🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

৯. ভগবান শ্রীকৃষ্ণের অন্নপ্রাশন লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 🔀 http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_36.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
      ꧁ ৯. ভগবান শ্রীকৃষ্ণের অন্নপ্রাশন লীলা ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧           
🌼শ্রীকৃষ্ণের অন্নপ্রাশন লীলা গৌরচন্দ্র🌼*
*নদীয়ার নারী পুরুষ,সুকৃতি মানি মনে*
       *মহা আনন্দিত হৈয়া।*
*নিমাইর অন্ন-, -প্রাশনে সকলে,*
      *আইসেন নানা সামগ্রী লৈঞা*
*শচীসুত-শোভা, দেখে আঁখি ভরি*
       *নীলাম্বর ভাগ‍্যমন্তের কোলে।*
*নব নব আভ-,রণময় কটি,*
      *তটে পট্টধটী অঞ্চল দোলে।।*
*হেমসরসিজ,জিনি তনুখানি*
     *মুখে কি উপমা চাঁদেরঘটা।*
*মিষ্ট-অন্নকণিকা, গ্রহণে কিবা অদ্ভুত*
     *মৃদু  হাসির  ছটা।।*
*এহেন উৎসবে, কেবা ধরে ধৃতি*
      *কহিতে কৌতূক না আইসে মুখে*।
*সবে শচী জগ-, ন্নাথে প্রশংসয়ে*
     *নরহরি হিয়া উথলে সুখে।।*

*🌻🌻ব্রজলীলার প্রথম পদ🌻🌻*
*গর্গের বদনে সব শুনিয়া তখন।*
*নন্দ নন্দরাণী দোঁহে সবিস্ময় মন*
*অন্নপ্রাশনের দিন নির্ধার্য‍্য হইল।*
*নানাবস্তু নন্দগোপ সঞ্চয় করিল*
*দধি দুগ্ধ করি আদি করে আয়োজন।*
*ঘৃত ছানা মাখনাদি কে করে গণন।।*
*শর্করাতে পূর্ণ পাত্র রাখে স্থানে স্থানে।*
*তন্ডুল গোধূমচূর্ণ রাশি রাশি আনে।।*
*বিউলি কলাই মুগ আনিল বিস্তর।*
*মিষ্টান্ন সন্দেশ আদি আনে বহুতর।।*
*কত ফল আনে তাহা কে গণিতে পারে।*
*সুগন্ধি আনিল কত ঘ্রাণে মন হরে।।*
*দ্বারেতে কদলী-বৃক্ষ করিল রোপণ।*
*আম্রপত্র সারি সারি মনোহর ভণ।।*
*🌻🌻প্রথম পদের ব‍্যাখ‍্যা🌻🌻*
*নন্দমহারাজের কুলগুরু(গর্গাচার্য‍্য) কংসের ভয়ে পরম গোপনে নন্দ মহারাজের ভবনে এসে নামকরণ সম্পাদন করে স্বস্থানে গমন করবার পর গোপরাজ নন্দ তাঁর নিজ পুরোহিত ও* *বেদজ্ঞ ব্রাহ্মণগণকে আনাইয়া মহাসমারোহে নিজ পুত্রের অন্নপ্রাশনের অনুষ্ঠান করলেন।*  *গর্গাচার্য‍্য যখন নন্দনন্দনের নামকরণ করবার জন্য গোপনে নন্দালয়ে এসেছিলেন,* *তখনই তিনি নন্দের অনুরোধে নন্দনন্দনের অন্নপ্রাশনের দিন স্থির করে দিয়াছিলেন।* 
*মাঘে শুক্লচতুর্দশ‍্যাং কুরু কর্ম শুভক্ষণে।*
*গুরুবারে চ রেবতাং বিশুদ্ধে চন্দ্রতারকে।।*
*চন্দ্রস্থে মীনলগ্নে চ লগ্নেশ পূর্ণদর্শনে।*
*বণিজে করণোৎকৃষ্টে শুভযোগে মনোহরে।।*
*সুদুর্লভে দিনে তত্র সর্বোৎকৃষ্টৌপযোগীকে।*
*আলোচ‍্য পন্ডিতৈঃ সার্ধং কুর্ম মুদিন্বিতঃ।।*

*🌻গর্গাচার্য‍্য নন্দমহারাজকে বলেছিলেন,* *আগামী মাঘমাসের শুক্লা চতুর্দশী তিথিতে শুভক্ষণে তোমার পুত্রের নামকরণ ও অন্নপ্রাশনের অনুষ্ঠান করবে।* *সেদিন বৃহস্পতিবার, রেবতী নক্ষত্র এবং তোমার পুত্রের চন্দ্রশুদ্ধি ও তারাশুদ্ধি আছে।* *ঐদিন লগ্নপতির পূর্ণ দৃষ্টিযুক্ত চন্দ্রগত মীনলগ্নে বণিজ করণে শুভযোগে শুভকর্ম সম্পাদন করবে।* *ঐদিন সর্বোৎকৃষ্ট এবং সর্বোসদ্ গুণ সম্পন্ন।* *তুমি পুরোহিতগণের সহিত* *সমালোচনা করে যথাসময়ে কর্মারম্ভ* *করবে।*


*🌻🌻দ্বিতীয় পদ🌻🌻*
*বাঁশী আদি কত বাজে বাজিছে সানাই।*
*ঢাক ঢোল কত বাজে লেখা-জোখা নাই।।*
*পুলকে নাচিছে বহু বিদ‍্যাধরীগণ।*
*কোলাহলে পরিপূর্ণ গোকুল-ভবন।।*
*নৃপগণে সবে নন্দ করে নিমন্ত্রণ।*
*রাখিল তাঁদের জন‍্য বিচিত্র আসন।।*
*ক্রমে নন্দালয়ে সবে করে আগমন।*
*মুনি যত আসে সভে লভি নিমন্ত্রণ।।*
*যশোদার পিতা আসি মহানন্দ করি।*
*সহিতে আসিল বহু কিঙ্কর-কিঙ্করী।।*
*দীন-দুঃখী অগণিত করে আগমন*
*গোপ-গোপী সবে হয় পুলকে মগন।।*
*শুভক্ষণে নন্দ করে পূজার বিধান*
*মুনিগণ করেন কর্ম মনোহর কন।।*অদ‍্য নন্দালয়ে আনন্দের* *সীমা নাই।* *বহু বাদ‍্যকর এলো,কত শত ঢাক-ঢোল বাজছে,গোকুল ভবন যেন আনন্দে পরিপূর্ণ।* *এই আনন্দের মাঝে গর্গাচার্য‍্যের মনে গভীর চিন্তা হল।* *গর্গাচার্য‍্য নন্দমহারাজকে বললেন, গোপরাজ!* *এই ত তোমার পুত্রের অন্নপ্রাশনে এত ধূমধাম আমার ভালো লাগছে না,* *বিশেষ করে আমি এইস্থানে থাকলে অনেক অসুবিধে দেখা দিবে।* *যদি কোন ক্রমে সে কথা রাষ্ট্র হয়ে কংসের কর্ণগোচর হয়,* *তাহলে মহা অনর্থ ঘটবে।* *অতএব আমি এখন বিদায়*
*গ্রহণ করলাম,* *কংসের সঙ্গে গর্গাচার্য‍্যের চরম সম্পর্কে আবদ্ধ তাই*)। *তুমি চিরজীবন নারায়ণের সেবা করে তাঁর অপার কৃপায় অতুলনীয় পুত্রধনে ধনী হয়েছ।* *এই মহা সম্পদ জগতে একমাত্র তুমিই লাভ করেছ,* *পরমানন্দে এই*
*পুত্রকে লালন-পালন করে সুখী হও।* *তোমার পুত্রও দীর্ঘজীবন লাভ করে তোমাদের ও জগতের আনন্দ বিধান করুক।* *এইরকম নানা কথায় নন্দের মনে আনন্দ প্রদান করে,গর্গাচার্য‍্য মনে মনে নন্দনন্দের শ্রীচরণে অসংখ‍্য দন্ডবৎ প্রণাম জানিয়ে আনন্দ পূরিত হৃদয়ে নিজ সৌভাগ্যগর্বে উৎফুল্ল হয়ে নন্দভবন হতে স্বস্থানাভিমুখে যাত্রা করলেন।* *গোপরাজনন্দ গর্গাচার্য‍্যের কথায় নিজ পুত্রের শুভকর্মাদি মুনিগণ দ্বারা শুরু করাইলেন।*

*🌻🌻তৃতীয় পদ ও ব‍্যাখ‍্যা🌻🌻*
*তারপর নন্দগোপ হরিষ অন্তরে।*
*অষ্টাঙ্গে প্রণাম করে যত মুনিবরে*
*আশীর্বাদ করে কৃষ্ণে যত মুনিগণ।
*পুলকে সকলে অর্ঘ করিল অর্পণ*
*মাঝপথে গর্গের কি মনে হৈল।*
*পুনঃ গর্গাচার্য‍্য নন্দভবনে আইল*
*নন্দগোপ শিশুরে সব দিলেন সাদরে।*
*নন্দগোপ গর্গ দেখি বলে যোড়করে।।*
*পুনঃপুনঃ আগমন তব গুণাধার।*
*ভোজন করান সুতে কহিলাম সার।।*
*ইহা কহি হরি দেহে চন্দন লেপিল*
*স্বর্ণাসনে সুত কোলে নন্দ যে বসিল।।*
*অনুমতি দিল গর্গ আদি ঋষিগণ।*
*মনোহর পুলকেতে করেন দরশন।।*

*🌼গোপরাজ নন্দ এই মহামহোৎসবে এইদিনে নিজ পুত্রের কল‍্যাণার্থে আনন্দচিত্তে মুনিগণের শ্রীচরণে অষ্টাঙ্গে দন্ডবৎ প্রণাম করলেন,* *ও মুনিগণ গোপালকে শিশু মনে করিয়া আশীর্বাদ করলে নন্দমহারাজ আনন্দিত হলেন।* *যথাসময়ে গর্গাচার্য‍্য নন্দভবনে ফিরে এলেন,* *গর্গাচার্য‍্যকে দেখে মহারাজ ভীষণ খুশী হলেন, এবং বললেন আপনি আমার পুত্রের মুখে অন্নদান করুন।* *নন্দভবনে আনন্দের সীমা রইল না।* *স্বর্ণাসনে নন্দকোলে বসে গোপাল অন্নভোজন করলেন।*

*🌻গর্গাচার্য‍্য পরম ভাগবতচূড়ামণি ছিলেন।*
*গৃহীত্বা শ্রীহরিং গর্গো জগাম নিভৃতং মুদা।*
*তুষ্টাবপরয়া ভক্তা প্রণম‍্য চ তমীশ্বরম্।।*
*অর্থ‍্যাৎ=ভক্তচূড়ামণি গর্গাচার্য‍্য নন্দপুত্রকে নিয়ে নিভৃত স্থানে গমন করলেন,এবং ভক্তিপূর্বক তাঁর শ্রীচরণে প্রণাম করিয়া সেই সর্বকারণ কারণ নন্দনন্দনের স্তব করতে লাগলেন।* 
*হে কৃষ্ণ জগতাং নাথ ভক্তানাং ভয়ভঞ্জন।*

*🌻🌻 চতুর্থ পদ ও ব‍্যাখ‍্যা🌻🌻*
*যথাবিধি পুত্রমুখে অন্নদান করে।*
*ঋষিগণ নন্দগোপে বলিলেন পরে।।*
*অদ‍্য হতে কৃষ্ণনাম সুতের হইল।*
*এরূপ বিধানে কর্ম সমাধা হৈল।।*
*দক্ষিণা দ্বিজেরে নন্দ কৈল সমর্পণ।*
*দুঃখীজনে দিল নন্দ বহুতর ধন।।*
*তৃপ্তি সহকারে সবে ভোজন করিয়ে।*
*দক্ষিণা লৈয়া গেল হরিষ হৃদয়ে।।*
*ক্রমে ক্রমে যত মুনি করিল গমন।*
*মথুরাপুরীতে গর্গ দিল দরশন।।*
*দাস মনোহর কয় সফল জীবন।*
*মহামুনি সহ অন্ন লীলা দরশন।।*
######################
*বসুদেব নারী সহ আছে কারাগারে।*
*গর্গঋষি সমাগত তাঁদের গোচরে।*
*সকল বারতা গর্গ করে নিবেদন।*
*বসুদেব শুনি তাহা পুলকে মগন।।*
*আশীষ করিয়া মুনি করিল গমন।*
*সমাগত ক্ষণমধ‍্যে আপন ভবন।।*
*শ্রীকৃষ্ণের নাম-কর্ম এখানে রহিল।*মনোহরে কহে প্রেমানন্দে হরিবল*।।

*🌻জয় যশোদা দুলালের জয়,জয় গর্গাচার্য‍্যের জয়🌻*
 ✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧               
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html