🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

*শ্রীকৃষ্ণচৈতন‍্যদেব, রতি-মতি-তারে সেব,* *প্রেম-কল্পতরু-দাতা।*। *ব্রজরাজ-নন্দন, রাধিকার প্রাণধন,* *অপরূপ এই সব কথা।।* ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ -> http://mrinmoynandy.blogspot.com/2022/09/home-page-pdf-httpsmrinmoynandy_3.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ *শ্রীকৃষ্ণচৈতন‍্যদেব, রতি-মতি-তারে সেব,*  ꧂
                    ꧁ *প্রেম-কল্পতরু-দাতা।*  ꧂
        ꧁ *ব্রজরাজ-নন্দন, রাধিকার প্রাণধন,*  ꧂
                *অপরূপ এই সব কথা।।* ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
            ꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*জয় জয় নিতাই গৌর হরিবল*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*শ্রীকৃষ্ণচৈতন‍্যদেব,রতি-মতি-তারে সেব,*
         *প্রেম-কল্পতরু-দাতা।*
*ব্রজরাজ-নন্দন, রাধিকার প্রাণধন,*
        *অপরূপ এই সব কথা।।*
*🙏শ্রীঠাকুরমহাশয় এই প্রেমভক্তচন্দ্রিকা গ্রন্থে যে ব্রজের সর্বোৎকৃষ্ট উন্নত-উজ্জ্বল রসাত্মিকা ভক্তি মঞ্জরীভাবসাধনার কথা বিশদভাবে বর্ণনা করেছেন, তা শ্রীমন্মহাপ্রভু শ্রীকৃষ্ণচৈতন‍্যদেবেরই অনর্পিতচরী করুণার অবদান।* *তাঁর করুণা ভিন্ন বা তাঁর উপাসনা ভিন্ন কেহই সেই ব্রজভক্তি লাভ করতে সমর্থ হন না।তিনি সেই মহাপ্রভুর কথায় বলেছেন,ঠাকুরমহাশয় বলেছেন এই প্রেমভক্তিচন্দ্রিকা মহাপ্রভুর লেখা,আমার নহে।* *মহাপ্রভুর ভজনের এবং তাঁর প্রেমদান-লীলার কথা বলছেন, "শ্রীকৃষ্ণচৈতন‍্যদেব, রতি-মতি-তারে সেব,প্রেমকল্পতরুদাতা"।* *এখানে মহাপ্রভুর "শ্রীকৃষ্ণচৈতন‍্যদেব"নামটি উল্লেখ করবার কারণ এই যে, "কৃষ্ণ জানাইয়া যেহ জগত কৈল ধন‍্য।অতএব নাম হৈল শ্রীকৃষ্ণচৈতন‍্য।।* *যদিও শ্রীব‍্যাস,শুকদেব,নারদাদি ও ভক্তিপথের আচার্য‍্যগণ শ্রীকৃষ্ণকে জানিয়েছেন বটে, কিন্তু ল্রীমন্মহাপ্রভু ছাড়া কেহই "শ্রীকৃষ্ণচৈতন‍্য" নহেন।* *কারণ অন‍্যান‍্য আচার্য‍্যগণ শ্রীকৃষ্ণকে জানালেও ভজন-সাধনের দ্বারা প্রেমলাভ হলেও সেই জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয়েছে, কিন্তু শ্রীমন্মহাপ্রভুকে দর্শন করে বিনা সাধনেই তৎক্ষণাৎ প্রেমলাভ করে দর্শকমাত্রেই জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয়েছে।যেহেতু তিনি "দেব" তাঁর অঙ্গে বিরাজ করছে, শ্রীরাধার দিব‍্যকান্তি (দিব্=জ‍্যোতি)।* *শ্রীকৃষ্ণচৈতন‍্যদেবের চরণে রতি মতি রেখে তাঁর সেবা বা ভজন করতে হবে,নচেৎ ব্রজভাব পাওয়া অতীব দুস্কর। "রতি-মতি-তারে সেব"।* *গৌড়ীয়বৈষ্ণবসম্ম্রদায় নবদ্বীপে সপার্ষদ শ্রীমন্মহাপ্রভু এবং ব্রজে সসখী শ্রীশীরাধামাধব যুগপৎ (একই সময়ের) উপাস‍্য।শ্রীকবিকর্ণপুরের শ্রীচৈতন‍্যচন্দ্রোদয় নাটকের শেষে শ্রীমন্মহাপ্রভুর স্বতঃ প্রবৃত্ত হয়ে শ্রীঅদ্বৈতাচার্য‍্যকে বরদান প্রসঙ্গে বলেছিলেন=*
*বৃন্দারণ‍্যান্তরস্থঃ সরসবিলসিতে নাত্মানাত্মনমুচ্চরানন্দস‍্যন্দবন্দীকৃতমনসমুরীকৃত‍্য নিত‍্যপ্রমোদঃ।*
*বৃন্দারণৈকনিষ্ঠান্ স্বরুচিসমতনুন্ কারয়িষ‍্যামি যুষ্মানিত‍্যেবাস্তেহবশিষ্টং কিমপি মম মহৎকর্ম-তচ্চাতনিষ‍্যে।।*
*হে আচার্য‍্য!আমি বৃন্দাবনে বাস করে অতি সরসবিলাসে উন্নত আনন্দরসে নিজেকে নিবদ্ধ রেখে মনকে নিত‍্য প্রমোদে মগ্ন করে এবং বৃন্দাবননিষ্ঠ তোমাদেরকে স্বীয় রুচি অনুরূপ দেহ ধারণ করাইয়ে ব্রজমধুররসের আস্বাদন করাব।* *এই মহৎ কাজটি আমার বাকী আছে, তা পরিপূর্ণ করব। শ্রীমন্মমহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত-বিগ্রহ, শ্রীবৃন্দাবনে শ্রীরাধাকৃষ্ণরূপে তিনি নিত‍্য মধুর বিলাসে মগ্ন হবেন এবং নবদ্বীপলীলার পার্ষদগণকেও তাঁদের চিন্তনীয় রাধাদাসীরূপে ব্রজনিকুঞ্জে সেই মধুররসের আস্বাদন দান করবেন।এটিই মহাপ্রভুর শেষ কাজ।মহাপ্রভুর কথা শুনে অদ্বৈতাচার্য‍্য বললেন।*
     *ক্রমশ*

*নিজেচ্ছয়া প্রাপয় যদ‍্যদেব স্থলান্তরং নো বপুরন্তরং বা।*
*তবৈতদাশ্চর্য‍্যচরিত্রমেব জাতিস্মরা এব চিরং স্মরামঃ।।*
*🌻"অর্থ‍্যাৎ হে প্রভো!তুমি স্বেচ্ছায় আমাদের স্থলান্তর বা দেহান্তর দান কর, কিন্তু আমরা যেন জাতিস্মর হয়ে তোমার এই অতি আশ্চর্য‍্য গৌর-চরিত চিরকাল স্মরণ করি।"* *ঠাকুরমহাশয়ও বলেছেন, "মনোবাঞ্জা সিদ্ধি তবে হঙ পূর্ণতৃষ্ণ। হেথায় চৈতন‍্য মিলে সেথা রাধাকৃষ্ণ।।*
                 *(প্রার্থনা=৪৩)*
*শ্রীকৃষ্ণচৈতন‍্যদেব "প্রেমকল্পতরুদাতা" শ্রীমন্মহাপ্রভু স্বয়ং প্রেমকল্পতরু এবং স্বীয়(নিজ) অচিন্ত‍্যশক্তিতে সেই প্রেমকল্পতরুর মালী বা উহার ফলের দাতাও,*
*"নিজাচিন্ত‍্যশক্ত‍্যে মালী হৈয়া স্কন্ধ হয় "।* *(চৈঃচঃ)*
*(প্রেমফলের দান সম্বন্ধে লিখিত আছে।)*
*উড়ুম্বর-বৃক্ষ যৈছে ফলে সর্ব-অঙ্গে।*
*এইমত ভক্তিবৃক্ষে সর্বত্র ফল লাগে।।*
*মূলস্কন্ধর শাখা উপশাখাগণে।*
*লাগিল যে প্রেমফল অমৃতকে জিনে।।*
*পাকিল যে প্রেমফল অমৃত-মধুর।*
*বিলায় চৈতন‍্যমালী নাহি লয় মূল*।।
*ত্রিজগতে আছে যত ধন-রত্ন মণি*।
*এক ফলের মূল‍্য-করি তাহা নাহি গণি।।*
*মাগে বা না মাগে কেহ পাত্র বা অপাত্র।*
*ইহার বিচার নাহি জানে দিব মাত্র।।*
*অঞ্জলি অঞ্জলি ভরি ফেলে চতুর্দিশে।*
*দরিদ্রে কুড়াঞা খায় মালাকার হাসে।।*
         *(চৈঃচঃ আদি ৯ ম পরিচ্ছেদ)*
*কেবল তাহাই নহে শ্রীমন্নিত‍্যানন্দপ্রভু,শ্রীঅদ্বৈতপ্রভু প্রভৃতি স্কন্ধ এবং বিশ্বব‍্যাপী শাখা,উপশাখাগণেও চৈতন‍্য মালাকার আজ্ঞা করলেন=*
*একলা মালাকার আমি কাঁহা কাঁহা যাব।*
*একলা বা কত ফল পাড়িয়া বিলাব।।*
*একলা উঠাঞা দিতে হয় পরিশ্রম*।
*কেহ পায় কেহ না পায় রহে মনে ভ্রম।।*
*অতএব আমি আজ্ঞা দিল সবাকারে।*
*যাঁহা যাঁহা প্রেমফল দেহ যারে তারে।।*
*🌻অতি অদ্ভুত বদান‍্য প্রেমকল্পতরু এবং প্রেমফল দাতা শ্রীকৃষ্ণচৈতন‍্য ব্রজের মাধুর্য‍্যময় মধুরপ্রেম বা শ্রীরাধাদাস‍্যরূপ মঞ্জরীভাবের প্রেমই এইভাবে সারাবিশ্বে পাত্রাপাত্র নির্বিশেষে বিনা সাধনায় দান করলেন।সুতরাং তাঁর ভজন ছাড়া কেহই সেই ব্রজ-প্রেমমাধুরী আস্বাদনে সমর্থ হন না।* 
*শ্রীকবিরাজ গোস্বামীপাদ লিখেছেন,*
*অদ্ভুত নিগূঢ় প্রেমের মাধুর্য‍্য-মহিমা।*
*আপনি আস্বাদি প্রভু দেখাইল সীমা।।*
*অদ্ভুত দয়ালু চৈতন‍্য,অদ্ভুত বদান‍্য*।
*ঐছে দয়ালু দাতা লোকে নাহি শুনে অন‍্য।।*
*সর্বভাবে ভজ লোক! চৈতন‍্যচরণ*
*যাহা হৈতে পাবে কৃষ্ণপ্রেমধন।।*
*🌻অতঃপর বললেন,"ব্রজরাজ-নন্দন,রাধিকার প্রাণধন,অপরূপ এইসব কথা"। অর্থ‍্যাৎ শ্রীব্রজেন্দ্রনন্দন শ্রীরাধার প্রাণনাথ শ্রীকৃষ্ণই যে শ্রীগৌরাঙ্গরূপে অবতীর্ণ হয়ে ভক্তভাবে স্বয়ং ব্রজপ্রেমমাধুরী আস্বাদন করে বিশ্বে পদান করেছেন,এইসব কথা অতি অপরূপ= অর্থ‍্যাৎ অতি অদ্ভুত বা বিস্ময়জনক। শ্রীচৈতন‍্যচরিতামৃতে লিখিত আছে =*
*"তেঁহো শ‍্যাম বংশীমুখ গোপবিলাসী।*
*ইহোঁ গৌর-- কভু দ্বিজ কভু ত সন্ন‍্যাসী।।*
*অতএব আপনে প্রভু গোপীভাব ধরি।*
*ব্রজেন্দনন্দন কহে-- "প্রাণনাথ" করি।।*
*সেই কৃষ্ণ সেই গোপী -- পরম বিরোধ।*
*অচিন্ত‍্যচরিত্র প্রভুর-- অতি সুদুর্বোধ।।*
*ইথে তর্ক করি কেহো না কর সংশয়।*
*কৃষ্ণের অচিন্ত‍্যশক্তি এইমত হয়।।*
*অচিন্ত‍্য অদ্ভুত কৃষ্ণচৈতন‍্য বিহার।*
*চিত্র ভাব,চিত্র গুণ,চিত্র ব‍্যবহার।।*
*🙏বানান,ভুল ভ্রান্তি মার্জনীয়।🙏*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html