🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

ষোল নাম বত্রিশ অক্ষর সংযুক্ত মহানামের ব‍্যাখ‍্যা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/mohamantro.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ষোল নাম বত্রিশ অক্ষর সংযুক্ত মহানামের ব‍্যাখ‍্যা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/mohamantro.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏ষোল নাম বত্রিশ অক্ষর সংযুক্ত মহানামের ব‍্যাখ‍্যা।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🍀আমরা এই যে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করি ইহার উৎপত্তি কিভাবে হয়েছিল তা পরম ভাগবদ্ শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় (স্বয়ং শ্রীমতী রাধারাণী শ্রীপাদ চক্রবর্তীকে "হরিবল্লভ" নাম দিয়েছিলেন, পদাবলীতে যে হরিবল্লভ নামক পদকর্তার নাম পাই) তিনি সুন্দর ভাবে ব‍্যাখ‍্যা করেছেন,যথা----*
*🌷গোবিন্দ মোহিনী রাধা ভানুর নন্দিনী।*
*🌷গোবিন্দ বিরহে অতি হয়ে উন্মাদিনী।।*
*🌷কামনা কুঞ্জেতে বসি এক মন করি।*
*🌷গোবিন্দ লাগিয়া সদা বলে হরি হরি।।*
*🌷মুখে হরি,হৃদে হরি, নিকুঞ্জেতে হরি।*
*🌷সর্বস্থান হরিময় দেখেন সুন্দরী।।*
*🌷হে সখে গোবিন্দ কোথা করিলে গমন।*
*🌷তোমার বিরহে আর না রহে জীবন।।*
*🌷কি দোষ পাইয়ে কৃষ্ণ অঙ্কিনী রাধায়।*
*🌷এ বিপিনে পরিহরি গেলে শ‍্যাম রায়।।*
*🌷হা নাথ, হরি হরি, এসোদয়া করি।*
*🌷নতুবা এখনি মরে তব সহচরী।।*
*🌷এইমত খেদ করি রাধিকা সুন্দরী।*
*🌷গোবিন্দ লাভের তরে মহা চিন্তা করি।।*
*🌷অবশেষে শ্রীরাধিকা করেন নিশ্চয়।*
*🌷কৃষ্ণ প্রাপ্তি উপায় হরিনাম জপে হয়।।*
*🌷অতএব দৃঢ়রূপে শ্রীরাস রঙ্গিণী।*
*🌷তথা হরিনাম জপে হয়ে উন্মাদিনী।।*
*🌷হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।*
*🌷হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।*
*🌻অর্থ‍্যাৎ এই মহামন্ত্র ইহা রাধারাণীর রাসলীলার পর কৃষ্ণবিরহ ব‍্যথার প্রকাশ ছাড়া আর কিছুই নয়।এই ষোলনাম বত্রিশ অক্ষরের বিভিন্ন ব‍্যাখ‍্যাও শ্রীপাদ চক্রবর্তী করেছেন যা রাধারাণীর মনের কথা ----*
*🙏যথা=হরে | কৃষ্ণ | হরে--কৃষ্ণ,*
*🌷হরে=হে নন্দনন্দন তুমি স্বমাধুর্য‍্য গুণে আমার মনপ্রাণ সব হরণ (অর্থ‍্যাৎ চুরি করেছ)।*
*🌷কৃষ্ণ=হে যশোদানন্দন তুমি নিকুঞ্জ বিহারী এবং অখন্ড আনন্দ দাতা এজন‍্য তোমাকে শ্রীকৃষ্ণ বলে জানি।*
*🌷হরে=হে গোপীকা রঞ্জন শ্রীকৃষ্ণ তুমি নারীর লজ্জা ভয় সঙ্কোচ সব হরণ করেছ।*
*🌷কৃষ্ণ=হে মানসরঞ্জন শ্রীকৃষ্ণ তোমার অদর্শনে আমি সবসময়ই কাঁদি।তুমি আমাকে ঘর হতে আকর্ষণ করে বৃন্দাবন কুঞ্জে আনয়ন করেছ এবং এই আকর্ষণ বলেই তোমার আরেক নাম কৃষ্ণ।*
*🌷কৃষ্ণ|কৃষ্ণ|হরে|হরে ঃ----*
*🌷কৃষ্ণ=এখানে রাধিকা বিলাপের সুরে বলছেন হে কৃষ্ণ! তুমি আমার দেহকেই শুধু আকর্ষণ করো নাই। আমার মনপ্রাণ সব আকর্ষণ করে এই নিকুঞ্জে এনে বংশীনাদে বিমোহিত করে কেন পরিত‍্যাগ করলে?*
*🌷কৃষ্ণ=হে কৃষ্ণ!কত সুখে তুমি আমাকে আকর্ষণ করে তোমার অঙ্কে বা কোলে স্থান দিয়েছিলে আর এখন বিরহানলে আমি দগ্ধ হয়ে মরছি।যে তোমাকে একবার ভালবেসেছে সে কি কখনও তোমার বিরহ সইতে পারে?*
*🌷হরে=হে পরাণ-রঞ্জন!শ্রীকৃষ্ণ তুমি আমাকে পঞ্চপুষ্পরূপ শরে বিদ্ধ করেছ এবং তীর বিদ্ধ করে নিকুঞ্জ মাঝে ফেলে সর্বস্ব হরণ করে পলায়ন করেছ।উপমাচ্ছলে শ্রীরাধিকা বলছেন যে ব‍্যাধ তো হরিণীকে তীর বিদ্ধ করে সঙ্গে নিয়ে যাই, কিন্তু হে কৃষ্ণ ব‍্যাধ! তুমি আমাকে মেরেও ফেললে এবং পরিত‍্যাগও করলে।এ তোমার কি ধর্ম!*
*🌷হরে=হে ব্রজেন্দ্রনন্দন! তুমি আমার দেহ মন প্রাণ হরণ ছাড়াও সিংহ বিক্রমে আমার দেহের উত্তরীয় বস্ত্র পর্যন্ত হরণ করেছ। অর্থ‍্যাৎ আমার সর্বস্ব হরণ করে এ তোমার কি আনন্দ!*
        *🙏🙏ক্রমাগত🙏🙏*


 *হরে | রাম | হরে |রাম----*
*🌷হরে=হে যশোদানন্দন! তুমি যে শুধু আমার বহিরাবরণ উত্তরীয় হরণ করেছ তাহাই নয়, আমার অন্তরীয় বস্ত্রও তুমি হরণ করেছ। আমি আমার যথাসর্বস্ব তোমায় দিয়েছিলাম কিন্তু তুমি কি নিষ্ঠুর যে এভাবে আমাকে তাপ দিচ্ছ!*
*🌷রাম=এখানে রাধারাণী একবার কৃষ্ণ একবার রাম বলে সম্বোধন করছেন এবং আক্ষেপের সহিত বলছেন যে হে নাথ----*
*🌷রাসরঙ্গ কালে মোর বাড়াইতে মান।*
*🌷সবা মধ্যে মোরে লৈয়া হলে অন্তর্দ্ধান।।*
*🌷তোমার ধৃষ্টতা কৃষ্ণ বার বার জানি।*
*🌷তথাপি মাধুর্য‍্য গুণে কিছুই নাহি মানি।।*
*🌷বিধি কৃষ্ণ, তুমি ধ্বংস কর, সবাকার কাম।*
*🌷এ কারণ বলি নাথ তব রাম নাম।।*

*🌻হরে=হে জীবনরঞ্জন শ্রীকৃষ্ণ! তুমি তোমার স্বমাধুর্য‍্য দ্বারা আমার মানস রতন হরণ করেছ।এমন কি তুমি আমাকে তোমার বংশীভুক্ত অধরামৃতও কৃপা করে দান করেছ অর্থ‍্যাৎ--*
*🌷বহু মতে হরিলে হে মানস রাধার।*
*🌷অতএব জানি হরে নামের প্রচার।।*

*🌻হরে=এ স্থলেও রাধারাণী আবেগে দুঃখে একবার রাম একবার শ্রীমধুসূদন একবার শ্রেষ্ঠ পুরুষ ভূষণ এই বলে সম্বোধন করে বলেছেন যে তুমি সবসময় সদা সর্বদা আমার চিত্তে রমণ করছ, কিন্তু তবুও কেন তোমার দরশন পাই না এবং মনের আবেগে খেদ করে বলেছেন যে--*
*🌷ওহে প্রেষ্ট নানামতে রমিলে আমায়।*
*🌷এ কারণ কৃষ্ণ তব হরি নাম হয়।।*
*🌷কি পুরুষ কিবা নারী যে তোমায় ভজে।*
*🌷সবাই পাইয়া সুখ তব প্রেমে মজে।।*

*🌻রাম || রাম || হরে || হরে---*
*🌹হরে=এখানে মহাভাবস্বরূপিনী রাধা ঠাকুরাণী বিলাপের সুরে বলছেন যে হে কৃষ্ণ, তোমার গুণে ভুলে রাজার নন্দিনী এখন কাঙালিনীর ন‍্যায় একাকী কুঞ্জে বসে কাঁদছে। তিনি চেষ্টা করছেন যে শ্রীকৃষ্ণচন্দ্রকে একেবারে ভুলে যেতে কিন্তু তা পারছেন না এবং বলছেন যে--*
*🌷হে রাম,হে রাম হরে পরাণ পুতলী।*
*🌷দেখে শুনে মনে হয় একেবারে ভুলি।।*
*🌹রাম= হে রাম! প্রথমে তোমার ভাবে ভাবিনী হলাম তারপরে তোমার বর্ণ দেখে উন্মাদিনী হলাম অতঃপর তোমার সনিষ্কাম প্রেম করিলাম, সর্বশেষে তোমার শ্রীচরণে আত্মসমর্পণ করলাম এবং তার ফলে একেবারে অচেতন হলাম সেজন‍্য খেদোক্তি করে বলছেন যে--*
*🌷হে রাম হে রাম কৃষ্ণ গোপীকা বল্লভ।*
*🌷তুমি যে হয়েছ নাথ জগৎ দুর্লভ।।*

*🌹হরে=এ স্থলে বলছেন যে হে রাখালরাজ তুমি কেন আমাকে হরণ করে বৃন্দাবন মাঝে আনিলে?কত আনন্দ সহকারে তুমি আমাকে হরণ করে আনিলে এবং অবশেষে অচেতন মৃগীর মত পরিত‍্যাগ করে কি আনন্দ পেলে? এই পৃথিবীতে যে হরিনাম করে তার সর্বস্ব যেন ছারখার হয়ে যায় আমার মত।*
*🌹হরে=সর্বশেষে রাইধনি মনের দুঃখে বলছেন যে, হে রাসবিহারী শ‍্যামসুন্দর! হে কৃষ্ণ!হে গোবিন্দ!হে গোপীনাথ! তুমি কেন আমাকে সিংহসম বলে হরণ করে এনে আমার সর্বস্ব চুরি করে এই লতাকুঞ্জ মাঝে আমায় বর্জন করলে? হে কৃষ্ণ!হে দয়িত! তোমার বিরহ যন্ত্রণা আর যে আমার সহ‍্য হয় না।প্রেমের বিচ্ছেদে যে ব‍্যাধি হয়, অ-রসিক শঠ্ কৃষ্ণ তা বুঝতে পারেন না।বিজন বিপিনে রাধারাণী অশেষ বিরহ জ্বালা সহ‍্য করছেন এবং বলছেন যে---*
*🌷ইহাতে জানিহ তুয়া "হরে" নাম সার।*
*🌷ওহে কৃষ্ণ প্রাণে কষ্ট সহে নাক আর।।*
*🌻এটিই হচ্ছে সংক্ষেপে এই ষোলনাম বত্রিশ অক্ষর হরিনামের ব‍্যাখ‍্যা।এই মূল মন্ত্র যা আমরা জপের মালার মাধ‍্যমে উচ্চারণ করি তার প্রত‍্যেকটি শব্দের মধ্যে রাধারাণীর কৃষ্ণ বিরহ যন্ত্রণা পরিস্ফুট হয়ে উঠেছে এবং এই মূলমন্ত্র স্বয়ং রাধারাণী কর্তৃক রচিত।*
*🙏শ্রীরাধাকৃষ্ণের এই যে প্রেম ইহা অপ্রাকৃত প্রেম।শ্রীরাধা হচ্ছেন শ্রীকৃষ্ণের হ্লাদিনীশক্তি এবং স্বামী বিবেকানন্দের ভাষায় মানুষ তার ইন্দ্রিয় দ্বারা, এই নিষ্কাম প্রেমের মাধুর্য‍্য আস্বাদন করতে পারবে না এবং এক কথায় ইহা অতীন্দ্রিয়।*
*🍀পরম ভাগবদ্ শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজের ভাষায় যে কামে আত্মসুখ বা ইন্দ্রিয় সুখ নিহিত আছে তাকে সাংসারিক অর্থে কাম বলা হয়, কিন্তু যে কাম আত্মসুখ বর্জিত তারই নাম প্রেম। সুতরাং এই ব‍্যাখ‍্যার মধ্যে যে প্রেমের অভিব‍্যক্তি নিহিত আছে, তা কেউ যেন বৈষয়িক দৃষ্টিভঙ্গিতে না দেখেন কারণ ইহা অতীন্দ্রিয় অর্থ‍্যাৎ ইন্দ্রিয়ের অতীত।*
*🌲পূজ‍্যপাদ পরম ভাগবদ্ বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় কর্তৃক ইহা বিরচিত সুতরাং এই নাম মাহাত্ম্য বিশ্লেষণের মধ্যে সন্দেহের কোন অবকাশ নেই। 🌻শ্রীরাধা কুন্ডের একটি সত‍্য ঘটনা, শ্রীরাধাকুন্ডে বসে শ্রীপাদ চক্রবর্তী ভজন সাধন করেন, একদিন শ্রীচৈতন‍্যচরিতামৃত গ্রন্থ পাঠ করছেন, পাঠ করতে করতে শ্রীকৃষ্ণের সাড়ে চব্বিশ চাঁদ অঙ্গে আছে, অধ‍্যয়ন করে যেন মনের কোণে কিঞ্চিৎ কেমন মনে হ'ল। তিনি মনে মনে ভাবলেন চব্বিশ বা পঁচিশ কেন হল না! অর্ধ মানে কি?বহু গ্রন্থ সন্ধান করলেন, কিন্তু সমাধান হল না।শেষ পর্যন্ত তিনি এই সিদ্ধান্তে পৌঁছলেন যে, আমি যখন এর সমাধান করতে পারলাম না, প্রাণ বিসর্জন দিব এই রাধাকুন্ডে। (কোন ভক্ত যদি আমাকে জিজ্ঞাসা করেন যে অর্ধ মানে কি, তখন আমি কি উত্তর দিব! আজ হতে দুইশ বৎসর পূর্বে এমনই সততা ছিল),তাই তিনি সন্ধ‍্যের পর প্রথম প্রহর কেটে গেল,দ্বিতীয় প্রহর কেটে গেল, তৃতীয় প্রহরে সামান্য তন্দ্রা ভাব এসেছে, এমন সময় পরম করুণাময়ী রাধারাণী রাধাকুন্ডে এসে, বলছেন, ভোঁ বিশ্বনাথ! ভোঁ বিশ্বনাথ! (ভোঁ শব্দে লুপ্তবুদ্ধি বা বিভ্রান্ত বুঝায়)বিশ্বনাথ শুনতে পেলেন না, তারপরে রাধারাণী "হরিবল্লভ" বলে যখন ডাক দিলেন, পরম ভক্ত চূড়ামণি শ্রীপাদ নয়ন খুলে দেখেন যে তাঁর আরাধ‍্য তাঁর সামনে দন্ডায়মান! উভয়ের মধ্যে অনেক কথার মাধ‍্যমে রাধারাণী বললেন, যার প্রতি তুমি কিঞ্চিৎ সন্দেহ প্রকাশ করেছ, সেই আমার সখী কস্তুরী মঞ্জরী, সে কোন ভুল লেখেননি। হরিবল্লভ! তোমার সঙ্কল্প দূরে ফেলে দিয়ে "বর্ণাগম ভাস্বত" নামক গ্রন্থে "অর্ধ" শব্দের ব‍্যাখ‍্যা আছে দেখে নিবে, বলিয়াই রাধারাণী অন্তর্দ্ধান হলেন।*
                  *ক্রমাগত*


*গ্রন্থ লেখক এই প্রসঙ্গে রাধারাণীর একটি উক্তির কিছু ব‍্যাখ‍্যা করার ইচ্ছা মনে জাগ্রত হয়েছে।রাধারানী এক জায়গায় বিরহের অর্ন্তজ্বালায় দগ্ধ হয়ে বলেছেন যে---*
*"এই পৃথিবীতে যে হরিনাম করে তার যেন সর্বস্ব ছারখার হয়ে যায় আমার মত"।*
*🍀ভক্তচরিত্র অনুশীলন করলে ইহা যে কত সত‍্য তা প্রতীয়মান হয়,যথা--*
*🌻স্ত্রী শুনিলে কমে যায় তার পতির প্রতি প্রেম,পতি শুনিলে নষ্ট হয় তার পত্নীর প্রতি আসক্তি, পুত্রের নষ্ট হয় পিতামাতার প্রতি সাংসারিক শ্রদ্ধা,পিতামাতার যায় সন্তানের প্রতি মমতা,কি যে মাদকতা আছে হরিনাম এবং কৃষ্ণ কথায় তা ভেবে কুল পাওয়া যায় না।যে শ্রবণ করবে বা অনুশীলন করবে তার সর্বনাশ হবেই হবে।*
*চিত্ত যাঁদের কোমল এবং স্নেহ পরায়ণ তারাও যদি শ্রীকৃষ্ণলীলার নাম,গুণ,রূপের কথা শুনেন তখনি দয়ামায়া হীন হয়ে পড়েন।অতি দীনদরিদ্র ব‍্যক্তিও মা,বাপ,ভাই,বন্ধু স্ত্রী পুত্র সকলকে হেলায় পরিত‍্যাগ করে যেতে পারেন এবং কিছুমাত্র কুন্ঠাবোধ করেন না।এই নির্দয়তা পূর্ণ মনোভাব একমাত্র শ্রীকৃষ্ণ কথা শ্রবণ এবং স্মরণ মননের মাধ‍্যমেই প্রসার লাভ করে। অর্থ‍্যাৎ এককথায় রাধারাণীর এই খেদোক্তি পরিপূর্ণ ভাবে সত‍্য।*


 *🙏🙏তত্ত্ব কথন🙏🙏*

*🌷যথা তরোর্মূল নিষেচনেন,*
*🌷তৃপ‍্যন্তি তৎ স্কন্ধ ভূজোহপশাখা।*
*🌷প্রাণোহপি আহারাৎ চ যথেন্দ্রিয়ানাং,*
*🌷তথৈব সর্বার্হনাম্ অচ‍্যুত তেজ‍্যা।।*
*🌻এখানে শ্রীমদ্ভাগবদ্ বলেছেন যে বৃক্ষের মূলে জলসেচন করিলে যেমন তার গুড়ি,কান্ড,শাখা,প্রশাখা প্রভৃতি সমস্তই পরিতৃপ্ত হয়ে থাকে এবং জীবদেহে খাদ‍্য আদি দ্রব‍্য গুলিকে প্রদান করিলে ইন্দ্রিয়গণ যেরকম পরিতৃপ্ত হয়,সেইরকম একমাত্র অচ‍্যুতের(শ্রীকৃষ্ণের) পূজাতেই যাবতীয় দেবগণের পূজা সিদ্ধ হয়ে থাকে অর্থ‍্যাৎ সমস্ত দেবগণ তাতে পরিতুষ্ট হন।*

*🌷আসামহো চরণরেণু জুষামহং স‍্যাং।*
*🌷বৃন্দাবনে কিমপি গুল্মলতা ঔষধীনাং।।*
*🌷যা দুস্তজ‍্যং স্বজনম্ আর্য‍্য পথঞ্চ হিত্বা।*
*🌷ভেজর্মুকুন্দ পদবীং শ্রতিভিঃ বিমৃগ‍্যাং।।*

*🌻পূর্বাভাষ=শ্রীকৃষ্ণের প্রিয় সখা উদ্ধব গোপীগণের মধ্যে কৃষ্ণ প্রেমের উৎকর্ষতা দর্শন করে অবাক বিস্ময় ভাবতে লাগলেন যে কি করে তাঁদের মর্য‍্যাদা দান করা যায়, কিন্তু প্রণাম তো তাঁরা করতে দিবেন না।সেজন‍্য তিনি মানসে ব্রজে গুল্মলতা হয়ে জন্ম নিবার বাসনা প্রকাশ করেন,যাতে পরজন্মে গোপীগণ যখন শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে উদভ্রান্তের ন‍্যায় ছুটে যাবেন তখন সেই গুল্মলতাদি তাঁরা অজানিত ভাবে পদদলিত করে যাবেন যার ফলে তিনি তাঁদের চরণরজস্পর্শ পেয়েধন‍্য হবেন।এজন‍্য ভাগবদ্ শ্রীউদ্ধবকে ভক্ত শ্রেষ্ঠ ও কৃষ্ণপ্রেষ্ট বলে মর্য‍্যাদা দিয়েছেন, কারণ গোপীগণকে এইরকম উচ্চ আসনে কেউ বসাতে পারেননি।এই শ্লোকটির মাধ‍্যমে উদ্ধবের সেই মনোবাসনা ব‍্যক্ত হয়েছে।*
                 *ক্রমাগত*


*🌼🌼🌼ব‍্যাখ‍্যা🌼🌼🌼*
  ☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*🍀অহো, বৃন্দাবনের যে গোপীগণ পতিপুত্র,স্বজন,ধর্মপথ, যা ত‍্যাগ করা অত‍্যন্ত কষ্টকর, কিন্তু তবুও যাঁরা তাদের ত‍্যাগ করে শ্রীকৃষ্ণচরণারবৃন্দে আশ্রয় নিয়েছেন,আমি কবে সেই গোপীপদরজ স্পর্শ পাওয়ার জন্য ব্রজে গুল্মলতাদি হয়ে জন্ম গ্রহণ করিব যাতে গোপীগণ তাঁদের অজ্ঞাতসারে তাঁকে চরণে দলিত করে যেতে পারেন।*
*🍀মন্তব‍্য=এ এক অদ্ভুত অপ্রাকৃত প্রার্থনা অনেকটা "বাসুদেব দত্তের" প্রার্থনার ন‍্যায় যা পূর্বে কেউ কখন করেননি।এখানে "গোপী" শব্দটির ভাবার্থ আমাদের জানা দরকার। "গো" অর্থে গোবিন্দ এবং "পী" অর্থে পান করা। অর্থ‍্যাৎ রসরাজ, রসময়, আনন্দময় গোবিন্দের সেই রস যাঁরা নিরন্তর বা সবসময় আস্বাদন করেন বা পান করেন তাঁরাই গোপী পদবাচ‍্য।অন‍্য ব‍্যাখ‍্যা হচ্ছে যাঁরা তাঁদের হৃদয়ে কৃষ্ণপ্রেমকে গুপ্তভাবে রাখেন তাঁরাই গোপী।*
*🌻গোপীদের অনেকে বহির্মুখীজন বা ব‍্যাভিচার দুষ্টা বলে দোষারোপ করেন, তার উত্তরে ভাগবদ্ বলেছেন যে ব‍্যাভিচার শব্দটির অর্থ হচ্ছে বিপরীত অভিমুখে বিচরণ। কিন্তু যেদিকে উপাস‍্যশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ আছেন তার বিপরীত দিকে যারা চলেন তারাই তো প্রকৃত ব‍্যাভিচারী। সেজন‍্য গোপীগণের উপর যারা ব‍্যাভিচারের দোষ অর্পণ করেন,তারা মহাপাতকী এবং তাঁরা অক্ষয় নরক ভোগ করবার উপযুক্ত।*
*🍀গোপীদের অন‍্য পতি আছেন বলে শোনা যায় কিন্তু ওটি যোগমায়া কল্পিথ, কারণ তা না হলে তাঁরা এই লীলায় কখনও এইরকম উচ্চাসনে অধিষ্ঠিত হতে পারতেন না।এই প্রসঙ্গে শ্রীপাদশুকদেব গোস্বামী গোপীদের উৎকর্ষতা প্রসঙ্গে বলেছিলেন যে রাসলীলার রাত্রিতে এক কৃষ্ণ বাহুবল্লব হয়ে প্রত‍্যেক গোপীদের সঙ্গে বিহার করেছিলেন যা একমাত্র শ্রীভগবানের পক্ষেই সম্ভব ছিল।হঠাৎ প্রেমের আবেগে কৃষ্ণচন্দ্র স্বতঃপ্রবৃত্ত হয়ে তাঁর ভূজদন্ড দ্বারা গোপীগণের কন্ঠ জড়িয়ে ধরলেন,কেন ধরলেন? তার কারণ বিশ্লেষণ করে গোস্বামীপাদ বলেছেন যে নিজের প্রেম-অপেক্ষা গোপীগণের প্রেমাধিক‍্য বশতঃ পাছে নিজে ভেসে যান এই আশঙ্কায়। (ভগবান যদি মনের মত ভক্ত পেয়ে যান তাহলে তিনি এমনটিই করেন)।এই সৌভাগ্য অনন্ত বিশ্বে আর কারও ভাগ‍্যে জুটে নাই।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html