🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

শ্রীমন্মহাপ্রভুর সন্ন্যাসগ্রহণ দিবস এবং ভুবনমঙ্গল শ্রীকৃষ্ণচৈতন্য নামধারণ দিবস 🙏 মাঘ মাসের প্রথম দিন ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/blog-post_35.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীমন্মহাপ্রভুর সন্ন্যাসগ্রহণ দিবস এবং ভুবনমঙ্গল শ্রীকৃষ্ণচৈতন্য নামধারণ দিবস ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই  ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই ꧂
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*#মাঘ_মাসের_প্রথম_দিন*
*#শ্রীমন্মহাপ্রভুর_সন্ন্যাসগ্রহণ_দিবস_এবং_ভুবনমঙ্গল_শ্রীকৃষ্ণচৈতন্য_নামধারণ_দিবস* 

সঙ্কীর্তনানন্দে বিভোর হয়ে রয়েছেন গৌরহরি।কখনো নবদ্বীপের পথে পথে  আবার কখনো শ্রীবাস পণ্ডিতের বাড়ির অঙ্গনে কখনো বা নিজের বাড়িতে ভক্তদের সাথে মহাপ্রভু কীর্ত্তন করছেন। সাথে রয়েছেন অভিন্ন তনু নিতাই চাঁদ আর সীতানাথ অদ্বৈত প্রভু । রয়েছেন গদাধর পণ্ডিত, ঠাকুর হরিদাস, মুরারিগুপ্ত প্রমুখ ভুবনমঙ্গল পার্ষদ গণ । হঠাৎ একদিন সঙ্কীর্তন ভাবানন্দে বলে উঠলেন, "কফ হয়েছে, পিপ্পলি চূর্ণ খেলাম। কমলো তো না।উল্টে আরো বেড়ে গেল"। 
*#করিল_পিপ্পলিখন্ড_কফ_নিবারিতে* ।
*#উলটিয়া_আরো_কফ_বাড়িল_দেহেতে* ।।
কেউ বুঝল না মহাপ্রভুর কথার অর্থ কিন্তু নিতাই চাঁদ বুঝলেন এর গূঢ়ার্থ।
একদিন একান্ত নিভৃতে নিত্যানন্দ প্রভু কে মহাপ্রভু বললেন,"নিতাই, আমি জগত উদ্ধার করতে এলাম।কিন্তু উদ্ধার তো হলই না বরঞ্চ জগৎবাসী আরো মায়াবন্ধনে জড়িয়ে গেল। তাই আমি সন্ন্যাসী হব। সন্ন্যাসী হয়ে দুয়ারে দুয়ারে আমি ভিক্ষা নেব।তবে লোকে আমাকে দেখে কৃষ্ণ নাম উচ্চারণ করবে।তবে হবে উদ্ধার "।
নিত্যানন্দ প্রভু যারপরনাই কষ্ট পেলেন।সেই চাঁচড় কেশ থাকবে না। সেই ভুবনমঙ্গল রূপ থাকবে না। সবথেকে বড় কথা শচীমা কীভাবে জীবন ধারণ করবেন? 
*#স্থির_হই_নিত্যানন্দ_মনেমনে_গণে* ।
*#প্রভু_গেলে_আই_প্রাণ_ধরিব_কেমনে* ?
এরপরে মহাপ্রভু একে একে তাঁর সমস্ত পার্ষদ দের কেই এই ইচ্ছের কথা জানালেন। ভক্তরা সবাই বিমর্ষ হলেন।মহাপ্রভুর ইচ্ছের ওপর কে আর কথা বলবে? মহাপ্রভু নিজে যখন ইচ্ছে প্রকাশ করেছেন তখন তিনি সন্ন্যাসী হবেনই হবেন।
মহাপ্রভু ভক্তদের প্রবোধ দিলেন। বললেন ,"আমার সন্ন্যাসের জন্য তোমরা কষ্ট পাচ্ছ কেন? তোমরা যেমন আমার ছিলে তেমনই থাকবে।আমি *#কীর্ত্তন* আর *#আনন্দ* এই দুই অবতার রূপে শরীর ধারণ করেই প্রকট থাকব।" অর্থাৎ যেখানে কীর্ত্তন হবে সেখানেই আনন্দ হবে ভক্তের হৃদয়ে । আর এই কীর্ত্তন আর আনন্দেই মহাপ্রভু প্রকট হবেন ভক্তের চোখে। তিনি ভক্ত কে ছেড়ে কোথাও যেতে পারেন না।
*#এইমতে_আরো_আছে_দুই_অবতার* ।
*#কীর্ত্তন_আনন্দ_রূপ_হইবে_আমার* ।।
*#লোকশিক্ষা_নিমিত্ত_সে_আমার_সন্ন্যাস* ।
*#এতেকে_তোমরা_সব_চিন্তা_কর_নাশ* ।।
ভক্তরা যদিও বা প্রবোধ মানলেন, প্রবোধ মানলেন না শচী ঠাকুরানি । ছেলে সন্ন্যাসী হবে, একথা কোন মা সহ্য করতে পারে? 
*#প্রভুর_সন্ন্যাস_শুনি_শচী_জগন্মাতা* ।
*#হেন_দুঃখ_জন্মিল_না_জানে_আছে_কোথা* ।।
অনাথিনী শচী ঠাকুরানি । কত অল্প বয়সে মিশ্র পরিবারের গৃহবধূ হয়ে এসেছিলেন। স্বামী সন্তান সংসার নিয়ে কত স্বপ্নই দেখেছিলেন।রাজ অট্টালিকা তো ছিল না। ছিল গরীবের কুটির। কিন্তু স্বপ্ন চোখেই রয়ে গেল। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হল। স্বামী জগন্নাথ মিশ্র অপ্রকট হয়েছেন।অনাথিনী বিধবা  শচীদেবী ভেঙে পড়েন নি। ছোট্ট নিমাই কে পড়াশোনা শিখিয়েছেন। তাকে অধ্যাপক বানিয়েছেন। বিয়ে দিয়েছেন। কিন্তু বিধি বাম। কন্যাতুল্য পুত্রবধূ লক্ষ্মীকে সর্পদংশনে হারিয়েছেন। আবার ঘর বাঁধার স্বপ্ন দেখেছেন। এনেছেন বিষ্ণুপ্রিয়া কে। তাঁর শিবরাত্রির সলতে নিমাই যেন ঘরে থাকে। কিন্তু একি!! সেই নিমাই আজ বেরিয়ে যাবে! তাহলে কিসের জন্য এত স্বপ্ন দেখা ?? 
ভগবান যতই ভগবৎস্বত্ত্বা সমন্বিত হোন না কেন নিজের মায়ের কাছে তিনি চিরকাল ছোটো থেকে যান। নিমাই পণ্ডিতও তাই। মাকে সান্তনা দেওয়া ছাড়া আর কিছু নেই তাঁর কাছে। 
*#মোর_অর্চা_মূর্তি_মাতা_তুমি_সে_ধরণী* ।
*#জিহ্বারূপা_তুমি_মাতা_নামের_জননী* ।।
*#এইমত_তুমি_আমার_মাতা_জন্মে_জন্মে* ।
*#তোমার_আমার_কভু_ত্যাগ_নাহি_মর্মে* ।।
আর একজন আছেন ঘরে। কুলবধূ সে। ঘরে বসে কান্না ছাড়া আর কি আছে তাঁর সম্বল। তাঁর কষ্ট বোধকরি সবথেকে গূঢ়তম। তাই চৈতন্যজীবনীকারেরা তাঁর কষ্টের কথা উল্লেখই করেন নি। কারণ তাঁর কষ্ট কে অনুভব করবে? মহর্ষি বেদব্যাস যেমন গোটা  ভাগবতে বৃষভানু রাজ নন্দিনীর নাম নেননি কারণ রাধারাণির তত্ত্ব বলতে গেলে ভাগবত আর বলা হবে না তেমনি চৈতন্যজীবনীকার বৃন্দাবন দাস সেই কুলবধূর বিরহ বিচ্ছেদের কথার প্রসঙ্গই আনেন নি। কারণ তাঁর বিরহ লিখতে গেলে মহাপ্রভুর সন্ন্যাস লীলাই হয়তো আর লেখা হবে না। কৃষ্ণ যখন মথুরাতে গেল রাধারাণী জানতেন কৃষ্ণ ঠিক একদিন ফিরে আসবেন। কিন্তু নবদ্বীপের মিশ্র পরিবারের এই গৃহবধূটি  জানেন তাঁর স্বামী আর কোনোদিন ফিরে আসবেন না। ধন্য তোমার বৈরাগ্য দেবী!!ধন্য তোমার বিরহবেদনা !! নবদ্বীপের মিশ্র বাড়ির এই গৃহবধূটি চিরকাল রয়ে গেলেন লোকচক্ষুর অন্তরালে।।
 পৌষ সংক্রান্তির রাত। মহাপ্রভু তার প্রিয় শ্রীধরের লাউ এর পায়েস খেলেন। বলা ভালো শচীমা খাইয়ে দিলেন তাঁর প্রাণদুলাল কে। রাত্রি চারদণ্ড তখন। ব্রাহ্মমুহূর্ত তখনো আসেনি। গৌরহরি উঠলেন। উঠলেন নবদ্বীপের অধ্যাপক শিরোমণি নিমাই পণ্ডিত । উঠলেন বিশ্বম্ভর মিশ্র। এখন সবকটা নামে প্রাণ ভরে তাঁকে ডেকে নিই। এ নামগুলো তো আর থাকবে না তাঁর । শচী মা জেগে রয়েছেন।মহাপ্রভু শচীমাকে প্রণাম করলেন। কত সান্ত্বনা দিলেন ।কিন্তু 
*#যত_কিছু_বলে_প্রভু_শচী_সব_শুনে* ।
*#উত্তর_না_করে_কাঁদে_অঝোর_নয়নে* ।।
*#জননীর_পদধূলি_লই_প্রভু_শিরে* ।
*#প্রদক্ষিণ_করি_তাঁরে_চলিলা_সত্বরে* ।।  
আজ জেগে রয়েছেন পার্ষদেরা। যাদের সঙ্গে শ্রীবাস অঙ্গনে কীর্ত্তন না করলে মহাপ্রভুর শান্তি হত না।
*#কান্দে_সব_ভক্তগণ_ভূমিতে_পড়িয়া* ।
*#সন্ন্যাস_করিতে_প্রভু_যাবেন_চলিয়া* ।।
জেগে আছেন আরেকজন। মিশ্র বাড়ির গৃহবধূ। তাঁকেও চিরবিদায় দিয়ে মহাপ্রভু এগোলেন নদীর তটে। সাঁতার দিলেন।সূর্য উঠল।মাঘমাসের প্রথম দিন আজ। ভোর বেলায় এসে পৌছালেন কাটোয়াতে। *#দশনামী_ভারতী* সম্প্রদায়ের কেশব আচার্যের কাছে।
*#অদ্ভুত_দেহের_জ্যোতি_দেখিয়া_তাহান* ।
*#উঠিলেন_কেশব_ভারতী_পুণ্যবান* ।।
 মহাপ্রভুর অনুরোধেই মহাপ্রভুর প্রদত্ত মন্ত্রেই কেশব ভারতী তাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিলেন।
*#চতুর্দিকে_হরিনাম_সুমঙ্গল_ধ্বনি* ।
*#সন্ন্যাস_করিলা_বৈকুন্ঠের_চূড়ামণি* ।।
*#পরিলেন_অরুণ_বসন_মনোহর* ।
*#তাহাতে_হৈলা_কোটি_কন্দর্প_সুন্দর* ।।
সন্ন্যাস হলে আগের নাম পরিবর্তন করতে হয়।কেশব ভারতী সন্দিহান। কী নাম দেবেন এই তরুণ সন্ন্যাসীর?  জগতের সবাই কে এই তরুণ সন্ন্যাসীই একদিন কৃষ্ণ নাম উচ্চারণ করিয়ে চৈতন্য দেবেন। তাহলে এই তরুণ সন্ন্যাসীর নাম হোক *#শ্রীকৃষ্ণচৈতন্য* ।
*#হেনমতে_সন্ন্যাস_করিয়া_প্রভু_ধন্য* ।
*#প্রকাশিলা_আত্মনাম_শ্রীকৃষ্ণচৈতন্য* ।।
এরপর থেকে শুরু হল তাঁর জগৎব্যাপী কাজ। জগৎব্যাপী হরিনাম প্রচার। জগৎব্যাপী পতিতজীব উদ্ধার ।

*#শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ* । 
*#হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ* ।।
🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧      
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
              ꧁ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই ꧂
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি,  উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html