🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

নৃসিংহ দেবের আবির্ভাব তিথি 🌼 বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী তিথি ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/nrisingho.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
            ꧁ নৃসিংহ দেবের আবির্ভাব তিথি ꧂
         ꧁ বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী তিথি ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ DeepBagui.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই ꧂
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
#বৈশাখ_মাসের_শুক্লা_চতুর্দশী_তিথি:
#নৃসিংহ_দেবের_আবির্ভাব_তিথি :
বিশেষ শ্রদ্ধার্ঘ্য
#নৃসিংহানন্দ_ব্রহ্মচারীর_নৃসিংহরূপে_গৌর_আরাধনা:

নৃসিংহানন্দ ব্রহ্মচারীর পূর্ব নাম ছিল প্রদ্যুম্ন। নৃসিংহদেবে তাঁর প্রগাঢ় ভালোবাসার জন্য মহাপ্রভুই তাঁর নাম রাখেন নৃসিংহানন্দ।
*#প্রদ্যুম্ন_ব্রহ্মচারী_তাঁর_আগে_নাম_ছিল*।
*#নৃসিংহানন্দ_নাম_প্রভু_পাছে_ত_রাখিল*।।
শিবানন্দ সেনের ভাগ্নার নাম শ্রীকান্ত সেন।একবার অতি উৎকন্ঠাতে শ্রীকান্ত একাই পুরীতে গেল মহাপ্রভুর কাছে।মহাপ্রভুও খুশিমনে শ্রীকান্ত কে দুইমাস নিজের কাছে যত্ন করে রাখলেন।ফেরার সময় শ্রীকান্ত কে মহাপ্রভু বললেন,"এবছর পুরীতে যেন কেউ না আসে।পৌষমাস নাগাদ আমি নিজেই যাব গৌড়বঙ্গে। সেখানে সবার সাথে আমি দেখা করব।" মহাপ্রভুর এই বার্তা শ্রীকান্ত সবাইকে পৌছে দিলেন ।কিন্তু পৌষমাস প্রায় শেষ হতে চলল তখনও মহাপ্রভু এলেন না। এদিকে শিবানন্দ সেন,জগদানন্দ পণ্ডিত সহ সবাই দুঃখে কাতর।প্রভু আসবেন বলেও এলেন না। এমন সময়ে নৃসিংহানন্দের সাথে জগদানন্দ এবং শিবানন্দের দেখা হল। সমস্ত ঘটনা নৃসিংহানন্দ শুনলেন।সব শুনে নৃসিংহানন্দ বললেন,"আজ থেকে তিনদিনের মধ্যে আমি মহাপ্রভু কে নিয়ে আসব"।নৃসিংহানন্দের গৌরপ্রীতি জেনে শিবানন্দ জগদানন্দ সবাই তৃতীয় দিনের জন্য অপেক্ষা করতে লাগলেন।
   তৃতীয় দিনে নৃসিংহানন্দ শিবানন্দ কে রান্নার আয়োজন করতে বললেন ।। শিবানন্দ যথাবিধি আয়োজন করলিন।সকাল থেকেই ভোগের জোগাড় হতে লাগল।সূপ ,ব্যঞ্জন, পিঠাসহ নানাবিধ ভোগের প্রস্তুতি চলল।ভোগ রান্না হলে নৃসিংহানন্দ সমস্ত ভোগ তিনটি পারসে যত্নে পরিবেশন করলেন।একপারস জগন্নাথের, একপারস মহাপ্রভুর, এবং একপারস নিজ ইষ্টদেব নৃসিংহদেবের জন্য ।
*#জগন্নাথের_ভিন্ন_ভোগ_পৃথক_বাড়িলা*।
*#চৈতন্য_প্রভুর_লাগি_আর_ভোগ_কৈলা*।।
*#ইষ্টদেব_নৃসিংহ_লাগি_পৃথক_বাড়িলা*।
*#তিনজনে_সমর্পিয়া_বাহিরে_ধ্যান_কৈলা*।।
ভোগ নিবেদন করে নৃসিংহানন্দ যখন বাইরে ধ্যান করছেন তখন ধ্যানানন্দে উনি দেখতে টেলেন যে মহাপ্রভু একাই তিন পারসের ভোগ গ্রহণ করলেন।
*#দেখে_শীঘ্র_আসি_বসিলা_চৈতন্য_গোসাঞি*।
*#তিন_ভোগ_খাইলা_কিছু_অবশিষ্ট_নাই*।।(৬২)
ধ্যানে এই দৃশ্য দেখে নৃসিংহানন্দের চোখে আনন্দাশ্রু বইতে লাগল।প্রেমে পাগল নৃসিংহানন্দ ধ্যানেই মহাপ্রভু কে বললেন,"জগন্নাথ আর তুমি এক ও অভিন্ন ।জগন্নাথের পারস তুমি নিতেই পারো।কিন্তু আমার ইষ্ট নৃসিংহদেবের পারস তুমি পেলে কেন? নৃসিংহদেব তো উপবাসী রয়ে গেলেন।
*#জগন্নাথে_তোমায়_ঐক্য_খাও_তাঁর_ভোগ*।
*#নৃসিংহের_ভোগ_কেন_করো_উপযোগ*?
আসলে নৃসিংহানন্দ ব্রহ্মচারী তাঁর ইষ্ট নৃসিংহদেব আর মহাপ্রভুর মধ্যে অভিন্নত্ব দেখতে চেয়েছিলেন।ভক্তাধীন গৌরহরি ভক্তবাঞ্ছা পূরণ করতে নৃসিংহানন্দ কে ধ্যাননেত্রে এই লীলা দেখালেন।এতে নৃসিংহানন্দ বুঝতে পারলেন যে মহাপ্রভু আর নৃসিংহদেব অভিন্ন।
*#স্বয়ং_ভগবান_কৃষ্ণচৈতন্য_গোসাঞি*।
*#জগন্নাথ_নৃসিংহ_সহ_কিছু_ভেদ_নেই*।।
*#ইহা_জানিবারে_প্রদ্যুম্নের_গূঢ়_হৈল_মন*।
*#তাহা_দেখাইলা_প্রভু_করিয়া_ভোজন*।।

ধ্যানান্তে নৃসিংহানন্দ শিবানন্দ কে সমস্ত কিছু বর্ণনা করলেন।এবং উল্লসিত হৃদয়ে বাহ্যে দুঃখাভাস করে বললেন,"দেখো শিবানন্দ,তিনপারসের ভোগ মহাপ্রভু একাই পেয়ে নিলেন।নৃসিংহদেব উপবাসী রইলেন। আবার রান্না করো।নৃসিংহদেবের আলাদা ভোগ দেব।"
এরপরের বছর যখন রথযাত্রার সময় শিবানন্দ সেন পুরীতে এলেন।তখন মহাপ্রভু বললেন,"গতবছর পৌষমাসে নৃসিংহানন্দ এত সুন্দর প্রসাদের আয়োজন করেছিল যে ঐরকম প্রসাদ আমি আর কখনো পাইনি।"
*#একদিন_সভাতে_প্রভু_বাত_চালাইলা*।
*#নৃসিংহানন্দের_গুণ_কহিতে_লাগিলা*।।
*#গতবর্ষ_পৌষে_মোরে_করাইলা_ভোজন*।
*#কভু_নাহি_খাই_ঐছে_মিষ্টান্ন_ব্যঞ্জন*।।
এইভাবে মহাপ্রভু নিজের সাথে নৃসিংহদেবের অভিন্নত্ব প্রতিপাদন করেছিলেন ভক্তের ধ্যানচক্ষুতে।সন্ন্যাস পূর্ববর্তী সময়ে প্রভু শ্রীবাস পণ্ডিতকে নৃসিংহ রূপ দেখিয়েছেন এবং সন্ন্যাস পরবর্তী তে নৃসিংহানন্দ ব্রহ্মচারী কে দর্শন করিয়েছিলেন।

*জয় নিতাই!*
✧═══════════•❁❀❁•═══════════✧      
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি,  উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html