🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

৩০. অতি গূঢ় নিত্যানন্দ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_71.html

 ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ৩০. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
     ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(৩০)
*অতি গূঢ় নিত্যানন্দ।*

ভক্তগোষ্ঠী-সহিত গৌরাঙ্গ জয়জয়।
 শুনিলে চৈতন্যকথা ভক্তি লভ্য হয়।।

 *হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর।  
বিহরে সংহতি নিত্যানন্দ গদাধর।।*

 একদিন নগর ভ্রমণ করতে করতে সার্বভৌমের পিতা মহেশ্বর বিশারদের জাঙ্গালে গেলেন। সেখানে দেবানন্দ পণ্ডিতের বাস। দেবানন্দ বিশাল পণ্ডিত, কিন্তু ভক্তিহীন। সেইজন্য ভাগবত ব্যাখ্যা করলেও তার মর্ম জানেন না। যখন প্রভু সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার ব্যাখ্যা শুনে বলছেন- এ ব্যাটা ভাগবতের অর্থ কোন জন্মে ও জানে না। এর ভাগবতে কি অধিকার?
 গ্রন্থ রূপে ভাগবত কৃষ্ণ অবতার।।

 সবে পুরুষার্থ *ভক্তি* ভাগবতে হয়।
 "প্রেমরূপ ভাগবত" চারি বেদে কয়।।

🌷চারিবেদ *দধি* ভাগবত *নবনীত*।
 মথিলেন শুকে__ খাইলেন পরীক্ষিত।।🌷

 মোর প্রিয় শুক সে জানেন ভাগবত।
 ভাগবতে কহে মোর তত্ত্ব অভিমত।।

 মুঞি, মোর দাস,আর গ্রন্থ ভাগবতে।
 যার ভেদ আছে তার নাশ ভালমতে।।

 আমি আমার দাস এবং গ্রন্থ-ভাগবত এসব একই তত্ত্ব, ইন্দ্রীয়াতীত।

ভাগবত-তত্ত্ব প্রভু কহে ক্রোধাবেশে।
 শুনিয়া বৈষ্ণবগণ মহানন্দে ভাসে।।

 *"ভক্তি বিনে ভাগবত যে আর বাখানে"।
প্রভু বোলে ‍"সে অধম কিছুই না জানে।।* 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ৩০. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 মহাপ্রভু বলছেন- ভাগবত শাস্ত্র সর্বশ্রেষ্ঠ, পুরান শিরোমনি ও প্রমাণ শিরোমণি। ইহা বিদ্যা,তপ, প্রতিষ্ঠা দ্বারা বুঝা যায় না।

 *ভাগবতে অচিন্ত্য ঈশ্বর বুদ্ধি যার।সে জানয়ে ভাগবত-অর্থ ভক্তিসার।।* 

 সর্বগুণে দেবানন্দ পন্ডিত-সমান।
পাইতে বিরল বড় হেন- জ্ঞানবান।।

সে-সব লোকের যাতে ভাগবতে ভ্রম।
 তাতে যে অন্যের গর্ব তার শাস্তা যম।।

 *ভাগবত পঢ়াইয়া কারো বুদ্ধিনাশ।
নিন্দে' অবধূতচান্দ জগতনিবাস।।* 

 এই মত প্রতিদিন প্রভু বিশ্বম্ভর।
ভ্রময়ে নগরে সব সঙ্গে অনুচর।।

কিছু দূরে দেবানন্দ পণ্ডিতকে দেখে মহাপ্রভু ক্রোধিত হয়ে বললেন - এর শ্রীবাস পন্ডিতের স্থানে অপরাধ আছে। একদিন তিনি দেবানন্দের টোলে গেলেন ভাগবত শ্রবণের জন্য।ভাগবত শ্রবণ করে হৃদয় দ্রবীভূত হল, উনি প্রেমের আবেশে ক্রন্দন করতে লাগলেন।দেবানন্দের ছাত্রগণ তাকে ধরে টেনে হিঁচড়ে বাইরে রেখে আসলেন। দেবানন্দ পণ্ডিত নিষেধ করলেন না বরং অনুমোদন করলেন। অনেক পরে শ্রীবাসের যখন বাহ্য প্রাপ্ত হল,তখন উনি দুঃখিত অন্তঃকরণে ঘরে ফিরে আসলেন।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ৩০. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
অন্তর্যামী বিশ্বম্ভর সব জানেন। দেবানন্দ কে দেখে সেসব স্মরণ হল, ক্রোধ-মুখে বলছেন - অহে দেবানন্দ!একদিন শ্রীবাস পণ্ডিত তোমার কাছে ভাগবত শ্রবণ করতে গিয়েছিল। সে ভাগবত শ্রবণ করে প্রেমে গদগদ হয়ে ক্রন্দন করছিল। তুমি শিষ্য দ্বারা তাকে বাইরে বের করে দিয়েছিলে,কাজটা কি ভালো করেছিলে? ভাগবত শুনে যে কান্দে কৃষ্ণরসে, তাকে কি এমনি ভাবে বের করে দেওয়া উচিত? বুঝতে পেরেছি, তুমি যে ভাগবত পড়াও তার মর্ম হৃদয়ঙ্গম করতে পারো নাই।

একথা শুনে দেবানন্দ লজ্জায় মাথা নিচু করলেন। কোন উত্তর দিতে পারলেন না। দুঃখিত অন্তঃকরণে দেবানন্দ নিজ ঘরে গেলেন। তথাপি দেবানন্দ বড় পুণ্যবান। বচনের দ্বারা মহাপ্রভু যাকে দন্ড করলেন।সুকৃতি ছাড়া মহাপ্রভুর দণ্ড সকলে পায় না। তাঁর দন্ড যে মাথা পেতে নেয়, সে ভক্তির অধিকারী হয়।

 *চৈতন্যকথার আদি অন্ত নাহি জানি। 
যে-তে-মতে চৈতন্যের যশ সে বাখানি।।* 

 *চৈতন্য দাসের পায়ে মোর নমস্কার। ইথে অপরাধ কিছু নহুক আমার।।* (চৈতন্য ভাগবত মধ্যখন্ড 21 অধ্যায়)

মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর একদিন দৈবযোগে বক্রেশ্বর পন্ডিত এসে উপস্থিত হলেন দেবানন্দ পন্ডিতের আশ্রমে। বিষ্ণুভক্তিময় তেজোপূর্ণ কলেবর বক্রেশ্বর পণ্ডিতকে সাদর অভ্যর্থনা জানালেন দেবানন্দ।
বক্রেশ্বর পন্ডিতের নৃত্যে দেবাসুর মোহিত হন।
 *অশ্রু, কম্প,স্বেদ,হাস্য, পুলক হুঙ্কার।
বৈবর্ণ, আনন্দমূর্চ্ছা আদি যে বিকার।।*

যুগপৎ একই সময়ে  অষ্টস্বাত্বিক বিকার প্রকাশিত হয়। তার নৃত্যে মহাপ্রভু বেত্র হস্তে সব লোককে এক পাশ করেন।যিনি ব্রজের তুঙ্গবিদ্যা সখীর অবতার।এ হেন মহাপুরুষের সেবার ফলে দেবানন্দ পন্ডিতের মহাপ্রভুর প্রতি সুদৃঢ় বিশ্বাস জন্মিল।

কৃষ্ণ সেবা হইতেও বৈষ্ণব সেবা বড়।
 ভাগবত-আদি সর্ব শাস্ত্রে কৈল দঢ়।।

 সিদ্ধির্ভবতি বা নেতি সংশয়োঽচ্যুতসেবিনাম্। 
নিঃসংশয়স্তু তদ্ভক্তপরিচর্যারতাত্মনাম্।।

যারা অচ্যুত ভগবানের সেবা করেন, তাদের সিদ্ধি হতেও পারে, নাও পারে।
 কিন্তু তার ভক্তের যারা পরিচর্যা করেন, তাদের সিদ্ধি যে হবেই  এ বিষয়ে কোন সন্দেহ নাই।।

এতেকে বৈষ্ণব সেবা পরম উপায়।
 ভক্ত সেবা হৈতে সে সভেই কৃষ্ণ পায়।।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ৩০. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
যখন মহাপ্রভু কুলিয়া শ্রীপাটে আসেন, তখন বক্রেশ্বরের সঙ্গ প্রভাবে দেবানন্দ গৌরচন্দ্র দেখতে চললেন। মহাপ্রভু বসেছিলেন প্রণাম করে দেবানন্দ সংকোচিত চিত্তে এক পাশে দাঁড়ালেন।মহাপ্রভু তাকে নিয়ে একান্তে গিয়ে অপরাধ ক্ষমা করে কৃপা করলেন ও বললেন-
প্রভু বলে তুমি যে সেবিলা বক্রেশ্বর। 
অতএব হইলা তুমি আমার গোচর।।

 দেবানন্দ - তব চরণে এক নিবেদন, আমি অজ্ঞ, ভাগবত কিভাবে পড়াব?
 মহাপ্রভু - "শুন বিপ্র! ভাগবতে এই বাখানিবা। 
 *ভক্তি* বিনু আর কিছু মুখে না আনিবা।।

 আদ্য- মধ্য-অন্ত্যে ভাগবতে এই কয়।
 বিষ্ণুভক্তি নিত্য-সিদ্ধ  অক্ষয় অব্যয়।।

যেমন মৎস্য-কূর্মাদি অবতার আবির্ভূত হন ও তিরোহিত হন। সেই প্রকার ভাগবত কারও রচিত নয়।
 ভক্তিযোগে ভাগবত ব্যাসের জিহ্বায়।
 স্ফূর্তি সে হইল মাত্র কৃষ্ণের কৃপায়।।

অজ্ঞ হই ভাগবতে যে লয় শরণ। 
ভাগবত অর্থ তার হয় দরশন।।

 *ভাগবত পুস্তক থাকয়ে যার ঘরে।কোন অমঙ্গল নাহি যায় তথাকারে।।* 

 *হেন ভাগবত কোন দুষ্কৃতি পঢ়িয়া। নিত্যানন্দ নিন্দা করে তত্ত্ব না জানিয়া।।* 

 *ভাগবতরস__ নিত্যানন্দ মূর্তিমন্ত।ইহা জানে__ যে হয় পরম ভাগ্যবন্ত।।* 

বেদ-বেদান্ত মহাভারত পুরাণাদি রচনা করেও ব্যাসের হৃদয় প্রসন্ন হয় নাই। তারপর ভাগবত দর্শন হওয়ার পর আনন্দে বিভোর হয়ে যান।

দেবানন্দ মহাপ্রভুর আদেশ মতো স্তুতি বন্দনাদি করে গৃহে গমন করলেন।

ক্রমশ ....
✧═══════════•❁❀❁•═══════════✧      
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন⬇️⬇️⬇️
 

 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
           ꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html