দ ছিল মনে,আজ শ্রীকৃষ্ণের কি হইল।এত সাধ জাগিল মনে,আজ শ্রীকৃষ্ণের কি হইল।*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*এক পরম ভক্তচূড়ামণির সত্য কথন* *শ্রীরামদাস বাবাজি মহারাজ বর্ষাণা ও লোটনকুঞ্জ।*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*ইনার পূর্ব নাম শ্রীরমেশ চন্দ্র দে, ইনি শ্রী অভিরাম গোপালের পরিবারে দীক্ষিত হয়েছিলেন এবং সখ্যরসে উপাসনা করতেন।* *ব্রজমন্ডলে এসে তিনি সিদ্ধ শ্রীজগন্নাথদাস বাবাজি মহারাজের সঙ্গে কৃপাবলে শ্রীশ্রীরূপানুগ ভজনে আকৃষ্ট হয়ে বর্ষাণায় গিয়ে ভজনে রত হয়েছিলেন।* *অল্পসময়ের মধ্যেই ইঁহার ভজনখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তাঁকে সেবা করবার জন্য লোকের আন্তরিক ইচ্ছে হয়।* *বাইরে নির্জনে ভজন করেন দেখে "তাড়াসের"রাণী ভানুকুন্ডের তীরে একটি কুটীর নির্মাণ করে দিলেন এবং তিনিও সেই কুটীরে বাস করতে লাগলেন।* *ভক্ত সমাগমও বৃদ্ধি হতে লাগল,এদিকে সেখানকার পান্ডাগণ তাঁর প্রচুর ধন আছে বলে সমালোচনাও চালিয়ে গেল।* *এইভাবে ভজন-বিঘ্ন বোধ করে ঐ কুটীর ত্যাগ করে ১৩৩৫ বঙ্গাব্দে ডাক্তার বিপিনবিহারী দাস কর্তৃক লোটনকুঞ্জে নির্মিত কুটীতে অপ্রকটকাল পর্যন্ত থেকে ভজন করেছিলেন।* *ইনি জাতরতি সাধক ছিলেন,বরাবরই দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।*
*তিনি যেখানে ঘুমোতেন বালিশের তলায় একটি বটি রেখেছিলেন,কোন এক ভক্ত বটি সম্বন্ধে জিজ্ঞাসা করলে বললেন,যে দিন তিনি নিদিষ্ট ভজন-পথ হতে বিচ্যুত হবেন বা শিথিলতা আসবে,সেদিন ঐ বটিদ্বারা নিজের গলা কেটে ফেলবেন বলে বালিশের তলায় রেখেছেন।* *তিনি একটি ডায়েরি ব্যবহার করতেন, তাতে বেশ কিছু লিখে রেখেছিলেন।* *প্রতিজ্ঞা গুলি-------* *(১) যে কোনও ব্যক্তি হোক না কেন,সে যদি আমাকে বিনা কারণে জুতা মারে,ঝাঁটা মারে,মুখে প্রস্রাব করে গায়ে বিষ্ঠা প্রদান করে।* *মাথায় কুড়ি ঘা লাথি মারে,কন্টক দ্বারা শরীর বিদ্ধ করে,মনবেদনাযুক্ত দুরুক্তি(দুর্বাক্য)বলে গালাগালি দেয় কিম্বা আমার মাথা ছেদন করে, তথাপি আমি বাক্যবাণ বা অস্ত্র চালাব না;সত্য,সত্য,সত্য-- সুদৃঢ় প্রতিজ্ঞা করলাম।* *যদি এই প্রতিজ্ঞা ভঙ্গ করি,তবে ২৭৮৬০যুগ কাল নরকে পচে মরব।আমার এই প্রতিজ্ঞা বিষয়ে শ্রীভগবান শ্রীকৃষ্ণ সাক্ষী রইলেন।এই নিয়ম আমার জীবনকাল থাকা পযর্ন্ত।যখন এই প্রতিজ্ঞা ভঙ্গ করবার ইচ্ছে হবে,তখন আগে এই বটি দিয়ে আপন মস্তকচ্ছেদন করে ফেলব।*
*তবু শ্রীব্রজধামে দেহটি থাকবে।সন ১৩৩৮ সাল ৮ই মাঘ বেলা দুইটার সময় এই সুদৃঢ় প্রতিজ্ঞা লিখলাম।* *(২) ব্রজ রমণীগণকে লক্ষ্মীদেবীর সমান ভক্তি করতে হবে,আর ব্রজবাসী পুরুষগণকে শ্রীভগবান শ্রীবিষ্ণুর সমান ভক্তি করতে হবে।অতএব সাবধান,সাবধান,সাবধান=ব্রজরমণী হোক বা পুরুষ হোক,সকলের কাছে গলে বস্ত্র দিয়া জোড়হস্ত হয়ে থাকবে।* *এই নিয়ম আমার জীবনকাল পর্যন্ত।সন ১৩৪৩ সাল ১৭ই ভাদ্র ১২ টার সময় এই প্রতিজ্ঞা লিখলাম।* *(৩) স্বয়ং মহাভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমুখে আমাকে বলিলেন=সুদুর্জয় পরমশত্রু মন দেহের মধ্যে বাস করছে,চব্বিশ ঘন্টা তাকে আধোয়া(অধৌত)?ঝাঁটা মেরে বশীভূত করে রাখবে,নচেৎ ভজনসাধন নষ্ট করে রৌরব(যে নরকে গো,স্ত্রী,ভিক্ষুক,ভ্রূণ ও ব্রাহ্মণ হত্যাকারী এবং অগম্যাগামী,তীর্থ প্রতিগ্রাহীরা গমন করে,অসহনীয় যন্ত্রণা)* *নরকে নিয়ে যাবে।সর্বতোভাবে মনকে নিগ্রহ করে,তাড়ন ভৎর্সন করে লীলায় নিযুক্ত করবে।মন যখন অসৎপথে যাবে,তখন শ্রীমন্মহাপ্রভু ও নিতাইচাঁদকে একাগ্রচিত্তে ডাক----------------*।
*দেখ সখী অটমীকো রাতি।*
*আধ রজনী বহি যাতি।।*
*দশ দিশ অরুণিম ভেল।*
*আধচন্দা উই গেল।।*
*অব হরি না মিলল রে।*
*বিহি মোরে বঞ্চল রে।।*
*কাহে বনায়নু বেশ।*
*বিঘটন কানুক সন্দেশ।।*
*কাহুকো নহ ইহ গারি।*
*ধনি যনি না হয়ে কুলনারী।।*
*কৈছনে ধরব পরাণ।*
*কো এত সহে ফুলবান।।*
*গোবিন্দ দাস সব জান।*
*অবহি মিলাওব কান।।*
*🌺শ্রীমতী রাধারাণীর ক্রমে উৎকন্ঠা বেড়ে উঠল। ভগ্ন হৃদয়া রাধা,সখীকে বলছেন,সখী!অটমীকো রাত অর্থ্যাৎ আজ কৃষ্ণাষ্টমীর রাত্রি। নিশ্চয়ই অর্ধ রজনী গত হয়েছে।কারণ দশদিক অরুণিত করে রজনীপতি অর্ধ উদিত হয়েছে। হায়!এখনও হরির সাক্ষাৎ লাভ হল না।আজ বিহি,বিধাতা আমাকে বঞ্চিত করল। সখীরে এত যত্ন করে অঙ্গের এই বেশ কেন রচনা করলাম,আমার অদৃষ্ট দোষে কি আজ কানুর মতো সত্যব্রত প্রেমিকের সঙ্কেত সম্বাদও বৃথা হল।বুঝলাম,কোন ধনি যেন কুলবধূ না হয়,একথা কারো সম্বন্ধেই গালি নহে।সখী!এখন কি করে প্রাণ ধারণ করব,* *কন্দর্পের এত প্রতাপ কি করে সহিব। সম্বোধিতা সখীর ভাবাবিষ্ট গীতকর্তা গোবিন্দ দাস উত্তর দিচ্ছেন যখন তোমার এমন মনোবেদনা জানলাম এখনি কানুকে এনে মিলন করাচ্ছি।*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-
শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 👇👇🙏👇👇 📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 দ্বিতীয় ভাগ ꧂ পদ - পদাবলী 🙏 গৌরচন্দ্রিকা 🙏 ব্যাখ্যা ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/03/krishna.html ✧═══════════•❁❀❁•═══════════✧ সুধী ভক্তবৃন্দ যে লীলা অধ্যায়নের করতে চান নিম্নে লিংকের উপর ক্লিক করুন 👇👇👇 ✧═══════════•❁❀❁•═════...
শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শিবরাত্রি ব্রতকথা ꧂ শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓ শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓ শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_54.html ✧═══════════•❁❀❁•═══════════✧ পুরাক...
ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ꧂ https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ *বিবেক বৈরাগ্য দিয়া দু'গলুই করিল।* *ধৈর্য্য তাহার উপর দাঁড়া করিল।।* *আসক্তির তক্তা আনি তাহাতে জুড়িল।* *লালসার পাতান লোহা তাহাতে গড়িল।।* *নববিধা ভক্তি দিয়া নয়টি গুড়া দিল।* *সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল।।* *মন রূপী পাল তাহে উড়াইয়া দিল। *সাধুসঙ্গ কাণি দড়ি চৌদিকে আঁটিল।।* নৌকা গঠন তত্ব দ্বারা।---------------- শ্রী গোবিন্দ আমার সখাদের সঙ্গে গো-চারণ করিতে করিতে সেই কথা মনে পড়েছে, কোন কথা,গোলোক বৃন্দাবনের কথা, ভাই সুবলকে ডেকে বললেন,ওরে ভাই সুবল সখা, আজ আমি যমুন...
🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html
👉 মতানুসারে 👉 https://drive.google.com/file/d/1lS0aV1XBKbzRfve110-R6hJEsX3JHoMQ/view?usp=drivesdk ✧ ══════════•❁❀🙇❀❁•══════════✧ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ✧ ══════════•❁❀🙇❀❁•══════════✧ 🔘👉🏠Home🏠 🔘👉📝সূচীপত্র📝 🔘👉📚PDF গ্রন্থ📚 🔘👉✉️WhatsApp Chanel✉️ 🔘👉Apps 🔘👉🌐Google Drive🌐 🔘👉 শ্রীশ্রীরাধাকান্ত মঠ🚩শ্রীশ্রীগৌর গম্ভীরা🐚শ্রীধাম পুরী🐚 🔘👉 🗓️ ব্রত তালিকা 🗓️ শ্রীগিরিগোবর্ধন 🙇 🔘👉 🗓️ ব্রত তালিকা 🗓️ শ্রীরাধাকুণ্ড 🙇 🔘👉🖼️ধর্মীয় চিত্রপট🖼️ 🔘 👉 📝শ্রী জয়দেব দাঁ📝 🔘👉📝শ্রী গোপীশরণ দাস📝 🔘👉📝শ্রী দীপ বাগুই📝 🔘👉 🎶শ্রীমতী কুঞ্জশ্রী দাশগুপ্ত🎶 🔘👉📝শ্রী মৃন্ময় নন্দী📝 ✧══════════•❁❀🙇❀❁•══════════✧ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ✧ ══════════•❁❀🙇❀❁•══════════✧ ✧══════════•❁❀🙇❀❁•══════════✧ 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 *শচীসুতাষ্টকম্ ✍️ শ্রীশ্রী সার্বভৌম ভট্টাচার্য্য বিরচিতং 🙏 সংগৃহীত 🙏 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📝 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.bl...
শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/home-page-pdf-httpsmrinmoynandy_25.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ...
মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ৪২. ব্রহ্মা এবং মহেশ্বর যাঁর আরাধনা করেন 🙇 মনোশিক্ষা🙏 দ্বিতীয় ভাগ🙏শ্রী প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *(৪২)🔥🔥মনো শিক্ষা 🔥🔥* •••••••••••••••••••••••••••••••••••••• *ওরে মন! বিচারিয়া দেখ না হৃদয়* *ধনে জনে যত আর্তি,বাড়ে বই নহে নিবৃত্তি,* *হরি-পদে হৈলে কি না হয়।।* *যা ভাবিলে হবে নাই,তাই ভেবে কাট আই,* *ভাবিলে যে পাও তা না কর।* *লক্ষকোটি যার ধন,সে কি পায় এক মণ,* *বুঝি কেনে ধৈরয না ধর।।* *খাওয়া পরা ভাল চাও,তাই কি ভাবিলে পাও,* *পূর্ব-জন্মার্জিত সেই পাবে।* *কার ধন চিরস্থায়ী,না গণ'আপন আই,* *কত কাল তুমি বা বাঁচিবে।।* *অজ ভব ভবে যাঁরে,কি মদে পাসর তাঁরে,* *"হরি" ভুলি জীয় কোন্ কাজে।* *"হরিনাম"যাতে নাই,সে বদনে পড়ুক ছাই,* *সে মুখ সে দেখায় কোন্ লাজে।।* *...
বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═════...
শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🙏 প্রথম ভাগ ꧂ ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *••••┉❀꧁👇 🏠Home Page🏠👇 ꧂❀┅••••* 👉 MrinmoyNandy.blogspot.com 👉 Boisnob.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/09/pdf_22.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html 👉...
*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ *নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্* ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 🌐 http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠👇👇🙏👇👇📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ *নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।* *পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।* = = = = = = = = = = = = = = = = = *মুলানুবাদ=হে রসবিশেষভাবনা-চতুর রসিক ভক্তগণ!শুকমুনির মুখনির্গলিত দেব-কল্পতরুর শ্রীমদ্ভাগবত নামক পরমানন্দরসময় ফল সাধনকাল হতে মোক্ষক...
শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম্য ꧂ ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ https://Gopisharan.blogspot.com 🙏 সূচীপত্র ꧂ ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/home-page-pdf-httpsmrinmoynandy_25.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *শ্রীআমলকী একাদশী ব্রতের মাহ...