🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

জীবাত্মা ও পরমাত্মা 🙏 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 🔀 http://mrinmoynandy.blogspot.com/2023/02/blog-post_1.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
                   ꧁ জীবাত্মা ও পরমাত্মা 
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
  ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
প্রথমেতে ছিল পিতার মস্তক উপরে। 
যাগেযোগে জন্ম নিল জননী জঠরে ৷।
প্ৰথমেতে জল অগ্নি বায়ুর সঞ্চার। 
দিবারাত্র ভ্রমে কেবল সকল অন্ধকার ৷।
দুই দিনেতে কুসুম প্রায় হয়ে গেল জল। 
তিন দিনেতে সেই জলেতে ফলেছে এক ফল৷।
চক্রাকারের মত ঘুরে সেই জলেতে পড়ে। 
হরিপদ স্মরণ করে ধমকেতে পড়ে৷৷ 
এক দুই তিন করে চার মাস কেটে গেল। 
পাঁচ মাসেতে যে সময়ে প্রাণ সঞ্চারিল ৷।
ভ্রূণরূপে গর্ভে জীব করে সঞ্চরণ। 
পঞ্চম মাসেতে তবে দেহ পুষ্ট হন ৷।
ষষ্ঠ মাস হতে হয় কষ্ট ও যাতনা। 
জীব শক্তি থাকে কিন্তু না থাকে চেতনা ॥ 
পরমগুরু পরমাত্মা সপ্তমাস কালে। 
চৈতন্য হয় জীব গৰ্ভস্থ মণ্ডলে৷।
চেতন পাইয়া জীব করে দরশন। 
সম্মুখে মোহন মূর্তি দেব নারায়ণ ৷৷ 
আত্মজ্ঞান পেয়ে জীব সে সময় হতে। 
সুখে বাস করে জীব কৃষ্ণ নামে মেতে৷৷ 
শ্রীহরিরে হেরি জীব স্তব স্তুতি করে। 
পূর্বজন্ম কথা সব যায় মনে পড়ে ৷৷ 
জীবগণ বলে জম্বুদ্বীপে নাহি যাব। 
পুনরায় গিয়ে সেথা কত কষ্ট পাব৷।
কষ্ট পেতে যাওয়া শুধু জম্বুদ্বীপেতে। 
বরঞ্চ হেরিব কৃষ্ণ থাকিয়া গর্ভেতে৷৷
এতদিন থাকি গর্ভে কত কষ্ট পাই। 
সকল যন্ত্রণা ভুলি হেরি তব তাই ৷।
আশিলক্ষ বার যোনি ভ্রমিতে ভ্রমিতে। 
সদাই ভুলিয়া যাই জন্মি ধরণীতে৷।
অসংখ্য ভাগ্যের ফলে পেয়েছি তোমায়। 
আর তোমা তেয়াগিতে মন নাহি চায় ৷।
জম্বুদ্বীপে গেলে জীব মায়া ঘেরে মজে। 
মায়ামোহে বদ্ধ হয়ে আঁধারে বিরাজে৷।
যাইলে জম্বুদ্বীপে পরে অজ্ঞানী হইব। 
তোমা হেন মহাজনে ক্ষণেকে ভুলিব ৷।
জন্মাইলে জম্বুদ্বীপে ত্রিতাপ যাতনা।
আর নাহি চাই কষ্ট সহ বিড়ম্বনা ৷।
এই গৰ্ভস্থলে তোমা করি দরশন। 
সার্থক করিয়া পাব জনম জীবন ৷।
জীবাত্মা বাক্য শুনি পরমাত্মা কন। 
দুঃখের কারণ গর্ভবাস চিরন্তন।।
ভ্রূণরূপী জীব আর গর্ভধারী মাতা। 
বিনষ্ট হইবে দোঁহে নাহি অন্য কথা ॥ 
নিজ স্বার্থে মাতৃহত্যাকারী পাপী হবে। 
মহাপাপে দুষ্ট হয়ে নরকেতে যাবে।।
জীবাত্মা বলে জম্বুদ্বীপে নাহি যাব।
পুনঃ জন্ম পুনঃ মৃত্যু পাপাচারী হব ৷।
পরমাত্মা বলে তবে সাধুবেশে আমি।
জম্বুতে রহিব আমি সত্য কহি বাণী ॥ 
অচলা ভক্তি লয়ে যেবা সদা রয়। 
সর্বদা রক্ষিতে তারে হইব সদয় ৷৷ 
জীবাত্মা যদি চিনে গুরু বলে মোরে। 
কোন বাধা থাকিবে না। তাহার উদ্ধারে ৷৷ 
ধ্যান পূজা আদি যত অনুষ্ঠেয় কর্ম। 
ভক্তিতে সাধন করা এই জৈবধর্ম।। 
পরমাত্মা হতে জীব হেন আজ্ঞা পেয়ে। 
প্রতিজ্ঞা করিয়া জন্ম লয় জম্বু গিয়ে৷।
যবে জন্ম নিতে জীব স্বীকারোক্তি দেয়। 
সেইকালে পরমাত্মা অন্তর্হিত হয় ৷৷ 
মহানন্দ মনে জীব গর্ভবাসে রয়। 
মহামন্ত্র জপ জীব সর্বদা করয় ৷।
দশ মাস দশ দিন গর্ভবাস কালে।
প্রসবের কাল আসে দিন পূর্ণ হলে৷।
জম্বুদ্বীপে আসি জীব লভিলে জনম। 
আনন্দে মাতিয়া তবে ওঠে নিজ জন৷।
ভুলি মহামন্ত্র শিশু কাঁদে অনিবার। 
কেন শিশু কাঁদে কেহ নাহি বুঝে আর ৷।
ক্রন্দন থামাতে মাতা মুখে দেয় স্তন। 
মাতৃদুগ্ধ পেয়ে শিশু স্তব্ধ কিছুক্ষণ৷৷ 
বয়স বাড়য়ে যত আচ্ছন্ন মায়ায়। 
মিথ্যা মায়ামোহ কর্মে জড়াইয়া রয় ৷।
কাল কাটে ক্রমে ক্রমে ঐহিক বিলাসে। 
গুরুপদ ধ্যান মন্ত্র ভোলে অনায়াসে ৷।
বদ্ধ ও মুক্ত জীব দুইটি প্রকার। 
সে কারণে শাস্ত্র বাক্য আছে উপহার ৷।
আত্মার কল্যাণ তরে যে করে ভজন। 
সেই জন মুক্ত জীব শাস্ত্রের বচন ৷।
সংসারে আসক্ত জীব অজ্ঞানান্ধকারে। 
বদ্ধ জীব শাস্ত্রবাক্য বলেন তাহারে ॥ 
কামনা রহিত হয়ে যে বা কর্ম করে। 
ঈশ্বর কৃপায় সেই ভবার্ণব তরে॥ 
মায়ামোহ বদ্ধ জীব সংসার মায়ায়। 
দুঃখ কষ্ট ভোগ করে করে হায় হায়।।
এসব হেরিয়া সবে সৎ কর্ম কর। 
সত্য পুণ্য করি সবে পাপ হতে তর৷।
বলেন শ্রীকবি তবে হইয়া বিনীত। 
শ্রীকৃষ্ণ ভবনে আছে আনন্দ প্ৰভূত।।
🙏 শ্রীশ্রীকৃষ্ণ তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরী 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html